West Bengal News Live Updates: উত্তর থেকে দক্ষিণ, অষ্টমীর রাতে মণ্ডপে মণ্ডপে জনপ্লাবন

West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ABP Ananda Last Updated: 03 Oct 2022 11:57 PM
West Bengal Live Blog: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে উপচে পড়ছে ভিড়

প্রায় মধ্যরাতেও ভিড় উপচে পড়ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে। বৃষ্টির মধ্যেই মণ্ডপমুখী জনতার ঢল।

WB Live Blog: সুরুচি সঙ্ঘের পুজোর প্রশংসা দেবের মুখে

সুরুচি সঙ্ঘের পুজো দেখে আপ্লুত অভিনেতা-সাংসদ দেব। অপূর্ব থিমের কাজ, বললেন দেব।

West Bengal Live Blog: অষ্টমীর রাতে রাস্তায় জনজোয়ার

রাত যত বাড়ছে, ততই যেন ভিড় বাড়ছে। বৃষ্টি উপেক্ষা করে অষ্টমীর রাতে রাস্তায় জনজোয়ার।

WB Live Blog: অঞ্জলি, সন্ধিপুজোয় পুজো উপভোগ সৌরভের

এ বছর দুর্গাপুজোয় কলকাতায় রয়েছেন BCCI সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অষ্টমীর সকালে তাঁকে পাওয়া গেল পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্ণারের মণ্ডপে৷ দিলেন অঞ্জলি। সৌরভের সঙ্গে ছিলেন দাদা স্নেহাশিসও। পাড়ার ক্লাবে বসে উপভোগ করলেন সন্ধিপুজোও।

West Bengal Live Blog: জন সমারোহে সেরা এবিপি আনন্দের শারদ সম্মান জিতে নিল সুরুচি সঙ্ঘ

৬৯ বছরে পা দিল সুরুচি সঙ্ঘের পুজো। এবারের থিম - পৃথিবী আবার শান্ত হবে। করোনা এসে লণ্ডভণ্ড করে দিয়েছিল গোটা বিশ্বকে। ফের তাকে আগের অবস্থায় ফেরানোই লক্ষ্য। যা এবার সুরুচি সঙ্ঘের থিম। জন সমারোহে সেরা এবিপি আনন্দের শারদ সম্মান জিতে নিল সুরুচি সঙ্ঘ।

WB Live Blog: লালবাজার থেকে ছাড়া হল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে

স্টল ভাঙচুরের প্রতিবাদে সিপিএমের কর্মসূচি চলার সময় গ্রেফতার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। বেশ কিছুক্ষণ পরে লালবাজার থেকে ছাড়া হয় তাঁকে।

West Bengal Live Blog: অরূপ বিশ্বাসের ঢাকের তালে নাচলেন ঋতুপর্ণা

সুরুচি সঙ্ঘের পুজোয় অরূপ বিশ্বাসের ঢাকের তালে নাচলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

WB Live Blog: সিপিএমের কর্মসূচি চলাকালীন গ্রেফতার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়

রবিবার রাসবিহারীতে সিপিএমের স্টলে হামলার অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হামলার অভিযোগের প্রতিবাদে রাসবিহারীতে সিপিএমের কর্মসূচি চলাকালীন গ্রেফতার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। আটক করা হয় বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ বেশ কয়েকজন। গ্রেফতার করে তাদের নিয়ে আসা হয় লালবাজারে।

West Bengal Live Blog: চোখে জল তৃণমূল সাংসদের

শ্রীরামপুরের পাঁচ ও ছয়ের পল্লির সন্ধিপুজোতে সামিল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবেগপ্রবণ হয়ে পড়েন কল্যাণ, চোখে জল তৃণমূল সাংসদের।

WB Live Blog: থিমে অভিনবত্ব বাদামতলা আষাঢ় সঙ্ঘের

জন্ম থেকে মৃত্যু, ছাপ রেখে যায় মানুষ। বাদামতলা আষাঢ় সঙ্ঘের এবছরের থিম পদাঙ্ক। মননে সেরা এবিপি আনন্দর শারদ সম্মান জিতেছে বাদামতলা আষাঢ় সঙ্ঘ।

West Bengal Live Blog: জগন্নাথধামেও মহাসমারোহে দুর্গাপুজো

পুরীর দুর্গাবাড়ি সমিতির পুজো দেবীদুর্গার আরাধনা। পুজোয় সামিল প্রবাসী বাঙালিরা। ৯৫ বছরে পা দিল এই পুজো।

WB Live Blog: ছাতায় সেজেছে বেহালা নূতন দলের পুজো

বেহালা নূতন দলের পুজোর থিম আশ্রয়। আশ্রয় হিসেবে পুজোমণ্ডপে বেছে নেওয়া হয়েছে ছাতা। ৫৭ বছরে পা দিল এই পুজো। অনুভবে সেরা এবিপি আনন্দর শারদ সম্মান জিতে নিল এই পুজো।

West Bengal Live Blog: দুর্গাপুজোয় মাতোয়ারা ডেনমার্ক, কানাডার প্রবাসীরা

প্রবাসেও বাঙালি মেতেছে পুজোর আনন্দে। ডেনমার্কের কোপেনহেগেনে জমজমাট উমা বন্দনা। কানাডার অন্টারিওতেও দুর্গাবন্দনায় প্রবাসী বাঙালিরা।

WB Live Blog: প্রকৃতিকে বাঁচাতে গাছ লাগানোর বার্তা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের

৮০ বছরে পা দিল হাজরা পার্কের পুজো। পুজোর থিম - তাণ্ডব। তাণ্ডব থেকে পৃথিবীকে রক্ষা করার বার্তা। প্রকৃতিকে বাঁচাতে গাছ লাগানোর বার্তা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।

West Bengal Live Blog: কামান দেগে সন্ধি পুজো বিষ্ণুপুরে মল্লরাজাদের পুজোয়

বিষ্ণুপুরের মল্লরাজাদের দেবী মৃন্মমীর পুজোকে অগণিত ভক্ত সমাবেশ। অষ্টমীর সন্ধিক্ষণে তোপধ্বনি দেখতে হাজার হাজার মানুষের সমাগম। ঠিক ৩.৫৯ মিনিটে তিনবার তোপধ্বনিতে গর্জ ওঠে মল্লরাজাদের প্রাচীন কামান।

WB Live Blog: মুম্বইতেও দুর্গাপুজো, মাতোয়ারা প্রবাসী বাঙালিরা

শারদ উৎসবে মাতোয়ারা মুম্বই। নর্থ বম্বে সর্বজনীনের পুজোয় তারকা সমাগম। শারদোৎসবের আমেজে বুঁদ বাণিজ্যনগরীর বাঙালিরা।

West Bengal Live Blog: মহাষ্টমীর দিনে দেবী দর্শন তারকাদেরও

মহাষ্টমীতে পুজোতে মাতলেন তারকাও। সুরুচি সঙ্ঘে প্রসেনজিত, রাইমা সেন। তারকাদের দেখতে ভিড় ভক্তদেরও।

WB Live Blog: সেরা’র সম্মান পেল ৮৩ বছরে পা দেওয়া ৫-এর পল্লির দুর্গাপুজো

খানিকটা দূরেই চিত্‍পুরের যাত্রাপাড়া। সেই যাত্রায় ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দিয়েই এবার নিজেদের মণ্ডপ তৈরি করেছে পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি। থিমের নাম ‘বেপাত্তা বিবেক’। ‘সংস্কৃতি ভাবনায় সেরা’র সম্মান পেল ৮৩ বছরে পা দেওয়া ৫-এর পল্লির দুর্গাপুজো।

WB Live Blog: বাংলার পটচিত্রকে ফুটিয়ে তুলেছে ভবানীপুরের ৭৫ পল্লি

বাংলার পটচিত্রের বিভিন্ন আঙ্গিককে তাদের মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে এবার ফুটিয়ে তুলেছে ভবানীপুরের ৭৫ পল্লি। শিল্পী প্রশান্ত পাল। এবার এই পুজো ৫৭ বছরে পা দিল। এবিপি আনন্দের বর্ণবৈচিত্র্যে সেরার শিরোপা পেল ৭৫ পল্লির পুজো। 

WB Live Blog: কোভিড আশঙ্কা কাটিয়ে কুমারী পুজো তারাপীঠে

করোনা আবহে গত দু’বছর কুমারী পুজো হয়নি। তবে এবার রীতি মেনে অষ্টমীর সকালে কুমারী পুজো হল তারাপীঠে। তারামায়ের মন্দিরের সেবাইত গোলক মহারাজের উদ্যোগে পুনরায় কুমারী পুজো শুরু হল। সেই সঙ্গে মহাযজ্ঞেরও আয়োজন করা হয়।  

WB Live Blog: তাক লাগাবে ২৫০ বছরের মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো

প্রায় আড়াইশো বছরের পুরনো মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো । ১৭৭৮ সালে মহিষাদলের রানি জানকীদেবীর আমলে মহিষাদল রাজবাড়ির  দুর্গাপুজো শুরু হয়। বনেদিয়ানায় পুজোর জৌলুশ কমলেও এখনও তা হয়ে আসছে রীতিনীতি মেনেই।এখানে প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় পুজোর আচার। আগে তিথি অনুযায়ী, অর্থাত্‍ সপ্তমীতে সাতমন, অষ্টমীতে আটমন চালের ভোগ নিবেদন করা হত।  সন্ধিপুজোয় কামান দাগার রেওয়াজ থাকলেও এখন তা বন্ধ। পুজো দেখার পাশাপাশি এবার রাজবাড়িতে থাকার ব্যাবস্থাও করা হয়েছে মহিষাদল রাজবাড়ির তরফে। 

WB Live Blog: ৫১৩ বছরে পা দিল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো

৫১৩ বছরে পা দিল জলপাইগুড়ির (Jalpaiguri) বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো । এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয় রাজবাড়িতে। এখানে প্রতিমার বাহন সিংহ নয়। বাঘ। চার সন্তান ছাড়াও, এখানে দুর্গার সঙ্গে পূজিতা হন গঙ্গা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া, ও দুই সখী জয়া, বিজয়া। রূপোর অস্ত্রসজ্জায় সাজানো হয় দুর্গাকে। অষ্টমী তিথিতে এখানে বিশেষ রীতির প্রচলন আছে। রাজবাড়ির অন্দরে হয় অর্ধরাত্রি পুজো। বহু পূর্বে নরবলির প্রচলন ছিল। তা বন্ধ হলেও, এখন চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় মানুষের অবয়ব। কুশ দিয়ে তাকে বিদ্ধ করা হয়। শুধুমাত্র রাজবাড়ির সদস্যরাই এই পুজোয় অংশ নিতে পারেন।  

WB Live Blog: মোটর সারাইয়ের গ্যারাজকে সামনে রেখে পুজো-মণ্ডপ ত্রিকোণ পার্কে

 একটি মোটর সারাইয়ের গ্যারাজ। আর তাকে সামনে রেখেই তৈরি করা হয়েছে গোটা একটি মণ্ডপ। ৯৩ বছরে পা দেওয়া প্রতাপাদিত্য রোডের ত্রিকোণ পার্কের পুজোর এবারের থিম ‘কালী’। এবিপি আনন্দর ‘ভিন্ন ভাবনায় সেরা’র সম্মান পেল প্রতাপাদিত্য রোডের ত্রিকোণ পার্কের পুজো ।

WB Live Blog: ঢাক বাজালেন রাজ-লকেটরা

আজ মহাষ্টমীতে মধ্যগগনে বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব। দুর্গাপুজো  ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে। কলকাতা থেকে জেলা মণ্ডপগুলিতে তিল ধারনের জায়গা পাওয়া যাচ্ছে না।সাধারণ মানুষের সঙ্গে পুজোয় মেতেছেন রাজনীতিকরাও। গতকাল সপ্তমীর দিন বেলঘরিয়ায় বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় উপস্থিত হয়েছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় । ঢাকও বাজালেন হুগলির বিজেপি সাংসদ।  অন্যদিকে ব্যারাকপুরের তালপুকুর বারোয়ারি দুর্গাপুজোয় গিয়ে ঢাক বাজান তৃণমূল বিধায়ক ও পরিচালক রাজ চক্রবর্তী । দর্শনার্থীদের সঙ্গে সেলফিও তোলেন ব্যারাকপুরের বিধায়ক।

WB Live Blog: অষ্টমীর পুজো শোভাবাজার রাজবাড়িতেও

শোভাবাজার রাজবাড়িতেও এদিন অষ্টমীর পুজো হয়। এবার ২৬৬ বছরে পা দিল শোভাবাজার রাজবাড়ির পুজো। পৌরাণিক ও বেদ মতে এখানে পূজিত হন মা দুর্গা। রীতি মেনে আজ সকালে দেবীর মহাস্নান হয়।  তারপর শুরু হয়েছে অষ্টমীপুজো। শোভাবাজার রাজবাড়িতে জড়ো হয়েছেন আত্মীয়-পরিজনেরা৷ অষ্টমী পুজোর পাশাপাশি, শোভাবাজার রাজ পরিবারে চলছে ভোগরান্নার প্রস্তুতিও৷               

WB Live Blog: অষ্টমীর পুজো শোভাবাজার রাজবাড়িতেও

শোভাবাজার রাজবাড়িতেও এদিন অষ্টমীর পুজো হয়। এবার ২৬৬ বছরে পা দিল শোভাবাজার রাজবাড়ির পুজো। পৌরাণিক ও বেদ মতে এখানে পূজিত হন মা দুর্গা। রীতি মেনে আজ সকালে দেবীর মহাস্নান হয়।  তারপর শুরু হয়েছে অষ্টমীপুজো। শোভাবাজার রাজবাড়িতে জড়ো হয়েছেন আত্মীয়-পরিজনেরা৷ অষ্টমী পুজোর পাশাপাশি, শোভাবাজার রাজ পরিবারে চলছে ভোগরান্নার প্রস্তুতিও৷               

West Bengal Live Blog:  ১০৪ বছরে পা দিল বাগবাজার সর্বজনীনের পুজো

 ১০৪ বছরে পা দিল বাগবাজার সর্বজনীনের পুজো। বর্তমান থিমের জোয়ারে গা না ভাসিয়ে, বরাবরই সাবেকিয়ানাকেই সঙ্গী করে তারা। এবারও সাবেকি প্রতিমায় ডাকের সাজ বাগবাজার সর্বজনীনের পুজোয়। উত্তর কলকাতার এই পুজোর পরতে পরতে জড়িয়ে ইতিহাস। জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে এই পুজোর সূচনা। নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নলিনীরঞ্জন সরকার-সহ বহু বিশিষ্ট

WB Live Blog: ফের কুমারী পুজো হচ্ছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে

গত দু’বছর করোনার কারণে বন্ধ থাকলেও, এবছর ফের কুমারী পুজো হচ্ছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে। প্রথা মেনে আজ ঠিক সকাল ৯টায় কুমারী পুজো শুরু হয়েছে। তবে এবার দর্শকদের সামনে বসতে দেওয়া হচ্ছে না। দূর থেকেই কুমারী পুজো দেখবেন দর্শনার্থীরা। পাশাপাশি আশ্রম চত্বরে কোভিড বিধি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। 

West Bengal Live Blog: বেলুড় মঠে কুমারী পুজো শুরু

বেলুড় মঠে কুমারী পুজো শুরু। ইতিহাস, ঐতিহ্যের কুমারী পুজো বেলুড় মঠে। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে৷ 

WB Live Blog: শ্রীরামপুরে ৫ ও ৬ এর পল্লির পুজোয় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা

শ্রীরামপুরে ৫ ও ৬ এর পল্লির পুজোয় রবিবার রাতে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা উপস্থিত ছিলেন। এই পুজোর অন্যতম উদ্যোক্তা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুই সাংসদ ঢাকও বাজান। আরতি করেন কল্যাণ।  

West Bengal Live Blog: মমতার কর্মসংস্থান নিয়ে কটাক্ষ বামেদের

বেকার যুবকদের রোজগারের জন্য খড়গপুরের সভা থেকে পুজোর সময় চা, ঝালমুড়ি ব্যবসার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই পরামর্শকে কটাক্ষ করে রবিবার নন্দীগ্রামে সিপিএমের কর্মীরা ঝালমুড়ি বিক্রি করেন। অন্য একটি পুজো মণ্ডপের সামনে ঝালমুড়ি ও চা বিক্রি করেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। তৃণমূলের পাল্টা জবাব, যারা কর্মসংস্থানের ব্যবস্থা করেনি, তারাই এ নিয়ে ব্যঙ্গ করছে।  

WB Live Blog: পুলিশের তরফে বৃদ্ধ-বৃদ্ধাদের পুজো ও প্রতিমা দর্শন

 হাওড়া সিটি পুলিশের তরফে বৃদ্ধ-বৃদ্ধাদের পুজো ও প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়েছে। রবিবার, সপ্তমীর দিন ৪০ জনকে নিয়ে যাওয়া হয় বেলুড় মঠে। প্রতিমা দর্শনের পর ৪০ জনের সঙ্গে বসে ভোগও খান পুলিশ আধিকারিকরা। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠির উদ্যোগেই এই পুজো দর্শন। 

West Bengal Live Blog: পুজোর মাঝে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বালকের

. সপ্তমীর দুপুরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ১২ বছরের বালকের। পুলিশ সূত্রে খবর, বাবা ও আত্মীয়র সঙ্গে বাইকে পুজো দেখতে বেরিয়েছিল ওই বালক। পাঁচলায় ১৬ নম্বর জাতীয় সড়কে বাইকের পিছনে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই বালকের মৃত্যু হয়। প্রতিবাদে রাস্তা অবরোধও হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। লরিটিকে আটক করা হলেও চালক পলাতক। 

প্রেক্ষাপট

১. সপ্তমীর দুপুরে মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল ১২ বছরের বালকের। পুলিশ সূত্রে খবর, বাবা ও আত্মীয়র সঙ্গে বাইকে পুজো দেখতে বেরিয়েছিল ওই বালক। পাঁচলায় ১৬ নম্বর জাতীয় সড়কে বাইকের পিছনে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই বালকের মৃত্যু হয়। প্রতিবাদে রাস্তা অবরোধও হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। লরিটিকে আটক করা হলেও চালক পলাতক। 


  ২. হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) তরফে বৃদ্ধ-বৃদ্ধাদের পুজো ও প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়েছে। রবিবার, সপ্তমীর দিন ৪০ জনকে নিয়ে যাওয়া হয় বেলুড় মঠে। প্রতিমা দর্শনের পর ৪০ জনের সঙ্গে বসে ভোগও খান পুলিশ আধিকারিকরা। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠির উদ্যোগেই এই পুজো দর্শন। 


 ৩. বেকার যুবকদের রোজগারের জন্য খড়গপুরের সভা থেকে পুজোর সময় চা, ঝালমুড়ি ব্যবসার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM)। সেই পরামর্শকে কটাক্ষ করে রবিবার নন্দীগ্রামে সিপিএমের কর্মীরা ঝালমুড়ি বিক্রি করেন। অন্য একটি পুজো মণ্ডপের সামনে ঝালমুড়ি ও চা বিক্রি করেন বিজেপির যুব মোর্চার কর্মীরা। তৃণমূলের পাল্টা জবাব, যারা কর্মসংস্থানের ব্যবস্থা করেনি, তারাই এ নিয়ে ব্যঙ্গ করছে।  


 ৪. শ্রীরামপুরে ৫ ও ৬ এর পল্লির পুজোয় রবিবার রাতে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা উপস্থিত ছিলেন। এই পুজোর অন্যতম উদ্যোক্তা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। দুই সাংসদ ঢাকও বাজান। আরতি করেন কল্যাণ।  


 ৫. প্রতিবারের মতো এবারও মিরিটির মুখার্জি বাড়িতে হচ্ছে উমা বন্দনা। কিন্তু, নেই সেই মানুষটাই। তাই পুজোর আনন্দের মধ্যেও বারে বারে প্রণব মুখোপাধ্যায়কে মনে পড়ল উপস্থিত অনেকেরই। ২০২০-র ৩১ অগাস্ট প্রয়াত হয়েছেন তিনি। গতবারের মতো এ বছরও তাঁকে ছাড়াই পুজো হচ্ছে বীরভূমের মিরিটির মুখার্জি ভবনে। 


 ৬. বহরমপুরে ব্যবসায়ীর ছেলে বাপ্পা মণ্ডলকে অপহরণ করে খুনের (Murder Case) অভিযোগে গ্রেফতার বন্ধু। আগে খুন করে পরে মুক্তিপণ চাওয়া হয় বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে আরও দাবি, পাওনা টাকা না মেলায় বন্ধুকে খুন বলে জেরায় স্বীকার করেছে ধৃত আক্রম শেখ।   
 


৭. মুর্শিদাবাদের (Murshidabad) আজিমগঞ্জে বড়ি কোঠি হেরিটেজ হোটেলে আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর। হোটেলে থাকলেও আবাসিকরা পুজোয় সামিল হওয়ার সুযোগ পাবেন। অভিনব এই উদ্যোগ দ্বিতীয় বছরে পড়ল। 


 ৮. পুজোর মধ্যেই দুঃসাহসিক চুরি দুর্গাপুরের MAMC টাউনশিপের আবাসনে। ৫-৬ লক্ষ টাকার গয়না, ল্যাপটপ ও ২০ হাজার চুরি হয়েছে বলে অভিযোগ দম্পতির। দুষ্কৃতীরা ফ্রিজে রাখা নাড়ু-মিষ্টিও খেয়ে গেছে বলে অভিযোগ। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.