West Bengal News Live Updates: SSKM থেকে জোকা ইএসআই-তে নেওয়া হল 'কালীঘাটের কাকু'কে
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
'প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই নিয়োগ দুর্নীতি মামলার কিংপিন'। আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। 'শিক্ষা দফতরের একাধিক আধিকারিককে দিয়ে নিয়োগ দুর্নীতি করেছেন। মিডলম্যানদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের'
আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। যে কোনও শর্তে জামিনের কাতর আর্জি পার্থর, ফের খারিজ করল আদালত। পার্থ চট্টোপাধ্যায়কে বাড়িতে রেখে চিকিৎসা করানোর আর্জি আইনজীবীর। পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ আদালতের, ১৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত।
দেশের পাশাপাশি, রাজ্যেও ফের বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত ৮ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৮১। এর মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৫ জন রোগী। এই পরিস্থিতিতে হাসপাতালের করোনা চিকিৎসার নোডাল অফিসারকে বদলির নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বেলেঘাটা আইডি-র করোনা বিভাগের নোডাল অফিসার কৌশিক চৌধুরীকে বদলি করা হয়েছে উত্তর ২৪ পরগনার একটি সরকারি হাসপাতালে। গতকাল বেলেঘাটা আইডি-তে আরও একজন করোনা আক্রান্তকে ভর্তি করা হয়। বাড়িতেই চিকিৎসা চলছিল দক্ষিণ কলকাতার বাসিন্দা চল্লিশোর্ধ্ব মহিলার। বেলেঘাটা আইডি-তে এই মুহূর্তে ভর্তি ৫ জন করোনা রোগী। বারাসাতের বাসিন্দা এক রোগীকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৪৪০।
SSKM থেকে বের করা হল 'কালীঘাটের কাকু'কে। তোলা হল জোকা ইএসআই থেকে আনা ৫জি অ্যাম্বুল্যান্সে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রওনা দিল অ্যাম্বুলেন্স। কিন্তু কোথায় নেওয়া হচ্ছে ? শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হয়েছে 'কালীঘাটের কাকু'কে। তবে কি অপেক্ষা শেষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ? জোকা ESI-তে আজই কি সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে ?
প্রাথমিকে ২০১৬-র নিয়োগ প্রক্রিয়া, ১০দিনে পর্ষদকে প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। প্রকাশিত হয়ে থাকলে কপি পেশ করতে নির্দেশ।
দেশের পাশাপাশি, রাজ্যেও ফের বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত ৮ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৮১। এর মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৫ জন রোগী। এই পরিস্থিতিতে হাসপাতালের করোনা চিকিৎসার নোডাল অফিসারকে বদলির নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বেলেঘাটা আইডি-র করোনা বিভাগের নোডাল অফিসার কৌশিক চৌধুরীকে বদলি করা হয়েছে উত্তর ২৪ পরগনার একটি সরকারি হাসপাতালে। গতকাল বেলেঘাটা আইডি-তে আরও একজন করোনা আক্রান্তকে ভর্তি করা হয়। বাড়িতেই চিকিৎসা চলছিল দক্ষিণ কলকাতার বাসিন্দা চল্লিশোর্ধ্ব মহিলার। বেলেঘাটা আইডি-তে এই মুহূর্তে ভর্তি ৫ জন করোনা রোগী। বারাসাতের বাসিন্দা এক রোগীকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৪৪০।
শ্যামের সঙ্গে সংঘাতের আবহেই এবার কুণালের নিশানায় অর্জুন। 'আগে নিজের এলাকা সামলান, দলের ব্যাপার দলকে বুঝতে দিন' আগে প্রায়শ্চিত্ত করুন, বেশি কথা বলতে যাবেন না, আক্রমণে কুণাল। 'কোনটা দলের বিরুদ্ধে, কোনটা দলের পক্ষে, না জেনে কথা, ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন, তখন তো দরদ ছিল না', বিধায়কের পাশে দাঁড়িয়ে সাংসদকে তীব্র আক্রমণে রাজ্য সাধারণ সম্পাদক।
