West Bengal News Live Updates:বাংলাকে ‘বঞ্চনা’, দিল্লি অচলের হুঙ্কার অভিষেকের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
শহিদ মিনারের পর এবার দিল্লি। বকেয়া ডিএ-র দাবিতে সোম ও মঙ্গলবার যন্তরমন্তরে বিক্ষোভ সমাবেশ করবে সংগ্রামী যৌথ মঞ্চ। তার জন্য আজই দিল্লি রওনা হলেন আন্দোলনকারীদের একাংশ। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার কথা রয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিদের।
চৈত্রের শেষে পুড়ছে বাংলা। নববর্ষে তাপপ্রবাহের আশঙ্কা। আগামী ৩-৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে পারদ। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে পূর্বাভাস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আংশিক মেঘলা আকাশ থেকে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর।
ডিউটিতে যাওয়ার পথে থানার সামনেই লরির ধাক্কায় মৃত্যু হল ঠাকুরপুকুর থানার কনস্টেবলের। অন্যদিকে, বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ মোটরভ্যান আরোহীর। দু'ক্ষেত্রেই অধরা অভিযুক্তরা।
পঞ্চায়েত ভোটে ডাক্তারদের তৃণমূলের হয়ে হুইসপারিং ক্যাম্পেনের আর্জি নির্মল মাজির। তৃণমূলের চিকিৎসক নেতার মন্তব্যে জোর বিতর্ক। সরব বিরোধীরা। গরিব মানুষের কষ্টার্জিত টাকা লুঠ করে যারা তাদের কাঁপিয়ে দি। বেসরকারি হাসপাতাল নিয়েও ঝাঁঝালো মন্তব্য় নির্মল মাজির।
ছিনতাইয়ের অভিযোগে বারবার থানায় ছুটে গেলেও FIR দায়ের করতে চায়নি পুলিশ। এমনটাই অভিযোগ তুলেছে সোনারপুরের বাসিন্দা এক দম্পতি। পরে বারুইপুর পুলিশ জেলার SP-র কাছে লিখিত অভিযোগ জানান তাঁরা। অভিযোগকারিণীর সই না পাওয়ায়, FIR দায়েরের পক্রিয়া সম্পূর্ণ হয়নি। পাল্টা দাবি করা হয়েছে সোনারপুর থানার তরফে।
একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে, এবার নতুন কর্মসূচির ঘোষণা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এক কোটি স্বাক্ষর-সহ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর পাশাপাশি, দিল্লি স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যা নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী।
বিতর্কের মুখে নিজেদের সিদ্ধান্ত বদলে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে UGC-র প্রতিনিধি ফেরাচ্ছে রাজ্য। সরকারি সূত্রে খবর, শীঘ্রই আসছে অর্ডিন্যান্স। সার্চ কমিটিতে সদস্য সংখ্যা বেড়ে তিন থেকে হচ্ছে পাঁচ। UGC-র প্রতিনিধি থাকলেও সরকারের প্রতিনিধি বেড়ে হচ্ছে দুই। যা নিয়ে উঠছে প্রশ্ন।
বিতর্কের মুখে নিজেদের সিদ্ধান্ত বদলে উপাচার্য নিয়োগের সার্চ কমিটিতে UGC-র প্রতিনিধি ফেরাচ্ছে রাজ্য। সরকারি সূত্রে খবর, শীঘ্রই আসছে অর্ডিন্যান্স। সার্চ কমিটিতে সদস্য সংখ্যা বেড়ে তিন থেকে হচ্ছে পাঁচ। UGC-র প্রতিনিধি থাকলেও সরকারের প্রতিনিধি বেড়ে হচ্ছে দুই। যা নিয়ে উঠছে প্রশ্ন।
'চোরেদের বাঁচানোর চেষ্টা'। 'কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হতে এত দেরি কেন?' ঝালদার সভা থেকে প্রশ্ন অধীর চৌধুরীর
বৈঠক নিষ্ফলা, অবরোধ-আন্দোলনে অনড় কুড়মিরা। জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে কুড়মিদের বৈঠক নিষ্ফলা। দাবিপূরণ না হওয়া পর্যন্ত রেল-সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি
১০০ ঘণ্টা পার, কুড়মিদের রেল-সড়ক অবরোধ জারি। খেমাশুলিতে ৪ দিন ধরে অবরুদ্ধ রেল ও জাতীয় সড়ক। কুস্তাউরেও চলছে লাগাতার রেল অবরোধ। এখনও পর্যন্ত ১৭৯টি ট্রেন বাতিল, একের পর এক ট্রেনের যাত্রাপথ বদল। কুড়মিদের আন্দোলনের জেরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কও অবরুদ্ধ। কাল থেকে কোটশিলা স্টেশন, পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধেরও হুঁশিয়ারি।
নদিয়ার হাঁসখালিতে তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার ১। মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মৃতের পরিবারের। বাকিদের খোঁজে তল্লাশি। খুনের মোটিভ নিয়ে এখনও অন্ধকারে পুলিশ।
বিজেপিতে যোগদানের দণ্ড হিসেবে চার মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ ঘিরে দক্ষিণ দিনাজপুরে তপনে উত্তেজনা। দণ্ডি কেটে তৃণমূলে ফেরার পর থেকেই রহস্যজনকভাবে উধাও চার মহিলা। এমনই দাবি করেছেন তপনের গোফানগর গ্রামের বাসিন্দারা। এদিন গ্রামে যান তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু। গ্রামের পরিবেশ থমথমে। কেউই মুখ খুলতে চাননি। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে এদিন বালুরঘাটে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির এসসি-এসটি মোর্চা। মিছিল করে এসে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যায়। পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেওয়ায়, এসপি অফিসের সামনে বসে পড়েন তাঁরা।
পার্ক সার্কাস থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বামেদের শান্তি মিছিল।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় খুন তৃণমূলকর্মী। নির্মীয়মাণ বাড়িতে গলা কাটা দেহ উদ্ধার। মাথাতেও ধারাল অস্ত্র দিয়ে আঘাতের দাগ। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে গিয়ে তদন্ত। মৃত তৃণমূলকর্মীর নাম বটকৃষ্ণ পাল। সিআইডি তদন্তের দাবিতে সরব মৃতের পরিবার। পুলিশকে দেহ নিয়ে যেতে বাধা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এখনও পর্যন্ত খুনের মোটিভ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
কামারহাটি পুরসভায় উত্তেজনা। পুরসভার এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন ঘিরে উত্তেজনা। সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রাক্তন বাম বিধায়ক মানস মুখোপাধ্যায়কে নিগ্রহ নিরাপত্তারক্ষীর। নির্বাচন থেকে সরে দাঁড়াল বামেরা। 'নির্বাচনের নামে প্রহসন হচ্ছে'। ক্রেডিট সোসাইটির টাকা আত্মসাতের চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ মানস মুখোপাধ্য়ায়ের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি
ময়নার সভা থেকে ফের 'নো ভোট টু মমতা' স্লোগান, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে হবে', হুঁশিয়ারি শুভেন্দুর।
ভরদুপুরে ভয়াবহ আগুনের গ্রাসে রানীনগর ১ নম্বর ব্লকের লোচনপুর পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকা। আগুনে পুড়ে ভস্মীভূত প্রায় ২৫টি বাড়ি। দমকল ও পুলিশ দেরিতে আসায় ক্ষোভ গিয়ে পড়ল পুলিশের গাড়িতেও। একটি পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
রামনবমীর মিছিল ঘিরে অশান্তি, রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কেন রিষড়ায় দফায় দফায় অশান্তি? রাজ্যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অনুসন্ধান কমিটি। রিষড়া যাওয়ার পথে কোন্নগরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বাধা। ভাঙ্গিহাটিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বাধা পুলিশের।
