West Bengal News Live: :'৩ রাজ্যের মানুষ আজ যে রায় দিয়েছেন, অদূর ভবিষ্যতে এই রাজ্যের ভোটেও তার প্রতিফলন হতে চলেছে', বললেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য

West Bengal News Live Updates: জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর ।

ABP Ananda Last Updated: 03 Dec 2023 03:45 PM
West Bengal News Update:'৩ রাজ্যের মানুষ আজ যে রায় দিয়েছেন, অদূর ভবিষ্যতে এই রাজ্যের ভোটেও তার প্রতিফলন হতে চলেছে', বললেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য

'৩ রাজ্যের মানুষ আজ যে রায় দিয়েছেন, অদূর ভবিষ্যতে এই রাজ্যের ভোটেও তার প্রতিফলন হতে চলেছে'. রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে বিপুল জয়ের পর দাবি রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর

West Bengal News:'দেশে একটাই গ্যারান্টি চলে, মোদিজির গ্যারান্টি', ৩ রাজ্যে মোদি-ঝড়ে বিজেপির বিপুল জয় স্পষ্ট হতেই সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারী, অমিত মালব্যর

'দেশে একটাই গ্যারান্টি চলে, মোদিজির গ্যারান্টি', ৩ রাজ্যে মোদি-ঝড়ে বিজেপির বিপুল জয় স্পষ্ট হতেই সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারী, অমিত মালব্যর

West Bengal News Update:পানাগড় বাজারে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে চুরির চেষ্টার অভিযোগ

পানাগড় বাজারে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে চুরির চেষ্টার অভিযোগ। লোকজনের চিৎকারে পালিয়ে যায় অভিযুক্তেরা,  সিসিটিভি তে ধরা পড়ল ছবি। রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। চোরের উপদ্রবে আতঙ্কিত গোটা পরিবার কাউকে কিছু না জানতে পারলেও খবর পেয়ে সকাল ১১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।

West Bengal News:উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মুকে সামাজিক বয়কট করার আহ্বান জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির

উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মুকে সামাজিক বয়কট করার আহ্বান। আদিবাসীদের কাছে বিজেপি নেতাদের বয়কটের আহ্বান জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। শনিবার হবিবপুরের কেন পুকুর এলাকায় পথসভা থেকে সামাজিক বয়কটের আহ্বান জানান তিনি। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।    

West Bengal News Update:কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মিছিলে এসে মেজাজ হারালে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মিছিলে এসে মেজাজ হারালে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল বিকেলে বিলকান্দা এলাকায়১০০ দিনের বকেয়া টাকা দাবিতে মিছিলশুরু হওয়ার পর স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী স্লোগান দিতে শুরু করেন। কিন্তু তিনি দেখেন বাকিরা কেউ স্লোগান দিচ্ছেন না তখনই তিনি মেজাজ হারান। ব্যারাকপুর ২নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীকে ডেকে বলেন এরা কি ডেড বডি? কোনও স্লোগান দিচ্ছেন না। পরে ওই নেতার হস্তক্ষেপে কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। মিছিলের শুরুতেই স্লোগান বিতর্কে তাল কাটল বিলকান্দায়।

West Bengal News:সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া আলু বোঝাই লরি পিষে দিল এক স্কুল ছাত্র সহ  মোট তিন জনকে

সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া আলু বোঝাই লরি পিষে দিল এক স্কুল ছাত্র সহ  মোট তিন জনকে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক দশম শ্রেণীর ছাত্রের। ঘটনায় আহত আরো দুইজন দশম শ্রেণীর ছাত্র তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

West Bengal News Update:৬ ডিসেম্বর বৈঠকে বসছে 'ইন্ডিয়া' জোট

৬ ডিসেম্বর বৈঠকে বসছে 'ইন্ডিয়া' জোট। দিল্লিতে বৈঠকে বসছে 'ইন্ডিয়া' জোট। মল্লিকার্জুন খাড়গের বাড়িতে হবে বৈঠক

West Bengal News:বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় আরও তিন বিজেপি বিধায়ককে, মঙ্গলবার লালবাজারে তলব করা হল

বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় আরও তিন বিজেপি বিধায়ককে, মঙ্গলবার লালবাজারে তলব করা হল।

West Bengal News Update:সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া আলু বোঝাই লরি পিষে দিল এক স্কুল ছাত্র-সহ মোট তিন জনকে

সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া আলু বোঝাই লরি পিষে দিল এক স্কুল ছাত্র সহ  মোট তিন জনকে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক দশম শ্রেণীর ছাত্রের। ঘটনায় আহত আরো দুইজন দশম শ্রেণীর ছাত্র তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

West Bengal News:বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে চান বলে মন্তব্য করলেন অধীর চৌধুরী

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে চান বলে মন্তব্য করলেন অধীর চৌধুরী। এনিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছে তৃণমূল। অধীর চৌধুরীর মন্তব্য প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিচারপতি গঙ্গোপাধ্যায়।

West Bengal News Update:কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক নির্মাণ শ্রমিক

কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক নির্মাণ শ্রমিক। ওই শ্রমিকের নাম আলহামদু শেখ। তার বাড়ি নাকাশিপাড়া থানার মুড়াগাছা এলাকায়। তিনি কৃষ্ণনগরের শক্তিনগর এলাকায় একটি বাড়িতে কাজ করছিলেন। প্রস্রাব করার জন্য ওই বাড়ির পার্শ্ববর্তী পরিত্যক্ত এলাকায় যান। প্রস্রাব করার সময়ে হঠাৎই ওই এলাকায় পড়ে থাকা বোমা বিস্ফোরণের ফলে তারা পায়ে গুরুতর আঘাত লাগে। তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়

