West Bengal News Live Updates: শান্তিনিকেতনে নিহত শিশুর বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে লকেট চট্টােপাধ্যায়
West Bengal Live Updates: দেখে নিন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে, অ্যালঝাইমার্স নিয়ে আয়োজন করা হয়েছে এক কর্মশালার।
চরম সমস্যায় ঝাড়গ্রামবাসী ট্রেন বন্ধ। সরকারি বাস বন্ধ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। যার জেরে চরম সমস্যায় সাধারন মানুষ এরই পাশাপাশি আজ থেকে SBSTC র অস্থায়ী কর্মী রা কর্ম বিরতি শুরু করার ফলে সমস্যা বেড়েছে কয়েকগুন। বেতন বৃদ্ধি,বোনাস, স্থায়ী করন, ২৬দিন কাজ, সহ একাধিক দাবিতে এই কর্ম বিরতি শুরু করেছেন কর্মী রা। সব মিলিয়ে চরম নাজেহাল সাধারণ মানুষ।
কেন্দ্রের ব্যাঙ্ক-নীতির প্রতিবাদে, সভা থেকে এই অভিযোগ তুলল, অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন।
পুজোর আগে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চালকদের বাস ধর্মঘট। আজ সকালে হাওড়ার শিবপুরের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস ডিপোতে তারা অনির্দিষ্টকাল ধর্মঘটে সামিল হন।
দীঘা ডিপো INTUC পক্ষ থেকে কর্ম বিরতি আজ চতুর্থ দিন। অস্থায়ী কর্মী রেগুলার করতে হবে ও সমস্ত গাড়ি অন রুট করতে হবে ২৬ দিনের হাজিরা সহ মোট ১০ দফা দাবি নিয়ে আন্দোলন।
শান্তিনিকেতনের মোলডাঙায় নিহত শিশুর বাড়িতে যেতে গিয়ে বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়। স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে ফিরতে হল বিজেপি সাংসদকে। ক্ষোভ উগরে দিলেন পুলিশের বিরুদ্ধে। পরে শান্তিনিকেতন থানার সামনে অবস্থান।
টিটাগড়ে স্কুলে বিস্ফোরণ, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে, NIA তদন্তের দাবি তুলল জাতীয় শিশু সুরক্ষা কমিশন
‘মমতার মতো কড়া নেত্রীকে কী ম্যাজিক করলেন ধনকড়?। কোন ম্যাজিকে মমতাও ভোটিংয়ে বিরত থাকার সিদ্ধান্ত নিলেন? রাজস্থান বিধানসভায় উপরাষ্ট্রপতিকে প্রশ্ন অশোক গহলৌতের
শান্তিনিকেতনের মোলডাঙায় নিহত শিশুর বাড়িতে যেতে গিয়ে বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়। স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে ফিরতে হল বিজেপি সাংসদকে। ক্ষোভ উগরে দিলেন পুলিশের বিরুদ্ধে। পরে শান্তিনিকেতন থানার সামনে অবস্থান।
বাঁশদ্রোণীর ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
বাঁশদ্রোণীর ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
অনুব্রতর পরে পুজোয় জেলেই কাটাতে হবে পার্থকেও। পার্থর সঙ্গে ৫ অক্টোবর পর্যন্ত কল্যাণময়েরও জেল হেফাজত। শান্তিপ্রসাদ সিন্হা, অশোক সাহারও জেল হেফাজত। জামিনের আবেদন খারিজ, এসএসসিকাণ্ডে জেলেই ৪ অভিযুক্ত। জেলে গিয়ে জেরার জন্য সিবিআইকে ফের আবেদনের নির্দেশ আদালতের।
দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুর্গাপুর ডিপো থেকে কোন বাস রাস্তায় নামল না, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এসবিএসটিসি) অস্থায়ী কর্মীবিন্দরা একাধিক দাবিদাওয়া নিয়ে বুধবার দুর্গাপুর ট্রাঙ্করোড বাস ডিপোর বাস চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়।
বামেদের ‘প্রশংসা’য় তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপির বড় মিছিলের থেকে সিপিএমের বড় মিছিলে খুশি হব। শূন্য থেকে ছাত্র-যুবদের হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম। সিপিএম ধর্মনিরপেক্ষ দল, মন্দির-মসজিদের রাজনীতি করে না, মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
