West Bengal News Live : বালেশ্বরে কীভাবে ভয়াবহ দুর্ঘটনা? উত্তরের খোঁজে সিবিআই

এক নজরে সকালের গুরুত্বপূর্ণ খবর  শিয়ালদায় বহুতলে আগুন ফের বদলি দময়ন্তীর কলকাতায় হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি

ABP Ananda Last Updated: 07 Jun 2023 11:37 PM
West Bengal News Live: দিনভর সিবিআই অভিযান, চক্রান্তের তত্ত্ব মমতার

দিনভর সিবিআই অভিযান, চক্রান্তের তত্ত্ব মমতার।

WB News Live: নজরে উত্তর দমদম পুরসভার ২৬টি ফাইল

 উত্তর ২৪ পরগনা, নদিয়া থেকে হুগলি। চুঁচুড়ায় স্কুলে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নের বাড়ি-অফিসেও সিবিআই অভিযান। নজরে উত্তর দমদম পুরসভার ২৬টি ফাইল। 

West Bengal News Live: কোন সুবিধে পেতে দলবদল? অবশেষে বেফাঁস বায়রন বিশ্বাস

কোন সুবিধে পেতে দলবদল? অবশেষে বেফাঁস বায়রন বিশ্বাস

WB News Live: ৭ বান্ডিল ফাইল বাজেয়াপ্ত করে নিজাম প্যালেসে আনল সিবিআই

৭ বান্ডিল ফাইল বাজেয়াপ্ত করে নিজাম প্যালেসে আনল সিবিআই 

West Bengal News Live: ট্র্যাকে ফিরল করমণ্ডল এক্সপ্রেস

ট্র্যাকে ফিরল করমণ্ডল এক্সপ্রেস। আজ দুপুরে নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট পরে দুপুর ৩.২৫-এ শালিমার স্টেশন থেকে ছাড়ল চেন্নাইগামী করমণ্ডল। এখনও ৪০-৫০জন নিখোঁজ, জানালেন মুখ্যমন্ত্রী। হতাহতদের পরিবারের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্যের চেক। 

WB News Live:অনুমতি না থাকার অভিযোগে ব্যান্ডেলে সুকান্ত মজুমদারের সভামঞ্চ খুলে দিল পুলিশ

অনুমতি না থাকার অভিযোগে ব্যান্ডেলে সুকান্ত মজুমদারের সভামঞ্চ খুলে দিল পুলিশ। চলল বিক্ষোভ, বচসা। আধখোলা মঞ্চই নতুন করে বেঁধে সন্ধেয় সভা করলেন বিজেপির রাজ্য সভাপতি। সুর চড়ালেন তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবিরও। 

West Bengal News Live: 'জনগণের জন্য কাজ করতে পারব,' দাবি করলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

শাসকদলে থাকলে প্রশাসনিক সাপোর্ট মেলে। জনগণের জন্য কাজ করতে পারব। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া নিয়ে দাবি করলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস।  এনিয়ে বায়রনকে পাল্টা কটাক্ষ করেছে কংগ্রেস। 

WB News Live: বালেশ্বরে কীভাবে ভয়াবহ দুর্ঘটনা? উত্তরের খোঁজে সিবিআই

বালেশ্বরে কীভাবে ভয়াবহ দুর্ঘটনা? অন্তর্ঘাত নাকি গাফিলতি? কীভাবে মেন লাইনের ট্রেন ঢুকল লুপ লাইনে? রিলে রুমেই কি রহস্যের চাবিকাঠি? উত্তরের খোঁজে সিবিআই। 

West Bengal News Live: কামদুনি গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ১০ বছর

কামদুনি গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ১০ বছর। এলাকায় প্রতিবাদ মিছিল। কেন এখনও সাজা পেল না অপরাধীরা?
প্রশ্ন তুলে মিছিল এলাকাবাসীর। মিছিলের সামিল হন বিশিষ্টজনরাও। 

WB News Live: করমণ্ডল-বিপর্যয়ে দিল্লিতে এফআইআর দায়ের করল সিবিআই

করমণ্ডল-বিপর্যয়ে দিল্লিতে এফআইআর দায়ের করল সিবিআই। দিল্লির স্পেশাল ক্রাইম জোন ওয়ানে মামলা রুজু হয়েছে। এদিকে, আজ, বাহানাগা বাজার স্টেশন, প্য়ানেল কন্ট্রোল রুম, রিলে রুমে যান সিবিআই আধিকারিকরা। বালেশ্বর হাসপাতালে গিয়ে, দুর্ঘটনায় আহত রেলযাত্রীদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। তাঁদের বয়ান নথিভুক্ত করা হয়।

West Bengal News Live: আতঙ্কের রেল সফর, এবার ভাঙল প্যান্টোগ্রাফ

আতঙ্কের রেল সফর, এবার ভাঙল প্যান্টোগ্রাফ
আপ কোল ফিল্ড এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি
সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে দাঁড়িয়ে আপ কোল ফিল্ড এক্সপ্রেস
চূড়ান্ত দুর্ভোগের শিকার রেলযাত্রীরা
'ঘটনায় কেউ আহত হননি, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে'
জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক

WB News Live: অন্য ফান্ডের টাকায় বালেশ্বর দুর্ঘটনায় রাজ্যের আর্থিক সাহায্য, অভিযোগ শুভেন্দুর

অন্য ফান্ডের টাকায় বালেশ্বর দুর্ঘটনায় রাজ্যের আর্থিক সাহায্য, অভিযোগ শুভেন্দুর

West Bengal News Live: বন্ধ স্কুল খোলা ও দশম শ্রেণি পর্যন্ত মিড ডে মিল চালুর দাবিতে কসবায় এসএফআইয়ের পথ অবরোধ

বন্ধ স্কুল খোলা ও দশম শ্রেণি পর্যন্ত মিড ডে মিল চালুর দাবিতে কসবায় এসএফআইয়ের পথ অবরোধ

WB News Live: তিহাড়ে অনুব্রত-সায়গলকে মুখোমুখি জেরা করতে চায় সিবিআই

তিহাড়ে অনুব্রত-সায়গলকে মুখোমুখি জেরা করতে চায় সিবিআই। আসানসোল বিশেষ আদালতে ভার্চুয়ালি হাজিরা। খারিজ জামিনের অনুরোধ।

West Bengal News Live: বালেশ্বর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী

বালেশ্বর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। অন্য ফান্ডের টাকায় বালেশ্বর দুর্ঘটনায় রাজ্যের আর্থিক সাহায্য। অভিযোগ শুভেন্দুর।

WB News Live: বালেশ্বর বিপর্যয় নিয়ে মোদি সরকারকে নিশানা অভিষেকের

বালেশ্বর বিপর্যয় নিয়ে মোদি সরকারকে নিশানা অভিষেকের

West Bengal News Live: ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ট্র্যাকে ফিরল করমণ্ডল এক্সপ্রেস। আজ দুপুরে নির্ধারিত সময়ের ঠিক পাঁচ মিনিট পরে দুপুর ৩.২৫-এ শালিমার স্টেশন থেকে ছাড়ল চেন্নাইগামী করমণ্ডল। এখনও ৪০-৫০জন নিখোঁজ, জানালেন মুখ্যমন্ত্রী। হতাহতদের পরিবারের হাতে তুলে দিলেন আর্থিক সাহায্যের চেক। 

WB News Live:পুরসভায় নিয়োগে 'দুর্নীতি', একযোগে ২০টি জায়গায় সিবিআই অভিযান

পুরসভায় নিয়োগে 'দুর্নীতি', একযোগে ২০টি জায়গায় সিবিআই অভিযান

West Bengal News Live: ৫ ঘণ্টা পার, পুর-নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি

৫ ঘণ্টা পার, পুর-নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি
পুরসভায় নিয়োগে 'দুর্নীতি', একযোগে ২০টি জায়গায় সিবিআই অভিযান

WB News Live: পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই অভিযান নিয়ে আক্রমণে মমতা

পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই অভিযান নিয়ে আক্রমণে মমতা 

West Bengal News Live: ট্র্যাকে ফিরল করমণ্ডল এক্সপ্রেস

ট্র্যাকে ফিরল করমণ্ডল এক্সপ্রেস

WB News Live : পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূল প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে ফের কারচুপির অভিযোগ

পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূল প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে ফের কারচুপির অভিযোগ উঠল। আরামবাগে অঞ্চল সভাপতির উপস্থিতিতে ব্যালট পেপারের ফটোকপি বক্সে ফেলার পাশাপাশি সবাইকে দেখিয়ে গোপন ব্যালটে ভোট দিতে হয় বলে অভিযোগ। ভোটে লুঠের ট্রেনিং চলছে বলে কটাক্ষ করেছে বিজেপি। বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

Suvendu Adhikari News Live : দুর্গতদের আর্থিক সাহায্য নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দুর্গতদের আর্থিক সাহায্যের জন্য অন্য ফান্ডের টাকা ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী, বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কারস্ ওয়েলফেয়ার বোর্ডের টাকা ব্যবহার করা হচ্ছে দুর্গতদের আর্থিক সাহায্য দিতে
, ট্যুইট করে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। 

West Bengal News Live : একযোগে আঠেরো জায়গায় সিবিআই তল্লাশি

একযোগে আঠেরো জায়গায় সিবিআই তল্লাশি। সল্টলেক থেকে চুঁচুড়া, অয়নের বাড়ি-অফিসে হানা গোয়েন্দাদের। অয়নের স্ত্রী কাকলি শীলকেও জিজ্ঞাসাবা।

WB News Live : রাজ্য-রাজ্যপাল টানাপোড়েন শেষে অবশেষে নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ

রাজ্য-রাজ্যপাল টানাপোড়েন শেষে অবশেষে নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ। রাজীব সিন্হার নামেই সিলমোহর রাজভবনের। দফতরে গিয়ে বুঝে নিলেন দায়িত্ব।  

WB News Live : তৃণমূলকে ছোট করার জন্য, অপদস্থ করার জন্য তল্লাশি করছে সিবিআই : সৌগত

'তৃণমূলকে ছোট করার জন্য, অপদস্থ করার জন্য তল্লাশি করছে সিবিআই। কাগজপত্র সব ঠিক থাকলে সিবিআই তল্লাশি করে কী করবে ? এইভাবে তৃণমূলের কোনও ক্ষতি করতে পারবে না। তল্লাশি করতে হলে আদানির বাড়িতে করুক। কিন্তু সেটা তো ওরা করবে না।' প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 

WB News Live : সবকিছুর দায় নিতে হলে তো প্রধানমন্ত্রীকেও রেল দুর্ঘটনার দায় নিতে হয়, মন্তব্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের

তল্লাশির নামে ত্রাস তৈরির চেষ্টা, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে। অন্যায় না করলে ভয় পাব কেন। সবকিছুর দায় নিতে হলে তো প্রধানমন্ত্রীকেও রেল দুর্ঘটনার দায় নিতে হয়। মন্তব্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। 

WB News Live : ফের বদলি দময়ন্তী ! যোগ্যকে কাজই করতে দেওয়া হয় না, কটাক্ষ দিলীপের

ফের বদলি আইপিএস দময়ন্তী সেন। কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার থেকে পাঠানো হল রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে। রুটিন বদলি, দাবি সরকার সূত্রে। যোগ্যকে কাজই করতে দেওয়া হয় না, তাই শিকেয় আইনশৃঙ্খলা। আক্রমণে দিলীপ। রাজ্যে প্রতিহিংসার সরকার, মন্তব্য সুজনের। রুটিন বদলি, অযথা রাজনীতি বিরোধীদের, পাল্টা শান্তনু। 

WB News Live : রাজীবের নামেই সিলমোহর

রাজ্য-রাজ্যপাল টানাপোড়েন শেষে অবশেষে নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ। রাজীব সিন্হার নামেই সিলমোহর রাজভবনের। আগেই ফুরিয়েছে সৌরভ দাসের মেয়াদ। 

West Bengal News Live : চুঁচুড়ায় অয়ন শীলের বাড়ি-অফিসে অভিযান

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি। কলকাতা থেকে জেলা, বিভিন্ন জায়গায় এজেন্সির হানা। চুঁচুড়ায় অয়ন শীলের বাড়ি-অফিসে অভিযান। 

WB News Live: পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে CBI, রাজনীতির অভিযোগ ফিরহাদ হাকিমের 

পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি। পুরোটাই রাজনীতি। অভিযোগ ফিরহাদ হাকিমের। 

West Bengal News Live: শান্তিপুর পুরসভায় সিবিআইয়ের চার সদস্যের দল

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এদিন সকাল ১১টা নাগাদ শান্তিপুর পুরসভায় পৌঁছে যায় সিবিআইয়ের চার সদস্যের দল। পুর আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি, পুর নিয়োগ সংক্রান্ত নথিও খতিয়ে দেখছেন সিবিআই অফিসাররা।

WB News Live: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে চুঁচুড়ার দুটি জায়গায় সিবিআই হানা

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে চুঁচুড়ার দুটি জায়গায় সিবিআই হানা। অয়ন শীলের ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের অফিস, ফ্ল্যাট ও পৈতৃক বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই অয়নকে গ্রেফতার করেছে ইডি। 

West Bengal News Live : সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দফতরের অফিস, নগরায়ন ভবনেও কেন্দ্রীয় এজেন্সির হানা

