West Bengal News Live Updates : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 May 2022 12:28 AM
WB News Live Updates: গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম

গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আলুর দাম। কলকাতার বাজারে চন্দ্রমুখী আলু পৌঁছে গেছে ৪০ টাকায়। জ্যোতির দাম ৩০ টাকা। একমাসে ১৫ টাকা দাম বেড়েছে আলুর। যদিও টাস্কফোর্সের আশ্বাস ১০ দিনের মধ্যে দাম কমবে।

West Bengal News Live Updates: মগরাহাট শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ২। ভুবনেশ্বরের হোটেল থেকে ২ জনকে পাকড়াও করে পুলিশ। কী কারণে খুন? কোথা থেকেই বা অস্ত্র পেল খুনে অভিযুক্ত মানোয়ার? উত্তর খুঁজছে পুলিশ।

WB News Live Updates: কলকাতায় চালু হচ্ছে সিএনজি-চালিত বাস

কয়েকদিনের মধ্যেই কলকাতার রাস্তায় নামতে চলেছে সিএনজি-চালিত বাস। আপাতত উল্ডোডাঙা থেকে সাপুরজি পর্যন্ত চালু হবে এই পরিষেবা। নিউটাউনের কাছে সিএনজি রিফিল সেন্টার থাকায় এই রুটে বাস চালানোর পরিকল্পনা।

West Bengal News Live Updates: স্বাস্থ্য দফতরের প্রশাসনিক পরিকাঠামোয় বদল

স্বাস্থ্য দফতরের প্রশাসনিক পরিকাঠামোয় বদল আনল রাজ্য সরকার। স্বাস্থ্য অধিকর্তাকে মাথায় রেখেই তাঁর কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হল তিন অধিকর্তার মধ্যে। স্বাস্থ্য দফতর সূত্রে দাবি, আরও ভাল পরিষেবা ও কাজে গতি আনার লক্ষ্যেই এই প্রশাসনিক সংস্কার। মানতে নারাজ প্রাক্তনদের একাংশ।

WB News Live Updates: ধুলিয়ানে টাউন তৃণমূল সভাপতির বাড়িতে বিক্ষোভ

আবাস যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবই, চেকবই, এটিএম কার্ড আটকে রাখার অভিযোগ। মুর্শিদাবাদের ধুলিয়ানে টাউন তৃণমূল সভাপতির বাড়িতে বিক্ষোভে সামিল হলেন বেশ কয়েকজন উপভোক্তা। বিক্ষোভকারীদের পাশে ছিলেন কংগ্রেস কাউন্সিলরও। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: চাকদায় তৃণমূল কর্মীকে গুলি

নদিয়ার চাকদায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতির অনুগামী। তৃণমূলেরই যুব সংগঠনের সভাপতির অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। গলায় গুলিবিদ্ধ অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে চাকদা থানার পুলিশ।

WB News Live Updates: বেসুরো জিতেন্দ্র তিওয়ারি

অমিত শাহ দিল্লি ফিরতেই বেসুরো জিতেন্দ্র তিওয়ারি। ‘বাংলা জিততে চাইলে, আগে মানুষের মন জিততে হবে’, ট্যুইট করেছেন আসানসোলের বিজেপি নেতা। ‘দেরিতে বোধোদয়’, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। ‘মানুষের মন জয় করেই ভোটে জিততে হয়’, জিতেন্দ্রকে সমর্থন সুকান্ত মজুমদারের।

West Bengal News Live Updates: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘অশনি’

শক্তিবৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল ‘অশনি’। বিশাখাপত্তনম থেকে ৮১০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘অশনি’। পুরী থেকে ৮৮০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘অশনি’। ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে পৌঁছবে ‘অশনি’। উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে সমান্তরালভাবে এগোবে ঘূর্ণিঝড়। উপকূলবর্তী জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে কলকাতা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

WB News Live Updates: ‘অশনি’ আশঙ্কায় সতর্ক কলকাতা পুরসভা

‘অশনি’ আশঙ্কায় সতর্ক কলকাতা পুরসভা। ১০-১২ মে কলকাতা পুরসভার সব কর্মীর ছুটি বাতিল। ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে পুরসভার কন্ট্রোল রুম। মেয়র পারিষদদের বিভিন্ন বরোর দায়িত্ব দিলেন মেয়র।

West Bengal News Live Updates: গভীর রাতে পার্ক সার্কাসে ধুন্ধুমার

গভীর রাতে পার্ক সার্কাসে দুষ্কৃতী তাণ্ডব। কড়েয়ার লাক্সারি ট্যাক্সির চালককে বেধড়ক মারধরের অভিযোগ। আক্রান্ত ট্যাক্সি চালক ভর্তি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। কড়েয়া থানায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্তরা এখনও অধরা।

WB News Live Updates: বেহালায় ট্রাফিক সার্জেন্টকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

হেলমেট ছাড়াই বাইকে সওয়ার! পথ আটকালে বেহালায় ট্রাফিক সার্জেন্টকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ১ ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ।

West Bengal News Live Updates: নিকাশি ইস্যুতে কলকাতা পুরসভা ও মেট্রো কর্তৃপক্ষের টানাপোড়েন

মেট্রোর কাজের জন্য কলকাতার নিকাশি প্রণালী বাধাপ্রাপ্ত হওয়ার কোনও শঙ্কা নেই। কলকাতা পুরসভার কথামতো, বর্ষার আগেই ১০ জুনের মধ্যে সব খাল পরিষ্কার করে দেওয়া হবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে রিপোর্টে জানাল রেল বিকাশ নিগম লিমিটেড। সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে খাল বুজিয়ে কাজের অভিযোগ তুলে সরব হন মেয়র ফিরহাদ হাকিম। এরই জবাব দিল মেট্রো রেল কর্তৃপক্ষ।

WB News Live Updates: মেরামতির কয়েকদিনের মধ্যেই, তারাতলা উড়ালপুলে বড় গর্ত

মেরামতির কয়েকদিনের মধ্যেই, তারাতলা উড়ালপুলে বড় গর্ত। সারাইয়ের জন্য ভোর থেকে দু’দফায় বন্ধ করা হয় উড়ালপুলে গাড়ি চলাচল। দুপুরের পর পুরোপুরি খুলে দেওয়া হয় রাস্তা। 

West Bengal News Live Updates: চন্দ্রমুখী আলু পৌঁছে গেল ৪০ টাকায়!

কার্যত ধরাছোঁয়ার বাইরে চন্দ্রমুখী আলু। কলকাতার বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। পিছু নিয়ে জ্যোতি আলুর দাম পৌঁছেছে ৩০ টাকায়। কয়েকদিনের মধ্যে দাম কমবে বলে আশ্বাস দিয়েছে টাস্কফোর্স।

WB News Live Updates: ঘূর্ণিঝড় অশনির মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা

ঘূর্ণিঝড় অশনির মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। নিজেই পরিস্থিতির উপর নজর রাখছেন মেয়র ফিরহাদ হাকিম।

West Bengal News Live Updates: অশনির স্থলভাগে আছড়ে পড়ার আপাতত সম্ভাবনা নেই

ঘূর্ণিঝড় অশনির স্থলভাগে আছড়ে পড়ার আপাতত সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপকূলবর্তী জেলায় হালকা-মাঝারি বৃষ্টি। পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনার দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের।

WB News Live Updates: খুনের তত্ত্বেই অনড় দিলীপ ঘোষ

বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি। তবে খুনের তত্ত্বেই অনড় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এটা পরিকল্পিত উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার চলছে। বিজেপিকে পাল্টা কুণাল ঘোষ। 

West Bengal News Live Updates: কাশীপুরে বিজেপি যুব নেতার রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর দাবি পরিবারের

কাশীপুরে বিজেপি যুব নেতার রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি পরিবারের। মৃতের বড়দাদা আনন্দ চৌরাসিয়ার দাবি, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়েছিল একটি গাড়ি। ওই গাড়ি থেকে একজনকে নামতেও দেখা যায় বলে মৃত বিজেপি যুব নেতার দাদার দাবি। পাশাপাশি, মৃত বিজেপি যুব নেতার দাদা পুলিশি তদন্তে আস্থা রয়েছে বলে দাবি করেছেন। 

WB News Live Updates: অশনির আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি

ঘূর্ণিঝড় অশনির আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। স্পিড বোটে চড়ে ফ্রেজারগঞ্জ থানার তরফে জলপথে চালানো হচ্ছে প্রচার। মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। সমুদ্রে থাকা মৎস্যজীবীদের উপকূলে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় আগাম সতর্কতা জারি করেছে সুন্দরবন পুলিশ জেলা।

West Bengal News Live Updates: অশনি আশঙ্কায় মুখ্যমন্ত্রীর সফর সূচিতে বদল

অশনি আশঙ্কায় মুখ্যমন্ত্রীর সফর সূচিতে বদল। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। ১০, ১১ ও ১২ মে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। পরিবর্তে যাবেন ১৭, ১৮ ও ১৯ মে। অশনির প্রস্তুতি নিতে হবে প্রশাসনকে, তাই সফরসূচি বদল করলেন মুখ্যমন্ত্রী। 

WB News Live Updates: বারাসাত সাংগঠনিক জেলায় আরও ভাঙন বিজেপিতে

বারাসাত সাংগঠনিক জেলায় আরও ভাঙন বিজেপিতে। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে ফের গণ ইস্তফা। জেলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ। জেলা কমিটি থেকে ইস্তফা আরও ৫ সদস্যের। এক সপ্তাহে ২০ জনের জেলা কমিটি থেকে ইস্তফা। পদ না পেয়ে মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি বিজেপি জেলা সভাপতির।

West Bengal News Live Updates: পুলিশ সম্পর্কে ফের বিতর্কিত মন্তব্য মহম্মদ সেলিমের

পুলিশ সম্পর্কে ফের বিতর্কিত মন্তব্য মহম্মদ সেলিমের। বিষ্ণুপুরের পর রামপুরহাটেও পুলিশকে নিশানা সেলিমের। ‘তৃণমূল বলছে পুলিশকে কেন কুকুরের সঙ্গে তুলনা? পুলিশের সঙ্গে তুলনা করে কুকুরের অপমান করেছি’, মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদকের।

WB News Live Updates: বিশাখাপত্তনম থেকে ৯৪০ কিমি দূরে ঘূর্ণিঝড়ের অবস্থান

‘বিশাখাপত্তনম থেকে ৯৪০ কিমি দূরে ঘূর্ণিঝড়ের অবস্থান। পুরী থেকে ঘূর্ণিঝড় অশনির দূরত্ব ১ হাজার কিলোমিটার। আগামী ১২ ঘণ্টার মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড় অশনি। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে পৌঁছবে অশনি। উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে সমান্তরালভাবে এগোবে ঘূর্ণিঝড়’, জানাল আবহাওয়া দফতর।

West Bengal News Live Updates: বাজারে এবার অগ্নিমূল্য চন্দ্রমুখী আলু

বাজারে এবার অগ্নিমূল্য চন্দ্রমুখী আলু। বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। একমাসের মধ্যে চন্দ্রমুখী আলুর দাম বেড়েছে প্রায় ১৫ টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, জোগান কম থাকায় বেড়েছে আলুর দাম।

WB News Live Updates: ডোমজুড়ে লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা

ডোমজুড়ের পাকুড়িয়া সেতুর কাছে লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা। সকাল পৌনে ৯টা নাগাদ ৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, কাজে যাওয়ার সময় লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন সাইকেল আরোহী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লরি চালক পলাতক। দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা রাস্তার ধারে কয়েকটি গুমটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

West Bengal News Live Updates: বাজারে এবার অগ্নিমূল্য চন্দ্রমুখী আলু, বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে

বাজারে এবার অগ্নিমূল্য চন্দ্রমুখী আলু। বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। একমাসের মধ্যে চন্দ্রমুখী আলুর দাম বেড়েছে প্রায় ১৫ টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, জোগান কম থাকায় বেড়েছে আলুর দাম।

WB News Live Updates: বারাসাত সাংগঠনিক জেলায় আরও ভাঙন বিজেপিতে, ইস্তফা আরও ৫ সদস্যের

বারাসাত সাংগঠনিক জেলায় আরও ভাঙন বিজেপিতে। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে ফের গণ ইস্তফা। জেলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ। জেলা কমিটি থেকে ইস্তফা আরও ৫ সদস্যের। এক সপ্তাহে ২০ জনের জেলা কমিটি থেকে ইস্তফা।
পদ না পেয়ে মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি বিজেপি জেলা সভাপতির।

West Bengal News Live Updates: রাজ্যজুড়ে নারী নির্যাতন, খুনের ঘটনার প্রতিবাদে রামপুরহাট শহরে সিপিএমের মহামিছিল

রাজ্যজুড়ে নারী নির্যাতন, খুনের ঘটনার প্রতিবাদে রামপুরহাট শহরে সিপিএমের মহামিছিল। বগটুই, হাঁসখালিকাণ্ড ছাড়াও ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে আজ পথে নামেন বাম নেতা, কর্মীরা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোমের নেতৃত্বে ওই মিছিল রামপুরহাট শহর পরিক্রমা করে। মিছিল শেষে রামপুরহাটে সমাবেশ। 

WB News Live Updates: শোভাবাজার ঘাটে গঙ্গায় ঝাঁপ যুবকের

শোভাবাজার ঘাটে গঙ্গায় ঝাঁপ যুবকের। রাতভর ডুবুরি দিয়ে তল্লাশিতেও খোঁজ মিলল না যুবকের। গতকাল রাতে ফোনে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর গঙ্গায় ঝাঁপ, দাবি প্রত্যক্ষদর্শীদের। যুবকের নাম মনোতোষ গুপ্ত, বাড়ি জোড়াবাগানে। আগেও ২ বার আত্মহত্যার চেষ্টা করেন মনোতোষ, দাবি পরিবারের।

West Bengal News Live Updates: হেলমেট না পরায় বাইক আরোহীকে ধরায় সার্জেন্টকে প্রাণে মারার ‘হুমকি’

হেলমেট না পরায় বাইক আরোহীকে ধরায় সার্জেন্টকে প্রাণে মারার ‘হুমকি’। ‘গুলি করে খুনের হুমকি’ ট্রাফিক সার্জেন্টকে। বেহালার বুড়ো শিবতলার ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ।

WB News Live Updates: ঘূর্ণিঝড় ‘অশনি’র সতর্কতায় দক্ষিণ ২৪ পরগনায় লাগাতার প্রচার

ঘূর্ণিঝড় ‘অশনি’র সতর্কতায় দক্ষিণ ২৪ পরগনায় লাগাতার প্রচার। উপকূলবর্তী এলাকায় মাইকে প্রচার প্রশাসনের। হেড কোয়ার্টার ও প্রত্যেক মহকুমায় খোলা হচ্ছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে ৫ ইমারজেন্সি রেসপন্স টিম। প্রস্তুত থাকতে বলা হয়েছে এনডিআরএফ, এসডিআরএফ, উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনীকে। মৎস্যজীবীদের অবিলম্বে সমুদ্র থেকে ফিরতে নির্দেশ।

West Bengal News Live Updates: মৃত্যুর রাতে হুমকি দেওয়া হয়েছিল কাশীপুরে বিজেপি নেতাকে, দাবি অর্জুন চৌরাসিয়ার মায়ের

"মৃত্যুর রাতে হুমকি দেওয়া হয়েছিল কাশীপুরে বিজেপি নেতাকে । খুন করে ফেলে দেব, কেউ খুঁজে পাবে না। ঘটনার রাতে বাড়ির বাইরে শুনতে পেয়েছিলেন অচেনা কণ্ঠস্বর।" দাবি মৃত বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মায়ের

WB News Live Updates: আর্থিক তছরুপের অভিযোগ, উদয়ন গুহর সঙ্গে তাঁর পুরনো দল ফরওয়ার্ড ব্লকের বিবাদ প্রকাশ্যে

আর্থিক তছরুপের অভিযোগ ঘিরে তৃণমূল বিধায়ক উদয়ন গুহর সঙ্গে তাঁর পুরনো দল ফরওয়ার্ড ব্লকের বিবাদ প্রকাশ্যে। সম্প্রতি ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার সম্পাদক অক্ষয় ঠাকুর অভিযোগ করেন, ২০১৫-য় তৃণমূলে যোগদানের আগে ফরওয়ার্ড ব্লকের তত্কালীন জেলা সম্পাদক উদয়ন গুহ সদস্যপদের চাঁদার ১৫ হাজার টাকা ও ১৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি দিনহাটার সুভাষ ভবন দখল করে সব মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা তছরুপ করেছেন। এই নিয়ে নিজের পুরনো দল ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদককে পাল্টা জবাব দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক। গতকাল সোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁর দাবি, সুভাষ ভবন ফরওয়ার্ড ব্লক তৈরি করেনি। যাঁরা করেছিলেন, তাঁরা সবাই এখন তৃণমূলে। 

West Bengal News Live Updates: দিঘা-সহ সমুদ্র উপকূলে তত্পরতা, ইয়াসের শিক্ষা নিয়ে প্রস্তুত রাখা হয়েছে ফ্লাড সেন্টারগুলিকে

পূর্ব মেদিনীপুরের দিঘা-সহ সমুদ্র উপকূলে তত্পরতা। ইয়াসের শিক্ষা নিয়ে প্রস্তুত রাখা হয়েছে ফ্লাড সেন্টারগুলিকে। প্রশাসনের তরফে শুকনো খাবার মজুতের পাশাপাশি, বেশ কয়েকটি স্কুলেও আপত্কালীন ব্যবস্থা তৈরি রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকা থেকে কাউকে সরানো হয়নি। প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। 

WB News Live Updates: বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়েছিল গাড়ি, দাবি অর্জুন চৌরাসিয়ার দাদার

কাশীপুরে বিজেপি যুব নেতার রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি পরিবারের। মৃতের বড়দাদা আনন্দ চৌরাসিয়ার দাবি, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়েছিল একটি গাড়ি। ওই গাড়ি থেকে একজনকে নামতেও দেখা যায় বলে মৃত বিজেপি যুব নেতার দাদার দাবি। বিষয়টি নিয়ে সন্দেহ দানা বেঁধেছে প্রতিবেশীদের মনেও। পাশাপাশি, মৃত বিজেপি যুব নেতার দাদা পুলিশি তদন্তে আস্থা রয়েছে বলে দাবি করেছেন। 

West Bengal News Live Updates: কড়েয়ায় লাক্সারি ট্যাক্সির চালককে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

ফের রাতের কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। কড়েয়ায় লাক্সারি ট্যাক্সির চালককে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।আক্রান্ত ট্যাক্সি চালক চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। তাঁর দাবি, গতকাল রাত আড়াইটে নাগাদ পার্ক সার্কাসে গাড়ি পার্কিংয়ের সময় ৫-৬ জন যুবককে এক অ্যাপ ক্যাব চালক ও বাইক চালককে মারধর করতে দেখেন। বাধা দেওয়ায় ওই যুবকরা লাক্সারি ট্যাক্সির চালকের ওপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। লাক্সারি ট্যাক্সির চালকের দাবি, স্থানীয়রা চলে আসায় প্রথমে স্কুটার ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে দলবল জুটিয়ে লাঠিসোটা নিয়ে ফের ওই এলাকায় চড়াও হয়। কিন্তু স্থানীয়দের প্রতিরোধের মুখে শেষপর্যন্ত তারা পিছু হঠে। কড়েয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীরা অধরা।

WB News Live Updates: চুঁচুড়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

চুঁচুড়ায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই হামলা, অভিযোগ অস্বীকার করে দাবি বিজেপির।

West Bengal News Live Updates: জবরদখলে বাধা, ফ্ল্যাট মালিকের মেয়েদের অপহরণের হুমকি; মারধরের অভিযোগ ট্যাংরায়

ফ্ল্যাট দখলের অভিযোগে ট্যাংরায় উত্তেজনা। জবরদখলে বাধা দেওয়ায় ফ্ল্যাট মালিকের মেয়েদের অপহরণের হুমকি, প্রতিবাদ করায় ফ্ল্যাটের মালকিন, তাঁর দুই মেয়ে ও ভাড়াটেদের মারধরের অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে। বাড়ি মালিকের দাবি, অভিযুক্ত যুবক ৫৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জীবন সাহার ঘনিষ্ঠ। যদিও কাউন্সিলরের দাবি, এটা ভাড়াটে-বাড়িওয়ালার বিবাদ, রাজনীতির কোনও যোগ নেই। ৭ জনের বিরুদ্ধে ট্যাংরা থানায় অভিযোগ দায়ের হয়েছে।এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। 

WB News Live Updates: বাংলায় সরাসরি অশনির প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা

আজ সকালেই বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় অশনি-তে। তবে সময় যত গড়াচ্ছে, ততই কমছে ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার অন্ধ্র উপকূলে পৌঁছনোর পর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে গতিপথ পরিবর্তন করতে পারে ঘূর্ণিঝড় অশনি। সমুদ্রেই গতিপথ বদলানোয় ক্রমশ শক্তিক্ষয় হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। বাংলায় সরাসরি অশনির প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 

West Bengal News Live Updates: অর্জুন চৌরাসিয়ার খুনের তত্ত্বে অনড় দিলীপ

ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর কারণ। কিন্তু খুনের তত্ত্বেই অনড় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

WB News Live Updates: তারাতলা উড়ালপুলে বড়সড় গর্ত, তড়িঘড়ি বন্ধ করা হল একদিকের লেনে যান চলাচল

তারাতলা উড়ালপুলে বড়সড় গর্ত। তড়িঘড়ি বন্ধ করা হল একদিকের লেনে যান চলাচল। আজ ভোরে তারাতলা উড়ালপুলের দক্ষিণমুখী লেনে বড়সড় গর্ত দেখা যায়। সূত্রের খবর, ওই অংশে মেরামতির পরেও গার্ডারের পাশে রাস্তায় গর্ত দেখা গিয়েছে। দুর্ঘটনা এড়াতে তারাতলা উড়ালপুলের মাঝেরহাট থেকে বেহালাগামী রাস্তা গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে পূর্ত দফতরে। বর্তমানে মাঝেরহাট থেকে তারাতলা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরে যান চলাচল করছে। 

West Bengal News Live Updates: দক্ষিণ আন্দামান সাগরের গভীর নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে

দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আজ তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার নাম দেওয়া হয়েছে ‘অশনি’। মঙ্গলবার ‘অশনি’ এগোবে ওড়িশা উপকূলের দিকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধ থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা। প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতা পুরসভা।

WB News Live Updates: ফ্ল্যাট দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ট্যাংরায়

ফ্ল্যাট দখলের অভিযোগকে কেন্দ্রে করে উত্তেজনা ট্যাংরায়। ফ্ল্যাটের মালকিন, তাঁর ২ মেয়ে ও ভাড়াটিয়াদেরকে মারধরের অভিযোগ। মহম্মদ জাহিদ নামে এক যুবক সহ বেশ কয়েক জনের নামে থানায় অভিযোগ দায়ের। রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ট্যাংরা থানা এলাকার দেবেনচন্দ্র রোড এলাকায়। মালকিনের অভিযোগ, ১১ কাঠা জমির ওপর পাঁচতলা বাড়ির একটি ফ্ল্যাট জবরদখল করেছেন স্থানীয় যুবক মহম্মদ জাহিদ। এখন গোটা বাড়ি দখল করার চেষ্টা করা হচ্ছে। গতকাল রাতে দলবল নিয়ে এসে ওই যুবক মালকিন ও তাঁর মেয়েদের মারধর করেন বলে অভিযোগ। মারধর করা হয় ভাড়াটিয়াদেরও। পরিবারের দাবি, অভিযুক্ত তৃণমূল করেন। তাঁর দাদা ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহার পরিচিত। এবিষয়ে কাউন্সিলর জানিয়েছেন, এটা ভাড়াটে ও বাড়িওয়ালার ঝামেলা। ঘটনা ও অভিযুক্তর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। মূল অভিযুক্ত মহম্মদ জাহিদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রেক্ষাপট

কলকাতা : রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপ। আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপ (Depression)। মঙ্গলবার ঘূর্ণিঝড় ‘অশনি’ এগোবে ওড়িশা উপকূলের (Odisha Coast) দিকে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি।


ফের আবৃত্তি জগতে নক্ষত্র পতন। প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ (Partha Ghosh)। বয়স হয়েছিল ৮৩ বছর। ৮ মাস আগে মৃত্যু হয় স্ত্রী গৌরী ঘোষের। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে হাওড়ার (Howrah) বেসরকারি হাসপাতালে ভর্তি হন পার্থ ঘোষ। গলায় অস্ত্রোপচার হয় প্রবীণ বাচিকশিল্পীর। তারপর সুস্থই ছিলেন। আজ ভোরে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। সেখানেই সকাল ৭টা ৩৫ মিনিটে জীবনাবসান হয় পার্থ ঘোষের। প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষকে রবীন্দ্র সদনে শেষশ্রদ্ধা জানানো হয়। 


শহরের ৩৮টি রাস্তার শ্রী ফেরাতে এবার সার্বিক মেরামতির কাজে হাতে নিচ্ছে কলকাতা পুরসভা। একইসঙ্গে অর্থ দফতরের অনুমোদন পেলে শহরের ৯টি বড় রাস্তায় মেকানাইক ম্যাস্টিক অ্যাসফল্টামের কাজেও খুব শীঘ্রই হাত দেওয়া হবে বলে পুরসভা সূত্রে খবর। 


হাজার পেরোল রান্নার গ্যাসের দাম, কেন্দ্রকে নিশানা মমতার। ‘জ্বালানি তেল, এলপিজির দাম বাড়িয়ে আর দেশবাসীকে যন্ত্রণা দেবেন না, অবিলম্বে দেশবাসীকে কষ্ট দেওয়া বন্ধ করুন’। গ্রেট ইন্ডিয়া লুঠ, ট্যুইটে মোদি সরকারকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।


২০২৩-এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা।  সেই ভোটে প্রার্থী কে হবেন, তা নিয়ে এখনই তৃণমূলের অন্দরে বেঁধেছে অশান্তি। অভিযোগ, পার্টি অফিসের মধ্যেই হাতাহাতি বাধে তৃণমূলের দুই পক্ষের মধ্যে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার চৌবেড়িয়া।


অন্যদিকে, ফের বন্যার ত্রাণের টাকা নয়ছয়ের অভিযোগ উঠল মালদায়। কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী, উপপ্রধান-সহ একাধিক তৃণমূল নেতা। অভিযোগ, টাকা ঢুকেছে বিজেপি পঞ্চায়েত সদস্যের অ্যাকাউন্টেও। অভিযোগের পরপরই টাকা ফিরতে শুরু করেছে সরকারি তহবিলে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.