West Bengal News Live: প্রধানমন্ত্রীর বৈঠকে মমতাকে কথা বলতে দেওয়া হয়নি! অভিযোগ তৃণমূলের

Get the latest West Bengal News and Live Updates: আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত তৃণমূলের। দলের সিদ্ধান্ত জানিয়ে শিশির-দিব্যেন্দুকে চিঠি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Aug 2022 11:53 PM
West Bengal News Live: পার্থকে নিয়ে মন্তব্যের জের! কুণাল ঘোষকে ‘সেন্সর’ করল তৃণমূল

কুণাল ঘোষকে ‘সেন্সর’ করল তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে মন্তব্যের জেরে ‘সেন্সর’। পার্থর বিষয়ে মুখে লাগাম টানতে নির্দেশ কুণালকে, খবর তৃণমূল সূত্রে। ‘পার্থ চট্টোপাধ্যায় জেলে ঢুকে দেখুন কেমন লাগে’, ‘আমি যেমন বন্দিজীবন কাটিয়েছি, পার্থর ক্ষেত্রেও যেন তেমনই হয়’, গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশের পর মন্তব্য করেন কুণাল।

WB News Live Updates: রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর বৈঠকে বলতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়

রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর বৈঠকে বলতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নন, বাংলার হয়ে বললেন ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বৈঠকে ছন্দপতন। মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতৃত্বের। আমন্ত্রণ করেও বাংলাকে অপমান, অভিযোগ তৃণমূলের। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীদের বৈঠকে তাল কাটল!

West Bengal News Live: পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘরে ফরেন্সিক টিমের সদস্যরা

পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘরে ফরেন্সিক টিমের সদস্যরা। কলকাতা পুলিশের আধিকারিক এবং সিআইএসএফ জওয়ানরাও রয়েছেন। জরুরি বৈঠক চলছে।

WB News Live Updates: বৃষ্টির ঘাটতি কি কমবে? সোম-মঙ্গলে ভারী বৃষ্টির ইঙ্গিত

নিম্নচাপের হাত ধরে কি এবার দক্ষিণে বৃষ্টির ঘাটতি কমবে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব পড়বে বাংলা উপকূলেও। সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে, এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়ায়।

West Bengal News Live: চিটফান্ডের টাকা ফেরতকে ঘিরে ওকরাবাড়িতে ধুন্ধুমার, আহত অনেকে

চিটফান্ডের টাকা ফেরতকে কেন্দ্র করে কোচবিহারের দিনহাটার ওকরাবাড়িতে ধুন্ধুমার। দু’পক্ষের সংঘর্ষে একাধিক বাইকে ভাঙচুর। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক অস্থায়ী দোকান।
আহত হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন। 

WB News Live Updates: কাজ নিয়ে চাপ, সহকর্মীদের হাসাহাসি! মানসিক চাপ থেকেই গুলি, সূত্রের খবর

ঘাতক জওয়ানের টার্গেটে ছিলেন সুবীর ঘোষ! বিভিন্ন সময় নানা ভাবে চাপ দিতেন তিনি! সহকর্মীরা হাসাহাসি করতেন। তাতে ঘাতক মানসিক চাপে ছিলেন বলে সূত্রের খবর। 

West Bengal News Live: কালনা পুরসভায় কর্মী নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ, বিক্ষোভ চাকরি প্রার্থীদের

পূর্ব বর্ধমানের কালনা পুরসভায় কর্মী নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থী ও অস্থায়ী কর্মীরা। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে এই ইস্যুতে সরব হয়েছেন শাসকদলের কাউন্সিলরও। যদিও পুর চেয়ারম্যানের দাবি, আদালতের নির্দেশ মেনেই নিয়োগ হয়েছে।

WB News Live Updates: কব্জি ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলি, বিপন্মুক্ত CISF-এর সুবীর ঘোষ

ডানহাতের কব্জি ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলি। প্রচণ্ড রত্তপাত ঘটেছে। তবে বিপন্মুক্ত সুবীর ঘোষ। পার্ক স্ট্রিট শ্যুটআউটে নিহত ১। 

West Bengal News Live: সেন্ট্রির কাছ থেকে একে-৪৭ ছিনিয়ে এলোপাথাড়ি গুলি ঘাতকের, খবর সূত্রের

