West Bengal News Live: হাজার কোটি নয় রেশনে ১০ হাজার কোটি টাকার দুর্নীতি, আদালতে দাবি ইডির
সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একনজরে, জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে সরাসরি যুক্ত শঙ্কর আঢ্য, ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি। 'রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ধৃত তৃণমূল নেতার', দাবি ইডির।
গতকালের তাণ্ডবের পরও ইডির বিরুদ্ধে সরব তৃণমূল নেতা শেখ শাহাজাহানের অনুগামীরা। ইডির ওপর হামলার পর বেপাত্তা সন্দেশখালির বাহুবলী শাসক নেতা শেখ শাহাজাহান। শেখ শাহাজাহানকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা অনুগামীদের! ইডির অভিযান নিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা তৃণমূল নেতা শেখ শাহাজাহানের অনুগামীদের।
'হাজার কোটি নয় রেশনে ১০ হাজার কোটি টাকার দুর্নীতি। ২ হাজার কোটি টাকা দুবাই চলে গিয়েছে। শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমে বিদেশে টাকা পাচার' আদালতে দাবি ইডির। জ্যোতিপ্রিয়র চিঠি থেকে শঙ্কর আঢ্য নাম জানা যায়, দাবি ইডির
ময়লা ফেলার ভ্যাট থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। বর্ধমানের ১০ নং ওয়ার্ডের অফিসার্স কলোনি এলাকার ঘটনা।
শঙ্কর আঢ্যর বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার আড়ালে কালো টাকা সাদা! হাওয়ালার মাধ্যমে লেনদেন। ঘুরে পথে কেনা হয়েছে সোনা। ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি।
রেশন দুর্নীতিকাণ্ডে গতকাল সন্দেশখালি এবং বনগাঁয় গিয়ে হামলার মুখে পড়ে ED। তারপরই বাড়ানো হল সল্টলেকের CGO কমপ্লেক্সের নিরাপত্তা। ধাপে ধাপে আনা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
আগামীকাল DYFI-এর ডাকে ব্রিগেড সমাবেশ। ইনসাফ ব্রিগেড ব্যানার টাঙানো মূল মঞ্চটি হবে দৈর্ঘ্যে ৩২ ফুট ও চওড়ায় ২৪ ফুট। বক্তব্য রাখবেন নেতা, নেত্রীরা। মূল মঞ্চের ডান দিক ও বাঁ দিকে দৈর্ঘ্যে ৪০ ফুট ও চওড়ায় ৪০ ফুটের দুটি আলাদা মঞ্চ থাকছে। এই মঞ্চ দুটিতে থাকবেন মৃত বাম কর্মীদের পরিবারের সদস্য ও পার্টি নেতৃত্ব।
সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির গ্যারাজে সরকারি ত্রাণের ত্রিপল। ওপরে অ্যাসবেস্টসের ছাউনি, তার নীচে ত্রিপল। ত্রিপলের ওপর লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে
সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির গ্যারাজে সরকারি ত্রাণের ত্রিপল। ওপরে অ্যাসবেস্টসের ছাউনি, তার নীচে ত্রিপল। ত্রিপলের ওপর লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে
সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির গ্যারাজে সরকারি ত্রাণের ত্রিপল। ওপরে অ্যাসবেস্টসের ছাউনি, তার নীচে ত্রিপল। ত্রিপলের ওপর লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে
সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির গ্যারাজে সরকারি ত্রাণের ত্রিপল। ওপরে অ্যাসবেস্টসের ছাউনি, তার নীচে ত্রিপল। ত্রিপলের ওপর লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে
সন্দেশখালিকাণ্ডে সুকান্ত মজুমদারের মুখে 'বুলডোজার' হুঁশিয়ারি। সন্দেশখালিতে পরিকল্পনামাফিক ED-র ওপর হামলা হয়।
ED জানে কীভাবে এদের টাইট দিতে হয়, না হলে বিজেপি টাইট করবে। ছাব্বিশে বিজেপির সরকার এলে বুলডোজার চলবে, হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতির।
সন্দেশখালির ঘটনায় ED-র বিরুদ্ধেই FIR পুলিশের। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা রুজু করল ন্যাজাট থানার পুলিশ। অভিযোগে উল্লেখ, গতকাল না জানিয়ে এবং ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন ED-র অফিসাররা।
রেশন দুর্নীতিকাণ্ডে গতকাল সন্দেশখালি এবং বনগাঁয় গিয়ে হামলার মুখে পড়ে ED। তারপরই বাড়ানো হল সল্টলেকের CGO কমপ্লেক্সের নিরাপত্তা। ধাপে ধাপে আনা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। গ্রেফতার করে নিয়ে আসার পর, CGO কমপ্লেক্সে রাখা হয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে। এদিন জোকার ESI হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্যে নিয়ে যাওয়ার সময়, ৩টি কনভয়ে ছিলেন ১০ জন CRPF জওয়ান।
সন্দেশখালির ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করল ED। গতকাল রাতে রাজ্য পুলিশের DG রাজীব কুমার ও বসিরহাট পুলিশ জেলার SP জোবি থমাসের কাছে ই মেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগে উল্লেখ, কোর্ট ওয়ারেন্ট নিয়ে গতকাল রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গেলে ED-র আধিকারিকরা আক্রান্ত হন।
সন্দেশখালির পর বনগাঁ। ফের আক্রান্ত ইডি-সিআরপিএফ। শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় গাড়ি লক্ষ্য করে ইট, ভাঙল কাচ। ঘটনার একমাত্র সাক্ষী এবিপি আনন্দ।
সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে ইডি অভিযানের খবর করতে যাওয়া, সংবাদমাধ্যমের ওপরেও আক্রমণ করল দুষ্কৃতীরা। আক্রান্ত হয়েছেন এবিপি আনন্দ সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং গাড়ির চালক। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ক্যামেরা। ভাঙচুর করা হয়েছে গাড়ি।
দফায় দফায় বেপরোয়া হামলা। ED অফিসারের সঙ্গে সন্দেশখালিতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হল CRPF-ও। কিন্তু তারপরেও সংযম দেখিয়ে এলাকা ছাড়ল কেন্দ্রীয় বাহিনী। অনেকেরই প্রশ্ন, সন্দেশখালিতে কি শীতলকুচির পুনরাবৃত্তি ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল? এটাও কি কোনও পরিকল্পিত ফাঁদ ছিল? সোশ্য়াল মিডিয়ায় তৃণমূলকে আক্রমণ করে এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। যদিও এই বর্বর হামলাকে প্রতিবাদের ঝড় বলে দাবি করেছেন শশী পাঁজা।
শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই এবার মুখ খুললেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। দল শোভন চট্টোপাধ্যায়কে ফেরালে তিনিও স্বাগত জানাবেন, অকপট বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক।
দিনে সন্দেশখালির সরবেড়িয়া, রাতে বনগাঁর শিমুলতলা। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে ফের আক্রান্ত ED। একই রকম ভাবে মহিলাদের সামনে রেখে হামলা। রেশন দুর্নীতির তদন্তে তল্লাশি অভিযানে গতকাল রাতে ED-র হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তৃণমূল নেতাকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময়, তুলকালাম বেধে যায়।
প্রেক্ষাপট
সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একনজরে :
- এবার রেশন বণ্টন দুর্নীতি ( Ration Scam ) মামলায় গ্রেফতার শঙ্কর আঢ্য। ১৭ ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার জ্যোতিপ্রিয় ( Jyotipriya Mallik ) ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান।
- সন্দেশখালিতে ( Sandeshkhali ) আক্রান্ত ইডি-সিআরপিএফ, বনগাঁয় গ্রেফতার তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার ৮ লক্ষ টাকা, বাজেয়াপ্ত বেশ কিছু নথি, ইডি সূত্রে খবর।
- সন্দেশখালির পর বনগাঁ। ফের আক্রান্ত ইডি-সিআরপিএফ। শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় গাড়ি লক্ষ্য করে ইট, ভাঙল কাচ। ঘটনার একমাত্র সাক্ষী এবিপি আনন্দ।
- সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, সিআরপিএফের জওয়ান থেকে সংবাদমাধ্যম, রক্তাক্ত ইডি আধিকারিক।
- তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান। তালা ভাঙার চেষ্টা করতেই ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলা অনুগামীদের।
- নৃশংস হামলায় মাথা ফাটল ইডি আধিকারিকের। ভাঙচুর পরপর গাড়ি। ইডি ও সশস্ত্র সিআরপিএফ জওয়ানদের তাড়া করে এলাকাছাড়া করল তৃণমূল নেতার অনুগামীরা।
- ভয়ঙ্কর, ভয়াবহ আক্রমণ। আতঙ্কে পালানোর চেষ্টা, ধামাখালির ফেরিঘাট পর্যন্ত ইডি আধিকারিকদের পৌঁছে দিল এবিপি আনন্দর গাড়ি। পুলিশের লঞ্চে চড়ে প্রাণরক্ষা।
- আক্রান্ত এবিপি আনন্দ। সাংবাদিক-ক্যামেরাম্যানকে মাটিতে ফেলে মারধর। ছিনিয়ে নেওয়া হল লাইভ সম্প্রচারের যন্ত্র, ভাঙচুর ক্যামেরা, আক্রান্ত চালক। আক্রান্ত আরও তিন সংবাদমাধ্যম।
- একবার নয়, দু দুবার হামলার শিকার এবিপি আনন্দর সাংবাদিক সন্দীপ সরকার ও চিত্রসাংবাদিক সঞ্জয় চট্টোপাধ্যায়।
- হামলায় সামনের সারিতে তৃণমূল নেতা জিয়াউদ্দিন। কিছুদিন আগেই শাহজাহানের সঙ্গে দেখা গিয়েছিল একমঞ্চে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে প্রথম সামনে উঠে এল বিষয়টি।
- ডিউটি করতে গিয়ে আক্রমণের মুখে ইডি আধিকারিকরা। বাড়িতেই ছিলেন শাহজাহান। উস্কানি ছিল শেখ শাহজাহান ও সহযোগীদের। খুনের উদ্দেশেই হামলা, প্রেস বিবৃতি জারি ইডির।
- বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে কত টাকা ব্যয় রাজ্যের ? হামলাকারীরা দেশের নাগরিক তো ? প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
- দেড় ঘণ্টার বেশি সময় হামলা, দেখা মিলল না পুলিশের। দীর্ঘক্ষণ পর এলাকায় টহল পুলিশের। আটক ১০ জন, দাবি পুলিশের। কেন নিষ্ক্রিয় পুলিশ ? প্রশ্ন বিভিন্ন মহলে।
- সন্দেশখালিকাণ্ডে মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে রাজভবনে তলব রাজ্যপালের। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে, সাংবিধানিক উপায়ে পদক্ষেপ। কড়া বার্তা সিভি আনন্দ বোসের।
- দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী কেন্দ্রীয় এজেন্সি ও সশস্ত্র সেনাবাহিনীর ওপর ভয়ঙ্কর আক্রমণ। গুলি না চালিয়ে সংযম দেখিয়েছে কেন্দ্রীয় বাহিনী, মত প্রাক্তন সিবিআই কর্তার।
- সন্দেশখালিতে তাণ্ডব, প্রয়োজনে আদালতে এনআইএ তদন্তের দাবি জানাতে পারে ইডি। নেওয়া হচ্ছে আইনি পরামর্শ। রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জানাতে চলেছে ইডি।
- নির্মম আক্রমণ, ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেন শুভেনদু। সন্ত্রাসের মুক্তাঞ্চল, দেশবিরোধী শক্তির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক এনআইএ, আক্রমণ শুভেনদু অধিকারীর।
- এই ঘটনা বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগুর জন্য উপযুক্ত, মত অধীরের। (বাইটঃ ইডির ওপর হামলা হচ্ছে, আগামীতে না বিচারপতিদের ওপর হামলা হয়।
- শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন জল্পনার মধ্যেই মুখ খুললেন স্ত্রী রত্না। প্রয়োজন হলে দল নেবে। বৈশাখীর সঙ্গে মেলামেশার পর থেকেই শুরু বিচ্যুতি। খোঁচা রত্নার।
- রবিবার ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ। শুরু মঞ্চ তৈরির কাজ। রানি রাসমণি রোড ও মেট্রো চ্যানেলে অস্থায়ী শিবিরে থাকবেন উত্তরবঙ্গ থেকে আসা কর্মী-সমর্থকরা।
- ৭ জানুয়ারি শহিদ দিবসে শুভেনদু অধিকারীকে নেতাই যাওয়ার অনুমতি হাইকোর্টের। যেতে পারবেন নিরাপত্তারক্ষী সহ সীমিত লোক নিয়ে। দেওয়া যাবে না স্লোগান। শর্ত বাঁধল আদালত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -