West Bengal News Live : দায়িত্ব নিয়েই মাড়গ্রামে বীরভূমের নতুন পুলিশ সুপার
West Bengal News Live Updates: এক নজরে প্রতি মুহূর্তের সবচেয়ে বড় খবর
বিধানসভা ভোটের প্রচারে আজ ত্রিপুরায় গেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও নির্বাচনী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একটাও শব্দ খরচ করলেন না অমিত শাহ। আক্রমণ করলেন শুধুই বাম এবং কংগ্রেসকে! যা নিয়ে ফের আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে সিপিএম।
অভিযোগ, পাল্টা অভিযোগ। আক্রমণ, পাল্টা আক্রামণ। ব্য়ক্তিগত জীবনের গণ্ডি পেরিয়ে ফের একে অপরকে আক্রমণ শানালেন বৈশাখী বন্দ্য়োপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়।
দায়িত্ব নিয়েই মাড়গ্রামে বীরভূমের নতুন পুলিশ সুপার। বোমা বিস্ফোরণে তৃণমূল নেতার ভাই-সহ ২জনের মৃত্যুর ঘটনায় গেলেন মাড়গ্রামে।
আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের দল ছাড়ার পরে, বিজেপির বিধায়ক সংখ্য়া কমে দাঁড়িয়েছে ৬৯-তে। তৃণমূল দাবি করছে, লাইনে আছেন আরও ১৩ জন। কিন্তু তাঁরা কারা? এই নিয়েই মাথাচাড়া দিয়েছে নতুন জল্পনা। বিজেপি নেতৃত্ব অবশ্য় বিধায়কের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ।
মাধ্যমিকের নজরদারিতে এবার মোবাইল অ্যাপ। কেন্দ্রীয়ভাবে অ্যাপের মাধ্যমে পরীক্ষায় নজরদারি। প্রশ্ন কখন এল, কখন খোলা হল প্রশ্নপত্রের প্যাকেট? পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য অ্যাপের মাধ্যমে পাবে পর্ষদ। কীভাবে অ্যাপের ব্যবহার? বৈঠক ডেকে বিজ্ঞপ্তি দিল পর্ষদ। ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা।
অফলাইন নয়, অনলাইনে পরীক্ষার দাবিতে ক্যাম্পাসে ধুন্ধুমার। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের গেট আটকে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। সিলেবাস এখনও শেষ না হওয়ার অভিযোগে অনলাইনে পরীক্ষার দাবি। পড়ুয়াদের বিক্ষোভের মুখে গেট টপকে শিক্ষাকর্মীদের বেরোনোর চেষ্টা।
সামান্য় হর্ন বাজানোকে কেন্দ্র করে বচসা! মুর্শিদাবাদের নবগ্রামে ১৮ বছরের তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার তৃণমূলের। একজনকে গ্রেফতার করেছে নবগ্রাম থানার পুলিশ।
কয়লাকাণ্ডে লালার সহযোগী ব্যবসায়ী রত্নেশ বর্মাকে জেরা করছে সিবিআই। সিবিআইয়ের দাবি, রত্নেশের অফিস থেকে উদ্ধার, ডায়েরিতে আইসি, জিএম বলে কিছু ডেসিগনেশনের উল্লেখ রয়েছে। পাশে লেখা টাকার অঙ্ক। সাঙ্কেতিক কোডের আড়ালে কি কোনও পুলিশ কর্তা ও ইসিএল আধিকারিকরা? তদন্তে কেন্দ্রীয় এজেন্সি।
শিল্পের জন্য জমি নিয়েও শিল্প না হলে ফিরিয়ে নেবে সরকার। শিল্পের জন্য নিয়েও অব্যবহৃত জমি ফিরিয়ে পাট্টা হিসেবে দেওয়ার সিদ্ধান্ত। বসবাসের উপযুক্ত না হলে 'মাটির সৃষ্টি' প্রকল্পে কাজে লাগানোর সিদ্ধান্ত। ১৫ ফেব্রুয়ারির মধ্যে জমির সমীক্ষা করে নোটিস দেবে রাজ্য সরকার।
বিজেপি ছেড়ে তৃণমূলে বিধায়ক, প্রতিবাদে আলিপুরদুয়ারে বিক্ষোভ। 'ছিল না গঠনমূলক বিরোধিতা, শুধুই টাকা আটকে দেওয়ার রাজনীতি', বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া নিয়ে দাবি সুমন কাঞ্জিলালের। 'এলাকার কোনও উন্নয়ন হয়নি, সাহায্য মেলেনি কেন্দ্রীয় সরকারেরও, তৃণমূল যাওয়া ছাড়া বিকল্প কিছু ছিল না', দলবদলের সাফাই সুমন কাঞ্জিলালের
'সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিজেপিতেই থাকুন, সব খবর দিন', আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের দলবদলের পরেই হুঙ্কার কুণালের। তিনি বলেন, 'কমপক্ষে ১৩জন বিধায়ক, ৬জন সাংসদ যোগাযোগ রেখে চলেছেন। আমরা বলব, সুকান্ত, দিলীপ, শুভেন্দুদের বৈঠকে থাকুন, সব কিছু জানুন। বিশ্বাসযোগ্যতার সঙ্গে বিজেপিতে থেকে ওখানকার খবর আমাদের দিন', বিজেপিতে আরও ভাঙনের দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।
বিজেপি ছাড়লেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। সোশাল মিডিয়ায় দল ও রাজনীতি ছাড়ার কথা ঘোষণা। 'কাজ ও পরিবারকে সময় দিতে চাই, তাই দল ও রাজনীতিকে আপাতত বিদায় জানালাম, দলে কোনও পদে ছিলাম না', জানালেন কাঞ্চনা মৈত্র
ভোটের আগে ২দিনের সফরে ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। কাল রোড শো। তৃণমূলের বাংলা মডেল এবার ত্রিপুরায়। ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, চাকরির প্রতিশ্রুতি।
এবিপি আনন্দে মুখ খুললেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের 'সাক্ষী' গোপাল। মিথ্যে বলছেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, এবিপি আনন্দে মুখ খুললেন গোপাল দলপতি। 'টাকার বিনিময়ে আগেও চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন কুন্তল, প্রার্থীপিছু ৬ থেকে ৮ লক্ষ টাকা দাবি করেছিলেন কুন্তল', দাবি তাপস মণ্ডল ঘনিষ্ঠ গোপাল দলপতির। 'কালীঘাটে কাকুর কাছে টাকা পাঠাতে হবে', বারবার বলতেন কুন্তল ঘোষ, দাবি গোপাল দলপতির। কে কালীঘাটের কাকু, জানেন না বলেও দাবি।
ডিভিশন বেঞ্চেও মানিক ভট্টাচার্যর জরিমানার নির্দেশ বহাল। '৭ দিনের মধ্যে জরিমানার ২ লক্ষ টাকা জমা দিতে হবে প্রাক্তন পর্ষদ সভাপতিকে'
নির্দেশ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। 'হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে টাকা, মামলার ফল পক্ষে গেলে টাকা ফেরত পাবেন মানিক', নির্দেশ বিচারপতির।
'প্রাথমিকের ২০১৬-র নিয়োগপ্রক্রিয়ায় কোনও অ্যাপটিটিউড টেস্ট হয়নি। ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট একসঙ্গে করে গড় নম্বর দেওয়া হয়েছিল' পর্ষদের হলফনামাতেই এটা স্পষ্ট, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। যারা ইন্টারভিউ নিয়েছিলেন, তাদের হাজিরার নির্দেশ হাইকোর্টের।
আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির সঙ্গে ব্যবসায়ীর চ্যাট। চ্যাটে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে, দাবি কলকাতা পুলিশের। ২০২১-এর বিধানসভা ভোটের সময় ওই চ্যাট হয়েছিল, খবর কলকাতা পুলিশ সূত্রে। চেন্নাই প্রবাসী ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে গেল কলকাতা পুলিশের স্পেশাল টিম। এদিকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালায় আইএসএফের সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল নেতা গ্রেফতার। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার বলে পুলিশ জানিয়েছে।
'মাড়গ্রামে জোড়ামৃত্যুর পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব', বিস্ফোরক অভিযোগ অন্যতম অভিযুক্ত সুজাউদ্দিন শেখের স্ত্রী-র। আজ ধৃত ৬ জনকে আদালতে তোলা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ। বাকি ২ জনকে ৮ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ। খুন, বিস্ফোরক রাখা-সহ একাধিক অভিযোগ আছে ধৃতদের বিরুদ্ধে
মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় রাজ্যপাল। সেন্ট জেভিয়ার্সে মুখ্যমন্ত্রী ডিলিট পাওয়ার পর কুর্নিশ জানালেন সি ভি আনন্দ বোস। সর্বপল্লী রাধাকৃষ্ণন, এপিজে আব্দুল কালাম, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মমতার তুলনা রাজ্যপালের। উইনস্টন চার্চিল, মিল্টনের সঙ্গে এক আসনে বাংলার মুখ্যমন্ত্রীকে বসালেন রাজ্যপাল। 'যেসব রাজনীতিবিদ সাহিত্যেও অনন্য নজির রেখেছেন, মমতা তাঁদের মধ্যে অন্যতম'। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর কৃতিত্বের জন্য কুর্নিশ, বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
ত্রিপুরা রওনা দিলেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ত্রিপুরায় প্রচারে মমতা-অভিষেক। পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। মঙ্গলবার রোড শো। তৃণমূলের বাংলা মডেল এবার ত্রিপুরায়। ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, চাকরির প্রতিশ্রুতি।
১০ ফুট নিচু খাল সংলগ্ন পাইপ থেকে সংগ্রহ করতে হচ্ছে পানীয় ও গৃহস্থালির কাজের জল। এমনই ছবি বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের হারাধনপল্লির। বাসিন্দাদের অভিযোগ, বারবার স্থানীয় কাউন্সিলর ও পুরসভাকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা নাবালিকা ধর্ষণে অভিযুক্ত কাঁথির তৃণমূল ছাত্রনেতার। সিঙ্গল বেঞ্চের রায়ের উপর হস্তক্ষেপে নারাজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 'অভিযুক্ত শুভদীপ গিরি চাইলে রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হতে পারেন', নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। 'আত্মসমর্পণ করলেও জামিন দেওয়া যাবে না অভিযুক্ত শুভদীপ গিরিকে'
এসএসকেএমে ময়নাতদন্তের পর, বীরভূমের মাড়গ্রামে এসে পৌঁছাল তৃণমূল প্রধানের ভাই নিহত লাল্টু শেখের মৃতদেহ। বোমা বিস্ফোরণে ২ জনের মৃত্যুর পর, ক্ষোভে ফুঁসছে গ্রাম। শনিবার রাতে মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় নিউটন শেখের। ঘটনায় তৃণমূল প্রধানের ভাই গুরুতর জখম লাল্টু শেখের গতকাল
এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অফিসটাইমে ব্যস্ত এক্সাইড মোড়ে টায়ার সংস্থার অফিসে বিধ্বংসী আগুন। রবীন্দ্র সদনের কাছে ঘন ধোঁয়ায় এলাকা ঢাকায় আতঙ্ক। মুখোশ ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে আগুনের সঙ্গে লড়াই দমকলের।
চক্রান্তকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? নবম দশম মামলায় সিবিআইকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঢিলেঢালা মনোভাবে প্রশ্ন। দ্রুত তদন্ত শেষ করতে নির্দেশ।
কয়লাকাণ্ডে লালার সহযোগী ব্যবসায়ীকে জেরা সিবিআই-এর।
জেরা করে পুলিশ কর্তা ও ইসিএল আধিকারিকদের নাম জানতে চাইছে সিবিআই।
রত্নেশের বার্নপুরের অফিসে আয়কর তল্লাশিতে মেলা ডায়েরি ও নথিতে সাঙ্কেতিক কোড।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, লালার হয়ে আসানসোল, বার্নপুরে কয়লা সাম্রাজ্য চালাতেন রত্নেশ।
পুলিশ ও ইসিএল কর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও টাকা লেনদেনের বিষয়টি তিনিই সামলাতেন।
২০২১-এ আয়কর দফতরের তল্লাশির পরেই নিরুদ্দেশ হয়ে যান লালার ডানহাত রত্নেশ।
সিবিআই মামলায় ওয়ারেন্ট ও লুক আউট নোটিস জারির পর, আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন।
রবীন্দ্র সদনের কাছে ভয়াবহ আগুন, এক্সাইড মোড়ে টায়ারের গুদামে আগুন। ঘন ধোঁয়ায় ঢেকেছে এলাকা, ছড়িয়েছে তীব্র আতঙ্ক। আগুন নেভাতে লড়াই দমকলের। আগুনের হাত থেকে বাঁচতে দুই ব্যক্তি উঠে গিয়েছেন ছাদে, দাবি স্থানীয় কাউন্সিলরের।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালায় আইএসএফের সংঘর্ষের ঘটনায় আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত জহিরুল মোল্লা তৃণমূলের চালতাবেড়িয়ার অঞ্চলের সংখ্যালঘু সেলের সভাপতি। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পথ নিরাপত্তা সপ্তাহ শুরুর দিনেই ঠাকুরপুকুরে বেপরোয়া
বাসের ধাক্কায় মৃত্যু হল স্কুটার আরোহী মহিলার। মৃতের নাম রূপা মণ্ডল। পুলিশ সূত্রে খবর, সকাল ৮টা নাগাদ ডিউটি সেরে ঠাকুরপুকুরের আনন্দনগরের বাড়িতে ফিরছিলেন জোকার ESI হাসপাতালের ওই কর্মী।
মুর্শিদাবাদের নবগ্রামে হর্ন বাজানোকে কেন্দ্র করে বচসার জেরে ১৮ বছরের তরুণকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে নবগ্রাম থানার পুলিশ। মিছিল সেরে ফেরার পথে, তৃণমূল কর্মীরাই ওই তরুণকে মারধর করা হয় বলে অভিযোগ করেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।
এসএসকেএমে ময়নাতদন্তের পর, বীরভূমের মাড়গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল প্রধানের ভাই নিহত লাল্টু শেখের মৃতদেহ।
অন্যদিকে, বোমা বিস্ফোরণে ২ জনের মৃত্যুর পর, ক্ষোভে ফুঁসছে গ্রাম। শনিবার রাতে মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় নিউটন শেখের। ঘটনায় তৃণমূল প্রধানের ভাই গুরুতর জখম লাল্টু শেখের
গতকাল এসএসকেম হাসপাতালে মৃত্যু হয়। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কিছুটা ঊর্ধ্বমুখী হল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এসএসকেএমে ময়নাতদন্তের পর, আজ বীরভূমের মাড়গ্রামে নিয়ে যাওয়া হবে তৃণমূল প্রধানের ভাই নিহত লাল্টু শেখের মৃতদেহ।
প্রেক্ষাপট
আজকের শিরোনাম ( Morning Headlines )
১। পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) আগে ফের বিজেপিতে ( BJP ) ভাঙন। তৃণমূল কংগ্রেসে ( TMC ) যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক ( BJP MLA ) । ক্যামাক স্ট্রিটে অভিষেকের ( Abhishek Banerjee ) অফিসে যোগদান। বিজেপির আরও ১৩ বিধায়ক ক্যামাক স্ট্রিটের দরজায় অপেক্ষা করছেন, ট্যুইট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের।
৩। জন বার্লার সঙ্গে মতপার্থক্যে দলত্যাগ, জানালেন সুমন কাঞ্জিলাল ( Suman Kanjilal ) । পূর্ণ সহযোগিতা করেছি, পাল্টা বিজেপি সাংসদ। আলিপুরদুয়ারের মানুষের কাছে ক্ষমা চাইব, প্রতিক্রিয়া শমীকের।
৪। পঞ্চায়েত ভোটের আগে রক্তাক্ত বীরভূম ( Birbhum ) । মাড়গ্রামে বোমা ফেটে মৃত্যু তৃণমূল পঞ্চায়েত প্রধানের ভাই ও তাঁর সঙ্গী। এসএসকেএমে মৃত্যু লাল্টু শেখের। গ্রেফতার ৬।
৫। মাড়গ্রামে জোড়া মৃত্যু, অপসারিত বীরভূমের পুলিশ সুপার। সরানো হল রাজ্য পুলিশ ডিরেক্টরেটের ওএসডি পদে। দায়িত্বে ভাস্কর মুখোপাধ্যায়।
৬। মাড়গ্রামে খুনের পরেই কংগ্রেস নেতার বাড়ি ভাঙচুর। নেপথ্যে কংগ্রেস, দাবি পরিবারের। মাওবাদী তত্ত্ব ফিরহাদের। তৃণমূলের সঙ্গেই মাও-যোগ, পাল্টা শমীক ভট্টাচার্য।
৭। বাসন্তীতে বোমা বিস্ফোরণ, প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। বোমা বাঁধছিল পঞ্চায়েত প্রধানের অনুগামীরা, দাবি আমঝাড়া পঞ্চায়েতের তৃণমূল সদস্যের। ভিত্তিহীন, দাবি তৃণমূলের প্রধানের।
৮। প্রার্থী নিয়ে সংঘাতে উত্তপ্ত রতুয়া, ঝরল রক্ত। বাংলায় সংঘর্ষ ছাড়া নির্বাচন হয় না, কটাক্ষ দিলীপের। একদমই স্থানীয় স্তরের ঘটনা, প্রতিক্রিয়া কুণালের।
৯। বোমার মশলা সাপ্লাই করছে বিজেপি, ব্যবহৃত হচ্ছে ডিফেন্সের গোডাউনের মশলা। বিস্ফোরক ফিরহাদ। ফিরহাদের অফিসেও মিলবে বোমা, পাল্টা দিলীপ ( Dilip Ghosh ) ।
১০। হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র রতুয়া। বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতির সঙ্গে প্রাক্তন সভাপতির সংঘাত। ভাঙচুর নির্বাচনী ক্যাম্প, বাইক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -