West Bengal News Live Updates: হুগলির খানাকুলের অড়ুন্ডা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও দলবদলের খেলা
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
যাদবপুরে ছাত্রের মৃত্যুর ঘটনায় তৎপর রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। আজ কমিশনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ঘটনাস্থল ঘুরে দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করেন। এরপর তাঁরা ক্যাম্পাসের মধ্যে নিউ বয়েজ হস্টেলেও যান। ছাত্রের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা।
যুযুধান দুই দল! কিন্তু, সেই ISF-এর সঙ্গে হাত মিলিয়েই পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূলের এক গোষ্ঠী। শাসকদলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে। এক গোষ্ঠী গুলি চালানোর অভিযোগ তোলায়, যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
কেতুগ্রামে শ্যুটআউট, খুন ইটভাটার মালিক। ইটভাটার কাছেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা
শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউয়ে গাছ ভেঙে বিপত্তি। গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ। ঘটনাস্থলে কাউন্সিলর ও পুরকর্মীরা। ভেঙে পড়া গাছ সরানোর চেষ্টা করা হচ্ছে
যুবকের মৃত্যু মেনে নিতে না পেরে অভিযুক্তের বাড়ি আগুন দিয়ে দিল প্রতিবেশীরা। অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতে পুমলিয়া স্বাস্থ্য কেন্দ্রের পাশে পীযুষ রায়ের বাড়ি উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়।
মুষলধারে বৃষ্টি, সঙ্গে তীব্র বজ্রপাত। তাতেই প্রাণ গেল ২ জনের। গত কাল অর্থাৎ শনিবার পুরুলিয়ার মফঃস্বল থানার পলাশকলা গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম অরূপ মুদি এবং তারক মাঝি।
তৃণমূলের এক জেলা পরিষদ প্রার্থীর 'উইনিং সার্টিফিকেটে' নিষেধাজ্ঞা জারি করল রায়গঞ্জ জেলা আদালত।
বহিরাগতদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে হবে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষকে। নজর দিতে হবে নিরাপত্তার বিষয়েও। মন্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর।
তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়ে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন। পদ পাওয়ার দু’দিন পরেই ফিরলেন তৃণমূলে। হুগলির খানাকুলের অড়ুন্ডা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও
দলবদলের খেলা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়াদের ওপর কীভাবে অত্যাচার হয়? মিলেছে বিস্ফোরক বয়ান, পুলিশ সূত্রে খবর
হাওড়ার মঙ্গলাহাটের অগ্নিকাণ্ডের ঘটনায় নয়া মোড়। এই ঘটনায় আরো দুই অভিযুক্তকে গ্রেফতার করলো সি আই ডি
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়াদের ওপর কীভাবে অত্যাচার হয়? মিলেছে বিস্ফোরক বয়ান, পুলিশ সূত্রে খবর
দিদি গণতন্ত্রের কথা বলেন? ক্যাপ্টেন হয়েছেন। ভোট পরবর্তী হিংসা দেখেননি? দিদি আপনি বাংলায় মন দিন। সত্যের জয় হবেই, গণতান্ত্রিক লড়াই লড়ব আমরা', হুঙ্কার নাড্ডার।
পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও খুন! হাড়োয়ায় তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে খুন। নিহত তৃণমূল নেতার নাম শেখ সাহেব আলি, হাড়োয়ার সামলার পঞ্চায়েত সদস্য ছিলেন শেখ সাহেব আলি।
গতকাল রাতে বাড়ি ফেরার পথে ঘিরে ধরে গুলিবৃষ্টি।
যাদবপুরকাণ্ডে এসএফআইয়ের নিশানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার
যুবকের মৃত্যু মেনে নিতে না পেরে অভিযুক্তের বাড়ি আগুন দিয়ে দিল প্রতিবেশীরা। অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতে পুমলিয়া স্বাস্থ্য কেন্দ্রের পাশে পীযুষ রায়ের বাড়ি উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়।
১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দু'জনের
বোর্ড গঠনের পরেও দেগঙ্গায় বোমাবাজি, অশান্তি। হাদিপুর-ঝিকরা পঞ্চায়েতে পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
উত্তর ২৪ পরগনার বারাসাতের কদম্বগাছিতে বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চলল গুলি। তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগে যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ। তৃণমূল কর্মী অল্পের জন্য প্রাণে বাঁচলেও এই ঘটনার প্রতিবাদে গতকাল রাতে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। যুব তৃণমূল নেতাকে গ্রেফতারের পর অবরোধ ওঠে। ৩০ আসনের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে ২৪টি আসন পেয়েছে তৃণমূল। আইএসএফ ৪, কংগ্রেস ও নির্দল একটি করে আসন দখল করে। এরপর গতকাল দলের হুইপ না মেনে, আইএসএফের সমর্থনে ১৬-১৪ ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে পরাজিত করেন বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী। এরপরই গুলি চলার ঘটনা ঘটে। আইএসএফের সমর্থনে বোর্ড গড়া নিয়ে আপত্তি থাকায় যুব তৃণমূল অঞ্চল সভাপতি মাহবুব হাসান ওরফে নয়ন গুলি চালান বলে অভিযোগ। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও খুন! হাড়োয়ায় তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে খুন। নিহত তৃণমূল নেতার নাম শেখ সাহেব আলি। হাড়োয়ার সামলার পঞ্চায়েত সদস্য ছিলেন শেখ সাহেব আলি। গতকাল রাতে বাড়ি ফেরার পথে ঘিরে ধরে গুলিবৃষ্টি। ৩-৪ রাউন্ড গুলি চালানোর অভিযোগ
রাস্তায় তৃণমূল নেতার দেহ রেখে মাঝরাত পর্যন্ত বিক্ষোভ, বাইকে আগুন, ভাঙচুর। প্রধান-উপপ্রধান পদ নিয়ে দলের গোষ্ঠী কোন্দলের জেরেই খুন, অভিযোগ পরিবারের। খুনের সঙ্গে রাজনীতির যোগ নেই, দাবি হাড়োয়ার তৃণমূল বিধায়কের।
নেই সিসি ক্যামেরা, রাত নামতেই যাদবপুরের ক্যাম্পাসে মদের আসর! যত্রতত্র ছড়িয়ে মদের বোতল, নেশার সামগ্রী। নেশার আখড়া চালাতেই কি সিসি ক্যামেরায় আপত্তি পড়ুয়াদের একাংশের? কেন নজরদারি নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর? ইউজিসি গাইডলাইন সত্ত্বেও কেন চোখ বন্ধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর?
যাদবপুরে ছাত্র মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। 'যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ভিনগ্রহ? কেন সিসিটিভি থাকবে না?' 'কেন সুপারিশ করার পরও ক্যাম্পাসে সিসি ক্যামেরা লাগানো হয়নি?' 'যাঁরা সিসি ক্যামেরা বসাতে আপত্তি করেছিলেন, এই ঘটনার জন্য তাঁরা সবাই দায়ী', মন্তব্য রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের।
'যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল যাদবপুরের পড়ুয়াকে', 'পরিবার জানিয়েছে, গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছিল', 'নির্মমভাবে মারধর করা হয়েছিল প্রথম বর্ষের পড়ুয়াকে', 'সমকামী বলে দাবি করে একাধিকবার হেনস্থা করা হয়েছিল', 'অমার্জনীয় অপরাধ, আমরা শেষ দেখে ছাড়ব', 'অপরাধীদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে', নদিয়ায় মৃতের বাড়িতে গিয়ে মন্তব্য রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের।
তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়ে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন। পদ পাওয়ার দু’দিন পরেই ফিরলেন তৃণমূলে। হুগলির খানাকুলের অড়ুন্ডা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও দলবদলের খেলা। ভোটের ফলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেলেও, ১০ অগাস্ট বোর্ড গঠনের আগের দিন শাসকদলের ৩ জয়ী প্রার্থী যোগ দেন বিজেপিতে। বোর্ড গঠনের দিন বিজেপির সমর্থনে প্রধান হন তৃণমূলের টিকিটে জয়ী দেবাশিস সিংহ। উপপ্রধান হন বিজেপির জয়ী প্রার্থী। বোর্ড গঠনের দু’দিন পরেই গতকাল, তৃণমূলে প্রত্যাবর্তনের প্রধানের দাবি, ভুল বুঝিয়ে তাঁকে দলে টেনেছিল বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাদের প্রার্থীদের অপহরণের অভিযোগ তুলেছে তৃণমূল। শাসকদলের দাবি নস্যাৎ করে বিজেপির দাবি, দলবদল করালেও পঞ্চায়েত তাদের দখলেই থাকবে।
ভুয়ো জাতি শংসাপত্র জমা দেওয়ার অভিযোগে মালদার হবিবপুরে বাতিল করা হল জয়ী বিজেপি প্রার্থীর পঞ্চায়েত সমিতির সদস্যপদ। স্থানীয় এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে প্রশাসন। শোকজ নোটিস দেওয়া হয় পঞ্চায়েত সমিতির সদস্য সুলেখা সিংহকে। সোমবার বোর্ড গঠন। তার আগে বিজেপি সদস্যের জাতি শংসাপত্র বাতিলের পাশাপাশি সদস্যপদ খারিজ করে প্রশাসন। হবিবপুর পঞ্চায়েত সমিতির ৩৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১৭টি আসন। তৃণমূল ১৩, সিপিএম ২ এবং কংগ্রেস ১টি আসনে জেতে। বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, পঞ্চায়েত সমিতি দখল করতেই তৃণমূলের ষড়যন্ত্রে প্রশাসনের মদতে বিজেপি প্রার্থীর সদস্যপদ বাতিল করা হয়েছে। আইন মেনে কাজ হয়েছে, পাল্টা দাবি তৃণমূলের। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর করা হবে বলে জানিয়েছেন মালদার জেলাশাসক।
জে পি নাড্ডার বঙ্গ সফরের আজ শেষ দিন। নিউটাউনের হোটেলে বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি। বৈঠকে রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু। অধিকারী, দিলীপ ঘোষ-সহ সাংসদ, বিধায়করা। বিকেলে ন্যাশনাল লাইব্রেরিতে বঙ্গ বিজেপির ৭টি মোর্চা সংগঠনের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। এরপর হাওড়ার দেউলটিতে ২ দিনের পঞ্চায়েত রাজ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে উদ্ধার হল ড্রামভর্তি বোমা। আজ সকালে আবাদ ভগবানপুর গ্রামের বাসিন্দারা ঝোপের মধ্যে এক়টি প্লাস্টিকের ড্রামে বোমা দেখতে পান। খবর পেয়ে পৌঁছে যায় ঢোলাহাট থানার পুলিশ। বোমা উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখা হচ্ছে। গত বুধবার এই আবাদ ভগবানপুর গ্রাম থেকেই টোটোয় করে নিয়ে যাওয়ার সময় ৪টি ড্রাম থেকে ৬৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় টোটো চালককে।
যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে পদক্ষেপ করতে রাজ্যপালকে চিঠি। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকে চিঠি রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের। যথাযথ ব্যবস্থা গ্রহণ করে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে অনুরোধ। চিঠি পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও। বেআইনি ভাবে কতজন হস্টেলে রয়েছেন, জানতে চাওয়া হয়েছে লালবাজারের কাছে। হস্টেলের সিসি ক্যামেরার ফুটেজও জমা দেওয়ার নির্দেশ
স্বপ্নদীপের মৃত্যুরহস্যের মধ্যেই যাদবপুরের হস্টেলে 'চুরি'। মেন ক্যাম্পাসের ছাত্রাবাসে চুরির অভিযোগ। ল্যাপটপ, মোবাইল ফোন খোয়া যাওয়ার অভিযোগ পড়ুয়াদের।
যাদবপুর ক্যাম্পাসের বেশিরভাগ জায়গাতেই নেই সিসি ক্যামেরা। 'সিসি ক্যামেরা থাকলে তদন্তে সুবিধা হত', যে সিসি ক্যামেরা আছে, সেগুলি কাজ করে না, দাবি পুলিশের। যাদবপুরের মূল ক্যাম্পাস বা হস্টেলের সামনে কোনও সিসি ক্যামেরা নেই। কেবলমাত্র কয়েকটি ডিপার্টমেন্টে যেখানে দামি কিছু যন্ত্র আছে, সেখানে রয়েছে সিসি ক্যামেরা। ইউজিসির নিয়ম অনুযায়ী, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, হস্টেলের মতো জায়গায় সিসি ক্যামেরা থাকবে। প্রায় এক দশক পরও যাদবপুর ক্য়াম্পাসে সিসিটিভি ক্য়ামেরা নেই কেন? কীভাবে দায় এড়াতে পারে কর্তৃপক্ষ? স্বপ্নদীপের মৃত্য়ুর পর জোরাল হচ্ছে প্রশ্ন।
যাদবপুরকাণ্ডে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে, জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস।
স্বপ্নদীপের মৃত্যুকাণ্ডে গ্রেফতার আরও ২ পড়ুয়া। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরও দুই পড়ুয়া গ্রেফতার। ধৃতদের নাম দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ । ধৃত পড়ুয়া মনোতোষের গেস্ট হিসেবে হস্টেলের রুমে ছিলেন স্বপ্নদীপ। ঘটনার দিন অন্য রুমে নিয়ে গিয়ে চলে পরিচয় পর্ব। রাত ১০.১০ থেকে শুরু হয় স্বপ্নদীপের পরিচয় পর্ব। ঘটনার সময় হাজির ছিলেন সৌরভ, দীপশেখর ও মনোতোষ। এই মনোতোষের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। মনোতোষের মোবাইল ফোনে কি স্বপ্নদীপের কোনও ভিডিও রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ। ধৃত দীপশেখর অর্থনীতির দ্বিতীয় বর্ষের ছাত্র ও মনোতোষ সোশিওলজির পড়ুয়া। ধৃত সৌরভ চৌধুরীকে জেরায় নাম উঠে আসে দুই পড়ুয়ার। থানায় রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার।
স্বপ্নদীপের মৃত্যুকাণ্ডে গ্রেফতার আরও ২ পড়ুয়া। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরও দুই পড়ুয়া গ্রেফতার। ধৃতদের নাম দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ । ধৃত পড়ুয়া মনোতোষের গেস্ট হিসেবে হস্টেলের রুমে ছিলেন স্বপ্নদীপ। ঘটনার দিন অন্য রুমে নিয়ে গিয়ে চলে পরিচয় পর্ব। রাত ১০.১০ থেকে শুরু হয় স্বপ্নদীপের পরিচয় পর্ব। ঘটনার সময় হাজির ছিলেন সৌরভ, দীপশেখর ও মনোতোষ। এই মনোতোষের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। মনোতোষের মোবাইল ফোনে কি স্বপ্নদীপের কোনও ভিডিও রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ। ধৃত দীপশেখর অর্থনীতির দ্বিতীয় বর্ষের ছাত্র ও মনোতোষ সোশিওলজির পড়ুয়া। ধৃত সৌরভ চৌধুরীকে জেরায় নাম উঠে আসে দুই পড়ুয়ার। থানায় রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার।
উত্তর ২৪ পরগনার বারাসাতের কদম্বগাছিতে বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চলল গুলি। তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগে যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ। তৃণমূল কর্মী অল্পের জন্য প্রাণে বাঁচলেও এই ঘটনার প্রতিবাদে গতকাল রাতে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। যুব তৃণমূল নেতাকে গ্রেফতারের পর অবরোধ ওঠে। ৩০ আসনের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে ২৪টি আসন পেয়েছে তৃণমূল। আইএসএফ ৪, কংগ্রেস ও নির্দল একটি করে আসন দখল করে। এরপর গতকাল দলের হুইপ না মেনে, আইএসএফের সমর্থনে ১৬-১৪ ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে পরাজিত করেন বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী। এরপরই গুলি চলার ঘটনা ঘটে।
আইএসএফের সমর্থনে বোর্ড গড়া নিয়ে আপত্তি থাকায় যুব তৃণমূল অঞ্চল সভাপতি মাহবুব হাসান ওরফে নয়ন গুলি চালান বলে অভিযোগ। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বঙ্গ সফরের শেষদিকে দক্ষিণেশ্বরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পুজো দিলেন মা ভবতারিণীর মন্দিরে।
তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়ে পঞ্চায়েত প্রধান হয়েছিলেন। পদ পাওয়ার দু’দিন পরেই ফিরলেন তৃণমূলে। হুগলির খানাকুলের অড়ুন্ডা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও দলবদলের খেলা। ভোটের ফলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেলেও, ১০ অগাস্ট বোর্ড গঠনের আগের দিন শাসকদলের ৩ জয়ী প্রার্থী যোগ দেন বিজেপিতে। বোর্ড গঠনের দিন বিজেপির সমর্থনে প্রধান হন তৃণমূলের টিকিটে জয়ী দেবাশিস সিংহ। উপপ্রধান হন বিজেপির জয়ী প্রার্থী। বোর্ড গঠনের দু’দিন পরেই গতকাল, তৃণমূলে প্রত্যাবর্তন। প্রধানের দাবি, ভুল বুঝিয়ে তাঁকে দলে টেনেছিল বিজেপি। গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাদের প্রার্থীদের অপহরণের অভিযোগ তুলেছে তৃণমূল। শাসকদলের দাবি নস্যাৎ করে বিজেপির দাবি, দলবদল করালেও পঞ্চায়েত তাদের দখলেই থাকবে।
নিজের এলাকায় দলকে জেতাতে হবে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে পঞ্চায়েতে বিজেপি প্রার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা এদিন বলেন, শুধু মঞ্চে উঠে ভাষণ দিলে চলবে না, নিজের এলাকা নিজেকে ধরে রাখতে হবে। তাঁর এলাকায় ১৭টির মধ্যে ১১টি পঞ্চায়েত বিজেপির দখলে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরে ৮৪টি পঞ্চায়েতে বিজেপি জিতেছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু কাদের উদ্দেশে এই বার্তা বিরোধী দলনেতার, তুঙ্গে উঠেছে জল্পনা। তৃণমূল অবশ্য কটাক্ষ করে বলছে, নাড্ডাকে শোনাতে এসব বলছেন শুভেনদু। শুধু বাংলার বিজেপি নেতাদের নয়, এসব বলে পরোক্ষভাবে পঞ্চায়েতের ফল নিয়ে মোদির দাবিকেও নিশানা করেছেন শুভেন্দু।
স্বপ্নদীপের মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর তথ্য। 'ফোন পেয়ে পুলিশ যাদবপুরের হস্টেলে পৌঁছলেও খোলেনি মেন গেট'। 'ভিতর থেকে বন্ধ করা ছিল হস্টেলের মেন গেট'। 'মাঝরাতে হস্টেল থেকে হলুদ ট্যাক্সি বেরোতে দেখে অনুসরণ করে পুলিশ'। ট্যাক্সি অনুসরণ করে কেপিসি হাসপাতালে পৌঁছে মেলে স্বপ্নদীপের খোঁজ, এমনটাই খবর সূত্রের। তবে কি প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন হস্টেলের আবাসিকরা? কাদের সিদ্ধান্তে পুলিশকে হস্টেলে ঢুকতে দেওয়া হল না? সেইসময় হস্টেল সুুপার কি উপস্থিত ছিলেন? ধৃত সৌরভ, দীপশেখর ও মনোতোষকে জেরা করে জানতে চাইছে পুলিশ, খবর সূত্রের।
দক্ষিণ ২৪ পরগনার বজবজে জোড়া খুন! গলার নলি কেটে কুপিয়ে খুন করার অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি-সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ভোট মিটলেও অব্যাহত হুমকি-হুঁশিয়ারি। তৃণমূলের ভোট লুঠেরাদের বেঁধে পেটানোর দাওয়াই দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। পাল্টা কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল।
এবার দু'মলাটে দুই চারুলতা- মাধবী মুখোপাধ্য়ায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর গল্প। ফিরে দেখা তাঁদের ব্যক্তিজীবনের ওঠা-পড়ার কাহিনি। মাধবী, ঋতুপর্ণার সাক্ষাৎকারে নানা অজানা প্রশ্নের উত্তর খুঁজেছেন লেখক, সাংবাদিক রেশমি মিত্র।
দলের হুইপ অগ্রাহ্য করে, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে নিজেদের মনোনীত পঞ্চায়েত সদস্যকে প্রধান নির্বাচিত করা হল। অন্যদিকে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ভেস্তে গেল ব্যারাকপুরের শিউলি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন।
ভয়কে জয় করে জলে ঝাঁপ৷ কখনও ব্যাক স্ট্রোক, কখনও ফ্রিস্টাইল৷ ওদের পৃথিবীটা শুধুই স্পর্শের৷ দক্ষিণ কলকাতার অ্যান্ডারসন ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল অভিনব সাঁতার প্রতিযোগিতা। শনিবার সেখানে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিলেন দৃষ্টিহীনরা।
নরেন্দ্র মোদি যেদিন ভোট হিংসা নিয়ে তৃণমূলকে কড়া আক্রমণ করলেন, সেদিনই একাধিক বিষয়ে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুললেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ। পাল্টা, জবাব দিয়েছে বিজেপিও।
ফের রাজ্যপালকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল পদ তুলে দেওয়ার দাবি করে রাজ্যপালকে দিয়ে সমান্তরাল সরকার চালানোর অভিযোগ তুললেন তিনি। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
স্বপ্নদীপের মৃত্যুতে আরও জোরাল হল র্যাগিং তত্ত্ব। নাম-পরিচয় দেওয়ার নামে ৩ দিনে ২ বার করা হয় হয়রানি। কী ঘটেছিল বুধবার রাতে? কারা অত্যাচার করেছিল তাঁর ওপর? জানতে ধৃত সৌরভ চোধুরী সহ বেশ কয়েকজনকে জেরা করছে পুলিশ। ধৃতের ২২ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।
র্যাগিংয়ের শিকার স্বপ্নদীপ, কিন্তু ৩ দিন পরেও মৃত্যু-রহস্য অধরা। সমকামী নন, প্রমাণ দিতে বলা হয় স্বপ্নদীপকে, দাবি সহপাঠীর। খুন করা হয়েছে স্বপ্নদীপকে? নাকি সম্মান বাঁচাতে ঝাঁপ? র্যাগিংয়ের নামে অত্যাচারের নেপথ্যে কি একা সৌরভ চৌধুরী? বিশ্ববিদ্যালয়ের হস্টেল দখল করে অন্তত ২০ জন প্রাক্তনী, খবর পুলিশ সূত্র।
পঞ্চায়েত ভোটে তৃণমূল যেভাবে রক্ত নিয়ে খেলেছে, তা গোটা দেশ দেখেছে। বিজেপির পঞ্চায়েতিরাজ সম্মেলনে, এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা, উত্তরপ্রদেশের ভোটে কেন বিরোধীদের লড়তে দেওয়া হয় না? পাল্টা প্রশ্ন তুলে জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রীও।
স্বপ্নদীপের মৃত্যুকাণ্ডে গ্রেফতার আরও ২ পড়ুয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরও দুই পড়ুয়া গ্রেফতার। ধৃতদের নাম দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ। ধৃত সৌরভ চৌধুরীকে জেরা করেই নাম উঠে আসে দুই পড়ুয়ার। থানায় রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার।
পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও খুন! হাড়োয়ায় তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে খুন। নিহত তৃণমূল নেতার নাম শেখ সাহেব আলি। হাড়োয়ার সামলার পঞ্চায়েত সদস্য ছিলেন শেখ সাহেব আলি। গতকাল রাতে বাড়ি ফেরার পথে ঘিরে ধরে গুলিবৃষ্টি। ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। রাস্তায় তৃণমূল নেতার দেহ রেখে মাঝরাত পর্যন্ত বিক্ষোভ, বাইকে আগুন, ভাঙচুর। হামলার অভিযোগ তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে।
প্রেক্ষাপট
র্যাগিংয়ের (Ragging) শিকার স্বপ্নদীপ, কিন্তু ৩ দিন পরেও অধরা মৃত্যু-রহস্য। খুন নাকি সম্মানরক্ষায় ঝাঁপ? সহপাঠীর দাবি ঘিরে উঠছে প্রশ্ন।
স্বপ্নদীপকে র্যাগিংয়ের (Jadavpur University Student Death) নামে লাগাতার হেনস্থা। ধৃত সৌরভ চৌধুরীর ১০ দিনের পুলিশ হেফাজত। সম্মিলিত অপরাধের পরেও কেন মাত্র ১ জনকে পাকড়াও? উঠছে প্রশ্ন।
স্বপ্নদীপের মৃত্যুতে আরও জোরাল র্যাগিং তত্ত্ব। পরিচয় দেওয়ার নামে ৩ দিনে ২ বার হয়রানি। কী ঘটেছিল? কারা করেছিল? জানতে ধৃত সৌরভ চৌধুরীকে রাতভর জেরা। পুলিশ হেফাজত।
যাদবপুরের হস্টেল (Jadavpur University) থেকে উদ্ধার ডায়েরি কি স্বপ্নদীপের? হাতের লেখা যাচাই করে দেখছে পুলিশ। শেষবার মা-বাবাকে কী বলেছিলেন? জানতে নদিয়ায় গোয়েন্দারা।
নেই সিসিটিভির (CCTV) নজরদারি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মদের আখড়া, কীসের চাপে নীরব দর্শক কর্তৃপক্ষ?
যাদবপুরে র্যাগিং-বিভীষিকা। ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন পড়ুয়া।
স্বপ্নদীপকে পরিচয়ের নামে যারা উত্যক্ত করেছিলেন, তাঁদের নেতৃত্ব দেন সৌরভ। ছেলে তুলে দেন সৌরভের হাতেই, দাবি স্বপ্নদীপের বাবার।
গতবছর পাসআউট। তারপরেও যাদবপুরের হস্টেলে চলছিল সৌরভের দাদাগিরি। কীভাবে দিনের পর দিন প্রাক্তনীদের দখলদারি? কোথায় নজরদারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? উঠছে প্রশ্ন।
স্বপ্নদীপকাণ্ডে আচার্যকে চিঠি রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের। যথাযথ ব্যবস্থা নিয়ে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে অনুরোধ। বেআইনি ভাবে কতজন হস্টেলে? জানতে লালবাজারকে চিঠি।
বিজেপির পঞ্চায়েত রাজ সম্মেলনে মোদির মুখে বাংলার ভোট হিংসা। তৃণমূলকে তীব্র আক্রমণ।
বাংলায় বিজেপি তৃণমূল কর্মীদের খুন করেছে, উস্কানি দিয়েছেন আপনি। প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ তৃণমূলনেত্রীর।
সঙ্কটে বাংলা। জঙ্গলরাজ চলছে। ধ্বংস হচ্ছে গণতন্ত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সব রিপোর্ট দিয়েছি। বঙ্গসফরে এসে আক্রমণ নাড্ডার। পাল্টা জবাব তৃণমূলের।
পঞ্চায়েতে বোর্ড গঠনের পরেও ঝরল প্রাণ! হাড়োয়ায় তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে খুন। গোষ্ঠীকোন্দলের বলি, দাবি পরিবারের। দেহ ঘিরে বিক্ষোভ, আগুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -