West Bengal News Live : জেলায় জেলায় বোমা বিস্ফোরণ এবং মজুতের ঘটনায় পুলিশের কড়া সমালোচনা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের

রুজিরাকে ইডি-র নোটিস অভিষেকের নিশানায় শুভেন্দু  মলয়কে ইডি-তলব আরও খবর ...

ABP Ananda Last Updated: 06 Jun 2023 11:17 PM
WB News LIVE Updates:'কালো টাকা সাদা করতেই কি দুর্ঘটনাগ্রস্তদের ২ হাজার টাকার নোট?' নিহতদের পরিবারকে তৃণমূলের আর্থিক সাহায্য নিয়ে বিস্ফোরক সুকান্ত

'কালো টাকা সাদা করতেই কি দুর্ঘটনাগ্রস্তদের ২ হাজার টাকার নোট?' নিহতদের পরিবারকে তৃণমূলের আর্থিক সাহায্য নিয়ে বিস্ফোরক সুকান্ত

West Bengal News Live Updates:বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত তপসিয়ার মাজাহার, সোমবার দেহ পৌঁছেছে তপসিয়ায়, শোকস্তব্ধ পরিবার।

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত তপসিয়ার মাজাহার। ভদ্রক থেকে ফেরার জন্য যশোবন্তপুর এক্সপ্রেসে উঠেছিলেন মাজাহার। বন্ধু বেঁচে ফিরলেও, ফিরলেন না মাজাহার। সোমবার দেহ পৌঁছেছে তপসিয়ায়, শোকস্তব্ধ পরিবার।

WB News LIVE Updates:ফের আইপিএস দময়ন্তী সেনের বদলি

ফের আইপিএস দময়ন্তী সেনের বদলি। কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার ২ থেকে বদলি। কলকাতা পুলিশ থেকে সরানো হল রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে।  

West Bengal News Live Updates:'আগামী দিনে তৃণমূল ছাড়া কোনও দলের পতাকা থাকবে না', বিরোধীদের 'হুঁশিয়ারি' তৃণমূল বিধায়কের

'আগামী দিনে তৃণমূল ছাড়া কোনও দলের পতাকা থাকবে না', বিরোধীদের 'হুঁশিয়ারি' তৃণমূল বিধায়কের

WB News LIVE Updates:'ধামাচাপা দেওয়া উচিত নয়, সত্যিটা সামনে আসুক', কটকে গিয়ে ফের বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

'ধামাচাপা দেওয়া উচিত নয়, সত্যিটা সামনে আসুক', কটকে গিয়ে ফের বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live Updates:জেলায় জেলায় বোমা বিস্ফোরণ এবং মজুতের ঘটনায় পুলিশের কড়া সমালোচনা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের

জেলায় জেলায় বোমা বিস্ফোরণ এবং মজুতের ঘটনায় পুলিশের কড়া সমালোচনা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। বললেন, পুলিশকে আরও বেশি সক্রিয় হতে হবে। 

WB News LIVE Updates: রাতে কথা বলার জন্য যুবককে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি শহর লাগোয়া দেবীডাঙা গ্রামে

রাতে কথা বলার জন্য যুবককে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি শহর লাগোয়া দেবীডাঙা গ্রামে। নিহতের নাম অমৃত গোস্বামী।

West Bengal News Live Updates:রাজ্যের ১০০ দিনের প্রকল্পের টাকা কেন আটকানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

রাজ্যের ১০০ দিনের প্রকল্পের টাকা কেন আটকানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। ১০ দিনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে নির্দেশ, ভুয়ো অ্যাকাউন্টে ভুয়ো নাম ব্যবহার করে টাকা নেওয়ার অভিযোগের তদন্তের নির্দেশ। কেন্দ্র ও রাজ্যকে যথাযথ তদন্তের নির্দেশ হাইকোর্টের

WB News LIVE Updates: ঘুমিয়ে কাদা এক্সরে-কর্মী!

গভীর ঘুমে ডুবে আছেন এক্সরে বিভাগের কর্মী। অনেক ডাকাডাকির পর শুয়ে শুয়েই নথি পরীক্ষা করলেন। করমণ্ডল দুর্ঘটনায় আহত যাত্রীকে নিয়ে গিয়ে বিপাকে আত্মীয়রা। ভাইরাল ভিডিও ঘিরে অস্বস্তিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি দেখে শোকজ করা হল অভিযুক্তকে। অসুস্থ ছিলেন বলে সাফাই অভিযুক্ত কর্মীর।

West Bengal News Live Updates: ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

'রাজ্যের ১০০ দিনের প্রকল্পের টাকা কেন আটকানো হয়েছে?' কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। ১০ দিনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে নির্দেশ

West Bengal News Live :'আগামী দিনে তৃণমূল ছাড়া কোনও দলের পতাকা থাকবে না', বিরোধীদের 'হুঁশিয়ারি' চন্দ্রকোণার তৃণমূল বিধায়কের

'আগামী দিনে তৃণমূল ছাড়া কোনও দলের পতাকা থাকবে না', বিরোধীদের 'হুঁশিয়ারি' তৃণমূল বিধায়কের

WB News Live :রাজনীতির হাত থেকে রেহাই নেই বালেশ্বর দুর্ঘটনায় মৃতের পরিবারেরও

রাজনীতির হাত থেকে রেহাই নেই বালেশ্বর দুর্ঘটনায় মৃতের পরিবারেরও! তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত কাকদ্বীপ। নৌশাদ সিদ্দিকির সামনেই দু’পক্ষের সংঘর্ষ। বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক

West Bengal News Live :বনগাঁর পর ফের চাপড়া, ফের বোমার হদিশ!

বনগাঁর পর ফের চাপড়া, ফের বোমার হদিশ! তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণের পরে ফের মিলল বোমা! চাপড়ার মহেশনগরে ঝোপের আড়ালে ড্রামে মিলল বোমা

WB News Live :প্রবল গরমে দুঃসংবাদ, বাংলায় বর্ষা ঢুকবে দেরিতে, আশঙ্কা আবহাওয়া দফতরের

প্রবল গরমে দুঃসংবাদ, বাংলায় বর্ষা ঢুকবে দেরিতে, আশঙ্কা আবহাওয়া দফতরের। আন্দামানে আগাম এলেও দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকতে বিলম্ব। 

West Bengal News Live :প্রচন্ড গরমের মধ্যে হঠাৎ ঝড়, আরামবাগে লন্ডভন্ড অভিষেকের সভাস্থল

প্রচন্ড গরমের মধ্যে হঠাৎ ঝড়, আরামবাগে লন্ডভন্ড অভিষেকের সভাস্থল। হঠাৎ ঝড়ে দাঁতনে লন্ডভন্ড বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার জন্য তৈরি ক্যাম্প

WB News Live : করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার সম্ভাব্য় কারণ কী? ভুল না গাফিলতি?

করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার সম্ভাব্য় কারণ কী? ভুল না গাফিলতি? কীসের জন্য় প্রাণ গেল ২৭৫ জন যাত্রীর? তা জানতেই অভিশপ্ত বাহানাগা বাজার স্টেশনের প্য়ানেল রুমে পৌঁছেছিলাম আমরা। বোঝার চেষ্টা করেছিলাম, কীভাবে সেদিন দুর্ঘটনা ঘটেছিল।

West Bengal News Live :কয়লাপাচার কাণ্ডে মলয় ঘটকের পর এবার মন্ত্রী ঘনিষ্ঠ ও আসানসোলের তৃণমূল কাউন্সিলরের স্বামীকে তলব করল ইডি

কয়লাপাচার কাণ্ডে মলয় ঘটকের পর এবার মন্ত্রী ঘনিষ্ঠ ও আসানসোলের তৃণমূল কাউন্সিলরের স্বামীকে তলব করল ইডি। 

WB News Live : বাংলার ১০৩ জনের দেহ শনাক্ত করা গেছে, ৩১ জনের খোঁজ নেই', বললেন মুখ্যমন্ত্রী

'বাংলার ১০৩ জনের দেহ শনাক্ত করা গেছে, ৩১ জনের খোঁজ নেই', বললেন মুখ্যমন্ত্রী। 

West Bengal News Live : কলকাতায় এলেন এনআইএ-এর  ডিজি দিনকর গুপ্ত

কলকাতায় এলেন এনআইএ-এর  ডিজি দিনকর গুপ্ত। আজ এনআইএ অফিসে আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি। রাজ্যে একের পর এক বিস্ফোরণের ঘটনা। এই পরিস্থিতিতে তদন্তে গতি আনতেই বৈঠক, খবর সূত্রের। 

WB News Live : বনগাঁর পর ফের চাপড়া, ফের বোমার হদিশ!

বনগাঁর পর ফের চাপড়া, ফের বোমার হদিশ! তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণের পরে ফের মিলল বোমা! চাপড়ার মহেশনগরে ঝোপের আড়ালে ড্রামে মিলল বোমা। 

West Bengal News Live : কলকাতায় এলেন এনআইএ-এর  ডিজি দিনকর গুপ্ত

কলকাতায় এলেন এনআইএ-এর  ডিজি দিনকর গুপ্ত। আজ এনআইএ অফিসে আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি। রাজ্যে একের পর এক বিস্ফোরণের ঘটনা। এই পরিস্থিতিতে তদন্তে গতি আনতেই বৈঠক, খবর সূত্রের। 

WB News Live : বেসরকারি স্কুলে অস্বাভাবিক ফি বৃদ্ধি নিয়ে কড়া হাইকোর্ট

বেসরকারি স্কুলে অস্বাভাবিক ফি বৃদ্ধি নিয়ে কড়া হাইকোর্ট। 'ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না, ইচ্ছেমতো টাকায় শিক্ষা বিক্রি হতে পারে না, বেসরকারি স্কুল যেমন খুশি টাকায় শিক্ষা বিক্রি করতে পারে না', কড়া পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসুর।


মহামান্য আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য 'বেসরকারি স্কুলগুলোর উপর রাজ্যের নিয়ন্ত্রণ থাকা জরুরি। এটা ঠিক যে বেসরকারি স্কুলের বেতন কাঠামো রাজ্য ঠিক করতে পারে না। কিন্তু কোথাও বলা নেই যে বেসরকারি স্কুলের উপর রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না। ২০১২ সালের আইন বলছে রাজ্যের সায় থাকতে হবে'।

West Bengal News Live : 'রাজ্যের ১০০ দিনের প্রকল্পের টাকা কেন আটকানো হয়েছে?' কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

'রাজ্যের ১০০ দিনের প্রকল্পের টাকা কেন আটকানো হয়েছে?' কেন্দ্রের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। ভুয়ো অ্যাকাউন্টে ভুয়ো নাম ব্যবহার করে টাকা নেওয়ার অভিযোগের তদন্তের নির্দেশ। কেন্দ্র ও রাজ্যকে যথাযথ তদন্তের নির্দেশ হাইকোর্টের। '১০০ দিনের প্রকল্পে রাজ্য পাবে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা'। ''রাজ্যের 'অ্যাকশন টেকেন' রিপোর্ট হয় গ্রহণ করুন অথবা বাতিল করুন'', কিছু একটা তো করতে হবে, কেন্দ্রের উদ্দেশে বার্তা আদালতের। 

WB News Live : হাওড়া স্টেশনে চালু রয়েছে রাজ্য প্রশাসনের হেল্প ডেস্ক, বহু মানুষ আসছেন প্রিয়জনের খোঁজ নিতে

দুর্ঘটনার পর চারদিন কেটে গেছে। কিন্তু এখনও হাওড়া স্টেশনে চালু রয়েছে রাজ্য প্রশাসনের হেল্প ডেস্ক। বহু মানুষ আসছেন প্রিয়জনের খোঁজ নিতে। আসছেন আরও নানা প্রয়োজনীয় খবর পেতে।

West Bengal News Live : রাখে হরি মারে কে, পাশের কামরায় গল্প করতে গিয়ে প্রাণে রক্ষা যশবন্তপুর এক্সপ্রেসের যাত্রীর

রাখে হরি মারে কে, বোধহয় একেই বলে। ব্যাঙ্গালোর-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসে লাইনচ্যুত কামরার যাত্রী ছিলেন হুগলির আরামবাগের বাসিন্দা সন্দীপ হালদার। স্ত্রী, মেয়ে-সহ পরিবারের ৪ জন ভেলোরে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার ঠিক আগে সন্দীপ আর তাঁর মেয়ে ঐশ্বর্যা পাশের কামরায় গিয়েছিলেন গল্প করতে। ফলে ভয়ঙ্কর দুলুনি টের পেলেও তাঁরা প্রাণে বেঁচে যান। কোনওমতে ট্রেন থেকে বেরিয়ে বালেশ্বরে চলে যান আত্মীয়ের বাড়িতে। সেখান থেকে বাসে হাওড়ায় আসেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে এদিন হাওড়া স্টেশনে এসেছিলেন দুর্ঘটনাগ্রস্তদের তালিকায় নাম নথিভুক্ত করতে। 

WB News Live : শিলিগুড়ির আশিঘর মোড়ে রাস্তা পার হওয়ার সময়, ব্যবসায়ীকে এলোপাথাড়ি কোপ

শিলিগুড়ির আশিঘর মোড়ে রাস্তা পার হওয়ার সময়, ব্যবসায়ীকে এলোপাথাড়ি কোপ। হাসপাতালে নিয়ে গেলে বছর আঠাশের যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম স্বপন বর্মন। অভিযুক্তকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, সকাল পৌনে ১০টা নাগাদ আশিঘর মোড়ে রাস্তা পার হওয়ার জন্য ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিলেন স্বপন। অভিযোগ, অভিযুক্ত নিরঞ্জন মণ্ডল ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। মৃতের পরিবারের দাবি, অভিযুক্তের সঙ্গে ব্যবসায়ীর পুরনো বিবাদ ছিল। মামলা-মোকদ্দমাও হয়েছে। তার জেরে অভিযুক্ত জেলও খাটে বলে মৃতের পরিবারের দাবি। পুরনো শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

West Bengal News Live : প্রবল গরমে দুঃসংবাদ, বাংলায় বর্ষা ঢুকবে দেরিতে, আশঙ্কা আবহাওয়া দফতরের

প্রবল গরমে দুঃসংবাদ, বাংলায় বর্ষা ঢুকবে দেরিতে, আশঙ্কা আবহাওয়া দফতরের। আন্দামানে আগাম এলেও দেশের মূল ভূখন্ডে বর্ষা ঢুকতে বিলম্ব।উত্তর-পূর্ব ভারত হয়ে বাংলায় কবে বর্ষা? এখনও সন্দিহান আবহবিদরা। আগাম বর্ষা ঢোকার পরে আন্দামান-নিকোবরে প্রবল বর্ষণ চলছে। ১ জুন কেরলে ঢোকার কথা থাকলেও, এখনও লাক্ষাদ্বীপের কাছেই আটকে আছে বর্ষা। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে।এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, তার হাত ধরেই কেরলে ঢুকতে পারে বর্ষা। উত্তর বঙ্গোপসাগরে অনুকূল পরিস্থিতি না থাকার কারণেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে দেরিতে। 

WB News Live : উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ

মাদক আইনে জেল-ফেরত অভিযুক্তকে দলের বুথ সভাপতি করার অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। পার্টি অফিস ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হন ব্লক সভাপতি, যুব তৃণমূল নেতা-সহ উভয়পক্ষের ১৫ জন। এদের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি। অভিযোগ, মাদক আইনে জেল-ফেরত অভিযুক্তকে দলের বুথ সভাপতি করার প্রতিবাদে সোশাল মিডিয়ায় পোস্ট করেন যুব তৃণমূল নেতা শুভম পাল। তার জেরে তাঁর ওপর হামলা চালায় ব্লক সভাপতির অনুগামীরা। পাল্টা মারধর করে যুব তৃণমূল নেতার সঙ্গীরা। এলাকায় উত্তেজনা থানায় পুলিশ পিকেট বসানো হয়েছে। 

WB News Live : কয়লাপাচার কাণ্ডে মলয় ঘটকের পর এবার মন্ত্রী ঘনিষ্ঠ ও আসানসোলের তৃণমূল কাউন্সিলরের স্বামীকে তলব করল ইডি

কয়লাপাচার কাণ্ডে মলয় ঘটকের পর এবার মন্ত্রী ঘনিষ্ঠ ও আসানসোলের তৃণমূল কাউন্সিলরের স্বামীকে তলব করল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, তদন্তে একাধিকবার আসানসোল পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামী, শঙ্কর চক্রবর্তীর নাম উঠে এসেছে। ইডি-র দাবি, শঙ্কর মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ। এর আগে ওই তৃণমূল নেতাকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছে। কিন্তু তিনি হাজিরা দেননি। এমনকি, ফোনেও সাড়া মেলেনি। এবার দিল্লিতে ইডি-র সদর দফতরে আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে মন্ত্রী-ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতাকে। ইডি সূত্রে খবর, কয়লাকাণ্ডে তাঁর বয়ান রেকর্ড করা হবে। পাশাপাশি এবার কয়লা পাচার মামলায় ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেওয়ার ভাবনা ইডি-র।  ইডি সূত্রে খবর, গত সপ্তাহে লালাকে দিল্লির সদর দফতরে তলব করা হয়। কিন্তু তিনি শুধু হাজিরা দেননি তাই নয়, কী কারণে গরহাজির, তাও জানাননি

Odisha Train Accident Updates : বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ৪ দিনের মাথায়, দুর্ঘটনার কারণ জানতে বাহানাগায় সিবিআই

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ৪ দিনের মাথায়, দুর্ঘটনার কারণ জানতে বাহানাগায় সিবিআই। ১০ সদস্যের সিবিআই টিম পৌঁছল বালেশ্বরে। টিমের নেতৃত্বে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। দুর্ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রেলের অফিসার ও কর্মীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলতে পারেন আধিকারিকরা। ট্রেন দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি, অন্তর্ঘাত, তা জানতেই সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে। 

WB News Live : স্বাভাবিক নয় দক্ষিণ-পূর্ব রেলের চলাচল, ২১ টি ট্রেন বাতিল

লাইন মেরামতির পর বালেশ্বর দিয়ে ট্রেন চলছে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে। এখনও স্বাভাবিক নয় দক্ষিণ-পূর্ব রেলের চলাচল। আজ দিনভর ওই লাইন দিয়ে যাতায়াত করা ২১টি ট্রেন বাতিল । বাতিল হওয়া ট্রেন গুলির মধ্যে আছে আপ শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস। বাতিল ট্রেনের মধ্যে আছে আপ ও ডাউন ফলকনুমা এক্সপ্রেস। তালিকায় আছে শালিমার চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস ও হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস। আজ সকালে হাওড়ায় ঢুকেছে ডাউন হাওড়া পুরী এক্সপ্রেস । আতঙ্কের ছাপ ট্রেনযাত্রীদের চোখে-মুখে। গোটা ট্রেনযাত্রাটাই কেটেছে আতঙ্কে, বলছেন ট্রেনযাত্রীরা। 

West Bengal News Live : করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাজ্যপাল। বাসন্তীর ছড়ানেখালি গ্রামের গায়েন পরিবারের তিন ভাই হারান, নিশিকান্ত ও দিবাকর ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন। ট্রেন দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়। পরিবারের সঙ্গে ফোনে কথা বলার পর, আজ ছড়ানেখালি গ্রামে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই গ্রামের আরও ২ জনের। 

WB News Live : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় রেলের ইন্টারলকিং সিস্টেমেই কি লুকিয়ে আসল রহস্য?

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় রেলের ইন্টারলকিং সিস্টেমেই কি লুকিয়ে আসল রহস্য? রেল সূত্রে খবর, যে দুর্ঘটনা প্রাণ কেড়েছে ২৭৫ জনের, আহতের সংখ্যা হাজারের বেশি, সেই বিপর্যয়ের নেপথ্যে মানুষের ভুল বা অন্তর্ঘাত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।আর এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে। ভারতীয় রেলে এখন প্রায় পুরোপুরি স্বয়ংক্রিয় পদ্ধতিতেই সিগন্যাল দেওয়া হয়। জরুরি বা বিশেষ পরিস্থিতিতে এর ব্যতিক্রম ঘটে। তবে সেক্ষেত্রে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। প্রশ্ন উঠছে, করমণ্ডল-বিপর্যয়ে কী কোনওভাবে ম্যানুয়াল সিস্টেম ব্যবহার করা হয়েছিল? কিন্তু কেন? এখন সেই উত্তরই খুঁজবেন সিবিআই অফিসাররা। 

West Bengal News Live : বালেশ্বরে করমণ্ডল-বিপর্যয়ের পর, আজ আবার ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বালেশ্বরে করমণ্ডল-বিপর্যয়ের পর, আজ আবার ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কটক ও ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি এ রাজ্যের আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রথমে কটকে যাবেন মুখ্যমন্ত্রী। এরপর ভুবনেশ্বর এইমসে গিয়ে দেখা করবেন ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকির জন্য তিনদিনের পাহাড় সফর বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB News Live : করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাজ্যপাল

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাজ্যপাল। বাসন্তীর ছড়ানেখালি গ্রামের গায়েন পরিবারের তিন ভাই হারান, নিশিকান্ত ও দিবাকর ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন। ট্রেন দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়। পরিবারের সঙ্গে ফোনে কথা বলার পর, আজ ছড়ানেখালি গ্রামে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই গ্রামের আরও ২ জনের। 

WB News Live : কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, হুলস্থূল কাণ্ড

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। কাতারগামী বিমানে বোমা রাখা আছে বলে চিৎকার করতে থাকেন এক যাত্রী। ছড়ায় আতঙ্ক। গতকাল রাত ৫৪১ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল কাতার এয়ারলাইন্সের বিমানটির। বিমানবন্দর সূত্রে খবর, রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়। বিমানবন্দর সূত্রে খবর, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ বলে তাঁর পরিবার জানিয়েছে। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সিআইএসএফ।  

WB News Live : SSC দুর্নীতিতে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও বেশি সুবিধাভোগী শুভেন্দু অধিকারী, দাবি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। 

WB News Live : অভিষেকের স্ত্রীর পর আইনমন্ত্রী, কয়লাকাণ্ডে একদিনে ইডির জোড়া তলব

অভিষেকের স্ত্রীর পর আইনমন্ত্রী, কয়লাকাণ্ডে একদিনে ইডির জোড়া তলব । দুবাই যাওয়ার পথে বাধা, বিমানবন্দরেই রুজিরাকে ইডির নোটিস । ৮ জুন সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য বিমানবন্দরেই রুজিরাকে ইডির নোটিস 

West Bengal Live Blog : শুকিয়ে যাচ্ছে রবীন্দ্র সরোবর !

শুকিয়ে যাচ্ছে রবীন্দ্র সরোবর ! প্রাতঃভ্রমণ বা সান্ধ্যভ্রমণে গিয়ে যারা রোজ এই শতাব্দীপ্রাচীন সরোবরকে দেখেন তাঁরা বলছেন, একটু একটু করে জল কমছে সরোবরের। বিশেষজ্ঞদের দাবি, উপায় এখন, ড্রেজিং বা পলি নিষ্কাশন করা। 

WB News Live : বন্ধু-বিয়োগের আক্ষেপ

ট্রেনের ভাঙা জানালা দিয়ে কোনওরকমে বেরিয়ে প্রাণে বাঁচলেও, বন্ধুকে না বাঁচাতে
পারার আক্ষেপ এখনও চোখেমুখে। ২০১৮ সাল থেকে তামিলনাড়ুতে থাকেন হাওড়ার পাঁচলার বাসিন্দা শহিদ মল্লিক। যশবন্তপুর এক্সপ্রেসে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা।

WB News Live : ফিরল নিথর দেহ

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পুরুলিয়ার আদ্রার বাসিন্দা কৈলাস মাহাতোর। গ্রামের বাড়িতে পৌঁছল নিথর দেহ। গত কয়েকমাস আগে কর্মসূত্রে ব্যাঙ্গালোর গিয়েছিলেন তিনি।

WB News Live : মানচিত্র দেখে 'প্রতীচী' চত্ত্বরে ১৩ ডেসিমেল জমি চিহ্নিত করলেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা

মানচিত্র দেখে 'প্রতীচী' চত্ত্বরে ১৩ ডেসিমেল জমি চিহ্নিত করলেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা। বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক। এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। 

প্রেক্ষাপট


রুজিরাকে ইডি-র নোটিস :  ৮ জুন ইডির দফতরে হাজিরা দিতে রুজিরাকে নোটিস। কলকাতা বিমানবন্দরেই দেওয়া হল নোটিস। কলকাতা বিমানবন্দরে যাওয়ার পর আটকানো হয় অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে আটকানো হয় তাঁকে। এদিন সকাল ৭ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন রুজিরা। 


অভিষেকের নিশানায় শুভেন্দু : রুজিরাকে নিয়ে শুভেন্দুর আক্রমণ। পাল্টা আক্রমণে অভিষেক। বললেন, পার্থর চেয়েও এসএসসির সবচেয়ে বড় বেনিফিসিয়ারি শুভেন্দু ! 

'প্রমাণ থাকলে দেখান' :  রুজিরার বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ শুভেন্দুর। প্রমাণ থাকলে দেখান, হুঙ্কার অভিষেকের। প্রধানমন্ত্রীকেও চ্যালেঞ্জ।


 মলয়কে ইডি-তলব : কয়লা পাচারকাণ্ডে এবার মলয় ঘটককে নোটিস। দিল্লির সদর দফতরে হাজিরার নির্দেশ ইডির। ১৯ জুন সশরীরে হাজিরার নির্দেশ রাজ্যের আইনমন্ত্রীকে। এর আগে একাধিকবার নোটিস সত্ত্বেও সময় দেননি মলয় ঘটক। 


ফের ভুবনেশ্বরে মুখ্যমন্ত্রী : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় 'শনাক্ত হয়েছে বাংলার ৯০ জনের দেহ'। 
'নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য' ও 'নিহতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আজ ফের কটক, ভুবনেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 


বালেশ্বরে সিবিআই :  কার ভুলের মাশুল গুণতে হল ২৭৫ জন রেল যাত্রীকে? করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আজই বালেশ্বরে সিবিআই। কীভাবে দুর্ঘটনা, অন্তর্ঘাত না অন্য কিছু? তা জানতেই তদন্ত। 
সিবিআই, রেলওয়ে সেফটি কমিশনে শেষপর্যন্ত জানা যাবে আসল সত্য? 


অবশেষে গড়াল চাকা  : ৫১ ঘণ্টা পর বাহানাগায় গড়াল ট্রেনের চাকা। ভয়াবহ দুর্ঘটনার ৩ দিনের মাথায়, আপ ও ডাউন দুটি লাইনেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় চলছে লাইন মেরামতি ও ভাঙাচোরা ট্রেন সরানোর কাজ। দেহ শনাক্তকরণ কেন্দ্রে এখনও প্রিয়জনের সন্ধান চালাচ্ছেন বহু মানুষ। 


ঘরে ফেরা হল না : চেয়েছিলেন টাকার প্রয়োজনে কাজের সন্ধানে ৬ বছরের সন্তানকে ঘরে রেখে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন উত্তর ২৪ পরগনার সঞ্জয় দে। কিন্তু ইচ্ছেপূরণ হল না। বাড়ি ফিরলেন কফিনবন্দি হয়ে।


বিস্ফোরণের বলি বালক:  শৌচাগারে রাখা ছিল বোমা। আর সেই বোমা বিস্ফোরণেই মৃত্যু ১১ বছরের বালকের! আজ ঘটনাটি ঘটে বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বক্সী পল্লিতে। বিস্ফোরণস্থলে মেলে একটি কালো প্লাস্টিকের প্যাকেট। তার মধ্যে ছিল ৮টি তাজা বোমা। ঘটনায় গ্রেফতার ২। ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডি-র বম্ব স্কোয়াড।


জলে ডুবে মৃত্যু : পাটুলির পদ্মশ্রীতে পুকুরে স্নান করতে নেমে দুর্ঘটনা। জলে ডুবে ২ তরুণের মৃত্যু। বেশ কিছুক্ষণের চেষ্টায় দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী।           

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.