West Bengal News Live: ভারত জাকাত মাঝি পারগনা মহলের ডাকে এবার মেদিনীপুর, ঝাড়গ্রামে জেলা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ

West Bengal news live updates : জেনে নিন সব জেলার গুরুত্বপূর্ণ খবর এক ক্লিকে

ABP Ananda Last Updated: 17 Apr 2023 11:04 PM
West Bengal News Live Update: শনিবার থেকে তীব্র তাপদাহের জ্বালা খানিকটা কমতে পারে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

শনিবার থেকে তীব্র তাপদাহের জ্বালা খানিকটা কমতে পারে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তবে তার আগে পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ চলবে। সোমবার ২০ টি জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পেরোল। বাঁকুড়ায় তাপমাত্রা পৌঁছল ৪৩.৭ ডিগ্রিতে। 

WB News Live: ভারত জাকাত মাঝি পারগনা মহলের ডাকে এবার মেদিনীপুর, ঝাড়গ্রামে জেলা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ

ভারত জাকাত মাঝি পারগনা মহলের ডাকে এবার মেদিনীপুর, ঝাড়গ্রামে জেলা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ। অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচির ডাক। সাঁওতালি শিক্ষার জন্য বোর্ড গঠন-সহ ৯ দফা দাবিতে আন্দোলন। দণ্ডিকাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ। ঝাড়গ্রামে অফিসের ভিতরে জেলা শাসক, বাইরে তালা লাগিয়ে বিক্ষোভ। 

West Bengal News Live Update: 'দুর্নীতি' রুখতে অবশেষে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন

'দুর্নীতি' রুখতে অবশেষে স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তিতে ছাড়পত্র দিল মন্ত্রিসভা। স্নাতকস্তরে কলেজে ভর্তিতে রাজ্যে একটাই পোর্টাল। যে কোনও কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনলাইনে করা যাবে আবেদন। সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। 

WB News Live: ওন্দার সভা থেকে কয়লাপাচারে যুক্ত থাকার অভিযোগে শুভেন্দুর নিশানায় তৃণমূল বিধায়ক

ওন্দার সভা থেকে কয়লাপাচারে যুক্ত থাকার অভিযোগে শুভেন্দুর নিশানায় তৃণমূল বিধায়ক। তালডাংরার তৃণমূল বিধায়কের নাম করে তীব্র আক্রমণে শুভেন্দু। ভাবছেন হুগলি, মুর্শিদাবাদ, দঃ ২৪ পরগনার চোরের নাম বেরোচ্ছে। 

West Bengal News Live Update: ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল ট্রাক

ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে জ্বলে উঠল ট্রাক। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১টি ইঞ্জিন। দুর্ঘটনায় আহত ১।

WB News Live: শুধু নিয়োগ দুর্নীতি নয়, এবার গরুপাচারেও নাম জড়াল জীবনকৃষ্ণর

শুধু নিয়োগ দুর্নীতি নয়, এবার গরুপাচারেও নাম জড়াল জীবনকৃষ্ণর। গরুপাচার তদন্তে জীবনকৃষ্ণের বিরুদ্ধে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, দাবি সিবিআইয়ের। 'অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন জীবনকৃষ্ণ। কেষ্টর হাত ধরেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি', গরুপাচারে কী ভূমিকা অনুব্রত-ঘনিষ্ঠ জীবনকৃষ্ণ, খতিয়ে দেখছে সিবিআই। খবর সূত্রের।

West Bengal News Live Update: নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বিজেপিকে আক্রমণ, পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর

নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বিজেপিকে আক্রমণ, পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর। তথ্য প্রমাণ দিতে না পারলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সুকান্তর। 

WB News Live: পার্থ-মানিক-জীবনকৃষ্ণের পর সিবিআই নজরে আরও এক তৃণমূল বিধায়ক

পার্থ-মানিক-জীবনকৃষ্ণের পর সিবিআই নজরে আরও এক তৃণমূল বিধায়ক। তৃণমূলের আরও এক বিধায়কের বিরুদ্ধে তদন্ত করতে চায় সিবিআই। 

West Bengal News Live Update: তৃণমূলের প্রাক্তন-বর্তমান বিধায়ক, সাংসদের নাম জড়িয়ে আক্রমণে শুভেন্দু

'চাকরি চুরি, প্রাক্তন-বর্তমান বিধায়ক মিলিয়ে ১০০ তৃণমূল নেতা যুক্ত। পার্থ-মানিক-জীবনকৃষ্ণ মিলিয়ে ৩ তৃণমূল বিধায়ক গ্রেফতার, দীর্ঘ হবে তালিকা। তালিকা ক্রমশ দীর্ঘ হবে, তিহাড় জেলে সংখ্যাগরিষ্ট হবে তৃণমূল', তৃণমূলের প্রাক্তন-বর্তমান বিধায়ক, সাংসদের নাম জড়িয়ে আক্রমণে শুভেন্দু। 

WB News Live: বাঁকুড়ার ওন্দায় অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর

'অভিষেক বলেছিলেন, বিজেপিকে ভোট দিয়ে পাপ করেছে বাঁকুড়ার মানুষ। অহঙ্কারে বাঁকুড়াবাসীকে অপমান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার মানুষ কষ্ট করে বাঁচেন, কয়লাপাচারকারী নয়। তৃণমূলকে ভোট দিয়ে পাপ, প্রায়শ্চিত্ত করতে হবে পদ্মফুলে ভোট দিয়ে।'

West Bengal News Live Update: বাঁকুড়ার ওন্দায় অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর

বাঁকুড়ার ওন্দায় অভিষেকের পাল্টা সভা শুভেন্দুর। 'রাতে ঘুমোতে পারছে না, তিহাড় যাওয়ার লাইন পড়ে গেছে। নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের ৩জন বিধায়ক জেলে। বাঁকুড়ার এসে অভিষেক বলেছিলেন, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।'

WB News Live: 'এটা গেমপ্ল্যান', আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

'এটা গেমপ্ল্যান, যত বেশি বিধায়ককে জড়িয়ে দিয়ে তাঁরা যাতে বিধানসভায় না আসতে পারে। আমাদের সংখ্যাটা কমিয়ে দিতে পারে, বাদবাকিটা কিনতে পারে, এসব প্ল্যান করছে। কিন্তু যেহেতু আমাদের সংখ্যাটা অনেক বেশি, বিজেপিরও সাতজন আমাদের সঙ্গে আছে, সেইজন্য কিছু করতে পারছে না' আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live Update: 'কার ইশারায় আমাদের লোকেদের রোজ এজেন্সি হেনস্থা করছে?'

'কার ইশারায় আমাদের লোকেদের রোজ এজেন্সি হেনস্থা করছে? বাংলায় যার ইশারায় অমিত শাহ চলছেন, সেই সবথেকে বড় ডাকাত। শিক্ষাক্ষেত্রে কোনও দুর্নীতি হয়ে থাকলে, তিনিই প্রথমে করেছেন', নাম না করে করে কাকে ইশারা মুখ্যমন্ত্রীর?

WB News Live: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেই সিবিআই নোটিস, আক্রমণে অভিষেক

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরেই সিবিআই নোটিস, আক্রমণে অভিষেক। টার্গেট করে হেনস্থার মরিয়া চেষ্টা, ট্যুইটে বিজেপিকে নিশানা অভিষেকের। 'বিজেপির জন্যই আদালত অবমাননা করছে ইডি-সিবিআই। ভয়ঙ্কর অবস্থা', ট্যুইটে নোটিসের ছবি দিয়ে আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

West Bengal News Live Update: বাংলা থেকে লোকসভায় শাহের টার্গেট ৩৫, চক্রান্তের অভিযোগে পদত্যাগের দাবি মমতার

বাংলা থেকে লোকসভায় শাহের টার্গেট ৩৫, চক্রান্তের অভিযোগে পদত্যাগের দাবি মমতার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি মুখ্যমন্ত্রীর। 

WB News Live: নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহার পাশে নেই পরিবার

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা। তৃণমূল বিধায়কের পাশে নেই পরিবার। ভয় দেখাত ছেলে। মারধর করত।এবিপি আনন্দে অকপট জীবনকৃষ্ণর বাবা। আমরা লজ্জিত, গ্রেফতারির পর প্রতিক্রিয়া বিধায়কের মা-বোনের। 

West Bengal News Live Update: সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশের মধ্যেই অভিষেককে সিবিআইয়ের নোটিস

সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশের মধ্যেই অভিষেককে সিবিআইয়ের নোটিস। কাল সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ সিবিআইয়ের। সকাল ১০.৩০টায় জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ, দুপুর ১.৪৫-এ সিবিআইয়ের নোটিস।

WB News Live: প্রায় ৬৬ ঘণ্টা পর অবশেষে উদ্ধার জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল ফোন

প্রায় ৬৬ ঘণ্টা পর অবশেষে উদ্ধার জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল ফোন। শুক্রবার বিকেলে পুকুরে দুটি মোবাইল ফোনই ফেলে দিয়েছিলেন শাসক বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বড়ঞার তৃণমূল বিধায়কের একটি ফোন উদ্ধার হয় রবিবার সকালে। ৬৬ ঘণ্টা পরে উদ্ধার হল দ্বিতীয় ফোনটি।  সিবিআইয়ের তল্লাশি অভিযানে বিধায়কের বাড়ির অদূরে ঝোপ থেকে উদ্ধার হয়েছে ৫টি ব্যাগ। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, এই ব্যাগগুলিতে নিয়োগ সংক্রান্ত প্রচুর নথি মিলেছে। ভোরবেলা জীবনকৃষ্ণকে গ্রেফতারের পর, কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে সিবিআই। আজই বড়ঞার তৃণমূল বিধায়ককে তোলা হবে আলিপুর আদালতে। 

West Bengal News Live Update: গরুপাচারেও নাম জড়াল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণর

শুধু নিয়োগ দুর্নীতি নয়, এবার গরুপাচারেও নাম জড়াল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। সিবিআইয়ের দাবি, গরুপাচার তদন্তে জীবনকৃষ্ণের বিরুদ্ধে তথ্য সংগ্রহের কাজ আগেই শুরু হয়েছে। অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন জীবনকৃষ্ণ। কেষ্টর হাত ধরেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। অনুব্রতর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে গরুপাচারে জীবনকৃষ্ণের ভূমিকা কী ছিল, খতিয়ে দেখতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা।  

WB News Live: লোডশেডিং-এর স্মৃতির প্রতিবাদে স্থানীয় কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ

একে গরমে গলদঘর্ম পরিস্থিতি, তার মধ্যে লোডশেডিং। প্রতিবাদে স্থানীয় কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের যোধপুর পার্কের গোবিন্দপুর ও দাসনগরের বাসিন্দারা। অভিযোগ, শনিবার সকাল ১১টা থেকে দুই এলাকায় বিদ্যুৎ নেই। শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য পাখা ঘুরলেও, রাতে আবার বিদ্যুৎ চলে যায়। গতকাল সকালে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ থাকলেও, বিকেলে ফের বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে, রাতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা। কাউন্সিলরের দাবি, CESC জানিয়েছে, গরমে প্রায় প্রত্যেক বাড়িতে এসি চলার কারণে ট্রান্সফর্মারের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। তাই এই বিপত্তি। 

West Bengal News Live Update: পার্থ, মানিক বা জীবনকৃষ্ণ শুধু নন, নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির নজরে রাজ্যের আরও বিধায়ক

পার্থ, মানিক বা জীবনকৃষ্ণ শুধু নন, নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির নজরে রাজ্যের আরও কয়েকজন বিধায়ক। সিবিআই ও ইডি-র দাবি, ইতিমধ্যেই ৮-১০ জন বিধায়কের নাম উঠে এসেছে। বিভিন্ন জেলার এই বিধায়করা নিজেদের প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। কেউ নিজের লেটার প্যাডে চাকরির সুপারিশ করেছেন। কেউ আবার চাকরিপ্রার্থীদের তালিকা পাঠিয়েছেন। এই চাকরি-বিক্রি চক্রে আরও কোনও বিধায়ক আছেন কি না, তা জানতে জীবনকৃষ্ণ সাহাকে জেরা করতে চায় সিবিআই। প্রয়োজনে বিভিন্ন ব্যক্তির ও সন্দেহভাজনদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বড়ঞার তৃণমূল বিধায়ককে। 

WB News Live: নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়কের গ্রেফতারের ঘটনায় তৃণমূলকে নিশানা শুভেন্দুর

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়কের গ্রেফতারের ঘটনায় তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ট্যুইট, পশ্চিমবঙ্গে শাসকদল সর্বোচ্চ দরে রাজ্য সরকারি চাকরি বিক্রির জন্য সমান্তরালভাবে নিজস্ব তোলা-মূল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করেছে। গত দেড়বছরে তদন্তে এটা প্রমাণিত যে, তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা মিডলম্যান হিসেবে কাজ করেছেন। এরপর শুভেন্দু ফের ট্যুইট করেন, যেমনভাবে রাজ্য সরকারের চাকরি-দুর্নীতি কেলেঙ্কারিতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার ভূমিকা স্ক্যানারে, ঠিক তেমনভাবেই এই চক্রের শিকড় খুঁজতে তৃণমূলের মন্ত্রী, বিধায়ক-সাংসদদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।

West Bengal News Live Update: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে ২৪ এপ্রিল। এর আগে কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তলকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়।সিবিআই ও ইডি-র দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। অভিষেকের ২৯ মার্চের সভায় রাখা বক্তব্যের সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে বলেও জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ পিটিশন বহির্ভূত।

WB News Live: ঘরের মধ্যে ঢুকে ঘুমন্ত যুবককে গুলি করার অভিযোগ

বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। ঘরের মধ্যে ঢুকে ঘুমন্ত যুবককে গুলি করার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। বছর আঠাশের জাহির লস্করের বুকের ডান দিকের পাঁজরে গুলি লাগে।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতায় এনে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, জাহিরের সঙ্গে তাঁর দূর সম্পর্কের আত্মীয় আলাউদ্দিন লস্করের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। তার জেরে আলাউদ্দিন খুনের হুমকিও দেয় বলে অভিযোগ। মৃতের পরিবার সূত্রে খবর, জাহির ও আলাউদ্দিন দু’জনেই কেরলে শ্রমিকের কাজ করতেন। কিছুদিন আগে তাঁরা বাড়ি ফেরেন। খুনের পর থেকে পলাতক অভিযুক্ত। 

West Bengal News Live Update: বিধায়কের গ্রেফতারির পর ট্যুইটে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্তর

সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তিনি SSC-র মেধাবী চাকরিপ্রার্থীদের ভবিষ্যত নিয়ে দুর্নীতি করেছেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের দুটি মোবাইল ফোন ছুড়ে পুকুরে ফেলে দিয়েছেন। তিনি কাকে আড়াল করতে চাইছেন? ভাইপো? বড়ঞার বিধায়কের গ্রেফতারির পর ট্যুইটে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

WB News Live: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আদিবাসী মহিলাদের দণ্ডি-কাণ্ডের প্রতিবাদ

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আদিবাসী মহিলাদের দণ্ডি-কাণ্ডের প্রতিবাদ, আদিবাসী বিরোধী কর্মকান্ডের বিরোধিতা এবং আদিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষা-সহ ৫ দফা দাবিতে আজ ১২ ঘণ্টার বাংলা বন‍্ধের ডাক দিয়েছে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। সকাল ৬টা থেকে বন্‍ধ শুরু হয়েছে। প্রভাব পড়েছে দুই দিনাজপুর ও জঙ্গলমহলে।

West Bengal News Live Update: মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় শ্যুটআউট

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়কের গ্রেফতার নিয়ে উত্তেজনার মধ্যেই মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় শ্যুটআউট। মাছ ধরাকে কেন্দ্র করে বচসার জেরে গুলি করে, কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। গুরুতর জখম আরও ৫ জন।এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, গতকাল রাতে সাগরপাড়ার খয়রামারি বিলে মাছ ধরেছিলেন মৃতের ছেলে। অভিযুক্তরা ওই বিলে মাছ চাষ করেছিলেন। অভিযোগ, এই নিয়ে বচসার জেরেই আজ ভোর সাড়ে ৪টে নাগাদ বন্দুক, ধারাল অস্ত্র নিয়ে ওই পরিবারের ওপর চড়াও হন তাঁরা। গুলি করে, কুপিয়ে খুন করা হয় বছর ঊনষাটের ছুন্নত শেখকে। অভিযুক্তদের খোঁজ চলছে।

WB News Live: শনিবার রাতে দফায় দফায় উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়

শনিবার রাতে দফায় দফায় উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনেই সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী। মারধরে জখম হন বেশ কয়েকজন। ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। 

West Bengal News Live Update: পঞ্চায়েতের আগে দলত্যাগের হিড়িক

পঞ্চায়েতের আগে দলত্যাগের হিড়িক। কোচবিহারে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিলেন প্রায় ৪০০ জন। এর ঠিক উল্টো ছবি উত্তর ২৪ পরগনার শাসনে। সেখানে সিপিএম ছেড়ে শয়ে শয়ে কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে।

WB News Live: কলকাতা থেকে বিহারের গ্যাংস্টারকে গ্রেফতার করল বিহার এসটিএফ

কলকাতা থেকে বিহারের গ্যাংস্টারকে গ্রেফতার করল বিহার এসটিএফ। ধৃতের বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, গত একবছর ধরে গা ঢাকা দিয়ে তপসিয়ায় লুকিয়ে ছিলেন বিহারের গ্যাংস্টার রোহিত যাদব। ফ্ল্যাট কিনে স্ত্রী, মেয়েকে নিয়ে রীতিমতো সংসার পেতে বসেছিলেন। সব কিছু জেনে হতবাক প্রতিবেশীরা। 

West Bengal News Live Update: গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

সিবিআইয়ের হাতে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার আরও এক তৃণমূল বিধায়ক। তদন্তে অসহযোগিতার অভিযোগ জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে। শুক্রবার বেলা ১২.৩০ থেকে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার বড়ঞার বিধায়ক। পুকুরে জোড়া ফোন ফেলে দিয়েও হল না শেষরক্ষা। পুকুর থেকে উদ্ধার হয় একটি ফোন। ৫টি ব্যাগ থেকে উদ্ধার একাধিক নথি নিয়োগ সংক্রান্ত নথি: সিবিআই সূত্র। রাত ২.৩৫: বড়ঞায় পৌঁছন সিবিআইয়ের উচ্চ পদস্থ অফিসারেরা। ভোর ৫.১৫: জীবনকৃষ্ণের আন্দির বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা। পার্থ, মানিকের পর এবার গ্রেফতার তৃণমূলের আরও এক বিধায়ক। জুলাই ২০২২: ইডির হাতে  গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অক্টোবর ২০২২: ইডির হাতে গ্রেফতার মানিক ভট্টাচার্য । নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক বিধায়ক গ্রেফতার ।  আজই তাকে পেশ করা হবে আলিপুর আদালতে 


 


 

প্রেক্ষাপট

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) এবার গ্রেফতার বড়ঞার তৃণমূল (TMC) বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)।


পুকুরে মোবাইল ফেলে হল না শেষরক্ষা। প্রায় ৩দিন টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। 


নিয়োগ দুর্নীতির তথ্য পেতে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের (CBI)। ৩৮ ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার একটি ফোন, দ্বিতীয় ফোনের খোঁজে আনা হল জেসিবি (JCB)।


জীবনকৃষ্ণ সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলার পুনর্নির্মাণ। পুকুর থেকে উদ্ধার হলেও মোবাইলের তথ্য পাওয়া সম্ভব, মত বিশেষজ্ঞদের।


অপরাধ বোধ থেকেই পুকুরে ফোন ফেলেছিলেন বিধায়ক, কটাক্ষ কংগ্রেস-সিপিএমের (Congress-CPM)। অ্যাথলিটদের মতো তৎপর, কটাক্ষ শমীকের। বাংলায় কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দেওয়া হয় না, পাল্টা ফিরহাদ (Firhad Hakim)।


সিউড়িতে অমিত শাহের পাল্টা সভা তৃণমূলের। 


পঞ্চায়েত ভোটের আগে তিহাড়ে বন্দি অনুব্রতর ওপরেই আস্থা তৃণমূল কংগ্রেসের। 


যোগীরাজ্যে পুলিশের সামনেই ফিল্মি কায়দায় গ্যাংস্টার খুন। উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, ট্যুইট মমতার। পশ্চিমবঙ্গের অবনতি নজরে পড়ে না, পাল্টা শুভেন্দু।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.