West Bengal News:ধর্মতলায় ফের উত্তেজনা, লালবাজার থেকে মুক্তি পেয়ে ধর্নায় হাজির চাকরিপ্রার্থীরা

ধর্মতলায় ফের উত্তেজনা, লালবাজার থেকে মুক্তি পেয়ে ধর্নায় হাজির চাকরিপ্রার্থীরা

West Bengal News Update:আপাতত পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ।  ঘূর্ণিঝড় এ পরিণত হলে সেটা সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে

আপাতত পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ।  ঘূর্ণিঝড় এ পরিণত হলে সেটা সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এরপর গতিপথ পরিবর্তন করে শুধুই উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়। মঙ্গলবার দুপুর অথবা বিকেলে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। 

West Bengal News:২০২৪-র লোকসভা নির্বাচনের আগে আজ ৪ রাজ্যের রায়, শুরু পোস্টাল ব্যালটে গণনা

২০২৪-র লোকসভা নির্বাচনের আগে আজ ৪ রাজ্যের রায়, শুরু পোস্টাল ব্যালটে গণনা

West Bengal News Update:ধর্মতলায় ফের উত্তেজনা, লালবাজার থেকে মুক্তি পেয়ে ধর্নায় হাজির চাকরিপ্রার্থীরা

ধর্মতলায় ফের উত্তেজনা, লালবাজার থেকে মুক্তি পেয়ে ধর্নায় হাজির চাকরিপ্রার্থীরা

West Bengal News:বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে চান বলে মন্তব্য করলেন অধীর চৌধুরী।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে চান বলে মন্তব্য করলেন অধীর চৌধুরী। এনিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছে তৃণমূল। অধীর চৌধুরীর মন্তব্য প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিচারপতি গঙ্গোপাধ্যায়।

West Bengal News Update:সিপিএমের প্রবীণ নেতাদের খেজুরি থেকে আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী।

CPM-এর অনেক বলিষ্ঠ নেতা বাড়িতে বসে আছেন, ওই প্রবীণ নেতাদের লোকসভা ভোটের আগে বিজেপির হয়ে মাঠে নামাব। খেজুরিতে এভাবেই সিপিএমের প্রবীণ নেতাদের আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী। আগে তৃণমূলে যোগদানকারী বিধায়কদের ফেরান। পাল্টা কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী। দুই দলকে একযোগে আক্রমণ শানালেন কুণাল ঘোষ।

West Bengal News:বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় আরও তিন বিজেপি বিধায়ককে, মঙ্গলবার লালবাজারে তলব করা হল

বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় আরও তিন বিজেপি বিধায়ককে, মঙ্গলবার লালবাজারে তলব করা হল।

West Bengal News Update:সামনেই বড়দিন। শহরে কেক মিক্সিং অনুষ্ঠানের আয়োজন করল নিপস হসপিটালিটি ম্যানেজমেন্ট

সামনেই বড়দিন। শহরে কেক মিক্সিং অনুষ্ঠানের আয়োজন করল নিপস হসপিটালিটি ম্যানেজমেন্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। এই মিশ্রণ থেকেই বড়দিনের আগে তৈরি হবে সুস্বাদু কেক।

প্রেক্ষাপট

চব্বিশের (General Election 2024) আগে আজ ৪ রাজ্যের রায়। মরুরাজ্য রাজস্থানের (Rajasthan Assembly Election 2023) সিংহাসনে কে? কার দখলে মধ্যপ্রদেশ (Madhya Pradhesh Assembly Election 2023), ছত্তীসগঢ় (Chattisgarh Assembly Election 2023), তেলঙ্গানা (Telangana Assembly Election 2023)? সকাল ৮টা থেকে ভোট গণনা। 

৪ ডিসেম্বর দুর্নীতির বিরুদ্ধে বড় সিদ্ধান্ত। সোমবার মহুয়ার (TMC MP Mahua Moitra) সাংসদ পদ খারিজের সুপারিশ নিয়ে এথিক্স কমিটির রিপোর্টের (Parliamentary Ethics Committe Report) আগে বিস্ফোরক পোস্ট নিশিকান্তের। লোকসভায় আলোচনা চায় তৃণমূল।

মহুয়ার হয়ে ব্যাট ধরলেন অধীর। এথিক্স কমিটির কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে লোকসভার স্পিকারকে চিঠি। বাংলায় তৃণমূল বিরোধিতায় বিশ্বাসযোগ্য হারাচ্ছেন, পাল্টা বিজেপি।

তৃণমূলে তুঙ্গে ছবি-তরজা। সৌগতকে পাল্টা মদনের। 

জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ। ছুটির দিনে বিধানসভায় ঢুকল পুলিশ। আরও ৩ বিজেপি বিধায়ককে তলব। মঙ্গলবার লালবাজারে হাজিরার নির্দেশ।

বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননা ও আদিবাসী সমাজকে অপমানের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পথে তৃণমূল। কলকাতা থেকে জেলা, দিকে দিকে প্রতিবাদ।

নিয়োগের দাবিতে অব্যাহত আন্দোলন। গাঁধী মূর্তির পাদদেশে প্রতীকী গণ আদালত বসিয়ে প্রতিবাদ এসএসসির চাকরি প্রার্থীদের। রাতেও বিক্ষোভে প্রাথমিকের চাকরি প্রার্থীরা।



ফিলিপিন্সে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক ছয়। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ফিলিপিন্স ও জাপানে সুনামি সতর্কতা।

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। অভিমুখ অন্ধ্র-তামিলনাড়ু উপকূল। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। চেন্নাই, বেঙ্গালুরুগামী একাধিক ট্রেন বাতিল।


 


আরও পড়ুন:বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে চান অধীর, বললেন, ‘সবার আগে ভোটের লাইনে দাঁড়াব আমি’




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.