West Bengal News Live : 'প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে গ্রেফতার করুন', কড়া অভিষেক

জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর একনজরে ।

ABP Ananda Last Updated: 05 Jun 2023 11:47 PM
WB News Live :সাধারণের ব্যবহারের শৌচাগারে রাখা ছিল বোমা। আর সেই বোমা ফেটেই মৃত্যু হল ১১ বছরের বালকের।এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমার বলি হল শৈশব

সাধারণের ব্যবহারের শৌচাগারে রাখা ছিল বোমা। আর সেই বোমা ফেটেই মৃত্যু হল ১১ বছরের বালকের।এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমার বলি হল শৈশব। বোমা মজুতের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে উদ্ধার হল ২ ব্যাগ ভর্তি বোমা।

West Bengal News Live :বালেশ্বর রেল দুর্ঘটনার জেরে বাতিল দক্ষিণ ভারতগামী বহু ট্রেন

বালেশ্বর রেল দুর্ঘটনার জেরে বাতিল দক্ষিণ ভারতগামী বহু ট্রেন। আর এর মধ্যেই লাফিয়ে বাড়ছে আকাশপথে যাতায়াতের ভাড়া। হয়রানি বাড়ছে সাধারণ মানুষের।

WB News Live :খেজুরিতে কফিনবন্দি হয়ে ফিরল ৬ জনের মৃতদেহ

মাথার ওপরের ছাদটা পাকা করতে চেয়েছিলেন। প্রয়োজন ছিল টাকার। তাই কাজের সন্ধানে প্রিয়জনদের ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দেন। কিন্তু ইচ্ছেপূরণ হল না। বাড়ি ফিরলেন কফিনবন্দি হয়ে। ভয়ঙ্কর দুর্ঘটনা ৬ বছরের সন্তানের কাছ থেকে কেড়ে নিল তার বাবাকে। অন্য়দিকে, খেজুরিতে কফিনবন্দি হয়ে ফিরল ৬ জনের মৃতদেহ। 

West Bengal News Live :'প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে গ্রেফতার করুন', কড়া অভিষেক

'প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, আমার দ্বিগুণ বয়স, রাজনৈতিকভাবে লড়াই করে পারছেন না। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে গ্রেফতার করুন', কড়া অভিষেক। 

WB News Live :'ওদের দোষ কি, ওরা আমার সন্তান?', স্ত্রীকে বিমানবন্দরে আটকানোর পর প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

'ওদের দোষ কি, ওরা আমার সন্তান?', স্ত্রীকে বিমানবন্দরে আটকানোর পর প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News Live : বালেশ্বর রেল দুর্ঘটনার জেরে বাতিল দক্ষিণ ভারতগামী বহু ট্রেন

বালেশ্বর রেল দুর্ঘটনার জেরে বাতিল দক্ষিণ ভারতগামী বহু ট্রেন। আর এর মধ্যেই লাফিয়ে বাড়ছে আকাশপথে যাতায়াতের ভাড়া। হয়রানি বাড়ছে সাধারণ মানুষের।

WB News Live :করমণ্ডলকাণ্ডে দেহ নিয়ে ভুবনেশ্বর এইমসে বেনজির দুর্ভোগ 

করমণ্ডলকাণ্ডে দেহ নিয়ে ভুবনেশ্বর এইমসে বেনজির দুর্ভোগ 

West Bengal News Live : দিনহাটায় তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা-লুটপাঠ চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা-লুটপাঠ চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। দিনহাটার ভেটাগুড়ির ঘটনা। গত কাল রাত এগারোটা নাগাদ হামিদুর রহমান নামে ওই তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানো হয়ে বলে অভিযোগ।

WB News Live :'জ্ঞানেশ্বরী দুর্ঘটনার ভার দিয়েছিলাম সিবিআইকে, ১২ বছরেও কিছু হয়নি', সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্য়ায়ের

'জ্ঞানেশ্বরী দুর্ঘটনার ভার দিয়েছিলাম সিবিআইকে, ১২ বছরেও কিছু হয়নি। সত্য গোপন করার সময় এটা নয়, সত্য প্রকাশ করুন', বালেশ্বর রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্য়ায়ের

West Bengal News Live : কয়লা পাচারকাণ্ডে ফের দিল্লিতে মলয় ঘটককে নোটিস

কয়লা পাচারকাণ্ডে ফের দিল্লিতে মলয় ঘটককে নোটিস। দিল্লির সদর দফতরে হাজিরার নির্দেশ ইডির। ১৯ জুন সশরীরে হাজিরার নির্দেশ রাজ্যের আইনমন্ত্রীকে

WB News Live : 'তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া বিদেশে যেতে পারেন না রুজিরা',বললেন শুভেন্দু অধিকারী

'অভিষেক এবং তাঁর পরিবার একাধিকভাবে অভিযুক্ত। তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া বিদেশে যেতে পারেন না রুজিরা', বললেন শুভেন্দু অধিকারী। 

West Bengal News Live : 'অসুস্থ মাকে দেখতে বিদেশ যাচ্ছিলেন রুজিরা। বিমানবন্দরে গিয়ে তলবের নোটিস ধরানো অমানবিক বিষয়', বললেন মুখ্যমন্ত্রী

'অসুস্থ মাকে দেখতে বিদেশ যাচ্ছিলেন রুজিরা। বিমানবন্দরে গিয়ে তলবের নোটিস ধরানো অমানবিক বিষয়', বললেন মুখ্যমন্ত্রী। 

WB News Live : সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রুজিরাকে বাধা, দাবি পরিবার সূত্রে 

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রুজিরাকে বাধা, দাবি পরিবার সূত্রে 

West Bengal News Live : কাল ফের কটক, ভুবনেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

শনাক্ত হয়েছে বাংলার ৯০ জনের দেহ। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য। কাল ফের কটক, ভুবনেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

WB News Live : কেন্দ্রের বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়

কেন্দ্রের র‍্যাঙ্কিংয়ে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। র‍্যাঙ্কিংয়ে সবার সেরা আইআইটি মাদ্রাজ। সবার সেরার তালিকায় ৭ নম্বরে খড়গপুর আইআইটি। বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং স্তরেও দশ নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রথম দশে নেই কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজস্তরের র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে সেন্ট জেভিয়ার্স, অষ্টমে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির । 

West Bengal News Live : কয়লা পাচারকাণ্ডে এবার মলয় ঘটককে নোটিস

কয়লা পাচারকাণ্ডে এবার মলয় ঘটককে নোটিস। দিল্লির সদর দফতরে হাজিরার নির্দেশ ইডির। ১৯ জুন সশরীরে হাজিরার নির্দেশ রাজ্যের আইনমন্ত্রীকে। মলয় ঘটককে তলব নিয়ে আদালতের নির্দেশ ছিল সময় নিয়ে ডাকতে হবে, সূত্রের খবর। 

WB News Live : রুজিরা দ্বারস্থ হচ্ছেন সুপ্রিম কোর্টের

বিদেশে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাধা। ৮ জুন ইডির দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিস। দ্বারস্থ হচ্ছেন সুপ্রিম কোর্টের।

Bayron Biswas News Update : বায়রন বিশ্বাসের বিধায়ক পদ বাতিলের দাবিতে মামলা

বায়রন বিশ্বাসের বিধায়ক পদ বাতিলের দাবিতে মামলা। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের আইনজীবী সৌমশুভ্র রায়ের। 
আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসে টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। 
২৯ মে দলবদল করে তৃণমূলে যোগ দেন বায়রন বিশ্বাস । 

WB News Live : শৌচাগারে বোমা ফেটে মৃত্যু হল  ১১ বছরের বালকের

বনগাঁ ১ নম্বর রেলগেটের কাছে শৌচাগারে বোমা ফেটে মৃত্যু হল  ১১ বছরের বালকের। মৃত রাজু রায়চৌধুরী বনগাঁর সুভাষ পল্লির বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বক্সী পল্লিতে।

West Bengal News Live : শেষ মুহূর্তে নির্ধারিত পাহাড় সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী

শেষ মুহূর্তে নির্ধারিত পাহাড় সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী । ট্রেন দুর্ঘটনায় মৃতদের দেহ বাড়িতে পৌঁছনোয় অগ্রাধিকার । 
নিখোঁজদের অনুসন্ধান প্রক্রিয়াতেও তদারকি বজায় রাখতে চাইছেন মমতা। পরে নতুন করে সাজানো হবে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর, খবর সূত্রের। 

WB News Live : বিমানবন্দরে আটকানো হল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে

বিমানবন্দরে আটকানো হল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।
দুবাই যাওয়ার পথে রুজিরাকে আটকানো হল বিমানবন্দরে। 
সকাল ৭ নাগাদ বিমানবন্দরে পৌঁছন রুজিরা। 
ইমিগ্রেশনে পৌঁছলে বলা হয় তিনি বিদেশে যেতে পারবেন না। 
ইডি-র একটি মামলায় তাঁর নামে লুক আউট সার্কুলার রয়েছে, তাই বিদেশ যেতে বাধা, খবর সূত্রের। 

WB News Live : স্বাভাবিক ছন্দে ফিরছে বাহানাগা

ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে বাহানাগা। দুর্ঘটনাগ্রস্ত লাইনে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল।

WB News Live : ফের মুর্শিদাবাদে উদ্ধার হল বোমা

ফের মুর্শিদাবাদে উদ্ধার হল বোমা। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে সামশেরগঞ্জের হাউসনগর কিষাণ মাণ্ডির উল্টোদিকে একটি আমবাগানে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় ২টি ব্যাগ ভর্তি বোমা।

WB News Live : ব্যারাকপুরে সোনার দোকানের ডাকাতির ঘটনায় পাটনা থেকে আরও গ্রেফতার

ব্যারাকপুরে সোনার দোকানের ডাকাতির ঘটনায় পাটনা থেকে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩। 

WB News Live : বনগাঁয় বোমা বিস্ফোরণে বালকের মৃত্যু

বনগাঁয় বোমা বিস্ফোরণে বালকের মৃত্যু। শৌচাগারে বোমা বিস্ফোরণের খবর। বনগাঁ পুরসভার বক্সিপল্লীতে রেলগেটের।  কাছে শৌচালয়ে রাখা ছিল বোমা। মৃত বালকের বয়স ১১ বছর, তার বাড়ি সুভাষপল্লীতে

WB News Update : ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় আহত ভাতারের ৮ পরিযায়ী শ্রমিক। তাঁদের দেখতে গিয়ে তৃণমূল কর্মী ও গ্রামবাসীদের একাংশের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া। ১০০ দিনের কাজে বকেয়া নিয়ে সাংসদকে প্রশ্ন। তাঁর যাওযার কিছুক্ষণ আগেই আহতদের দেখতে যান ভাতারের তৃণমূল বিধায়ক।

WB News Live : ৫১ ঘণ্টা পর বালেশ্বরে গড়াল ট্রেনের চাকা

৫১ ঘণ্টা পর বালেশ্বরে গড়াল ট্রেনের চাকা। আপ ও ডাউন দুটি লাইনেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে দুটি এক্সপ্রেস ট্রেন বালেশ্বরের লাইনে চলেছে। একইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় চলছে মেরামতির কাজ।

WB News Live : কলকাতায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ

আগুন গরমে আরও কয়েকদিন পুড়তে চলেছে বাংলা। কলকাতায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। আরও ৫ দিন তাপপ্রবাহ চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১১টি জেলায় তাপপ্রবাহের 
সতর্কতা জারি হয়েছে।

WB News Live: এন্টালিতে কড়া নিরাপত্তা

 রাত ১০টা নাগাদ এন্টালির মতিঝিল এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত যুবক ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত দানিস খান অসামাজিক কাজকর্মে জড়িত। পুলিশকে জানিয়েও কাজ হয়নি। এন্টালি থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। 

