West Bengal News Live Updates: লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত্‍ সিংহের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর

West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Aug 2022 11:18 PM
West Bengal News Live Updates: বেলেঘাটায় বিস্ফোরণে জখম ব্যক্তিকে নিয়ে এভাবেই ছোটাছুটি করলেন পরিবারের লোকজন

কলকাতা থেকে ক্যানিং। আবার সেখান থেকে কলকাতায়। বেলেঘাটায় বিস্ফোরণে জখম ব্যক্তিকে নিয়ে এভাবেই ছোটাছুটি করলেন পরিবারের লোকজন। সোমবার গভীর রাতে NRS হাসপাতাল থেকে রোগীকে ক্যানিং নিয়ে যান তাঁরা। কিন্তু জেলার নার্সিংহোম ফিরিয়ে দেওয়ায়, ফের SSKM-এ ভর্তি করা হয় তাঁকে।

West Bengal News Live: আসন্ন পঞ্চায়েত ভোটে কি স্বচ্ছ ভাবমূর্তিই তুলে ধরতে মরিয়া তৃণমূল?

আসন্ন পঞ্চায়েত ভোটে কি স্বচ্ছ ভাবমূর্তিই তুলে ধরতে মরিয়া তৃণমূল? সূত্রের খবর, আজ দলীয় বৈঠকে তমলুক, কাঁথি ও পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতাদের কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ২-৪টে আসন কম হলেও ভোটে গা জোয়ারি করা যাবে না। প্রার্থী নির্বাচনে গুরুত্ব পাবে স্বচ্ছ ভাবমূর্তি। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live Updates: বারাসাতে বিজেপি। নিমতৌড়িতে বামেরা

বারাসাতে বিজেপি। নিমতৌড়িতে বামেরা। বিরোধী শিবিরের আইন অমান্য কর্মসূচি ঘিরে তপ্ত হয়ে উঠল রাজ্যের দুই প্রান্ত। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে বাঁধল ধুন্ধুমার। ধস্তাধস্তি, লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাস, বাদ রইল না কিছুই!>>

West Bengal News Live: খুনের সুপারি দেওয়া হয়েছে, অভিযোগ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার উপ পুর প্রশাসকের

খুনের সুপারি দেওয়া হয়েছে বলে সতর্ক করে বাড়িতে পাঠানো হয়েছে চিঠি, এমনই দাবিতে থানায় অভিযোগ দায়ের করলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার উপ পুর প্রশাসক। তাঁর দাবি, এর নেপথ্যে বিরোধীদের হাত অথবা তাঁর নিজের দলের একাংশের চক্রান্ত থাকতে পারে। দলীয় চক্রান্ত নেই দাবি করেছে তৃণমূল। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live Updates: লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত্‍ সিংহের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর

‘পাচারের টাকায় নেপালে মেডিক্যাল কলেজ লাভপুরের তৃণমূল বিধায়কের’। অভিজিত্‍ সিংহের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের।

West Bengal News Live: প্যান্ডেল বন্ধের নোটিসের পর মহম্মদ আলি পার্কের পুজো পরিদর্শনে গেল কলকাতা পুরসভার জল সরবরাহ দফতর

প্যান্ডেল বন্ধের নোটিসের পর মহম্মদ আলি পার্কের পুজো পরিদর্শনে গেল কলকাতা পুরসভার জল সরবরাহ দফতর। সূত্রের খবর, পুরসভার তরফে বলা হয়েছে, ওয়াটার ট্যাঙ্ক থেকে দূরত্ব রেখে কিছুটা ফুটপাথের দিকে মণ্ডপ এগিয়ে আনতে বলা হয়েছে। শেষবেলায় কীভাবে তা সম্ভব, চিন্তায় উদ্যোক্তারা।

West Bengal News Live Updates: ঢেলে সাজানো হয়েছে পর্ষদের পরিচালন কমিটি

টেট-দুর্নীতির মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছিল হাইকোর্ট। এবার সেই পদে আনা হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পালকে। ঢেলে সাজানো হয়েছে পর্ষদের পরিচালন কমিটি। এগারো সদস্যের কমিটিতে রাখা হয়নি কোনও পুরনো মুখকে।

West Bengal News Live: বগটুইকাণ্ডে আরও ৭ জনকে গ্রেফতার করল CBI

বগটুইকাণ্ডে আরও ৭ জনকে গ্রেফতার করল CBI। ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে, ১০ দিনের CBI হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। অন্যদিকে ভাদু শেখ খুনের তদন্তে, আত্মসমর্পণকারী একজনকেও হেফাজতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থ

West Bengal News Live Updates: প্রকাশ্যে বিরোধীদের হুমকি সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের

‘এতদিন আমরা বলতাম বদলা নয়, বদল’। ‘কিন্তু অনেক হয়েছে এবার মারের বদলা মার’। প্রকাশ্যে বিরোধীদের হুমকি সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কেউ কিছু বললে মাইক ভেঙে দেব, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের।

West Bengal News Live: নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই প্রাথমিকে রদবদল, সরিয়ে দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্যদের

নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই প্রাথমিকে রদবদল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। সরিয়ে দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্যদের। সরকার তৈরি করল ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা এবার প্রাথমিকের পরিচালন ব্যবস্থায়।

West Bengal News Live: কাল ফের আদালতে পেশ, আজ অনুব্রত-র মেডিক্যাল টেস্ট কমান্ড হাসপাতালে

কাল ফের আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। তার আগে আজ তাঁর মেডিক্যাল টেস্ট। নিয়ে যাওয়া হচ্ছে কমান্ড হাসপাতালে।

West Bengal News Live: শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠক, দলকে বিশেষ বার্তা অভিষেকের

 শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠক।‘দু’চারটে আসনে হারলে ভোটে গা জোয়ারি নয়’, ‘প্রার্থী নির্বাচনে গুরুত্ব পাবে স্বচ্ছ ভাবমূর্তি’, পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখে দলকে বার্তা অভিষেকের, খবর সূত্রের। পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক অভিষেকের।

West Bengal News Live: শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠক

শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। ‘দু’চারটে আসনে হারলে ভোটে গা জোয়ারি নয়। প্রার্থী নির্বাচনে গুরুত্ব পাবে স্বচ্ছ ভাবমূর্তি। পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখে দলকে বার্তা অভিষেকের, খবর সূত্রের। পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক অভিষেকের। 

West Bengal News Live: অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর দাবি

অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর দাবি। আলিপুরে অবস্থান আন্দোলনে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। ৩০ অগাস্ট ২ ঘণ্টার কর্মবিরতির ডাক রাজ্য কোঅর্ডিনেশন কমিটির
৭ দিনের মধ্যে ডিএ-জট না কাটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

West Bengal News Live: সিবিআই তৃণমূল ‘সেটিং’ নিয়ে দিলীপ ঘোষের তত্ত্বে সমর্থন বালির নিহত তৃণমূল নেতার স্ত্রী প্রতিমা দত্তের

সিবিআই-তৃণমূল ‘সেটিং’ নিয়ে দিলীপ ঘোষের তত্ত্বে সমর্থন বালির নিহত তৃণমূল নেতার স্ত্রী প্রতিমা দত্তের। তাঁর মন্তব্য, আমারও মনে হয় কোনও গটআপ হয়নি তো? সিবিআইয়ে হতাশ। ফের কোর্টে যাওয়ার ভাবনা প্রতিমা দত্তর। সিবিআই তৃণমূল ‘সেটিং’ নিয়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) তত্ত্বে সমর্থন প্রতিমা দত্তের। তাঁর বক্তব্য, ‘শুধু দিলীপ ঘোষ নন, বিরোধীরা অনেকদিন ধরেই একথা বলে আসছেন। আমারও মনে হয় কোনও গটআপ হয়নি তো? দোষী যাঁরা, তাঁরা প্রচুর পয়সাওয়ালা, কেষ্টর মতোই সব বিত্তশালী। নারদ-সারদা তদন্তে কোনও অগ্রগতি দেখতে পেলাম না’।

West Bengal News Live: ৬ ঘণ্টা পার, বোলপুরের রেজিস্ট্রি অফিসে সিবিআই

৬ ঘণ্টা পার, বোলপুরের রেজিস্ট্রি অফিসে সিবিআই। নামে-বেনামে অনুব্রত মণ্ডলের কত সম্পত্তি? কার নামে কোথায় কোন জমির রেজিস্ট্রি? হদিশ পেতে বোলপুরের রেজিস্ট্রি অফিসে সিবিআই।

West Bengal News Live Updates: দিলীপ ঘোষকে কটাক্ষ সৌগত রায়ের

রাজ্য বিজেপির সভাপতি পদ হারানোর পর থেকে হতাশায় ভুগছেন দিলীপ ঘোষ, কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগত রায়ের।

West Bengal News Live: ‘কার সিবিআই দেখার দরকার নেই, পাবলিকের টাকায় চলছে’, আক্রমণাত্মক দিলীপ ঘোষ

সিবিআই প্রসঙ্গে আরও আক্রমণাত্মক দিলীপ ঘোষ। ‘কার সিবিআই দেখার দরকার নেই, পাবলিকের টাকায় চলছে’, ‘আমি বিচার না পেলে বলতে পারব না?’, ‘কতজন নিহত বিজেপি কর্মীর পরিবারকে বিচার দিতে পেরেছি?’, ‘এই প্রশ্ন তুললে কারও খারাপ লাগলে আমার কিছু করার নেই’, ‘যখন ভরসা থাকে না তখন সংস্থার বিরুদ্ধে প্রশ্ন ওঠে’, সিবিআই ইস্যুতে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ।

West Bengal News Live Updates: দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করে বারাসাতে বিজেপির মিছিল

দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করে বারাসাতে বিজেপির মিছিল। মিছিল থেকে উঠল চোর ধরো জেল ভরো স্লোগান। 

Partha Chatterjee Update: বিধানসভার সমস্ত কমিটি থেকে বাদ পার্থ চট্টোপাধ্যায়

বিধানসভার সমস্ত কমিটি থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে। মন্ত্রিত্ব এবং দলের পদ হারিয়েছিলেন আগেই।

West Bengal News Live Updates: অনুব্রত-মামলায় বিচারককে হুমকির চিঠি, মাদক মামলায় ফাঁসানোর হুঁশিয়ারি

অনুব্রত-মামলায় বিচারককে হুমকির চিঠি। ‘অনুব্রতকে জামিন না দিলে ফাঁসানো হবে বিচারকের পরিবারকে। মাদক মামলায় ফাঁসানো হবে বিচারকের পরিবারকে‘, আসানসোলের বিশেষে সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি-চিঠি। ২০ অগাস্ট বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি। বিষয়টি জানানো হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।

West Bengal News Live: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, পার্থ-অর্পিতাকে নিয়ে ভার্চুয়াল শুনানির আবেদন জেল কর্তৃপক্ষের

পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সিবিআইয়ের বিশেষ আদালতে ভার্চুয়াল শুনানির আবেদন জেল কর্তৃপক্ষের। আবেদনে সাড়া সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের। ৩১ অগাস্ট পার্থ-অর্পিতাকে ভার্চুয়ালি আদালতে পেশের নির্দেশ।

West Bengal News Live Updates: 'বিচার না পেলে বলতে পারব না' সিবিআই নিয়ে অবস্থানে অনড় দিলীপ

সিবিআই প্রসঙ্গে আরও আক্রমণাত্মক দিলীপ ঘোষ। বললেন, "কার সিবিআই দেখার দরকার নেই, পাবলিকের টাকায় চলছে। আমি বিচার না পেলে বলতে পারব না? কতজন নিহত বিজেপি কর্মীর পরিবারকে বিচার দিতে পেরেছি? এই প্রশ্ন তুললে কারও খারাপ লাগলে আমার কিছু করার নেই। যখন ভরসা থাকে না তখন সংস্থার বিরুদ্ধে প্রশ্ন ওঠে।"

West Bengal News Live Updates: 'বিচার না পেলে বলতে পারব না' সিবিআই নিয়ে অবস্থানে অনড় দিলীপ

সিবিআই প্রসঙ্গে আরও আক্রমণাত্মক দিলীপ ঘোষ। বললেন, "কার সিবিআই দেখার দরকার নেই, পাবলিকের টাকায় চলছে। আমি বিচার না পেলে বলতে পারব না? কতজন নিহত বিজেপি কর্মীর পরিবারকে বিচার দিতে পেরেছি? এই প্রশ্ন তুললে কারও খারাপ লাগলে আমার কিছু করার নেই। যখন ভরসা থাকে না তখন সংস্থার বিরুদ্ধে প্রশ্ন ওঠে।"

West Bengal News Live: একমাসে ৩ বার দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি

একমাসে পরপর ৩ বার দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়। তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। আদালতের নজরদারিতে তদন্তের দাবি বিজেপি-র। 

West Bengal News Live Updates: কলেজ স্ট্রিটে এআইডিএসও-র বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

কলেজ স্ট্রিটে এআইডিএসও-র বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। কোচবিহারে ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনকারী পড়ুয়াদের গ্রেফতারির প্রতিবাদ এআইডিএসও-র। ধৃত পড়ুয়াদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি এআইডিএসও-র। কলেজ স্ট্রিটে এআইডিএসও-র বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার।

West Bengal News Live: আড়াই বছর বাদে কলকাতায় ফিরছে ডার্বি, গেটের বাইরে লম্বা লাইন

ফিরল ময়দানের চেনা ছবি। আড়াই বছর বাদে কলকাতায় ফিরছে ডার্বি। ২৮ অগাস্টের মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। আজ থেকে ডার্বির অফলাইন টিকিট বিক্রি শুরু হতেই দুই প্রধান গেটের বাইরে লম্বা লাইন।

West Bengal News Live Updates: নিষেধাজ্ঞা উড়িয়ে দুর্বল সেতুর ওপর ভারী যান চলাচল, অভিযানে নামলেন খোদ জেলাশাসক

নিষেধাজ্ঞা উড়িয়ে দুর্বল সেতুর ওপর ভারী যান চলাচল। রাতে অভিযানে নামলেন খোদ জেলাশাসক। মেদিনীপুর ও খড়গপুরের সংযোগস্থলে কংসাবতী নদীর ওপর বীরেন্দ্র শাসমল সেতু বেহাল। কয়েকমাস আগেই সেতুর ওপর ভারী যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়। অভিযোগ, নিষেধ অগ্রাহ্য করে ওই সেতু দিয়ে রাতে ভারী গাড়ি চলাচল করছে। খবর পেয়ে গতকাল অভিযান চালান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক। সেতুর দু’পারে দাঁড়িয়ে থাকা ভারী গাড়িগুলির কাগজ বাজেয়াপ্ত করা হয়। রাতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

West Bengal News Live: দুর্নীতি নয়, কলকাতার লোক নিজেদের সুবিধা নিয়ে চিন্তা করেন, বললেন দিলীপ

