West Bengal News Live: প্রার্থী ঘোষণার আগে তৃণমূল কর্মীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
বনগাঁ পুরসভার (Bongaon Municipality) ১৪ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচনের (By Election) প্রার্থী ঘোষণার আগে তৃণমূল কর্মীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক। প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে তৃণমূলের প্রার্থী করতে হবে, পোস্টে দাবি। দল চাইলে লড়তে প্রস্তুত বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শঙ্কর আঢ্যর। এদিকে ফেসবুক পোস্টই বলে দিচ্ছে শাসকদলের গোষ্ঠীকোন্দল কোন পর্যায়ে পৌঁছেছে বলে কটাক্ষ করেছে বিজেপি। এই পরিস্থিতিতে শঙ্কর আঢ্যর দলীয় অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আজ থেকে ৫ অগাস্ট পর্যন্ত পথসভা করবে বিজেপি (BJP)। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) নিজে বলেছেন উদ্ধার হওয়া টাকা ওঁর নয়। নেপথ্যে কি বৃহত্তর ষড়যন্ত্র ? বাংলা ও দেশের মানুষের সামনে আসা উচিত। ৬ অগাস্ট থেকে ৮ অগাস্ট, পরে ১৬ থেকে ১৮ অগাস্ট ব্লকস্তরে মিছিল, ধর্না চলবে। জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।
উদ্ধার টাকা তাঁর নয়, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। হাওড়ায় গ্রেফতার কংগ্রেসের তিন বিধায়ক। ঝাড়খণ্ডের সরকার ফেলার চেষ্টা, অভিযোগ কংগ্রেসের। তুঙ্গে তরজা।
নিয়োগে দুর্নীতির প্রতিবাদ। শ্যামবাজার থেকে বেহালা, কলকাতার বিভিন্ন জায়গায় মিছিল করল বামেরা (Left Rally)।
SSC দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় হুগলির (Hooghly) দুই তৃণমূল নেতা। নাম করে সরাসরি তাঁদের দিকে আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। যদিও প্রমাণ দেখাক বলে পাল্টা দাবি জানিয়েছে অভিযুক্তরা।
এসএসসি দুর্নীতি (SSC Scam) প্রকাশ্যে আসতেই অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম ঘিরে বিতর্ক তুঙ্গে। ইতিমধ্য়েই ইতিহাস বইয়ের পাতা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম সরানোর দাবি উঠেছে। এবার মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) উদ্দেশ্য করে ট্যুইট করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। তিনি বলেছেন, ‘লক্ষ লক্ষ বেকারের টাকা আত্মসাৎ করে এই ব্যক্তি এখন জেলে। এখন অন্তত ওনার নাম ইতিহাস বইয়ের পাতা (History Book) থেকে মুছুন। না হলে নতুন প্রজন্ম ওনাকে নেতাজি, ক্ষুদিরামের সমতুল্য ভাবতে পারে, ট্যুইট বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার।
কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল উধাও। প্রেসিডেন্সি জেলে সুদীপ্ত সেনকে জেরা। বহু ব্যক্তিকে টাকা দিয়েছেন সারদাকর্তা। ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট। জানাল পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ। এবিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "সারদাকাণ্ডে সবথেকে বেশি সুবিধা পেয়েছেন মুখ্যমন্ত্রী।''
পুলিশের ধস্তাধস্তিতে হাতে চোট পেয়েছেন, দাবি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। ‘গতকালের বিক্ষোভে রাজ্য পুলিশের ধস্তাধস্তিতে হাতে আঘাত পেয়েছি। মুখ্যমন্ত্রী, এভাবে আমায় এবং বিজেপি কর্মীদের ভয় দেখানো যাবে না। আপনার দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ বন্ধ করতে পারবেন না। মানুষের জন্য আমাদের লড়াই জারি থাকবে।’ ট্যুইট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
উদ্ধার হওয়া টাকা তাঁর নয় বলে ফের দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। জোকা ইএসআই থেকে ঢোকা ও বেরোনোর সময় একই দাবি পার্থর।
ইডির আতসকাচে পার্থ-অর্পিতা সম্পর্কিত একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট গুলি থেকে কোন উদ্দেশ্যে কত টাকা লেনদেন? খতিয়ে দেখছে ইডি, খবর ইডি সূত্রের
পার্থ-অর্পিতার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮ কোটি টাকার হদিশ! ইডি-র ফ্রিজ করা অ্যাকাউন্টে ৮ কোটির হদিশ পেল ইডি: সূত্র
ফ্ল্যাট থেকে টাকা, সোনা উদ্ধারের পর, এবার GST নম্বর কারচুপির অভিযোগ উঠল অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, একটি GST নম্বর অর্পিতার নেল আর্ট পার্লারের ব্যবসার। ইডি-র দাবি, আরেকটি GST নম্বরে এখনও পর্যন্ত কোনও ব্যবসার হদিশ মেলেনি। আর এই GST নম্বর নিয়েই সন্দেহ ঘনীভূত হয়েছে। ওই GST নম্বর অর্পিতা কীভাবে পেলেন, তা এখনও স্পষ্ট নয়। রাজস্ব ফাঁকি দিতে GST নম্বর কারচুপি করা হয়েছে কিনা, খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বৃদ্ধার রক্তাত্ত দেহ উদ্ধার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অভিজাত এলাকা সিটিসেন্টার থেকে। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল ওই বৃদ্ধাকে ।
নোট-কাণ্ডে ঝাড়খণ্ডের ৩ বিধায়ক গ্রেফতার। গোটা ঘটনার তদন্তভার নিল সিআইডি। গ্রেফতার করা হয়েছে ৩ বিধায়কের ২ সঙ্গীকেও। ঝাড়খণ্ডের ৩ বিধায়ককে ঘিরে রহস্য আরও ঘনীভূত। গতকাল রাতে ঝাড়খণ্ডের ৩ বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হয় ৪৯ লক্ষ টাকা।
কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল উধাও হওয়ার অভিযোগে প্রেসিডেন্সি জেলে সারদা কর্তা সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের।
হাতুড়ি ও ছুরি দিয়ে মাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ছেলে। ঘটনা বাঁকুড়ার ছাতনা থানার চন্ডীদাস পল্লীর।
জোকা ইএসআইতে ফের বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। ''আমার কোনও টাকা নেই'', হাসপাতালে ঢোকার মুখে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের।
চুঁচুড়া শহর জুড়ে বিজেপির তরফ থেকে পোস্টার মারা হয়েছে। পোস্টারে লেখা চুঁচুড়া কোটি কোটি টাকা সরানো হচ্ছে তৃণমূলের নেতৃত্বে এদের তদন্ত চাই। এইরকমই পোস্টার দেখা গেল হুগলি স্টেশন চুঁচুড়া স্টেশন ইমামবাড়া হাসপাতাল সহ বিভিন্ন জায়গায়।
তেঘরিয়া ও খিদিরপুর এলাকা থেকে ১০ কোটিরও বেশি টাকার মাদক উদ্ধার করল শুল্ক দফতর। আটক দুই মাদক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল প্রথমে তেঘরিয়া এলাকায় অভিযান চালায় শুল্ক দফতর। উদ্ধার হয় ৯৯৫ গ্রাম হেরোইন। এক পাচারকারীকে আটক করা হয়। তাকে সঙ্গে নিয়েই খিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় আরও ১ হাজার ৬২৭ গ্রাম হেরোইন। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য আনুমানিক ১০ কোটি ৪ লক্ষ টাকা। কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদক আনা হয়েছিল, কোথায় পাচারের ছক ছিল, খতিয়ে দেখছে শুল্ক দফতর।
২০১৫ সালে সেরিব্রাল অ্যাটাকের পর থেকেই শয্যাশায়ী ছিলেন নির্মলা। এরপর খেকেই নানা অসুখে ভুগছিলেন।
আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে পার্থ-অর্পিতার। একটু পরেই পার্থ-অর্পিতাকে বের করা হবে সিজিও কমপ্লেক্স থেকে। স্বাস্থ্য পরীক্ষার পর ফের দু’জনকে জেরা করবে ইডি।
আজই সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রর শেষকৃত্য সম্পন্ন হবে। গতকাল রাত ১২টা ৫ মিনিটে চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮৪ বছরের শিল্পীর।
টাকার উৎস নিয়ে এখনও মুখ খোলেননি ৩ কংগ্রেস বিধায়ক, দাবি পুলিশ সূত্রের। মক্কেলদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, দাবি ৩ বিধায়কের আইনজীবীর।
পর্যাপ্ত জলের অভাবে পূর্ব বর্ধমান জেলা জুড়ে আমন ধান-চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা।
নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত ধর্না চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হলেও, এই হুঁশিয়ারি দিয়ে রাখলেন SSC-র আন্দোলনকারী চাকরিপ্রার্থী শহীদুল্লাহ্। আন্দোলনকারীদের সঙ্গে কেন বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? প্রশ্ন তুলে খোঁচা বিরোধীদের। জট ছাড়ানোই উদ্দেশ্য। দাবি শাসকদলের।
বিশ্বভারতীর বিনয়ভবনে মার্কশিট-বিতর্ক। যার জেরে পদ থেকে সরিয়ে দেওয়া হল এডুকেশনের বিভাগীয় প্রধানকে। বিএড ও এমএডের তৃতীয় সিমেস্টারের পড়ুয়াদের অভিযোগ, ২ মাস ধরে নানা অজুহাতে তাঁদের মার্কশিট দেওয়া হচ্ছে না। তাই মার্কশিট খোওয়া গিয়েছে বলে সন্দেহ দানা বাধছে। এই মর্মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগও জানিয়েছেন তাঁরা।
ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের ৪৯ লক্ষ টাকার উত্স কী? কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই টাকা?
শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে, বিজেপির পোস্টার দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে হাজরায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা-কর্মীদের। প্রায় ৪ ঘণ্টা পর লালবাজার থেকে ছাড়া হয়। এ’নিয়ে তুঙ্গে উঠেছে তরজা।
প্রেক্ষাপট
তিনি ছিলেন, শ্রোতাদের চিরদিনের হাসি-কান্নার সাথী। তাঁর জীবন ছিল, নদীর মতো গতিহারা। সেই তিনি আর নেই। শ্রোতাদের কাঁদিয়ে প্রয়াত সঙ্গীত শিল্পী মির্মলা মিশ্র (Nirmala Mishra)। রাত ১২.৫-এ চেতলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু হয় তাঁর। জানিয়েছেন প্রয়াত সঙ্গীতশিল্পীর চিকিৎসক (Doctor)। নির্মলা মিশ্রর বয়স হয়েছিল, ৮৪ বছর। চিকিত্সক জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন শিল্পী। পরিবার সূত্রে খবর, এদিন রাতে শিল্পীর দেহ রাখা থাকবে দক্ষিণ কলকাতার (South Kolkata) নার্সিংহোমে। আজ সকালে নিয়ে যাওয়া হবে রবীন্দ্রসদনে (Rabindra Sadan)। কেওড়াতলা শ্মশানে হবে শেষকৃত্য। শিল্পীর জন্ম ১৯৩৮-র ২১ অক্টোবর। ১৯৬০ সালে সঙ্গীত জগতে পা রাখেন শিল্পী। সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাস তাঁকে ‘শ্রী লোকনাথ’ ছবির গান গাওয়ার সুযোগ দেন। তিনি যেসব ছবির গানে কণ্ঠ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য- স্ত্রী, অভিনেত্রী, অনুতাপ ইত্যাদি। ছবির গানের পাশাপাশি তিনি গেয়েছেন, অসংখ্য আধুনিক বাংলা গান। তাঁর গানের মধ্যে উল্লেখযোগ্য, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতাপাখি রে, বল তো আরশি তুমি মুখটি দেখে, কাগজের ফুল বলে, সবুজ পাহাড় ডাকে প্রভৃতি।
জমি সংক্রান্ত বিবাদের ঘটনায় জরিমানা নেওয়া হয়েছিল। ১১ বছর পর সিপিএম কর্মীদের সেই টাকা ফেরানো হল তৃণমূলের তরফে। ডেবরার এই ঘটনায় তুঙ্গে রাজনীতি। ব্যক্তিগতভাবে কেউ টাকা নিয়ে ছিলেন। আরও কেউ নিয়ে থাকলেও টাকা ফেরানো হবে। জানালেন জেলা তৃণমূলের চেয়ারম্যান।
SSC’র আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে আশ্বাস দিলেও, চ্যাংদোলা করে, টেনে হিঁচড়ে তুলে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে অবস্থানে বসা ২০১৪’র টেট উত্তীর্ণদের! কেন এক যাত্রায় পৃথক ফল? এই প্রশ্নে শাসকদলকে তীব্র নিশানা করেছে বিরোধীরা। পাশাপাশি রাজনীতির পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল।
শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে, বিজেপির পোস্টার দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে হাজরায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা-কর্মীদের। প্রায় ৪ ঘণ্টা পর লালবাজার থেকে ছাড়া হয়। এ’নিয়ে তুঙ্গে উঠেছে তরজা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -