West Bengal News Live Updates:ইউনূস শপথ নেওয়ার পরেই সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার বার্তা মোদির
Get the latest West Bengal News Highlights: শহর থেকে জেলা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন তিনি। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
টোকিওর পর ফের প্যারিস অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ ভারতের। টিম ইন্ডিয়ার হাত ধরে এল চতুর্থ পদক। স্পেনকে ২-১ এ হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতের। এক গোলে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন। জোড়া গোল করে নায়ক ক্যাপ্টেন হরমনপ্রীত সিংহ। এই সাফল্যের পর ভারতীয় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। হকিতে পদকজয়ের পর দেশজুড়ে উৎসবের আমেজ।
'নতুন দায়িত্ব পাওয়ার মহম্মদ ইউনূসকে শুভেচ্ছা। আশা করি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত হোক। দুই দেশের শান্তি, সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত', এক্স হ্যান্ডলে পোস্ট ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির
বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। কোনও মামলার ক্ষেত্রে আইনজীবীরা অনুপস্থিত থাকলে বিচারপতিরা যেন সেই মামলার শুনানি না করেন, এই অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমকে প্রধান বিচারপতিকে চিঠি কলকাতা হাইকোর্টের আইনজীবী সংগঠন বার এসোসিয়েশনের
দমদমের শেঠবাগান আদর্শ বিদ্যামন্দির ফর বয়েজ বিদ্যালয়ে প্রায় তিন বছর শিক্ষকতা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৬৮ সালের মার্চ মাসে বাংলার শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যোগদান করেন। মাসিক বেতন ছিল ২২০ টাকা। ১৯৭১ সালের শুরু পর্যন্ত তিনি শিক্ষকতা করেছিলেন। শিক্ষক হিসেবে ছাত্রদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য ছিলেন বুদ্ধবাবু। স্মৃতিচারণা স্কুলের বর্তমান প্রধান শিক্ষক চিরঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে সিউড়িতে মৌন মিছিল করল সিপিআইএম। পরে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বৃহস্পতিবার বিকালে সিউড়িতে সিপিআইএমের জেলা পার্টি অফিস থেকে মিছিল বেড় হয়ে সিউড়ি শহর ঘোরে।
গণসংগীতের মাধ্যমে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা। দুর্গাপুরের সিটি সেন্টারের সরকারি অফিস পাড়া সংলগ্ন এরিয়ায় দুর্গাপুর পুরসভা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ ও অন্যান্য রাজ্য ও কেন্দ্র সরকারি দপ্তর গুলি র সামনে থেকে বহু বাম কর্মী সমর্থকরা শোক যাত্রা শুরু করেন। গোটা সিটি সেন্টার জুড়েই চলে শোকযাত্রা। মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরেই, দুর্গাপুরের একাধিক বেসরকারি হাসপাতাল, একাধিক কারখানা একাধিক সরকারি টাকায় শপিং মলের উদ্বোধন হয়েছিল। তিনি আজ প্রয়াত। শুধু বাম কর্মী সমর্থকরাই নন সমস্ত মানুষই জানিয়েছেন শেষ শ্রদ্ধা।
পুরুলিয়া শহরের সিপিআইএম দলীয় কার্যালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাম সমর্থিত নেতা কর্মীরা । এদিন বিকেলে দলীয় কার্যালয় থেকে পুরুলিয়া শহরে একাংশ পরিক্রমা করে শেষ শ্রদ্ধা জানালেন বামপন্থী মানুষজন ।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুতে শোকমিছিল হল বাঁকুড়া শহরে। আজ বিকেলে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা থেকে সিপিএম এর উদ্যোগে এই মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে মিছিল ফের শেষ হয় মাচানতলায়। এদিনের মিছিলে বাম নেতৃত্ব ছাড়াও বহু সাধারণ মানুষও এই মিছিলে পা মেলান। পরে মাচানতলায় আয়োজিত শোকসভায় বুদ্ধদেব ভট্টাচার্যর স্মৃতিচারণা করেন বাম নেতৃত্ব।
অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। মৌসুমী অক্ষরেখা বাংলার উপর বিস্তৃত। বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা।
বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গের দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তে কড়া প্রহরা দিচ্ছে বিএসএফ। এই আবহেই মালদায় বাংলাদেশ সীমান্তে চোরাকারবারীদের সঙ্গে সংঘর্ষ বিএসএফ-এর। সীমান্তরক্ষা বাহিনীর চেষ্টায় রুখে দেওয়া গেল চোরাকারবার। মালদার কেদারিপাড়া বর্ডার আউটপোস্টের কাছে এই ঘটনা ঘটে। সূত্রের খবর, ওই এলাকায় প্রথমে চোরাকারবারীদের আটকায় বিএসএফ-এর এক মহিলা জওয়ান। ১ টি গরু এবং ৮টি মোষ আটক করা হয়। কিন্তু চোরাকারবারীরা পাল্টা আঘাত হানে বলে অভিযোগ। ওই মহিলা বিএসএফ-জওয়ানের (BSF Women Constable) উপর হামলা করে গরু-মোষ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেই সময় আত্মরক্ষার খাতিয়ে ওই মহিলা জওয়ান গুলি চালান। শেষপর্যন্ত চোরাকারবারীদের বাংলাদেশের দিকে তাড়িয়ে দেওয়া হয়।
WB 06 0002, সাদা রঙের এই অ্যাম্বাস্যাডর গাড়িই ছিল তাঁর দীরদিনের বাহন। এখনও পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে সেই গাড়ি। আর এই গাড়িতে উঠবেন না বুদ্ধদেব ভট্টাচার্য।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে সুন্দরবনের জলপথে হাই- অ্যালার্ট জারি করা হয়েছে। সুন্দরবনের সব জলপথে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নামখানার হাতানিয়া- দোয়ানিয়া নদী আন্তর্জাতিক জলপথ। আজ নামখানার ওসি বিভাস সরকার বাংলাদেশি পণ্যবাহী বার্জগুলিতে তল্লাশি চালান। নাবিকদের বিস্তারিত তথ্য নেন। এই পরিস্থিতিতে যে কোনরকম অনুপ্রবেশ আটকানোই আটকানো বড় চ্যালেঞ্জ পুলিশের। অন্যদিকে অশান্ত পরিস্থিতির জন্য সপ্তাহখানেক ধরে নামখানাতে আটকে বাংলাদেশী বার্জগুলি। পরিবারের দুশ্চিন্তায় আটকে থাকা নাবিকরা।
জোকার জেনেক্স ভ্যালি আবাসনে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু। আজ সকাল ৬টা নাগাদ তাঁকে আবাসনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন আবাসিকরা। মৃতের নাম সুরেন্দ্র সিন্হা। জোকার ওই আবাসনের ১৬ নম্বর টাওয়ারের ৬ তলায় পরিবারের সঙ্গে থাকতেন প্রৌঢ়। স্থানীয় সূত্রে খবর, বছর ৭৩-র ওই প্রৌঢ় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঝাঁপ দিয়ে, নাকি ৬ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু, খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ।
অস্তে গেল বাংলায় বামেদের শেষ সূর্য। তিনিই শিল্পের স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাকে। যদিও সেই স্বপ্ন পূরণ হয়নি। তাঁর হাত ধরেই বাংলা সাক্ষী থেকেছে অনেক উত্থান-পতনের। অবশেষে বিদায় নিলেন বামদূর্গের শেষ কর্ণেল বুদ্ধদেব ভট্টাচার্য।
মুখ্যমন্ত্রী থাকাকালীন রোজ লাঞ্চ করতে বাড়ি ফিরতেন বুদ্ধদেব ভট্টাচার্য। সে সময় ওই এলাকায় ট্রাফিক সামলাতেন সার্জেন্ট সুমন মুখোপাধ্যায়। আজ তিনি কলকাতা ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। বুদ্ধবাবুর প্রয়াণের পর স্মৃতিচারণায় সুমন মুখোপাধ্য়ায়।
পাম অ্যাভিনিউর ফ্ল্যাট থেকে শেষবারের মতো বেরোলেন বুদ্ধদেব ভট্টাচার্য
সিঙ্গুরে শিল্পের স্বপ্ন দেখিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
কেন পতন হয়েছিল ৩৪ বছরের বাম শাসনের। কোথায় ছিল ভুল, কী জানিয়েছিলেন এবিপি আনন্দের সম্পাদক সুমন দে-কে।
আগামীকাল আলিমুদ্দিনে দিনভর শেষশ্রদ্ধা, বিকেলে মিছিল করে দেহদান।
আজ দুপুর পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানো যাবে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে। পিস ওয়ার্ল্ডে রাতে থাকবে দেহ। কাল আলিমুদ্দিনে দিনভর শেষশ্রদ্ধা, বিকেলে মিছিল করে দেহদান।
গান স্যালুট দেওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে: মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আজ রাজ্যে পূর্ণ দিবস ছুটি ঘোষণা
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ আজ পিস ওয়ার্ল্ডে সংরক্ষণ করা হবে
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
রাজ্যের রাজনীতির আকাশে নক্ষত্রপতন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০-২০১১, টানা ১১ বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুসের সমস্যা বা COPD-তে ভুগছিলেন। আজ সকাল ৮টা ২০-তে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবার সূত্রে খবর, গত ৩ দিন জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে অবস্থা স্থিতিশীল ছিল। আজ সকালে জ্বর বাড়ে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়। কিন্তু সেই সময় দেননি বুদ্ধদেব ভট্টাচার্য। শুধু রাজনীতি নয়, সংস্কৃতির অঙ্গনেও ছিল তাঁর অবাধ যাতায়াত। তাঁর কাকা সুকান্ত ভট্টাচার্য।
প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল ৮টা ২০-তে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য
সীমান্তে হাই অ্যালার্ট, বাড়ানো হয়েছে নজরদারি। জানাল বিএসএফ।
৩ দিন পর, উত্তর ২৪ পরগনার বনগাঁয় পেট্রোপোলে শুরু হল সীমান্ত-বাণিজ্য। আজ থেকে ফের শুরু হল আমদানি-রফতানি। বাংলাদেশে অশান্তির জেরে সোমবার দুপুর থেকে পেট্রাপোল সীমান্তে বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। গতকাল নো ম্যান্সল্যান্ডে দু’ দেশের মধ্যে বৈঠক হয়। আজ থেকে সীমান্তে আদান-প্রদান চালু হলেও, বাংলাদেশের বেনাপোল সীমান্তে দেখা গেল অন্য ছবি। শেখ মুজিবর রহমানের ছবি ঢাকা অবস্থায় রয়েছে।
বাংলাদেশে অশান্তি, এপারে পালিয়ে আসার চেষ্টা। জলপাইগুড়িতে আটকানো হল প্রায় ১২০০ বাংলাদেশিকে। সীমান্তে হাই অ্যালার্ট। বাড়ানো হয়েছে নজরদারি। জানাল বিএসএফ।
বাংলাদেশে ডামাডোল। তার জেরে ইন্দো-বাংলা সীমান্ত-বাণিজ্যে জটিলতা। পেট্রাপোল সীমান্তে এখনও বন্ধ আমদানি-রফতানি। তবে পণ্য পরিবহণের চাকা গড়িয়েছে ঘোজাডাঙা ও মহদিপুর সীমান্তে। ওপার বাংলার ট্রাকচালকের মুখে উঠে এসেছে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।
বাংলাদেশে অশান্তি, এপারে পালিয়ে আসার চেষ্টা। জলপাইগুড়িতে আটকানো হল প্রায় ১২০০ বাংলাদেশিকে। সীমান্তে হাই অ্যালার্ট। বাড়ানো হয়েছে নজরদারি। জানাল বিএসএফ।
রাজ্য মন্ত্রিসভায় পরিবর্তন। কারা দফতর মুখ্যমন্ত্রীর হাতে। তিন মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব। সেচে মানস, চন্দ্রিমাকে পরিবেশ, শিল্প পুনর্গঠন বাবুলের। গোলাম রব্বানি পেলেন অচিরাচরিত শক্তি।
রেশন দুর্নীতিকাণ্ডে ৪ চালকলের ৩৬ কর্মীর নামে অ্যাকাউন্ট খুলে টাকা নয়ছয়। তৃণমূল ব্লক সভাপতি ও তাঁর দাদাকে জেরা করে অনুমান ইডির।
রাজ্যে ফের ভোট। সিতাই, মেদিনীপুর, নৈহাটি, মাদারিহাট, হাড়োয়া, তালডাংরা। সেপ্টেম্বরে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা। কমিশন সূত্রে খবর।
প্রেক্ষাপট
সেনার অধীনেও বাংলাদেশে হিংসা। ঢাকা মেডিক্যালে লাশের সতূপ! কিশোরগঞ্জে খুন আওয়ামি লিগ সমর্থক। হাসিনার দলের ৩০ জনের দেহ উদ্ধার।
বাংলাদেশে অবাধে লুঠতরাজ। কাশিমপুর ও কুষ্টিয়ায় জেল ভেঙে পালাল আড়াইশ বন্দি। পাল্টা সেনার গুলিতে ৩ জঙ্গি-সহ মৃত ৬। কুমিল্লায় খুন ২ পুলিশকর্মী।
ঢাকায় আইনজীবী সমিতির কার্যালয় ভাঙচুর, বঙ্গবনধু কর্ণারে আগুন, মুজিবর ও হাসিনার ছবিতে অগ্নিসংযোগ। সংবাদমাধ্যমের অফিসে ভাঙচুর। ময়মনসিংহে জাদুঘরে আগুন।
আজ সন্ধেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিতে পারেন মহম্মদ ইউনূস। হিংসা আমাদের শত্রু, দয়া করে শত্রু তৈরি করবেন না। বার্তা নোবেলজয়ীর।
'নতুন বাংলাদেশ গড়তে হলে আওয়ামি লিগ ছাড়া সম্ভব নয়' বার্তা শেখ হাসিনার পুত্র।
খালেদা জিয়ার জেলমুক্তির পর ঢাকায় নয়াপল্টনে বিশাল জনসমাবেশ বিএনপির। স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রীর। সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, বার্তা খালেদার ছেলের।
হাসিনা দেশ ছাড়তেই মন্ত্রিসভার সদস্যদের খোঁজে গোয়েন্দারা। তল্লাশি হাসিনা-ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়িতে। গ্রেফতার একাধিক মন্ত্রী, দেশ ছাড়ছেন অনেকে।
হাসিনা-ঘনিষ্ঠদের খোঁজে তল্লাশি
বাংলাদেশে অশান্তি, এপারে পালিয়ে আসার চেষ্টা। জলপাইগুড়িতে আটকানো হল প্রায় ১২০০ বাংলাদেশিকে। সীমান্তে হাই অ্যালার্ট। বাড়ানো হয়েছে নজরদারি। জানাল বিএসএফ।
রাজ্য মন্ত্রিসভায় পরিবর্তন। কারা দফতর মুখ্যমন্ত্রীর হাতে। তিন মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব। সেচে মানস, চন্দ্রিমাকে পরিবেশ, শিল্প পুনর্গঠন বাবুলের। গোলাম রব্বানি পেলেন অচিরাচরিত শক্তি।
মাত্র ১০০ গ্রাম ওজন বেশি, অলিম্পিক্স ফাইনালে ডিসকোয়ালিফাই বিনেশ ফোগত। সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আবেদন, আজই রায়। পক্ষে গেলে যুগ্ম রুপো জয়ের সম্ভাবনা।
ভারতীয় অলিম্পিক সংঘ আন্তর্জাতিক কুস্তি সংঘের বিরোধিতা করেছে। সংসদে বিবৃতি ক্রীড়ামন্ত্রীর। আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। বিনেশকে সান্ত্বনা নরেন্দ্র মোদির।
রাজ্যে ফের ভোট। সিতাই, মেদিনীপুর, নৈহাটি, মাদারিহাট, হাড়োয়া, তালডাংরা। সেপ্টেম্বরে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা। কমিশন সূত্রে খবর।
রেশন দুর্নীতিকাণ্ডে ৪ চালকলের ৩৬ কর্মীর নামে অ্যাকাউন্ট খুলে টাকা নয়ছয়। তৃণমূল ব্লক সভাপতি ও তাঁর দাদাকে জেরা করে অনুমান ইডির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -