ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আগামীকাল থেকে শুরু করে শান্তিনিকেতনের পৌষমেলা। এবারের পৌষমেলায় একাধিক বিশেষত্ব রয়েছে। ২০১৯ সালের পরে আবার পূর্বপল্লীর মাঠে ফিরছে পৌষমেলা। গত কয়েক বছর ধরে পূর্বপল্লীর মাঠে কিছু অশান্তির ফলে মেলা স্থানান্তরিত হয়েছিল। তবে এবার ফের পূর্বপল্লীর মাঠেই ফিরতে চলেছে পৌষমেলা। আর এবার, পৌষমেলায় রয়েছে একাধিক বিশেষত্ব। এবার ঐতিহ্যবাহী পৌষমেলার মঞ্চে অনুষ্ঠান করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা। ২৬ ডিসেম্বর অভিনেত্রী অলকানন্দা রায়ের নেতৃত্বে একটি দল আসছে পৌষমেলায় অনুষ্ঠান করতে। সেই দলে থাকবেন নাইজেল আকারাও। 


২০১৯ সালের পর ফের পূর্বপল্লীর মাঠে হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট ও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী এই মেলার আয়োজক৷ ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে মেলা। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। শনিবার বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে বৈঠক হয় বিশ্বভারতী ও ট্রাস্টের৷ বৈঠক ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা৷ বৈঠক শেষে পৌষ উৎসব ও পৌষমেলার অনুষ্ঠান সূচি প্রকাশিত হয়৷ 


তাতে দেখা যায় এবার ঐতিহ্যবাহী পৌষমেলার মঞ্চে অনুষ্ঠান করবেন কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা৷ প্রখ্যাত অভিনেত্রী তথা নাট্যকার অলকানন্দা রায়ের নেতৃত্বে একটি দল আসছেন শান্তিনিকেতনে। তাদের সঙ্গে আসছেন অভিনেতা নাইজেল আকারা। ২৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় বন্দিরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করবেন৷ 


প্রসঙ্গত, ২২ ডিসেম্বর রাত্রি ৯ টায় গৌরপ্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে পৌষ উৎসবের সূচনা হবে৷ ২৩ ডিসেম্বর সকাল ৬ টায় প্রাচীন শান্তিনিকেতন গৃহ থেকে সানাইয়ের মাধ্যমে সূচনা হবে পৌষমেলার৷ মেলার দিলগুলি মূল মঞ্চ সহ বিশ্বভারতীর বিভিন্ন জায়গান নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা থাকছে৷ তবে এই বছর পৌষমেলায় থাকছে না বাংলাদেশের স্টল। প্রত্যেক বছরই পৌষমেলায় বাংলাদেশের বিভিন্ন স্টল থাকে। তবে এবার ব্যতিক্রমী। অন্যদিকে, প্রত্যেক বছরের মতো পৌষমেলায় থাকছে বিভিন্ন স্টল, বিভিন্ন শিল্পের সম্ভার।


আরও পড়ুন: TV Show Tollywood: 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এর মঞ্চে টলি অভিনেত্রীরা, পুরস্কারের টাকা দান করতে চান সমাজকল্যাণমূলক কাজে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।