West Bengal News Live Updates: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে সর্বদল বৈঠক, সরকারের পাশে থাকার বার্তা বিরোধীদের
Get the latest West Bengal News Highlights: শহর থেকে জেলা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
চ্যাংড়াবান্ধার সীমান্তে বিএসএফের হাতে আটক দম্পতি। তাদের কাছ থেকে উদ্ধার ভারতীয় জাল আধার কার্ড ও প্যান কার্ড। জানা গেছে বাংলাদেশের রংপুরের বাসিন্দা, এনামুল হক সোহেল। তার স্ত্রী ও সন্তানকে নিয়ে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতে এসেছিল চিকিৎসা করানোর জন্য। তাদের লাগেজ পরীক্ষা করার সময় সেখান থেকে পাওয়া যায় একটি ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড। সঙ্গে সঙ্গে তাদের আটক করে বিএসএফ এবং ফের তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এনামুল হক সোহেল জানিয়েছেন তিনি ২০২০ সালে উত্তর প্রদেশ থেকে নিজের চিকিৎসার সুবিধার জন্য এই জাল আধার কার্ড ও প্যান কার্ড বানিয়েছিলেন। ইতিমধ্যে তার ভিসাটি বাতিল করা হয়েছে।
অশান্ত ওপার বাংলা, এপারে উদ্বেগ, সক্রিয় বিএফএফ। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিএসএফ। নদিয়া সীমান্তের গ্রামবাসী, রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক।
ভারত থেকে এবার কোথায় যাবেন শেখ হাসিনা? এখনও দিল্লির সেফ হাউসে শেখ হাসিনা। এবার গন্তব্য কোথায়? ধোঁয়াশার মধ্যেই ইউরোপ নিয়ে জল্পনা। ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে ইউরোপ যেতে পারেন হাসিনা, খবর সূত্রের।
এখনই বৃষ্টি কিংবা আর্দ্রতাজনিত অস্বস্তি কমার কোনও ইঙ্গিত নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। তার প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে। কেউ ওদেশে গিয়ে আটকে পড়েছেন, কেউ আবার ভারতে এসে আর ফিরতে পারছেন না দেশে। ওপার বাংলা থেকে কেউ এসেছিলেন কলকাতার হাসপাতালে চিকিৎসা করাতে। কেউ আবার ব্যক্তিগত প্রয়োজনে এদেশে এসেছিলেন। এই পরিস্থিতিতে সকলেই চাইছেন দ্রুত বাংলাদেশে ফিরতে। অন্য ছবিও আছে। ওপার বাংলা থেকেও ফিরছেন ভারতীয়রা। সীমান্ত পারাপার করতে গিয়ে সকলেই সমস্যায় পড়ছেন। পেট্রাপোল, গেদে, চ্যাংড়াবান্ধা থেকে শুরু করে মহদিপুর, ফুলবাড়ি, হিলি সব জায়গাতেই উদ্বিগ্ন মুখের ভিড়।
আরও বিপাকে শেখ হাসিনা। ইতিমধ্যেই শেখ হাসিনার ভিসা বাতিল করল আমেরিকা। আপাতত ভারতেই রয়েছেন দেশত্যাগী হাসিনা। প্রাণহানির আশঙ্কা আগেই করেছিলেন শেখ হাসিনা, খবর সূত্রের।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈঠক চলছে ঢাকার বঙ্গভবনে। রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও তানজিম উদ্দিন। জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। সেনা-শাসন চাইছেন না অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকরা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চাইছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে। মহম্মদ ইউনুসও আন্দোলনকারী প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুরে চরম সতর্কতা। গতকালের পর আজও বন্ধ আমদানি রপ্তানি। তবে বাংলাদেশ থেকে এ পারে চিকিৎসা করাতে আসছেন মানুষ। সীমান্ত কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে বিএসএফ।.
অশান্ত বাংলাদেশ, অমিত শাহ-জেপি নাড্ডার সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী।
বাংলাদেশ গিয়েছিলেন ব্যবসার কাজে। প্রাণ বাঁচাতে চারতলা থেকে ঝাপ ভারতীয় যুবকের, ভেঙেছে দুই পা, গুরুতর আঘাত লেগেছে পিঠে অ্যাম্বুলেন্সে করে ফিরলেন দেশে। কয়েকদিন আগে ভারতের আসামের বাসিন্দা রবিউল ইসলাম নামে ব্যবসায়ী তাঁর ব্যবসার কাজে বাংলাদেশ গিয়েছিলেন এবং সঙ্গে ছিলেন তাঁর ভাই শহীদ আলী।
সংসদ ভবন, শেখ হাসিনার বাসভবন থেকে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। উন্মত্ত জনতার হাত থেকে বাদ গেল না কিছুই। চলল ভাঙচুর, অবাধে লুঠপাট, আগুন। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমণ্ডির বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম।
বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সরাসরি প্রভাব পড়েছে হাওড়া পাইকারি মাছ বাজারে। সীমান্তে ট্রাক চলাচল বন্ধ করে দেওয়ার কারণে দু'দেশের মাছ ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন। তারা কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন তা বুঝে উঠতে পারছেন না। এর পাশাপাশি এবারের পুজোয় পদ্মার ইলিশ এপারের বাঙালির পাতে পড়বে কিনা তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
আপাতত ভারতেই রয়েছেন শেখ হাসিনা। দিল্লিতে গোপন আস্তানায় রাখা হয়েছে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সর্বদল বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হাসিনাকে ছাড়াই হিন্ডন এয়ারবেস থেকে উড়ে গেল বিমান। ৭ সেনা জওয়ান-সহ ঢাকায় ফিরে গেছে বাংলাদেশ বায়ুসেনার বিমান C-130J।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে সর্বদল বৈঠক। সরকারের পাশে থাকার বার্তা বিরোধীদের। বাংলাদেশকে অশান্ত করার নেপথ্যে চিন ও পাকিস্তানের হাত থাকতে পারে, সর্বদল বৈঠকে উদ্বেগপ্রকাশ করে বলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সবদিকই খতিয়ে দেখা হচ্ছে, জবাবে বলেন বিদেশমন্ত্রী।
দেশত্যাগী শেখ হাসিনা, সেনার শাসনেও জ্বলছে বাংলাদেশ। বাংলাদেশ জুড়ে সেনা-পুলিশের উপর উন্মত্ত জনতার হামলা। প্রতিবাদে বন্ধের ডাক বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় সংগঠনের। পুড়িয়ে, পিটিয়ে খুন, একদিনে বাংলাদেশে প্রায় ১৫০জনের মৃত্যু। যশোরে আওয়ামি লিগ নেতার হোটেলে আগুন, পুড়িয়ে ২৪ জনকে খুন। যশোরের হোটেলে আগুন, ১ বিদেশি-সহ ২৪জনকে পুড়িয়ে খুন। ঢাকায় একের পর এক সরকারি অফিস, মন্ত্রীদের বাড়িতে আগুন। বাংলাদেশের জেলায় জেলায় রাতভর সংঘর্ষ, গুলি। হাসিনা-মন্ত্রিসভার সদস্য, আওয়ামি লিগ সাংসদদের বাড়িতে হামলা-আগুন। বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়িতেও হামলা, আগুন। পুড়ে ছাই বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক, সাংসদ মোর্তাজার বাড়ি। চাঁদপুরে দেবের ছবির সহ প্রযোজক সেলিম খান ও তাঁর ছেলে শান্তকে পিটিয়ে খুন। রাতে শেরপুর জেল ভাঙল আন্দোলনকারীরা, ৫০০-র বেশি বন্দিকে নিয়ে উধাও। শেরপুর জেল ভেঙে জামাত উল মুজাহিদিন, আনসারুল বাংলার ২০ জঙ্গি উধাও। চট্টগ্রামের ৬টি থানায় আগুন, লুঠপাট। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটিতে আওয়ামি লিগের কার্যালয় ভাঙচুর। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব নিতে রাজি নোবেলজয়ী মহম্মদ ইউনুস।
রাতে দরজায় কুড়ুলের কোপ। প্রাণ বাঁচাতে গামছা পরে সারারাত দাঁড়িয়েছিলেন নদীর ধারে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুরুতগিরি করতে যাওয়া পার্থ অধিকারী প্রাণ বাঁচিয়ে ফিরেছেন হিলি সীমান্ত দিয়েছেন। নাক-কান মুলছেন, আর কোনওদিন যাবেন না বাংলাদেশে।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে সর্বদল বৈঠক। সরকারের পাশে থাকার বার্তা বিরোধীদের।
স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামের ওপর GST প্রত্যাহারের দাবিতে সংসদের মকরদ্বারে বিক্ষোভ বিরোধী সাংসদদের।
অশান্ত বাংলাদেশ। বন্ধ কলকাতা-ঢাকা বাস পরিষেবা। চিকিৎসা বা ব্যবসার প্রয়োজনে ভারতে এসে আটকে পড়েছেন বাংলাদেশের নাগরিকরা। কীভাবে ফিরবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাসের টিকিট বুকিং করাতে এসে অনেককেই ফিরে যেতে হয়েছে। কবে স্বাভাবিক হবে কলকাতা-ঢাকা বাস পরিষেবা, বলতে পারছে না পরিবহণ সংস্থাগুলিও
নিজে থেকে সরতে চাননি শেখ হাসিনা। পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে মানতে চাননি। উল্টে শেষ সময়েও গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর। সংবাদপত্র সূত্রে খবর, তিন বাহিনীর প্রধান ও পুলিশের বড় কর্তাকে ডেকে পাঠিয়ে আরও কড়া ব্যবস্থা নিতে বলেছিলেন শেখ হাসিনা। তাঁকে বোঝানোর পরেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দেন। শেষে ছেলের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে রাজি করানো হয়।
ফুলবাড়ি সীমান্তেও চাপা উত্তেজনা। পুরো এলাকাজুড়েই কড়া নজরদারি চালাচ্ছে BSF
অশান্ত বাংলাদেশ, নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকায়
বাংলাদেশের অশান্তির আঁচ এবার মার্কিন মুলুকে। নিউ ইয়র্কে বাংলাদেশের দূতাবাসে ঢুকে পড়ল BNP সমর্থকরা। খুলে ফেলা হল মুজিবর রহমানের ছবি
কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা সীমান্তে কড়া নিরাপত্তা
পড়শি দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, তার প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে। কেউ ওদেশে গিয়ে আটকে পড়েছেন, কেউ আবার এদেশে এসে আর ফিরতে পারছেন না বাংলাদেশে।
উল্টোডাঙায় প্লাইউডের গুদামে বিধ্বংসী আগুন। পাশের আরেকটি প্লাইউডের গুদামেও আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে দমকলের ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
আজ ভোর সোয়া ৫টা নাগাদ ইস্ট ক্যানাল সার্কুলার রোডের ওই প্লাইউডের গুদামে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
দিল্লিতে আজ বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক ডাকা হয়েছে
উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ, BSF-এর নজরদারি বাড়ানো হয়েছে
চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য় অনুযায়ী, ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত মাত্র ৭ দিনে রাজ্য়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫০০-র কাছাকাছি মানুষ। চলতি বছরে ৩১ জুলাই পর্যন্ত সবথেকে বেশি ডেঙ্গি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনায়। আর এই আবহেই, ডেঙ্গির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে স্থানীয় এক পরিবারের বিরুদ্ধে কুকুর লেলিয়ে দিয়ে হেনস্থার অভিযোগ তুললেন বিধাননগর পুরসভার স্বাস্থ্য়কর্মী।
স্বাস্থ্য ও জীবন বিমার ওপর ১৮ শতাংশ GST প্রত্যাহারের দাবিতে আজও উত্তাল হতে পারে সংসদ। অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের মকরদ্বারে বিক্ষোভ দেখাবেন বিরোধী দলের সাংসদরা। স্বাস্থ্য ও জীবন বিমার ওপর ১৮ শতাংশ GST নি়য়ে সংসদে সরব হয়েছে তৃণমূল। প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। আবেদন এসেছে বিজেপির অন্দরমহল থেকেও। মোদি সরকারের মন্ত্রী নিতিন গডকড়ীও জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামকে পণ্য ও পরিষেবা করের আওতায় না রাখার অনুরোধ জানিয়েছেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত হয়েছে। এর মধ্য়ে বাংলায় সবথেকে বেশি এলাকাজুড়ে রয়েছে সীমান্ত। প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার। এছাড়া, ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটার এলাকাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত।পড়শি দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। তার প্রভাব পড়তে শুরু করেছে সীমান্তে।
ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিকাণ্ডে অবশেষে শ্যুটারকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশের দাবি, ভিনরাজ্যে খুন, ডাকাতি-সহ একাধিক মামলা রয়েছে ধৃতের বিরুদ্ধে। ব্যবসায়ীর গাড়িতে গুলি করে পালানোর সময়, অভিযুক্তদের হাতেই খুন হয় এক হামলাকারী। গাড়িতে শ্যুটআউটে এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা আট
পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার
অসহযোগিতার সিদ্ধান্ত করে নিল ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া
পরিচালক হিসেবেই এবার পুজোর ছবির শ্যুটিং শুরু করতে পারবেন রাহুল।
উল্টোডাঙায় প্লাইউডের গুদামে বিধ্বংসী আগুন। পাশের আরেকটি প্লাইউডের গুদামেও আগুন ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে দমকলের ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আজ ভোর সোয়া ৫টা নাগাদ ইস্ট ক্যানাল সার্কুলার রোডের ওই প্লাইউডের গুদামে আগুন লাগে। আগুনে ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
কারামন্ত্রীর পদে ইস্তফা দিয়েই তাজপুরে বন দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অখিলের।
রেঞ্জ অফিসারকে হুমকি-শাসানি। দলের চাপে ইস্তফা দিয়েও ক্ষমা চাইতে নারাজ অখিল।
প্রেক্ষাপট
ওপারে অশান্তি, উদ্বেগ এপারেও। মন্ত্রীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে প্রধানমন্ত্রী। রিপোর্ট দিলেন বিদেশমন্ত্রী। কেন্দ্র যেভাবে বলবে, সেভাবেই চলব, জানালেন মমতা।
রেঞ্জ অফিসারকে হুমকি-শাসানি। দলের চাপে ইস্তফা দিয়েও ক্ষমা চাইতে নারাজ অখিল।
কারামন্ত্রীর পদে ইস্তফা দিয়েই তাজপুরে বন দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অখিলের।
পদত্যাগের পরেই বাবার প্রশংসায় অখিল পুত্র। অন্তত দুর্নীতির দায়ে বরখাস্ত হতে হয়নি, গরিতদের জন্য লড়াই করে মাথা উঁচু করে ইস্তফা দিয়েছেন বলে পোস্ট।
বঙ্গভঙ্গ-বিরোধী প্রস্তাব নিয়ে বিধানসভায় বেনজির সহমত। শুভেন্দুর প্রস্তাব মানলেন মমতা! রাজ্য সঙ্গীতের সময় উঠে দাঁড়ালেন বিজেপি বিধায়করাও।
গ্রেটার কোচবিহারে দাবিতে সরব অনন্ত মহারাজের বাড়িতে কেন? বঙ্গভঙ্গ নিয়ে আলোচনায় মমতাকে প্রশ্ন শুভেন্দুর। আপনি ডাকলেও যাব, পাল্টা মুখ্যমন্ত্রী।
শাসকের সঙ্গেই বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব বিজেপির। দলের ভূমিকায় ক্ষুব্ধ কালিম্পঙের বিধায়ক।
অবশেষে সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা এসএসসির। চারটি বিভাগে অযোগ্য চাকরিপ্রাপকদের সংখ্যা ১ হাজার ২১২। দাবি স্কুল সার্ভিস কমিশনের।
ED-র স্ক্যানারে চালকল মালিক বারিক বিশ্বাসদের নামে থাকা ১৫টি কোম্পানি। নজর নথিপত্রে। রেশন দুর্নীতির টাকা এদের মাধ্যমেই লেনদেন, অনুমান ED-র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -