CSK vs RCB Live Score: সিংহের গুহায় সিংহ শিকার, ৫০ রানে ধোনিদের হারালেন কোহলিরা, ম্যাচের লাইভ আপডেট

IPL 2025: ধোনির লড়াই ব্যর্থ। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ABP Ananda Last Updated: 28 Mar 2025 11:17 PM

প্রেক্ষাপট

চেন্নাই: আইপিএলে (IPL 2025) যে কটি ম্যাচের জন্য হা পিত্যেশ করে অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা, তার মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (CSK vs RCB) দ্বৈরথ। আরও নিখুঁতভাবে বললে,...More

IPL 2025 Live Score: ১৯৭ রান তাড়া করতে নেমে সিএসকে আটকে গেল ১৪৬/৮ স্কোরে

ধোনি চেষ্টা করলেন। তবে অসম্ভবকে সম্ভব করতে পারলেন না। তাঁর ব্যাট থেকে চার বেরল, বিশাল ছক্কা আছড়ে পড়ল গ্যালারিতে। ১৬ বলে ৩০ রানে অপরাজিত রইলেন। ১৯৭ রান তাড়া করতে নেমে সিএসকে আটকে গেল ১৪৬/৮ স্কোরে। দক্ষিণের ডার্বিতে ৫০ রানে জিতল রজত পাতিদার, বিরাট কোহলিদের আরসিবি।