West Bengal News Live Updates: রামনবমীর মিছিল ঘিরে অশান্তি, কেন্দ্রীয় মন্ত্রীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
বিজেপির বিরুদ্ধে বহিরাগত নিয়ে হামলার অভিযোগে চড়া সুর মমতার
২০১৭-র গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের লংমার্চ কর্মসূচি ঘিরে আজও উত্তেজনা। এবার হাওড়ার বাগনানে চাকরিপ্রার্থীদের মিছিল আটকাল পুলিশ। আটক করা হল দুজনকে। যদিও আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা তাতেও পিছু হটতে নারাজ।
রাজু-খুনের তদন্তের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য। ২৯ মার্চ গরুপাচার মামলায় আবদুল লতিফকে দিল্লিতে তলব করে ইডি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। সেই লতিফকেই ২ দিন পর দেখা যায় রাজুর সঙ্গে। গরুপাচারকাণ্ডের তদন্তে ফের তলব করা হবে লতিফকে, দাবি ED সূত্রে।
রাতভর অশান্ত রিষড়া। দার্জিলিং সফর কাটছাঁট করেই ঘটনাস্থলে রাজ্যপাল। কথা বললেন স্থানীয়দের সঙ্গে। রিপোর্ট নিলেন সিপির কাছ থেকে।
রামনবমীর মিছিল ঘিরে দফায় দফায় অশান্ত রিষড়া। দার্জিলিং সফর কাটছাঁট করে তড়িঘড়ি কলকাতায় ফিরেই রিষড়ায় গেলেন রাজ্যপাল। কথা বললেন স্থানীয়দের সঙ্গে, রিপোর্ট নিলেন সিপির। আর এর মধ্যেই ডানকুনিতে ফের পুলিশের বাধার মুখে সুকান্ত, হুগলি থেকে রাজভবনে এসে রাজ্যপালের কাছে নালিশ। ট্রেনে রিষড়ায় ঢোকার চেষ্টা লকেটের। স্টেশনেই আটকাল পুলিশ। বিহার থেকে গুন্ডা এনে অশান্তির ছক বিজেপির, তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়।
শিবপুর-রিষড়া থানার নিয়ন্ত্রণ ১ মাসের জন্য কেন্দ্রীয় বাহিনীর হাতে ছাড়ার দাবি শুভেন্দুর
রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। বঙ্গ বিজেপির অভিযোগ পেয়েই সক্রিয় কেন্দ্র। ৩দিনে মুখ্য সচিবের রিপোর্ট তলব। বিজেপি কী করছে, তাও জানানো হবে, পাল্টা তৃণমূল।
রামনবমীর মিছিল ঘিরে অশান্তি, কেন্দ্রীয় মন্ত্রীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়
'লড়াই শুধু দুর্নীতিবাজদের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই, রক্তপিপাসু দালালরাও এখন ময়দানে,' মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
সমালোচকরাই সেরা শিক্ষক, শুভেন্দুর আক্রমণের জবাবে ধন্যবাদ জানালেন রাজ্যপাল
দফায় দফায় অশান্ত রিষড়া, ঘটনাস্থলে গিয়ে হিংসা বন্ধে কড়া বার্তা রাজ্যপালের
হাওড়া এবং রিষড়ায় হিংসার ঘটনার প্রেক্ষিতে এবার সরব হলেন বিদ্বজ্জনরাও। খোলা বিবৃতি দিলেন অপর্ণা সেন, কৌশিক সেন, সুজন মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।
রামনবমীর মিছিল ঘিরে অশান্তি, রাজ্যের রিপোর্ট চাইলেন অমিত শাহ
মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গ বিজেপির কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই রিপোর্ট তলব
৩ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব
শিবপুর-রিষড়া থানায় ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর
রামনবমীর মিছিল ঘিরে অশান্তি, কেন্দ্রীয় বাহিনীর দাবি
সুকান্তর পর লকেট চট্টপাধ্যায়। রিষড়া যাওয়ার আগে রিষড়া স্টেশনেই বিজেপি সাংসদকে আটকাল পুলিশ। দিল্লি থেকে ফিরে সড়কপথে না গিয়ে ট্রেনে রিষড়া পৌঁছনোর চেষ্টা লকেটের। পুলিশি বাধার পর স্টেশনেই বসে পড়ে প্রতিবাদ বিজেপি সাংসদের।
রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রী অশান্তি ঠেকাতে ব্যর্থ। রাজ্যপালের মারফত কেন্দ্রীয় হস্তক্ষেপের জন্য আবেদন করব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
রিষড়ায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাবস্টেশনে আগুন
ফের আটকানো হল সুকান্ত মজুমদারকে। গতকাল রিষড়ার পর আজ শ্রীরামপুরে ধর্নায় যেতে বাধা দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতিকে। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর পাতা ফাঁদে পা দেবেন না। কিছুক্ষণ পরেই ধর্না শেষ করে রাজ্যপালের কাছে যাব। ১৭ বছরের ছাত্রকেও গ্রেফতার করা হচ্ছে। আমরা কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছি। মুখ্যমন্ত্রীর হাত থেকে নিয়ন্ত্রণ চলে গেছে। যারা রামনবমীর মিছিলে বোমা মেরেছিল, মুখ্য়মন্ত্রী তাদের অনুপ্রেরণা দিচ্ছে। পুলিশ যারা অশান্তি করছে তাদের আশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।'
' সিপিএমকে আমায় প্রাণে মারার চেষ্টা করেছিল। নন্দীগ্রামে তিন ঘন্টার লোডশেডিং কেন হয়েছিল তার উত্তর চাই। তৃণমূল ক্ষমতায় আসার পর কোনও হিংসা হয়নি', মন্তব্য মমতার
'এই জেলাতেই কয়েকজন হার্মাদ চাকরি বিক্রি করেছে। পুরুলিয়ার চাকরিও এখানে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমাদের অজান্তে বিক্রি করে দেওয়া হয়েছে', নাম না করে শুভেন্দুকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'সিপিএম-এর হার্মাদরা আজ বিজেপির ওস্তাদ হয়েছে, রামনবমীর মিছিলে বন্দুক নিয়ে নাচ করছে। বাইরে থেকে গুন্ডাদের ভাড়া করে আনে বিজেপি', পূর্ব মেদিনীপুর থেকে বললেন মমতা
রিষড়াকাণ্ডে আক্রান্তদের দেখতে এসএসকেএম-এ রাজ্যপাল। রিষড়ায় অশান্তিতে যারা আহত হয়েছেন সেই সকল ব্যক্তিদের দেখতে গেলেন সি ভি আনন্দ বোস।
ফের আটকানো হল সুকান্ত মজুমদারকে। গতকাল রিষড়ার পর আজ শ্রীরামপুরে ধর্নায় যেতে বাধা দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতিকে। ডানকুনির জগন্নাথপুরে দিল্লি রোডে আটকে দেওয়া হয় সুকান্তর গাড়ি। পুলিশের দাবি, সামনে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই গাড়ি এগোতে দেওয়া যাবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান বিজেপি রাজ্য সভাপতি।
গতকালের পর আজ। ১৪৪ ধারা দেখিয়ে সুকান্ত-জ্যোতির্ময়কে ফের রিষড়ায় যেতে বাধা পুলিশের।
মালদার বৈষ্ণবনগরে ভুট্টার খেত থেকে উদ্ধার হল ২৭টি তাজা বোমা। এই ঘটনায় গতকাল দৌলতহাট গ্রামে আতঙ্ক ছড়ায়। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
'শান্তি প্রতিষ্ঠা হবেই, অপরাধীরা গরাদের ভিতরে যাবে', রিষড়ায় পৌঁছে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
দাড়িভিটে স্কুলের মাঠে গুলিচালনার ঘটনায় হাইকোর্টের প্রশ্নের মুখে তদন্ত প্রক্রিয়া। 'তদন্ত শেষ করতে চার বছর কেন লাগল সিআইডির? যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের কি জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই? জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা কী জানিয়েছেন? সাংসদ, বিধায়ক, উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক, যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের কাছ থেকে কী তথ্য পাওয়া গেছে ?'
