West Bengal News Live Updates: সপ্তমীতে পুজোর আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য, মণ্ডপে মণ্ডপে জনস্রোত

West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 Oct 2022 11:54 PM
WB Live News: সপ্তমীতে পুজোর আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য, মণ্ডপে মণ্ডপে জনস্রোত

সপ্তমীতে পুজোর আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য। মণ্ডপে মণ্ডপে জনস্রোত।

WB Live Update: সন্তোষ মিত্র স্কোয়ারকে ফাঁকা করে অন্য প্যান্ডেলের ভিড় বাড়ানোর চেষ্টা, অভিযোগ সজল ঘোষের

সন্তোষ মিত্র স্কোয়ারে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে প্রবল ভিড় । দিল্লির লালকেল্লার আদলে মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ারে। ভিড় সামলাতে মণ্ডপে দর্শকের প্রবেশ নিয়ন্ত্রণ। মণ্ডপে লেজার শো বন্ধ করতে পুজো উদ্যোক্তাদের কাছে অনুরোধ পুলিশের। ‘সন্তোষ মিত্র স্কোয়ারকে ফাঁকা করে অন্য প্যান্ডেলের ভিড় বাড়ানোর চেষ্টা চলছে’। অভিযোগ পুজোর উদ্যোক্তা সজল ঘোষের।

WB Live News: সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় সামলাতে মণ্ডপে দর্শকের প্রবেশ বন্ধ করল প্রশাসন, দাবি উদ্যোক্তাদের

সন্তোষ মিত্র স্কোয়ারে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে প্রবল ভিড়। দিল্লির লালকেল্লার আদলে মণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়ারে। ভিড় সামলাতে মণ্ডপে দর্শকের প্রবেশ বন্ধ । প্রবেশ বন্ধ করেছে প্রশাসন, দাবি উদ্যোক্তাদের।

WB Live Update: শ্রীরামপুরে গাঁধী ময়দানে সাংসদ কল্যাণ ব্যানার্জির দুর্গাপুজোয় শত্রুঘ্ন

তাঁর হাত ধরেই কয়লাখনি এলাকায় প্রথমবার পদ্ম সরিয়ে ফুটেছে ঘাসফুল। ৩ লক্ষেরও বেশি মার্জিনে আসানসোল থেকে জিতেছেন। তাঁকে দাঁড় করিয়ে উপনির্বাচনে তৃণমূল প্রথমবার শুধু আসানসোল কেন্দ্রে বিজেপির থেকে জয়-ই ছিনিয়ে নেয়নি, বিজেপির জয়ের মার্জিনের রেকর্ডও ভেঙে দিয়েছে। এহেন শত্রুঘ্ন সিন্হার সঙ্গে দিন দিন সম্পর্ক মজবুত হচ্ছে এরাজ্যের। কাজেই বাঙালির সর্ব শ্রেষ্ঠ উৎসবে যে তিনি সামিল হবেন একথা বলাইবাহুল্য ! শ্রীরামপুরে গাঁধী ময়দানে সাংসদ কল্যাণ ব্যানার্জির দুর্গাপুজোয় এলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।

WB Live News: সেরা পাড়ার পুজো শারদ সম্মান পেল প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের একডালিয়া এভারগ্রিন

বারোয়ারি হয়েও এ পুজোয় পাড়ার ছোঁয়া। সেরা পাড়ার পুজো শারদ সম্মান পেল প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের একডালিয়া এভারগ্রিন। ইনস্টলেশনে সেরার শারদ সম্মান পেল বেলেঘাটা ৩৩ পল্লি।

WB Live Update: সপ্তমীর সন্ধেতেই মণ্ডপে মণ্ডপে জনস্রোত

সপ্তমীর সন্ধেতেই মণ্ডপে মণ্ডপে জনস্রোত। আবহাওয়া দফতর ভারী বৃষ্টির আশঙ্কা দূর করতেই পথে নামল মানুষ। আলোয় ভাসছে গোটা রাজ্য।