এদিন আলিপুরদুয়ারের সভা থেকে অভিষেক বলেন, ‘১০০ দিনের টাকা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব। প্রয়োজনে ১০০ দিনের শ্রমিকদের দিল্লি নিয়ে গেয়ে আন্দোলন। ১০০ দিনের কাজের টাকা না দিলে দিল্লি স্তব্ধ করে দেব। তৃণমূল বিশুদ্ধ লোহা দিয়ে তৈরি। যত মারবেন, তৃণমূল তত শক্তিশালী হবেন’।
আলিপুরদুয়ার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৬ এপ্রিল থেকে আমাদের নয়া কর্মসূচি। বাংলার বকেয়া আদায়ে প্রধানমন্ত্রী-গ্রামোন্নয়নমন্ত্রীকে চিঠি। ১৬ এপ্রিল থেকে চিঠি পাঠানো হবে। ১ কোটি চিঠি পাঠানো হবে। দেখব কীভাবে কেন্দ্র কানে তুলো গুঁজো থাকে’।
আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে নিশানা অভিষেকের। তিনি বলেন, 'সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে। মানুষকে ভাতে মারার পরিকল্পনা বিজেপির। মানুষের হকের টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। বকেয়া আদায়ে যতদূর যাওয়ার আমরা যাব। বাংলার মানুষকে ভাতে মারলে ছেড়ে কথা বলব না। দিল্লির বুকে আরও তীব্র আন্দোলন হবে’।
পূর্ব বর্ধমানের মেমারির কাশীপুরে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হল ২টি তাজা বোমা। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কিছুটা দূরে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, গতকাল খেলা করার সময়, বাচ্চাদের নজরে আসে নাইলনের ব্যাগে বোমা রাখা আছে। মেমারি থানার পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে। আজ সকালে দুর্গাপুর থেকে সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমা দুটিকে নিষ্ক্রিয় করে। কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ।
বিজেপিতে যোগদানের দণ্ড হিসেবে চার মহিলাকে দণ্ডি কাটানোর অভিযোগ ঘিরে দক্ষিণ দিনাজপুরে তপনে উত্তেজনা। দণ্ডি কেটে তৃণমূলে ফেরার পর থেকেই রহস্যজনকভাবে উধাও চার মহিলা। এমনই দাবি করেছেন তপনের গোফানগর গ্রামের বাসিন্দারা।
বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান-বিক্ষোভের আজ ৭২ দিন। নিজেদের অবস্থানে অনড় আন্দোলনকারীরা। তাঁদের দাবি, রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও আলোচনার প্রস্তাব আসেনি। সোম ও মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের। আজই আন্দোলনকারীদের একাংশ দিল্লির উদ্দেশে রওনা দেবেন। শহিদ মিনারের ধর্না মঞ্চে চলছে তারই প্রস্তুতি। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে ইতিমধ্য়েই আবেদন জানিয়েছেন DA-আন্দোলনকারীরা।
রাজ্যে চারদিন ধরে চলছে কুড়মিদের আন্দোলন। সড়ক ও রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার বহু মানুষ। আদ্রা ডিভিশনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ১৭৯টি ট্রেন বাতিল। ৫টি ট্রেনের পথ পরিবর্তন এবং ৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে কুড়মিদের আন্দোলনের জেরে অবরুদ্ধ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কও। কাল থেকে পুরুলিয়া-রাঁচি রেলপথের কোটশিলা স্টেশন, পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধের হুঁশিয়ারি
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার পর এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়। ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। স্থানীয়দের দাবি, বিস্ফোরণে ঝলসে যান বাড়ির মালিক ও তাঁর ছেলে। আহত ২জন-সহ গোটা পরিবারেরই খোঁজ মিলছে না বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের দাবি, বাড়ি মালিক বলাই মান্না বেআইনিভাবে বাজি তৈরি করতেন। আজ সকাল ৯টা নাগাদ বিকট শব্দে বিস্ফোরণ হয়। গুরুতর জখম বাবা ও ছেলেকে নিয়ে পরিবারের লোকজন ঘর তালাবন্ধ করে, এলাকা ছাড়েন বলে স্থানীয়দের দাবি। অভিযোগ, পালানোর সময় বাজি তৈরির মশলা বাড়ির পিছনে জঙ্গলে ফেলে দেওয়া হয়। কীভাবে বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ।
কামারহাটি পুরসভায় উত্তেজনা। পুরসভার এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন ঘিরে উত্তেজনা। সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রাক্তন বাম বিধায়ক মানস মুখোপাধ্যায়কে নিগ্রহ নিরাপত্তারক্ষীর
পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা উদ্ধার। মেমারির কাশীপুর গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধার। বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড
কুলটি থানার সাকতোড়িয়ায় বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল। বিস্ফোরণের পর এলাকায় উত্তেজনা। ঘুমিয়ে থাকার সময় ভোররাতে বিস্ফোরণ, দাবি বাড়ির বাসিন্দাদের। এলাকায় পৌঁছেছে পুলিশ, বিস্ফোরণের কারণ জানতে শুরু তদন্ত
এবার বৃষ্টির জন্য হাপিত্যেশ। চৈত্র শেষে আরও বাড়বে গরম। বুধ থেকে শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। শহরে ৪০ ডিগ্রির ঘরে পৌঁছবে পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরু থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ৬-৭টি জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকবে তাপমাত্রা। আজ থেকে উত্তরবঙ্গেও গরম বাড়বে। সব মিলিয়ে গরমে হাঁসফাঁস করতে করতেই কাটবে এবারের পয়লা বৈশাখ।
গরুপাচার মামলায় অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে ফের তলব করল ইডি। আগামী সপ্তাহে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি-র দাবি, এর আগে ২ বার সুকন্যাকে নোটিস পাঠানো হয়। একবার অনুব্রত হেফাজতে থাকাকালীন, আরেক বার তিহাড় জেলে যাওয়ার পর। দু’বারই হাজিরা এড়িয়েছেন অনুব্রত-কন্যা। ইডি-র দাবি, গরুপাচার মামলায় নতুন তথ্য সামনে রেখে এবার সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিশ্ববিদ্যালয়গুলিকে রাজভবনের নজরদারি সংক্রান্ত নির্দেশ নিয়ে এবার সংঘাতে শিক্ষামন্ত্রী। এই নির্দেশিকা দেওয়ার আইনি বৈধতা নেই রাজ্যপালের, মন্তব্য ব্রাত্য বসুর! পাশাপাশি নির্দেশিকা প্রত্যাহারের আর্জিও করেছেন তিনি।
পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় শুভেন্দু অধিকারীর সভার আগে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশের পর, আজ দুপুরে ময়নার বাকচার ইজমালিচকে সভা করবেন শুভেন্দু। গতকাল থেকেই সভার প্রস্তুতি শুরু করেছে বিজেপি। তৃণমূলের অভিযোগ, শুভেন্দুর সভাস্থলের অদূরে তাদের পতাকা ছিঁড়ে দেন বিজেপি কর্মীরা। যদিও বিজেপির পাল্টা দাবি, সভা বানচাল করতেই নিজেরা পতাকা ছিঁড়ে তাদের নামে অপপ্রচার করছে শাসকদল।
শুধু মানিক, সুবীরেশ, শান্তিপ্রসাদ, কল্যাণময়রা নন, চাকরি- বিক্রির টাকা সরাসরি পৌঁছেছে শিক্ষা দফতরের কয়েকজন আধিকারিকেক কাছেও। জমা পড়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, নিয়োগ দুর্নীতি মামলায় এমনই দাবি করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, পর্ষদের একাধিক আধিকারিকদের সঙ্গে সরাসরি এজেন্টদের যোগাযোগ ছিল। এই এজেন্টদের মাধ্যমেই চাকরি-বিক্রির টাকা পৌঁছেছে শিক্ষা দফতরের আধিকারিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সিবিআইয়ের দাবি, এখনও পর্যন্ত এমন ৭-৮ জন সরকারি আধিকারিকের খোঁজ মিলেছে। এঁদের কাছে পৌঁছনো টাকার অঙ্ক কোটির বেশি। প্রায় ১৫ জন এজেন্টের সঙ্গে শিক্ষা দফতরের আধিকারিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। হাতে এসেছে টাকা হস্তান্তরের নথিও। এজেন্টদের পাশাপাশি, এই সরকারি আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই। কাদের নির্দেশে চাকরি-বিক্রির টাকা শিক্ষা দফতরের আধিকারিকদের পাঠানো হয়েছে তার খোঁজ শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
নদিয়ার হাঁসখালিতে তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম খালেক মণ্ডল। হাঁসখালির রামনগরের বড় চুপড়িয়া গ্রামেই বাড়ি। গতকাল বাজারের মধ্যে চায়ের দোকানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সহ সভাপতি আমোদ আলি বিশ্বাসকে। এই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে হাঁসখালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। নিহত তৃণমূল নেতার বিরুদ্ধেও খুন, বোমাবাজি, অস্ত্র মজুত রাখার একাধিক অভিযোগ রয়েছে। একটি মামলায় বেশ কিছুদিন জেল খেটে সপ্তাহখানেক আগেই তিনি ছাড়া পান। রাজনৈতিক কারণ, ব্যক্তিগত শত্রুতা নাকি, পুরনো অপরাধ-যোগ, খুনের মোটিভ নিয়ে এখনও অন্ধকারে পুলিশ।
ডিউটিতে যাওয়ার সময়, ঠাকুরপুকুর থানার সামনে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। বেহালার বিজি প্রেসের বাড়ি থেকে মোটরবাইকে চড়ে ডিউটিতে আসছিলেন ঠাকুরপুকুর থানার কনস্টেবল শিশির মণ্ডল। থানার কাছে ইউ টার্ন নেওয়ার সময়, পিছন থেকে বালি বোঝাই লরি তাঁর বাইকে ধাক্কা মারে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বছর ৪৪-এর পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঠাকুরপুুকুর থানার পুলিশ লরি আটক করলেও, চালক পলাতক।
রাজ্যে চারদিন ধরে চলছে কুড়মিদের আন্দোলন। সড়ক ও রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হচ্ছেন বহু মানুষ। কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকায় অন্তর্ভুক্তি, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে রাজ্য়ের পশ্চিমাঞ্চল জুড়ে চলছে লাগাতার আন্দোলন।
পঞ্চায়েত নির্বাচনের আগে মালদায় তৃণমূলে ভাঙন। পঞ্চায়েত সমিতির সদস্য-সহ রতুয়ায় কংগ্রেসে যোগ দিলেন কয়েকশো নেতা কর্মী। অন্যদিকে হবিবপুরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মুর। দক্ষিণ দিনাজপুরে বিজেপিতে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে দণ্ডি কেটে তৃণমূলে ফিরলেন কয়েকজন মহিলা।
পঞ্চায়েত নির্বাচনের আগে মালদায় তৃণমূলে ভাঙন। পঞ্চায়েত সমিতির সদস্য-সহ রতুয়ায় কংগ্রেসে যোগ দিলেন কয়েকশো নেতা কর্মী। অন্যদিকে হবিবপুরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মুর। দক্ষিণ দিনাজপুরে বিজেপিতে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে দণ্ডি কেটে তৃণমূলে ফিরলেন কয়েকজন মহিলা।
দেশের মানুষের কাছে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে বাংলা। এবার রাজভবন থেকে দেশজুড়ে হবে সাইকেল র্যালি। জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই সাইকেল র্যালির খরচও বহন করবে রাজভবন।
ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন? ঘুরতে গিয়ে ঝক্কি এড়াতে অনলাইনে হোটেল বুকিং সেরে রাখতে চাইছেন কি? সাবধান। সেখানেও রয়েছে প্রতারণার ফাঁদ। ভুয়ো ওয়েবসাইট খুলে পর্যটকদের টাকা হাতানোর চক্র খুলে বসেছে প্রতারকরা। সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
দেশের মানুষের কাছে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে বাংলা। এবার রাজভবন থেকে দেশজুড়ে হবে সাইকেল র্যালি। জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই সাইকেল র্যালির খরচও বহন করবে রাজভবন।
প্রেক্ষাপট
কলকাতা: বর্ধিত পার্কিং ফি (Parking Fee) ইস্যুতে চূড়ান্ত চাপানউতোর! মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম করে কলকাতা পুরসভার (Kolkata Minucipality) কড়া সমালোচনা করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। কার্যত নিশানা করা হয় মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim)। রাতে কলকাতা পুরসভা বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করলেও, বিষয়টি নিয়ে অসন্তুষ্ট মেয়র। সংবাদমাধ্যমে এভাবে বলা ঠিক হয়নি। প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।
এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন-
বিশ্ববিদ্যালয়গুলিকে রাজভবনের নজরদারি সংক্রান্ত নির্দেশ নিয়ে এবার সংঘাতে শিক্ষামন্ত্রী। এই নির্দেশিকা দেওয়ার আইনি বৈধতা নেই রাজ্যপালের, মন্তব্য ব্রাত্য বসুর! পাশাপাশি নির্দেশিকা প্রত্যাহারের আর্জিও করেছেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিভিন্ন ইস্যুতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভূমিকায় অসন্তোষের সুর ধরা পড়েছে বিরোধী দলনেতা শুভেনদু অধিকারীর গলায়। কিন্তু, রাজ্যপাল সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মত উল্টোটাই। ফলে প্রশ্ন উঠছে, রাজ্যপালের ভূমিকা নিয়ে বঙ্গ বিজেপি কি দ্বিধাবিভক্ত?
বিজেপির সাপোর্ট না থাকলে, এতবড় হত্যাকাণ্ড কেউ ঘটাতে পারে না। শীতলকুচিতে দলের পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী, মেয়েকে খুনের কটনায়, বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে তৃণমূলে টিকিট পাওয়া নিয়ে তত খুনোখুনি বাড়বে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
হাইকোর্টের নির্দেশে রিষড়ায় অশান্তির কারণ নিয়ে রিপোর্ট জমা দিল, চন্দননগর পুলিশ কমিশনারেট। যেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করার পাশাপাশি, পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ার অভিযোগও তোলা হয়েছে। অন্যদিকে রামনবমী ঘিরে অশান্তির জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করতে হবে। বাতিল করতে হবে আন্দোলনকারীদের বদলির সিদ্ধান্ত। তবেই আলোচনা। হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিল, সংগ্রামী যৌথ মঞ্চ। পাশে দাঁড়িয়েছে সিপিএম, বিজেপি। আন্দোলনকারীদের কথা মতো মামলা প্রত্যাহার করতে পারে না সরকার। বললেন সৌগত রায়।
পঞ্চায়েত নির্বাচনের আগে মালদায় তৃণমূলে ভাঙন। পঞ্চায়েত সমিতির সদস্য-সহ রতুয়ায় কংগ্রেসে যোগ দিলেন কয়েকশো নেতা কর্মী। অন্যদিকে হবিবপুরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মুর। দক্ষিণ দিনাজপুরে বিজেপিতে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে দণ্ডি কেটে তৃণমূলে ফিরলেন কয়েকজন মহিলা।
ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন? ঘুরতে গিয়ে ঝক্কি এড়াতে অনলাইনে হোটেল বুকিং সেরে রাখতে চাইছেন কি? সাবধান। সেখানেও রয়েছে প্রতারণার ফাঁদ। ভুয়ো ওয়েবসাইট খুলে পর্যটকদের টাকা হাতানোর চক্র খুলে বসেছে প্রতারকরা। সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -