WB News Live Updates: নয়াদিল্লির ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তির উদ্বোধন অনুষ্ঠান শুরু

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 09 Sep 2022 12:22 AM
West Bengal News Live Updates: নবান্ন অভিযানের প্রস্তুতিতে তারকেশ্বরে শুভেন্দুর মিছিলে ধুন্ধুমার

নবান্ন অভিযানের প্রস্তুতিতে তারকেশ্বরে শুভেন্দুর মিছিলে ধুন্ধুমার। শুভেন্দু অধিকারীকে কালো পতাকা, মহিলাদের বিক্ষোভ। তারকেশ্বরে শুভেন্দুর মিছিলে তুলকালাম, পাথর ছোঁড়ার অভিযোগ।

WB News Live Updates: ‘দিল্লিতে নেতাজির মূর্তি আবরণ উন্মোচন হবে, মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ পেয়েছেন‘, ট্যুইট অমিত মালব্যর

‘দিল্লিতে নেতাজির মূর্তি আবরণ উন্মোচন হবে, মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ পেয়েছেন। মমতা নেতাজিকে প্রাপ্য সম্মান দেননি, মোদি দিয়েছেন। নেতাজিকে সম্মান দিতে প্রধানমন্ত্রী ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। নেতাজির মূর্তি আবরণ উন্মোচন অনুষ্ঠানকে কালিমালিপ্ত করার চেষ্টা মমতার।’ ট্যুইট বিজেপি মুখপাত্র অমিত মালব্যর

West Bengal News Live Updates:রুল জারি করে প্রেসিডেন্সি জেলের সুপারকে ডেকে পাঠালেন বিচারপতি

হাইকোর্টের নির্দেশ মানেননি প্রেসিডেন্সি জেলের সুপার, রুল জারি করে প্রেসিডেন্সি জেলের সুপারকে ডেকে পাঠালেন বিচারপতি। নজিরবিহীন রুল জারি জেল সুপারের বিরুদ্ধে

WB News Live Updates: বাগুইআটিতে জোড়া খুনে চাঞ্চল্যকর তথ্য

বাগুইআটিতে জোড়া খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের দিন দুটি গাড়ি ব্যবহার করেছিল অভিযুক্তরা, সিআইডি সূত্রে খবর। একটি গাড়িতে অতনু, অভিষেককে নিয়ে ছিল সত্যেন্দ্র। অন্য একটি গাড়িতে ছিল আরও কয়েকজন, অভিযুক্তকে জেরায় মিলেছে

West Bengal News Live Updates: একের পর এক দুর্নীতিতে তোলপাড়, নেতাদের সতর্ক থাকার নির্দেশ মমতার

একের পর এক দুর্নীতিতে তোলপাড়, নেতাদের সতর্ক থাকার নির্দেশ মমতার। ‘মুখে কথা বলুন, ফোনেও সব বলবেন না, জেলায় জেলায় আইবি-র লোকেরা বিজেপির।’ নেতাজি ইন্ডোরের সভা থেকে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন মমতা

WB News Live Updates: নেতাজি ইন্ডোরে নেত্রীর সামনেই বিজেপিকে হুঙ্কার কল্যাণের

নেতাজি ইন্ডোরে নেত্রীর সামনেই বিজেপিকে হুঙ্কার কল্যাণের। ‘বিজেপির কেউ হাত তুললে, হাত গুঁড়িয়ে দেবার ক্ষমতা রাখি’, হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদের। 

West Bengal News Live Updates: বাগুইআটিতে জোড়া খুনে চাঞ্চল্যকর তথ্য

বাগুইআটিতে জোড়া খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের দিন দুটি গাড়ি ব্যবহার করেছিল অভিযুক্তরা, সিআইডি সূত্রে খবর। একটি গাড়িতে অতনু, অভিষেককে নিয়ে ছিল সত্যেন্দ্র। অন্য একটি গাড়িতে ছিল আরও কয়েকজন, অভিযুক্তকে জেরায় মিলেছে তথ্য।

WB News Live Updates: হাইকোর্টে পুজো অনুদান মামলার শুনানি শেষ

হাইকোর্টে পুজো অনুদান মামলা, শুনানি শেষ, রায়দান স্থগিত।

West Bengal News Live Updates: নেতাজি মূর্তি উন্মোচনের আগে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর

ইন্ডিয়া গেটে উন্মোচিত নেতাজি মূর্তি। তার আগে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর।  

WB News Live Updates:নয়াদিল্লির ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তির উদ্বোধন অনুষ্ঠান শুরু

নয়াদিল্লির ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তির উদ্বোধন অনুষ্ঠান শুরু। কিছুক্ষণের মধ্যেই মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

West Bengal News Live Updates: সারদায় শুভেন্দু-সুজনের নাম না নিলে দেবযানীকে ফাঁসানোর চাপ সিআইডির?

সারদায় শুভেন্দু-সুজনের নাম না নিলে দেবযানীকে ফাঁসানোর চাপ সিআইডির? সিআইডির বিরুদ্ধে সিবিআইয়ের কাছে বিস্ফোরক অভিযোগ দেবযানীর মায়ের

WB News Live Updates: নবান্ন অভিযানের প্রস্তুতিতে তারকেশ্বরে শুভেন্দুর মিছিলে ধুন্ধুমার

নবান্ন অভিযানের প্রস্তুতিতে তারকেশ্বরে শুভেন্দুর মিছিলে ধুন্ধুমার। শুভেন্দু অধিকারীকে কালো পতাকা, মহিলাদের বিক্ষোভ। তারকেশ্বরে শুভেন্দুর মিছিলে তুলকালাম, পাথর ছোঁড়ার অভিযোগ

West Bengal News Live Updates: গরুপাচার তদন্তে বোলপুরে রেজিস্ট্রি অফিসের আধিকারিক, ব্যাঙ্কের আধিকারিক, সোনার দোকানের মালিককে ডেকে পাঠায় সিবিআই

গরুপাচার তদন্তে জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। গরুপাচার তদন্তে বোলপুরে রেজিস্ট্রি অফিসের আধিকারিক, ব্যাঙ্কের আধিকারিক, সোনার দোকানের মালিককে ডেকে পাঠায় সিবিআই। নেওয়া হয় নথি। কবে কত সোনা কিনেছিলেন অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেন তথ্য চায় সিবিআই। 

WB News Live Updates: সিআইডি তদন্তকারী সংস্থা, যারা আইন মেনে তদন্ত করে। দেবযানী মুখোপাধ্য়ায়ের মা-র অভিযোগের পাল্টা প্রেস বিবৃতি সিআইডির

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দেবযানী মুখোপাধ্যায়ের মা সিআইডি’র এক অফিসারের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন। জয়নগর থানার একটি মামলার তদন্তের সূত্রে ২৩ অগাস্ট দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে কারা কর্মী ও একজন মহিলা কারা কর্মীর উপস্থিতিতে দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করেন তদন্তকারী অফিসার। হাইকোর্টের নির্দেশে তাঁর বয়ান রেকর্ড করা হয়। ৭ সেপ্টেম্বর, দেবযানী মুখোপাধ্যায়ের মা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রচার করেছেন। যা সম্পূর্ণভাবে অস্বীকার করা হচ্ছে। সিআইডি তদন্তকারী সংস্থা, যারা আইন মেনে তদন্ত করে। প্রেস বিবৃতি সিআইডির।

West Bengal News Live Updates: একের পর এক দুর্নীতিতে তোলপাড়, নেতাদের সতর্ক থাকার নির্দেশ মমতার

একের পর এক দুর্নীতিতে তোলপাড়, নেতাদের সতর্ক থাকার নির্দেশ মমতার। ‘কোনও বিধায়ক লেটারহেডে চাকরির অনুরোধ করবেন না’, বললেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সংযোজন, ‘মুখে কথা বলুন, ফোনেও সব বলবেন না। জেলায় জেলায় আইবি-র লোকেরা বিজেপির।’

WB News Live Updates: ফের অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা মমতার

ফের অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা মমতার। গরুপাচারকাণ্ডে জেলবন্দি অনুব্রতকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার নির্দেশ, ‘কেষ্টকে জেলবন্দি রেখে ভাবছেন দুটো লোকসভা আসন দখল করবেন’, ‘যতদিন না কেষ্ট ফিরছে, লড়াই আরও ৩ গুণ বাড়বে’, ‘বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে’, নেতাজি ইন্ডোরের সভা থেকে মন্তব্য তৃণমূলনেত্রীর।

West Bengal News Live Updates: চিটফান্ডকাণ্ডে গ্রেফতার তৃণমূলের হালিশহরের পুরপ্রধান, কোর্টে বিস্ফোরক সিবিআই

চিটফান্ডকাণ্ডে গ্রেফতার তৃণমূলের হালিশহরের পুরপ্রধান, কোর্টে বিস্ফোরক সিবিআই। ‘হংকং, ব্যাঙ্কক-সহ তাইল্যান্ডে রাজু সাহানির ৩টি কোম্পানির হদিশ’। ‘তাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে এক ঘনিষ্ঠের নামে’, দাবি সিবিআই-র। 

WB News Live Updates: সিআইডি-র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সিবিআইকে চিঠি দেবযানী মুখোপাধ্যায়ের মা-র

সিবিআইকে চিঠি দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়ের। সিআইডি-র বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি। ‘মেয়েকে মানসিক চাপ দিচ্ছে সিআইডি’, দেবযানী অভিযোগ জানিয়েছেন তাঁর মাকে। ‘শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীর নামে অভিযোগ করার জন্য চাপ’, অভিযোগ দেবযানীর মায়ের।

West Bengal News Live Updates: সিআইডিকে নিশানা করে ট্যুইট শুভেন্দু অধিকারীর

‘এক সময়ের মর্যাদাসম্পন্ন সিআইডি বাংলার পিসি-ভাইপোর দারোয়ানে পরিণত হয়েছে। ব্যানার্জিদের স্বার্থ রক্ষায় অপরাধকে ইন্ধন দিচ্ছে সিআইডি। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনতে জেলবন্দি কয়েদিকে চাপ দেওয়া হচ্ছে’, ট্যুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

WB News Live Updates: 'সিআইডিকে দিয়ে বিরোধী নেতাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে'

সিআইডিকে দিয়ে বিরোধী নেতাদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

West Bengal News Live Updates: ‘তৃণমূল কংগ্রেসে টিকিট পেতে লবি করতে হয় না’

‘তৃণমূল কংগ্রেসে টিকিট পেতে লবি করতে হয় না’, কর্মীসভায় এদিন জানালেন মমতা 

WB News Live Updates: ‘মুখে কথা বলুন, ফোনেও সব বলবেন না’

‘মুখে কথা বলুন, ফোনেও সব বলবেন না। কোনও বিধায়ক লেটারহেডে চাকরির অনুরোধ করবেন না’, জানালেন মমতা 

West Bengal News Live Updates: ‘বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে’, জানালেন মমতা

‘যতদিন কেষ্ট না ফিরছে, লড়াই আরও ৩ গুণ বাড়বে। বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে’, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় 

WB News Live Updates: ‘গুজরাতে ৩ হাজার কোটির মূর্তি হলে দুর্গাপুজোয় অনুদান নয় কেন?’

‘গুজরাতে ৩ হাজার কোটির মূর্তি হলে দুর্গাপুজোয় অনুদান নয় কেন? মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অপমান করছে বিজেপি। পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কারও উপর একটাকা চাপায়নি’, নেতাজি ইন্ডোর থেকে জানালেন অভিষেক। 

West Bengal News Live Updates: বেহালার সরশুনায় বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

বেহালার সরশুনায় বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ।মৃতের নাম ফিরোজ গাজি। পেশায় গাড়িচালক। পরিবার সূত্রে খবর, মাসচারেক আগে বিয়ে হয় লেকটাউন দক্ষিণদাঁড়ির বাসিন্দা এক তরুণীর সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবার আলাদা ফ্ল্যাটে থাকার জন্য যুবককে চাপ দিচ্ছিলেন। দিনকয়েক আগে রাগ করে বাপের বাড়িতে চলে যান স্ত্রী। আজ সকালে নিজের ঘরে যুবকের ঝুলন্ত দেহ মেলে।এই ঘটনায় অস্বাভাবিক খুনের মামলা রুজু করেছে সরশুনা থানার পুলিশ।   

WB News Live Updates: ‘বদলা নেব আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে’

‘বদলা নেব আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে। দিল্লির জল্লাদদের কাছে মাথানত করব না। বিজেপির জল্লাদ ও সিপিএমের হার্মাদরা এক হয়েছে। কুৎসা করে লাভ হবে না’, নেতাজি ইন্ডোরের সমাবেশ থেকে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live Updates: 'শুভেন্দু-সুজনের নামে অভিযোগ করতে চাপ', সিবিআইকে চিঠি দেবযানীর মায়ের

তাঁর সামনেই সারদার থেকে ৬ কোটি করে টাকা নিয়েছেন শুভেন্দু, সুজন। বয়ান দিতে চাপ দেওয়া হয়েছে জেলবন্দি দেবযানী।

WB News Live Updates: বাগুইআটিকাণ্ডে বারবার সিমকার্ড বদলাচ্ছেন অভিযুক্ত সত্যেন্দ্র

বাগুইআটিকাণ্ডে ঘটনার পর থেকে বারবার সিমকার্ড বদলাচ্ছেন জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। পুলিশ সূত্রে খবর, বিধাননগর কমিশনারেট শেষ যে টাওয়ার লোকেশন পেয়েছে, তা হুগলির। ধোঁকা দিতে বারবার জায়গা বদলাচ্ছেন সত্যেন্দ্র। ঘুরছেন বিভিন্ন জায়গায়।

West Bengal News Live Updates: বাগুইআটি হত্যা তদন্তে চাঞ্চল্যকর তথ্য

বাগুইআটি হত্যা তদন্তে চাঞ্চল্যকর তথ্য। 'প্রথম হুমকি মেসেজ এসেছিল অতনুর বান্ধবীর কাছে। ২৪ অগাস্ট আসে প্রথম হুমকি মেসেজ। ৩ সেপ্টেম্বর হুমকি মেসেজ আসে অতনুর বাবার কাছে’, ছেলের মৃতদেহ ডানকুনি থেকে নিতে বলা হয় অতনুর বাবাকে, দাবি পরিবার সূত্রের। 

WB News Live Updates: অতনু-অভিষেক নিখোঁজ হওয়ার পর থেকে লাগাতার হুমকি-মেসেজ

অতনু-অভিষেক নিখোঁজ হওয়ার পর থেকে লাগাতার হুমকি-মেসেজ। বারবার মেসেজের পরেও কেন মিলল না টাওয়ার লোকেশনের হদিশ? কোথা থেকে ফোন আসছে, কেন জানতে পারছে না পুলিশ?বাগুইআটিকাণ্ডে পুলিশের বিরুদ্ধে প্রবল ক্ষোভ নিহত ছাত্রর পড়ুয়ার। 

West Bengal News Live Updates: এসএসসি দুর্নীতি কাণ্ডের মিডলম্যান প্রদীপ সিংহকে ফের আদালতে পেশ

এসএসসি দুর্নীতি কাণ্ডের মিডলম্যান প্রদীপ সিংহকে ফের আদালতে পেশ। ১৪ দিনের হেফাজত শেষে প্রদীপ সিংহকে ফের আদালতে পেশ। প্রদীপকে জেরা করেই মেলে অপর মিডলম্যান প্রসন্ন রায়ের হদিশ।প্রসন্নকেও গ্রেফতার করেছে সিবিআই। প্রসন্নর অফিসে কাজ করতেন বলে দাবি প্রদীপের। 

WB News Live Updates: বেহালার ঘোলসাপুর রেল কলোনির মাঠ থেকে উদ্ধার মৃতদেহ

বেহালার ঘোলসাপুর রেল কলোনির মাঠ থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। ১১৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। এদিন প্রাতর্ভ্রমণকারীরা এসে দেহটি পড়ে থাকতে দেখেন। পরে বেহালা থানার পুলিশ গিয়ে বছর পঞ্চান্নর ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। খুন, না কি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ।

West Bengal News Live Updates: বাগুইআটি জোড়া খুনের তদন্তে সিআইডি-র নজরে বাসন্তী হাইওয়ে

বাগুইআটি জোড়া খুনের তদন্তে সিআইডি-র নজরে বাসন্তী হাইওয়ে ও সংলগ্ন এলাকা। বাসন্তী হাইওয়ের ওপরেই জোড়া খুন। এরপর হাইওয়ের ধারে ন্যাজাট এলাকা থেকে উদ্ধার হয় অতনু দে-র মৃতদেহ। অভিষেকের দেহ ফেলা হয় কেষ্টপুর ও নিউটাউনের সংযোগস্থলে হাড়োয়ার একটি গ্রামের ভিতরে ইটভাটার পুকুরে। অভিষেকের দেহ উদ্ধারের ১৪ দিন পর এলাকা ঘিরল হাড়োয়া থানার পুলিশ। অন্যদিকে, বাসন্তী হাইওয়ে ধরে কোন সময়, কোন পথে গিয়েছিল আততায়ীদের গাড়ি, তার হদিশ পেতে গতকাল রাতে ভাঙড় থানায় যায় সিআইডি-র ৪ সদস্যের দল। কন্ট্রোল রুমে গিয়ে খতিয়ে দেখা হয় সিসি ক্যামেরার ফুটেজ।

WB News Live Updates: কিষাণ মাণ্ডিতে নেশাড়ুদের আনাগোনা বেড়েছে, বোলপুরে সরব হলেন দিলীপ

কেন্দ্রের টাকায় তৈরি কিষাণ মাণ্ডিগুলি ঠিক মতো ব্যবহারই করতে পারছে না রাজ্য সরকার। বোলপুরের শ্রীনিকেতন কিষাণ মাণ্ডি পরিদর্শনের পর এই অভিযোগে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে তিনি মাছ বিক্রেতা ও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। জিনিসপত্রের দরদাম কী, তা জিজ্ঞেস করেন। পরে তিনি বলেন, এই কিষাণ মাণ্ডিগুলিতে নেশাড়ুদের আনাগোনা বেড়েছে। যদিও তৃণমূল সব অভিযোগই উড়িয়ে দিয়েছে। 

West Bengal News Live Updates: বাগুইআটিকাণ্ডের মধ্যেই ট্যাংরায় খুন

পারিবারিক বিবাদের জেরে ট্যাংরায় ৬৫ বছরের মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ননদের ছেলে, তাঁর স্ত্রী ও নাতনির বিরুদ্ধে। মৃতের নাম গীতা মণ্ডল। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাতে প্রথমে গীতার মেয়েকে মারধর করা হয়, প্রতিবাদ করায় গীতাকে মারধর করেন ননদের ছেলে, তাঁর স্ত্রী ও নাতনি লক্ষ্মী। গুরুতর আহত গীতাকে এনআরএসে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। 

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর ধমকের পর বৈঠক করবেন রাজ্য পুলিশের ডিজি

বাগুইআটিকাণ্ডে মুখ্যমন্ত্রীর ধমকের পর, আজ জেলা পুলিশ ও পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করবেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য

West Bengal News Live Updates: জোড়া খুনের মোটিভ কী?

ভাড়াটে খুনি দিয়ে অভিষেক, অতনুকে খুন। ডিল হয়েছিল ২ লক্ষের বেশি টাকা। দশম শ্রেণির ছাত্রের সঙ্গে কী এমন শত্রুতা? বাগুইআটিকাণ্ডে মোটিভ নিয়ে ধন্ধ।

WB News Live Updates: আমবাগান থেকে সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার

সাতসকালে বাড়ির পাশে আমবাগান থেকে সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। মালদার চাঁচলের গোপালপুরের ঘটনা। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম মঞ্জির ঔরঙ্গজেব। পরিবারের অভিযোগ, কিছুদিন আগে বাড়ি এসে মঞ্জিরকে নিজের কাছে নিয়ে যাওয়ার হুমকি দেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। এরপর গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি বছর পঁচিশের মঞ্জির।আজ সকালে ওই সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।ত্রিকোণ প্রেমের জেরে খুন কি না, খতিয়ে দেখছে চাঁচল থানার পুলিশ।

West Bengal News Live Updates: বাগুইআটি জোড়া খুনের ২ সপ্তাহ পরেও অধরা মূল অভিযুক্ত

বাগুইআটি জোড়া খুনের ২ সপ্তাহ পরেও অধরা মূল অভিযুক্ত সত্যেন্দ্র। অভিষেক-অতনু হত্যা তদন্তে পুলিশের ভূমিকায় একাধিক প্রশ্ন। 

WB News Live Updates: রাজনীতি থেকে অবসরের ভাবনা মদন মিত্রর

তাপস রায়ের পর এবার রাজনীতি থেকে অবসরের ভাবনা মদন মিত্রর। ‘২০২৬-এর পর আর ভোটে দাঁড়াব কিনা ভাবতে হবে। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। বয়সের ভার হয়ে যাচ্ছে’, মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর।

West Bengal News Live Updates: ট্যাংরায় ৬৫ বছরের মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ

পারিবারিক বিবাদের জেরে ট্যাংরায় ৬৫ বছরের মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ননদের ছেলে, তাঁর স্ত্রী ও নাতনির বিরুদ্ধে। মৃতের নাম গীতা মণ্ডল। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাতে প্রথমে গীতার মেয়েকে মারধর করা হয়, প্রতিবাদ করায় গীতাকে মারধর করেন ননদের ছেলে, তাঁর স্ত্রী ও নাতনি লক্ষ্মী। গুরুতর আহত গীতাকে এনআরএসে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, নাতনি লক্ষ্মী তৃণমূল কর্মী, স্থানীয় কাউন্সিলরের নাম করে ভয় দেখাতেন, অত্যাচার করতেন। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। অন্যদিকে, মৃতের ছেলেকে বিজেপি কর্মী বলে দাবি করলেও, তা মানতে নারাজ পরিবার। রাতে হাসপাতালে যান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। ট্যাংরা থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

WB News Live Updates: বিজেপির মিছিলে ধুন্ধুমার

বিজেপির নবান্ন অভিযানের প্রস্তুতি মিছিল ঘিরে রণক্ষেত্র যাদবপুর। বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তাদের কার্যালয়ে হামলার অভিযোগ করেছে শাসকদল। আর এরইমধ্যে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। উত্তর দিয়েছে তৃণমূলও।

West Bengal News Live Updates: সরকারি স্কুলে ডোনেশন!

ডোনেশন দিতে না পারায় ছাত্রের উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন আটকে দেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের সরকারি স্কুলের বিরুদ্ধে। ছাত্রের পরিবারের দাবি, অভিযোগ জানাতে গেলে অভব্য আচরণ করেন প্রধান শিক্ষক। থানা ও স্কুল পরিদর্শকের কাছে নালিশ পড়ুয়ার পরিবারের। অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

WB News Live Updates: অনুমতি ছাড়া নিয়োগে ‘না’

অর্থ দফতরের অনুমতি ছাড়া অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগ নয়। নবান্নর পর্যালোচনা বৈঠকে কড়া নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি টেন্ডারে স্বচ্ছতা আনতে ই-টেন্ডারে জোর দিতে আনা হবে নতুন নিয়ম, জানিয়েছেন মুখ্যসচিব। জোর কর্মসংস্থান তৈরিতেও।

প্রেক্ষাপট

কলকাতা: রাতের কলকাতায় (Kolkata) নজরদারি আরও বাড়াতে উদ্যোগী পুলিশ (Police)। পুজোর (Durga Puja) আগে ‘নেবারহুড ওয়াচ’ নামে পাইলট প্রোজেক্ট (Pilot Project) চালু করা হল। প্রত্যেক থানা এলাকা থেকে, ইচ্ছুক কয়েকজন বাসিন্দাকে, ভলান্টিয়ার হিসাবে নির্বাচিত করা হবে। রাতে এলাকা পাহারা দেবেন তাঁরা। বুধবার বেহালা থানায়, এই প্রকল্পের সূচনা করলেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkta Police Commissioner) বিনীত গোয়েল। আপাতত বেহালা থানা এলাকায় ২০জনের টিম নিয়ে শুরু হচ্ছে  ‘নেবারহুড ওয়াচ’ প্রকল্প। পরে অন্যান্য থানা এলাকাতেও এই প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন, পুলিশ কমিশনার।                               


বিধানসভার অ্যাডভাইসরি কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হল SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। তার আগে ১২ তারিখ রয়েছে BA কমিটির বৈঠক। তারই আমন্ত্রণপত্র পৌঁছল পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে। এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় এখনও বিধানসভার সদস্য। জেলবন্দি থাকলেও, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই সদস্যপদও খারিজ হনি। দীর্ঘদিন ধরে তিনি BA কমিটির সদস্য। তাই নিয়ম মেনেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। পাশাপাশি অধ্যক্ষ জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হল, বর্তমানে তাঁকে কোথায় রাখা হয়েছে, সেটা তাঁকে জানানো হয়নি।                                                 


বিজেপির নবান্ন অভিযানের প্রস্তুতি মিছিল ঘিরে রণক্ষেত্র যাদবপুর। বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তাদের কার্যালয়ে হামলার অভিযোগ করেছে শাসকদল। আর এরইমধ্যে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। উত্তর দিয়েছে তৃণমূলও।


ডোনেশন দিতে না পারায় ছাত্রের উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন আটকে দেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের সরকারি স্কুলের বিরুদ্ধে। ছাত্রের পরিবারের দাবি, অভিযোগ জানাতে গেলে অভব্য আচরণ করেন প্রধান শিক্ষক। থানা ও স্কুল পরিদর্শকের কাছে নালিশ পড়ুয়ার পরিবারের। অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।


অর্থ দফতরের অনুমতি ছাড়া অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগ নয়। নবান্নর পর্যালোচনা বৈঠকে কড়া নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি টেন্ডারে স্বচ্ছতা আনতে ই-টেন্ডারে জোর দিতে আনা হবে নতুন নিয়ম, জানিয়েছেন মুখ্যসচিব। জোর কর্মসংস্থান তৈরিতেও।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.