WB Live News: বেলুড় মঠ, চেতলা অগ্রণীতে জমজমাট সন্ধ্যারতি

সপ্তমীর সন্ধেতে পা দিল প্রাণের পুজো। বেলুড় মঠ, চেতলা অগ্রণীতে জমজমাট সন্ধ্যারতি

WB Live Update: ১০০ ফুটের পাহাড় চড়ে মা দুর্গা দর্শন বর্ধমানে

বর্ধমানে ১০০ ফুটের পাহাড়। মা দুর্গাকে দর্শন করতে চড়তে হচ্ছে তাতে। ৬৩ বছরে পা দেওয়া সর্বমিলন সঙ্ঘের পুজোয় চমক আছে আরও। থাকছে লেজার শো, তার সঙ্গে মানানসই সাউন্ড এফেক্ট। 

WB Live News: হাজরা পার্কের পুজো এবার ৮০ বছরের, থিম তাণ্ডব

হাজরা পার্কের পুজো এবার পা দিল ৮০ বছরে। তাদের এবারের থিম তাণ্ডব। মা এখানে তাণ্ডবরতা। মাতৃরূপে সেরার শারদ সম্মান জিতল হাজরা পার্ক।

WB Live Update: শহরের ৩টি পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান

বিষয় ভাবনায় অভিনবত্ব। শিল্পের উত্‍কর্ষের ছোঁয়া মণ্ডপ থেকে আলোক সজ্জায়। তারই স্বীকৃতি এবিপি আনন্দে। শহরের ৩টি পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান।

WB Live News: আকাশ মেঘলা থাকলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি

সপ্তমীর দুপুর পেরোতেই মানুষের ঢল। আকাশ মেঘলা থাকলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। থেমেও যাবে কিছুক্ষণের মধ্যে। পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

WB Live Update: ইনস্টলেশনে সেরার শারদ আনন্দ সম্মান পেল বেলেঘাটা ৩৩ পল্লি

বেলেঘাটা ৩৩ পল্লির পুজো এবার পা দিল ২২ বছরে। ৩৩ পল্লির এবারের থিম চুপকথা। আমরা অনেক কিছু অনেক সময় বলি, যা হয়তো শ্রোতার কাছে পৌঁছয় না। আবার অনেক সময় চুপ করে থাকাটাই হয়ে ওঠে বাঙ্ময়। ভাষা অনেক সময়ই হয়ে দাঁড়ায় ভাবপ্রকাশের অন্তরায়। ইনস্টলেশনে সেরার শারদ আনন্দ সম্মান পেল বেলেঘাটা ৩৩ পল্লি।

WB Live News: বঞ্চনার বিষাদ নিয়ে ৫৬৭ দিনে এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলন

পুজোর কলকাতায় দুই ছবি। একদিকে আনন্দের রোশনাই। অন্যদিকে, বঞ্চনার বিষাদ নিয়ে ৫৬৭ দিনে এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলন।

WB Live Update: নস্টালজিয়ায় সেরার সম্মান ছিনিয়ে নিল সন্তোষপুর লেক পল্লি

নস্টালজিয়ায় সেরার সম্মান ছিনিয়ে নিল সন্তোষপুর লেক পল্লি। প্রকৃতি চেতনায় সেরা লালাবাগান নবাঙ্কুর। ব্যতিক্রমী ভাবনায় ২১ পল্লি। বেলগাছিয়া কেন্দ্রীয় শিল্প সুষমায় সেরা। 

WB Live News: লোকশিল্প প্রয়োগে সেরার সম্মান ছিনিয়ে নিল ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক

লোকশিল্প প্রয়োগে সেরার সম্মান ছিনিয়ে নিল ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক। নগর সৃজনে দমদম পার্ক তরুণ দল। উত্‍স সন্ধানে সেরা অজেয় সংহতি। মাতৃভাবনায় নলিন সরকার স্ট্রিট। 

WB Live Update: সাড়ে ৭ লক্ষ পেরিয়ে গেল দক্ষিণেশ্বর- নিউ গড়িয়া মেট্রোর যাত্রী সংখ্যা