West Bengal News Update : এন্টালিতে যুবককে খুনের চেষ্টার অভিযোগ

এন্টালিতে যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীর বিরুদ্ধে। বছর পঁয়ত্রিশের মহম্মদ ইফতিকারকে বাড়ির কাছেই রাস্তায় ফেলে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ।

প্রেক্ষাপট


  • ট্রেন দুর্ঘটনায় CBI-সুপারিশ : বালেশ্বরের রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করল রেলমন্ত্রক।

  • 'কবচ'-তত্ত্ব-তরজা বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কবচ তত্ত্ব খারিজ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বদলানোর ফলেই দুর্ঘটনা ঘটেছে। যাঁরা এর জন্য দায়ী তাঁদের চিহ্নিত করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে কীভাবে খারিজ করা হচ্ছে 'কবচ'-তত্ত্ব? প্রশ্ন তৃণমূলের।

  • দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য রাজ্যের :  বালেশ্বর বিপর্যয়ে বাংলায় মৃত্যুমিছিল। অনেকের দেহ এখনও শনাক্ত করা যায়নি। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা। গুরুতর আহতদের ১ লক্ষ ও অল্প আহতদের ২৫ হাজার টাকা সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যাঁরা ট্রমায় রয়েছেন তাঁদের ১০ হাজার টাকা সাহায্য ঘোষণা।

  • অডিও ক্লিপ-বিতর্ক : দুর্ঘটনার কারণ নিয়ে দুই রেল কর্তার ফোনে কথোপকথনের রেকর্ড বলে দাবি করে অডিও ক্লিপ পোস্ট করেন কুণাল ঘোষ। রেলের আধিকারিকদের ফোন ট্যাপ করে রেকর্ড করা হচ্ছে, তদন্তের আওতায় রাখা উচিত। কুণালের অডিও ক্লিপ ট্যুইট নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর। বিজেপির কাছে পেগাসাস, সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • পদত্যাগ-দাবি বিজেপিরই : মেরুদণ্ডহীন চেলাদের মন্ত্রী করায় বিখ্যাত প্রধানমন্ত্রী। পদত্যাগ করা উচিত রেলমন্ত্রীর। ট্যুইট করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। পদত্যাগ সমাধান নয়, পাল্টা সুকান্ত মজুমদার।

  • 'আত্মপ্রচারেই মগ্ন মোদি' : আত্মপ্রচারেই মগ্ন মোদি, নিজস্বতা হারিয়েছেন রেলমন্ত্রী। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর আক্রমণ করলেন অধীর চৌধুরী। কংগ্রেস আমলে কতগুলি দুর্ঘটনা ? পাল্টা সুকান্ত মজুমদার।

  • সুপ্রিম কোর্টে দুর্ঘটনা-মামলা : বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে কমিশন গঠন করে তদন্তের দাবি-তে জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে। মামলার আবেদনে ‘কবচ’ ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকাও চাওয়া হয়েছে।

  • অন্তর্ঘাত-তরজা : বালেশ্বরে কীভাবে ঘটল এত বড় রেল দুর্ঘটনা? নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করলেন সুকান্ত মজুমদার। দায় ঝেড়ে ফেলতে অন্তর্ঘাতের কথা। পাল্টা শান্তনু সেন।

  • বুধে যাত্রা স্বাভাবিক? বুধবার সকালের মধ্য়েই দুর্ঘটনাগ্রস্ত রেলপথে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে, জানালেন রেলমন্ত্রী। ধ্বংসাবশেষ সরিয়ে, বহু জায়গায় নতুন করে পাতা হয়েছে লাইন। আজ হতে পারে ট্রায়াল রান। তার আগে রবিবার, ওভারহেড ইক্যুইপমেন্ট ইন্সপেকশন কার চালিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

  • উদ্বোধনের আগেই ভাঙল ব্রিজ: উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ব্রিজ। বিহারের ভাগলপুরে বিপর্যয়। সুলতানগঞ্জে নদীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ কেবল ব্রিজ। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.