এবার দিলীপ ঘোষের নিশানায় কলকাতাবাসী। ‘কলকাতার লোক দুর্নীতি নিয়ে চিন্তা করেন না। কলকাতাবাসীরা নিজেদের সুবিধা নিয়ে চিন্তা করেন। তাঁরাই ভোট দিয়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের জেতান। কারণ তাঁদের সততা-নিষ্ঠা-ন্যায়ের প্রশ্ন নেই। নিজেদের সুবিধা নিয়েই থাকেন। আমি সত্যি কথা বলি, কারও খারাপ লাগলে কিছু করার নেই,' বিস্ফোরক মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের
কলকাতার মানুষকে অপমান করছেন দিলীপ ঘোষ, পাল্টা কুণাল। 

West Bengal News Live Updates: দুধের গাড়ির আড়ালে গরু পাচারের অভিযোগ, পুরুলিয়ার হুড়া থানা এলাকায় উল্টে গেল গাড়ি

দুধের গাড়ির আড়ালে গরু পাচারের অভিযোগ। আজ সকালে পুরুলিয়ার হুড়া থানা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুধের কন্টেনার। কিন্তু গাড়ির দরজা খুলতেই তার থেকে বেরিয়ে আসা গরু। ২২টি গরু উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় মৃত্যু হয় ৫টি গরুর। জখম হয় আরও ৫টি গরু। চালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ। পুলিশের দাবি, চাষের জন্য বিহারের ঔরঙ্গাবাদ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, তৃণমূলের যোগসাজশে গরু পাচার হচ্ছিল। অভিযোগ অস্বীকার শাসকদলের।  

West Bengal News Live: বগটুই গণহত্যা মামলায় আরও ৭ জনকে গ্রেফতার করল সিবিআই

বগটুই গণহত্যা মামলায় আরও ৭ জনকে গ্রেফতার করল সিবিআই। আজই হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানোর সিদ্ধান্ত। সিবিআই সূত্রে খবর, বগটুই গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে ধৃতদের। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মেলে। খবর সূত্রের।

West Bengal News Live Updates: রাজীবের ৬৬ লক্ষ টাকার লেনদেন, অনুব্রতর স্ত্রীর চিকিৎসায় টাকা! উঠছে প্রশ্ন

এবার সিবিআইয়ের রাডারে অনুব্রত-ঘনিষ্ঠ বোলপুরের চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য। সিবিআই সূত্রে দাবি, তাদের স্ক্যানারে রাজীবের ৬৬ লক্ষ টাকার একটি লেনদেন। অনুব্রত মণ্ডলের স্ত্রী যে সময় নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, ঠিক সেইসময় ওই হাসপাতালে ৬৬ লক্ষ টাকা দেন রাজীব। কী কারণে হাসপাতালে ওই টাকা দিয়েছিলেন বোলপুরের চালকল মালিক? সেটা কী অনুব্রতর স্ত্রীর চিকিত্সার জন্য? সেই সম্পর্কে জানতে চান সিবিআই আধিকারিকরা, খবর সূত্রের। সিবিআই সূত্রে দাবি, রাজীবের কাছ থেকেই মিলেছে টাকা লেনদেন সংক্রান্ত নথি। অনুব্রত-মামলায় বোলপুরের চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তদন্তে জানা গেছে, অনুব্রতর হয়ে চালকলগুলি চালাতেন রাজীব। যদিও এ কথা অস্বীকার করেছেন বোলপুরের ওই চালকল ব্যবসায়ী

West Bengal News Live: ১৭ জন বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধি মামলার শুনানি পিছোল হাইকোর্টে

১৭ জন বিরোধী নেতার সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় নথি আদানপ্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় হাইকোর্টে পিছলো শুনানি। যে কোনও নিরপেক্ষ এবং স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত হোক। সম্পত্তির খতিয়ান আগেও দেওয়া হয়েছে, ফের দিতে কোনও অসুবিধা নেই। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে আদালতে জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর আইনজীবী।তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগে মামলার পাল্টা বিরোধীদলের ১৭ জন নেতা-নেত্রীর বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধির অভিযোগে দায়ের হয় জনস্বার্থ মামলা। মামলায় নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, রাহুল সিন্হা, অগ্নিমিত্রা পাল, তন্ময় ভট্টাচার্য, মহম্মদ সেলিম-সহ ১৭ জন বিরোধী নেতার। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি। 

West Bengal News Live Updates: কয়লাকাণ্ডে ইডি-র মুখোমুখি আইপিএস কোটেশ্বর রাও

কয়লাকাণ্ডে ইডি-র মুখোমুখি আইপিএস কোটেশ্বর রাও। দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা আইপিএস অফিসারের। ইডি সূত্রে খবর, কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার ডায়েরির সূত্র ধরে তলব করা হয়েছে কোটেশ্বর রাওকে। লালার ডায়েরিতে মিলেছে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য। সেই তথ্য সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করা হবে আইপিএস কোটেশ্বর রাওকে। খবর ইডি সূত্রে। 

West Bengal News Live: বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে সিবিআই, কত সম্পত্তি অনুব্রত মণ্ডলের! সন্ধানে গোয়েন্দারা

বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে সিবিআই।  নামে বেনামে কত সম্পত্তি অনুব্রত মণ্ডলের! সন্ধানে গোয়েন্দারা।

West Bengal News Live Updates: সায়গলই সাইকেল! গরুপাচার মামলায় রহস্যভেদ করল সিবিআই

গরুপাচার মামলার তদন্তে এবার সাইকেলের রহস্যভেদ করল সিবিআই। সূত্রের খবর, তদন্তে নামার পর বারবার উঠে আসে সাইকেল শব্দটি। সাইকেল কী? এটা কী কোনও সাঙ্কেতিক শব্দ? ধন্দে পড়ে যান সিবিআইয়ের আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, সন্দেহ দৃঢ় হয়, গরুপাচারকারীদের কাছ থেকে আটক করা বিভিন্ন নথিতে সাইকেল শব্দটি পাওয়ার পর। সেখানে সাইকেল নামের পাশে লেখা বিভিন্ন অঙ্কের টাকার কথা। সিবিআই সূত্রে দাবি, তদন্তে জানা যায়, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলই, গরুপাচারকারীদের কাছে পরিচিত ছিলেন সাইকেল নামে। তবে কি অনুব্রতকে আড়াল করতেই দেহরক্ষী সায়গলের ছদ্মনাম? সম্ভাবনা খতিয়ে দেখছে সিবিআই। খবর সূত্রের।  

West Bengal News Live: আজ হেফাজতের শেষ দিন, কাল ফের আদালতে তোলা হবে অনুব্রতকে

গরুপাচার মামলায় ১৪ দিনের হেফাজতের মেয়াদ শেষে আগামীকাল ফের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। আজই সিবিআই হেফাজতের শেষ দিন। ফলে বেলা ১১টার পর থেকেই নিজাম প্যালেসে অনুব্রতকে শুরু হবে জেরা। সিবিআই সূত্রে খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিপুল সম্পত্তি কীভাবে হল, তা নিয়েই মূলত জানতে চাওয়া হবে। একাধিক চালকল, জমি,  সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট সংক্রান্ত নথি সামনে রেখে ফের অনুব্রতর আয়ের উত্স জানতে চাইবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, গরুপাচার তদন্তে বারবার উঠে এসেছে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের নাম। অনুব্রতর কাছে ফের সায়গল সম্পর্কেও জানতে চাইবে সিবিআই। খবর সূত্রের। 

West Bengal News Live Updates: রাজ্য বিজেপি-র কথাতেই রাজ্যকে প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্র, দাবি বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের

'রাজ্য বিজেপির কথাতেই রাজ্যকে প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্র। বিস্ফোরক দাবি বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। যে প্রকল্পের হিসেব দেবে না, সেই টাকা বন্ধ করা উচিত। কেন্দ্রের পাঠানো টাকা নেতাদের বাড়িতে পাওয়া যাচ্ছে। হিসেব দিন, টাকা নিন,' বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের।

West Bengal News Live: আগামী কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। শুরু হয়েছে বৃষ্টি। আগামী কয়েকঘণ্টা কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে দিঘার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। তার জেরে আগামী কয়েকদিন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা। 

West Bengal News Live Updates: দুর্নীতি থেকে নজর ঘোরাতেই দান-খয়রাতি চলছে, পুজোর অনুদান ঘোষণা প্রসঙ্গে তীব্র আক্রমণ দিলীপের

মুখ্যমন্ত্রীর পুজোর অনুদান ঘোষণা প্রসঙ্গে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের। দুর্নীতি থেকে নজর ঘোরাতেই দান-খয়রাতি চলছে। ওপর থেকে একটু ঢিলে হলেই বাঙালি দুর্নীতির কথা ভুলে যাবে। লীলা-মেলা-খেলা করেই বাঙালিকে ভুলিয়ে রাখতে হবে। রাজ্যের মানুষ ৫০০ টাকা নিয়েই খুশি। পার্থ-কেষ্টর নাম কে মনে রাখবে? পুজোয় ক্লাবগুলিকে ছাড় দেওয়া বিদ্যুতের মাসুল গুণতে হবে জনগণকে। মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 

West Bengal News Live: বাড়িতে গিয়ে হদিশ মেলেনি, অবশেষে খোঁজ মিলল অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুত্‍বরণের, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি

বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুত্‍বরণ গায়েন। সূত্রের খবর, বর্তমানে তাঁর বুকে ও পেটে ব্যথার সমস্যা রয়েছে। গতকালই তাঁর বাড়িতে দেড় ঘণ্টা ধরে তল্লাশি চালায় CBI। 

West Bengal News Live Updates: নির্ধারিত সময়ে দেওয়া হয়নি মহার্ঘ ভাতা, মুখ্যসচিবের বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের হল

আদালতের নির্দেশমতো নির্ধারিত সময়ে দেওয়া হয়নি সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা। এই অভিযোগে হাইকোর্টে মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হল। আগামী ২৫ অগাস্ট এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে আদালতের DA নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে আগেই আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।

West Bengal News Live: শুভেন্দু অধিকারীর কনভয়ে ফের দুর্ঘটনা, আবার সেই মারিশদায়

শুভেন্দু অধিকারীর কনভয়ে ফের দুর্ঘটনা। এবং আবার সেই মারিশদায়! প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি, কনভয়ের শেষে থাকা CRPF-এর গাড়িটি টোটোকে পাশ কাটাতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি লরির সামনে ধাক্কা মারে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিরোধী দলনেতার কনভয়ে কেন বারবার দুর্ঘটনা? সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। 

West Bengal News Live Updates: রাজনীতি করি, কারও দায় আমার নেই, CBI নিয়ে মন্তব্য়ে অনড় দিলীপ

CBI প্রসঙ্গে নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ। গতকাল তিনি বলেন, CBI আমার ৬০ জন কর্মী হত্যার একজনকেও ন্যায় দিতে পারেনি, সেই CBI’কে আমি বলব, আমি রাজনীতি করি, কারও দায় আমার নেই। দিলীপ ঘোষের এই মন্তব্যে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: গরুপাচার মামলায়, বোলপুরে আরও এক রাইস মিলে হানা দিল CBI

ভোলে ব্যোমের পর এবার শিবশম্ভু। গরুপাচার মামলায়, বোলপুরে আরও এক রাইস মিলে হানা দিল CBI। FCI অফিসাররাদের সঙ্গে নিয়ে গতকাল প্রায় সোয়া চার ঘণ্টা ধরে চলল তল্লাশি। যদিও এসব নিয়ে কোনও মন্তব্য করেননি অনুব্রত মণ্ডল।

প্রেক্ষাপট

কলকাতা: বোলপুরে (Bolpur) আরও এক রাইস মিলে সিবিআই (CBI)। সওয়া চার ঘণ্টার তল্লাশি। উদ্ধার নথি। মিলের মালিকানা নিয়ে ধন্দ। সরকারি প্রকল্পের জন্য যেত অতি নিম্নমানের চাল, অভিযোগ প্রাক্তন কর্মীর।


বুধবার অনুব্রত মণ্ডলকে আদালতে তোলার আগে, দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) বোলপুরের ফ্ল্যাটে তৃতীয়বার সিবিআই। সঙ্গে ব্যাঙ্ক আধিকারিক। অ্যাক্সিস ব্যাঙ্কে গিয়েও খোঁজ। নজর ৭টি ব্যাঙ্কের ১৮টি অ্যাকাউন্টে।


গরু পাচারের টাকায় অনুব্রতর বিপুল সম্পত্তি। তালিকায় চালকল, ক্র্যাশার, জমি, বাড়ি, হোটেল। ২০১৪ থেকে মণ্ডল পরিবারের আয় রকেট গতিতে বৃদ্ধি, আদালতে রিপোর্ট সিবিআইয়ের।


অন্ত্যোদয় যোজনার চাল গিয়েছিল ভোলে ব্যোম রাইস মিল থেকে। ২০১৮’য় অভিযোগ মুকুল রায়ের (Mukul Roy)। ওঁর সঙ্গে কথা বলুক সিবিআই, এবিপি আনন্দে বললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।


দুর্নীতির অভিযোগ তোলায় ৭ বছর আগে সাসপেন্ড। তখন তাঁর কথায় গুরুত্ব দিলে, অনুব্রতর এই অবস্থা হতো না। দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক তৃণমূলে ফেরা প্রাক্তন বিধায়ক স্বপনকান্তি ঘোষ। 


২ মাসে এই নিয়ে তিনবার। কলকাতায় আসার পথে মারিশদায় শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ি ফের দুর্ঘটনার কবলে। ট্রাকের সঙ্গে ধাক্কা কনভয়ের পিছনে থাকা গাড়ির।


তিন মাসের সময়সীমা পেরোলেও কেন মেলেনি ডিএ? রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের। ২৫ অগাস্ট শুনানির সম্ভাবনা।


এবার পুজো অনুদান বেড়ে ৬০ হাজার টাকা। পুজোর বিদ্যুত্‍ বিলে ৬০ শতাংশ ছাড়। ঘোষণা মুখ্যমন্ত্রীর। টাকা নেই বলে ডিএ বাদ, ভোট বাঁচাতে অনুদান, কটাক্ষ বিরোধীদের।


তৃণমূলের সবাইকে চোর বললে শিক্ষা দেব, হুঁশিয়ারি সৌগতর। চোরকে তো চোরই বলবে, পাল্টা সুকান্ত। মনে হয় ঘুসি মেরে মুখ ভেঙে দিই, আক্রমণ শোভনদেবের। পয়েন্ট বাড়ানোর চেষ্টা, খোঁচা বিরোধীদের।


নারকেলডাঙাকাণ্ডে গ্রেফতার ৮।  জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। নতুন ধারা যুক্ত করে অন্যায় করেছেন। পুলিশকে হুঁশিয়ারি মেয়র পারিষদের। 


হেস্টিংসে রাজ্য বিজেপির বৈঠকে উঠল সিএএ ইস্যু। ২০২৪-এর মধ্যেই হবে, আশ্বাস মালব্যর। জনমত তৈরিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরামর্শ। 


ভুয়ো সরকারি বিল ছাপিয়ে বীরভূমে পাথরবোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ। ৪ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমার নির্দেশ হাইকোর্টের। ১ নভেম্বর ফের শুনানি।


দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি। ধন্যবাদ জানাতে ১ সেপ্টেম্বর মিছিল, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৮ অক্টোবর কলকাতায় পুজো কার্নিভাল। এবার পুজো কার্নিভাল হবে জেলাতেও। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.