WB News LIVE Blog: বিশ্বভারতী কর্তৃপক্ষ না করতে চাইলে, বোলপুর পুরসভার তরফে পৌষমেলার আয়োজন করা হবে : চন্দ্রনাথ সিনহা

Get the latest West Bengal News and Live Updates: বেশি ডিএ দিলে নেমে আসতে পারে আর্থিক বিপর্যয়, কার্যত সঙ্কট মেনে হাইকোর্টে রাজ্যের হলফনামা। অপ্রত্যাশিত সমস্যা তৈরির আশঙ্কা। 

ABP Ananda Last Updated: 06 Nov 2022 11:52 PM
WB News Updates: রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি

রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি। নাইসেড সূত্রে খবর, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে DENG 2-র প্রকোপ বেড়েছে। এদিকে, কোনও ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা হয়েছে কিনা তা আলাদা করে নথিভুক্ত করে খতিয়ে দেখছে করছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যভবন সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু কমানোই এখন মূল লক্ষ্য।

WB News Live Updates: বিশ্বভারতী কর্তৃপক্ষ না করতে চাইলে, বোলপুর পুরসভার তরফে পৌষমেলার আয়োজন করা হবে : চন্দ্রনাথ সিনহা

বিশ্বভারতী কর্তৃপক্ষ না করতে চাইলে, বোলপুর পুরসভার তরফে পৌষমেলার আয়োজন করা হবে। বললেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি আরও বলেন, এর জন্য, বিশ্বভারতীর কাছে পূর্বপল্লী মাঠটি পাওয়ার ব্যাপারে আবেদন জানাবে তারা। চাইলে ভাড়াও দিতে প্রস্তুত। রবিবার বিকালে, বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে জেলা কমিটির বৈঠক ছিল৷ সেখানে চন্দ্রনাথ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন, শতাব্দী রায়, আশিস বন্দ্যোপাধ্যায় সহ জেলা তৃণমূলের নেতারা। সেখানেই এই মন্তব্য করেন চন্দ্রনাথ সিনহা। 

WB News Updates: কাল মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের বসতে নিষেধ পুলিশের, সরব শুভেন্দু

কাল মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের বসতে নিষেধ পুলিশের। পুলিশি নিষেধাজ্ঞার সমালোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘আইনশৃঙ্খলার অজুহাত তুচ্ছ’, ট্যুইটে আক্রমণ শুভেন্দুর ।

WB News Live Updates: সিউড়িতে খুনের ঘটনায় সরগরম লালমাটির জেলা, গ্রেফতার তৃণমূল নেতা সহ ১৫

সিউড়িতে খুনের ঘটনায় সরগরম লালমাটির জেলা। গ্রেফতার তৃণমূল নেতা সহ ১৫ জন। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ মৃতের পরিবারের।

WB News Updates: ডেঙ্গি নিয়ে রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে সরব বিরোধীরা

রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ২জনের। মধ্যমগ্রাম ও নাগেরবাজারের দুই বাসিন্দার ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গি শক সিনড্রোমের। এদিকে, ডেঙ্গি নিয়ে রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে সরব বিরোধীরা। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা জবাব শাসকদলের।

WB News Live Updates: রাজ্যে ফের গ্রেফতার আল কায়দা জঙ্গি

রাজ্যে ফের গ্রেফতার আল কায়দা জঙ্গি। ধৃতের নাম মনিরুদ্দিন খান। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে গ্রেফতার করল এসটিএফ। ভুয়ো পরিচয়পত্র তৈরি করতে সাহায্য করত মনিরুদ্দিন, এসটিএফ সূত্রে খবর। আগে ফয়জল নামে একজনকে গ্রেফতার করেছিল এসটিএফ। উদ্ধার করা হয়েছিল একটি পেন ড্রাইভ। পেন ড্রাইভ থেকে মিলেছিল প্রচুর তথ্য, এসটিএফ সূত্রে খবর।

WB News Updates: শিশুর দেহ উদ্ধার ঘিরে বালুরঘাটে ধুন্ধুমার

শিশুর দেহ উদ্ধার ঘিরে বালুরঘাটে ধুন্ধুমার। ঘুড়ি কিনে দেওয়ার নাম করে শিশুকে অপহরণের অভিযোগ। শনিবার সন্ধে থেকে নিখোঁজ ছিল শিশুটি। অপহরণে অভিযুক্ত প্রতিবেশী যুবকের বাড়ির পাশ থেকে উদ্ধার দেহ। অভিযুক্তের বাড়ি ভাঙচুর স্থানীয়দের।

WB News Live Updates: ‘রাজ্যে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগের কিছু নেই’, সৌগত রায়ের মন্তব্যে বিতর্ক

তৃণমূল সাংসদ সৌগত রায়ের মুখে ‘বোমা তৈরির ফর্মুলা’। ‘৬০ এর দশকে যে বোমা তৈরি হত, এখনও তাই হয়’। বোমা তৈরিতে কী কী উপকরণ, বললেন তৃণমূল সাংসদ। ‘রাজ্যে আধুনিক বোমা পর্যন্ত তৈরি হয় না’। ‘রাজ্যে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগের কিছু নেই’ । ‘বোমা উদ্ধারের ঘটনা সামগ্রিক আইনশৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করায় না’। তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যে বিতর্ক।

WB News Updates: পঞ্চায়েত ভোট হিংসামুক্ত করার ডাক মদন মিত্রর

পঞ্চায়েত ভোট হিংসামুক্ত করার ডাক মদন মিত্রর। ‘মেরে পঞ্চায়েত নেওয়া যাবে না’। ‘নেতাদের ভুল হলে কর্মীরা বলুন’। ‘এমন কিছু করবেন না, যাতে একজনের জন্য দল কালিমালিপ্ত হয়’। কামারহাটিতে দলীয় অনুষ্ঠানে মন্তব্য বিধায়ক মদন মিত্রর।

WB News Live Updates: কালো টাকা সাদা করতে একরের পর একর জমি কিনেছিলেন এনামুলের তিন ভাগ্নে, দাবি সিআইডি-র

গরুপাচারকাণ্ডে শুধু কোম্পানি বা ট্রাস্টের মাধ্যমে নয়, কালো টাকা সাদা করতে একরের পর একর জমি কিনেছিলেন এনামুল হকের তিন ভাগ্নে। দাবি সিআইডি-র। চার্জশিট ও কেস ডায়েরিতে একাধিক জমির উল্লেখ। চার্জশিটে সিআইডি-র দাবি, প্রভাব খাটিয়ে বাজার মূল্যের তুলনায় অনেক কম দামে জমি কিনেছিলেন এনামুলের ভাগ্নেরা। একাধিক কৃষি জমির চরিত্রও বদল করা হয়েছিল বলে সিআইডি-র অভিযোগ। চার্জশিটে উল্লেখ, প্রচুর জমি কেনা হয়েছিল মুর্শিদাবাদ ও রাজারহাট-নিউটাউনে। তৈরি করা হয়েছিল ল্যান্ড ব্যাঙ্ক। স্থানীয় পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স মিলেছিল বলে সিআইডি-র চার্জশিটে উল্লেখ। এনামুলের ভাগ্নেদের কোথায় কোথায় জমি রয়েছে, খোঁজ চালাচ্ছে সিআইডি। খবর সূত্রের। 
 

WB News Updates: ভাঙড়ে সিপিএমের জাঠায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আহত ৭

ভাঙড়ের বানতলায় সিপিএমের জাঠায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত ৭ সিপিএম কর্মী। প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ বাম কর্মীদের। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তোলার স্লোগান দিয়ে এদিন বানতলা থেকে বামনঘাটা পর্যন্ত মিছিল করার কথা ছিল সিপিএমের। অভিযোগ, মিছিল শুরুর আগে বাম কর্মীরা জড়ো হওয়া মাত্র তাঁদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। এর প্রতিবাদে বেশ কিছুক্ষণ বাসন্তী হাইওয়ে অবরোধ করেন বাম কর্মীরা। পরে তাঁরা মিছিল করেন। মুখ্যমন্ত্রীর নামে মিথ্যা অভিযোগ তোলায় জনরোষের শিকার হয়েছেন সিপিএম কর্মীরা, দাবি তৃণমূলের ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তীর। হিংসা কাম্য নয়, প্রতিক্রিয়া সৌগত রায়ের। 

WB News Live Updates: দেগঙ্গায় পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ, জখম ২ শ্রমিক

দেগঙ্গায় পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ। বোমা ফেটে জখম ২ শ্রমিক। নির্মীয়মাণ বাড়ির সিঁড়ির নীচে বোমা মজুত ছিল বলে পুলিশের দাবি।অভিযুক্ত পঞ্চায়েত সদস্যার থেকে দূরত্ব তৈরি তৃণমূলের। ‘পঞ্চায়েত সদস্যা তৃণমূলের টিকিটে জয়ী হননি’। ‘সিপিএমের টিকিটে জিতে তৃণমূলকে সমর্থন করেছিলেন’, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

WB News Updates: এলাকায় মাদক-বিরোধী মিছিল আমডাঙার তৃণমূল বিধায়কের

পুলিশের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে এলাকায় মাদক-বিরোধী মিছিল আমডাঙার তৃণমূল বিধায়কের। ফের একবার আমডাঙা থানার পুলিশকে নিশানা রফিকুর রহমানের। আমডাঙায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য বাড়ছে। নেশা আমডাঙাকে শেষ করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশও জানাবেন বলে জানিয়েছেন রফিকুর রহমান। এদিন দারিয়াপুর এলাকায় মাদক-বিরোধী মিছিলে হাঁটেন আমডাঙার তৃণমূল বিধায়ক।

WB News Live Updates:শিয়ালদাগামী চলন্ত ট্রেনে উঠে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ

শিয়ালদাগামী চলন্ত ট্রেনে উঠে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। ভোর ৫টা ৪০-এ শিয়ালদা দক্ষিণ শাখার নেতড়া ও দেউলা স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে। গুরুতর জখম ব্যবসায়ী মসিয়ার জমাদার দক্ষিণ ২৪ পরগনার নেতড়ার বাসিন্দা।

WB News Updates:দেগঙ্গার পর এবার বসিরহাট। মোটরবাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ

দেগঙ্গার পর এবার বসিরহাট। মোটরবাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ। বসিরহাটের মাটিয়ায় বোমা ফেটে জখম বাইক আরোহী। গতকাল রাতের ঘটনা। আহতের সঙ্গীকে খুঁজছে মাটিয়া থানার পুলিশ।

WB News Live Updates:জালিয়াতি করে মৃত ব্যক্তির জমি হাতিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার সল্টলেকের প্রোমোটার

জালিয়াতি করে মৃত ব্যক্তির জমি হাতিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। গ্রেফতার সল্টলেকের প্রোমোটার।

WB News Updates:ভাঙড়ের বানতলায় সিপিএমের জাঠায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ভাঙড়ের বানতলায় সিপিএমের জাঠায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত ৭ সিপিএম কর্মী। প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ বাম কর্মীদের। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তোলার স্লোগান দিয়ে এদিন বানতলা থেকে বামনঘাটা পর্যন্ত মিছিল করার কথা ছিল সিপিএমের।

WB News Live Updates:মানিকতলার মুরারিপুকুরে রঙের কারখানায় বিধ্বংসী আগুন

মানিকতলার মুরারিপুকুরে রঙের কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

WB News Updates:সরশুনায় ভরদুপুরে তুলকালাম। পেঁপে পাড়াকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিবেশীর ধারাল অস্ত্রের কোপ

সরশুনায় ভরদুপুরে তুলকালাম। পেঁপে পাড়াকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিবেশীর ধারাল অস্ত্রের কোপ। আহত মহিলা-সহ ৬ জন। মূল অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে সরশুনা থানা।

WB News Live Updates:ভাঙড়ের বানতলায় সিপিএমের মিছিলে হামলা

ভাঙড়ের বানতলায় সিপিএমের মিছিলে হামলা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আহত ৭ সিপিএম কর্মী

WB News Updates: দেগঙ্গার বেড়াচাঁপায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ

দেগঙ্গার বেড়াচাঁপায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ। বোমা ফেটে জখম ২ শ্রমিক। নির্মীয়মাণ বাড়ির মাটির নীচে বোমা মজুত ছিল, দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে ৩টি তাজা বোমা উদ্ধার

WB News Live Updates:চলন্ত ট্রেনে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। শিয়ালদা দক্ষিণ শাখার দেউলা স্টেশনের ঘটনা

চলন্ত ট্রেনে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। শিয়ালদা দক্ষিণ শাখার দেউলা স্টেশনের ঘটনা।

WB News Updates: বালিঘাটের দখল নিয়ে ফের রক্তাক্ত বীরভূম

বালিঘাটের দখল নিয়ে ফের রক্তাক্ত বীরভূম! ২ গোষ্ঠীর বিবাদে সিউড়িতে কুপিয়ে খুন। সকালেও গ্রাম থেকে প্রচুর কৌটো বোমা উদ্ধার। গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৫।

WB News Live Updates: দেগঙ্গার বেড়াচাঁপায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ

দেগঙ্গার বেড়াচাঁপায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়িতে বিস্ফোরণ।বোমা ফেটে জখম ২ শ্রমিক

WB News Updates: অনলাইন গেমের পরে এবার চিটফান্ডের ছকে অ্যাপে প্রতারণা

অনলাইন গেমের পরে এবার চিটফান্ডের ছকে অ্যাপে প্রতারণা! গার্ডেনরিচের পর এবার সল্টলেকে অ্যাপ-প্রতারণাচক্রের হদিশ । ফের অ্যাপ প্রতারণাচক্রের হদিশ, গ্রেফতার মূল পাণ্ডা। 

WB News Live Updates: পালানোর জন্য পুকুর ভেবে কচুবনে ঝাঁপ দিয়েই বিপাকে পড়ল অভিযুক্ত।শেষমেশ কান ধরে, ভুল স্বীকার করে ধরা দিতে হল পুলিশের হাতে

পালানোর জন্য পুকুর ভেবে কচুবনে ঝাঁপ দিয়েই বিপাকে পড়ল অভিযুক্ত।শেষমেশ কান ধরে, ভুল স্বীকার করে ধরা দিতে হল পুলিশের হাতে। স্ত্রীর গয়না চুরির অভিযোগে ধৃতের ১৪ দিনের পুলিশ হেফাজত। হাওড়ার উলুবেড়িয়ার ঘটনা।

WB News Updates: কংগ্রেস-সিপিএমকে তীব্র কটাক্ষ ফিরহাদ হাকিমের

এবার কংগ্রেস-সিপিএমকে তীব্র কটাক্ষ ফিরহাদ হাকিমের। কংগ্রেস-সিপিএমকে পঙ্গু বলে কটাক্ষ মন্ত্রী ফিরহাদের। ‘দুই পঙ্গু হাত মিলিয়েছে’। ‘২০১৬ সালেও বাম-কংগ্রেস জোট করেছিল, মানুষ প্রত্যাখ্যান করেছে’। রামপুরহাটের সভা থেকে মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের

WB News Live Updates: বীরভূমে দাঁড়িয়ে জেলবন্দি অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা ফিরহাদ হাকিমের

বীরভূমে দাঁড়িয়ে জেলবন্দি অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা ফিরহাদ হাকিমের। ’বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে, বাঘ ফিরে এলে শিয়ালরা ল্যাজ গুটিয়ে পালিয়ে যায়’, রামপুরহাটের জনসভা থেকে হুঁশিয়ারি মন্ত্রী ফিরহাদ হাকিমের।

WB News Updates: পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্রভাণ্ডার!

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্রভাণ্ডার! ডানকুনি, শাসন, কলকাতার পর বারুইপুরে অস্ত্রের ভাণ্ডারের হদিশ!

WB News Live Updates: এবার চিকিৎসকের স্ত্রীকে ‘শ্লীলতাহানি’, মারধর ও অশ্রাব্য গালিগালাজের অভিযোগ

২ সপ্তাহে পরপর ৩ বার, পাটুলির পর বাঘাযতীন। এবার চিকিৎসকের স্ত্রীকে ‘শ্লীলতাহানি’, মারধর ও অশ্রাব্য গালিগালাজের অভিযোগ। রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা। ম্যাটাডোর দিয়ে গাড়িতে বারবার ধাক্কা মারার অভিযোগ। 

প্রেক্ষাপট

কলকাতা : বেশি ডিএ (DA) দিলে নেমে আসতে পারে আর্থিক (financial disaster) বিপর্যয়। কার্যত সঙ্কট মেনে হাইকোর্টে (High court) রাজ্যের হলফনামা (affidavit)। অপ্রত্যাশিত সমস্যা তৈরির আশঙ্কা। 

মেলা-খেলায় খয়রাতি দিতে পারলে, কেন ডিএ নয়? রাজ্যকে কটাক্ষ বিরোধীদের। গরিব-দরদি সরকার, তাই অর্থে টান, পাল্টা যুক্তি শোভনদেবের। 


জেলবন্দি কেষ্টকে (anubrata mondal) এবার বাঘের সঙ্গে তুলনা ফিরহাদের (firhal mondal)। 

লটারির (lottery) কোটি টাকার রহস্যভেদে আরও তৎপর সিবিআই (CBI)। লটারি বিক্রেতাদের বয়ানের সূত্র ধরে এবার জেলে গিয়ে অনুব্রতকে জেরা। 

কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি? ইডির ৩ দফার জিজ্ঞাসাবাদেও কেষ্ট-কন্যার (sukanya mondal) মুখে কুলুপ। সব বাবা কিংবা সিএ জানেন বলে বারবার দাবি। 

ধর্নার ৬০০ দিন পার, এবার একযোগে পথে স্কুলের চাকরিপ্রার্থীরা। প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে পুলিশের বাধা, পরে মিছিলের অনুমতি। 


এবার বারুইপুরের অস্ত্র ভাণ্ডারের হদিশ। প্রচুর অস্ত্র-গুলি-সহ গ্রেফতার ২। নিজেদের বিজেপি কর্মী বলে জেরায় স্বীকার করেছে ধৃতরা, দাবি পুলিশের।এবার বারুইপুরে অস্ত্রভাণ্ডার!

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.