West Bengal News Live: শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির

West Bengal news live updates : সব জেলার খবর এক ক্লিকে

ABP Ananda Last Updated: 27 Apr 2023 11:18 PM
WB News Live Update: জমি-বিতর্কে বিশ্বভারতীর উচ্ছেদের নোটিসের পর, অমর্ত্য় সেনের পাশে দাঁড়ালেন বিদ্বজ্জনরা

জমি-বিতর্কে বিশ্বভারতীর উচ্ছেদের নোটিসের পর, অমর্ত্য় সেনের পাশে দাঁড়ালেন বিদ্বজ্জনরা। বৃহস্পতিবার নন্দন থ্রি-তে সভা করে, নিন্দা প্রস্তাব গ্রহণ করে সামাজিক মর্যাদা রক্ষা সমিতি নামে নামে সংগঠন। নোবেলজয়ী অর্থনীতিবিদকে হেনস্থার নিন্দায় সরব হয়েছেন অনিতা অগ্নিহোত্রী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, দেবশঙ্কর হালদারের মতো বিদ্বজ্জনরা।

West Bengal News LIVE Updates: গরুপাচার মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর, অভিযুক্ত আব্দুল লতিফের জামিনের আবেদন মঞ্জুর

গরুপাচার মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর, অভিযুক্ত আব্দুল লতিফের জামিনের আবেদন মঞ্জুর। ৬ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন বিচারপতি।  এদিকে, গরুপাচারকাণ্ডে আজই লতিফকে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। 

WB News Live Update: নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তির দাবিতে এসএসসি, এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তির দাবিতে এসএসসি, এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। সল্টলেকের আচার্য সদন অভিযানে উত্তেজনা। মেট্রো স্টেশন, বাসস্ট্যান্ডে জমায়েতের সময়ই আটক করা হয় বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে। এরই মধ্যে, আচমকাই উইপ্রো মোড় হয়ে আচার্য সদনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন চাকরিপ্রার্থী। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বিক্ষোভকারীদের। 

West Bengal News LIVE Updates: কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে বজ্রপাতে মৃত্যু হল এক দিনমজুর এক যুবকের

কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে বজ্রপাতে মৃত্যু হল এক দিনমজুর এক যুবকের। মৃত যুবকের নাম কুদ্দুস মন্ডল(২৪)।দেগঙ্গা চৌরাশী গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া মাঝের পাড়ার বাসিন্দা। আজ সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে চৌরাশীর জীবনপুর বাজারে।

WB News Live Update: নবজোয়ার কর্মসূচির মধ্যেই তৃণমূলে গণইস্তফার হিড়িক

নবজোয়ার কর্মসূচির মধ্যেই তৃণমূলে গণইস্তফার হিড়িক। মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর শুরুর আগেই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন শোভানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য-সহ শাতাধিক নেতা, কর্মী। টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন হচ্ছে বলে অভিযোগ দলত্যাগী পঞ্চায়েত সদস্যর। যদিও গণইস্তফাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। 

West Bengal News LIVE Updates: গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারকের ক্ষোভের মুখে সিবিআই

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারকের ক্ষোভের মুখে সিবিআই। 'এই মামলায় মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের কেন হেফাজতে নেওয়া হচ্ছে না ? এটা কি সিভিল কেসের তদন্ত হচ্ছে? গোটা বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক', গ্রুপ সি ও নবম-দশমের তদন্ত ছাড়া বাকি মামলার তদন্তের গতি নিয়ে ক্ষোভপ্রকাশ

WB News Live Update: ছেলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

ছেলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। মা-কে অপহরণ করে তুলে নিয়ে গেল প্রতারিতরা। পুলিশের তৎপরতায় উদ্ধার করা হল বৃদ্ধাকে। দুর্গাপুরের পলাশডিহার ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। 

West Bengal News LIVE Updates: রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী

ফের রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। বীরভূমের সাঁইথিয়ায় একটি কর্মসূচিতে যোগ দিয়ে, রাজ্যপালের বিরুদ্ধে খগড়হস্ত হন বিরোধী দলনেতা।

WB News Live Update:'কী সংঘাত হচ্ছে আমি জানি না',রাজ্যপালকে নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর

'কী সংঘাত হচ্ছে আমি জানি না',রাজ্যপালকে নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর

WB Live News:খারিজ জামিনের আর্জি, ইডি হেফাজতে অনুব্রত-কন্যা। ৩ দিনের ইডি হেফাজতে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা

খারিজ জামিনের আর্জি, ইডি হেফাজতে অনুব্রত-কন্যা। ৩ দিনের ইডি হেফাজতে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা

Kuntal Ghosh:ফের মৃত্যু কালিয়াগঞ্জে, ফের প্রশ্নে পুলিশ

ফের মৃত্যু কালিয়াগঞ্জে, ফের প্রশ্নে পুলিশ। পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতার খুড়তুতো ভাইকে গুলি করে খুনের অভিযোগ।

WB Live News:'বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে', কালিয়াগঞ্জকাণ্ডে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের

কালিয়াগঞ্জকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। 'বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। রামনবমীর মিছিলে হামলা হলে পুলিশ চুপ করে থাকে। কিন্তু নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ করলে গুলি চালাচ্ছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে মহিলারা বিচার পাচ্ছে না', মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের

Kuntal Ghosh:কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে আইজি উত্তরবঙ্গকে নোটিস এসসি কমিশনের 

কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে আইজি উত্তরবঙ্গকে নোটিস এসসি কমিশনের 

WB Live News: রাম নবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

রাম নবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Kuntal Ghosh:নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে নতুন করে উত্তেজনা 

নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে নতুন করে উত্তেজনা 

WB Live News: সুকন্যা মণ্ডলের ৩ দিনের ইডি হেফাজত

ইডি হেফাজতে কেষ্ট-কন্যা। সুকন্যা মণ্ডলের ৩ দিনের ইডি হেফাজত

Kuntal Ghosh: ইডি রাজনৈতিক দলের মুখপাত্র, দাবি কুন্তলের

রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, দাবি কুন্তল ঘোষের। আদালতে বিরোধিতা ইডি-র। বলা হল, "আমরা কারও মুখপাত্র নই। রাগ দেখাই না। দুর্নীতিগ্রস্তদের খুঁজে পেতে বদ্ধপরিকর।"

WB Live News: রাজ্য মানবাধিকার কমিশনের রিপোর্টের সন্তুষ্ট নন অরুণিমা পাল

রাজ্য মানবাধিকার কমিশনের রিপোর্টের সন্তুষ্ট নন অরুণিমা পাল। তিনি দ্বারস্ত হয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের। জাতীয় মানবাধিকার কমিশন কলকাতা পুলিশের কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছেন।

Sukanta Majumdar: দত্তক নেওয়া গ্রামে পানীয় জলের সঙ্কট, বেহাল রাস্তা, বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার

দত্তক নেওয়া গ্রাম পরিদর্শনে গিয়ে পানীয় জলের সঙ্কট ও বেহাল রাস্তা নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি বালুরঘাটের সাংসদ। বছরখানেক আগে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরামপ্রসাদ গ্রামটি দত্তক নেন সুকান্ত এদিন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়িকে নিয়ে ওই গ্রামে যান সাংসদ। গ্রামে ঢুকতেই বাসিন্দারা পানীয় জলের সমস্যা ও খারাপ রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দেন। যেহেতু আমি গ্রামটিকে দত্তক নিয়েছি, তাই তৃণমূলের নির্দেশে জনস্বাস্থ্য কারিগরী ও পূর্ত দফতর কাজের ব্যাপারে অসহযোগিতা করছে। সুকান্ত মজুমদারকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। 

Kaliyaganj News: পুলিশই গুলি করে খুন করেছে মৃত্যুঞ্জয় বর্মনকে, দাবি স্থানীয়দের

পুলিশই গুলি করে খুন করেছে মৃত্যুঞ্জয় বর্মনকে, অভিযোগ স্থানীয়দের। সিবিআই তদন্তের দাবি।

Abhishek Banerjee: '৬০ দিন বাইরে থাকব আমি, বিরোধীরা ছ'দিন থেকে দেখান', বললেন অভিষেক

মানুষ যাঁকে মান্যতা দেবে, তিনিই হবেন প্রার্থী, ফের ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কুমারগ্রামে অভিষেক বলেন, "বাইরে আমি ৬০ দিন থাকব, বিরোধীরা পারলে ৬ দিন থাকুন। আগামী দিনে পঞ্চায়েত হবে মানুষের পঞ্চায়েত। আলিপুরদুয়ারে লোকসভায় যাঁকে জিতিয়েছিলেন, তাঁর টিকি পর্যন্ত দেখা যায়নি। বিজেপি-কে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা, দু'টোই এক।"


 


 

KaliyaGanj Updates: কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ময়নাতদন্তের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ। এফআইআর ও ময়নাতদন্তের রিপোর্ট মৃতের পরিবারকে দেওয়ার নির্দেশ।  


Kolkata News: SSC অফিসের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

সল্টলেকে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। SSC, SLST-তে নতুন করে বিজ্ঞপ্তি জারির দাবিতে SSC অফিসের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। পুলিশ বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছিলেন। পুলিশ SSC অফিস পর্যন্ত যাওয়ার আগেই তাঁদের আটকে দেয়। 

Panchayat Elections 2023: মালদাতেও গণইস্তফার হিড়িক, তৃণমূল ছেড়ে কংগ্রেসে অনেকে

পটাশপুর, তুফানগঞ্জের পর এবার মানিকচক। তৃণমূলে নবজোয়ার যাত্রার মধ্যেই শাসকদলে গণইস্তফার হিড়িক। মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর শুরুর আগেই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মানিকচক বিধানসভার শোভানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য-সহ একঝাঁক নেতা, কর্মী। তৃণমূলত্যাগী পঞ্চায়েত সদস্যার অভিযোগ, টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন করছে তৃণমূল। বাইরের নেতারা এসে প্রার্থী ঠিক করছেন। এসব মানতে না পেরেই তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভিষেকের সফরের আগে শাসকদলে ভাঙন ধরায় আশাবাদী কংগ্রেস। বিজেপির কটাক্ষ, আগামীদিনে তৃণমূল বলে আর কিছু থাকবে না। যদিও গণইস্তফাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। 


 

Kaliyaganj News: কালিয়াগঞ্জের ঘটনায় CBI তদন্তের দাবি স্থানীয়দের

কালিয়াগঞ্জে বিজেপি কর্মীর গুলিতে মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে গ্রাম। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের
অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের। 


 

WB News Live: জমির পাট্টা বিলি অনুষ্ঠান ঘিরেও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

মালদার হরিশ্চন্দ্রপুরে সরকারি জমির পাট্টা বিলি অনুষ্ঠান ঘিরেও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। হাতাহাতিতে জড়ালেন শাসকদলের নেতা, কর্মীরা। পাট্টা বিলির অনুষ্ঠানে কেন তাঁকে ডাকা হয়নি, বিডিও এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের কাছে কৈফিয়ত চাইলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রী। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পাট্টা বিলি হচ্ছে এবং যাদের জমি আছে তারাই পাট্টা পেয়েছে বলে তাঁর অভিযোগ।তৃণমূলের নেত্রীর অভিযোগের তির দলেরই এক কর্মাধ্যক্ষের দিকে। বন্যাত্রাণ দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে পাল্টা খোঁচা দিয়েছেন ওই কর্মাধ্যক্ষ। পাট্টা বিলিতে দুর্নীতি-যোগ অস্বীকার করেছে প্রশাসন। তৃণমূল মানেই দুর্নীতি, কটাক্ষ করেছে বিজেপি। 


 

Calcutta High Court: রামনবমীতে অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ

রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ। নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের। ২ সপ্তাহের মধ্যে এনআইএ-কে সমস্ত নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ । এ নিয়ে মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী।

WB Live News: রাস্তা উদ্বোধনে গিয়ে দেগঙ্গায় বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

পঞ্চায়েত ভোটের আগে রাস্তা উদ্বোধনে গিয়ে ফের দলীয় নেতা, কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের আরও এক বিধায়ক। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর পর এবার দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল। গতকাল হাদিপুর-ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা উদ্বোধন করতে যাওয়ায় দলেরই প্রধান ও পঞ্চায়েত সদস্যরা দেগঙ্গার বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখান। 
প্রায় আধঘণ্টা আটকে ছিলেন তৃণমূল বিধায়ক। তৃণমূল প্রধানের দাবি, তাঁদের না জানিয়েই বিধায়ক রাস্তা উদ্বোধনে আসেন, সেই কারণে বিক্ষোভ। গোষ্ঠীকোন্দলের কথা স্বীকারই করে নিয়েছেন দেগঙ্গার বিধায়ক। বিজেপির কটাক্ষ, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে, এ ধরনের ঘটনা বাড়বে।


 


 

Panchayat Elections 2023: তৃণমূলে নবজোয়ার যাত্রার মধ্যেই শাসকদলে গণইস্তফার হিড়িক

পটাশপুর, তুফানগঞ্জের পর এবার মানিকচক। তৃণমূলে নবজোয়ার যাত্রার মধ্যেই শাসকদলে গণইস্তফার হিড়িক। মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর শুরুর আগেই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মানিকচক বিধানসভার শোভানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য-সহ একঝাঁক নেতা, কর্মী। তৃণমূলত্যাগী পঞ্চায়েত সদস্যার অভিযোগ, টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন করছে তৃণমূল। বাইরের নেতারা এসে প্রার্থী ঠিক করছেন। এসব মানতে না পেরেই তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভিষেকের সফরের আগে শাসকদলে ভাঙন ধরায় আশাবাদী কংগ্রেস। বিজেপির কটাক্ষ, আগামীদিনে তৃণমূল বলে আর কিছু থাকবে না। যদিও গণইস্তফাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব।  

SSC Case: পার্থ চট্টোপাধ্যায়ের আংটি-বিতর্কে অসন্তুষ্ট আদালত

পার্থ চট্টোপাধ্যায়ের আংটি-বিতর্কে অসন্তুষ্ট আদালত। প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তীকে ভর্ৎসনা করে কারা বিভাগকে ব্যবস্থা নিতে নির্দেশ দিল আদালত! জেল সুপারকে বিচারক বলেন, নিজেই জেলের আইন তৈরি করছেন? যে আংটি ৯ মাসে খোলা গেল না, সেটা আদালত দেখার পর, ৯ মিনিটে খোলা হয়ে গেল? জেল সুপার জানান, যেদিন পার্থকে জেলে আনা হয়, সেদিন তাঁর আঙুল ফোলা ছিল, তাই আংটি খোলা যায়নি

WB Live News Updates: কালিয়াগঞ্জে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত কালিয়াগঞ্জে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মন। বছর তেত্রিশের মৃত্যুঞ্জয়ের বাড়ি রাধিকাপুরের চাটগাঁ এলাকায়। গতকাল রাতে কালিয়াগঞ্জ থানার পুলিশ গিয়ে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে। 


 

WB Updates: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

স্বস্তিতে ইতি টেনে ফিরছে গরম। তার আগে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী দু’দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে স্বস্তির দিন শেষ। কলকাতা-সহ সব জেলাতেই বাড়ছে তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫ ডিগ্রিতে। ফলে ফের ভ্যাপসা গরমের সঙ্গে চলবে ওঠা-বসা। 

TMC Janasanyog Yatra: নবজোয়ার যাত্রার মধ্যেই শাসকদলে গণইস্তফার হিড়িক

পটাশপুর, তুফানগঞ্জের পর এবার মানিকচক। তৃণমূলে নবজোয়ার যাত্রার মধ্যেই শাসকদলে গণইস্তফার হিড়িক। মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর শুরুর আগেই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মানিকচক বিধানসভার শোভানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য-সহ একঝাঁক নেতা, কর্মী। তৃণমূলত্যাগী পঞ্চায়েত সদস্যার অভিযোগ, টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন করছে তৃণমূল। বাইরের নেতারা এসে প্রার্থী ঠিক করছেন। এসব মানতে না পেরেই তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভিষেকের সফরের আগে শাসকদলে ভাঙন ধরায় আশাবাদী কংগ্রেস। বিজেপির কটাক্ষ, আগামীদিনে তৃণমূল বলে আর কিছু থাকবে না। যদিও গণইস্তফাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের জেলা নেতৃত্ব। 


 

Sukanya Mondal: তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা! অনুব্রত-কন্যার বিরুদ্ধে অভিযোগ

কোটি কোটি টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে! অথচ হিসাব নেই! জমি কেনা হয়েছে অনেক। কিন্তু, সে সম্পর্কেও সঠিক তথ্য নেই। এমনই সব গুরুতর অভিযোগে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করল ইডি। সূত্রের দাবি, গোয়েন্দাদের প্রশ্নের মুখে তথ্য এড়িয়ে যাচ্ছিলেন সুকন্যা। 
তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন তিনি। তাই সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করার সিদ্ধান্ত।

Cattle Smuggling Case: গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রতর মেয়ে সুকন্য়া

গরু পাচারকাণ্ডের সূত্রের খোঁজে প্রথমে সায়গল হোসেন এবং তারপর অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। এরপর ইডি গ্রেফতার করে অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারিকে। এরই মাঝে কেন্দ্রীয় এজেন্সি একাধিকবার তলব করলেও, হাজিরা দেননি অনুব্রত-কন্য়া। শেষপর্যন্ত বুধবার তাঁকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রেক্ষাপট

বাবার পর মেয়ে। গরুপাচার মামলায় গ্রেফতার কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল। দিল্লিতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করল ইডি। আজ আদালতে পেশ (Cattle Smuggling Case)। 


স্কুলের শিক্ষিকা হয়েও কীভাবে রাইস মিল-সহ অগাধ সম্পত্তির মালিক? আয়ের সঙ্গে সম্পত্তিহীন সম্পত্তির অভিযোগে গ্রেফতার সুকন্যা। বাবার সঙ্গে মুখোমুখি জেরার সম্ভাবনা (Anubrata Mondal)। 


ইডির জালে কেষ্ট-কন্যা। প্রতিহিংসার রাজনীতি দেখছে তৃণমূল। কুণাল ঘোষ বলেন, "এটা ভয়ঙ্কর, কাস্টডিতে না নিয়ে জেরা করা যেত না?" সুকান্ত মজুমদার পাল্টা বলেন,  "আয়বহির্ভূত সম্পত্তির উত্তর তাকেই দিতে হবে।"


মালদার সকুলে বন্দুকবাজ! পিস্তল-ছুরি-পেট্রোল বোমা নিয়ে ক্লাসরুমে ঢুকে রেখে হুমকি। ঝাঁপিয়ে পড়ে গ্রেফতার করল পুলিশ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ুয়াদের।


পণবন্দির কথা বলে মালদার সকুলে বন্দুকবাজ। দিল্লির চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, "এর মধ্যে দিল্লি আছে। হস্টেজ করা যায় এভাবে, এই বুদ্ধিটা কে দিল।"


কালিয়াগঞ্জে অসহায় আত্মসমর্পণ, মালদায় প্রাণ বাজি রেখে বন্দুকবাজকে ধরলেন ডিএসপি। মালদায় ঝাঁপিয়ে পড়ে বন্দুকবাজকে গ্রেফতার।কালিয়াগঞ্জে মারমুখী তাণ্ডবকারীদের কাছে হাত জোড় করে চাইলেন প্রাণভিক্ষা! দুই জেলায় পুলিশের দুই ছবি দেখল বাংলা। 


কালিয়াগঞ্জে থানায় হামলা, চলেছিল গুলিও? টোটো চালকের বাঁ হাতে গুলি লাগার অভিযোগ। ভর্তি রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। 


কেউ রক্তাক্ত, কেউ হাত জোড় করে চাইলেন প্রাণভিক্ষা! কালিয়াগঞ্জে প্রাণ বাঁচাতে থানার পিছনে বাড়িতে আশ্রয় নিয়েও হয়নি রক্ষা। ঘরে ঢুকে বেধড়ক মার। 


লাঠি-রড দিয়ে দাঁড়িয়ে পুলিশকে মার! উন্মত্ত জনতার নিশানায় সিভিক ভলান্টিয়াররাও। ঘর থেকে টেনে বের করে পাথর-হামলা। বাঁচাতে গিয়ে ছাড় পেলেন স্থানীয়রাও। 


কালিয়াগঞ্জ থানায় তাণ্ডব। ৪টি ওয়ার্ডের সঙ্গে রায়গঞ্জের একাংশেও ১৪৪ ধারা। পুলিশের ভূমিকা নিয়ে ডিজিকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর। তড়িঘড়ি ফিরলেন রাজ্যপাল। 


কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ। সিবিআই চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মৃতার বাবা। কালিয়াচককাণ্ডেও সিবিআই তদন্তের দাবি। 
সিবিআই চেয়ে হাইকোর্টে


ময়নাতদন্তের রিপোর্টে কেন মৃত নির্যাতিতার পরিচয় প্রকাশ? চূড়ান্ত অপেশারিত্ব। ডিজিপিকে চিঠি জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের। 


পঞ্চায়েতের টিকিট নিয়ে ফের কড়া বার্তা অভিষেকের। বললেন, "তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হতে চাইলে দরকার নেই, বেরিয়ে যান।"


তুফানগঞ্জে অভিষেকের জনসংযোগ যাত্রার দিনই তৃণমূলে ধাক্কা। ইস্তফা ৩২ জন নেতার। পুরনো কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.