এসএসকেএমে কালীঘাটের কাকুর কেবিনের সামনে হঠাৎ তৎপরতা। জোকা ইএসআই থেকে এল ৫জি অ্যাম্বুল্যান্স।
'প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই নিয়োগ দুর্নীতি মামলার কিংপিন'। আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। 'শিক্ষা দফতরের একাধিক আধিকারিককে দিয়ে নিয়োগ দুর্নীতি করেছেন। মিডলম্যানদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের'
আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। যে কোনও শর্তে জামিনের কাতর আর্জি পার্থর, ফের খারিজ করল আদালত। পার্থ চট্টোপাধ্যায়কে বাড়িতে রেখে চিকিৎসা করানোর আর্জি আইনজীবীর। পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ আদালতের, ১৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত।
'এটা মান অভিমানের সময় নয়, এটা যুদ্ধ জয়ের সময়', নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই এবার বার্তা সুব্রত বক্সীর । বাঁকুড়া জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এবার বার্তা বক্সীর । 'সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে, ময়দানে নামুন', লোকসভা ভোটের প্রস্তুতিতে জেলা ধরে ধরে বক্সীকে বৈঠকের দায়িত্ব: সূত্র।
প্রাথমিকে ২০১৬-র নিয়োগ প্রক্রিয়া, ১০দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ। ৪২ হাজার ৯৪৯জনের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ । ১০দিনের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । প্যানেল প্রকাশিত হয়ে থাকলে প্রাথমিক পর্ষদকে হার্ড-সফট কপি পেশের নির্দেশ।
শ্যামের সঙ্গে সংঘাতের আবহেই এবার কুণালের নিশানায় অর্জুন। 'আগে নিজের এলাকা সামলান, দলের ব্যাপার দলকে বুঝতে দিন', আগে প্রায়শ্চিত্ত করুন, বেশি কথা বলতে যাবেন না, আক্রমণে কুণাল। 'কোনটা দলের বিরুদ্ধে, কোনটা দলের পক্ষে, না জেনে কথা। ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন, তখন তো দরদ ছিল না', বিধায়কের পাশে দাঁড়িয়ে সাংসদকে তীব্র আক্রমণে রাজ্য সাধারণ সম্পাদক।
২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা ও রাম মন্দিরের উদ্বোধন। আর সেই অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে উন্মাদনা এখন তুঙ্গে। এবার রাম মন্দির উদ্বোধনের নিমন্ত্রণ ও প্রসাদী চাল এসে পৌঁছল এ রাজ্যের অন্যতম পুণ্যভূমি গঙ্গাসাগরের সাধুদের কাছে।
কোনও সমস্যা থাকলে, পার্টি অফিস আছে, সুব্রত বক্সী আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাঁদের সঙ্গে কথা বলুন। দয়া করে বাগযুদ্ধে যাবেন না। মন্তব্য ফিরহাদ হাকিমের।
'কোনও বহিরাগত কী বললেন, তা নিয়ে আমরা চিন্তিত নই। হতে পারে ওনার অনৈতিক কাজে কিছু বাধা হচ্ছে, তাই এসব বলছেন। আপনি কাদা ছুড়লে আমি সন্দেশ দেব', মনোরঞ্জনকে পাল্টা রুনা খাতুনের।
জল সরবরাহ (Water Supply) নিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে হাওড়া পৌর নিগম। মূলত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জল বন্ধ থাকবে। যদিও পরের দিন শুক্রবার সকাল থেকেই জল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'জরুরি ভিত্তিতে কেএমডিএ দ্বারা সালকিয়া ভূগর্বস্থ জলধারের ভিতর অবস্থিত পুরনো জল সরবরাহ করার পাইপ স্থানান্তকরণ এবং নতুন পাইপ সংযোগ করার কাজে, আগামী বৃহস্পতিবার ৪ জানুয়ারি ২০২৪ সন্ধ্যা ৭ টা থেকে ৯ টা অবধি ওয়ার্ড নং ১ থেকে ৬,৭ (আংশিক) ও ওয়ার্ড নং ১০ থেকে ১৬ নং ওয়ার্ডে সালকিয়া ভূগর্বস্থ জলাধার থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। পরের দিন ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার সকাল ৬ টা থেকে ওই সকল ওয়ার্ডে জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা যায়।'
'গুলি খেয়ে যেতে পারি, নিরাপত্তা না পেলে আর এলাকায় যাব না। তৃণমূলের হাতেই তৃণমূল খুন হচ্ছে, গুলি চালিয়ে দিলে কী করব? তৃণমূলেরই একাংশকে নিশানা করে বিস্ফোরক বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আমি এখন একা হয়ে গেছি, ভয় পাচ্ছি, হুমকি দিচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, দলকে বলেও কোনও লাভ হচ্ছে না। ছারপোকার মতো কিছু লোক দলটাকে শেষ করে দিচ্ছে', মনোরঞ্জন ব্যাপারীর নিশানায় হুগলি জেলা পরিষদের সদস্যা ও তাঁর স্বামী।
'যতই নাড়ো কলকাঠি, ভাঙতে পারবে না এই জুটি'। দূরত্ব-জল্পনার মধ্যেই মমতা-অভিষেকের ছবি পোস্ট দেবাংশুর। তোলামূলের সবাই চোর, কটাক্ষ শুভেন্দুর।
তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই ফের সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে আক্রমণ তাপস রায়ের।
প্রেক্ষাপট
- তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই ফের সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে আক্রমণ তাপস রায়ের।
'যতই নাড়ো কলকাঠি, ভাঙতে পারবে না এই জুটি'। দূরত্ব-জল্পনার মধ্যেই মমতা-অভিষেকের ছবি পোস্ট দেবাংশুর। তোলামূলের সবাই চোর, কটাক্ষ শুভেন্দুর।
- রামমন্দিরের পর মোদি সরকারের আরও এক মাস্টার স্ট্রোক। লোকসভা ভোটের আগেই দেশজুড়ে চালু হতে পারে সিএএ। খবর পিটিআই সূত্রের।
- বাংলায় সিএএ হবে না, ফের বলল তৃণমূল। নাগরিকত্ব নয়, ভোটই ইস্যু, প্রতিক্রিয়া বাম-কংগ্রেসের। কেউ আটকাতে পারবে না, পাল্টা বিজেপি।
- কেন্দ্র টাকা আটকায়নি। তৃণমূল সাংসদরা রাজনীতি করতে গিয়েছিলেন। বাংলায় এসে ফের বললেন সাধ্বী নিরঞ্জন। মিথ্যে বলছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, পাল্টা তৃণমূল।
ব্রিগেড ভরাতে তৎপর সিপিএমের যুব সংগঠন। শনিবার বাঁধা হবে মঞ্চ। প্রস্তুতি খতিয়ে দেখলেন মীনাক্ষীরা। সিপিএমের ইনসাফ চাওয়ার মুখ নেই, খোঁচা তৃণমূলের।
ঠিক ভোটের আগে কেন নোটিস? প্রশ্ন তুলে আজও ইডির সমনে হাজিরা দিলেন না কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারিই উদ্দেশ্য, অভিযোগ আপের। - হিন্ডেনবার্গ বিতর্কে আদানি গোষ্ঠীর বড় স্বস্তি, সেবি তদন্তে সন্তুষ্ট সুপ্রিম কোর্ট, অসমর্থিত রিপোর্টের ভিত্তিতে তদন্তকারী সংস্থাকে নিয়ে প্রশ্ন তোলা অনুচিত, বলল সর্বোচ্চ আদালত।
কেন্দ্র পিছু হাঁটার কথা বললেও ন্যায় সংহিতার নতুন পরিবহণ আইন নিয়ে দিকে দিকে বিক্ষোভ। একাধিক জেলায় বাস বন্ধ রেখে প্রতিবাদ। ভোগান্তি যাত্রীদের।
নতুন বছরে ফিরল শীত। কলকাতায় পারদ নামল ১৪ ডিগ্রিতে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।
লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু। প্রাথমিক নিয়োগ মামলায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ED-র রিপোর্ট। - আজ ED-র জয়েন্ট ডিরেক্টরকে তলব হাইকোর্টের। ‘কালীঘাটের কাকু’র ভয়েস স্যাম্পেল নিতে পারবে ED? ESI-এর বিশেষজ্ঞ চিকিৎসককে আজ হাজিরার নির্দেশ।
- সংসদ থেকে বহিষ্কার, আজ সুপ্রিম কোর্টে মহুয়ার মামলার শুনানি। কী হবে বাংলার আসন ফর্মুলা? আজ খাড়গেকে রিপোর্ট দেবে কংগ্রেসের কমিটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -