West Bengal News Live : পুর নিয়োগ দুর্নীতিতে ৪ জেলার ৯ জায়গায় দিনভর সিবিআই তল্লাশি

West Bengal Top News : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 09 Oct 2023 11:35 PM
West Bengal Live News: পুর নিয়োগ দুর্নীতিতে ৪ জেলার ৯ জায়গায় দিনভর সিবিআই তল্লাশি

পুর নিয়োগ দুর্নীতিতে ৪ জেলার ৯ জায়গায় দিনভর সিবিআই তল্লাশি। এই প্রথম কোনও বিজেপি বিধায়কের ঘরেও হানা। অভিযান ডায়মন্ড হারবারেও। 

WB Live News: হলদিয়ার দুর্গাচকে নেশার আসরের প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী বাবা ও মেয়ে

পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচকে নেশার আসরের প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী বাবা ও মেয়ে। প্রতিবাদী যুবতীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন বাবাও। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  

West Bengal Live News: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে নদিয়ার রানাঘাটে ১৩ বছরের নাবালক ছেলেকে কুপিয়ে খুন করলেন বাবা

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে নদিয়ার রানাঘাটে ১৩ বছরের নাবালক ছেলেকে কুপিয়ে খুন করলেন বাবা। স্ত্রী এবং শ্বাশুড়িকেও ধারালো অস্ত্র দিয়ে কোপান অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি আক্রান্ত দুই মহিলা। পলাতক অভিযুক্ত। 

WB Live News: তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে, প্রকাশ্যে চলে এল বিজেপির দ্বন্দ্ব

তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে, প্রকাশ্যে চলে এল বিজেপির দ্বন্দ্ব। পঞ্চায়েত সমিতির অফিসে সভাপতি সঙ্গীতা আদক মাইতি ঢুকতে গেলে, তাঁকে বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা বাধা দেয় বলে অভিযোগ। পাল্টা জবাব দিয়েছেন তাপসী মণ্ডল।

West Bengal Live News: কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। ধর্ষণ-খুন মামলায় অভিযুক্তদের জেলমুক্তি রুখতে সুপ্রিম কোর্টে রাজ্য। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা। আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশের আবেদন। রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল আইনজীবী কপিল সিব্বলের। নোটিস জারি সর্বোচ্চ আদালতের, ৭ দিন পর ফের শুনানি। 

WB Live News: কোচবিহারের তুফানগঞ্জে নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের

১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে জেলায় বিজেপির সাংসদ-বিধায়কদের ঘিরে বিক্ষোভ তৃণমূলের। রতুয়ায় মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর গাড়ি ঘিরে বিক্ষোভ। কোচবিহারের তুফানগঞ্জে নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের।

West Bengal Live News: পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তৎপর সিবিআই ও ইডি

পুরসভায় নিয়োগ দুর্নীতিতে তৎপর সিবিআই ও ইডি। তিন দিনে ৩৫ জায়গায় চলল তল্লাশি অভিযান। তালিকায় তৃণমূল পরিচালিত একের পর এক পুরসভা থেকে শুরু করে প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান ও চেয়ারপার্সনের বাড়িতেও গেলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পাশাপাশি রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়কের বাড়িতে চলল সিবিআই অভিযান। 

WB Live News: বেহাল রাস্তা সারানোর দাবিতে বোলপুরে বিক্ষোভের মুখে পড়লেন বিধানসভার ডেপুটি স্পিকার

বেহাল রাস্তা সারানোর দাবিতে বোলপুরে বিক্ষোভের মুখে পড়লেন বিধানসভার ডেপুটি স্পিকার। আটকে দেওয়া হল আশিস বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। রাস্তা সারাই নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিলেন ডেপুটি স্পিকার। এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। 

West Bengal Live News: রাজভবনের সামনে তৃণমূলের ধর্না, জল গড়াল হাইকোর্টে

রাজভবনের সামনে তৃণমূলের ধর্না। জল গড়াল হাইকোর্টে। ১৪৪ ধারা থাকা সত্ত্বেও কীভাবে মঞ্চ বেঁধে ধর্না? প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। চাকরিপ্রার্থীরাও বসতে চান, দাবি শুভেন্দুর।

WB Live News: বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতেই দিল্লি গেছেন রাজ্যপাল, বৈঠক শেষে দাবি করে ধর্না তুললেন অভিষেক

বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতেই দিল্লি গেছেন রাজ্যপাল। বৈঠক শেষে দাবি করে ধর্না তুললেন অভিষেক। টাকা না পেলে ১লা নভেম্বর থেকে ফের আন্দোলনের হুঁশিয়ারি।

West Bengal Live News: স্ত্রী, মেয়ে-সহ খাদ্যমন্ত্রীর ৫ বছরের আয়কর জমার নথি ইডির কাছে পেশ

স্ত্রী, মেয়ে-সহ খাদ্যমন্ত্রীর ৫ বছরের আয়কর জমার নথি ইডির কাছে পেশ
আইনজীবীর মাধ্যমে ইডির কাছে নথি জমা দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ
৫ অক্টোবর পুর-নিয়োগে দুর্নীতির মামলায় খাদ্যমন্ত্রীর মধ্যমগ্রামের বাড়িতে তল্লাশি --
১৯ ঘণ্টার তল্লাশির পরে খাদ্যমন্ত্রীর আয়কর সংক্রান্ত নথি তলব করে ইডি

WB Live News: ধর্না প্রত্যাহার করেও ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে 'ডেডলাইন' অভিষেকের

ধর্না প্রত্যাহার করেও ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রকে 'ডেডলাইন' অভিষেকের

West Bengal Live News: বড়ঞার পর এবার মুর্শিদাবাদের সুতিতে এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

বড়ঞার পর এবার মুর্শিদাবাদের সুতিতে এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয়েছে এক মহিলার। অন্যদিকে, এক যুবকের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁয় বৈঠক করলেন স্বাস্থ্য দপ্তরের স্পেশাল জয়েন্ট সেক্রেটারি। ঘুরে দেখলেন মহকুমা হাসপাতাল। 

WB Live News: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআই স্ক্যানারে বিজেপি বিধায়কও

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআই স্ক্যানারে বিজেপি বিধায়কও

West Bengal Live News:মালদায় এসএফআইয়ের ডিএম অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধমার

ছাত্র ভোট সহ একাধিক দাবি, মালদায় এসএফআইয়ের ডিএম অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধমার
ব্যারিকেড ভেঙে জেলাশাসকরে অফিসে ঢোকার চেষ্টা
বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

WB Live News: খানাকুলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন শুভেন্দু অধিকারী

খানাকুলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন শুভেন্দু অধিকারী

West Bengal Live News: ৮ ঘণ্টা পার, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ৪ জেলার ৯ জায়গায় সিবিআই

৮ ঘণ্টা পার, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ৪ জেলার ৯ জায়গায় সিবিআই। ফিরহাদ, মদন, রথীনের পর পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে স্ক্যানারে বিজেপি বিধায়ক। 

WB Live News: বিজেপি বিধায়কের বাড়ি ও রানাঘাট পুরসভা ছাড়াও ৮ জায়গায় হানা সিবিআইয়ের

বিজেপি বিধায়কের বাড়ি ও রানাঘাট পুরসভা ছাড়াও ৮ জায়গায় হানা সিবিআইয়ের

West Bengal Live News: অভিষেক-সহ তৃণমূলের ৩০জনের সঙ্গে বোসের ২০ মিনিটের বৈঠক

অভিষেক-সহ তৃণমূলের ৩০জনের সঙ্গে বোসের ২০ মিনিটের বৈঠক 

WB Live News: ১৪৪ ধারা থাকা সত্ত্বেও কীভাবে মঞ্চ বেঁধে ধর্না? প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ

রাজভবনের সামনে তৃণমূলের ধর্না। জল গড়াল হাইকোর্টে। ১৪৪ ধারা থাকা সত্ত্বেও কীভাবে মঞ্চ বেঁধে ধর্না? প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। চাকরিপ্রার্থীরাও বসতে চান, দাবি শুভেন্দুর।

West Bengal Live News: অভিষেকের নেতৃত্বে রাজ্যপালের কাছে তৃণমূলের প্রতিনিধিদল 

রাজ্যপালের কাছে তৃণমূলের প্রতিনিধিদল 
অভিষেকের নেতৃত্বে রাজ্যপালের কাছে তৃণমূল
১০০দিনের কাজে টাকা বকেয়া থাকার অভিযোগে রাজ্যপালের কাছে তৃণমূল

WB Live News: যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের বিতর্কিত পাঁচ প্রাক্তন ছাত্রকে হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের বিতর্কিত পাঁচ প্রাক্তন ছাত্রকে হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

West Bengal Live News: 'রাজ্যপালের সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষায়..', পঞ্চম দিনে ধর্না মঞ্চে অভিষেক


রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ধর্না পা দিল পঞ্চম দিনে ধর্না মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল চারটেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন রাজ্যপাল। 'রাজ্যপালের সঙ্গে বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলার মানুষের দাবির কথা উনি শুনবেন, এই আশা রাখছি। বাংলা চুপ করে থাকবে না, অধিকারের জন্য লড়বে', ধর্নামঞ্চ থেকে এক্স হ্যান্ডলে পোস্ট অভিষেকের। 

West Bengal Live News: সিবিআই হানা ঘিরে আই ওয়াশ তত্ত্ব পুরমন্ত্রীর

বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই হানা ঘিরে আই ওয়াশ তত্ত্ব পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের।

West Bengal Live News: আজ বিকেলে তৃণমূলকে সাক্ষাতের জন্য সময় দিলেন রাজ্যপাল

বকেয়ার দাবিতে অভিষেকের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্নায় তৃণমূল কংগ্রেস। কলকাতায় ফিরেই আজ বিকেল চারটেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিলেন রাজ্যপাল, রাজভবন সূত্রে খবর।

West Bengal Live News: কামদুনি মামলার রায়ের ইস্যুতে হাজরা মোড়ে বিক্ষোভে কংগ্রেস

রাজ্যের গাফিলতিতেই কামদুনির অভিযুক্তরা মুক্তি পাচ্ছে, অভিযোগ তুলে হাজরা মোড়ে বিক্ষোভে কংগ্রেস। যথাযথ প্রমাণ পেশে রাজ্যের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ।

West Bengal Live News:বিজেপি বিধায়কের রানাঘাটের বাড়িতে সিবিআইয়ের টিম

পুর নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের। বিজেপি বিধায়কের রানাঘাটের বাড়িতে সিবিআইয়ের টিম

West Bengal Live News:বিজেপি বিধায়কের রানাঘাটের বাড়িতে সিবিআইয়ের টিম

পুর নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের। বিজেপি বিধায়কের রানাঘাটের বাড়িতে সিবিআইয়ের টিম

WB Live News:ফের বাঁকুড়ার বিজেপি সাংসদর বিরুদ্ধে বিক্ষোভ দলীয় কর্মীদের

ফের বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দলীয় কর্মীদের। ছাতনায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দলের সাংগঠনিক বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ তুললেন বাঁকুড়ার দলীয় কর্মীরা। 

West Bengal Live News: রাজ্যের ৬টি জায়গায় চলছে CBI-র তল্লাশি অভিযান

পুর নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের। বিজেপি বিধায়কের রানাঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআইয়ের টিম। রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়কের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। রানাঘাট, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবারের ৬টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদারের বাড়িতে সিবিআই। উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও সিবিআই। 

WB Live News: 'প্রভাবশালীর নাম মিলেছে অয়ন শীলের অফিস থেকে', দাবি তদন্তকারী সংস্থার

ধৃত অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে, পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি মিলেছিল। সেখানে অনেক প্রভাবশালীর নাম পাওয়া গেছিল বলে দাবি করা হয়েছিল ED সূত্রে। 

West Bengal Live News: পুর নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের

পুর নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের। বিজেপি বিধায়কের রানাঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআইয়ের টিম। রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়কের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। রানাঘাট, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবারের ৬টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদারের বাড়িতে সিবিআই। উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও সিবিআই।

WB Live News: অভিষেকের আক্রমণের কৌশলী জবাব দিলেন রাজ্যপাল?

বকেয়া আদায়ে তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপালের সাক্ষাতের টানাপোড়েনের আবহের মধ্যেই লায়ন প্রিন্সের গল্প শোনালেন সিভি আনন্দ বোস। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের কৌশলী জবাব দিলেন রাজ্যপাল? দার্জিলিঙে অনেক সময় ছিল, তাই গল্প বানিয়েছেন, কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

West Bengal Live News: অভিষেকের ধর্নামঞ্চে এলেন বিজেপির রিমঝিম মিত্র

অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ধর্নামঞ্চে এলেন বিজেপির রিমঝিম মিত্র, বুঝিয়ে দিলেন তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থান। গত বিধানসভা ভোটের আগে টালিগঞ্জের যে অভিনেত্রীকে ঘটা করে দলে নিয়েছিল বঙ্গ বিজেপি, রবিবার তৃণমূলের মঞ্চ থেকে তাঁদেরকেই তীব্র আক্রমণ করলেন রিমঝিম। 

WB Live News: সিকিমে হানিমুনে গিয়ে আটকে পড়েছেন বাগদার দম্পতি

পুজোর আগেই বাড়ি ফেরার কথা ছিল কোচবিহারের রফিকুল হকের। সিকিমের ভয়াবহ বিপর্যয়ে আপাতত তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন। অন্যদিকে, সিকিমে হানিমুনে গিয়ে আটকে পড়েছেন উত্তর ২৪ পরগনার বাগদার দম্পতি। দুই পরিবারেই চরম উৎকণ্ঠা।

West Bengal Live News: রাজভবনের সামনে ধর্নায় তৃণমূল কংগ্রেস


 বকেয়ার দাবিতে অভিষেকের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্নায় তৃণমূল কংগ্রেস। কলকাতায় ফিরেই আজ বিকেল চারটেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিলেন রাজ্যপাল, রাজভবন সূত্রে খবর।
 

WB Live News: তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিলেন রাজ্যপাল

বিকেল চারটেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিলেন রাজ্যপাল (WB Governor)।  বিকেল চারটেয় রাজ্যপাল ও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সাক্ষাত, রাজভবন সূত্রে খবর। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবনের সামনে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্নায় তৃণমূল কংগ্রেস।

West Bengal Live News: পুরমন্ত্রীর বাড়িতে সিবিআই

 পুর-নিয়োগ দুর্নীতি মামলায় এবার পুরমন্ত্রীর বাড়িতে সিবিআই। সাড়ে ৯ ঘণ্টা পর বেরোল ফিরহাদ হাকিমের বাড়ি থেকে।  

প্রেক্ষাপট


  •  পুর-নিয়োগ দুর্নীতি (Municipal Recruitment Scam) মামলায় এবার পুরমন্ত্রীর বাড়িতে সিবিআই। সাড়ে ৯ ঘণ্টা পর বেরোল ফিরহাদ হাকিমের বাড়ি থেকে।  

  •  ফিরহাদের (Firhad Hakim) বাড়িতে তল্লাশি। মদনের বাড়ি-ফ্ল্যাট অফিসেও সিবিআই হানা। 
     
     কার নির্দেশে গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগে কারচুপি? উত্তরের খোঁজে সিবিআই। তল্লাশি অনেক হয়েছে, এবার ধরুন, হুঙ্কার শুভেনদুর। এজেন্সি দিয়ে দমানো যাবে না, পাল্টা কুণাল। সবটাই আইওয়াশ, কটাক্ষ বামেদের।
     

  •  বাড়িতে সিবিআই-তল্লাশি, নারদ ইস্যু টেনে আক্রমণে ফিরহাদ। পাল্টা শুভেন্দু (Suvendu Adhikari) 
     

  •  বকেয়ার দাবিতে অভিষেকের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্নায় তৃণমূল কংগ্রেস। কলকাতায় ফিরেই আজ বিকেল চারটেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিলেন রাজ্যপাল, রাজভবন সূত্রে খবর।
     

  •  ১৪৪ ধারা সত্ত্বেও কীভাবে রাজভবনের সামনে মঞ্চ বেঁধে তৃণমূলের অবস্থান? কে দিয়েছে ধর্নার অনুমতি? মুখ্যসচিবকে চিঠি রাজভবনের। ধনকড় জমানায় তো আসর বসাতো বিজেপি, পাল্টা তৃণমূল।
     
     অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে বিজেপির রিমঝিম মিত্র। তুললেন জয় বাংলা স্লোগান।  

  •  গুরু পাপে লঘু দণ্ড, বিচারের দাবিতে এবার কলকাতার পথে কামদুনি। নাগরিক মঞ্চের ব্যানারে মঙ্গলবার মহামিছিলের ডাক। বিদ্বজ্জনেদের যোগ দেওয়ার আহ্বান। সুপ্রিম কোর্টেও যাওয়ার প্রস্তুতি শুরু।
     

  •  ইজরায়েল-প্যালেস্তাইনের রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যুমিছিল, নিহত এগারোশ, আহত বহু। প্রাণ গেল ১০ নেপালি পড়য়ুার, তীব্র নিন্দা নেপাল সরকারের। ইজরায়েলের পাশে ভারত-আমেরিকা।
     

  •  ব্যাটে বিরাট-রাহুলের ম্যাজিক, জাদেজা, কুলদীপের ঘূর্ণিতে উড়ে গেল অস্ট্রেলিয়া। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ক্যাচ নিয়ে নজির বিরাটের।
     

  •  রাজডাঙা নব উদয় ও মুদিয়ালি ক্লাবে অমৃতা চট্টোপাধ্যায়ের সঙ্গে 'করুক মাথা থিমথিম'। বোসপুকুর শীতলা মন্দির ও হিন্দুস্তান পার্কে বনির সঙ্গে 'তারকার চোখে তারকা পুজো'।
     

  •  এবার ববি হাকিমের বাড়িতে সিবিআই। CRPF দিয়ে পুরমন্ত্রী-মেয়রের বাড়ি ঘিরে ম্যারাথন তল্লাশি। জিজ্ঞাসাবাদ মদনকেও, অভিযান বাড়ি-অফিসে।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.