West Bengal News Live: ফাল্গুনী বাজারের পিছনে ঝুপড়িতে ভয়াবহ আগুন

West Bengal news live updates : সব জেলার খবর এক ক্লিকে

ABP Ananda Last Updated: 23 Apr 2023 11:41 PM
WB News Live: রাজ্যে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন আসতেই শুরু সংঘাত

কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্যে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন আসতেই শুরু সংঘাত। একের পর এক টুইট করে এনসিপিসিআরের বিরুদ্ধে খড়গহস্ত রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর। কালিয়াগ়ঞ্জে গেল জাতীয় তফশিলি কমিশনও। 

WB News Live Updates:বাম আমলে ভরাট হওয়া একটি পুকুর পুনরুদ্ধার করলেন স্থানীয় তূণমূল কাউন্সিলর

দক্ষিণ দমদম পুরসভার বেদিয়াপাড়ায় বাম আমলে ভরাট হওয়া একটি পুকুর পুনরুদ্ধার করলেন স্থানীয় তূণমূল কাউন্সিলর। যা নিয়ে তৃণমূল কাউন্সিলরকে কটাক্ষ করেছে বামেরা। অন্যদিকে, কেষ্টপুরের মাঝেরপাড়ায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল বিজেপি। অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এলাকার প্রাক্তন কাউন্সিলর।  

WB News Live: গোপন ব্যালটে মতামত নিয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করতে কমিটি গড়ল তৃণমূল কংগ্রেস

গোপন ব্যালটে মতামত নিয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করতে কমিটি গড়ল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে রাজ্য ও জেলাওয়াড়ি কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়। ২২ জনের রাজ্য নির্বাচন কমিটি ও ৬ থেকে ১০ জনের ৮টি জোনাল কমিটি গঠন করা হয়েছে। রাজ্যস্তরের কমিটিতে রয়েছেন সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মানস ভুঁইয়া, জ্যোতিপ্রিয় মল্লিক, মালা রায়, শান্তনু সেন প্রমুখ। জোনাল কমিটিগুলিতে রয়েছেন দলের জেলার নেতারা। অবাধ মতামত গ্রহণ ও সুষ্ঠুভাবে মতামত নেওয়ার প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকবে এই কমিটি। পঞ্চায়েত ভোটে দলের প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটে ভোটের ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

WB News Live Updates: নিমেষে লেলিহান শিখার গ্রাসে চলে যায় একের পর এক ঝুপড়ি

নিমেষে লেলিহান শিখার গ্রাসে চলে যায় একের পর এক ঝুপড়ি। 

WB News Live: মঙ্গলবার থেকে টানা ২ মাস জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

পাখির চোখ পঞ্চায়েত ভোট। মঙ্গলবার থেকে টানা ২ মাস জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  কাল কোচবিহারে যাচ্ছেন তিনি। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকেই গ্রামবাংলা সফর শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

WB News Live Updates: পঁচিশে বৈশাখ ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

পঁচিশে বৈশাখ ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে জোড়াসাঁকো, বিকেলে সায়েন্স সিটিতে আমাদের রবীন্দ্রনাথ শীর্ষক সাংস্কৃতিক 
অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিষয়টি নিয়ে বিজেপি-কে খোঁচা দিতে ছাড়ছে না তৃণমূল। কটাক্ষ করছে বাম-কংগ্রেসও। বিজেপির পাল্টা দাবি, শাহের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে ভোট-রাজনীতির যোগসূত্র নেই।

WB News Live: ২ ঘণ্টা পরেও আসেনি নিয়ন্ত্রণে, বিদ্যুৎবিচ্ছিন্ন করা হল গোটা এলাকা

২ ঘণ্টা পরেও আসেনি নিয়ন্ত্রণে
বিদ্যুৎবিচ্ছিন্ন করা হল গোটা এলাকা

WB News Live Updates: সল্টলেকে আগুনের গ্রাসে শতাধিক ঝুপড়ি

সল্টলেকে আগুনের গ্রাসে শতাধিক ঝুপড়ি, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

WB News Live: ফাল্গুনী বাজারের পিছনে ঝুপড়িতে ভয়াবহ আগুন

সল্টলেকে ঝুপড়িতে বিধ্বংসী আগুন
ফাল্গুনী বাজারের পিছনে ঝুপড়িতে ভয়াবহ আগুন
ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
--

WB News Live Updates: ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের অংরাইল গ্রামে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ

ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের অংরাইল গ্রামে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ। গাইঘাটার বাসিন্দাদের অভিযোগ, মৎস্যজীবীরা গ্রামের মানুষের জমির মাটি কেটে নিচ্ছে। যদিও মৎস্যজীবীদের দাবি, নিয়ম মেনেই মাটি কাটা হচ্ছে। এবিষয়ে ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বলেন, যারা মাটি কাটছে, তাদের পাশে আছি। এখানে সংস্কারের কাজ চলছে। অন্যদিকে, গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির দাবি, অন্যের জমির মাটিকাটা হলে তা অন্যায়, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। বেআইনিভাবে মাটি কাটা বন্ধ করার দাবি তুলেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। চাপানউতোরের মধ্য়েই এখন মাটি কাটা বন্ধ রয়েছে।

WB News Live: দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিমানের সুর তাপস সাহার গলায়

শনিবারের পর রবিবার, ফের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিমানের সুর তাপস সাহার গলায়। 'দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সেরকম কোনও সহযোগিতা পাইনি। আমার বিপদের দিনে অন্যভাবে সহযোগিতা করতে না পারলেও, কথার মাধ্যমে সহযোগিতা করুক। কর্মী হয়েও আমি দলের জন্য যে দিই, অন্য কেউ দেন বলে মনে হয় না। কোন এমএলএ এইভাবে সময় দেয় না', দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ফের অভিমানের সুর তেহট্টর তৃণমূল বিধায়কের গলায়। 

WB News Live Updates: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মদ্যপানের অভিযোগ

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মদ্যপানের অভিযোগ। গতকাল মধ্যরাতে ফায়ার এগজিটের বারান্দায় দাঁড়িয়ে মদ্যপানের অভিযোগ। আর জি করের ২ ইনটার্নের বিরুদ্ধে অভিযোগ। সাসপেন্ড ও শোকজ করা হয়েছে ২ ইনটার্নকে।

WB News Live: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের মেখলিগঞ্জ

রাস্তার কাজ নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ির গোন্দাপাড়া। গুরুতর আহত ২ পক্ষের ৪ জন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মেখলিগঞ্জ থানার পুলিশ। দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় শাসকদলকে নিশানা করেছে বিজেপি। 

WB News Live Updates: ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি সেরে সিবিআই বেরোনোর পরই তাপস সাহার বাড়িতে ভুরিভোজ

১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি সেরে সিবিআই বেরোনোর পরই তাপস সাহার বাড়িতে ভুরিভোজ

WB News Live: আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়-নীতীশ কুমার বৈঠক

আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়-নীতীশ কুমার বৈঠক
সোমবার দুপুর ২টোয় নবান্নে দুই মুখ্যমন্ত্রীর বৈঠক
জাতীয় রাজনীতি ও বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনার সম্ভাবনা
বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক জোট চান মমতা বন্দ্যোপাধ্যায়

WB News Live Updates: তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়কের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটির লেনদেন

তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়কের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটির লেনদেন। আপ্ত সহায়ককে সামনে রেখে নিয়োগ দুর্নীতির চক্র তেহট্টের তৃণমূল বিধায়কের, অনুমান সিবিআইয়ের।

WB News Live: পুলিশে আস্থা নেই, সিবিআই চায় কালিয়াগঞ্জে মৃতার পরিবার

পুলিশে আস্থা নেই, সিবিআই চায় কালিয়াগঞ্জে মৃতার পরিবার

WB News Live Updates:নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ক্ষোভে ফুঁসছে কালিয়াগঞ্জ। একাংশে জারি ১৪৪ ধারা

