West Bengal Live News : 'BJP ভাইরাস হলে, ভ্যাকসিন TMC', বার্তা অভিষেকের

West Bengal Live : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকে

ABP Ananda Last Updated: 06 May 2023 11:18 PM
WB News Live: DA মিছিলের স্লোগানের আওয়াজ চাপা অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে

টানা ১২ বছর পর হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি। রাজ্যের মুখ্যমন্ত্রীর পাড়া দিয়ে মিছিল পেরলো শান্তিপূর্ণ ভাবেই। মিছিলের স্লোগানের আওয়াজ চাপা দিতে রাস্তাজুড়ে মাইক লাগিয়ে উচ্চস্বরে রবীন্দ্রসংগীত বাজানোর অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। 

West Bengal News Live : ভাতারে মেঝে কেটে গয়না চুরি

দোতলা মাটির বাড়ির টিনের ছাউনি ও মেঝে কেটে গয়নার দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ভাতারের কামারপাড়া বাজার এলাকায়। 

WB News Live: তৃণমূলে ভাঙ্গন অব্যাহত

 তৃণমূলে ভাঙ্গন অব্যাহত। প্রায় দুই শতাধিক তৃণমূল কর্মী যোগদান করলেন জাতীয় কংগ্রেসে। সুজাপুর বিধানসভার গয়েসবাড়ি অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি ,তার সঙ্গে প্রায় দুই শতাধিক তৃণমূল কর্মী এদিন সুজাপুর কংগ্রেস কার্যালয়ের সামনে যোগদান সভায় কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। 

West Bengal News Live : ডিএ মিছিল প্রসঙ্গে আক্রমণ কুণালের

মমতা-অভিষেকের পাড়ায় ডিএ মিছিল প্রসঙ্গে আক্রমণ কুণালের। এদিন কুণাল ঘোষ বলেন,‘বাইরে থেকে লোক এনে অসভ্যতা হয়েছে। ডিএ মঞ্চ থেকে কুৎসিত রাজনৈতিক আক্রমণ।' পাশাপাশি এদিন তিনি বিরোধী দলনেতার মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ।এদিন শুভেন্দু অধিকারী  বলেন, 'ডিসেম্বর থেকে জুলাই গড়াল ডিএ মামলা, পিছনের খেলা জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খেলা বন্ধ হবে। বিরোধীনেত্রী হিসেবে মমতা হকের দাবির কথা বলেছিলেন। আগামী দিনে লাগাতার কর্মবিরতি করতে, ধর্মঘটে যান। যোগ্য কর্মপ্রার্থীরাও একসঙ্গে পথে নামুন।' আর এরপরেই আপত্তি তুলেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'ডিএ মামলা নিয়ে শুভেন্দুর মন্তব্যে সুপ্রিম কোর্টের অবমাননা।’

WB News Live: ডিএ আন্দোলনকারীদের নিশানা করতে গিয়ে জিভ টেনে ছেঁড়ার হুঁশিয়ারি মন্ত্রীর!

ডিএ আন্দোলনকারীদের নিশানা করতে গিয়ে জিভ টেনে ছেঁড়ার হুঁশিয়ারি মন্ত্রীর! 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসাকারীদের জিভ টেনে ছিঁড়ে দিন। এটাই হবে আগামী দিনের আন্দোলনের রূপরেখা'। আসি-যাই মাইনে পাই চলবে না, হুঙ্কার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের

West Bengal News Live বাঁকুড়ার সভা থেকে হুঙ্কার দিলীপের

'মোদির বিরুদ্ধে লাগলে উদ্ধব ঠাকরে, নীতীশ কুমার হবে' মোদির বিরুদ্ধে লাগলে শেষে মমতারও হবে, হুঁশিয়ারি দিলীপের। 'পিছনে লাগলে হয় ভগবান, নয়তো সিবিআই নিয়ে যাবে। বাঁচার কোনও রাস্তা নেই,' বাঁকুড়ার সভা থেকে হুঙ্কার দিলীপের । 

WB News Live: দুয়ারে রেশন প্রকল্প ঘিরে বিক্ষোভ বাঁকুড়ায়

দীর্ঘ দুমাস ধরে এলাকার অধিকাংশ রেশন গ্রাহক রেশন পাচ্ছেন না। চালু হয়নি দুয়ারে রেশন প্রকল্পও। আজ ফের রেশন দোকানে গিয়ে রেশন না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। পথ অবরোধ করে চলল বিক্ষোভ। ঘটনা বাঁকুড়ার খাতড়ার দাসের মোড়ের। 

West Bengal News Live : বিজেপিকে নিশানা অভিষেকের

DA-আন্দোলনের শততম দিনে যখন শাসকদলের বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু, ঠিক তখনই অধীরগড় থেকে বিজেপিকে (BJP) জোর নিশানা করলেন তিনি। বললেন, 'বিজেপি ভাইরাস হলে, ভ্যাকসিন তৃণমূল কংগ্রেস। বিজেপি নামক ভাইরাসকে মারতে পারে একমাত্র তৃণমূল।'

WB News Live: ফের অভিষেকের নিশানায় অধীর

মুর্শিদাবাদে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অধীর চৌধুরী। 'বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে একমাত্র তৃণমূল। বাংলার বকেয়া নিয়ে একদিনও রাস্তায় নামেননি অধীর চৌধুরী।'

West Bengal News Live : DA আন্দোলনকে কুর্ণিশ শুভেন্দুর

আজ DA-আন্দোলনের শততম দিন। শহরের রাজপথে মহার্ঘ আঁচ। 'ডিএ আন্দোলনকারীদের জয়ী হতেই হবে' বলে এদিন কুর্ণিশ জানালেন বিরোধী দলনেতা। এবং তৃণমূল সুপ্রিমোকে তীব্র নিশানা করে যবনিকা টানলেন শুভেন্দু অধিকারী । হুঁশিয়ারি দিয়ে বললেন, 'এবার কালীঘাটের গলিতে ঢুকব।'  

WB News Live : বাংলাদেশ থেকে জেল খেটে দেশে ফিরলেন এক ভারতীয় শ্রমিক

নদিয়ার চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশ থেকে জেল খেটে দীর্ঘ ১৫ মাস পর নিজের দেশ ভারতের মাটিতে ফিরে আসলেন একজন। 

WB News Live : ঝামাপুকুরে লোকজন জুটিয়ে এনে যুব তৃণমূল নেতাকে 'বেদম মার'

মাদক নেওয়ার প্রতিবাদ করায় ঝামাপুকুরে লোকজন জুটিয়ে এনে যুব তৃণমূল নেতাকে বেদম মার। থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তদের খোঁজে পুলিশ। পিছনে রাজনৈতিক যোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

Moina Murder Update : বিজেপি নেতা খুনে গ্রেফতার মোট ৩ জন

ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও ২। নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল নামে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
। বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের ছ’দিনের মাথায় গ্রেফতার আরও ২। বিজেপি নেতা খুনে গ্রেফতার মোট ৩ জন

Moina Murder Update : বিজেপি নেতা খুনে গ্রেফতার মোট ৩ জন

ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও ২। নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল নামে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
। বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের ছ’দিনের মাথায় গ্রেফতার আরও ২। বিজেপি নেতা খুনে গ্রেফতার মোট ৩ জন

WB News Live : ময়না খুনে দ্বিতীয় গ্রেফতার

ময়নায় বিজেপি নেতা খুনে দ্বিতীয় গ্রেফতার । পুলিশের জালে এফআইআরে ২৪ নম্বরে নাম থাকা নন্দন মণ্ডলের। এর আগে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতা মিলন ভৌমিক

WB News Live : জেলা পরিষদেও তোলাবাজি কেষ্টর?

বীরভূম জেলা পরিষদ থেকে দেহরক্ষী সায়গল হোসেনের মাধ্যমে তোলা তুলতেন অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় চার্জশিটে ইডি-র দাবি। স্বীকারোক্তি অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর। 


 

DA News Live : হাজরা মোড়ে কড়া পুলিশি ব্যবস্থা, ধর্মতলাতেও নিরাপত্তার বন্দোবস্ত কলকাতা পুলিশের

হাজরা মোড়ে কড়া পুলিশি ব্যবস্থা। ধর্মতলাতেও নিরাপত্তার বন্দোবস্ত কলকাতা পুলিশের। তৈরি জলকামান। নজর মেট্রো রেল  যানবাহন চলাচলেও।

WB News Live : তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল বৈঠকে শোনা গেল চোর চোর বলে স্লোগান

পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল বৈঠকে শোনা গেল চোর চোর বলে স্লোগান। অস্বস্তিতে পড়ে তড়িঘড়ি বৈঠক শেষ করেন TMCP ছাত্র নেতারা। বৃহস্পতিবারের ঘটনার অডিও ক্লিপ ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। তাঁদের দলের ভার্চুয়াল বৈঠকে চোর স্লোগান দেওয়ার দায় বিরোধীদের ঘাড়েই চাপিয়েছে TMCP নেতৃত্ব।

WB News Live : নিয়োগ দুর্নীতি নিয়ে ফের নিজের পুরনো দল সিপিএমকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক

যখন সিপিএম করতাম, তখন দলের কত নেতাকে চাকরি দিয়েছি, তার ঠিক নেই। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিলে অন্যায়। নিয়োগ দুর্নীতি নিয়ে ফের নিজের পুরনো দল সিপিএমকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। ভাইরাল ভিডিও। 

West Bengal News Update : বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম

আজই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। অন্যদিকে, আজ থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। উল্টে ৩-৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। বুধবারের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পারদ ৪০ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

Birbhum Local News Live : অমর্ত্য সেনকে অসম্মানের অভিযোগ, প্রতীচীর পাশে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে অসম্মানের অভিযোগ। প্রতীচীতে উচ্ছেদ নোটিসের প্রতিবাদে আজও সরব বিশিষ্টজনরা। বিশ্বভারতী বাঁচাও কমিটির পক্ষ থেকে প্রতীচীর পাশে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি। গান-নাটক-স্লোগানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ সভা। এদিনের কর্মসূচিতে সামিল পরিচালক গৌতম ঘোষ, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন থেকে বিশ্বভারতীর অধ্যাপক, কর্মী, ছাত্রছাত্রীরা। বিশ্বভারতী বাঁচাও কমিটির মঞ্চের পাশে আরও একটি মঞ্চ বাঁধা হয়েছে। সেখানে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ।

DA News Live : বিভিন্ন জেলা থেকে কলকাতামুখী সরকারি কর্মীদের একের পর এক মিছিল

বিভিন্ন জেলা থেকে কলকাতামুখী সরকারি কর্মীদের একের পর এক মিছিল। পথেই চলছে গান-স্লোগান। 

WB News Live : সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন আব্দুল লতিফ

৯ দিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষে, আজ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন আব্দুল লতিফ। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পাওয়ার পর, গত ২৭ এপ্রিল আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন গরুপাচারকাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী। শর্ত সাপেক্ষে জামিন মেলার পর, তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

WB News Live : বিরোধী দলকে একজোট হওয়ার আহ্বান জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়

বছর ঘুরলে লোকসভা ভোট। সেকথা মাথায় রেখেই, মুর্শিদাবাদে দাঁড়িয়ে ফের সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার আহ্বান জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।সেই সঙ্গে শুক্রবার মুর্শিদাবাদ থেকে, একের বিরুদ্ধে একের লড়াইয়ের ফর্মুলাও দেন তিনি।

WB News Live : DA আন্দোলনকারীদের মিছিল আজ কোন কোন রাস্তা ধরে এগোবে?

বকেয়া DA-র দাবিতে ৯৯ দিন ধরে চলছে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের আন্দোলন। ১০০-তম দিনে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা দিয়ে মিছিল করবেন আন্দোলনকারীরা। আদালতের থেকে অনুমতি নিয়ে আজ হাজরার দমকল কেন্দ্র থেকে শুরু করে হরিশ মুখার্জি রোড, ডি এন রোড, এস পি মুখার্জি রোড হয়ে জরা মোড় পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

DA Rally Update : DA-আন্দোলনের শততম দিনে আন্দোলনকারীদের মিছিল

DA-আন্দোলনের শততম দিনে আন্দোলনকারীদের মিছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা দিয়ে মিছিল । 

WB News Live : জেলা পরিষদ থেকে তোলা তুলতেন অনুব্রত ! উল্লেখ ইডি-র চার্জশিটে

প্রাক্তন দেহরক্ষী সায়গলকে কাজে লাগিয়ে জেলা পরিষদ থেকে তোলা তুলতেন অনুব্রত । উল্লেখ ইডি-র চার্জশিটে, খবর সূত্রের। তৃণমূল কর্মী তথা রাইস মিলের যৌথ মালিক রাজীব বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বয়ান দিয়েছে, দাবি ইডি সূত্রে। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন শেখ আব্দুল লতিফ। 

ডেঙ্গি-ম্যালেরিয়া রিপোর্টে উদ্বেগজনক তথ্য, দেশের মধ্যে প্রথম স্থান পশ্চিমবঙ্গের

  • পশ্চিমবঙ্গের ডেঙ্গি-ম্যালেরিয়া রিপোর্টে উদ্বেগজনক তথ্য

  • আক্রান্তের নিরিখে ২০২২ সালে, দেশের মধ্যে প্রথম স্থান পশ্চিমবঙ্গের

  • ২০২২ এ পশ্চিমবঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২৭১ জন

ডেঙ্গি-ম্যালেরিয়া রিপোর্টে উদ্বেগজনক তথ্য, দেশের মধ্যে প্রথম স্থান পশ্চিমবঙ্গের

  • পশ্চিমবঙ্গের ডেঙ্গি-ম্যালেরিয়া রিপোর্টে উদ্বেগজনক তথ্য

  • আক্রান্তের নিরিখে ২০২২ সালে, দেশের মধ্যে প্রথম স্থান পশ্চিমবঙ্গের

  • ২০২২ এ পশ্চিমবঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ২৭১ জন

West Bengal News : ইডির চার্জশিটে বিএসএফের উল্লেখের পরই সুর চড়াল তৃণমূল

তৃণমূলের অভিযোগেই মান্যতা, গরুপাচারে ইডির চার্জশিটে বিএসএফের উল্লেখের পরই সুর চড়াল তৃণমূল। সঠিক পথেই তদন্ত, পাল্টা বিজেপি। শাসকদলের মদতেই সংগঠিত অপরাধ, প্রতিক্রিয়া বামেদের।

DA Agitation Live : আজ মুখ্যমন্ত্রীর এলাকায় মিছিল করবেন DA-র আন্দোলনকারীরা

আজ মুখ্যমন্ত্রীর এলাকা, হরিশ মুখার্জি রোড হয়ে মিছিল করবেন DA-র আন্দোলনকারীরা। তার আগে, ফাটল দেখা দিল সংগ্রামী যৌথ মঞ্চের অন্দরে। যদিও একে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।

WB News Live : সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন শেখ আব্দুল লতিফ

আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন শেখ আব্দুল লতিফ। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পাওয়ার পর, গত ২৭ এপ্রিল আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন গরুপাচারকাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী। শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হওয়ার পর, তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের চার্জশিটে নাম ছিল লতিফের।

প্রেক্ষাপট

গরুপাচারে বিএসএফের 'হাত' : বিএসএফ ( BSF ) আধিকারিকদের একাংশের যোগসাজশেই ভারত থেকে বাংলাদেশে পাচার হত গরু। অমিত শাহের অধীনে থাকা বিএসএফের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ ইডির ( ED ) চার্জশিটে।


'কমিশন পেত বিএসএফ' : পুলিশ ট্রাক আটকালে দেওয়া হত টোকেন। রাত ১১ থেকে চার ঘণ্টার জন্য খুলত দরজা। কমিশন পেত বিএসএফ। অনুব্রত যোগে বীরভূম থেকে বিনা বাধায় গরুর ট্রাক যেত মুর্শিদাবাদে। উল্লেখ চার্জশিটে।


'তৃণমূলের অভিযোগেই মান্যতা' : গরুপাচারে বিএসএফ জড়িত থাকার অভিযোগ বারবার দাবি করেছে তৃণমূলই। সেই কথাই সাপ্লিমেন্টারি চার্জশিটে লিখল কেন্দ্রীয় সংস্থা। প্রতিক্রিয়া ফিরহাদের।


দায়-সংঘাত : গরুপাচারে ( Cow Smuggling )  জড়িত রাজ্য পুলিশ, বিএসএফ। সব টোকেনের খেলা, কটাক্ষ সুজনের। সবাই টাকা খেয়েছে, আক্রমণ অধীরের। দোষীদের সাজা হোক, নাহলে অপরাধ বন্ধ হবে না, পাল্টা দিলীপ।


গরুপাচারে ৭৭ কোটি ! : গরুপাচার মামলায় ৭৭ কোটির হদিশ। অনুব্রত ও ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে জমা প্রায় ১৩ কোটি টাকা। ব্যবসা চালাতেন মেয়ে, বয়ান অনুব্রতর। বাবার নির্দেশেই কাজ, বয়ান সুকন্যার, ইডি সূত্রে খবর।


সায়গলের ফোনে কেষ্ট-কথন! : অনুব্রতর ( Anubrata Mondal ) সঙ্গে গরুপাচারকারীরা কথা বলত তাঁর ফোনেই। কথা বলতেন তৃণমূল নেতা-বিধায়ক-পুলিশকর্তারাও। ইডি-র চার্জশিটে সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তির উল্লেখ।


'প্রভাব খাটিয়ে লটারি-প্রাপ্তি' :  ৩ বছরে ৫টি লটারিতে প্রায় ২ কোটির টাকা লক্ষ্মীলাভ কেষ্টর। লটারিতে বিজয়ীর নাম আগে জেনে প্রভাব খাটিয়ে যোগাযোগ কেষ্ট ঘনিষ্ঠ কাউন্সিলরের। ইডির চার্জশিটে উল্লেখ।


‘কৃপাময়কে কেষ্ট-তথ্য জেলারের’ : শক্তিগড়ে কোথায় দাঁড়াবে কেষ্টর কনভয়, কোন দোকানে ব্রেকফাস্ট। আগেই সুকন্যার গাড়িচালক তুফান মিদ্দা ও তৃণমূল নেতা কৃপাময় ঘোষকে জানিয়েছিলেন জেল আধিকারিক। চার্জশিটে দাবি ইডির। 


‘মুখ খুললেই ঠোক দো’ : 'এজেন্সিকে বিজেপি বলছে ধামাকা করে দাও, যেমন NRC নিয়ে আপনারা দেখছেন, বিলকিস নিয়েও আপনারা দেখছেন, আমাদের অনেক কাণ্ড হয়েছে, হিন্দু-মুসলিম সবাইকে নিয়ে।' মমতার নিশানা বিজেপিকে । 


অভিষেকের জনসংযোগ : দুই দিনাজপুরের পর এবার মুর্শিদাবাদ। রোড শোয়ের সময় ফের গাড়ির ছাদে অভিষেক। সারলেন জনসংযোগ।  


ক্ষোভ সামলাতে অভিষেক-বার্তা : মালদা তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। বিনোদপুরের পর ইংরেজবাজারের কাজিগ্রাম। স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভ দলেরই একাংশের। ৭দিনের মধ্যে দ্বন্দ্ব মেটাতে নির্দেশ অভিষেকের।


মমতার জোট-বার্তা:  ২৪-এর ভোটের আগে বিজেপি বিরোধীদের একজোট হওয়ার বার্তা মমতার। আগে বিশ্বাসযোগ্যতা প্রমাণ করুন, পাল্টা অধীর।


অধরা শাসক-নেতা : বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের পর অধরা শাসক নেতা। দল আগাম পদক্ষেপ করলে ঘটনা ঘটত না, আক্ষেপ রাজু নস্করের ছেলের। পদে থেকে মন্তব্য সঠিক নয়, পাল্টা কুণাল।


মিছিলে মতবিরোধ :  বকেয়া ডিএ-র দাবিতে অভিষেকের বাড়ির সামনে মিছিল নিয়ে আন্দোলনকারীদের মধ্যে সংঘাত। মিছিল নয়, হোক সমাবেশ, দাবি একপক্ষের। মিছিল হবেই, পাল্টা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.