রোল কল চলার সময় সেন্ট্রির কাছ থেকে একে-৪৭ ছিনিয়ে নেন ঘাতক সিআইএসএফ জওয়ান। তার পর প্রথমে অ্যাসিট্যান্ট কমান্ড্যান্ড, জাদুঘরের ইনচার্জ সুবীর ঘোষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তার পর গুলি চালানো হয় এএসআই রঞ্জিত সারেঙ্গিকে লক্ষ্য করে, সিআইএসএফ সূত্রে খবর।

WB News Live Updates: পুলিশ পরিচয়ে তারকেশ্বরের যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, বাগনানে চাঞ্চল্য

পুলিশ পরিচয়ে তারকেশ্বরের যুবককে পিটিয়ে খুনের অভিযোগ! হাওড়ার বাগনানে চাঞ্চল্য। ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করেছে বাগনান থানার পুলিশ। তাহলে কি ১৬ নম্বর জাতীয় সড়কে সক্রিয় হাইওয়ে ক্রাইম গ্যাং? অভিযুক্তরা কি সেই গ্যাংয়ের সঙ্গে যুক্ত? তদন্ত করে দেখছে বাগনান থানার পুলিশ।

West Bengal News Live: হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও হাজির হলেন না, বদলিতে অনিয়মে অভিযুক্ত বীরপাড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা

হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও, স্কুলে হাজির হলেন না, বদলিতে অনিয়মের অভিযোগে অভিযুক্ত, আলিপুরদুয়ারের বীরপাড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা। অসুস্থ থাকায়, রয়েছেন মেডিক্যাল লিভে। দাবি অভিযুক্তের আইনজীবীর। আদালত অবমাননার অভিযোগ তুলে পাল্টা আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী।

WB News Live Updates: পার্ক সার্কাসের পর পার্ক স্ট্রিট, হিংসার নেপথ্যে মানসিক অবসাদ কতটা দায়ী!

পার্ক সার্কাসের পর এ বার পার্ক স্ট্রিট। নির্বিচারে গুলি চালালেন সিআইএসএফ জওয়ান। ডিউডি ভাগ করা থেকে কাজের চাপ, কাউন্সেলিংয়ের প্রয়োজনীয় রয়েছে বলে দাবি উঠছে ফের।

West Bengal News Live: ছুটি বাতিল হওয়ায় ক্ষোভ! পার্ক স্ট্রিট শ্যুটআউটে অভিযুক্তকে নিয়ে নয়া তথ্য

বাবা মারা যাওয়ায় ছুটি চেয়েছিলেন। কিন্তু খারিজ হয়ে যায়। তাতে ক্ষুব্ধ ছিলেন অভিযুক্ত! পার্ক স্ট্রিট শ্যুটআউটে নয়া তথ্য। 

WB News Live Updates: কমপক্ষে ১৫ রাউন্ড গুলি, একজন নিহত, জানালেন কমিশনার গোয়েল

কমপক্ষে ১৫ রাউন্ড গুলি চালিয়েছেন হামলাকারী সিআইএসএফ জওয়ান। তাতে নিহক এক এএসআই। আহত অন্য একজন। হামলাকারী হেড কনস্টেবল। জানালেন কলকাতার কমিশনার বিনীত গোয়েল।

West Bengal News Live: হামলার পরও নির্বিকার! মুখে স্মিত হাসি! সংবাদমাধ্যমকে দেখে হাত নাড়লেন পার্ক স্ট্রিটের হামলাকারী !

পার্ক স্ট্রিট শ্যুটআউটে আটক হামলাকারী সিআইএসএফ জওয়ান। জাদুঘর থেকে পুলিশের গাড়িতে চাপিয়ে বার করে নিয়ে যাওয়া হল। ক্যামেরা দেখে হাত নাড়লেন হামলাকারী!

West Bengal News Live: পার্ক স্ট্রিট শ্যুটআউটে নিহত রঞ্জিত সারঙ্গী, এএসআই পদমর্যাদার অফিসার ছিলেন

পার্ক স্ট্রিট শ্যুটআউটে নিহত রঞ্জিত সারঙ্গী। এএসআই পদমর্যাদার অফিসার ছিলেন। এসএসকেএম থেকে মর্গে নিয়ে যাওয়া হল তাঁর দেহ। এখনও আহত সুবীর ঘোষ নামের জাদুঘরের ইনচার্জ।

West Bengal News Live: পুলিশের হাতে আটক CISF-এর হামলাকারী, দেড় ঘণ্টার অপারেশন পাকড়াও

পুলিশের হাতে আটক সিআইএসএফ-এর হামলাকারী কনস্টেবল। দেড়ঘণ্টার অভিযানে পাকড়াও। শীঘ্রই বার করা হবে তাঁকে। 

West Bengal News Live: এখনও ব্যারাকের ভিতরে হামলাকারী জওয়ান, তাঁকে আত্মসমর্পণ কারনোর চেষ্টা শুরু

ব্যারাকের ভইতরে রয়েছেন সিআইএসএফ-এর হামলাকারী জওয়ান। তাঁর হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে। তাঁকে আত্মসমর্পণ করানোর চেষ্টা শুরু হয়েছে। 

West Bengal News Live: পার্কস্ট্রিটে ২০-২৫ রাউন্ড গুলি, এক জনের মৃত্যু

কমপক্ষে ২০-থেকে ২৫ রাউন্ড গুলি পার্কস্ট্রিটে সিআইএসএফ ব্যারাকে! একজনের মৃত্যু হয়েছে বলে খবর। চূড়ান্ত তৎপরতা। সশস্ত্র বাহিনী ঢুকছে। 

WB News Live Updates: পার্ক স্ট্রিটে জাদুঘরের কাছে শ্যুটআউট, পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ১

পার্ক স্ট্রিটে জাদুঘরের কাছে শ্যুটআউট। পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ। একজন আহত হয়েছেন বলে খবর।

West Bengal News Live: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! তৃণমূল নেতাকে না পেয়ে ছেলেকে গাছে বেঁধে মার জনতার

ভগবানপুরে তৃণমূল নেতার বাড়িতে তাণ্ডব। সরকারি চাকরির নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতাকে না পেয়ে ছেলেকে গাছে বেঁধে মার। নেতার স্ত্রী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যাকেও বেধড়ক মার। চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ফেরত না পাওয়ার অভিযোগ। অভিযুক্ত শিবশঙ্কর নায়েক ভগবানপুর ১ নম্বর ব্লকের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। 

WB News Live Updates: দাবিমতো মেলেনি স্কুটি, টাকা, গৃহবধূকে খুনের অভিযোগে আটক স্বামী-শাশুড়ি

দাবিমতো স্কুটি এবং ৫০ হাজার টাকা মেলেনি। বিয়ের তিন মাসের মধ্যে গৃহবধূকে খুনের অভিযোগ। ছাতনায় আটক স্বামী ও শাশুড়ি। 

West Bengal News Live: পরস্পরকে মারধরের অভিযোগ SFI এবং TMCP-এর, উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এসএফআই-টিএমসিপি-র মারধরের অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কলেজ স্ট্রিট অবরোধ এসএফআই-এর।

WB News Live Updates: প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম তোলার অভিযোগ তৃণমূল সদস্যার বিরুদ্ধে

প্রভাব খাটিয়ে বাঁকুড়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল তৃণমূল সদস্যার বিরুদ্ধে। বিডিও-র দ্বারস্থ গ্রামবাসীদের একাংশ। নিজের দুর্নীতি ঢাকতে ফাঁসিয়েছেন দলেরই প্রধান, দাবি অভিযুক্ত তৃণমূল সদস্যার। অভিযোগ অস্বীকার প্রধানের।

West Bengal News Live: পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, গল্ফগ্রিন থানার সার্জেন্ট-সহ ৩ জন ক্লোজ

পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, সার্জেন্ট-সহ ৩জন ক্লোজ। গল্ফগ্রিন থানার সার্জেন্ট অমিতাভ তামাঙ্গ-সহ ৩ জন ক্লোজ।।‘ক্লোজড’ কনস্টেবল তৈমুর আলি, সিভিক ভলান্টিয়ার আফতাব মণ্ডল। থানায় ডেকে পুলিশের মারধরে মৃত্যু দীপঙ্কর সাহার, অভিযোগ পরিবারের। দীপঙ্করকে বাড়ি থেকে তুলে নিয়ে যান তৈমুর ও আফতাব, সার্জেন্ট অমিতাভ তামাঙ্গের নির্দেশেই তুলে নিয়ে যাওয়া হয় দীপঙ্করকে: সূত্র। পুরভোটে ৯৫ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছিলেন নিহত দীপঙ্করের দাদা। দোষীদের শাস্তির দাবিতে গল্ফগ্রিন থানার সামনে বিজেপির বিক্ষোভ।

WB News Live Updates: বাগুইআটিতে সদ্য বিবাহিতার রহস্যমৃত্যু, স্বামীকে আটক করেছে পুলিশ

বাগুইআটির আমবাগান এলাকায় সদ্য বিবাহিতার রহস্যমৃত্যু। বহুতলের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। স্বামীকে আটক করেছে নাগেরবাজার থানার পুলিশ। মৃতের নাম তিতাস নন্দী। স্থানীয় সূত্রে খবর, মাসখানেক আগে রেজিস্ট্রির পর, স্বামীর সঙ্গে বহুতলের একতলায় ভাড়া থাকতেন বছর আঠাশের ওই মহিলা। ওই বহুতলেরই বাসিন্দা মহিলার আত্মীয়ার দাবি, বিয়ের পর থেকেই অশান্তি চলছিল। 

West Bengal News Live: নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে জমি অধিগ্রহণ, কিন্তু কথা রাখা হয়নি, বিক্ষোভে বন্ধ বাঁকুড়ার কারখানা

নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে কারখানার জমি নেওয়া হলেও, তা মানা হয়নি বলে অভিযোগ। পরিকাঠামো সম্পূর্ণ হলেই নিয়োগ, আশ্বাস কারখানা কর্তৃপক্ষের। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে গেল সদ্য চালু হওয়া কারখানা। বাঁকুড়ার বড়জোড়ার আমঠিয়া গ্রামের ঘটনা। 

WB News Live Updates: আবাস যোজনা থেকে সড়ক যোজনা, সাতটি প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে মোদিকে চিঠি শুভেন্দুর

কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন এবং আর্থিক দুর্নীতি নিয়ে মোদিকে চিঠি শুবেন্দুর। পরিবর্তিত নামের তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী জল যোজনা মিশন, স্বচ্ছ ভারত অভিযান, ওয়াটার শেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন-সহ ৭টি কেন্দ্রীয় প্রকল্প।

West Bengal News Live: আজ ফের মোদি-মমতা বৈঠক, স্বাধীনতার অমৃত মহোৎসব নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী

গতকালের পর আজ ফের মোদির বৈঠকে মমতা। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীদের বৈঠক। রাষ্ট্রপতি ভবনে মুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দিচ্ছেন মমতা। 

WB News Live Updates: সাপের ছোবল শিশুর শরীরে, হাসপাতালের বদলে ওঝার দ্বারস্থ পরিবার, বেঘোরে মৃত্যু

বিছানায় একরত্তির শরীরে ছোবল বসাল সাপ। হাসপাতালে না গিয়ে ওঝার দ্বারস্থ পরিবার। ঘণ্টার পর ঘণ্টা বিনা চিকিৎসায় পড়ে রইল শিশুটি। পরে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

West Bengal News Live:মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরের দিনই, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরের দিনই, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন এবং আর্থিক দুর্নীতি হয়েছে

WB News Live Updates:উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন শিশির ও দিব্যেন্দু অধিকারী

উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন শিশির অধিকারী। তৃণমূলের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত সত্ত্বেও ভোট দিলেন কাঁথির তৃণমূল সাংসদ, ভোট দিয়েছেন তমলুকের তৃণমূল সাংসদ শিশিরপুত্র দিব্যেন্দু অধিকারী

West Bengal News Live:পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ

পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ, গল্ফগ্রিন থানার সার্জেন্ট-সহ ৩ জনকে ক্লোজ। ক্লোজ করা হল সার্জেন্ট অমিতাভ তামাঙ্গকে

WB News Live Updates:SFI সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে

পোস্টার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার রেশ কাটার আগেই রাতে SFI সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। SFI-এর দেওয়া ভিডিও-তে ধরা পড়েছে হামলার ঘটনা। SFI-এর দাবি, অভিযোগ জানানো হয়েছে লালবাজারে। বিষয়টি জানা নেই, উল্টে আমাদের সদস্যদেরই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারধর করা হয়েছে, পাল্টা অভিযোগ TMCP-র। 

West Bengal News Live:বাগুইআটির আমবাগান এলাকায় সদ্য বিবাহিতার রহস্যমৃত্যু

বাগুইআটির আমবাগান এলাকায় সদ্য বিবাহিতার রহস্যমৃত্যু। বহুতলের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। স্বামীকে আটক করেছে নাগেরবাজার থানার পুলিশ।

WB News Live Updates: চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে গুলি

চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে গুলি, টোটন বিশ্বাস নামে দুষ্কৃতীকে মেডিক্যাল করাতে নিয়ে আসে পুলিশ। প্রিজন ভ্যানে করে দুষ্কৃতীকে নিয়ে আসার পর গুলি চলে 

West Bengal News Live:মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠকের পরদিনই প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠকের পরদিনই প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর। চিঠি লিখে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতার

WB News Live Updates: জেলে রাতে রুটি, ডাল-সবজি খেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, খবর সূত্রে

প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, ২ নম্বর সেল ব্লকে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। রাতে রুটি, ডাল-সবজি খেয়েছেন পার্থ। ওষুধও খেয়েছেন সময়মতো।

West Bengal News Live:তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ,টাকা ফেরত না পেয়ে নেতার বাড়িতে চড়াও চাকরিপ্রার্থীরা

তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কোটবাড় গ্রামে উত্তেজনা। টাকা ফেরত না পেয়ে আজ সকালে তৃণমূল নেতার বাড়িতে চড়াও হন চাকরিপ্রার্থীরা।

WB News Live Updates:সিআইডি সূত্রে দাবি, টাকা উদ্ধারের ঘটনায় কলকাতার ব্যবসায়ীর কাছে অসম নয়, অন্য রাজ্য থেকে ফোন এসেছিল

 সিআইডি সূত্রে দাবি, টাকা উদ্ধারের ঘটনায় ধৃত ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল জেরায় জানিয়েছেন, ৩০ জুলাই সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর কাছে লেনদেন সংক্রান্ত বিষয়ে ফোন আসে। সিআইডি-র দাবি, অসম থেকে নয়, মহেন্দ্রর কাছে ফোন এসেছিল অন্য রাজ্য থেকে।

West Bengal News Live:ঝাড়খণ্ডের বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় নতুন তথ্য

ঝাড়খণ্ডের বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় নতুন তথ্য। সিআইডি সূত্রে দাবি, অভিযোগকারী কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গলকে বছরখানেক আগেও দেওয়া হয়েছিল টাকার টোপ। ফলে মনে করা হচ্ছে ঝাড়খণ্ডে সরকার ফেলার চক্রান্ত শুরু হয়েছিল আগেই। 

WB News Live Updates:মাঝরাতে পরেশ অধিকারীর দুর্নীতি সংক্রান্ত নথি পাচারের চেষ্টা, অভিযোগ বিজেপির

মাঝরাতে খাদ্য দফতরে আলো জ্বালিয়ে পরেশ অধিকারীর দুর্নীতি সংক্রান্ত নথি পাচারের চেষ্টা, অভিযোগ বিজেপির।

West Bengal News Live:উপ রাষ্ট্রপতি নির্বাচনের আগে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়

উপ রাষ্ট্রপতি নির্বাচনের আগে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কাঁথি ও তমলুকের দুই সাংসদকে লেখা চিঠিতে বলা হয়েছে, উপ রাষ্ট্রপতি পদে ভোটদানে বিরত থাকছে তৃণমূল। কারণ, এর আগে NDA প্রার্থী জগদীপ ধনকড়ের পক্ষে সওয়াল করেন শিশির অধিকারী। তৃণমূলের অনুমান, ধনকড়কেই ভোট দেবেন অধিকারী পরিবারের দুই সাংসদ শিশির ও দিব্যেন্দু। সেই কারণেই দলের অবস্থান জানিয়ে দুই সাংসদকে চিঠি তৃণমূলের।

WB News Live Updates: জেলে অর্পিতাকে পরীক্ষা করে জল-খাবার দেওয়া হোক, কোর্টে আর্জি ইডি-র

জেলে অর্পিতার প্রাণ সংশয় রয়েছে। তাই পরীক্ষা করে তাঁকে জল ও খাবার দেওয়া হোক। আদালতে আর্জি জানাল ইডি। 

West Bengal News Live:জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের গর্ভগৃহে পুণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে শিবের মাথায় জল ঢালার জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে, নির্দেশ দিলেন জেলা প্রশাসনকে

WB News Live Updates: পরিবেশ দফতরের দায়িত্ব নেওয়ার দিনেই, সচিবের সঙ্গে ভুল বোঝাবুঝি বাধল মন্ত্রী মানস ভুঁইয়ার

পরিবেশ দফতরের দায়িত্ব নেওয়ার দিনেই, সচিবের সঙ্গে ভুল বোঝাবুঝি বাধল মন্ত্রী মানস ভুঁইয়ার। সচিব বিবেক কুমার তাঁর উদ্দেশে বলেন, প্রথম দিন আমার সঙ্গে চিৎকার করবেন না। পরে অবশ্য বিষয়টি মিটে যায়।

West Bengal News Live:প্রয়োজনে বিধায়ক পদও ছাড়তে পারেন পার্থ চট্টোপাধ্যায়, জানালেন তাঁর আইনজীবী

প্রয়োজনে বিধায়ক পদও ছাড়তে পারেন। পার্থ চট্টোপাধ্যায় এরকমও চিন্তাভাবনা করছেন বলে আদালতে জানালেন তাঁর আইনজীবী।

WB News Live Updates:মোদি-মমতা বৈঠক নিয়ে আঁতাঁতের অভিযোগ সিপিএম-কংগ্রেসের

মোদি-মমতা বৈঠক নিয়ে আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম-কংগ্রেস। যদিও, তা মানতে নারাজ তৃণমূল ও বিজেপি

West Bengal News Live:শনি-রবি ফের বৈঠকে মোদী-মমতা

নরেন্দ্র মোদির সঙ্গে প্রায় ৪৫ মিনিট ধরে একান্ত বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাষ্ট্রপতি ভবনের একটি অনুষ্ঠান এবং রবিবার নীতি আয়োগের বৈঠকেও ফের মুখোমুখি হবেন তাঁরা দু’জন। 

প্রেক্ষাপট

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন (vice president election), ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত তৃণমূলের (TMC)। দলের সিদ্ধান্ত জানিয়ে শিশির-দিব্যেন্দুকে চিঠি। গেলেও দেখতে পাবেন, না গেলেও দেখতে পাবেন, প্রতিক্রিয়া শিশিরের।


দিল্লিতে (Delhi) মোদি-মমতা (modi-mamata) একান্ত বৈঠক (meeting)। প্রায় ৪৫ মিনিট কথা। দ্রুত রাজ্যের বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা মেটানোর দাবি। সন্ধেয় সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে। 


একশো দিনের কাজ থেকে মিড ডে মিল। কেন্দ্রকে রাজ্যের বকেয়া ১ লক্ষ ৯৬৮ কোটি মেটানোর দাবি। না হলে উন্নয়ন হবে কী করে? বকেয়ার হিসেব দিয়ে প্রধানমন্ত্রীর (PM) কাছে আবেদন মুখ্যমন্ত্রীর (CM)।


নিয়োগে দুর্নীতিতে (recruitment scam) তোলপাড়ের মধ্যেই মোদি-মমতা বৈঠক। সেটিং-খোঁচা বাম-কংগ্রেসের। দাবি নিয়ে দেখা করলে প্রশ্ন কেন? পাল্টা তৃণমূল। পা ধরলেও কেউ বাঁচবে না, খোঁচা বিজেপির।


মোদির সঙ্গে মমতার একান্ত বৈঠক নিয়েই প্রশ্ন তুললেন সুজন।


পার্থ-অর্পিতাকে (partha chatterjee-arpita mukherjee)১৪ দিনের জেল হেফাজত, নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। প্রেসিডেন্সিতে পার্থ, আলিপুর উইমেন্সে অর্পিতা। জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি।


জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। তীব্র কটাক্ষ কুণালের। 


অর্পিতাকে ডিভিশন ওয়ান প্রিজনার হিসেবে দেখা হোক। প্রাণহানির আশঙ্কা থাকতে পারে জেলে। পরীক্ষা করে যেন খাবার দেওয়া হয়। আদালতে সওয়াল ইডির আইনজীবীর।


তদন্তে অসহযোগিতা পার্থর। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয় ও অর্পিতার মধ্যে অনন্ত টেক্সফ্যাবের শেয়ার হস্তান্তর। ট্রাস্টির মাধ্যমে সরানো হয় টাকা, আদালতে দাবি ইডির।


পার্থ পালানোর লোক নন। জামিন পেলে বিধায়কপদে ইস্তফার ভাবনা। বলির পাঁঠা করা হচ্ছে পার্থকে। অর্পিতার সঙ্গে কোনও সম্পর্ক নেই। সওয়াল পার্থর আইনজীবীর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.