WB News LIVE Blog: রবিবার প্রাথমিকে টেট, পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থা

পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জিতু কমল-নবনীতার। দেরি হয়নি এফআইআরে, গ্রেফতার ২, জানাল পুলিশ।

ABP Ananda Last Updated: 10 Dec 2022 12:38 AM
গ্রুপ সি, গ্রুপ ডি থেকে নবম-দ্বাদশ, SSC-র নিয়োগে বিস্তর কারচুপি, হাইকোর্টে রিপোর্ট সিবিআইয়ের

গ্রুপ সি, গ্রুপ ডি থেকে নবম-দ্বাদশ। SSC-র নিয়োগে বিস্তর কারচুপি, হাইকোর্টে রিপোর্ট সিবিআইয়ের। নাইসার মূল্যায়নের পর নম্বর বদলে যেত বলে চাঞ্চল্যকর দাবি। 

রবিবার টেট, অতিরিক্ত বাস চালানোর নির্দেশ পরিবহণ দফতরের

রবিবার টেট, পরীক্ষার্থী ৬ লক্ষ ৯০ হাজার। অতিরিক্ত বাস চালানোর নির্দেশ পরিবহণ দফতরের। লোকাল ট্রেন চলবে অন্যান্য কাজের দিনের মতোই। থাকবে অতিরিক্ত মেট্রো।

পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর, "যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙার চেষ্টা', আক্রমণে কুণাল

পুলিশ-আইএএসকে হুঁশিয়ারি শুভেন্দুর। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙার চেষ্টা, আক্রমণে কুণাল। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে নয়, সংবিধানের কাছে দায়বদ্ধ আইপিএস-আইএএসরা, মন্তব্য সুজনের।

WB News Live Updates: কলেজ প্রতি ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায়, ২ থেকে ৫ লক্ষ নিতেন মানিক, দাবি ইডির চার্জশিটে

বেসরকারি B.Ed, D.El.Ed ও টিচার্স ট্রেনিং কলেজকে NOC দিতে, কলেজ প্রতি ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায়। মানিক ভট্টাচার্য নিতে ২ থেকে ৫ লক্ষ টাকা। চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটে। অফলাইনে রেজিস্ট্রেশনের নামে নেওয়া লক্ষ লক্ষ টাকা জমা পড়েছিল মানিকের স্ত্রীর অ্যাকাউন্টে, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

WB News Live Updates: কলেজ প্রতি ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায়, ২ থেকে ৫ লক্ষ নিতেন মানিক, দাবি ইডির চার্জশিটে

বেসরকারি B.Ed, D.El.Ed ও টিচার্স ট্রেনিং কলেজকে NOC দিতে, কলেজ প্রতি ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায়। মানিক ভট্টাচার্য নিতে ২ থেকে ৫ লক্ষ টাকা। চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটে। অফলাইনে রেজিস্ট্রেশনের নামে নেওয়া লক্ষ লক্ষ টাকা জমা পড়েছিল মানিকের স্ত্রীর অ্যাকাউন্টে, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

WB News Live Updates: কলেজ প্রতি ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায়, ২ থেকে ৫ লক্ষ নিতেন মানিক, দাবি ইডির চার্জশিটে

বেসরকারি B.Ed, D.El.Ed ও টিচার্স ট্রেনিং কলেজকে NOC দিতে, কলেজ প্রতি ৬ থেকে ৮ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায়। মানিক ভট্টাচার্য নিতে ২ থেকে ৫ লক্ষ টাকা। চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটে। অফলাইনে রেজিস্ট্রেশনের নামে নেওয়া লক্ষ লক্ষ টাকা জমা পড়েছিল মানিকের স্ত্রীর অ্যাকাউন্টে, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

West Bengal News Live : ফের প্রকাশ্য সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

ফের প্রকাশ্য সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ‘সংসদে এক দেশ, এক পুলিশ বিল আনছে সরকার। দিল্লির নিয়ন্ত্রণেই থাকতে হবে পুলিশকে’, হুঁশিয়ারি শুভেন্দুর। ‘ব্যাগ গুছিয়ে রাখুন, জানুয়ারি মাসে দেখা হবে’। তমলুকের বিক্ষোভ সমাবেশ থেকে আইপিএস, আইএএসদের হুঁশিয়ারি শুভেন্দুর।

West Bengal News Live : রবিবার প্রাথমিকে টেট, পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থা

রবিবার প্রাথমিকে টেট, রাজ্যজুড়ে ১৪৫৩ কেন্দ্রে পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধের জন্য অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থা। অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাস চালানোর নির্দেশ পরিবহণ দফতরের। রবিবার খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। সপ্তাহের অন্যান্য কাজের দিনের মতোই রবিবার চলবে লোকাল ট্রেন। রবিবার পরীক্ষার আগে অতিরিক্ত ৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত।

WB News Live Updates: কলকাতায় ভুয়ো কল সেন্টার চালানোর অন্যতম মাস্টারমাইন্ড গ্রেফতার

কলকাতায় ভুয়ো কল সেন্টার চালানোর অন্যতম মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল কলকাতার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত প্রতিকান্ত সিং বেহালার পাঠকপাড়ার বাসিন্দা। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ১৪ লক্ষ টাকা।টাকা গোনার যন্ত্রও মিলেছে বাড়িতে। পুলিশ সূত্রে খবর, গত অক্টোবরে নিউ আলিপুর ও সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টারের হদিশ মেলে। অভিযোগ, মূলত অস্ট্রেলিয়ার নাগরিকদের ইন্টারনেট সার্ভিস দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হত। তদন্তে নেমে সম্প্রতি ১৫ জনকে গ্রেফতার করা হয়। পালিয়ে বেড়াচ্ছিল মাস্টারমাইন্ড প্রতিকান্ত।আজ সকালে তাঁর বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করে পুলিশ।

West Bengal News Live: রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘেরাও করে বিক্ষোভ ৫ গ্রাম পঞ্চায়েতবাসীর

জমির পাট্টা মিলেছে ২০১৪ সালে। কিন্তু এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর তৈরির টাকা মেলেনি। এই অভিযোগে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ৫টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। পরে দাবি বিবেচনার আশ্বাসে বিক্ষোভ মেটে। 

WB News Live Updates: কলকাতার ৬৮ নম্বর ওয়ার্ডে স্বচ্ছতায় জোর, বাড়ি বাড়ি গিয়ে ডাস্টবিন বিলি তৃণমূল কাউন্সিলরের

কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডে স্বচ্ছতায় জোর। বাড়ি বাড়ি গিয়ে ডাস্টবিন বিলি করলেন তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। নীল ও সবুজ, পরিবারপিছু দেওয়া হল দু’টি রঙের ডাস্টবিন।একটিতে পচনশীল ও অন্যটিতে অপচনশীল দ্রব্য ফেলতে হবে বলে পুরসভা সূত্রে খবর।

West Bengal News Live: উত্তর ২৪ পরগনায় অপরাধ দমনে কড়া পদক্ষেপের নির্দেশ ডিজির, খবর সূত্রের

উত্তর ২৪ পরগনায় অপরাধ দমনে কড়া পদক্ষেপের নির্দেশ ডিজির, খবর সূত্রের। ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিকদের নিয়ে বৈঠক ডিজি মনোজ মালব্যর। বোমা উদ্ধার সহ একাধিক আইনশৃঙ্খলা ইস্যুতে আলোচনা। জগদ্দল, ভাটপাড়া থানা এলাকায় আরও নজরদারির নির্দেশ, খবর সূত্রের। বৈঠকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীও।

WB News Live Updates: ৩০ ঘণ্টা পার, মেডিক্যাল কলেজে পড়ুয়াদের অনশন অব্যাহত

৩০ ঘণ্টা পার, মেডিক্যাল কলেজে পড়ুয়াদের অনশন অব্যাহত। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনা চলবে, সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের।
শিক্ষক-চিকিৎসকদের ৩ প্রতিনিধি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলনেই অনড় পড়ুয়ারা। অস্থায়ী স্টুডেন্ট কাউন্সিলের প্রস্তাব খারিজ পড়ুয়াদের।

West Bengal News Live: বিডিওকে আঙুল উঁচিয়ে চড়া সুরে ধমক বিজেপি বিধায়কের !

বিডিওকে আঙুল উঁচিয়ে চড়া সুরে ধমক বিজেপি বিধায়কের ! ডেপুটেশনের সময় বাঁকুড়ার এক নম্বর ব্লকে বিডিওকে ধমক নীলাদ্রিশেখর দানার। ‘বেছে বেছে বিজেপির লোকজনকেই কেন সরকারি সুবিধে থেকে বাদ?’ ‘না পারলে চাকরি ছেড়ে দিন’, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের! বিজেপি বিধায়কের কাছ থেকে এমনটা আশা করিনি, প্রতিক্রিয়া বিডিওর। এটাই বিজেপির সংস্কৃতি, অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

WB News Live Updates: সাকেত গোখলের গ্রেফতারির পর, গুজরাতের মোরবিতে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল

জাতীয় মুখপাত্র সাকেত গোখলের দ্বিতীয়বার গ্রেফতারির পর, গুজরাতের মোরবিতে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল। সেখানে পৌঁছেই এসপি অফিসে যান তৃণমূল নেতারা। সাকেতের মুক্তির দাবিতে সরব হন তাঁরা। তৃণমূলের দলে রয়েছেন সাংসদ দোলা সেন, শান্তনু সেন, খলিলুর রহমান, অসিত মাল ও সুনীল মণ্ডল। মুখ্যমন্ত্রীর নির্দেশে মোরবিতে তৃণমূলের প্রতিনিধিদল।

West Bengal News Live: তৃণমূলের মঞ্চে উর্দিধারী, বর্ধমানের ওসি ট্রাফিককে শোকজ এসপি-র

খাগড়াগড় মোড়ে তৃণমূলের মঞ্চে উর্দিধারী। তৃণমূলের মঞ্চে উর্দি পরে সম্বর্ধনা নিলেন বর্ধমানের ওসি ট্রাফিক। বর্ধমান ট্রাফিকের ওসি বিশ্বনাথ পাইনকে শাসকদলের সম্বর্ধনা। ছবি ভাইরাল হতেই বিতর্ক, বর্ধমানের ওসি ট্রাফিককে শোকজ করছেন এসপি।

WB News Live Updates: ২২ ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে

গরুপাচারকাণ্ডে ফের জেল হেফাজত অনুব্রত মণ্ডলের। ২২ ডিসেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। অনুব্রতকে আজ আসানসোল আদালতে পেশ করে সিবিআই। আজ আদালতে জামিনের আবেদন করেননি অনুব্রতর আইনজীবী। অনুব্রতর ফোন ফেরত পাওয়া যাবে কিনা, আদালতে জানতে চান অনুব্রতর আইনজীবী। অনুব্রতর ফোনের পরীক্ষা চলছে, আদালতে জানান সিবিআইয়ের তদন্তকারী অফিসার।
অনুব্রত এজলাসে থাকাকালীন ভার্চুয়ালি তিহার জেল থেকে সায়গলকে পেশ। আসানসোল আদালতে পেশ করা হয় সায়গল হোসেনকে।

West Bengal News Live: ‘শুভেন্দুর বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া এফআইআর করা যাবে না’

আদালতে স্বস্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ‘শুভেন্দুর বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া এফআইআর করা যাবে না’। নির্দেশে জানিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। গতকালই শুভেন্দুর বিরুদ্ধে ২৬টি FIR-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়।

WB News Live Updates: দু'টি বাসের রেষারেষির জেরে শিয়ালদায় দুর্ঘটনায় কবলে কুণাল ঘোষের গাড়ি

দুটি বাসের রেষারেষির জেরে শিয়ালদায় দুর্ঘটনায় কবলে কুণাল ঘোষের গাড়ি। ভাঙল গাড়ির কাচ। হলদিয়ায় যাচ্ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। শিয়ালদার কাছে দুটি বাসের রেষারেষির সময় কুণালের গাড়িতে ধাক্কা মারে বেসরকারি বাস। গাড়ির উইন্ডো স্ক্রিন ভেঙে যায়। চোট লাগেনি বলে জানিয়েছেন কুণাল ঘোষ।

West Bengal News Live: আবাস যোজনায় ‘বঞ্চিত’দের নিয়ে বিজেপির পথ অবরোধে ধুন্ধুমার বাঁকুড়ায়

আবাস যোজনায় ‘বঞ্চিত’দের নিয়ে বিজেপির পথ অবরোধে ধুন্ধুমার। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপির। বাঁকুড়ার বিডিও অফিসে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশের বাধা সরিয়ে বিডিও অফিসে ঢুকে বিক্ষোভ।

WB News Live Updates: চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম মহিলার মৃত্যু

চিংড়িঘাটায় বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম মহিলার মৃত্যু হল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃতের নাম খুকু গায়েন। বছর সাতচল্লিশের মহিলা পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা। ছেলে সন্দীপ জানিয়েছেন,  মায়ের সঙ্গে পরীক্ষা দিয়ে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফিরছিলেন। চিংড়িঘাটা মোড়ে রাস্তা পেরোতে গিয়ে লাল রঙের একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। মায়ের আঘাত গুরুতর ছিল। রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

West Bengal News Live: মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ফেসবুকে ভিডিও পোস্ট অভিনেত্রী নবনীতা দাসের

নিমতা থানার সামনেই অভিনেতা-অভিনেত্রীকে হুমকি! পুলিশের সামনেই খুনের হুমকি! মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ফেসবুকে ভিডিও পোস্ট অভিনেত্রী নবনীতা দাসের

WB News Live Updates: সাকেত গোখলের গ্রেফতারির পর গুজরাতে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল

সাকেত গোখলের গ্রেফতারির পর গুজরাতে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। ৫ সদস্যের দল যাচ্ছে গুজরাতের মোরবিতে। প্রতিনিধি দলে থাকছেন দোলা সেন, শান্তনু সেন, খলিলুর রহমান। তৃণমূলের প্রতিনিধি দলে থাকছেন অসিত কুমার মাল, সুনীল কুমার মণ্ডলও। আজই রওনা হচ্ছে তৃণমূল প্রতিনিধি দল।

West Bengal News Live: আজ এই মরশুমের শীতলতম দিন

আজ এই মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। তবে কাল থেকে কমবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস। আজ মাঝরাতে কিংবা ভোরে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা। প্রত্যক্ষ প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে রাজ্যে মেঘলা আকাশ এবং আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা-সহ জেলায় জেলায় কমবে শীতের আমেজ। সোম-মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। 

WB News Live Updates: হাইকোর্টে স্বস্তিতে অগ্নিমিত্রা পাল-সহ তিন বিজেপি নেতা

হাইকোর্টে স্বস্তিতে অগ্নিমিত্রা পাল-সহ তিন বিজেপি নেতা। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। ৫ জানুয়ারি পরবর্তী শুনানি। ৩ ডিসেম্বর বিজেপির সভা এবং মিছিলের প্রেক্ষিতে অগ্নিমিত্রা পাল, দীপক হালদার ও প্রদ্যোৎ বৈদ্য, বিজেপির এই তিন নেতা-নেত্রীর বিরুদ্ধে কুলপি এবং উস্তি থানায় মোট ৫টি FIR দায়ের হয়। বিজেপির দাবি, তাদের সভাস্থল নষ্টের প্রতিবাদে জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকের কাছে অভিযোগ জানায় তারা। উল্টে তাদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে পুলিশ। এর প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সেই মামলাতেই এই নির্দেশ। 

West Bengal News Live: বর্ধমান-হাওড়া কর্ড ও মেন লাইনে দেড়ঘণ্টা বন্ধ রইল ট্রেন চলাচল

বর্ধমান স্টেশনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, বর্ধমান-হাওড়া কর্ড ও মেন লাইনে দেড়ঘণ্টা বন্ধ রইল ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। রেল সূত্রে খবর, ভোর ৫টা ৫৫ থেকে সকাল ৭টা ৭ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক হওয়ায় বর্ধমান স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়েনি। বর্ধমান-রামপুরহাট ও বর্ধমান-আসানসোল শাখাতেও ট্রেন চলাচল ব্যাহত হয়। আটকে পড়ে ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, ডাউন বিভূতি এক্সপ্রেস-সহ একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। দেড়ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

WB News Live Updates: তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে ফের গ্রেফতার

তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে ফের গ্রেফতার। আমদাবাদে সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাত পুলিশ। জামিন পাওয়ার পর সাকেতের গ্রেফতারিতে প্রশ্ন তৃণমূলের। এর আগে মঙ্গলবার জয়পুর যাওয়া পথে গ্রেফতার হন সাকেত। জয়পুর বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। কোনও নোটিস বা ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার, ট্যুইটে অভিযোগ ডেরেকের। মোরবি সেতু বিপর্যয়ের পর প্রধানমন্ত্রীকে নিয়ে ট্যুইট করে গ্রেফতার হন সাকেত। 

West Bengal News Live: টাগড়ে বোমা বিস্ফোরণে দুই নাবালকের জখম হওয়ার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল পুলিশ

টিটাগড়ে বোমা বিস্ফোরণে দুই নাবালকের জখম হওয়ার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা স্থানীয় দুষ্কৃতী, তারাই মাঠের মধ্যে বোমা মজুত করেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে। অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, এই অভিযোগে টিটাগড় থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ টিটাগড়ের উড়ানপাড়ার মাঠে বিস্ফোরণ হয়। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় দুই নাবালক। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। বিস্ফোরণস্থলের ঢিল ছোড়া দূরত্বে প্রাইমারি স্কুল। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।


 

WB News Live Updates: ভাঙড়-গুলিকাণ্ডে ৩দিন পর গ্রেফতার

ভাঙড়-গুলিকাণ্ডে ৩দিন পর গ্রেফতার। তৃণমূল নেতা ফজলে করিমের বাড়িতে গুলিবৃষ্টি। তৃণমূলের দুই গোষ্ঠীর ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি কাইজার আহমেদ ঘনিষ্ঠ রাকেশ মণ্ডল সহ ৩। ধৃত রাকেশ জাগুলগাছি অঞ্চল যুব তৃণমূলের সভাপতি। অন্যদিকে তৃণমূল নেতা বাহারুল ইসলাম ঘনিষ্ঠ ৪ তৃণমূল কর্মীও গ্রেফতার।

West Bengal News Live: TMCP না করায় র‍্যাগিং

TMCP না করায় র‍্যাগিং! তৃণমূল বিধায়কের সামনেই সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রকে মারধরের অভিযোগ উঠল। কর্তৃপক্ষকে জানাতে গেলে পড়ুয়ার মা-বাবাকেও মারধর করা হয় বলে দাবি!

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামে বিজেপিতে স্বস্তি!

পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামে বিজেপিতে স্বস্তি! মাসখানেক আগে নেতৃত্বের প্রতি ক্ষোভ জানিয়ে দলত্যাগের কথা ঘোষণা করেন বিজেপির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির প্রাক্তন সদস্য বটকৃষ্ণ দাস। গতকাল শুভেন্দু অধিকারীর হাত ধরে ফের তিনি ফিরেছেন বিজেপিতে।

West Bengal News Live হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর

হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সব FIR-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত।মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার। 

প্রেক্ষাপট

কলকাতা: সস্ত্রীক রাশিদ খানের (Rasid Khan) পর এবার নিমতায় (Nimta) অভিনেতা দম্পতি জিতু কমল-নবনীতা দাসকে হুমকি-হেনস্থার অভিযোগ। 


পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জিতু কমল-নবনীতার। দেরি হয়নি এফআইআরে, গ্রেফতার ২, জানাল পুলিশ।


পুলিশের সামনেই হুমকি! নিমতা থানার এক এএসআইয়ের (FIR) বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ অভিনেতা দম্পতির। বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা, জানাল পুলিশ। 


সস্ত্রীক উস্তাদ রাশিদ খানকে পুলিশি হেনস্থার অভিযোগ। বিভাগীয় তদন্ত শুরু পুলিশের। রাশিদ খানকে ফোন CP-র। বাড়ি গিয়ে জয়িতা বসু খানের সঙ্গে কথা পুলিশের। 


রাতের কলকাতায় নাকা তল্লাশিতে আরও কড়াকড়ি। সিসি ক্যামেরা থাকা জায়গায় নাকা পয়েন্ট। পুলিশকে ব্যবহার করতে হবে বডি ক্যামেরা। ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক, নির্দেশিকা লালবাজারের।


শুভেন্দুর মন্তব্যে ফের ডিসেম্বর সাসপেন্স। এই তিন দিনে এজেন্সি তৎপর হলে, বোঝা যাবে বিজেপির কথায় চলছে, পাল্টা কুণাল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.