West Bengal News Live: সরিয়ে দেওয়া হল সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে

West Bengal news live updates : সব জেলার খবর এক ক্লিকে

ABP Ananda Last Updated: 11 Apr 2023 09:53 PM
WB News LIVE Updates: সরিয়ে দেওয়া হল সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে

সরিয়ে দেওয়া হল সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে। বীরভূমেরই জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পদে বদলি করা হল। কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হল সিউড়ি থানার আইসিকে। কয়লাকাণ্ডে শেখ মহম্মদ আলিকে দিল্লিতে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। গরুপাচারকাণ্ডে সিউড়ি থানার আইসিকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শেখ মহম্মদ আলির কাছে শ্বশুরবাড়ির সম্পত্তি সম্পর্কে তথ্য চেয়েছিল ইডি।সরিয়ে দেওয়া হল রামপুরহাটের আইসি নীলোৎপল মিশ্রকে। পাঠানো হল পশ্চিম মেদিনীপুরের ডিইবি পদে

West Bengal LIVE Updates: রাজভবন এবার ‘জন রাজভবন’

বাংলা নববর্ষেই সাধারণের জন্য খুলছে রাজভবনের দরজা। জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওইদিন হেরিটেজ ওয়াক ও পিস মার্চের আয়োজন করা হবে। মঙ্গলবার এনসিসির এক অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়েছে রাজ্যপাল। 

WB News LIVE Updates: কুড়মি সমাজের বৈঠকে মিলল না কোনও সমাধান সূত্র

নবান্নে মুখ্যসচিবের সঙ্গে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের বৈঠকে মিলল না কোনও সমাধান সূত্র। সরকারের তরফে কোনও প্রতিশ্রুতি মেলেনি, দাবি পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের সভাপতির। কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজেশ মাহাতো। 

West Bengal LIVE Updates:হুগলির সিঙ্গুরে রেস্তোরাঁয় আগুন


হুগলির সিঙ্গুরে রেস্তোরাঁয় আগুন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ হোটেল ধার এলাকার রেস্তোরাঁয় আগুন লাগে। দমকলের ২ টি ইঞ্জিনের প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দাউদাউ করে জ্বলতে থাকা রোস্তারঁর ভিতর থেকে প্রাণের ঝুঁকি নিয়ে ২ টি গ্যাস সিলিণ্ডার বের করে নিয়ে আসেন স্থানীয় এক ব্যক্তি। 


 

WB News LIVE Updates: মহিষাদলে ১৪ জন 'প্রাণীবন্ধুর' অ্যাকাউন্টে আচমকা লক্ষ লক্ষ টাকা!

মহিষাদলে ১৪ জন 'প্রাণীবন্ধুর' অ্যাকাউন্টে আচমকা লক্ষ লক্ষ টাকা! প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের ১৪ জন চুক্তিভিত্তিক কর্মীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা। ১৪ জন চুক্তিভিত্তিক কর্মীর অ্যাকাউন্টে আচমকা ঢুকল মোট প্রায় কোটি টাকা। অ্যাকাউন্টে আচমকা টাকা-রহস্যে তৃণমূল-বিজেপি তরজা। এক জায়গার টাকা অন্য খাতে, কটাক্ষ বিজেপির। আচমকা কীভাবে এত টাকা ঢুকল অ্যাকাউন্টে? খতিয়ে দেখছে ব্লক প্রশাসন

West Bengal LIVE Updates: রাজ্যে এলেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর

রাজ্যে এলেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর। নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লা, একাধিক মামলার তদন্ত প্রক্রিয়া কী অবস্থায় রয়েছে? কীভাবে আরও গতি আনা সম্ভব, তা নিয়ে মিটিংয়ের
সিজিও-তে বৈঠক সিবিআই। 

WB News LIVE Updates: হাটে-বাজারে মিলছে ওএমআর শিট!

হাটে-বাজারে মিলছে ওএমআর শিট। বেহালার পর নদিয়ার করিমপুর, ফের খোলা জায়গায় ওএমআর উদ্ধার। করিমপুরে হাটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ওএমআর উদ্ধারে চাঞ্চল্য। 'কেন রাস্তায় পড়ে ওএমআর শিট, সংশ্লিষ্ট সংস্থাকে তলব করা হয়েছে', জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

West Bengal LIVE Updates: বাংলা নববর্ষেই সাধারণের জন্য খুলছে রাজভবনের দরজা

বাংলা নববর্ষেই সাধারণের জন্য খুলছে রাজভবনের দরজা। জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওইদিন হেরিটেজ ওয়াক ও পিস মার্চের আয়োজন করা হবে। মঙ্গলবার এনসিসির এক অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়েছে রাজ্যপাল। 

WB News LIVE Updates: নাটকের রূপকে 'রাষ্ট্রীয় সন্ত্রাস', তৃণমূলের 'হাতে আক্রান্ত' অভিনেতা-পরিচালক

নাটকের রূপকে 'রাষ্ট্রীয় সন্ত্রাস', তৃণমূলের 'হাতে আক্রান্ত' অভিনেতা-পরিচালক। নদিয়ার রানাঘাটে নাট্যকর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ। মারধরের পাশাপাশি নাট্যকর্মীর বাড়ি লাগোয়া রিহার্সালের ঘর ভেঙে ফেলারও হুমকির অভিযোগ। 'নাটকে তুলে ধরা হয়েছে হাথরস থেকে বগটুই, হাঁসখালি গণধর্ষণকাণ্ড', হুমকি দিয়ে বলে এগুলো করা যাবে না, অভিযোগ আক্রান্ত নাট্যকর্মীর। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন নাট্য ব্যক্তিত্বরা

West Bengal LIVE Updates: মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও-র ঘরে তৃণমূলের বৈঠক!

বাইরে বিডিও, চেম্বারে বসে বৈঠক তৃণমূলের! মুর্শিদাবাদের ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও-র ঘরে তৃণমূলের বৈঠক! বিডিও-র চেম্বারে বসেই অভিষেকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ভগবানগোলা তৃণমূল নেতৃত্ব. ইদ্রিশ আলির সঙ্গে বিডিও-র চেম্বার থেকেই ভার্চুয়াল বৈঠকে যোগ দেন ১০ তৃণমূল নেতা-কর্মী

WB News LIVE Updates: গড়িয়ার ব্রহ্মপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

গড়িয়ার ব্রহ্মপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। কাঠের গুদাম থেকে আগুন ছড়াল পাশের আবাসন, নির্মীয়মাণ বিল্ডিংয়েও। আতঙ্ক ছড়ায় এলাকায়। দমকলের বিরুদ্ধে দেরিতে পৌঁছনোর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ১১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তখনই ঘটনাস্থলে যান মন্ত্রী তথা বিধায়ক অরূপ বিশ্বাস। পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসুও। শেষপর্যন্ত দমকলের  ১৫টি ইঞ্জিনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 


 

West Bengal LIVE Updates: চৈত্রের শেষে পুড়ছে বাংলা, বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের আশঙ্কা

চৈত্রের শেষে পুড়ছে বাংলা, বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। চৈত্রের শেষ দিন ও পয়লা বৈশাখে তাপপ্রবাহের আশঙ্কা। আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপমাত্রার পারদ। কলকাতায় ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই 

WB News LIVE Updates: রাজভবন অভিযানের ডাক দিয়েছে আদিবাসী অধিকার মহাসভা

দেউচা-পাঁচামিতে খনি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছে আদিবাসী অধিকার মহাসভা। গতকাল মহম্মদবাজার থেকে শুরু হয়ে বোলপুরে পৌঁছেছে মিছিল। বর্ধমান ও উত্তর ২৪ পরগনার অশোকনগর হয়ে শুক্রবার আদিবাসী অধিকার মহাসভার মিছিল পৌঁছবে কলকাতায়। জল-জমি-জঙ্গলের অধিকার সুরক্ষিত করার দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা রয়েছে আদিবাসী সংগঠনের প্রতিনিধিদের। 

West Bengal LIVE Updates: নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব ইডির। অয়নের ছেলে অভিষেক শীল, স্ত্রী কাকলি শীলকেও তলব ইডির। আগামী সপ্তাহে ৩ জনকে তলব ইডির। শুধু ২০১৪-এর টেট নয় ২০১২-এর টেটেও টাকা তোলা হয়েছে, আদালতে দাবি ইডি-র। 

WB News LIVE Updates: বিকাশভবনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

বিকাশভবনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আচার্যসদনে অভিযানের কথা ঘোষণা করে আচমকা বিকাশভবনে অবস্থান। হকচকিয়ে যায় পুলিশ, পরে আন্দোলনকারীদের টেনে তোলা হয় প্রিজন ভ্যানে

WB News LIVE Updates: সওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা নৌশাদ সিদ্দিকির

সওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা নৌশাদ সিদ্দিকির। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা আইএসএফ বিধায়কের। অবমাননাকর মন্তব্যের অভিযোগে সওকতের বিরুদ্ধে মামলা নৌশাদের। নৌশাদ সিদ্দিকি জেলে থাকাকালীন অবমাননাকর মন্তব্যের অভিযোগে মামলা

WB News LIVE Updates: সওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা নৌশাদ সিদ্দিকির

সওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা নৌশাদ সিদ্দিকির। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলা আইএসএফ বিধায়কের। অবমাননাকর মন্তব্যের অভিযোগে সওকতের বিরুদ্ধে মামলা নৌশাদের। নৌশাদ সিদ্দিকি জেলে থাকাকালীন অবমাননাকর মন্তব্যের অভিযোগে মামলা

West Bengal LIVE Updates: ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

সুপ্রিম কোর্টে ফের পিছোল DA-মামলার শুনানি। পরবর্তী শুনানি হবে ২৪ এপ্রিল। এর আগেও একাধিকবার DA-মামলার শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। সবপক্ষের বক্তব্য় শুনতে সময় লাগবে বলে জানিয়েছেন বিচারপতি। তাই ফের সুপ্রিম কোর্টে পিছোল DA-মামলার শুনানি।

WB News LIVE Updates: ভর দুপুরে সুতিতে বিধ্বংসী আগুনে পুড়ল প্রায় ১০টি বাড়ি

ভর দুপুরে বিধ্বংসী আগুন সুতিতে। আগুনে পুড়ল একের পর এক বাড়ি। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে রান্না করার সময় আগুন ছড়িয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে সুতির বাহগলপুর এলাকায়। বাড়িতে মজুত করা পাটকাটি থেকে সেই আগুন ছড়িয়ে পরে পাশের একের পর এক বাড়িতে। আগুনে পুরে যায় প্রায় ১০টি বাড়ি। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছায় দমকলের একটি ইঞ্জিনও। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঈদের আগে  বেশ কয়েকটি পরিবারের প্রায় সমস্ত কিছুই  আগুনে পুরে যায়। ভর দুপুরে এই অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

West Bengal LIVE Updates: জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

আসানসোলে কম্বল বিলিকাণ্ডে গ্রেফতারির ২৪ দিনের মাথায় জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। প্রেসিডেন্সি জেল থেকে আসানসোল সিজেএম আদালতে আনা হয় জিতেন্দ্র তিওয়ারিকে। আদালতের বাইরে তখন বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়। জিতেন্দ্র তিওয়ারি গাড়ি থেকে নামতেই শুরু হয় উচ্ছ্বাস, স্লোগান। জেল থেকে ছাড়া পেয়ে তৃণমূলকে খোঁচা দিতেও ছাড়েননি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। 

WB News LIVE Updates: নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় এবার অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীকে তলব ইডির। অয়নের ছেলে অভিষেক শীল, স্ত্রী কাকলি শীলকেও তলব ইডির। আগামী সপ্তাহে ৩ জনকে তলব ইডির। শুধু ২০১৪-এর টেট নয় ২০১২-এর টেটেও টাকা তোলা হয়েছে, আদালতে দাবি ইডি-র

West Bengal LIVE Updates: ফের পুলিশকে তুই তোকারি করে প্রকাশ্যে অশালীন মন্তব্য করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

ফের পুলিশকে তুই তোকারি করে প্রকাশ্যে অশালীন মন্তব্য করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বাঁকুড়ার সোনামুখী থানার আইসি-কে হাইকোর্টে ডেকে পাঠানোর হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের সাংসদ। সৌমিত্র খাঁর মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি সাংসদকে পাল্টা নিশানা করেছে তৃণমূল। 

WB News LIVE Updates: সুপ্রিম কোর্টে স্বস্তি আইনজীবী সঞ্জয় বসুর

সুপ্রিম কোর্টে স্বস্তি আইনজীবী সঞ্জয় বসুর। অযথা তাঁকে ডেকে পাঠিয়ে হয়রানি করা যাবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 'কোনও ভিত্তি ছাড়া তাঁর বাড়ি-অফিসে তল্লাশি চালানো যাবে না। কোনও জিনিস বাজেয়াপ্তও করা যাবে না', মূল মামলা শুনানির জন্য হাইকোর্টে ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্য়ায়ের নির্দেশনামার নির্দিষ্ট অংশ খারিজ করল সুপ্রিম কোর্ট

West Bengal LIVE Updates: 'অয়ন শীলকে ৫ লক্ষ টাকা না দেওয়ায় চাকরি হয়নি টিটাগড় পুরসভায়'

'অয়ন শীলকে ৫ লক্ষ টাকা না দেওয়ায় চাকরি হয়নি টিটাগড় পুরসভায়। টাকা দিলে চাকরি নিশ্চিত হবে, জানিয়েছিল অয়ন শীল', এবিপি আনন্দে আগেই অভিযোগ জানিয়েছিলেন চয়নিকা আঢ্য। গতকাল এ নিয়ে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চয়নিকা। অভিযোগের ২৪ ঘণ্টা পরেও এফআইআর দায়ের হয়নি, অভিযোগ পরিবারের । পুলিশ এফআইআর না করলে আদালতের দ্বারস্থ হব, জানিয়েছে চয়নিকার পরিবার। পরিস্থিতির উপর নজর রাখছে ইডি, খবর সূত্রের

WB News LIVE Updates: প্রাথমিক স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ

প্রাথমিক স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ। ২৯ সেপ্টেম্বর ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা খারিজ । টেট উত্তীর্ণ যে প্রার্থীরা ডিএলএড প্রশিক্ষণে ভর্তি হয়েছেন তাঁরা নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। চলতি নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বলে বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন কয়েকজন চাকরিপ্রার্থী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তই বহাল রাখেন। আজ সেই সিদ্ধান্তই খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ

West Bengal LIVE Updates: বারাসতে বাম ছাত্র-যুবদের অভিযানে ধুন্ধুমার

উত্তর ২৪ পরগনার বারাসতে বাম ছাত্র-যুবদের অভিযানে ধুন্ধুমার। দুর্নীতির অভিযোগে এসএফআই, ডিওয়াই এফআই -এর জেলা পরিষদ অভিযান। জেলা পরিষদের দফতরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা। 

DA Protests: ডিএ আন্দোলনের পিছনে রাজনৈতিক উস্কানি রয়েছে, বললেন চন্দ্রিমা

ডিএ আন্দোলনের পিছনে রাজনৈতিক উস্কানি রয়েছে। বকেয়া ডিএর দাবিতে দিল্লিতে আন্দোলন করে লাভ কি? প্রশ্ন চন্দ্রিমা ভট্টাচার্যের। 

WB Live News Updates: গড়িয়ায় অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় ঢাকে পাশের বহুতল

গড়িয়ায় অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় ঢেকে যায় পাশের বহুতল। আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। অনেকে ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে আসেন। সেই মুহূর্তের ছবির ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়।  

Saumitra Khan: ফের পুলিশকে তুই-তোকারি করে অশালীন মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের

ফের পুলিশকে তুই-তোকারি করে অশালীন মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। বাঁকুড়ার সোনামুখী থানার আইসি-কে প্রকাশ্যে হুমকি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। 'আইসি-কে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব, তারপর কী ব্যবস্থা করা যায় দেখব', বলে হুমকি। বিজেপি সাংসদের অশালীন মন্তব্য়ের প্রেক্ষিতে তুঙ্গে বিতর্ক। 

SSC Case: অভিযোগের ২৪ ঘণ্টা পরও অয়নের বিরুদ্ধে FIR নয়!

'অয়ন শীলকে ৫ লক্ষ টাকা না দেওয়ায় চাকরি হয়নি চুঁচুড়া পুরসভায়। টাকা দিলে চাকরি নিশ্চিত হবে, জানিয়েছিল অয়ন শীল', এবিপি আনন্দে আগেই অভিযোগ জানিয়েছিলেন চয়নিকা আঢ্য। গতকাল এ নিয়ে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চয়নিকা। অভিযোগের ২৪ ঘণ্টা পরেও এফআইআর দায়ের হয়নি, অভিযোগ পরিবারের । পুলিশ এফআইআর না করলে আদালতের দ্বারস্থ হবে, জানিয়েছে চয়নিকার পরিবার। পরিস্থিতির উপর নজর রাখছে ইডি, খবর সূত্রের।

DA Protests: দিল্লিতে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে বিকাশরঞ্জন ভট্টাচার্য

এদিন দিল্লিতে ডিএ আন্দোলনকারীদের মঞ্চে যান সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ধর্নামঞ্চ থেকে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি।  

Luizinho Faleiro: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের লুইজিনহো ফালেইরো

জাতীয় দলের স্বীকৃতি হাতছাড়া হয়েছে একদিন আগেই। ফের বড় ধাক্কা খেল তৃণমূল (TMC)। রাজ্যসভায় (Rajya Sabha) এক সাংসদ হাতছাড়া হল তাদের। সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro)। মেয়াদ শেষ হতে এখনও তিন বছর সাত মাস বাকি ছিল তাঁর। তার ঢের আগেই পদত্যাগ করলেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনকড়। তবে ওই আসনে পছন্দের প্রার্থী দিতে পারবে তৃণমূল।

WB Live News: মিনাখাঁয় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও ISF-এর মধ্যে সংঘর্ষ

উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও ISF-এর মধ্যে সংঘর্ষ বাধে। মারামারিতে আহত হয়েছেন দু’পক্ষের ৫ জন। মাথা ফাটল ২ ISF কর্মীর। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করেছে। গতকাল মিনাখাঁর কুমারজল গ্রাম পঞ্চায়েত এলাকায় পতাকা লাগাচ্ছিলেন ISF কর্মীরা। অভিযোগ, তাঁদের বাধা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও ISF কর্মীদের মধ্যে হাতাহাতি বেধে যায়। বাঁশ-লোহার রডের বাড়ি মেরে ২ ISF কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। হামলা-যোগ অস্বীকার করে উল্টে তারাই আক্রান্ত বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।


 

Price Hike: উচ্ছে, বেগুন, পটল, ঝিঙে, সমস্ত সবজির দামই ঊর্ধ্বমুখী

বেগুন ৭০ থেকে ৮০ টাকা কেজি, পটল ৬০ থেকে ৮০ টাকা কেজি, ঢ্যাঁড়শ ৫০ থেকে ৬০ টাকা কেজি। লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের এমনিতেই যখন নাভিশ্বাস উঠছে, তখন খাবারের পাতেও ছ্যাঁকা। উচ্ছে, বেগুন, পটল, ঝিঙে, সমস্ত সবজির দামই ঊর্ধ্বমুখী। 

WB Live News Updates: দুর্গাপুর ইস্পাত কারখানায় দাদাগিরির অভিযোগে ৭ শ্রমিক নেতাকে বহিষ্কার করল আইএনটিটিইউসি

দুর্গাপুর ইস্পাত কারখানায় দাদাগিরির অভিযোগে ৭ জন শ্রমিক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করল আইএনটিটিইউসি। দলের সঙ্গে আছি, থাকব, বিতর্ক বাড়িয়ে মন্তব্য বহিষ্কৃত তৃণমূল নেতা।

WB Live News: স্কুলের মাঠ দখল করে ইট-বালি মজুত! বেলিয়াতোড়ে তৃণমূল নেতার দাদাগিরি

বাঁকুড়ার বেলিয়াতোড়ে তৃণমূল নেতার দাদাগিরি। স্কুলের মাঠ দখল করে ইট-বালি মজুত করার অভিযোগ উঠল। বার বার বলেও মাঠ দখল রুখতে না পেরে, পুলিশের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, বছর দেড়েক ধরে বেলিয়াতোড় হাইস্কুলের মাঠ দখল করে ইমারতি সামগ্রী রাখছেন বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আকুল মিত্র। বারবার বলেও কাজ না হওয়ায়, শনিবার বেলিয়াতোড় থানায় অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

DA Hearing: ডিএ মামলা সুপ্রিম কোর্টে স্থগিত, ২৪ এপ্রিল ফের শুনানি

ডিএ মামলা সুপ্রিম কোর্টে স্থগিত। ফের শুনানি আগামী ২৪ এপ্রিল।

SSC Case: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না বাগচী চক্রবর্তীকে প্রথমবার ইডি তলব

নিয়োগ-দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিবকে প্রথমবার ইডি তলব। প্রাক্তন সচিব রত্না বাগচী চক্রবর্তীকে তলব ইডি-র। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন সিজিও কমপ্লেক্সে। তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন রত্না বাগচী চক্রবর্তী। 

WB Live News Updates:পাখিরালয়ে কটেজ তৈরিকে কেন্দ্র করে তৃণমূল বিধায়ক ও উপপ্রধানের দ্বন্দ্ব চরমে

পঞ্চায়েত এলাকায় পাখিরালয়ে কটেজ তৈরিকে কেন্দ্র করে তৃণমূল বিধায়ক ও উপপ্রধানের দ্বন্দ্ব চরমে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা এলাকার পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের ঘটনা। কটেজ তৈরি ও তার লিজ নিয়ে দলের উপপ্রধান পঙ্কজ রায় দুর্নীতি করেছেন বলে অভিযোগ তুলে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বিধায়কের অনুগামী ৬ পঞ্চায়েত সদস্যও উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মহকুমা শাসকের কাছে নালিশ জানিয়েছেন। দলীয় বিধায়কের নাম বলতে ঘৃণা বোধ করেন বলে পাল্টা তোপ দেগেছেন তৃণমূলের উপপ্রধান। যে চিনি খায় সে সবসময় মনে করে সবটাই চিনি বলে কটাক্ষও করেছেন তিনি। ভাগ-বাটোয়ারা নিয়ে শাসকদলের মধ্যে বিবাদ,

Garia Fire: গড়িয়ার ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে কাঠের গুদামে ভয়াবহ আগুন

গড়িয়ার ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগল। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। সকাল সাড়ে ১০টা নাগাদ ব্রহ্মপুরের ওই কাঠের গুদামে আগুন লাগে। প্রচুর কাঠ মজুত থাকায় দাউদাউ করে জ্বলে ওঠে গুদাম। আশেপাশে অনেক বাড়ি ও দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 

WB Live News: মাথাভাঙায় তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা

কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটল। একটি বোমা ফাটলেও, রাতে পুলিশ গিয়ে আরেকটি তাজা বোমা উদ্ধার করে। মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি সঞ্জয় বিশ্বাসের বাড়ির সামনে গতকাল রাত ২টো নাগাদ বোমাবাজি হয়। সকালে ঘটনাস্থলে যান তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। পঞ্চায়েত ভোটের আগে বোমাবাজির ঘটনায় বিরোধীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মাথাভাঙায় তৃণমূলের ঘরোয়া বিবাদের কথা সবাই জানে, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।


 

WB Live News Updates: দেউচা-পাঁচামিতে খনি প্রকল্পে জমি অধিগ্রহণের বিরোধিতায় রাজভবন অভিযান

দেউচা-পাঁচামিতে খনি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছে আদিবাসী অধিকার মহাসভা। গতকাল মহম্মদবাজার থেকে শুরু হয়ে সিউড়ি পৌঁছেছে মিছিল। আজ বিকেল ৪টে নাগাদ বোলপুর থেকে ফের পদযাত্রা শুরু হবে। বর্ধমান ও উত্তর ২৪ পরগনার অশোকনগর হয়ে শুক্রবার আদিবাসী অধিকার মহাসভার মিছিল পৌঁছবে কলকাতায়। জল-জমি-জঙ্গলের অধিকার সুরক্ষিত করার দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা রয়েছে আদিবাসী সংগঠনের প্রতিনিধিদের। 


 

WB Live News: নিউ জলপাইগুড়ি ও আমবাড়ি স্টেশনের মাঝে চলন্ত ট্রেনে চলল গুলি

নিউ জলপাইগুড়ি স্টেশন ও আমবাড়ি স্টেশনের মাঝে চলন্ত ট্রেনে চলল গুলি। মৃত্যু হল এক যাত্রীর। খুনের আশঙ্কা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ দিল্লিগামী কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেস এনজেপি স্টেশনে ঢোকার মুখে অসংরক্ষিত কামরায় গুলি চলে। যাত্রীদের দাবি, পরপর ৩ রাউন্ড গুলি চলার পর দেখা যায় এক যাত্রী লুটিয়ে পড়ে রয়েছেন। তাঁর পাশে একটি আগ্নেয়াস্ত্র পড়ে রয়েছে। ট্রেন ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই রেল পুলিশ গিয়ে কামরা থেকে ওই যাত্রীর মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃতের পায়ে ও তলপেটে গুলি লাগে। মৃত সঞ্জয় সিং পারমার মধ্যপ্রদেশের বাসিন্দা ও প্রাক্তন সেনা কর্মী বলে পুলিশ জানিয়েছে। খুন নাকি, আত্মহত্যা, খতিয়ে দেখা হচ্ছে। 

DA protests: সুপ্রিম কোর্টে আজ DA-মামলার শুনানি, রাজধানীর যন্তর মন্তরে চলছে ধর্না

একদিকে, সুপ্রিম কোর্টে আজ DA-মামলার শুনানি, আরেক দিকে কলকাতা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, রাজধানীর যন্তর মন্তরে চলছে DA-ধর্না। কেন্দ্রীয় সরকারের হারে বকেয়া DA-এ ছাড়াও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং স্বচ্ছভাবে
শূন্যপদে নিয়োগের দাবিতে সরব হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থ ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়ারও কর্মসূচি রয়েছে DA-আন্দোলনকারীদের। পাশাপাশি, শহিদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না-অবস্থান আজ ৭৫ দিনে পা দিল। এদিকে, ধর্না-অবস্থান সরিয়ে দেওয়ার আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সেনা বাহিনী। শুক্রবার এই মামলার শুনানি রয়েছে। 


 

WB Weather Updates: তাপপ্রবাহের আশঙ্কা, আরও বাড়বে দহনজ্বালা

চৈত্রের শেষবেলায় আরও বাড়বে দহনজ্বালা। গোটা দেশেই বাড়বে গরম। বাংলায় চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত বৃৃৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৬-৭টি জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। লু বইবারও আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি বেড়ে কলকাতায় ৪০ ছাড়াতে পারে তাপমাত্রা। শুক্র-শনিবারে শহরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গেও পারদ চড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহবিদরা।

Fuel Price: কলকাতায় আজ জ্বালানির দাম অপরিবর্তিত

কলকাতায় আজ জ্বালানির দাম অপরিবর্তিত। পেট্রোল লিটার প্রতি ১০৬.০৩ টাকা। ৯২.৭৬ টাকা দাম পড়ছে লিটার প্রতি ডিজেলের।

WB Live News Updates: বর্ধিত পার্কিং ফি প্রত্য়াহারেও তৃণমূলে নতুন বনাম পুরনো দ্বন্দ্ব!

তৃণমূলে নতুন বনাম পুরনো দ্বন্দ্বের জল্পনা নতুন নয়। কলকাতা পুরসভার বর্ধিত পার্কিং ফি প্রত্য়াহার ঘিরে বিতর্কের নেপথ্য়েও কি সেই দ্বন্দ্বের ছায়া রয়েছে? জল্পনা জোরাল হয়েছে তৃণমূল বিধায়ক তাপস রায়ের মন্তব্য়ে। এই প্রসঙ্গে তাঁর মুখে শোনা গেছে নতুন প্রজন্মকে জায়গা করে দেওয়ার কথা।

WB Live News: বর্ধিত পার্কিং ফি প্রত্য়াহার বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়

কলকাতা পুরসভার বর্ধিত পার্কিং ফি প্রত্য়াহার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। রাহুল গান্ধী যেভাবে মনমোহন সিংয়ের আনা অর্ডিন্য়ান্স ছিঁড়ে ফেলার কথা বলেছিলেন, সেই উদাহরণও টেনেছেন তিনি। কিন্তু, এখন সৌগত রায়ের চোখে মনমোহন বা রাহুল কে? সেই প্রশ্ন তুলছেন অনেকে।

প্রেক্ষাপট

১। গোয়া, ত্রিপুরায় ভরাডুবি (TMC)। জাতীয় দলের তকমা গেল তৃণমূলের। জাতীয় দলের (National Party Status) মর্যাদা হারাল সিপিআই (CPI), এনসিপি-ও (NCP)। দিল্লির পরে পঞ্জাবে সরকার গড়ে তালিকায় এল আপ (AAP)।


২। নামের সামনে থেকে কবে সর্বভারতীয় শব্দ সরাবে তৃণমূল? এআইটিসি-কে ট্যাগ করে ট্যুইট শুভেনদুর (Suvendu Adhikari)। এখন সরকারের পতনের অপেক্ষা, খোঁচা সুকান্তর। আইনগতভাবে নির্বাচন কমিশনকে জবাব দেবে তৃণমূল।


৩। তৃণমূলের সঙ্গে জাতীয় দলের মর্যাদা হারাল সিপিআই, এনসিপি-ও। দেশ থেকে মুছে যাবে বামেরা। কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির।


৩। পার্কিং ফি বৃদ্ধি নিয়ে বিতর্কের আবহে এবিপি আনন্দে মুখ খুললেন মেয়র। বললেন, "ইন্ডিভিজুয়াল লোক কি বলল কিছু এসে যায় না।"


৪। মনমোহনের অর্ডিন্যান্স ছিঁড়েছিলেন রাহুল গাঁধী। পার্কিং ফি নিয়ে বিতর্কের মধ্যেই নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

৫। রামনবমীর মিছিলে অশান্তি নিয়ে ফের বিজেপিকে নিশানা মমতার (Mamata Banerjee)। বললেন, "মুঙ্গের বাহিনী অস্ত্র নিয়ে এসেছিল। পুলিশ ট্যাক্টফুলি খেলেছে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।"


৬। সাগরদিঘির হার মানতে পারেনি তৃণমূল। রামনবমীর অশান্তিতে শাসকদলকে কাঠগড়ায় তুলে অভিযোগ শুভেন্দুর। 

৭। রামনবমীর মিছিলে অশান্তি-তদন্তে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত প্রয়োজন, শুভেনদুর জনস্বার্থ মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। আমরা তৈরি, জানাল এনআইএ।


৮। বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধার, অশান্তি মানুষকে উদ্বিগ্ন করে, মন্তব্য আদালতের। আগের নির্দেশ কেন কার্যকর হয়নি? পুলিশের অদক্ষতা? গোয়েন্দা ব্যর্থতা? রাজ্যকে প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।


৯। ২০১৮-র পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি নয়। পঞ্চায়েত ভোট করাতে হবে শান্তিতে। গা জোয়ারি নয়। বিরোধীদের ১০০% মনোনয়ন, প্রয়োজনে নেতা পাঠিয়ে ব্যবস্থা। জেলার নেতাদের বার্তা অভিষেকের।


১০। এবার পঞ্চায়েত ভোট নিয়ে ভবিষ্যদ্বাণী শুভেন্দুর। পাল্টা তারিখ কটাক্ষ কুণালের। বললেন, "পঞ্চায়েত ভোট ঘোষণা হবে ২ মে।"

১১। পঞ্চায়েতের আগেই বিজেপির নজরে ২০২৪। বাংলা বছরের শেষ দিনে বাংলায় পা অমিত শাহর। কেষ্টহীন বীরভূমে সভা করবেন চৈত্র সংক্রান্তিতে। শুভেন্দু বললেন, "বাংলাকে ঠান্ডা করতে আসছেন আয়রন ম্যান।"
চৈত্র সংক্রান্তিতে রাজ্যে শাহ

১২। ব্যালেনোর ইউ টার্ন। ফরচুনারে থাকা রাজুকে ঘিরে ধরে গুলিবৃষ্টি। ঝাঁঝরা কয়লা মাফিয়া। প্রকাশ্যে হামলার মুহূর্তের ফুটেজ। ১০দিন পরেও অধরা দুষ্কৃতীরা।

১৩। চলন্ত ট্রেনে চলল গুলি। এনজেপি ঢোকার মুখে কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেসে মৃত্যু যাত্রীর। পাশেই মিলল আগ্নেয়াস্ত্র। ঘটনা ঘিরে ঘনীভূত রহস্য, তদন্তে পুলিশ।


১৪। কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রকে প্রথমবার হেফাজতে পেল সিবিআই। সুপ্রিম কোর্টে মঞ্জুর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আবেদন। ৪ দিন হেফাজতের নির্দেশ।

১৫। শহিদ মিনার থেকে দিল্লির দরবারে ডিএ আন্দোলন। যন্তর মন্তরে দু'দিনের ধর্না। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থ ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেওয়ারও কর্মসূচি।

১৬। রাজ্যের নতুন মুখ্য তথ্য কমিশনার প্রাক্তন ডিজিপি বীরেন্দ্র। রাজ্যপালের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক, ট্যুইট শুভেন্দুর। রাজনৈতিক উদ্দেশ্য সফল হচ্ছে না বলেই প্রতিবাদ, পাল্টা কুণাল।

১৭। ১২ কোটি নয়, বিভিন্ন পুরসভায় নিয়োগ পাইয়ে দেওয়ার নামে ৪০ কোটি টাকা তুলেছে অয়ন শীল। ৭৫ থেকে ৮০% যেত প্রভাবশালীদের পকেটে। জেরায় মিলেছে তথ্য, দাবি ইডি-র।

১৮। নিয়োগ-দুর্নীতির তদন্তে গতি আনতে এবার স্পেশাল সেভেন। বিশেষ টাস্ক ফোর্স গঠন সিবিআইয়ের। আনা হল আরও ৭ অফিসারকে। ২ মাসের জন্য পাঠানো হল অ্যান্টি করাপশন ব্রাঞ্চে।


১৯। কলকাতা পুরসভার নিয়োগেও দুর্নীতি। অভিযোগ সজল ঘোষের। সিবিআই তদন্তের দাবি বিজেপি কাউন্সিলরের। পরীক্ষা দিয়েই চাকরি, অভিযোগ উড়িয়ে দাবি মেয়রের।


২০। নবান্ন থেকে ১০ কোটি টাকা ব্যয়ে ৩৫টি অত্যাধুনিক অ্যামবুল্যান্সের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের উন্নয়নে আরও ১ কোটি। সাংসদ তহবিল থেকে জেলায় জেলায় ৮৫টি কমিউনিটি সেন্টার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.