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ক্ষোভে ফুঁসছে কালিয়াগঞ্জ। একাংশে জারি ১৪৪ ধারা। গেল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। মৃতের পরিবারের সঙ্গে কথা। পুলিশের ভূমিকায় প্রশ্ন। 

WB News Live:ফের পুলিশকে নিশানা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর

ফের পুলিশকে নিশানা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর
এবার থানা থেকে পুলিশকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি

WB News Live Updates: শনিবারের পর রবিবার, ফের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিমানের সুর তাপস সাহার গলায়

শনিবারের পর রবিবার, ফের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিমানের সুর তাপস সাহার গলায়

WB News Live: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে কালিয়াগঞ্জ

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে কালিয়াগঞ্জ

WB News Live Updates: পানীয় জলের সঙ্কটের প্রতিবাদে বিক্ষোভ, পানিহাটির ২৭ নম্বর ওয়ার্ডে তুলকালাম  

পানীয় জলের সঙ্কটের প্রতিবাদে বিক্ষোভ
পানিহাটির ২৭ নম্বর ওয়ার্ডে তুলকালাম  
কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ
ঘোলায় পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের
অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বিক্ষোভ হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ

WB News Live: টানা ২ মাস জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

পাখির চোখ পঞ্চায়েত ভোট। টানা ২ মাস জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকেই গ্রামবাংলা সফর শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামীকাল পৌঁছবেন কোচবিহারে।এই জনসংযোগ যাত্রায় দিনহাটা, মাথাভাঙা ও তুফানগঞ্জে দলীয় কর্মীদের সঙ্গে তাঁবুতে রাত কাটাবেন অভিষেক। তার জন্য শুরু হয়েছে প্রস্তুতি। তাঁবুতে রাখা হচ্ছে বড় বড় স্ট্যান্ড ফ্যান। রাতে একসঙ্গে বসে খাবার ব্যবস্থাও থাকছে। ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে অভিষেকের রোড শো ও জনসংযোগ যাত্রা। দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ ঘুরে ২৭ এপ্রিল রোড শো করে আলিপুরদুয়ার রওনা দেবেন অভিষেক। 

SSC Case: ইতি সরকারকে নিয়ে কুরুচিকর পোস্ট, গ্রেফতার বিজেপি নেতা

তাপস সাহা ঘনিষ্ঠ ইতি সরকারের উদ্দেশে সোশাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট। গ্রেফতার তেহট্টের বিজেপি নেতা রতন ভুঁইয়া। তৃণমূলের নেত্রী ইতির বাড়িতে সিবিআই তল্লাশির পরই তাঁর সম্পর্কে কুরুচিকর পোস্ট। থানায় অভিযোগের পরই গ্রেফতার বিজেপি নেতা।

Tapas Saha: ফের বিস্ফোরক তাপস সাহা, দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন

ফের বিস্ফোরক তাপস সাহা। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তেহট্টের তৃণমূল বিধায়ক। ‘সামনে পঞ্চায়েত ভোট সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। জেলা সভাপতি বা কোঅর্ডিনেটর, কেউই আসেন না। কারও কোনও হেলদোল নেই, এই সিস্টেমটা ভাল নয়। তবে তেহট্টে আমি দলের মুখরক্ষা করব’, বিস্ফোরক তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা।

WB News Live Updates: পানীয় জলের সঙ্কটের প্রতিবাদে বিক্ষোভ, পানিহাটির ২৭ নম্বর ওয়ার্ডে তুলকালাম

পানীয় জলের সঙ্কটের প্রতিবাদে বিক্ষোভ। পানিহাটির ২৭ নম্বর ওয়ার্ডে তুলকালাম। ঘোলায় পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভ হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ।

Abhishek Banerjee: পাখির চোখ পঞ্চায়েত ভোট, জনসংযোগ যাত্রা অভিষেকের, কালই কোচবিহারে

পাখির চোখ পঞ্চায়েত ভোট। টানা ২ মাস জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকেই গ্রামবাংলা সফর শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামীকাল পৌঁছবেন কোচবিহারে।এই জনসংযোগ যাত্রায় দিনহাটা, মাথাভাঙা ও তুফানগঞ্জে দলীয় কর্মীদের সঙ্গে তাঁবুতে রাত কাটাবেন অভিষেক। তার জন্য শুরু হয়েছে প্রস্তুতি।

SSC Case: বেআইনি ভাবে চাকরি দেননি, দাবি জীবনকৃষ্ণের

বেআইনিভাবে চাকরি দেননি। হাত নেড়ে দাবি করলেন বড়ঞার তৃণমূল জীবনকৃষ্ণ সাহা। এমনকি, তাঁর বাড়ির কাছের ঝোপ থেকে উদ্ধার হওয়া ব্যাগও তাঁর নয় বলে ঘাড় নেড়ে দাবি করলেন বিধায়ক। এদিন সকালে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহাকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। নিজাম প্যালেস থেকে হাসপাতালে আসা-যাওয়ার পথে, কার্যত চাকরি-কেলেঙ্কারির দায় এড়াতে চেষ্টা করেন তৃণমূল বড়ঞার তৃণমূল বিধায়ক। 

Panchayat Elections 2023: আইএসফ ও তৃণমূলের সংঘর্ষে রক্ত ঝরল উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়

এখনও দিন ঘোষণা হয়নি পঞ্চায়েত ভোটের। কিন্তু তার আগেই ঊর্ধ্বমুখী উত্তেজনার পারদ। জেলায় জেলায় ঘটছে সংঘর্ষ। শনিবার রাতে আইএসফ ও তৃণমূলের সংঘর্ষে রক্ত ঝরল উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়।

Rath Yatra 2023: হুগলির মাহেশে সূচনা চন্দন যাত্রার

পুরীতে আজ থেকে শুরু হয় জগন্নাথ দেবের রথ তৈরির কাজ। আর হুগলির মাহেশে সূচনা হয় চন্দন যাত্রার। ৪২ দিন ধরে চলবে জগন্নাথ দেবের মাথায় চন্দন লেপন। তারপর হবে স্নানযাত্রা।অর্থাৎ, অক্ষয় তৃতীয়ার দিন মাহেশে রথযাত্রার সূচনা হয়।

Kaliyaganj Updates: কালিয়াগঞ্জ নিয়েও সংঘাতে কেন্দ্র-রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন

জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সঙ্গে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সংঘাত নতুন নয়। সম্প্রতি রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির ঘটনাতেও চাপানউতোর শুরু হয়। তিলজলায় ৭ বছরের শিশুকন্যাকে খুনের ঘটনাকে কেন্দ্র করে তিলজলা থানায় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো-কে মারধরের অভিযোগ ওঠে। এরপর মালদার গাজোলেও ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে স্কুলের ভিতরে
যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে সংঘাতে জড়ান জাতীয় ও রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের দুই চেয়ারপার্সন। এবার কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করেও জারি রইল কেন্দ্র-রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সংঘাত।

WB News Live Updates: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে শিশুচুরির কিনারা করল পুলিশ

২ দিনের মাথায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার কিনারা করল পুলিশ। উত্তর দিনাজপুরের চোপড়ার বলরামপুর থেকে উদ্ধার করা হয় সদ্যোজাতকে। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় আটক করা হয়েছে এক মহিলা-সহ ৩ জনকে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিসি ক্যামেরার ফুটেজে পাশাপাশি, আশা কর্মীর কাছে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের স্কেচ আঁকায় পুলিশ। এরপর গতকাল রাতে চোপড়ায় হানা দেয় শিলিগুড়ি কমিশনারেটের বিশেষ দল। সেখান থেকে শিশুকে উদ্ধার করে ফের ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। অভিযোগ ওঠে, বৃহস্পতিবার আয়া সেজে সদ্যোজাতকে মায়ের হাত থেকে নিয়ে হাসপাতাল থেকে পালান এক মহিলা।   


 

WB News Live:হাওড়ার শ্যামপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী তিন বন্ধুর

হাওড়ার শ্যামপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল মোটরবাইক আরোহী তিন বন্ধুর। গতকাল রাত ২টো নাগাদ কালীপুজো 
দেখে বাড়ি ফিরছিলেন বছর ১৮-১৯-এর তিন তরুণ। 
শ্যামপুরের কলিয়া মোড়ের কাছে পিছন থেকে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয় তিনজনের। মৃত শান্তনু হাতি, বিজয় হাতি ও কুন্তল দাস শ্যামপুরের ধান্দালি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনজনের কারও হেলমেট ছিল না। ঘাতক গাড়ির চালকের খোঁজ চলছে। 


 

Tapas Saha: তাপস এবং প্রবীরের মধ্যে ২ কোটির লেনদেন! দাবি CBI সূত্রে

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সন্দেহের কারণ, প্রবীরের অ্যাকাউন্টে ২ মাসে ২ কোটিরও বেশি টাকার লেনদেন।

Kaliyaganj Updates: ক্ষোভে ফুঁসছে কালিয়াগঞ্জ, পৌঁছলেন জাতীয় শিশু অধিকার কমিশনের চেয়ারপার্সন

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে কালিয়াগঞ্জ। ৭ দিনের জন্য কালিয়াগঞ্জের একাংশে ১৪৪ ধারা জারি। কালিয়াগঞ্জে পৌঁছলেন জাতীয় শিশু অধিকার কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো।

Kaliyaganj News: কালিয়াগঞ্জের একাংশে ১৪৪ ধারা জারি করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে দু’দিন ধরে উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। কখনও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কখনও পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়েছে। পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এই পরিস্থিতিতে ৭ দিনের জন্য কালিয়াগঞ্জের একাংশে ১৪৪ ধারা জারি করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। আজই ঘটনাস্থলে যাওয়ার কথা জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিদলের। ১৪৪ ধারা জারি হওয়ায় কমিশনের সদস্যরা ঘটনাস্থলে যেতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার জানিয়েছেন, নিয়ম মেনে চারজন যেতে চাইলে, প্রশাসনের কোনও আপত্তি নেই।


 

WB Weather Updates: গুমোট গরমে খানিক স্বস্তি দিল বৃষ্টি, মঙ্গলবার পর্যন্ত থাকবে

চাতক পাখির মতো অপেক্ষায় ছিল রাজ্যবাসী। গুমোট গরমে খানিক স্বস্তি দিল বৃষ্টি। ভিজল কলকাতাও। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এমনই থাকবে আবহাওয়া। কাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ফলে অনেকটাই নেমেছে পারদ। উত্তরবঙ্গের সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।অন্যদিকে, মধ্য ভারতের বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। দুইয়ের প্রভাবেই রাজ্যে এই হাওয়া বদল। 

Kaliyaganj News: নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে দফায় দফায় বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানাল পুলিশ

নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনায় শনিবারও রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। দফায় দফায় বিক্ষোভ, অগ্নিসংযোগ, বাদ গেল না কিছুই! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করল পুলিশ। ছোড়া হল কাঁদানে গ্যাসের শেল। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, দাবি পুলিশ সুপারের। 

WB Weather Updates: দক্ষিণবঙ্গে আপাতত তাপপ্রবাহ ফেরার সম্ভাবনা নেই, বাড়তে পারে বৃষ্টি

দক্ষিণবঙ্গে আপাতত তাপপ্রবাহ ফেরার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।  উত্তরবঙ্গের সব জেলাতেই হতে পারে বৃষ্টি। 

WB News Live: কালিয়াগঞ্জের ঘটনায় ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন

কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন। রবিবার মৃতার বাড়িতে যাচ্ছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরাও। ঘটনাটি ঘিরে চরম রাজনৈতিক চাপানউতোর চলছে। সিবিআই তদন্তের দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

WB News Live Updates: নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে রণক্ষেত্র কালিয়াগঞ্জ

নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগের ঘটনায় শনিবারও রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। দফায় দফায় বিক্ষোভ, অগ্নিসংযোগ, বাদ গেল না কিছুই! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করল পুলিশ। ছোড়া হল কাঁদানে গ্যাসের শেল। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, দাবি পুলিশ সুপারের।  

প্রেক্ষাপট

১। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রণক্ষেত্র কালিয়াগঞ্জ। দফায় দফায় বিক্ষোভ, দোকানে আগুন, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ (Kaliyaganj News)।

২। কালিয়াগঞ্জকাণ্ডে তোলপাড় রাজ্য। রায়গঞ্জে এসপি অফিসের সামনে সুকান্তর (Sukanta majumdar) বিক্ষোভ। বিষক্রিয়ায় মৃত্যু, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট উল্লেখ করে দাবি এসপির। গ্রেফতার ২।

৩। পুলিশের বিরুদ্ধে মৃতদেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ। সত্যতা যাচাই করে পদক্ষেপে ডিজিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। পরিস্থিতির পাল্টা সাফাই এসপির।

৪। কালিয়াগঞ্জে মৃতার বাড়িতে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। আজ যাবে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। ভেঙে পড়েছে বাংলার আইনশৃঙ্খলা, আক্রমণে প্রিয়াঙ্ক। রাজ্য়ের মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, "মৃত্যু নিয়ে রাজনীতি করা যায় না।"

৫। কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে সিবিআই দাবি সুকান্ত মজুমদারের। শকুনের রাজনীতি বিজেপি-র, পাল্টা কুণাল ঘোষ।

৬। বাংলায় নিয়োগ দুর্নীতির (SSC Case)তদন্ত এবার পৌঁছল বেঙ্গালুরুতে। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) ছেলের ঠিকানায় সিবিআই। পশ্চিমবঙ্গ-কর্নাটকের ৬ জায়গায় তল্লাশি।


৬। সাড়ে ১৪ ঘণ্টার সিবিআই তল্লাশিতেও আত্মবিশ্বাসী তাপস। বললেন, "আমার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, অভিষেকের ব্যাপারে জানি না।"

৭। তাপস সাহার বক্তব্য, "আক্ষেপ হয়, অনুশোচনা হয়। আমার নয়, দলের আমাকে দরকার।" ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "অন্যায় না করলে কিসের ভয়। চক্রান্ত হলে বুকে বল নিয়ে তার বিরুদ্ধে মোকাবিলা করতে হবে।"

৮। বিধায়ক ঘনিষ্ঠ ইতির বাড়িতে সিবিআই। দুর্নীতিতে যুক্ত না থাকার দাবি নেত্রীর। হাওড়ার পরে তেহট্টে প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতেও তল্লাশি। 

৯। পুকুরে উদ্ধার জীবনকৃষ্ণের জোড়া ফোনই কি নিয়োগ দুর্নীতির খনি? ডেটা উদ্ধারে দিল্লি থেকে এল বিশেষ টিম। তদন্তে সহযোগিতা করছেন না ধৃত বিধায়ক। দাবি সিবিআই সূত্রে।

১০। বদলে দিচ্ছে ইতিহাস-সংবিধান। নিয়ে আসছে এনআরসি। হবে না বাংলায়। ফের বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। ভোটব্যাঙ্কের জন্য ভয় দেখানোর নীতি, পাল্টা শুভেন্দু অধিকারী।

১১। ফের কি সিপিএম-এ ফিরছেন দুলাল বন্দ্যোপাধ্যায়? রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত, খবর সূত্রের। ২০ বছর আগে দমদমে জোড়া খুনে গ্রেফতার। যাবজ্জীবন সাজা খেটে ২০১৪ সালে মুক্তি।


১২। বাঁকুড়ায় খুন যুবক। গলাকাটা মৃতদেহ উদ্ধার। ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। গ্রেফতার অভিযুক্ত। ৪ দিনের পুলিশ হেফাজত।

১৩। সুপ্রিম কোর্টে পিছোল ২৪ এপ্রিল ডিএ মামলার শুনানি। নবান্নে বৈঠকে অধরা রফাসূত্র, ডিজিটাল অসহযোগিতার মেয়াদ বাড়ানোর হুঁশিয়ারি আন্দোলনকারীদের।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.