সাড়ে সাত লক্ষ পেরিয়ে গেল দক্ষিণেশ্বর- নিউ গড়িয়া (Dakshineshwar-New Garia) মেট্রোর যাত্রী সংখ্যা। মেট্রো রেল সূত্রে খবর, গতকাল মহাষষ্ঠীতে মেট্রোর মোট যাত্রী সংখ্যা ছিল ৭ লক্ষ ৫৩ হাজার ৩৯০। মোট ২৮৮টি মেট্রো চলে সারাদিন। মেট্রো আয় পেরিয়েছে ১ কোটি টাকা। স্মার্ট কার্ড এবং টিকিট বিক্রিতে মোট আয় হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৯৭ হাজার ৩৩০ টাকা। সবথেকে যাত্রী ছিল দমদম মেট্রো স্টেশনে। যাত্রী বেড়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও (East-West Metro)। সেক্টর ফাইভ-শিয়ালদা রুটেও যাত্রী হয়েছে ৩৬ হাজার ২৭৫।

WB Live News: সপ্তমীর সকালে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, মালদা শহরে পুজো মণ্ডপের তোরণ ভেঙে বিপত্তি

সপ্তমীর সকালে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। মালদা শহরে পুজো মণ্ডপের তোরণ ভেঙে বিপত্তি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে শহরের রাস্তা। দ্রুত মেরামতির কাজ শুরু হয়।

WB Live Update: সারাবছর তর্ক-বিতর্ক, বাগবিতণ্ডা, পাড়ার পুজোয় ব্যস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

সারাবছর তর্ক-বিতর্ক, বাগবিতণ্ডা। সেই চেনা মুখগুলোই পুজোর সময় অন্য মেজাজে। শ্রীরামপুরে পাড়ার পুজোয় ব্যস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যস্ত আইনজীবী, তৃণমূলের সাংসদও বটে। সেইসব দায়িত্ব সামলেও পুজোর ক’দিন তিনি পাড়ার লোক। 

WB Live News: দুর্গাপুরের আবাসনে দুঃসাহসিক চুরি, সোনা-টাকা লুঠ, নাড়ু-মিষ্টি খেয়ে চম্পট দুষ্কৃতীরা

পুজোর মরসুমে দুঃসাহসিক চুরি। একই সঙ্গে নারকেল নাড়ু ও মিষ্টি খেয়ে পালাল দুষ্কৃতীরা। দুর্গাপুরে একটি আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা। ৬ লক্ষ টাকার সোনা, নগদ ২০ হাজার টাকা এবং ল্যাপটপ চুরির অভিযোগ। 

WB Live Update: বালিগঞ্জের ২১ পল্লির পুজোর ৭৬তম বর্ষ, এবারের থিম ভ্রমণ

বালিগঞ্জের ২১ পল্লির পুজোর এবার ৭৬ তম বর্ষ। এবারের থিম, ভ্রমণ। ব্যতিক্রমী ভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল ২১ পল্লির পুজো।

WB Live News: কুমারটুলি সর্বজনীনের পুজোর এবার ৯২তম বর্ষ

কুমারটুলি সর্বজনীনের পুজোর এবার ৯২ তম বর্ষ। থিমের নাম, শিরোনাম। দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকেন বহু মানুষ। এবার তাঁদেরকে সম্মান জানাতেই কুমারটুলি সর্বজনীনের পুজো ভাবনা। 

WB Live Update: বহরমপুরে ব্যবসায়ী পুত্রকে অপহরণ করে খুনের অভিযোগে গ্রেফতার বন্ধু

বহরমপুরে ব্যবসায়ী পুত্রকে অপহরণ করে খুনের অভিযোগে বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আক্রম শেখ। আগে খুন করে, পরে মুক্তিপণ চাওয়া হয়, দাবি পুলিশের। 
পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানিয়েছেন, গতকাল বহরমপুরের কর্ণসুবর্ণ এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়। ধৃত জেরায় ধৃত খুনের কথা কবুল করেছে বলে পুলিশের দাবি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়ী-পুত্র বাপ্পা মণ্ডলের কাছ থেকে টাকা পেত আক্রম। সেই নিয়েই দুই বন্ধুর মধ্যে বচসা, তার জেরেই খুন। বৃহস্পতিবার নিখোঁজ হন বাপ্পা।পরদিন তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। 

WB Live News: পাড়ার পুজো ব্যস্ত কল্যাণ, নিজেই বসেন পুজোয়, ঢাক বাজালেন অপরূপা

পেশায় আইনজীবী। তৃণমূলের সাংসদ। কিন্তু নিজেই বসেন পুজো করতে। সপ্তমীর সকালে শ্রীরামপুরে পাড়ার পুজোয় ব্যস্ত তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজোর দিনে ঢাক বাজালেন আরও এক রাজনীতিক, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।

WB Live Update: ষষ্ঠীর পর সপ্তমীতেও অসুর বৃষ্টি, ভিজছে কলকাতা, বৃষ্টি নামার সম্ভাবনা জেলাতেও

ষষ্ঠীর পর সপ্তমীতেও অসুর বৃষ্টি। সকাল থেকে কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী ২ ঘণ্টা কলকাতা ছাড়াও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া, এই ৬ জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস।

WB Live News: সপ্তমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, পুজো দেখতে বেরিয়ে পড়েছেন বহু মানুষ

সপ্তমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। পায়ে পায়ে পুজো দেখতে বেরিয়ে পড়েছেন বহু মানুষ। সকাল থেকেই জমজমাট একডালিয়া এভারগ্রিনের পুজামণ্ডপ চত্বর। নবপত্রিকা স্নানের পর শুরু হয়ে গেছে পুজোর মূল পর্ব। সনাতনী প্রতিমাই এই পুজোর বৈশিষ্ট। দক্ষিণ কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম একডালিয়া এভারগ্রিন। আমরা তুলে ধরছি সেখানকার সপ্তমীর সকালের ছবি। 

WB Live Update: ৩০০ বছরের রীতি মেনে সপ্তমীর সকালে মালদার চাঁচলের রাজবাড়ি থেকে পাহাড়পুরের চণ্ডী মন্দিরে দেবী

৩০০ বছরের রীতি মেনে সপ্তমীর সকালে মালদার চাঁচলের রাজবাড়ি থেকে দেবী সিংহবাহিনী পৌঁছন পাহাড়পুরের চণ্ডী মন্দিরে। সেখানে চারদিন ধরে তিনি চণ্ডীরূপে পূজিত হবেন। দশমীতে ফিরবেন রাজবাড়িতে। স্বপ্নাদেশে চাঁচলের রাজা মহানন্দা নদী থেকে দেবীর চতুর্ভূজা মূর্তি পান। তারপর থেকেই পুজো শুরু। দশমীর দিন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দেখানো আলোয় বিসর্জন দেওয়া হয় মায়ের মৃন্ময়ী মূর্তিকে। 

WB Live News:৯৭ বছরে পা দিল সিমলা ব্যায়াম সমিতির পুজো

৯৭ বছরে পা দিল সিমলা ব্যায়াম সমিতির পুজো। সনাতন রুদ্র পালের তৈরি প্রতিমা। গ্যালভানাইজড স্টিল দিয়ে প্যাগোডার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু এই পুজোর সভাপতি ছিলেন। 

WB Live Update: সপ্তমীতেই সিঁদুর খেলা, দুর্গাপুরের গোপাল মাঠের রায় বাড়ির পুজোর বয়স ২০০

দুর্গাপুরের গোপাল মাঠের রায় বাড়ির পুজোর বয়স দু’শো পেরিয়েছে। এই বাড়ির পুজোর বৈশিষ্ট হল সপ্তমীর সিঁদুর খেলা। নবপত্রিকা স্নানের পর, বরণ করে নেন বাড়ির মহিলারা। এরপর শুরু হয় সিঁদুর খেলা। পুজোর চারদিন গোটা পরিবার একত্রিত হয়। 

WB Live News: সপ্তমীর সকালেই রাস্তায় জনজোয়ার, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়

সপ্তমীর সকালেই রাস্তায় জনজোয়ার। উত্তর থেকে দক্ষিণ, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। থিমের সঙ্গে সাবেকিয়ানার জোর টক্কর। তার মধ্যেই সেরা পুজোগুলি পেল শারদ আনন্দ সম্মান। 

WB Live Update: কাশিমবাজার রাজবাড়ির নবপত্রিকা স্নান, কলাবউকে স্নান ও ঘট ভরার পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা

মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ির নবপত্রিকা স্নান। সপ্তমীর সকালে রাজ পুরোহিত রাজবাড়ি থেকে হেঁটে যান পাতালেশ্বরের সতীদাহ ঘাটে। সেখানে কলাবউকে স্নান ও ঘট ভরার পর, রাজবাড়িতে ফিরে এসে চক্ষুদান করে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়।

WB Live News: কলকাতার জাজেস ঘাটে চলছে নবপত্রিকা স্নান, তিল ধারণের জায়গা নেই

ভোর থেকেই শুরু হয়েছে নবপত্রিকা স্নান। কলকাতার জাজেস ঘাটে চলছে নবপত্রিকা স্নান। বিভিন্ন জায়গা থেকে এসেছেন পুজোর উদ্যোক্তারা। মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই গঙ্গার ঘাটে। 

WB Live Update: পেট্রোল ১০৬.০৩, ডিজেল ৯২.৭৬, জ্বালানির দাম অপরিবর্তিত শহরে

আজ কলকাতায় জ্বালানির দাম অপরিবর্তিত। আজ লিটার প্রতি পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা। ৯২.৭৬ টাকা দাম পড়ছে লিটার প্রতি ডিজেলের।


 

WB Live News: আজ মহাসপ্তমী, শাস্ত্রমতে পুজো শুরু

আজ মহাসপ্তমী৷ শাস্ত্রমতে পুজো শুরু৷ সপরিবারের মা দুর্গার পিতৃগৃহে প্রবেশের দিন৷ দেবীর নবপত্রিকা স্নান ও প্রাণ প্রতিষ্ঠাই সপ্তমী পুজোর মুখ্য আচার৷ কৃষি প্রধান বাংলায় ৯টি ওষধি বৃক্ষকে ও ৯ দেবীজ্ঞানে চলে এই স্নানপর্ব। এগুলি হল কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান।  নবপত্রিকার পরই দেবীর মহাস্নান। তারপর ঘটে দেবীর প্রাণপ্রতিষ্ঠা করে শুরু মহাপুজো। সপ্তমীর সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন মণ্ডপে৷ ঢাকের বাদ্যিতে জমজমাট সপ্তমীর পুজো। 

WB Live Update: একদা সরকারি পদে থাকা ৬ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

এসএসসি দুর্নীতি মামলায় একদা সরকারি পদে থাকা ৬ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের। চেয়েও মেলেনি রাজ্য সরকারের অনুমতি। CBI সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। চার্জশিটে রয়েছে বেআইনি ভাবে চাকরি পাওয়া ১০ জনের নাম। তাঁদের মাধ্যমে আরও অনেকে নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

WB Live News: চাকরির দাবিতে আন্দোলন পুজোতেও, বাড়ি যেতে আর্জি কুণালের

এ যেন প্রদীপের নীচে অন্ধকার! পুজোতেও গান্ধীমূর্তির পাদদেশে চোখের জল ফেলছেন স্কুলের চাকরিপ্রার্থীরা। তাঁদের অবস্থান-বিক্ষোভ ৫৬৬ দিন পার । চাকরিপ্রার্থীদের দুর্গতি নাশ হবে কবে? রাজ্য সরকারকে নিশানা করে প্রশ্ন বিজেপির। আন্দোলনকারীরা বাড়িতেই পুজো কাটান। আর্জি কুণাল ঘোষের।

WB Live Update: আজ মহাসপ্তমী, সপরিবারের দুর্গার বাপের বাড়িতে আসার দিন

আজ সপ্তমী৷  লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারের দুর্গার বাপের বাড়িতে আসার দিন। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু সপ্তমীর পুজো। 


নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ন’টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা ন’টি পাতা নয়, ন’টি উদ্ভিদ। কৃষিপ্রধান বাংলার প্রতীক। এগুলি হল, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। 

প্রেক্ষাপট

কলকাতা: আজ সপ্তমী৷  লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারের দুর্গার বাপের বাড়িতে আসার দিন (Durga Puja 2022)। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। তারপর শাস্ত্রমতে ষোড়শ উপাচারে শুরু সপ্তমীর পুজো। 


নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ন’টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা ন’টি পাতা নয়, ন’টি উদ্ভিদ। কৃষিপ্রধান বাংলার প্রতীক। এগুলি হল, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান।


প্যান্ডলে প্যান্ডলে মানুষের ঢল নেমেছে সেই মহালয়া থেকেই। তবে আজ রবিবার, মহাসপ্তমী। শাস্ত্রমতে পুজোর শুরু। সপ্তমীতে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rainfall)। ষষ্ঠীতেই বিক্ষিপ্ত বৃষ্টি হয় দক্ষিণবঙ্গে। তাতে যদিও ঘোরপা মাটি হয়নি। তবে আজ থেকে দশমী ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী এলাকায় (Weather Update)।


পুজোর আনন্দে রাজনীতিকরাও। নাচের তালে অপরূপা। ঢাক বাজালেন সুকান্ত-শুভেন্দু-লকেট। সুরুচিতে ঢাক বাজালেন অরূপ-কুণাল। 


মুম্বইয়ে পুজোয় সামিল কাজল। নয়ডা সেক্টর সিক্সটি ওয়ানের বলাকা দুর্গোৎসবে শ্রদ্ধা সঙ্গীতশিল্পীদের। লন্ডনের ইলিংয়েও শারদোৎসবের আনন্দ।


পুজোর আনন্দে মাতোয়ায় গোটা বাংলা। বঞ্চনার বিষাদ নিয়ে পথেই এসএসসির চাকরিপ্রার্থীরা। তাঁদের প্রশ্ন, "আমাদের পুজোটাই অন্ধকারে। আর কতদিন বসে থাকব?"


চাকরির দাবিতে টানা ৫৬৫দিন পার আন্দোলনের (SSC Recruitment Scam)। দুর্গতি নাশ করবে কে? তৃণমূলকে আক্রমণে সুকান্ত (Sukanta Majumdar)। দেশজুড়ে অশুভশক্তির বিনাশ চাই, পাল্টা কুণাল (Kunal Ghosh)। 


 যেন প্রদীপের নীচে অন্ধকার! ষষ্ঠীতেও গান্ধীমূর্তির পাদদেশে চোখের জল ফেলছেন স্কুলের চাকরিপ্রার্থীরা। তাঁদের অবস্থান-বিক্ষোভ ৫৬৬ দিন পার । চাকরিপ্রার্থীদের দুর্গতি নাশ হবে কবে? রাজ্য সরকারকে নিশানা করে প্রশ্ন বিজেপির। আন্দোলনকারীরা বাড়িতেই পুজো কাটান। আর্জি কুণাল ঘোষের।


এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির চার্জশিটে অবৈধভাবে চাকরি পাওয়া ১০ জনের নাম। টাকার বিনিময়েই চাকরি, যোগাযোগে ছিল অনেকে, দাবি সিবিআইয়ের।


দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ৬ জনের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট। সরকারের অনুমতি না মেলায় কোর্টে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন।


পুজো কুক্ষিগত করছেন নেতা-মন্ত্রী ক্ষমতাশালীরা। প্রতিবাদ চেয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক। বাস্তবতা মেনেও পুজো-রাজনীতির দোহাই কুণালের। 



 ইজেডসিসিতে এবারই বিজেপির শেষ পুজো। অর্থাভাবের কথা বলে ঘোষণা সুকান্তর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.