রিষড়াকাণ্ড নিয়ে কড়া বার্তা রাজ্যপালের। 'যারা অশান্তি করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করব। মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে। যে কোনও মূল্যে সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে'
'যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে, তাদের ছাড় নয়, আমরা সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব'। রিষড়াকাণ্ডে কলকাতায় ফিরে মন্তব্য রাজ্যপালের
'বিজেপির মুখোশ খুলে গেছে। মুঙ্গের বাহিনীকে হাওড়ায় এনে গন্ডগোল করিয়েছে বিজেপি', বিস্ফোরক অভিযোগ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের
রাজু-খুনের তদন্তের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য। 'রাজু-খুনের ২ দিন আগেই আব্দুল লতিফকে হাজিরার নির্দেশ দেয় ইডি। ২৯ মার্চ গরুপাচার মামলায় আব্দুল লতিফকে দিল্লিতে তলব করে ইডি। কেমো থেরাপি চলছে, যেতে পারবেন না বলে ইডিকে জানান লতিফ, খবর সূত্রের। খুনের দিন রাজুর সঙ্গেই ছিলেন আব্দুল লতিফ
হাওড়ার বাগনানে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলে পুলিশের বাধা ।গ্রুপ ডি নিয়োগের দাবিতে বাগনান থেকে আমতা লংমার্চ গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের। ঘটনার জেরে বাগনান আমতা রোডে উত্তেজনা
হাওড়ায় রামনবমীর মিছিলে পিস্তল হাতে যুবক। ট্যুইট অভিষেকের, মুঙ্গের থেকে গ্রেফতার অভিযুক্ত সুমিত সাউ। তুলে দেওয়া হবে সিআইডির হাতে।
ইডির নোটিসকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মলয় ঘটক। ২৯ মার্চ কয়লাকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব করে ইডি। ওইদিনই ইডির নোটিসকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হন মলয়। '১ বার দিল্লিতে গিয়ে বয়ান দেওয়ার পরেও বারবার কেন তলব?' প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আইনমন্ত্রী মলয় ঘটক
রিষড়াকাণ্ডে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সুকান্ত মজুমদার ধর্নায় বসার আগেই মঞ্চ খুলল পুলিশ। আজ সকাল ১১টা থেকে শ্রীরামপুরের বটতলায় অবস্থানে বসার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির। তার আগেই মঞ্চ খুলে দেয় পুলিশ। সুকান্ত ছাড়াও এই ধর্না-অবস্থানে যোগ দেওয়ার কথা পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর।
রিষড়াকাণ্ডের জের। উত্তরবঙ্গ সফরের মাঝপথেই কলকাতায় ফিরছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, আগামীকাল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। কিন্তু রিষড়াকাণ্ডের জেরে সেই কর্মসূচি বাতিল করে, তড়িঘড়ি আজই বাগডোগরা থেকে বিমানে চড়ে কলকাতায় ফিরছেন সি ভি আনন্দ বোস।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকার পাঁচ জেলায় বৃষ্টি চলবে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা ও দুই দিনাজপুরে মূলত পরিষ্কার আকাশ; শুষ্ক আবহাওয়া। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী তিন দিনে, দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কোনো জেলায় আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয় বাষ্প কম থাকায় শুষ্ক গরম অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে এই শুষ্ক গরম বেশি অনুভূত হবে।
রিষড়ার ঘটনায় আহত হয়েছেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তাঁকে হিন্দমোটরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে, একটি ভিডিও ট্যুইট করে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় ফিরছেন রাজ্যপাল। সূত্রের খবর, রিষড়াকাণ্ডের জেরেই সফর কাটছাঁট রাজ্যপালের।
উত্তর দিনাজপুরে, সমবায় সমিতির নির্বাচনে বাম-কংগ্রেস ও বিজেপি সমর্থিত ঐক্য় মঞ্চের জয়জয়কার। ৯টি আসনের সবকটিতে জয়ী হলেন বিরোধী প্রার্থীরা। ধরাশায়ী তৃণমূল। একটিও আসন পায়নি তারা।
রিষড়াকাণ্ডে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আজ অবস্থানে বসবেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। সকাল ১১টা থেকে শ্রীরামপুরের বটতলায় অবস্থানে বসবেন বিজেপি রাজ্য সভাপতি। সুকান্ত ছাড়াও এই অবস্থানে যোগ দেবেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
রিষড়ার চার নম্বর রেল গেট এলাকাজুড়ে গতকাল রাতের তাণ্ডবের চিহ্ন। রেল গেটের কাছে পাথরবৃষ্টিতে একটি মিষ্টির দোকানে অ্যাসবেস্টসের ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। যত্রতত্র পড়ে রয়েছে কাচের বোতল, পাথরের টুকরো। রেললাইন তুলে পাথর ছোড়া হয়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। রবিবার থেকে তাণ্ডব চলছে। পুলিশের টহলদারি সত্ত্বেও গতকাল কীভাবে দুষ্কৃতী এই ঘটনা
ঘটাল, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
দলীয় কর্মীদের দেখতে রিষড়া যাওয়ার পথে, সোমবার দুপুরে কোন্নগরের বিশালাক্ষীতলায় আটকানো হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়। প্রায় ৫ ঘণ্টা চলে টানাপোড়েন। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপির রাজ্য সভাপতি। আজ শ্রীরামপুরে অবস্থানে বসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা-কে খুনের ঘটনায় তিনদিন পরেও অধরা দুষ্কৃতীরা। পুলিশ অভিযুক্তদের খোঁজে ভিনরাজ্যে গেলেও এখনও কারও সন্ধান মেলেনি। এমনকি, খুনের মোটিভও স্পষ্ট নয়। খুনের আগে কয়লা মাফিয়া রাজু ঝা-র সঙ্গে কার কার কথা হয়েছিল, তা জানতে মোবাইল সার্ভিস প্রোভাই়ডার সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। কয়লাই হতে পারে কয়লা মাফিয়া খুনের কারণ, আপাতত এই অনুমানের ওপর নির্ভর করেই বর্ধমান, আসানসোলে সূত্রের সন্ধান চলছে। অন্যদিকে, আজ গাড়ি ও ঘটনাস্থলের ফরেন্সিক পরীক্ষা হবে। পুলিশের অনুমান, খুনের দিন আততায়ীদের পালানোর জন্য ব্যাক আপ গাড়ির পাশাপাশি মোটরবাইকও ছিল। রাস্তায় নাকা তল্লাশি এড়াতে নীল ব্যালেনো গাড়িতে ২টি ৭ এমএম পিস্তল ও ১২ রাউন্ড গুলি ফেলে রেখে আরেকটি গাড়িতে চড়ে আততায়ীরা চম্পট দেয়।
কুড়মিদের এসটি তালিকায় অন্তর্ভূক্তি ও কুড়মালি ভাষাকে স্বীকৃতির দাবিতে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে শুরু হয়েছে জাতীয় সড়ক অবরোধ। সকাল ৬টা থেকে অবরুদ্ধ ১৬ নম্বর জাতীয় সড়ক। রাজ্যের তরফে কেন্দ্রের কাছে অবিলম্বে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা CRI রিপোর্ট পাঠানোর দাবি জানিয়েছে কুড়মি সমাজ। একই দাবিতে রবিবার খড়গপুরের চামরুসাই
এলাকায় খড়গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মিরা। দাবি মানা না হলে, অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো।
২ দিন পার। কয়লা মাফিয়া খুনে এখনও অধরা দুষ্কৃতীরা। রাজু ঝা হত্যাকাণ্ডে পরতে পরতে রহস্য। গরু পাচারকাণ্ডে অভিযুক্ত লতিফের গাড়িতে কেন উঠেছিলেন রাজু? কার সঙ্গে দেখা করতে কলকাতায় যাচ্ছিলেন? গাড়িতে থাকা ব্যাগই বা গেল কোথায়? উঠছে প্রশ্ন।
অশান্তির ঘটনায় শুরু হয়েছে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ। আইন-শৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকার ব্যর্থ, শান্তি ফেরাতে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, ট্যুইটে খোঁচা শুভেন্দু অধিকারীর। দেশের নিয়ন্ত্রণ
হারিয়েছেন নরেন্দ্র মোদি, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
ফের উত্তপ্ত রিষড়া। বোমা, ইটবৃষ্টি, গাড়িতে আগুন। পুলিশও আহত। নিয়ন্ত্রণ নেই সরকারের, কটাক্ষ শুভেন্দুর। দেশের নিয়ন্ত্রণ আছে কেন্দ্রের? কটাক্ষ তৃণমূলের।
অশান্তির জেরে রেল গেট বন্ধ করতে না পারায় রাত ১০টা থেকে হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে কার্যত স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লা ও লোকাল ট্রেন। দুর্ভোগে পড়েন শয়ে শয়ে মানুষ। হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। প্রায় তিন ঘণ্টা পর হাওড়া স্টেশন থেকে ছাড়ে ট্রেন।
রাত নামতেই নতুন করে অশান্ত হয়ে উঠল হুগলির রিষড়া। ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি, ব্যাপক বোমাবাজির অভিযোগ। পুলিশকে লক্ষ্য করেও উড়ে আসে একের পর এক ইট, পাথরের টুকরো। রিষড়ার চার নম্বর রেলগেট এলাকায় তুমুল অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
প্রেক্ষাপট
কলকাতা: রাত নামতেই নতুন করে অশান্ত হয়ে উঠল হুগলির (Hooghly) রিষড়া (Rishra)। ট্রেন (Train) লক্ষ্য করে পাথরবৃষ্টি, ব্যাপক বোমাবাজির অভিযোগ। পুলিশকে লক্ষ্য করেও উড়ে আসে একের পর এক ইট, পাথরের টুকরো। রিষড়ার চার নম্বর রেলগেট এলাকায় তুমুল অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ (Police)। রেল লাইনে নেমে কার্যত তাণ্ডব চলে। রেলগেটের (Railgate) সামনে পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের হঠাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। অশান্তির জেরে রেল গেট বন্ধ করতে না পারায় রাত ১০টা থেকে হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে কার্যত স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লা ও লোকাল ট্রেন। দুর্ভোগে পড়েন শয়ে শয়ে মানুষ। হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। প্রায় তিন ঘণ্টা পর হাওড়া স্টেশন থেকে ছাড়ে ট্রেন।
অশান্তির ঘটনায় শুরু হয়েছে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকার ব্যর্থ, শান্তি ফেরাতে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, ট্যুইটে খোঁচা শুভেন্দু অধিকারীর। দেশের নিয়ন্ত্রণ হারিয়েছেন নরেন্দ্র মোদি, পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল।
অন্যদিকে, রিষড়া যাওয়ার পথে, সুকান্ত মজুমদারকে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে সোমবার দফায় দফায় উত্তেজনা ছড়াল কোন্নগরে। রবিবারের ঘটনা প্রসঙ্গে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
এদিকে, রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর, বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি, হনুমান জয়ন্তী নিয়েও সতর্কবার্তা দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ওইদিনের জন্য়, নবান্নর তরফে পুলিশ সুপারদেরও সতর্ক করা হয়েছে বলে সূত্রের খবর। অন্য়দিকে, রামনবমীর শোভাযাত্রা ঘিরে অশান্তি নিয়ে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
রাজ্যের অন্যান্য খবর-
পঞ্চায়েত ভোটের টিকিট বিলি নিয়ে, তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল হুগলির চুঁচুড়ায়। তাতে লেখা হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের টিকিট দিলে বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। তৃণমূল বিধায়কের অভিযোগ, সবটাই বিজেপির চক্রান্ত। পাল্টা কটাক্ষ করেছে গেরুয়া শিবির।
বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল ঘণ্টার পর ঘণ্টা। এনআরএস হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল মৃতার পরিবার। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -