WB News Live Updates: গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হলেন তৃণমূলেরই ঘনিষ্ঠ রাজবংশী নেতা বংশীবদন বর্মন
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকেই।
মুর্শিদাবাদের বহরমপুরে গুরুত্বপূর্ণ রাস্তা হকারমুক্ত করতে পুলিশের অভিযান। এর জেরে ফল ও সবজি বিক্রেতাদের সঙ্গে পুলিশের বচসা থেকে ধাক্কাধাক্কি। শেষপর্যন্ত বহরমপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চৈত্রেই তীব্র গরমের অশনি সঙ্কেত। আগামী ৫ দিনেও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আশঙ্কা বাড়িয়ে জানাল আলিপুর আবহাওয়া দফতর। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করল বিজেপি। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের অনুদানের কোটি কোটি টাকা নয়ছয়ের প্রমাণ লোপাট করতেই পুড়িয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথি। এই অভিযোগকে বিভ্রান্তিকর বলেছেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য আধিকারিক। বিজেপিকে পাল্টা নিশানা করেছে তৃণমূল।
গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হলেন তৃণমূলেরই ঘনিষ্ঠ রাজবংশী নেতা বংশীবদন বর্মন। যদিও তাঁর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। আর তৃণমূল সরকারেরই তৈরি করে দেওয়া রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানই এই দাবি তোলায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
প্রতারণার অভিযোগে ৫ মহিলা সহ ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, ধৃতরা মোবাইল ফোনের টাওয়ার বসানোর টোপ দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করেছেন। নিউটাউনের এক সংস্থার অফিসে হানা দিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগের পুলিশ।
ঠাকুরবাড়ি যাওয়ার পথে মতুয়া পুণ্যার্থীদের বাসে হামলা। বারাসাতের যশোর রোডে বাস আটকে হামলা, মারধর। ‘পুণ্যার্থীদের বাসের সঙ্গে গাড়ির ধাক্কা, তারপরেই হামলা’। গাড়ির আরোহীদের বিরুদ্ধে মারধর করে বাস ভাঙচুরের অভিযোগ। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বারাসাত থানার পুলিশ।
দালাল ছাড়া ভূমি রাজস্ব দফতরে কাজ করতে পারেন না সাধারণ মানুষ। দিনহাটা ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিক। তৃণমূল বিধায়কের মন্তব্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।
মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ দেখাল বাম-কংগ্রেস। তাদের দাবি, বন্যাত্রাণ থেকে ১০০ দিনের কাজ, একাধিক সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বসিরহাট ও ইংরেজবাজারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপির লিগাল সেল। সেই মামলায় আজ রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। কেস ডায়েরি ও নির্যাতিতার শারীরিক অবস্থা নিয়েও তথ্য পেশের নির্দেশ দেওয়া হয়েছে।
সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের তরফে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কাল বিকেলে মতুয়া ধর্ম মহামেলায় যোগ দিতে আসবেন রাজ্যপাল। প্রশাসন সূত্রে খবর, মতুয়া ঠাকুরবাড়ির মন্দির পরিদর্শনের পর, শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল। রাজ্যপালের ঠাকুরবাড়িতে আসাকে স্বাগত জানিয়েছেন, প্রাক্তন তৃণমূল সাংসদ ও সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর।
আসানসোল উপ নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থীর পাল্টা জবাব, এর আগেও মহিলাদের নিয়ে অসম্মানজনক কথা বলেছেন তৃণমূল সাংসদ।
কাল বিকেলে ঠাকুরনগরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কাল বিকেল সাড়ে চারটেয় মতুয়া ধর্মমেলায় যোগ দিতে যাচ্ছেন রাজ্যপাল। মতুয়াদের তরফে আমন্ত্রণ জানানো হয় রাজ্যপালকে। সেই আমন্ত্রণ রক্ষা করতেই কাল মতুয়া মেলায় যাচ্ছেন রাজ্যপাল, খবর ঠাকুরবাড়ি সূত্রে।
কলকাতায় পেট্রোলের দামে সর্বকালীন রেকর্ড। ডিজেলের দামও সেঞ্চুরির পথে! আর জ্বালানির এই জ্বালায় নাজেহাল সাধারণ মানুষ! সকলেই চাইছেন দাম কমিয়ে নাগালের মধ্যে আসুক পেট্রোপণ্য।
আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনের পদক্ষেপ চেয়ে চিঠি তৃণমূল কংগ্রেসের। অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে কমিশনে চিঠি। ১৯ মার্চ এবং ২৯ মার্চ অগ্নিমিত্রার বক্তব্য উল্লেখ করে চিঠি তৃণমূলের।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সরকারকে আক্রমণে শুভেন্দু অধিকারী। ‘নামেই এগিয়ে বাংলা‘, ডিএ নিয়ে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর। ‘কাউকে পাইয়ে দিতে গেলে কাউকে তো বঞ্চিত হতেই হবে’, সরকারি কর্মীদের বঞ্চনার অভিযোগে ট্যুইট বিরোধী দলনেতার।
বীরভূমের রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ঘটনার রাতে, ৮টা ২৮ নাগাদ ঘটনাস্থলে ২ টি বাইকে ৪ জন আসে। তাদের দুজনের মাথায় ছিল হেলমেট। সিবিআই সূত্রে দাবি, ভাদু শেখের মাথায় একটি বোমা ছোড়া হয়। বাকি তিনটি বোমা ছোড়া হয় আশপাশে। এরপর বাইকে চারজন চম্পট দেয়। সেই সময় ভাদু শেখ একাই ছিলেন বলে সূত্রের দাবি।
বালিগঞ্জের কাঁকুলিয়া রোডের ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন। কী কারণে আগুন, খতিয়ে দেখছে দমকল।
রামপুরহাটের বগটুই গ্রামে লালন শেখের বাড়িতে তল্লাশি চালিয়েও সিসিটিভির হার্ডডিস্ক পেল না সিবিআই। কাউকে না পেয়ে বাড়ি সিল করল সিবিআই।
রামপুরহাটের বগটুইয়ে তৃণমূল নেতা ভাদু শেখ হত্যাকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। সবমিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৬। বুধবার মাড়গ্রাম-নলহাটির কাছ থেকে ভাসন শেখ ও সফিক শেখ নামে ২ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের ৯দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে রামপুরহাট আদালত।
২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই প্রথম নিজের স্কুলেই পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা। এবারের উচ্চমাধ্যমিকে ৭ লক্ষ ৪৫ হাজার পরীক্ষার্থী। ২৭ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানার জন্য কন্ট্রোল রুম খুলছে সংসদ। এবারের উচ্চমাধ্যমিকে ছাত্রের চেয়ে ৭১ হাজার বেশি ছাত্রী।
কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই নিয়োগে দুর্নীতি মামলায় তৎপর সিবিআই। হাইকোর্টে গিয়ে প্রয়োজনীয় নথি নিলেন সিবিআই অফিসাররা। ৯৮ জন কর্মী নিয়োগ মামলায় এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে আজই জিজ্ঞাসাবাদের নির্দেশ।
আজ মধ্যরাত থেকেই রাজ্যে উঠছে করোনার সমস্ত বিধিনিষেধ। ২ বছর পরে মধ্যরাত থেকেই উঠছে রাত্রিকালীন বিধিনিষেধ। করোনার বিধিনিষেধ উঠলেও মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ। করোনার সংক্রমণ নিম্নমুখী হওয়ায় নির্দেশ রাজ্য সরকারের। আজ পর্যন্ত কার্যকর ছিল রাজ্যে করোনার বিধিনিষেধ। এতদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল ছিল কড়াকড়ি।
সদলবদলে তৃণমূলে যোগ দিলেন আসানসোলের কংগ্রেস কাউন্সিলর জাকির হোসেন। মলয় ঘটকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস কাউন্সিলর। এছাড়া তৃণমূলে যোগ দিলেন নির্দল কাউন্সিলর টুম্পা চৌধুরী। ১০৫ নম্বর ওয়ার্ডের পরাজিত নির্দল প্রার্থীর স্বামীও তৃণমূলে। যোগদানের কথা জানেন না খোদ তৃণমূলের জেলা সভাপতি। যার জন্য বৌমা হারল, তাকেই দলে নেওয়ায় ক্ষুব্ধ কুলটি ব্লক সভাপতি। যেখানে আমরা দুর্বল, সেখানে মেরামত করতে হবে, দাবি নেতৃত্বের। উন্নয়নে সামিল হতেই তৃণমূলে, দাবি দলত্যাগীদের। জানতাম যাবে, তাই প্রচারেও নামিনি, দাবি কংগ্রেসের।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে নবান্ন অভিযানের ডাক বিজেপির। বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সামগ্রিক আইনশৃঙ্খলার বিচার হয় না। বিজেপি শাসিত রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা আরও খারাপ। সস্তার রাজনীতি বিজেপির, কটাক্ষ কুণাল ঘোষের।
বাঁকুড়ায় ছাতনা থানার আইসি-কে বিবস্ত্র করার হুমকি বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদকের। অবরোধ করায় গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতা-সহ তিনজনকে। অভিযুক্ত নেতা দলের কোনও পদে নেই বলে সাফাই দিয়েছে বিজেপি। প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। দাবি তৃণমূলের।
ঠিক কী হয়েছিল হত্যাকাণ্ডের সেই রাতে? এবার দমকলের ওসি এবং রামপুরহাট থানার সেই রাতের ডিউটি অফিসারকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। পাশাপাশি, ধৃত আনারুল শেখ সহ অভিযুক্তদের ৬টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই ৬টি ফোনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তা পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার জন্যও। ঘটনার রাতে কোনও মেসেজ আদানপ্রদান হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।
এপ্রিলের শেষে নবান্ন অভিযানের প্রস্তুতি বিজেপির। ২২ কিংবা ২৬ এপ্রিল নবান্ন অভিযানের ভাবনা বিজেপির। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে নবান্ন অভিযান।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় তৃণমূলের এক অঞ্চল সভাপতিকে কোপানোর অভিযোগ উঠল তাঁরই খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। তৃণমূলের বেগুম ২ নম্বর অঞ্চলের সভাপতি কল্যাণ দত্তকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার অ্যাপোলো হাসপাতালে।
‘আনারুলকে আগেই পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ওঁকে রেখেছিলাম। আশিস বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোট পর্যন্ত আনারুলকে রাখতে বলেছিলেন’, রামপুরহাটকাণ্ডে বিস্ফোরক দাবি অনুব্রত মণ্ডলের।
ছাতনার আইসি-কে প্রকাশ্যে বিবস্ত্র করার হুমকি বিজেপি নেতা জীবন চক্রবর্তীর। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। সমালোচনার মুখে জীবন চক্রবর্তীকে দলের কেউ নয় বলে দাবি বিজেপির। জীবন চক্রবর্তীকে আটক করেছে পুলিশ।
রামপুরহাট হত্যাকাণ্ডে অভিযুক্তদের চিহ্নিত করতে এবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত ২১ মার্চ ভাদু শেখ খুন হওয়ার পর তাঁর দেহ আনা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই সময় তাঁর একশোর বেশি অনুগামী হাসপাতালে ভিড় করেছিলেন। কারা এসেছিলেন হাসপাতালে? তাঁদের কেউ বগটুই হত্যাকাণ্ডে জড়িত কি না, তা জানতে ২১ মার্চ সন্ধে থেকে ২২ মার্চ সন্ধে পর্যন্ত হাসপাতালের ২৬টি সিসি ক্যামেরার ফুটেজ গতকাল সংগ্রহ করে নিয়ে যান সিবিআইয়ের অফিসাররা।
‘আনারুলকে আগেই পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম’, রামপুরহাটকাণ্ডে বিস্ফোরক দাবি অনুব্রত মণ্ডলের
লালবাজার অভিযান এআইটিইউসি-র। জ্বালানির মূল্যবৃদ্ধি ও ট্রাফিক আইনের নামে পুলিশের জুলুমবাজির প্রতিবাদ। ট্যাক্সির ভাড়াবৃদ্ধির দাবিতে আন্দোলন। রাস্তায় বিক্ষোভ, পরে দেওয়া হল ডেপুটেশন।
রামপুরহাটকাণ্ড, আনিস হত্যা সহ একাধিক ইস্যুতে সিপিএমের মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল। আলিপুর থেকে ভবানী ভবন পর্যন্ত মিছিলের কর্মসূচি। শুরুতেই আটকাল পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা।
৯৮ জন কর্মী নিয়োগ মামলায় এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে আজই জিজ্ঞাসাবাদের নির্দেশ। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এস পি সিংহকে জিজ্ঞাসাবাদের নির্দেশ সিবিআইকে। আজই তলব করে জিজ্ঞাসাবাদ করুন, সিবিআইকে নির্দেশ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আজ রাত ১২টার মধ্যে শেষ করতে হবে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া। জিজ্ঞাসাবাদ করলেও গ্রেফতার করা যাবে না এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে। স্কুলে বেআইনি নিয়োগের একাধিক অভিযোগে এস পি সিংহর নির্দেশ কাজ করেছে। এমন তথ্য রয়েছে আদালতের কাছে, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কাল ফের এই মামলার শুনানি।
দক্ষিণবঙ্গের ৫ জেলায় কাল থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।তার আগে মেঘলা আকাশের দরুণ ঘেমেনেয়ে একসা কলকাতা। বেড়েছে আপেক্ষিক আর্দ্রতা। আগামী কয়েকদিনে গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস। তবে স্বস্তির খবর, উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায়। ওই সব জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাই জানিয়েছে আবহাওয়া দফতর।
বীরভূমের রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ঘটনার রাতে, ৮টা ২৮ নাগাদ ঘটনাস্থলে ২ টি বাইকে ৪ জন আসে। তাদের দুজনের মাথায় ছিল হেলমেট।সিবিআই সূত্রে দাবি, ভাদু শেখের মাথায় ১টি বোমা ছোড়া হয়। বাকি তিনটি বোমা ছোড়া হয় আশপাশে। এরপর বাইকে চারজন চম্পট দেয়। সেই সময় ভাদু শেখ একাই ছিলেন বলে সূত্রের দাবি।
বসিরহাট ও ইংরেজবাজারে নাবালিকা ধর্ষণকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব। রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট। কেস ডায়েরি ও নির্যাতিতার শারীরিক অবস্থা নিয়েও তথ্য পেশের নির্দেশ। আগামী সোমবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ। ‘হাসপাতালে বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে করতে হবে মেডিক্যাল টিম’। প্রয়োজনে নিয়োগ করা যেতে পারে বিশেষজ্ঞ চিকিৎসক, নির্দেশ হাইকোর্টের
রামপুরহাটের বগটুই গ্রামে যে সব বাড়িতে আগুন লাগানো হয়, তার সবথেকে কাছের একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই আগে ওই এলাকার যে সব সিসিটিভি ফুটেজ মিলেছে, তা কিছুটা দূরের। এই প্রথম কাছের একটি বাড়ির সিসিটিভি ফুটেজ মিলল। সিবিআই সূত্রে খবর, ঘটনার রাতে আগুন দেওয়া হয় ফটিক শেখের বাড়িতে। আর তার কাছের লালন শেখের বাড়ির সিসি ক্যামেরার মুখ ছিল ফটিকের বাড়ির দিকেই। সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পক্ষে অভিযুক্তদের চিহ্নিত করতে সুবিধা হবে বলে মত সিবিআই অফিসারদের।>>
গোবরডাঙার বেড়গুমে তৃণমূলের অঞ্চল সভাপতিকে এলোপাথাড়ি কোপ। বেড়গুম ২ নম্বর অঞ্চলের সভাপতি কল্যাণ দত্তর উপর হামলা। হামলার অভিযোগ কল্যাণের খুড়তুতো ভাই জয়দীপ দত্তর বিরুদ্ধে। বেআইনি ভাবে পুকুর ভরাটের প্রতিবাদ করা হামলার অভিযোগ। হামলাকারী বিজেপি কর্মী, অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের। অভিযুক্ত জয়দীপ দত্ত পলাতক। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। গুরুতর আহত কল্যাণ দত্তকে আনা হল কলকাতায়
এবার থেকে শুধু মহিলা নয়, পুরুষদের নিয়েও গড়া হবে স্বনির্ভর গোষ্ঠী। আজ সকালে হাঁটতে বেরিয়ে দার্জিলিঙের সিংমারিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপর তাঁদের সঙ্গে হাত লাগিয়ে মোমোও রান্না করেন তিনি। সেখানেই তিনি জানান, কর্মসংস্থান বাড়াতে পুরুষদের নিয়েও তৈরি হবে স্বনির্ভর গোষ্ঠী। উত্তরবঙ্গ সফর সেরে আজ দুপুরে তাঁর শিলিগুড়ি আসার কথা। তারপর বাগডোগরা থেকে বিমান ধরে আজই কলকাতা ফেরার কথা তাঁর।
দক্ষিণ ২৪ পরগনায় বারুইপুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ল একটি গাড়ি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, প্রচণ্ড গতিতে যাওয়ার সময় গাড়িটি একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর জখম হয়েছেন। তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
হেস্টিংসে দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রেলার চালকের। গতকাল রাত ১২টা নাগাদ হেস্টিংস মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, একটি লরি রাস্তায় দাঁড়িয়ে ছিল। সেই সময় প্রচণ্ড গতিতে এসে পাশ থেকে লরিটিকে ধাক্কা মারে ট্রেলারটি। দুর্ঘটনা মৃত্যু হয় ট্রেলার চালকের। ট্রেলারের খালাসি আহত হয়েছেন।
পাতিপুকুরকাণ্ডে একজনকে গ্রেফতার করল পুলিশ। ট্রেনের ধাক্কায় মৃত্যুকে ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে পাতিপুকুর। স্থানীয় সূত্রে দাবি, জমায়েত হঠাতে তাড়া করে পুলিশ। অভিযোগ, সেই সময় পালাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও এই ঘটনায় পুলিশের প্রতিক্রিয়া মেলেনি।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে কর্মীদের সঙ্গে মৃতের আত্মীয়দের গন্ডগোল। তার জেরে হস্তক্ষেপ করতে হয় পুলিশকেও। গতকাল সন্ধের ঘটনা। মৃতের আত্মীয়দের অভিযোগ, মর্গ থেকে মৃতদেহ ছাড়তে মোটা টাকা দাবি করে কর্মীরা। এই নিয়ে দু’পক্ষে বচসা থেকে শুরু হয় গন্ডগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে গন্ডগোল মেটে।
বাড়ির পরিচারিকার খোঁজে যাওয়া ব্যক্তিকে আটকে রেখে মারধর ও মুক্তিপণ চাওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ২ জনকে কুলতলি থেকে গ্রেফতার করল পুলিশ। রাজীব চৌধুরী নামে ওই বেসরকারি সংস্থার কর্মী ব্যারাকপুরে ভাড়া থাকেন। তাঁর বাড়ি আলিপুরদুয়ারে। পুলিশ সূত্রে খবর, কুলতলির বাসিন্দা এক মহিলার কথায়, বাড়ির পরিচারিকার খোঁজে তিনি গত মঙ্গলবার কুলতলি যান। অভিযোগ, সেখানে কয়েকজন তাঁকে এক জায়গায় নিয়ে গিয়ে আটকে রেখে মারধর করে। ওই ব্যক্তির দাবি, ১০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে আলিপুরদুয়ারের বাড়িতে ফোন করা হয়। বাড়ির লোক পুলিশের সঙ্গে যোগাযোগ করলে, গতকাল কুলতলির ১৩ নম্বর রাধাবল্লভপুর থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে।
রামপুরহাট হত্যাকাণ্ডে অভিযুক্তদের চিহ্নিত করতে এবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত ২১ মার্চ ভাদু শেখ খুন হওয়ার পর তাঁর দেহ আনা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই সময় তাঁর একশোর বেশি অনুগামী হাসপাতালে ভিড় করেছিলেন। কারা এসেছিলেন হাসপাতালে? তাঁদের কেউ বগটুই হত্যাকাণ্ডে জড়িত কি না, তা জানতে ২১ মার্চ সন্ধে থেকে ২২ মার্চ সন্ধে পর্যন্ত হাসপাতালের ২৬টি সিসি ক্যামেরার ফুটেজ গতকাল সংগ্রহ করে নিয়ে যান সিবিআইয়ের অফিসাররা। এই ফুটেজ এর আগে সংগ্রহ করেছিল সিট। অভিযোগ, সিটের থেকে সেই ফুটেজ পায়নি সিবিআই। এবার তারা নিজেরাই সংগ্রহ করল ফুটেজ।
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার বিজেপি সাংসদদের সাক্ষাত্ হচ্ছে না। বারবার বৈঠকের সময় পাল্টানোয় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কবে এই বৈঠক হবে, তা জানিয়ে দেওয়া হবে বলে খবর বিজেপি সূত্রে।
মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে থাকাকালীন আলিপুরদুয়ারে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে আলাদা রাজ্যের দাবিতে সরব হলেন বংশী বদন বর্মন। এদিন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে একটি কর্মশালার শুভসূচনা অনুষ্ঠান আয়োজিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবি ঘোষ সহ অন্যান্য অতিথিরা। সেই অনুষ্ঠানে মঞ্চে ভাষণ দিতে গিয়ে একাধিকবার রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে সরব হন রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বংশী বদন বর্মন। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলাদা রাজ্যের দাবির কথা জানান বংশী বদন বর্মন। তিনি বলেন গোর্খা জনমুক্তি মোর্চা আলাদা রাজ্যের দাবি থেকে সরে গেলোও আমরা আগেও আলাদা রাজ্যের দাবিতে সরব ছিলাম আছি এবং আগামীতেও থাকবো।
বাংলায় অশান্তি নিয়ে শাহের তোপ। পরিকল্পিত আক্রমণ দেখছে তৃণমূল। গুজরাত টেনে খোঁচা বাম-কংগ্রেসের। যা দেখছেন, তাই বলছেন, পাল্টা বিজেপি।
সেই রাতে কী হয়েছিল বগটুইয়ে? নলহাটি থানার আইসি, রামপুরহাট থানার ২ এএসআইকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ।
প্রেক্ষাপট
কলকাতা : রামপুরহাটে তৃণমূল নেতা (Rampurhat TMC Leader) ভাদু শেখ (Bhadu Sheikh) খুন, আরও গ্রেফতার। মাড়গ্রাম-নলহাটির কাছ থেকে আরও ২জন গ্রেফতার। ভাদু শেখ খুনে ভাসন শেখ, সফিক শেখ গ্রেফতার।
এদিকে লোকসভায় (Lok Sabha) বাংলায় হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণে অমিত শাহ (Amit Shah)। ‘বিরোধীদের খুন, ধর্ষণ করে ক্ষমতায় থাকতে চাই না। হয়ত ক্ষমতাচ্যুত হওয়ার ভয় আছে, এটা আমাদের সংস্কৃতি নয় দাদা,' তৃণমূল সাংসদদের উদ্দেশে তীব্র আক্রমণে অমিত শাহ।
রামপুরহাট হত্যাকাণ্ডে এখনও পলাতক অনেকেই। গতকাল তাঁদের খোঁজে বগটুই গ্রামের পাঁচ জায়গায় তল্লাশি চালালেন CBI’র গোয়েন্দারা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, এক প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করে CBI।
অ্যদিকে, কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে সিবিআই তদন্ত ও ঝালদার আইসির অপসারণের দাবি। ফের পথে নামল কংগ্রেস। পুরুলিয়া শহরে মিছিল করে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন কংগ্রেসের প্রতিনিধিরা।
কলকাতা পুলিশের এসটিএফের হাতে মাও-যোগের অভিযোগে গ্রেফতার। নদিয়ার জাগুলি থেকে মাও-যোগের অভিযোগে জয়িতা দাস গ্রেফতার। মাওবাদী অভিযোগে ধৃত জয়িতার ৮দিনের পুলিশ হেফাজত। চিকিৎসক দেখাতে গিয়েছিলেন, তখনই গ্রেফতার, দাবি মানবাধিকার সংগঠনের।
ফর্টিস হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ এক রোগিণীর পরিবারের। স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয় পরিবার। স্বাস্থ্য কমিশন জানাল, ফর্টিস হাসপাতালের রোগীদের চিকিত্সা সংক্রান্ত এক মাসের সব বিল অডিট করা হবে। হাসপাতালের তরফে স্বাস্থ্য কমিশনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -