West Bengal News Live Updates: র্নীতি রোধে শিক্ষক নিয়োগ বিধিতে বদল আনছে এসএসসি

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 07 May 2022 11:22 PM
দুWest Bengal News Live Updates: র্নীতি রোধে শিক্ষক নিয়োগ বিধিতে বদল আনছে এসএসসি

দুর্নীতি রোধে শিক্ষক নিয়োগ বিধিতে বদল আনছে এসএসসি। ‘শিক্ষক নিয়োগে এ বার পরীক্ষা শুধু ওএমআর শিটে’। ‘শিক্ষক নিয়োগে ফিরিয়ে আনা হবে ইন্টারভিউ’। কমিশনের প্রস্তাব যাচ্ছে সরকারের কাছে, খবর সূত্রের। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে প্রায় ২০ হাজার শূন্যপদে নিয়োগের ভাবনা। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে বিধি বদলের তোড়জোড়।

West Bengal News Live : টার্গেট ছিল ১০ লক্ষের কিন্তু সদস্য সংগ্রহ অভিযানে নেমে তার অনেক আগেই থামতে হল প্রদেশ কংগ্রেসকে

টার্গেট ছিল ১০ লক্ষের। কিন্তু, সদস্য সংগ্রহ অভিযানে নেমে তার অনেক আগেই থামতে হল প্রদেশ কংগ্রেসকে। ৪ লক্ষের মত সদস্য সংগ্রহ হয়েছে। এ’নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।

West Bengal News Live Updates: শহরের ৩৮টি রাস্তার শ্রী ফেরাতে এবার সার্বিক মেরামতির কাজে হাতে নিচ্ছে কলকাতা পুরসভা

শহরের ৩৮টি রাস্তার শ্রী ফেরাতে এবার সার্বিক মেরামতির কাজে হাতে নিচ্ছে কলকাতা পুরসভা। একইসঙ্গে অর্থ দফতরের অনুমোদন পেলে শহরের ৯টি বড় রাস্তায় মেকানাইক ম্যাস্টিক অ্যাসফল্টামের কাজেও খুব শীঘ্রই হাত দেওয়া হবে বলে পুরসভা সূত্রে খবর। 

West Bengal News Live : দ্বিতীয় হুগলি সেতুতে, টোল ট্যাক্স নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

দ্বিতীয় হুগলি সেতুতে, টোল ট্যাক্স নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। নগদে টোল দেওয়ার পরও, ফাস্ট্যাগে টাকা কাটা হয়েছে বলে দাবি। গাড়ি দাঁড় করিয়ে টোল প্লাজার সামনে বিক্ষোভ দেখান গাড়ি চালকরা। তার জেরে, সকালে, ব্যাপক যানজট হয় দ্বিতীয় হুগলি সেতুতে।

West Bengal News Live Updates: বিষ্ণুপুরে সিপিএম কর্মী খুনের প্রতিবাদে পুলিশকে নিশানা সেলিমের

‘পুলিশকে কেন মাইনে দিয়ে রাখা হয়েছে? কুকুর পুষলেই তো হয়, কয়েকটা কুকুর পুষলেই হয়, শুঁকে শুঁকে বলে দিতে পারে’, বিষ্ণুপুরে সিপিএম কর্মী খুনের প্রতিবাদে পুলিশকে নিশানা সেলিমের।

West Bengal News Live : রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি

রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপ। কাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপ। মঙ্গলবার ঘূর্ণিঝড় ‘অশনি’ এগোবে ওড়িশা উপকূলের দিকে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি।

West Bengal News Live Updates: ফের আবৃত্তি জগতে নক্ষত্র পতন, প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ

ফের আবৃত্তি জগতে নক্ষত্র পতন। প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ। বয়স হয়েছিল ৮৩ বছর। ৮ মাস আগে মৃত্যু হয় স্ত্রী গৌরী ঘোষের। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি হন পার্থ ঘোষ। গলায় অস্ত্রোপচার হয় প্রবীণ বাচিকশিল্পীর। তারপর সুস্থই ছিলেন। আজ ভোরে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। সেখানেই সকাল ৭টা ৩৫ মিনিটে জীবনাবসান হয় পার্থ ঘোষের। প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষকে রবীন্দ্র সদনে শেষশ্রদ্ধা জানানো হয়। 

West Bengal News Live : কাশীপুরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই খেজুরিতে রহস্যমৃত্যু

কাশীপুরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই খেজুরিতে রহস্যমৃত্যু। খেজুরিতে রহস্যমৃত্যু, গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ‘আত্মহত্যা না, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে?’ খেজুরিতে রহস্যমৃত্যু নিয়ে প্রশ্ন বিজেপির ।

West Bengal News Live Updates: বেলঘরিয়ায় খুনের মামলায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

বেলঘরিয়ায় খুনের মামলায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। ব্যারাকপুর মহকুমা আদালতে আত্মসমর্পণের পর গ্রেফতার । প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ।

West Bengal News Live : দিঘায় হোটেলের ব্যালকনি থেকে নিচে পড়ে মৃত্যু

ইদের পর বন্ধুদের সঙ্গে দিঘা বেড়াতে গিয়ে আর ফেরা হল না ২০ বছরের তরুণের। নিউ দিঘার এক হোটেলের তিনতলার ব্যালকনির নিচ থেকে আজ ভোরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থেকে গতকালই ১২ জন বন্ধুর সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন ওই তরুণ। 

WB News Live Updates: বিজেপির যুব মোর্চা নেতার মৃত্যুতে শোকার্ত পরিবার। সিবিআই তদন্তের দাবি করেছেন তাঁরা

বিজেপির যুব মোর্চা নেতার মৃত্যুতে শোকার্ত পরিবার। সিবিআই তদন্তের দাবি করেছেন তাঁরা।

WB News Live : হাজার পেরোল রান্নার গ্যাসের দাম, কেন্দ্রকে নিশানা মমতার

হাজার পেরোল রান্নার গ্যাসের দাম, কেন্দ্রকে নিশানা মমতার। ‘জ্বালানি তেল, এলপিজির দাম বাড়িয়ে আর দেশবাসীকে যন্ত্রণা দেবেন না, অবিলম্বে দেশবাসীকে কষ্ট দেওয়া বন্ধ করুন’। গ্রেট ইন্ডিয়া লুঠ, ট্যুইটে মোদি সরকারকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

West Bengal News Live : আদালতের নির্দেশে আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে বিজেপি যুব নেতার দেহের ময়নাতদন্ত হল

আদালতের নির্দেশে আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে বিজেপি যুব নেতার দেহের ময়নাতদন্ত হল

WB News Live Updates: হাবড়া থেকে বেড়াতে এসে দিঘায় জলে ডুবে যাওয়ার উপক্রম ১ তরুণের

হাবড়া থেকে বেড়াতে এসে দিঘায় জলে ডুবে যাওয়ার উপক্রম ১ তরুণের। ওল্ড দিঘার এক নম্বর ঘাটে স্নান করতে নেমে বিপদের মুখে তরুণ। সিভিল ডিফেন্সের তৎপরতায় শেষ পর্যন্ত উদ্ধার। এই ঘটনা ঘিরে সমুদ্র স্নানে নামা পর্যটকদের মধ্যে আতঙ্ক।

West Bengal News Live Updates: বিচারকের ওপর হামলার চেষ্টা

হাতে আস্ত ইঁট। রাগে গজগজ করতে করতে আদালত চত্বরে পায়চারি করছে এক যুবক। এই ইঁট দিয়ে নাকি সে বিচারকের ওপর হামলা করবে। প্রকাশ্যে জানাচ্ছেও সে কথা। সাত সকালে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা আদালত চত্বরে এই ঘটনা ঘিরে হুলুস্থুল বাধে। 

WB News Live Updates: ওল্ড দিঘায় স্নানে নেমে বিপদ

হাবড়া থেকে বেড়াতে এসে দিঘায় জলে ডুবে যাওয়ার উপক্রম ১ তরুণের। ওল্ড দিঘার এক নম্বর ঘাটে স্নান করতে নেমে বিপদের মুখে তরুণ। সিভিল ডিফেন্সের তত্পরতায় শেষ পর্যন্ত উদ্ধার। এই ঘটনা ঘিরে সমুদ্র স্নানে নামা পর্যটকদের মধ্যে আতঙ্ক। 

West Bengal News Live Updates: প্রার্থী ‘অসন্তোষে’ অশান্তি

২০২৩-এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা।  সেই ভোটে প্রার্থী কে হবেন, তা নিয়ে এখনই তৃণমূলের অন্দরে বেঁধেছে অশান্তি। অভিযোগ, পার্টি অফিসের মধ্যেই হাতাহাতি বাধে তৃণমূলের দুই পক্ষের মধ্যে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার চৌবেড়িয়া।

WB News Live Updates: বন্যার ত্রাণের টাকা নয়ছয়ের অভিযোগ উঠল মালদায়

ফের বন্যার ত্রাণের টাকা নয়ছয়ের অভিযোগ উঠল মালদায়। কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী, উপপ্রধান-সহ একাধিক তৃণমূল নেতা। অভিযোগ, টাকা ঢুকেছে বিজেপি পঞ্চায়েত সদস্যের অ্যাকাউন্টেও। অভিযোগের পরপরই টাকা ফিরতে শুরু করেছে সরকারি তহবিলে। 

West Bengal News Live Updates: জামশেদপুরের টাটা ইস্পাত কারখানায় আগুন

জামশেদপুরের টাটা ইস্পাত কারখানায় আগুন। বিস্ফোরণের পর কারখানার কোক প্ল্যান্টে ভয়ঙ্কর আগুন। আগুনে ঝলসে আহত অন্তত ৩ শ্রমিক। আগুনের জেরে কারখানা চত্বরে আতঙ্ক। 

WB News Live Updates: কম্যান্ড হাসপাতাল থেকে ঠিকঠাক রিপোর্ট আসবে, মন্তব্য দিলীপের

আদালতের নির্দেশে আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে বিজেপি যুব নেতার দেহের ময়নাতদন্ত হল। কম্যান্ড হাসপাতাল থেকে ঠিকঠাক রিপোর্ট আসবে। এটা আমাদের বিশ্বাস, মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 

West Bengal News Live Updates: বঙ্গোপসাগরে অশনি সঙ্কেতে তত্পর হল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন

বঙ্গোপসাগরে অশনি সঙ্কেতে তত্পর হল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ক্যানিংয়ের ইটখোলা ও নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় মাতলা নদীর বাঁধ পরিদর্শন করলেন ক্যানিংয়ের মহকুমা শাসক ও ক্যানিং ১ নম্বর ব্লকের বিডিও। ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালি, সন্দেশখালি ও নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের নিকারিঘাটা এলাকায় নদী বাঁধ পরিদর্শনে যান প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি, যে সমস্ত জায়গায় নদী বাঁধ দুর্বল, সেই সমস্ত জায়গায় দ্রুত বাঁধ মেরামতির নির্দেশ দেন। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়। প্রাকৃতিক বিপর্যয় হলে নিরাপদ আশ্রয়ের জন্য এলাকার স্কুল ও ফ্লাড সেন্টারগুলি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ক্যানিংয়ের মহকুমা শাসক।

WB News Live Updates: সেতু নির্মাণে ‘দীর্ঘসূত্রিতা’

১২ বছর ধরে চলছে বীরভূমের ময়ূরাক্ষী নদীর ওপর সেতু তৈরির কাজ। সেতু তৈরির কাজ নিয়ে দীর্ঘসূত্রিতার অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। শাসকদলের কাটমানির রাজনীতিতেই সেতু তৈরিতে দৈরি হচ্ছে, অভিযোগ বিজেপির। জুনের মধ্যেই শেষ হবে সেতুর কাজ, আশ্বাস তৃণমূলের।

West Bengal News Live Updates: বেলডাঙায় গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ

মুর্শিদাবাদের বেলডাঙায় গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ। সালিশি সভায় তৃণমূল প্রধানের স্বামীর উপস্থিতিতে দু’ পক্ষের মারপিটের অভিযোগ। 

WB News Live Updates: ভয় দেখাতে প্রতিবেশীর বাড়ির সামনে মাওবাদীদের নামে পোস্টার

ভয় দেখাতে প্রতিবেশীর বাড়ির সামনে মাওবাদীদের নামে পোস্টার লাগানোর অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। রিষড়ার দাসপাড়ার কেভেন্টার্স আবাসন এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, গত ১৮ এপ্রিল ও চলতি মাসের ৪ তারিখ ওই এলাকায় একটি বাড়ির সামনে লাল কালিতে সাদা কাগজে লেখা মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার দেখা যায়। তদন্তে নেমে স্থানীয় এক ব্যক্তিকে গতকাল গ্রেফতার করে রিষড়া থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃত জানিয়েছে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে তাঁকে ভয় দেখাতেই বাড়ির সামনে মাওবাদীদের নামে পোস্টার লাগানোর ছক। 

West Bengal News Live Updates: দ্বিতীয় হুগলি সেতুতে টোল ট্যাক্স নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

দ্বিতীয় হুগলি সেতুতে টোল ট্যাক্স নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। গাড়ি দাঁড় করিয়ে টোল প্লাজার সামনে বিক্ষোভ  চালকদের। গাড়ি চালকদের অভিযোগ, ৪ মে থেকে নগদের পাশাপাশি, ফাস্ট্যাগের মাধ্যমেও টোল ট্যাক্স কাটা হয়েছে। আজ সকাল থেকে মোবাইল ফোনে টোল ট্যাক্স কাটার মেসেজ দেখে ক্ষোভে ফেটে পড়েন গাড়ি চালকরা। এক যাত্রায় কেন দু’-দু’বার টোল ট্যাক্স কাটা হচ্ছে এ নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। পরে বাড়তি টাকা ফেরত দেয় টোল প্লাজা কর্তৃপক্ষ। মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি বলে টোল প্লাজা কর্তৃপক্ষ জানিয়েছে।

WB News Live Updates: রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। খবর সূত্রের।

West Bengal News Live Updates: বিজেপি যুব নেতার মৃত্যুর প্রতিবাদে বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি

কলকাতার কাশীপুরে বিজেপি যুব নেতার মৃত্যুর প্রতিবাদে বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি। এদিন বাঁকুড়া শহরের কেরানিবাঁধ এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। বিজেপির বাঁকুড়া জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের নেতৃত্বে মিনিট পঁচিশেক চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

WB News Live Updates: পার্থ ঘোষের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

বাচিকশিল্পী পার্থ ঘোষের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর। শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিশিষ্ট বাচিকশিল্পী পার্থ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর অনবদ্য আবৃত্তি মননশীল শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি দীর্ঘদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রের উপস্থাপক-ঘোষক হিসাবে কাজ করেছেন। পার্থবাবু পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে তাঁকে ‘বঙ্গভূষণ’ সম্মাননা প্রদান করে। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি পার্থ ঘোষের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের। আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

West Bengal News Live Updates: বাঘিনী শীলার সঙ্গে চার শাবকের ছবিতে মেতে সকলেই

মায়ের সঙ্গে খেলায় ব্যস্ত ছানারা। কোলের কাছে ঘেঁষে আদর পাওয়ার চেষ্টা। গায়ের ওপর উঠে চলছে খেলাধুলো। ছানারা খুব বেশি বিরক্ত করলে মৃদু ধমক মায়ের। মাদার্স ডে-র আগে এই ছবি ধরা পড়ল শিলিগুড়ির কাছে বেঙ্গল সাফারি পার্কে। বাঘিনী শীলার সঙ্গে চার শাবকের সময় কাটানোর ছবি ক্যামেরাবন্দি হয়েছে। 

WB News Live Updates: বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই দফায় সাড়ে ৯ টাকা কমল

হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম অবশ্য এই দফায় সাড়ে ৯ টাকা কমে কলকাতায় ২ হাজার ৪৪৫ টাকা ৫০ পয়সা হয়েছে। হালে কিছু দিন জ্বালানির দর এক জায়গায় থমকে। এরই মধ্যে হাজার পার করল রান্নার গ্যাসের দাম।

West Bengal News Live Updates: শিশুর সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ২ বছরের শিশুর সামনেই স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। স্বামীকে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ।

WB News Live Updates: প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ

ফের আবৃত্তি জগতে নক্ষত্র পতন। প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ। কয়েকদিন আগে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি হন। 

West Bengal News Live Updates: নিউ দিঘায় হোটেলের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু ঘিরে রহস্য

নিউ দিঘায় হোটেলের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু ঘিরে রহস্য। পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থেকে গতকাল ১২ জন বন্ধুর সঙ্গে নিউ দিঘায় বেড়াতে আসেন আলি আরিফ নামে ১৯ বছরের ওই তরুণ। আজ সকালে হোটেলের তিনতলার ছাদ থেকে তিনি পড়ে যান।ওই তরুণ কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন, খতিয়ে দেখছে দিঘা থানার পুলিশ।  

WB News Live Updates: বাঁকুড়ায় রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া

বাঁকুড়ায় রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া। ভাইয়ের মৃতদেহ আগলে দাদা-বউদি। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া শহরের দোলতলায় দাদা-বউদির সঙ্গে থাকতেন বছর ছাপ্পান্নর সনৎ কর্মকার। গতকাল ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে পুলিশ এসে বাড়ি থেকে উদ্ধার করে ভাইয়ের মৃতদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্তত ২ দিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। যদিও মৃতের দাদার দাবি, গতকাল দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভাইয়ের। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

West Bengal News Live Updates: মেঘের চাদর সরতেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা

মেঘের চাদর সরতেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। শনিবার সকালে দার্জিলিঙের ভিউ পয়েন্টগুলোতে পর্যটকদের ভিড়। গত কয়েকদিন আকাশের মুখ ভার থাকায় দেখা মেলেনি কাঞ্চনজঙ্ঘার। রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন পর্যটকরা। অবশেষে মিলল সোনালি রোদে ঝলমলে কাঞ্চনজঙ্ঘার দর্শন।

WB News Live Updates: কাশীপুরে মৃতের বাড়ির সামনে বসানো হল সিসি ক্যামেরা

কাশীপুরে বিজেপি যুব নেতার মৃত্যু ঘিরে রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হওয়ার পর মৃতের বাড়ির সামনে বসানো হল সিসি ক্যামেরা। বাড়ানো হল পুলিশি নিরাপত্তা। পাশাপাশি, কাশীপুরে রেল কোয়ার্টারের যে পরিত্যক্ত ঘর থেকে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল, সেখানেও সিসি ক্যামেরা বসানো হয়েছে।  

West Bengal News Live Updates: রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি

রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। তা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ ও রবিবারের মধ্যে ঘূর্ণিঝড় ‘অশনি’তে পরিণত হওয়ার সম্ভাবনা। 

WB News Live Updates: কলকাতায় হাজারের গণ্ডি পার করল রান্নার গ্যাসের দাম

কলকাতায় হাজারের গণ্ডি পার করল রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ২৬ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২ হাজার ৪৪৫ টাকা ৫০ পয়সা।

West Bengal News Live Updates: আদালতের নির্দেশে কাশীপুরে নিহত বিজেপি নেতার ময়নাতদন্ত

আদালতের নির্দেশে কাশীপুরে নিহত বিজেপি নেতার ময়নাতদন্ত। ময়নাতদন্ত হবে আলিপুরের ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে। ময়নাতদন্তের জন্য আরজিকর থেকে কম্যান্ড হাসপাতালে পৌঁছল দেহ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন প্রচুর পুলিশ। 

WB News Live Updates: নদিয়ার কালীগঞ্জে বোমাবাজি

নদিয়ার কালীগঞ্জে বোমাবাজি। গুরুতর জখম তৃণমূল সমর্থক। আহতের নাম আনোয়ার শেখ। বাড়ি কালীগঞ্জের মোলান্ডি এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় ওই তৃণমূল সমর্থক বাড়ির বাইরে বসেছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। গুরুতর জখম হন তৃণমূল সমর্থক। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

West Bengal News Live Updates: দিল্লি উড়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

২ দিনের রাজ্য সফর শেষে রাতে দিল্লি উড়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে নিউটাউনের হোটেলে একদফা বৈঠক করলেন অমিত শাহ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির-সহ পর্যবেক্ষক অমিত মালব্য এবং আরএসএস নেতারা।

প্রেক্ষাপট

কলকাতা: ২ দিনের রাজ্য সফর শেষে রাতে দিল্লি (Delhi) উড়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে নিউটাউনের (Newtown) হোটেলে একদফা বৈঠক করলেন অমিত শাহ (Amit Shah)। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজ্য বিজেপির (BJP)-সহ পর্যবেক্ষক অমিত মালব্য এবং আরএসএস (RSS) নেতারা। বিজেপি সূত্রে খবর, ঘণ্টা দেড়েকের ওই বৈঠকে আলোচনা হয় রাজ্যে দলের সংগঠন শক্তিশালী করা নিয়ে। জোর দেওয়া হয় সমন্বয়ে। 


নদিয়ার (Nadia) কালীগঞ্জে বোমাবাজি। গুরুতর জখম তৃণমূল (TMC) সমর্থক। আহতের নাম আনোয়ার শেখ। বাড়ি কালীগঞ্জের মোলান্ডি এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় ওই তৃণমূল সমর্থক বাড়ির বাইরে বসেছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। গুরুতর জখম হন তৃণমূল সমর্থক। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।


মহারাজের বাড়িতে শাহিভোজ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজের আসরে অমিত শাহ। মেনুতে সবই নিরামিষ পদ। ছোলার ডাল খেয়ে খুবই ভাল লেগেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।



দলত্যাগ বিরোধী আইনে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে আজও কোনও রফাসূত্র বেরলো না। মুকুল রায়কে নিয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ১ মাস সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই অনুযায়ী আজ শুনানি হওয়ার কথা ছিল। মুকুল রায় তাঁর আইনজীবীকে পাঠিয়েছিলেন। কিন্তু, বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেও যাননি, পাঠাননি আইনজীবীকেও। আগামী ১২ তারিখ পরবর্তী শুনানি হবে। সূত্রের খবর, সেদিন চূড়ান্ত রায় জানাতে পারেন অধ্যক্ষ।



গরমের ছুটির মধ্যেই পরীক্ষা হল আলিপুরদুয়ারের পাঁচকোলগুড়ি প্রমোদিনী উচ্চ বিদ্যালয়ে। পড়ুয়া ও অভিভাবকদের বক্তব্য, আগে পরীক্ষা হোক- এটাই চেয়েছিল সবাই। স্কুল কর্তৃপক্ষের দাবি, অভিভাবকদের আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন এমন হল দেখা হচ্ছে, জানালেন জেলা বিদ্যালয় পরিদর্শক।



৩৫৬ ধারা বা CBI কোনও দাওয়াই নয়। লড়াই করতে হবে রাজনৈতিকভাবে। সূত্রের দাবি, বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দেন অমিত শাহ। সিপিএম জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মার খাওয়ার প্রসঙ্গে টেনে অমিত শাহের বার্তা বিরোধী দল করলে এ সব সহ্য করেই লড়তে হবে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.