West Bengal News : এবার চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস
Bengal News Live : রাজ্যের সব খবর সবার আগে জানতে, নজর রাখুন এখানে।
এবার চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার, হয়ে গেল তারই ট্রায়াল রান। রেল সূত্রে খবর, বন্দেভারত এক্সপ্রেসে ৫৩৫ কিলোমিটার পথ সাড়ে ৬ ঘণ্টাতেই পৌঁছনো যাবে।
পঞ্চায়েতের দখল নিতে দলবদল কৌশল। এবার বাঁকুড়া ও কোচবিহারে বিরোধীদলের জয়ী প্রার্থীদের ভাঙিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এর ফলে বাঁকুড়ায় একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখলের পথে একধাপ এগোল শাসকদল। ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধীরা। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
রাহুল গাঁধীকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শুভেচ্ছা, তীব্র কটাক্ষ মহম্মদ সেলিমের। 'বিজেপির থেকে শিক্ষা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যে মামলা। বাজার খারাপ বুঝে অন্য বিরোধীদের আঁকড়ে ধরার চেষ্টা', তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাঁতের অভিযোগে ফের সরব সেলিম। 'জ্যোতি বসুও একসময় বাজপেয়ীর সঙ্গে হাত মিলিয়েছিলেন', প্রকৃত বিরোধী হলে তৃণমূলকে সমর্থন করুন, সেলিমকে পাল্টা শান্তনু সেন।
তাঁর গাড়ি আটকানোয় টোলপ্লাজার কর্মীকে গলাধাক্কা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল! গতকাল সেই পালসিট টোলপ্লাজায় গাড়ি দাঁড় করিয়ে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। যদিও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
তৃণমূল ও নির্দল, দুই প্রার্থীকেই দেওয়া হয়েছে জয়ের শংসাপত্র। হাইকোর্টের নির্দেশে ঝুলে রয়েছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কেন্দামারি জালপাই পঞ্চায়েতের দুই প্রার্থীর ভাগ্য। যদিও, দুই প্রার্থীরই দাবি, তাঁরাই জয়ী হয়েছেন।
গরুপাচারের মতো বিস্ফোরক আদানপ্রদানেও কি তৈরি হয়েছিল সেফ প্যাসেজ? মহম্মদবাজারে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি গ্রেফতারের পর NIA-র দাবি, টাকার বিনিময়ে বিস্ফোরক আদান-প্রদানের সেফ প্যাসেজ তৈরি করে দিতেন ইসলাম চৌধুরী। এদিন ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে NIA আদালত।
বিদ্রোহে ইতি টেনে প্রথমে সুর নরম, এবার ফের আনুগত্য প্রকাশ হুমায়ুনের। 'শীর্ষ নেতৃত্ব যেমন নির্দেশ দেবে, তেমনটাই মেনে চলবেন', অঙ্গীকার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। শোকজের পরই সুর নরম করে ক্ষমা চান হুমায়ুন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তলবে আজ তৃণমূল ভবনে আসেন। বৈঠকে ছিলেন হুমায়ুন ও তাঁর যুযুধান পক্ষ জেলা নেতৃত্ব।
বিশ্বকাপের আগে ইডেন পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল। মোট ১৮ জনের প্রতিনিধি দল এসেছে ইডেনে। প্রতিনিধি দলের সদস্যরা ক্লাব হাউস , মাঠ, প্রেস বক্স ঘুরে দেখেন। পরিদর্শনের পর তাঁরা বৈঠকে বসেন সিএবি কর্তাদের সঙ্গে। কালীপুজোর দিন ইডেনে পাকিস্তান ইংল্যান্ড বিশ্বকাপের ম্যাচ আয়োজন ঘিরে আচমকা সংশয়। ১২ নভেম্বর ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে ইংল্যান্ড- পাকিস্তান ম্যাচ ছিল। কালীপুজোর দিন রয়েছে ওই ম্যাচ।
এই ম্যাচের নিরাপত্তা নিয়ে চিন্তায় সিএবি কর্তারা। ইতিমধ্যেই ওই ম্যাচের দিন পরিবর্তনের জন্য বিসিসিআই এর কাছে আবেদন জানিয়েছে সিএবি।
বেহালার পর দ্বিতীয় হুগলি সেতু, হাওড়ার তরুণীকে পিষে মারল ট্রেলার। দ্বিতীয় হুগলি সেতুতে প্রাণ গেল এক হোটেল কর্মীর। খিদিরপুর থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় স্কুটারে ধাক্কা ট্রেলারের। এসএসকেএমে নিয়ে গেলে মৃত ঘোষণা।
ফুটপাথ যাতে দখল না হয়ে যায় সেজন্য চেষ্টা করছে পুরসভা। পথচারীদের যাতে রাস্তায় না নামতে হয়, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। সেজন্য আজই জরুরি বৈঠক ডাকা হয়েছে। জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
বেহালায় শিশুমৃত্যুতে ২জন গ্রেফতার, ভাঙচুর-তাণ্ডবে গ্রেফতার ২৫। এলাকায় ভাঙচুর তাণ্ডবে বেহালা-ঠাকুরপুকুর থানার হাতে গ্রেফতার ২৫। ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। দ্বিতীয় শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পরে হুঁশ ফিরল পুলিশের! ডায়মন্ড হারবার রোডে জায়গায় জায়গায় ব্যারিকেড, ৫টি মুভেবল ড্রপগেট।
১৪৪ ধারা প্রত্যাহারের পর প্রথমবার ভাঙড়ে গেলেন এলাকার বিধায়ক নৌশাদ সিদ্দিকি। দেখা করলেন ভোট-হিংসায় নিহত হাসান আলি মোল্লা ও রেজাউল গাজির বাড়িতে। কথা বললেন নিহতদের পরিবারের সঙ্গে, পাশে থাকার বার্তা।
কল্যাণীতে ধনেখালির বিজেপি নেতার রহস্যমৃত্যু। হোটেলের ঘর থেকে উদ্ধার বিজেপির মণ্ডল সভাপতির দেহ। মৃত সুদীপ ঘোষ হুগলির ধনেখালির ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি। পঞ্চায়েত ভোটের পরই সুদীপ ঘোষকে মণ্ডল সভাপতির দায়িত্ব দেয় বিজেপি। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ।
উত্তর দিনাজপুরের ডালখোলা, নদিয়ার নাকাশিপাড়ার পর এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। পঞ্চায়েত ভোটের মাসখানেক পরেও চলছে ব্যালট উদ্ধার। জয়নগরের বকুলতলায় একটি পুকুর থেকে উদ্ধার হল ৪টি ব্যালট বাক্স ও গোছা গোছা ব্যালট পেপার। ভোটের দিন ময়দা গ্রাম পঞ্চায়েতের ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথ ভাঙচুর করা হয়। লুঠ হয় ব্যালট বাক্স ও ব্যালট পেপার। ১০ জুলাই পুনর্নির্বাচন হয় ওই বুথে। গন্ডগোলের জন্য তৃণমূল ও বিরোধীরা একে অপরকে দোষারোপ করে। এরপর আজ সকালে ময়দা গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে একটি পুকুরে জাল ফেলতেই উঠে আসে ৪টি ব্যালট বাক্স ও দু’বাণ্ডিল ব্য়ালট পেপার। ব্যালট বাক্স ও ব্য়ালট পেপার উদ্ধার করে থানায় নিয়ে যায় বকুলতলা থানার পুলিশ।
এবার বন্দি মুক্তি নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল? বন্দি মুক্তি সংক্রান্ত ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল । কোন বন্দিদের, কীসের ভিত্তিতে মুক্তি? ব্যাখ্যা চাইলেন রাজ্যপাল ।
ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। জয়ী নির্দল প্রার্থীর সার্টিফিকেট আটকে রাখার অভিযোগ নৌশাদের বিরুদ্ধে। কাশীপুর থানায় ভাঙড়ের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আইএসএফের সমর্থন নিয়ে পঞ্চায়েত ভোটে জয়ী হন নির্দল প্রার্থী সাদেকুল মোল্লা। দেখতে চেয়ে জয়ের সার্টিফিকেট নিয়ে আর ফেরত দেননি নৌশাদ, অভিযোগ সাদেকুলের। অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।
গ্রেফতার না করেই চুরির দায়ে ২দিন লকআপে আটকে অত্যাচার! মুর্শিদাবাদের নবগ্রামে লকআপের মধ্যে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। পিটিয়ে মারার অভিযোগ উঠল খোদ ওসি-র বিরুদ্ধে।
তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তাল বেলুড়। তৃণমূল শ্রমিক নেতা বনাম ওয়ার্ড সভাপতির মধ্যে বিবাদ। বিবাদের জেরে এলাকায় উত্তেজনা, মারধর
বিধায়ক-ঘনিষ্ঠ শ্রমিক নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। 'টাকা না দেওয়ায় তৃণমূলেরই ওয়ার্ড সভাপতির বাড়িতে হামলা', আইএনটিটিইউসি নেতার বিরুদ্ধে হামলা, মারধরের অভিযোগ ওয়ার্ড সভাপতির। অভিযোগ, পাল্টা অভিযোগ, মুখোমুখি ২ নেতার অনুগামীরা। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতৃত্বের।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি। বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসে আর সংক্রমণ নেই। আজ থেকে বন্ধ করা হল অ্যান্টিবায়োটিক কোর্স। আরও ২ দিন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। এখনই হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত হয়নি, জানালেন চিকিৎসকরা।
বীরভূমে বিস্ফোরক পাচারকাণ্ডে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর দাবি এনআইএ-র। টাকার বিনিময়ে বিস্ফোরক আদান-প্রদানের সেফ প্যাসেজ তৈরি করে দেন তৃণমূল অঞ্চল সভাপতি ইসলাম চৌধুরী, দাবি এনআইএ-র। মোটা অঙ্কের টাকার ভাগ যেত বিভিন্ন জায়গায়, খবর এনআইএ সূত্রে। সেই টাকা কোথায় কোথায় যেত, তা জানতে চায় এনআইএ। গতকাল পাইকর থানা এলাকার কুশমোড় গ্রামে বাড়ি থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করে এনআইএ।
পালশিট টোল প্লাজার কর্মচারীর কাছে আজ ক্ষমা চাইতে গেলেন তৃণমূলের আরেক বিধায়ক নরেন চক্রবর্তী। কলকাতা থেকে ফেরার পথে পালশিট টোল প্লাজায় নামেন তিনি। কিন্তু সেই কর্মচারী না থাকায়, তাঁর সঙ্গে দেখা হয়নি বিধায়কের। এর আগে গাড়ি আটকে টোল চাওয়ায় টোল প্লাজার কর্মীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে।
বেহালার পর দ্বিতীয় হুগলি সেতু, হাওড়ার তরুণীকে পিষে মারল ট্রেলার । দ্বিতীয় হুগলি সেতুতে প্রাণ গেল এক হোটেল কর্মীর।খিদিরপুর থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় স্কুটারে ধাক্কা ট্রেলারের। এসএসকেএমে নিয়ে গেলে মৃত ঘোষণা।
হুগলির সিঙ্গুরে নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হল দুই শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রতনপুরে। সেপটিক ট্যাঙ্ক তৈরি হয়েছিল কয়েকমাস আগে। এদিন বাঁশের ভারা খুলতে সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামেন গণেশ মান্না ও সুব্রত দাস নামে দুই শ্রমিক। পরে দমকল কর্মীরা এসে তাঁদের দেহ উদ্ধার করে। গণেশের বাড়ি সিঙ্গুরে, সুব্রত ধনেখালির বাসিন্দা। বিষাক্ত গ্যাসেই তাঁদের মৃত্যু হয়েছে বলে দমকলের অনুমান।
উত্তর ২৪ পরগনায় এবার প্রধান পদ পাওয়া নিয়ে তৃণমূলের অন্দরে লড়াই। বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুরে অঞ্চল ও ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে তৃণমূল। প্রধান পদটি তফশিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণা পাত্র নামে এক সদস্যের প্রধান হওয়ার কথা ছিল। গতকাল রাতারাতি নাম বদলে যাওয়ায়, আজ সকালে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীদের একাংশ। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পুরুলিয়ার সাঁতুড়িতে লরির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। মৃত সুনীল মাণ্ডি জগন্নাথডি গ্রামের বাসিন্দা। প্রতিবাদে ৫ ঘণ্টা ধরে মধুকুণ্ডা-শালতোড় রাজ্য সড়ক অবরোধ । আজ ভোরে মধুকুণ্ডা-বরন্তি রোডে রাস্তা পার হচ্ছিলেন এক ঠিকা শ্রমিক । সেইসময় লরির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। অবরোধের জেরে মধুকুণ্ডা-শালতোড় রাজ্য সড়কে দীর্ঘক্ষণ আটকে ছিল পণ্যবাহী যানবাহন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে, ঘাতক লরির খোঁজ চলছে।
৩৫ বছর পর আজ এসইউসিআই-এর ব্রিগেড সমাবেশ। হাওড়া, শিয়ালদা, আলিপুরের উত্তীর্ণ থেকে ব্রিগেডমুখী মিছিল। দলের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর সমাপ্তিতে ব্রিগেডে সমাবেশ। গত বছরের ৫ অগাস্ট দিল্লিতে শুরু হয়েছিল দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান। ব্রিগেড সমাবেশে ২৫টি রাজ্য থেকে আসবেন নেতা ও কর্মীরা। মূল বক্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, হরিয়ানার রাজ্য় সম্পাদক সত্য়বান, কর্নাটকের নেতা কে রাধাকৃষ্ণ। ১৩০ ফুট লম্বা ৩০ ফুট চওড়া করে গড়ে তোলা হয়েছে এসইউসিআইয়ের সমাবেশ মঞ্চ।
কাকভোরে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক পথচারীর, গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। দাসপুরের বেলতলা বাজারে মাছ কেনাবেচার সময় ঢুকে পড়ল চালবোঝাই লরি। ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে ঘাতক লরি ৪ জনকে পিষে দেয়।
এদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু, ৩ জন গুরুতর জখম অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।
বেহালার পর খড়গপুর। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল পুলিশ অফিসার-সহ ২ জনের। দুই পুলিশ কর্মী-সহ ৬ জন আহত হয়েছেন। গতকাল রাত ১টা নাগাদ পশ্চিম মেদিনীপুরে খড়গপুর-মকরমপুর রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। পেট্রোলিং ডিউটিতে ছিলেন খড়গপুর লোকাল থানার ASI রামানন্দ দে-সহ কয়েকজন পুলিশ কর্মী। বেনাপুরে রেলগেট আটকানো থাকায় তাঁরা গাড়ি থেকে নামেন। সেইসময় বেপরোয়া অডি দ্রুতগতিতে এসে ASI-সহ পুলিশ কর্মীদের ধাক্কা মারে। এরপর সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে একটি দোকানে ঢুকে পড়ে গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক-সহ ৫ যাত্রী গুরুতর জখম হন। পরে হাসপাতালে মৃত্যু হয় শেখ জাহাঙ্গির নামে এক যাত্রীর। আহত ৬ জন হাসপাতালে ভর্তি। গাড়ির চালক মত্ত অবস্থায় থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর পর ভাঙচুরকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ১৮। দুর্ঘটনার পরের দিন অনেকটাই বদলে গেল বেহালা চৌরাস্তার ছবি। ডায়মন্ড হারবার রোডে জায়গায় জায়গায় লাগানো হয়েছে ব্যারিকেড। ৫টি জায়গায় বসানো হয়েছে মুভেবল ড্রপগেট। জেব্রা ক্রসিং ধরেই যাতে পথচারীরা রাস্তা পেরোন সেটা নিশ্চিত করছে পুলিশ। বাস বা অটোয় ওঠার জন্য নির্ধারিত জায়গায় দাঁড়াচ্ছেন যাত্রীরা। পথচারীদের একাংশ বা স্কুল পড়ুয়াদের অভিভাবকরা অবশ্য কতদিন এই ব্যবস্থা বজায় থাকবে, তা নিয়ে সন্দিহান।
নবগ্রামে লকআপে যুবককে পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। নবগ্রাম থানা ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার, তুমুল ইটবৃষ্টি।উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার গ্যাস। চুরির অভিযোগে নবগ্রাম থানায় তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন, অভিযোগ পরিবারের। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে, ময়নাতদন্তের রিপোর্ট দেখে ব্যবস্থা, জানাল পুলিশ।
বেহালায় ট্রাকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যুর পর, টনক নড়ল পুলিশের। লালবাজারের নির্দেশ, সকাল ৬টার পর কলকাতায় ঢুকবে না কোনও ট্রাক। আজ থেকেই চালু হয়েছে এই নিয়ম। মৌখিকভাবে সমস্ত ট্রাফিক গার্ডকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হোক বা বেসরকারি, কলকাতার সমস্ত স্কুলের বাইরে থাকতে হবে ওসি বা অ্যাডিশনাল ওসি পদমর্যাদার কাউকে। সমস্ত স্কুলের বাইরে যান নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে। থাকবে পুলিশ।
বাংলায় একা লড়ে ভোটে জেতার ক্ষমতা হারিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়! তাই কংগ্রেস আর সিপিএমকে সঙ্গে নিতে চাইছেন! মোদি বিরোধী জোট প্রসঙ্গে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এই মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। বিজেপি ও তৃণমূলকে একবন্ধনীতে ফেলে আক্রমণ শানিয়েছে সিপিএম।
হেনস্থা হয়ে থাকলে, অভিযোগ জানাতে এত দেরি কেন? নিম্ন আদালতের ম্য়াজিস্ট্রেটকে কেন কিছু জানানো হয়নি? সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়লেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। ইডির বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্য়াপারে কুন্তল ঘোষকে বিশেষ আদালতের সংশ্লিষ্ট ম্য়াজিস্ট্রেটের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
বেসরকারি কলেজ নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে রাজভবনের অ্যান্টি করাপশন সেলে। এমনটাই দাবি করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিষয়টিকে কেন্দ্র করে তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
প্রেক্ষাপট
কলকাতা :
- সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার সম্মতি খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে। হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এক আইনজীবী। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগের গ্রহণযোগ্যতা থাকলে এফআইআর করা যাবে। বলে নির্দেশ দেয় হাইকোর্ট এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
- নুসরত (Nusrat Jahan) বিতর্কের মাঝেই এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (BJP MP Locket Chatterjee) বিরুদ্ধে তদন্তের আবেদন। তদন্তের আবেদন জানিয়ে ইডি-র দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায়। 'রোজভ্যালি থেকে লাভবান হয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও' অভিযোগ।
- বিজেপির বিরুদ্ধে এবার সরব বিজেপির বিধায়ক। গোর্খাল্যান্ড ইস্যুতে (Gorkhaland Issue) বিধানসভার আম্বেদকার মূর্তির সামনে অবস্থানে কার্শিয়ঙের বিধায়ক। 'গোর্খাল্যান্ড নিয়ে সরব হব বলে লোকসভায় কথা দিয়েছিলাম, কেউ সরব হলেন না'। অভিযোগ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার।
- মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিকে জুতোপেটা দলীয় কর্মীর। কলকাতা হাইকোর্ট চত্বরে প্রদ্যুৎ বৈদ্যকে জুতোপেটা পঞ্চায়েত ভোটের বিজেপি প্রার্থীর। 'জেলায় বিভিন্ন লোকেদের কাছে টাকা তুলেছেন প্রদ্যুৎ'। 'টাকা তুললেও প্রার্থীদের জেতানোর কোনও চেষ্টা করেননি' অভিযোগ বিজেপি প্রার্থীদের। 'হাইকোর্টের সামনেই হামলা, দলের কেউ নন, হামলাকারীরা তৃণমূলের এজেন্ট', পাল্টা দাবি প্রদ্যুৎ বৈদ্যের।
- গাড়ি থেকে টোল চাওয়ায় সাংসদের 'দাদাগিরি'! বিতর্কে পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল । পালসিট টোল প্লাজার স্টপার ভেঙে এগনোর চেষ্টা । বাধা দিলে টোল প্লাজার কর্মীকে গলা ধাক্কা ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। 'গাড়ি আটকানোয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যেতে দেরি হচ্ছিল'। 'গাড়ি কিছুতেই না ছাড়ায় উত্তেজনার মুহূর্তে ধাক্কা দিয়েছি, আমি অনুতপ্ত'। বিতর্কের মুখে সাফাই সাংসদ সুনীল মণ্ডলের।
- রাজভবনের অ্যান্টি করাপশন সেলে বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। অভিযোগ পেয়ে সক্রিয় রাজ্যপাল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন পুনর্নবীকরণ স্থগিত। তদন্তের নির্দেশ, পূর্ণাঙ্গ রিপোর্ট পেলে ব্যবস্থা, জানিয়েছেন সিভি আনন্দ বোস। রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে পদক্ষেপ বোসের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -