West Bengal News Live Updates: রোদ্দুর রায়কে গ্রেফতার করে গোয়া থেকে কলকাতায় আনল পুলিশ

West Bengal Live News: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...

abp ananda Last Updated: 08 Jun 2022 11:48 PM
WB News Live Updates: সোনাদার কাছে লাইনচ্যুত টয় ট্রেন, হতাহতের খবর নেই

সোনাদার কাছে লাইনচ্যুত টয় ট্রেন। এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার পথে বেলাইন টয় ট্রেন। ট্রেনে ছিলেন ৩২জন পর্যটক। টয় ট্রেন লাইনচ্যুত হলেও কোনও হতাহতের খবর নেই।

West Bengal News Live: ডিজে বাজিয়ে শোভাযাত্রার প্রতিবাদ করে পুলিশ ডাকায় BDO-কে হেনস্থার অভিযোগ

ডিজে বাজিয়ে শোভাযাত্রার প্রতিবাদ করে পুলিশ ডাকায় BDO-কে হেনস্থার অভিযোগ। প্রতিবাদে বুধবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভে বসে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতিরাজ এমপ্লয়িজ ফেডারেশন। কাঁথিতে বিডিওকে হেনস্থার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। 

WB News Live Updates: ভবানীপুরে দম্পতিকে খুন করে সম্ভবত ট্যাক্সি ধরে পালায় আততায়ীরা

দম্পতিকে খুন করে, ভবানীপুরের মতো এলাকা থেকে কীভাবে পালিয়েছিল খুনিরা ? পুলিশ সূত্রে খবর, সম্ভবত ট্যাক্সি ধরে পালায় আততায়ীরা। নিহত দম্পতির একটি মোবাইল ফোন ডালহৌসি চত্বর থেকে উদ্ধার করেছে পুলিশ।

West Bengal News Live: রোদ্দুর রায়কে গ্রেফতার করে গোয়া থেকে কলকাতায় আনল পুলিশ

মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জের। ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার করে গোয়া থেকে কলকাতায় আনল পুলিশ। মহিলাদের অসম্মান, অশান্তিতে উস্কানি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা। কাল আদালতে তোলা হবে রোদ্দুর রায়কে। একাধিক থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে মামলা। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে গোয়া থেকে রোদ্দুরকে গ্রেফতার করে লালবাজারের সাইবার সেল ও গুন্ডাদমন শাখা। 

WB News Live Updates: গরু পাচার মামলায় বিকাশ মিশ্রের জামিন

গরু পাচার মামলায় বিকাশ মিশ্রের জামিন। গ্রেফতারের ৭দিনের মধ্যে চার্জশিট পেশ না হওয়ায় জামিন। বিকাশ মিশ্রের জামিনের আবেদন মঞ্জুর করল বিশেষ আদালত। কয়লাপাচার মামলায় এখনও জেলে বিকাশ মিশ্র

West Bengal News Live: ছেলের সাক্ষাৎ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক

ছেলের সাক্ষাৎ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, বাবার সঙ্গে সন্তানের সাক্ষাতটাই গুরুত্বপূর্ণ। জায়গা কোথায় সেটা অত গুরুত্বপূর্ণ নয়। সোমবার আসুন৷ আমি চেষ্টা করে দেখি।

WB News Live Updates: এসএসসি-কেলেঙ্কারির মধ্যেই শিক্ষক নিয়োগে নতুন পদ তৈরিতে এবার প্রশ্ন হাইকোর্টের

এসএসসি-কেলেঙ্কারির মধ্যেই শিক্ষক নিয়োগে নতুন পদ তৈরিতে এবার প্রশ্ন হাইকোর্টের। এক অসুখ ঢাকতে আরেক অসুখ ডেকে আনা বলে মন্তব্য।

West Bengal News Live: দ্রুত নিয়োগের দাবিতে খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা

দ্রুত নিয়োগের দাবিতে খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার জন্য প্যানেলভুক্ত হন ৯৫৭ জন। এর মধ্যে ১০০ জনের নিয়োগ হলেও আদালতে মামলা চলার জন্য বাকিদের নিয়োগ হয়নি। আইনি প্রক্রিয়ার দ্রুত নিষ্পত্তির আশ্বাসে বিক্ষোভ তুলে নেন চাকরিপ্রার্থীরা।

WB News Live Updates: আগামী শুক্রবার ফের কামারকুণ্ডু রেল সেতুর উদ্বোধন করতে চলেছে রেল

৩ জুন হুগলির কামারকুণ্ডু রেল সেতুর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। আগামী শুক্রবার সেই সেতুই ফের উদ্বোধন করতে চলেছে রেল। এই নিয়ে বেধেছে রাজনৈতিক সংঘাত।

West Bengal News Live: কেতুগ্রামে স্বামীর হামলায় হাত খোয়ানো রেণুর পাশে মুখ্যমন্ত্রী

কেতুগ্রামে স্বামীর হামলায় হাত খোয়ানো রেণুর পাশে মুখ্যমন্ত্রী। ‘নার্সিংয়ের চাকরি বহাল থাকবে রেণুর’। ‘যে কাজ পারবেন, সেই কাজই করবেন রেণু’। ‘রেণুর জন্য কৃত্রিম হাতের ব্যবস্থা করা হচ্ছে’। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই কৃতজ্ঞতা প্রকাশ রেণু খাতুনের

WB News Live Updates: মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার জন্য ২০১৮-য় বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষায় পাস করে প্যানেলভুক্ত হন ৯৫৭ জন। এর মধ্যে ১০০ জনের নিয়োগ হলেও, বাকিদের হয়নি বলে অভিযোগ। এ নিয়ে হাইকোর্টে মামলা করেছেন প্যানেলভুক্ত নন এমন কয়েকজন পরীক্ষার্থী। সেই মামলা এখনও বিচারাধীন। বিক্ষোভকারীদের দাবি, খাদ্য দফতর অথবা পিএসসি-র প্রতিনিধিরা হাজির 
না হওয়ায় আদালতে মামলা ঝুলে রয়েছে। ফলে আটকে রয়েছে নিয়োগ। এর প্রতিবাদে এদিন খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের আটকে দেয়।

West Bengal News Live: শিবপুরে বার্জার পেন্টসের কারখানায় বিধ্বংসী আগুন, ১৮জন আহত

হাওড়ার শিবপুরে বার্জার পেন্টসের কারখানায় বিধ্বংসী আগুন, ১৮জন আহত। দমকলের ৮টি ইঞ্জিনের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন। হাওড়া ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। একজন ৭০ শতাংশ, আরেকজন ৫০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় এসএসকেএমে ভর্তি। আজ দুপুর আড়াইটে নাগাদ আগুন লাগে রঙের কারখানায়।

WB News Live Updates: এসএলএসটি চাকরি প্রার্থীদের শিক্ষামন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা, আটকে দিল লেকটাউন থানার পুলিশ

এসএলএসটি চাকরি প্রার্থীদের শিক্ষামন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা। রাস্তাতেই চাকরি প্রার্থীদের আটকে দিল লেকটাউন থানার পুলিশ। রাস্তায় বসে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।
বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।

West Bengal News Live: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি, উপেন বিশ্বাস বর্ণিত ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের নির্দেশ হাইকোর্টের

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি, উপেন বিশ্বাস বর্ণিত ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের নির্দেশ। ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিল হাইকোর্ট। এই রঞ্জনের আসল নাম চন্দন মণ্ডল, আদালতে দাবি মামলাকারীর আইনজীবীর। ‘প্রয়োজন মনে করলে চন্দন মণ্ডলকে হেফাজতে নিতে পারবে সিবিআই’। ‘তদন্তে সহযোগিতা না করলে হেফাজতে নিতে পারবে সিবিআই’। ১৫ জুনের মধ্যে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের। ‘শুধুমাত্র রঞ্জনের জন্যেই সিবিআই তদন্ত, সম্পূর্ণ প্রাথমিকে দুর্নীতিতে নয়’। মামলায় ‘রঞ্জন’-এর সঙ্গে পার্টি করা হল প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসকেও। অবিলম্বে তদন্ত শুরু করতে সিবিআইকে নির্দেশ হাইকোর্টের। সম্প্রতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হন উপেন বিশ্বাস। উপেন বিশ্বাসের ফেসবুক পোস্ট কোর্টের নজরে আনলেন বিকাশ ভট্টাচার্য।

WB News Live Updates: রাজ্য কার্যনির্বাহী বৈঠকে ডাক পাননি, দাবি বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়ের

নাড্ডার সফরেও বঙ্গ বিজেপিতে অস্বস্তি প্রকাশ্যে। রাজ্য কার্যনির্বাহী বৈঠকে ডাক পাননি, দাবি রাজু বন্দ্যোপাধ্যায়ের। বঙ্গ বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই পরিচিত রাজু। আগেই দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

West Bengal News Live: বিজেপিতেই আছেন মুকুল রায়, জানিয়ে দিলেন অধ্যক্ষ

বিজেপিতেই আছেন মুকুল রায়, ফের জানালেন অধ্যক্ষ। দীর্ঘ শুনানির পরে ফের জানিয়ে দিলেন অধ্যক্ষ। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ খারিজ। হাইকোর্ট রায় পুনর্বিবেচনা করতে বলার পরে ফের শুনানি।

WB News Live Updates: শিবপুরে রঙের কারখানায় ভয়াবহ আগুন

হাওড়ার শিবপুরে রঙের কারখানায় ভয়াবহ আগুন। বার্জার পেন্টসের কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

West Bengal News Live: এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগে তুলকালাম বাগদায়

উত্তর ২৪ পরগনার বাগদার বাজিতপুরে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ। গতকাল এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাগদার বাজিতপুর। অভিযোগ, মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ। ইটের ঘায়ে আহত হন বাগদার এসডিপিও-সহ চার পুলিশ কর্মী। রাতভর তল্লাশি চালিয়ে ওই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live Updates: ভাগীরথীতে তলিয়ে গেল স্কুলপড়ুয়া দুই কিশোর

মুর্শিদাবাদের বহরমপুরে ভাগীরথীতে তলিয়ে গেল স্কুলপড়ুয়া দুই কিশোর। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল পৌনে ৯টা নাগাদ বহরমপুর শহরের লালবাগ তৃতীয় সড়ক লাগোয়া নিহালিশ পাড়া ঘাটের কাছে ভাগীরথীতে স্নান করতে নামে একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই ছাত্র। তারপরই তলিয়ে যায় দুই কিশোর। ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হলেও খোঁজ মেলেনি দুই বন্ধুর।

West Bengal News Live: ছেলের সাক্ষাৎ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক

ছেলের সাক্ষাৎ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। ছেলে রয়েছে স্ত্রী পিঙ্কির কাছে। এর আগে আলিপুর আদালত নির্দেশ দেয়, আইনজীবীর চেম্বারে সন্তানের সঙ্গে দেখা করতে পারবেন কাঞ্চন। অভিনেতার স্ত্রী জানান, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে সন্তানের সাক্ষাৎ করাতে তিনি প্রস্তুত। কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায় বাড়িতে যেতে আপত্তি থাকায় হাইকোর্টে মামলা করেন কাঞ্চন। বাবার সঙ্গে সন্তানের সাক্ষাতই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। জায়গা কোথায় সেটা অত গুরুত্বপূর্ণ নয়। সোমবার আসুন৷ আমি চেষ্টা করে দেখি।
কাঞ্চন মল্লিকের আবেদন প্রসঙ্গে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।

WB News Live Updates: মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার জন্য ২০১৮-য় বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষায় পাস করে প্যানেলভুক্ত হন ৯৫৭ জন। এর মধ্যে ১০০ জনের নিয়োগ হলেও, বাকিদের হয়নি বলে অভিযোগ। এ নিয়ে হাইকোর্টে মামলা করেছেন প্যানেলভুক্ত নন এমন কয়েকজন পরীক্ষার্থী। সেই মামলা এখনও বিচারাধীন। বিক্ষোভকারীদের দাবি, খাদ্য দফতর অথবা পিএসসি-র প্রতিনিধিরা হাজির না হওয়ায় আদালতে মামলা ঝুলে রয়েছে। 

West Bengal News Live: টেট উত্তীর্ণদের নবান্ন অভিযান

টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। আটকানোর চেষ্টা পুলিশের।

WB News Live Updates: নাচের তালে মগ্ন মুখ্যমন্ত্রী

হাসিমারায় আদিবাসী অনুষ্ঠানে নাচের ছন্দে মাতলেন মুখ্যমন্ত্রী।

West Bengal News Live: স্ত্রীকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী

স্ত্রীকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল বাঁকুড়ার পাত্রসায়রের রামেশ্বরকুঁড়ে গ্রামে। মৃত দম্পতির নাম রেণুকা ও অসিত বাগদি। তাঁদের ৬ মাসের ছেলের কান্নার আওয়াজে বিষয়টি জানতে পারেন প্রতিবেশীরা। অভিযোগ, দাম্পত্য বিবাদের জেরে গতকাল রাতে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে স্বামী বাড়ি থেকে বেরিয়ে আত্মঘাতী হন। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান

WB News Live Updates: হাসিমারায় গণবিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

আজ হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসী সমাজের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের তরফে আয়োজন করা হয়েছে গণবিবহ অনুষ্ঠান। দেওয়া হবে রূপশ্রী প্রকল্পের টাকা। এদিনের অনুষ্ঠান থেকে একটি সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও একাধিক সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি।

West Bengal News Live: চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি

এবার চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন তুললেন বিচারপতি। ‘কার সুপারিশে চাকরি পেয়েছিলেন? স্থানীয় বিধায়ক? আপনাদের মতো লোকের জন্য ৯ বছর স্থায়ী পদে শিক্ষক নিয়োগ হয়নি। আপনি পদ আটকে রেখেছিলেন। এটা কি মগের মুলুক?’ নদিয়ার এক চুক্তিভিত্তিক শিক্ষককে ভর্ত্‍‍সনা বিচারপতি রাজাশেখর মান্থার

WB News Live Updates: বিজেপি নেতাকে মারধরের অভিযোগ

তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বিজেপি নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ উঠল বাঁকুড়ার তালডাংরার বিবরদা এলাকায়। অভিযোগ, গতকাল রাতে বিজেপি জেলা সম্পাদক দুর্গা ঘোষের স্বামী ও বিজেপি কর্মী গৌতম ঘোষকে তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। আহত বিজেপি কর্মী বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। হামলার নেপথ্যে ব্যবসা সংক্রান্ত পারিবারিক বিবাদ, দাবি শাসক শিবিরের।

West Bengal News Live: কলকাতা পুরসভায় চাকরির টোপ, ৩০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ

কলকাতা পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। হুগলির উত্তরপাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ এপ্রিল খানাকুলের বাসিন্দা এক ব্যক্তি উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, পিন্টু চক্রবর্তী নামে এক ব্যক্তি কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার নাম করে কয়েকমাস আগে ৮ লক্ষ টাকা নেন। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই ফেরার ছিল অভিযুক্ত পিন্টু। গতকাল এলাকায় ফিরতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

WB News Live Updates: পঞ্চায়েত অফিস থেকে বেআইনিভাবে বিদ্যুৎ নেওয়ার অভিযোগ

তৃণমূল প্রধানের ছেলের জন্মদিনের পার্টিতে পঞ্চায়েত অফিস থেকে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ। হুগলির তারকেশ্বরের তৃণমূল পরিচালিত চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রতিবাদে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ, সোমবার রাতে পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় তৃণমূল প্রধানের ছেলের জন্মদিনের পার্টিতে পঞ্চায়েত অফিস থেকে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে জ্বালানো হয় আলো, বাজানো হয় সাউন্ড বক্স। এ নিয়ে প্রশ্ন তোলায় প্রধানের ছেলে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।

West Bengal News Live: বাড়ি-গাড়ির ইএমআইতে ফের কোপ?

ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বাড়ি-গাড়ির ইএমআই বৃদ্ধির আশঙ্কা।

WB News Live Updates: ২ দিনের সফরে রাজ্যে জে পি নাড্ডা

বঙ্গ বিজেপিতে অসন্তোষের মধ্যেই ২ দিনের সফরে রাজ্যে জে পি নাড্ডা। গতকালই কলকাতায় পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানায় বিজেপি রাজ্য নেতৃত্ব।

West Bengal News Live: ধর্মতলায় জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার অশোক শাহর মোবাইল

ভবানীপুরকাণ্ডে ব্যবসায়ী অশোক শা-র মোবাইল ফোন উদ্ধার। গতকাল রাতে ধর্মতলা এলাকায় একটি ম্যানহোলের পাশে জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার হয় মোবাইল ফোন। খবর সূত্রের।

WB News Live Updates: দম্পতি খুনে পরিচিত কেউ?

জোড়া খুনের পিছনে পরিচিত কারও হাত, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ব্যবসায়ী অশোক শা-র দেহে ৬ থেকে ৭টি ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন। এলোপাথাড়ি কোপানো হয়েছে বলে অনুমান। স্ত্রী রশ্মিতার মাথার পিছনে একটিই গুলির ক্ষত। আঘাতের ধরন দেখে তদন্তকারীদের অনুমান, শুধুমাত্র লুঠের উদ্দেশ্য নয়, পুরনো আক্রোশ থেকেই জোড়া খুনের ঘটনা ঘটে থাকতে পারে। 

West Bengal News Live: সুকান্ত মজুমদারের সভার শেষে বিশৃঙ্খলা

ব্যারাকপুরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সভার শেষে বিশৃঙ্খলা। তাল কাটল গেরুয়া শিবিরের কর্মসূচিতে। আজ সভার শেষে, সুকান্ত মজুমদারের কাছে কিছু অভিযোগ জানাতে যান জগদ্দল মণ্ডলের মহিলা মোর্চার প্রাক্তন সভাপতি বেবি মল্লিক।অভিযোগ, সেইসময় তাঁকে বাধা দেন কিছু বিজেপি কর্মী। তখনই বিশৃঙ্খলা বেধে যায়। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। 

WB News Live Updates: গুজরাতি দম্পতি খুনের মোটিভ ঘিরে এখনও ধোঁয়াশা

দেড় দিন পার। ভবানীপুরের মতো হাই সিকিউরিটি জোনে গুজরাতি দম্পতি খুনে এখনও অধরা অভিযুক্তরা। খুনের মোটিভ ঘিরে এখনও ধোঁয়াশা। যদিও লুঠের উদ্দেশ্যে খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পাশাপাশি, নজর ঘোরাতে ব্যবসায়ী দম্পতির বাড়িতে লুঠপাট চালানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। 

West Bengal News Live: তোলা না দেওয়ায় 'হেনস্থা', অভিযুক্ত তৃণমূল নেতা

তোলা দিতে অস্বীকার! তাই, সম্পত্তি বিক্রিতে বাধা দিচ্ছেন খোদ তৃণমূল নেতা! এমনই অভিযোগ তুলেছেন সবংয়ের এক ব্যক্তি। এনিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা।

West Bengal News Live: তোলা না দেওয়ায় 'হেনস্থা', অভিযুক্ত তৃণমূল নেতা

তোলা দিতে অস্বীকার! তাই, সম্পত্তি বিক্রিতে বাধা দিচ্ছেন খোদ তৃণমূল নেতা! এমনই অভিযোগ তুলেছেন সবংয়ের এক ব্যক্তি। এনিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা।

WB News Live Updates: হলদিয়া শিল্পাঞ্চলের চারটি থানায় চালু হল ‘লেবার হেল্প ডেস্ক’

শ্রমিকদের যে কোনও অভাব-অভিযোগ শোনার জন্য হলদিয়া শিল্পাঞ্চলের চারটি থানায় চালু হল ‘লেবার হেল্প ডেস্ক’। ২৪ ঘণ্টাই চালু থাকবে এই পরিষেবা।

West Bengal News Live: সিসিটিভি ক্যামেরা অচল, অন্য বাড়ির সিসিটিভি ক্যামেরায় নজর

ভবানীপুরের যে বাড়িতে দম্পতি খুন হয়েছেন, তার সামনের বাড়িতে সিসি ক্যামেরা থাকলেও, সেগুলি ছিল বিকল। তদন্তে নেমে পুলিশ জানার চেষ্টা করছে, এই তথ্য কি আগেই আততায়ীদের কাছে পৌঁছে গেছিল? আপাতত একটু দূরে আরেকটি বাড়ি থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আততায়ীদের খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

প্রেক্ষাপট

বঙ্গ বিজেপিতে কোন্দলের মধ্যেই কলকাতায় নাড্ডা (JP Nadda)। ২ দিনের সফরে আজ যাবেন চুঁচুড়া। কাল সাংসদ-বিধায়ক-পদাধিকারীদের সঙ্গে বৈঠক।


জেপি নাড্ডার সফরের আগেই বিজেপিতে (BJP) কোন্দল। ব্যারাকপুরে সুকান্তর সভায় চরম বিশৃঙ্খলা। কমিটি নিয়ে ক্ষোভের কথা বলতে মহিলাকে বাধা দেওয়ার অভিযোগ। 


ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনে এখনও অধরা আততায়ী। দুপুরের দিকে খুন (Murder) বলে অনুমান। ৩ জনকে জিজ্ঞাসাবাদ। কেন কম দামে ভবানীপুরের বাড়ি, মেহতা বিল্ডিংয়ের দোকান বিক্রি করতে চেয়েছিলেন অশোক শাহ? কে দিয়েছিল অগ্রিম? সূত্রের খোঁজে পুলিশ। ২ বছর ধরে নিহতের বাড়ির সামনের ৩টি ক্যামেরা বিকল! জানত আততায়ী? গুলি করে খুন, তাও জানতে পারল না কেউ! 


আলাদা রাজ্যের দাবিতে কেএলও (KLO)-র হুমকি। আলিপুরদুয়ারে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর।


কেকের মৃত্যুর পরে মুখ্যমন্ত্রীর (Chief Minister) উদ্দেশে অশালীন আক্রমণ। একাধিক অভিযোগে গোয়ায় ইউটিউবার রোদ্দুর রায় গ্রেফতার। আজ আনা হচ্ছে কলকাতায়।


আনিস-খুনে সিবিআই (CBI) চেয়ে মামলা। শুনানি শেষ। রায়দান স্থগিত। পুলিশের বিরুদ্ধেই অভিযোগ, মানুষ পুলিশি তদন্তে আস্থা রাখবে? প্রশ্ন বিচারপতির।


কেতুগ্রামে স্ত্রীর কব্জি কাটায় অভিযুক্ত স্বামী অবশেষে গ্রেফতার। হামলার জন্য বন্ধুর নামে ২জনকে ভাড়া করে আনা হয়েছিল, অনুমান পুলিশের।


২০১৪-র প্রাথমিক টেটে ফেল করে চাকরি করে যাওয়ার অভিযোগ! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই শুনানি। জরুরি ভিত্তিতে মানলার অনমতি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.