West Bengal News Live : দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী

West Bengal News Live Updates : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর

ABP Ananda Last Updated: 05 Feb 2024 11:30 PM
WB News Live : অধীরের নিশানায় মোদি

তৃতীয়বার কত আসনে জয়? লোকসভা ভোট (Lok Sabha Election 2024) নিয়ে এদিন বড়সড় ভবিষ্যদ্বাণী করেন নরেন্দ্র মোদির (PM Modi)। শুধু হ্যাটট্রিকের দাবিই করলেন না। সেই সঙ্গে NDA কতগুলো আসন পাবে? বিজেপি এককভাবে কতগুলো আসন পাবে? তাও আগাম বলে দিলেন নরেন্দ্র মোদি। বিরোধীদের কার্যত নিশ্চিহ্ন করে বিজেপি ৩৭০টি আসনে জিতবে বলে দাবি প্রধানমন্ত্রীর। যদিও মোদির যাবতীয় দাবি ওড়ালেন অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী বলেন,' অহঙ্কার মানুষকে কোথায় নিয়ে যায়, অহঙ্কার, অহমিকা, মানুষ কাকে ভোট দেবে তার পরোয়া পর্যন্ত করছেন না। তার মানে এরা জানে, যে এতগুলো সিট আমরা করবই। আমার খুব সন্দেহ হচ্ছে, এবারের ভোটে বড়সড় হেরাফেরি হবে।' 

West Bengal News Live : সংসদে জবাবি ভাষণে বিরোধীদের তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী

'বিপক্ষরা আগামী কয়েক দশক বিপক্ষই থাকবে', সংসদে জবাবি ভাষণে বিরোধীদের তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী। 'ভোটে লড়ার মনোবল হারিয়ে ফেলেছে বিরোধীরা। বিরোধীদের অবশ্যই জবাব দেবে জনতা। কিছু হলেই বিভাজনের কথা বলে, আর কতদিন এভাবে চলবে? যাওয়ার আগে ভাল হত যদি কিছু সদর্থক কিছু করত', বিরোধীদের কয়েকজন আবার শিবির বদলের চেষ্টায়: প্রধানমন্ত্রী 

WB News Live : দুর্নীতির প্রতিবাদে আন্দোলনের মধ্যেই কাল প্রাথমিকে নিয়োগের প্যানেল

দুর্নীতির প্রতিবাদে আন্দোলনের মধ্যেই কাল প্রাথমিকে নিয়োগের প্যানেল। কাল ২০০৯-এর প্রাথমিকে নিয়োগের প্যানেল প্রকাশ, ঘোষণা কুণালের 

West Bengal News Live : দিল্লিতে দরবার শুভেন্দুর

শেষমুহূর্তে মমতার দিল্লি সফর বাতিল, আগেই দিল্লিতে দরবার শুভেন্দুর । অমিত শাহ, নির্মলা সীতারমণ থেকে জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ। 

WB News Live : সম্পূর্ণ সুস্থ নন সুজয়কৃষ্ণ, আদালতে রিপোর্ট দিল এসএসকেএম

সম্পূর্ণ সুস্থ নন সুজয়কৃষ্ণ, আদালতে রিপোর্ট দিল এসএসকেএম। '৮ ডিসেম্বর থেকে আইসিইউ-তে ভর্তি আছেন সুজয়কৃষ্ণ। বুকে স্টেন্ট আছে, হৃদযন্ত্রের অবস্থা স্থিতিশীল'। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র জামিন মামলায় আদালতে জানাল হাসপাতাল। ইডি ও সুজয়কৃষ্ণর আইনজীবীকে দেওয়া হল হেল্থ রিপোর্টের কপি। ৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। 

West Bengal News Live : দিঘায় পর্যটককে ধর্ষণের অভিযোগ

দিঘায় পর্যটককে ধর্ষণের অভিযোগ। সঙ্গীকে মারধর করে বেঁধে রেখে মহিলাকে ধর্ষণের অভিযোগ। 

WB News Live : দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী

দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।   তিনি কারণ হিসাবে জানিয়েছেন,   'বাজেট পেশের আগে হাতে মাত্র ২দিন। ৮ তারিখ রাজ্য বাজেট, এখন যাওয়া সম্ভব নয়। আমার হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবেন।'

HC On Recruitment Scam: হাইকোর্টে তথ্য জমা দিল এসএসসি

২০১৬-র নিয়োগপ্রক্রিয়া সংক্রান্ত সার্ভারে থাকা তথ্য হাইকোর্টে জমা দিল এসএসসি। প্যানেল, ওয়েটিং লিস্ট ও ৪টি সিডি হাইকোর্টে জমা দিল কমিশন। গাজিয়াবাদ থেকে প্রাপ্ত তথ্য এবং ৩টি হার্ড ডিস্ক আদালতে পেশ করল সিবিআই। 

WB News Live : 'মাধ্যমিক পরীক্ষাটা চালায় এখন তৃণমূল...', পর্ষদকে আক্রমণ শঙ্কুদেব পণ্ডার

মাধ্যমিকে প্রশ্নফাঁসে ১৩ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল, মধ্যশিক্ষা পর্ষদকে আক্রমণ শঙ্কুদেব পণ্ডার। মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার। 'মাধ্যমিক পরীক্ষাটা চালায় এখন তৃণমূল...'পর্ষদ সরকারকে ভুল পথে চালিত করছে'

WB News Live : আজ ভোট-কৌশল নিয়ে শাহর সঙ্গে বৈঠক করতে পারেন শুভেন্দু

একই দিনে দিল্লিতে মমতা-শুভেন্দু। কাল এক দেশ এক ভোট বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আজ ভোট-কৌশল নিয়ে শাহর সঙ্গে বৈঠক করতে পারেন বিরোধী দলনেতা।

WB News Live: কন্যাসন্তানকে আছাড় মেরে খুনের অভিযোগ, ধৃত শিশুর মা-বাবা

পরপর তিন মেয়ে হওয়ায় অশান্তি। তিনমাসের কন্যাসন্তানকে আছাড় মেরে খুনের অভিযোগ। ধৃত শিশুর মা-বাবা। মুর্শিদাবাদের ডোমকলে চাঞ্চল্য। 

SSC Recruitment Scam News : ২০১৬-র নিয়োগপ্রক্রিয়া সংক্রান্ত নিজেদের সার্ভারে থাকা তথ্য হাইকোর্টে জমা দিল এসএসসি

২০১৬-র নিয়োগপ্রক্রিয়া সংক্রান্ত নিজেদের সার্ভারে থাকা তথ্য হাইকোর্টে জমা দিল এসএসসি। প্যানেল, ওয়েটিং লিস্ট ও ৪টি সিডি হাইকোর্টে জমা দিল কমিশন। গাজিয়াবাদ থেকে প্রাপ্ত তথ্য এবং তিনটি হার্ড ডিস্ক আদালতে পেশ করল সিবিআই। 

Actor Dev News : 'কাজের চাপে সময় দিতে পারছিলেন না', ৩ পদ ছাড়লেন দেব

একদিনে তিন তিনটি পদে ইস্তফা! লোকসভা ভোটের মুখে আলোচনার কেন্দ্রে দীপক অধিকারী ওরফে দেব। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে আচমকা ইস্তফা দিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ। দুর্নীতি ঢাকতেই একসঙ্গে তিন তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব, অভিযোগ বিজেপির। কাজের চাপে সময় দিতে পারছিলেন না বলে ৩টি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন দেব, দাবি পরিবারের।

WB News Live : লোকসভা ভোটের আগে এবার অর্জুন সিংহর গলায় 'নীতিকথা'

লোকসভা ভোটের আগে এবার অর্জুন সিংহর গলায় 'নীতিকথা'। 'যারা গলা কেটে নেয়, এলাকায় কাজ করার নামে টাকা চায়, তাদের বুথে বসাবেন না'
'যারা বদমায়েশি করছে, এলাকার লোক তাদের উপর খেপে আছে'। 'এমন লোককে ভোটাররা বুথে দেখলে, ভোটের আগেই হেরে যাবেন' , আমডাঙার সভা থেকে মন্তব্য ব্যারাকপুরের সাংসদের

WB News Update : নাগেরবাজারে পুলকার উল্টে বিপত্তি

নাগেরবাজারে পুলকার উল্টে বিপত্তি। ভোর ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে। নাগেরবাজার থেকে শ্যামনগর যাওয়ার পথে পুলকারের পিছনের চাকা ফেটে, নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। সেই সময় গাড়িতে কোনও পড়ুয়া ছিল না। পুলকার চালককে উদ্ধার করেন স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে যায় নাগেরবাজার ট্রাফিক গার্ড।

Rahul Gandhi News : চম্পই সোরেনের আস্থা ভোটের দিনই রাঁচিতে জনসভা করবেন রাহুল গান্ধী

ঝাড়খণ্ডে চম্পই সোরেনের আস্থা ভোটের দিনই রাঁচিতে জনসভা করবেন রাহুল গান্ধী। রামগড় থেকে আজ শুরু হয়েছে ন্যায় যাত্রা।দুপুরে রাঁচির শহিদ ময়দানে সভা করবেন রাহুল। 

WB News Live : বিধানসভায় এবার নজিরবিহীন নিরাপত্তা, মেন গেটে বসানো হল অত্যাধুনিক স্ক্যান বুমার

বিধানসভায় এবার নজিরবিহীন নিরাপত্তা। মেন গেটে বসানো হল অত্যাধুনিক স্ক্যান বুমার। প্রত্যেক বিধায়ক ও মন্ত্রীদের গাড়িতে থাকবে চিপ। বিধানসভায় ঢোকার আগে সমস্ত গাড়ি স্ক্যান করা হবে। পাশাপাশি, বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিধানসভা চত্বর পুলিশে ছয়লাপ। সূত্রের খবর, সংসদে স্মোক-ক্যানকাণ্ডের পর, বিধানসভার নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

Kolkata News Live : CNG-সঙ্কটে গাড়ি চালকরা, শুরু হয়েছে অবরোধ, মাধ্য়মিক পরীক্ষা চলাকালীন ব্যস্ত রাস্তায় তুমুল যানজট

CNG-সঙ্কটে গাড়ি চালকরা। সপ্তাহের প্রথম কাজের দিনে, ইএম বাইপাসের রুবি মোড়ে সায়েন্স সিটিগামী লেনে চালক বিহীন গাড়িকে রাস্তায় আড়াআড়ি ভাবে দাঁড় করিয়ে শুরু হয়েছে অবরোধ। মাধ্য়মিক পরীক্ষা চলাকালীন ব্যস্ত রাস্তায় তুমুল যানজট। বাস, গাড়ি আটকে পথ অবরোধের জেরে, চূড়ান্ত ভোগান্তির শিকার সাধারণ মানুষ। 

WB News Live : এবার ডায়মন্ড হারবারে অজানা জন্তুর আতঙ্ক

এবার ডায়মন্ড হারবারে অজানা জন্তুর আতঙ্ক। সরিষা ও মশাট পঞ্চায়েত এলাকার বাসিন্দারা গত কয়েকদিন ধরেই ভয়ে কাঁপছেন।ইতিমধ্যেই অজানা জন্তুর আক্রমণে ৮ জন জখম হয়েছেন। তাঁরা ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বন দফতর বিশেষ দল গঠন করে ওই এলাকায় পেট্রোলিংয়ের ব্যবস্থা করেছে।

WB Sports News : কলকাতায় এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফুটবলার ভিক্টর ভ‍্যাসকুয়েজ

কলকাতায় এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফুটবলার ভিক্টর ভ‍্যাসকুয়েজ। স্পেনের এই অ‍্যাটাকিং মিডিও একসময় লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন। চলতি মরশুমে ISL-এ খেলার জন‍্যই ভিক্টরের সঙ্গে চুক্তি করেছে ইস্টবেঙ্গল। গতকাল গভীর রাতে ভিক্টরকে অভ‍্যর্থনা জানাতে কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন ইস্টবেঙ্গলের কর্তারা। 

DA News Live : ধর্নামঞ্চ খোলা নিয়ে বিতর্ক, আপতত স্থগিত করা হল মঞ্চ খোলার কাজ

ধর্মতলায় শহিদ মিনার চত্বর থেকে আচমকা DA ধর্নামঞ্চ খোলা নিয়ে বিতর্ক। আপতত স্থগিত করা হল মঞ্চ খোলার কাজ। DA-আন্দোলনকারীদের অভিযোগ,  সেনাবাহিনী এসে সরে যেতে বলে। রাজ্য সরকারের চাপেই এই কাজ বলে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WB News Live : চরবৃত্তির অভিযোগে বিরোধী দলনেতার গ্রেফতারির দাবি তুলছে তৃণমূল

কেন্দ্র না মেটানোয়, রাজ্য সরকারই ১০০ দিনের কর্মীদের বকেয়া মেটাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে শুভেন্দু অধিকারীর দাবি, অর্থ দফতরে তাঁর লোকেরা জানিয়েছেন, বকেয়া মেটাতে ফের ৭ হাজার কোটি টাকার ঋণ নিতে চলেছে সরকার। চরবৃত্তির অভিযোগে বিরোধী দলনেতার গ্রেফতারির দাবি তুলেছে তৃণমূল। 

Abhishek Banerjee: তৃণমূলের ধর্না-আন্দোলনে দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্না-আন্দোলনে দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর এই গরহাজিরা নিয়ে রাজ্য-রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোনের একটি সোশাল মিডিয়া পোস্টও চলে এসেছে চর্চার কেন্দ্রে। 

WB Political News: 'দল থাকলে রোজগার হবে', বিস্ফোরক লাভলি

বিস্ফোরক সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। বললেন, লোকসভা ভোটে লিড দিতে না পারলে, সেই বুথ থেকে সভাপতি সহ সদস্য, সবাইকে ইস্তফা দিতে হবে। দলীয় নেতা-কর্মীদেরই উদ্দেশে এদিন হুঁশিয়ারির সুরে লাভলি মৈত্র বলেন, দল থাকলে রোজগার হবে। 

WB News : দুর্নীতি ঢাকতেই ইস্তফা, দেবের পদক্ষেপে অভিযোগ বিজেপির

দুর্নীতি ঢাকতেই একসঙ্গে তিন তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। পোস্টার হাতে ঘাটালে স্লোগান দিয়ে অভিযোগ বিজেপির। সময়ের অভাব, দাবি অভিনেতা ও তৃণমূল সাংসদের ঘনিষ্ঠ মহলের। এবার সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে, খোঁচা শুভেনদু অধিকারীর। বিজেপির সঙ্গে যারা, তারা নরকে থাকে, পাল্টা জবাব ফিরহাদ হাকিমের।

WB News Live : যারা গলা কেটে নেয়, যারা এলাকায় কাজ করার জন্য টাকা তোলে, তাদের বুথে বসাবেন না : অর্জুন

লোকসভা ভোটের আগে ফের বিতর্কিত মন্তব্য করলেন অর্জুন সিং। যারা গলা কেটে নেয়, যারা এলাকায় কাজ করার জন্য টাকা তোলে, তাদের বুথে বসাবেন না। এমন লোককে তৃণমূলের এজেন্ট হিসেবে ভোটাররা দেখলে ভোটের আগেই আপনি হেরে যাবেন। গতকাল আমডাঙার টালিখোলায় একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। 

WB News Live : মেয়ে হওয়ার অপরাধে তিনমাসের শিশুকে আছাড় মেরে খুন করল মা-বাবা

মেয়ে হওয়ার অপরাধে তিনমাসের শিশুকে আছাড় মেরে খুন করল মা-বাবা। এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের ডোমকলে। কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন রিন্টু শেখ। সম্প্রতি তিনি। ডোমকলের ভাতশালার বাড়িতে ফেরেন।

প্রেক্ষাপট


  • শিরোনাম

  • কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দু'দিনের ধর্নায় দেখা যায়নি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। আসেননি যুব তৃণমূল কংগ্রেসের ধর্নাতেও। অভিমানেই তৃণমূলনেত্রীর ধর্নায় গরহাজির অভিষেক? তুঙ্গে জল্পনা। দিল্লিতে ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, সংসদে বাজেট অধিবেশন চলছিল, সাফাই সায়নী ঘোষের।

  • যোগ্য ব্যক্তিরা স্থান পায় না। অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়। রেড রোডে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ধর্নামঞ্চে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অনুপস্থিতি ঘিরে জল্পনার মধ্যেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বোন অদিতি গায়েনের। তৃণমূল কোথায় এসে দাঁড়িয়েছে তারই প্রতিফলন, মন্তব্য় শমীক ভট্টাচার্যর।

  • দুর্নীতি ঢাকতেই একসঙ্গে তিন তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ দেব। পোস্টার হাতে ঘাটালে স্লোগান দিয়ে অভিযোগ বিজেপির। সময়ের অভাব, দাবি দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে। বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

  • কুণাল ঘোষের মুখে কেষ্ট-বাণী। রেড রোডে যুব তৃণমূলের ধর্নামঞ্চে বিজেপিকে নিশানা করতে গিয়ে অনুব্রত মণ্ডলের চড়াম চড়াম, নকুলদানা হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক। আগে পুলিশের গাড়ি বাজাতেন, এখন চড়াম চড়াম বাজাবেন বলছেন, কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ সজল ঘোষের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.