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক পুরসভায় সিবিআই তল্লাশি। সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দফতরের অফিস, নগরায়ন ভবনেও কেন্দ্রীয় এজেন্সির হানা। 

WB News Live: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি। কলকাতা থেকে জেলা, রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভায় সিবিআই তল্লাশি। সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে সিবিআই তল্লাশি। চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুরে সিবিআই তল্লাশি। পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই। ধৃত অয়ন শীলের বাড়িতে-অফিসে সিবিআই তল্লাশি।

West Bengal News Live : নতুন রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিন্হা

নতুন রাজ্য নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিন্হা

WB News Live : সপ্তাহজুড়ে গোটা রাজ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি

বর্ষার লেট রানে কপাল পুড়েছে বাংলার। মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। জ্যৈষ্ঠের গনগনে রোদের সঙ্গে প্য়াচপেচে ঘাম বাড়িয়ে তুলেছে অস্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই গরম কমার কোনও লক্ষণ নেই। চল্লিশ ছুঁইছুঁই পারদ। পাহাড় সংলগ্ন বাগডোগরার তাপমাত্রা কলকাতার থেকে বেশি। সপ্তাহজুড়ে গোটা রাজ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি। শনিবার পর্যন্ত পুরুলিয়া,  বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শুকনো গরম, লু বইবে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। তাই জ্যৈষ্ঠের জ্বালাপোড়া গরম আর প্যাচপেচে ঘামের থেকে এখনই মুক্তি নেই বঙ্গবাসীর। 

West Bengal News Live : নবজোয়ার কর্মসূচিতে ভোটাভুটি নিয়ে ফের কারচুপির অভিযোগ

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নবজোয়ার কর্মসূচিতে ভোটাভুটি নিয়ে ফের কারচুপির অভিযোগ। আরামবাগের কালিপুর স্পোর্টস কমপ্লেক্স মাঠে ভোট চলাকালীন এই অভিযোগ ওঠে। গোপন ব্যালটের ফটো কপি করে তা আগেভাগে পূরণ করে ব্যালট বাক্সে ফেলা হচ্ছিল বলে অভিযোগ। 

WB News Live : 'অভব্য আচরণের প্রতিবাদ করে', বাড়ির সাামনে মার খেলেন তৃণমূল কাউন্সিলর

অভব্য আচরণের প্রতিবাদ করায়, বরানগরের আলমবাজারে বাড়ির সামনে রাস্তায় ফেলে পেটানো হল তৃণমূল কাউন্সিলরকে। মারধরে নাক ফাটল তৃণমূল নেতার। সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা।

WB News Live : আজও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

করমণ্ডল-বিপর্যয়ের পঞ্চম দিনেও পুরোপুরি স্বাভাবিক হয়নি দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল। আজও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস, পুরী-শালিমার এক্সপ্রেস, পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস, হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল ও পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস। পাশাপাশি, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস ঘুরপথে ঝাড়সুগুদা দিয়ে চালানো হচ্ছে।

WB News Live : ট্র্যাকে ফিরছে করমণ্ডল এক্সপ্রেস, দুপুর ৩টে ২০-তেই শালিমার থেকে ছাড়বে চেন্নাইগামী ট্রেন

ট্র্যাকে ফিরছে করমণ্ডল এক্সপ্রেস। আজ দুপুরে নির্ধারিত সময় দুপুর ৩টে ২০-তেই শালিমার থেকে ছাড়বে চেন্নাইগামী ট্রেন। এর পাশাপাশি, আজ চেন্নাই থেকে শালিমার পর্যন্ত একটি ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল।

WB News Live : ফের বদলি করা হল IPS অফিসার দময়ন্তী সেনকে

ফের বদলি করা হল IPS অফিসার দময়ন্তী সেনকে। কলকাতা পুলিশ থেকে তাঁকে পাঠানো হল রাজ্য পুলিশে। 
কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার (টু) থেকে, দময়ন্তী সেনকে পাঠানো হল রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে। 

প্রেক্ষাপট

এক নজরে সকালের গুরুত্বপূর্ণ খবর 

শিয়ালদায় বহুতলে আগুন

শিয়ালদার সূর্যসেন স্ট্রিটে, জগৎ সিনেমার কাছে বহুতলে আগুন। মঙ্গলবার, রাত ৮টা নাগাদ, ৬ তলা বাড়ির একেবারে উপরের তলায় আগুন লাগে। একটি বিস্ফোরণও ঘটে। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 


হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি
গিরিশ পার্কের বলরাম দে স্ট্রিটে ভাঙল পুরনো বাড়ির একাংশ। ওই বাড়িটি আগেই বিপজ্জনক বলে ঘোষণা করেছিল পুরসভা। পুরকর্মীরা বাড়িটি ভাঙার সময়ই দুর্ঘটনা। পুরনো বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি বাড়ি। 


ফের বদলি দময়ন্তীর
ফের বদলি করা হল আইপিএস দময়ন্তী সেনকে। কলকাতা পুলিশ থেকে সরানো হল রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে। রুটিন বদলি বলে দাবি রাজ্য সরকার সূত্রে। দময়ন্তীকে কাকদ্বীপে জোড়া মৃত্যু, কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু-সহ রাজ্যের একাধিক ধর্ষণ-মামলার তদন্তের দায়িত্ব দেয় হাইকোর্ট। 


আবার ছুটবে 'করমণ্ডল'
বালেশ্বরের দুর্ঘটনার ক্ষত সঙ্গে নিয়েই আজ ফের চাকা গড়াবে করমণ্ডল এক্সপ্রেসের। দুর্ঘটনার পাঁচ দিন পর, আজ দুপুর সওয়া ৩টে নাগাদ আবার শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে করমণ্ডল এক্সপ্রেস।  


মৃত বেড়ে ২৮৮
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮। তার মধ্যে শনাক্ত করা গিয়েছে ২০৫ জনের দেহ'। এখনও ৮৩জনের দেহ শনাক্ত করা যায়নি, জানালেন ওড়িশার মুখ্যসচিব। 


তালিকা তৈরি সিবিআইয়ের
মঙ্গলবার বালেশ্বরের দুর্ঘটনাস্থল পরিদর্শন করল সিবিআইয়ের ১০ জনের প্রতিনিধি দল। দুর্ঘটনার দিন কোন শিফটে কোন কর্মীরা ছিলেন, কারা ছুটিতে ছিলেন, নামের তালিকা সঙ্গে করে নিয়ে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। 


নেই উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা
বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর সমস্ত স্টেশনের রিলে রুমের নিরাপত্তা সুনিশ্চিত করতে, DRM-দের নির্দেশ দিয়েছে রেল বোর্ড। কিন্তু, অভিশপ্ত বাহানাগা স্টেশনের রিলে রুমের হতশ্রী অবস্থা। নেই সিসিটিভি। আইপিএস ও ব্যাটারি রুমেও নেই পরযাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা।


মৃতদেহ রাখতে ৩ কন্টেনার!
ভয়াবহ দুর্ঘটনা। ভয়ঙ্কর বিপর্যয়। সারি সারি মৃতদেহ। জায়গা হচ্ছে না ভুবনেশ্বর এইমসের মর্গেও। চাপ সামলাতে তিনটি রেফ্রিজারেশন কন্টেনার আনা হল হাসপাতালে। মাইনাস ১৫ ডিগ্রি সেন্টিগ্রেটে ৬ মাস পর্যন্ত ওই কন্টেনারে দেহগুলির সংরক্ষণ সম্ভব। 


সুকান্তর ডেঙ্গি-কটাক্ষ 
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা জবাবে ডেঙ্গি-প্রসঙ্গ টানলেন সুকান্ত মজুমদার। 

ফের ওড়িশায় মুখ্যমন্ত্রী
বালেশ্বর-বিপর্যয়ের পর মঙ্গলবার ফের ওড়িশায় গেলেন মুখ্যমন্ত্রী। কটকে গিয়ে দেখা করলেন এ রাজ্যের আহতদের সঙ্গে। ভুবনেশ্বর এইমসে যান চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকি করেন তাঁরা। 


ফের তৃণমূল-আইএসএফ সংঘর্ষ
রাজনীতির হাত থেকে রেহাই নেই বালেশ্বর দুর্ঘটনায় মৃতের পরিবারেরও!তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত কাকদ্বীপ! ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান নৌশাদ সিদ্দিকি। তখনই সংঘর্ষে জড়ায় তৃণমূল-আইএসএফ। সংঘর্ষে মাথা ফাটল আইএসএফ ব্লক সভাপতির। 



পাশে দাঁড়ালেন রাজ্যপাল
করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাজ্যপাল। বাসন্তীর ছড়ানেখালি গ্রামের গায়েন পরিবারের তিন ভাই হারান, নিশিকান্ত ও দিবাকর ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন। ট্রেন দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়। পরিবারের সঙ্গে ফোনে কথা বলার পর, গতকাল (মঙ্গলবার) ছড়ানেখালি গ্রামে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.