‘বাংলা না থাকলে নবজাগরণ হত না। বাংলা না থাকলে স্বাধীনতা সংগ্রাম হত না। স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা হয়েছে।’ আলিপুর জেলে মিউজিয়ামের উদ্বোধনে বলেন মুখ্যমন্ত্রী।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে টানটান সওয়াল-জবাব। ‘পার্থ অসুস্থ, অনেক ওষুধ খান, দেশ ছেড়ে পালিয়ে যাবেন না। বিচারের জন্য পার্থকে বাঁচিয়ে রাখার প্রয়োজন। সিবিআই শিশুসুলভ কারণ দেখিয়ে জামিন আটকাচ্ছে। পার্থ প্রভাবশালী নন, সাধারণ মানুষ। প্রভাবশালী হলে ইডি-র পর সিবিআই নিতে পারত না’, জামিন চেয়ে আদালতে সওয়াল পার্থর আইনজীবীর।
গুজরাতের সানন্দে টাটা মোটরসের কারখানায় অন জব ট্রেনিংয়ের নিয়োগপত্র দিচ্ছে রাজ্য সরকার। এ নিয়ে কটাক্ষ করে ট্যুইটে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি ট্যুইটে লিখেছেন, কর্মফল! মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একটা প্রজন্মের ভবিষ্যত্ নষ্ট করেছেন। এর শুরু হয়েছে, সিঙ্গুর থেকে টাটাদের গুজরাতের সানন্দে বিতরণ পর্ব থেকে। এখন তিনিই রাজ্যের চাকরিপ্রার্থীদের সানন্দের টাটা মোটরস কারখানায় ‘অন জব ট্রেনিং’এর নিয়োগপত্র দিচ্ছেন।
লাইব্রেরির চাকরিপ্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে আজ বিক্ষোভ দেখালেন সল্টলেকের করুণাময়ী মোড়ে। গ্রন্থাগার চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চের তরফে বিক্ষোভ দেখানো হয়। তাঁদের দাবি, বহু শূন্যপদ পড়ে থাকলেও নিয়োগ হচ্ছে না। অবিলম্বে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।
ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। আরও ১৪ দিন হেফাজত তাঁর। শুনানি শেষ হওয়ার পর পার্থর সম্পর্কে জানতে চাইলেন।
কোচবিহারের মাথাভাঙায় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, আজ সকালে কোচবিহার মাথাভাঙা রাজ্য সড়কে বেলতলি এলাকায় ঝোপের মধ্যে বছর তিরিশের যুবকের দেহ ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। শীতলকুচির বাসিন্দা, মনসুর আলি মিঞা নামে ওই যুবকের হাত বাঁধা ছিল। গলায় পেঁচানো ছিল মোবাইল ফোনের চার্জারের তার। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই যুবককে। গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন যুবক।কে বা কারা ঘটনার পিছনে রয়েছে? খুনের মোটিভ কী, এ সবই তদন্ত করে দেখছে পুলিশ।
পঞ্চায়েত ভোটের আগে কি কোচবিহারে তৃণমূলের সমস্যা বাড়তে চলেছে? সেই প্রশ্ন জোরাল করে শাসক দলের উদ্দেশে কার্যত হুঁশিয়ারি দিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা GCPA’র নেতা বংশীবদন বর্মণ।
নবম-দশমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগামী সপ্তাহে শুরু। নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ে।
আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের পর্দাফাঁস। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে অপহৃত ভাইবোনকে বিহারের রক্সৌল থেকে উদ্ধার করল পুলিশ। ঘটনায় আগেই গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়েছিল এক মহিলাকে। সেই সূত্রেই পাচারচক্রের পর্দাফাঁস। পুলিশ সূত্রে দাবি, গত পয়লা সেপ্টেম্বর ১৩ বছরের বালিকা ও তার ১০ বছরের ভাইকে অপহরণ করা হয়। গাইঘাটা থানায় দায়ের হয় অভিযোগ। তদন্তে নেমে পুলিশ স্থানীয় এক মহিলাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার মোবাইল ফোনে বিহারের রক্সৌল থেকে কেউ ৫০০ টাকা পাঠিয়েছিল। সেই সূত্র ধরেই রক্সৌলের একটি বাড়ি থেকে গত ১৮ সেপ্টেম্বর ভাইবোনকে উদ্ধার করা হয়। অভিযোগ, দু’জনকে বিহারের নাচের দলে বিক্রির ছক ছিল পাচারকারীদের। আজ ভোরে দু’জনকে নিয়ে আসা হয় কলকাতায়।
লক্ষ্য আগামী বছরের পঞ্চায়েত ভোট। জলপাইগুড়ির বিভিন্ন চা বাগানে ঘুরে শ্রমিকদের সমস্যার কথা শুনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কিছু জায়গায় তিনি ঘরোয়া বৈঠকও করেন। গজলডো বা, টামডিম সহ কয়েকটি জায়গায় চা বাগানে গিয়ে শ্রমিকদের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। তাঁর অভিযোগ, শ্রমিকরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। তাঁর দাবি, পঞ্চায়েতে বদল এলে অবস্থার পরিবর্তন হবে।
আজ ফের গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করবে সিবিআই। অনুব্রতর জামিনের আর্জি জানাতে পারেন তাঁর আইনজীবীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত ১৪ দিনে অনুব্রতর সম্পত্তি ও আর্থিক লেনদেন সংক্রান্ত যে সব তথ্য সামনে এসেছে, তা আদালতে পেশ করে অনুব্রতর জামিনের বিরোধিতা করবে সিবিআই। সূত্রের খবর, এই মামলায় নির্দিষ্ট মেয়াদের আগেই চার্জশিট দিতে পারে সিবিআই।
শান্তিনিকেতনে শিশু খুন, বিধানসভায় মুলতুবি প্রস্তাব বিজেপির। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি, বিজেপি বিধায়কদের স্লোগান। পাল্টা স্লোগান তৃণমূল বিধায়কদের । প্রতিবাদে ওয়াকআউট বিজেপি বিধায়কদের।
কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখছেন পুলিশ কর্তারা। আজ সকালে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার ও ডিসি ট্যাফিক কুমোরটুলি পার্কের মণ্ডপ ঘুরে দেখেন। মণ্ডপে দর্শকদের ঢোকা ও বেরনোর কী ব্যবস্থা, কীভাবে ভিড় সামলানো হবে, এ সবই ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন উদ্যোক্তাদের সঙ্গে। আজই তাঁদের মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ ঘুরে দেখার কথা।
আজ ফের গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করবে সিবিআই। অনুব্রতর জামিনের আর্জি জানাতে পারেন তাঁর আইনজীবীরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত ১৪ দিনে অনুব্রতর সম্পত্তি ও আর্থিক লেনদেন সংক্রান্ত যে সব তথ্য সামনে এসেছে, তা আদালতে পেশ করে অনুব্রতর জামিনের বিরোধিতা করবে সিবিআই। সূত্রের খবর, এই মামলায় নির্দিষ্ট মেয়াদের আগেই চার্জশিট দিতে পারে সিবিআই।
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতকাল ৯৬৫ জন নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। জেলাগুলির মধ্যে ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি উত্তর ২৪ পরগনায়। গতকাল স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভা ও বিডিও-দের সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার সল্টলেক, বারাসাত, টিটাগড়, দেগঙ্গা, বারাসাত, স্বরূপনগরে ডেঙ্গি উদ্বেগজনক হারে বাড়ছে।
২৪ ঘণ্টা অতিক্রম করার পরও পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ অব্যাহত। আদ্রা ডিভিশনের তরফে ১১টি প্যাসেঞ্জার ও মেল এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে। ৬টি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ৭টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। অবরোধে চরম হয়রানির শিকার যাত্রীরা । অবরোধ চলছে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতেও। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আরপিএফ ও জিআরপি। অবরোধের জেরে সবথেকে বেশি প্রভাব পড়েছে খড়গপুর শাখায়। বাতিল হয়েছে ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। বাতিল হয়েছে হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস, টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস। বাতিল হয়েছে রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসও।
অস্থায়ী বাস কর্মীদের বিক্ষোভ আন্দোলনের জেরে দুর্গাপুর ও মেদিনীপুর ডিপো থেকে কোনও সরকারি বাস বেরলো না। শুধু মেদিনীপুর ডিপো থেকে একটি বাস সকালে ছেড়েছে। বেতন বৃদ্ধি, নিয়মিত কাজ সহ একাধিক দাবিতে আন্দোলনে নেমেছেন SBSTC-র অস্থায়ী কর্মীরা। বাস ডিপোর সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা নিয়ে চলছে আন্দোলন।
তার জেরেই অচলাবস্থা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বাস ডিপো ও পশ্চিম বর্ধমানের দুর্গাপুর বাস ডিপোয়।
গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের আদালতে পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। ইডির থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করেছে। আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে দু’জনকে। সূত্রের খবর, দ্বিতীয় দফায় ফের পার্থ-কল্যাণময়কে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে সিবিআই।
খিদেয় কান্নাকাটি করছিল বলে ৫ বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ পিসেমসাইয়ের বিরুদ্ধে। ওই শিশুকন্যার ৩ বছরের বোনও গুরুতর আহত অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি। নৃশংস এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। পুলিশ সূত্রে খবর, দিন চারেক আগে দুই মেয়েকে তাদের পিসেমশাইয়ের কাছে রেখে কলকাতায় পরিচারিকার কাজে যোগ দেন মা। তাঁর সঙ্গে কাজে এসেছিলেন দুই শিশুর পিসিও। অভিযোগ গতকাল খিদেয় দুই বোন কান্নাকাটি শুরু করলে ৫ বছরের শিশুকন্যার মাথা সজোরে দেওয়ালে ঠুকে দেন পিসেমশাই। তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। শ্বাসরোধের চেষ্টা হয় ৩ বছরের শিশুরও। আহত অবস্থায় সে হাসপাতালে ভর্তি। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত পিসেমশাইকে।
একাধিকবার তাইল্যান্ড-গোয়ায় গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ২০১৪-১৫ সালে তাইল্যান্ডের ফুকেট গিয়েছিলেন পার্থ-অর্পিতা। চার্জশিটে স্নেহময় দত্ত নামে একজনের বয়ান উল্লেখ করে দাবি ইডির। তাইল্যান্ড এইচআর অ্যাসোসিয়েশনের নামে পার্থকে আমন্ত্রণ। পার্থ-অর্পিতার সঙ্গে তাইল্যান্ড যাওয়ার দাবি স্নেহময়ের। তাঁর দাবি, তাইল্যান্ড যাওয়ার সমস্ত খরচ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ই। ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে অর্পিতার সঙ্গে স্নেহময়ের পরিচয় করিয়ে দেন পার্থ। অর্পিতাকে বস হিসেবে স্নেহময়ের সঙ্গে পরিচয় করান প্রাক্তন শিক্ষামন্ত্রী। অর্পিতার সিমবায়োসিস মার্চেন্টস সংস্থার বস হিসেবে পরিচয় করান পার্থ। স্নেহময়ের বয়ানের উল্লেখ করে ১৭২ পাতার চার্জশিটে এমনই দাবি ইডির।
২৪ ঘণ্টা অতিক্রম করার পরও পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ অব্যাহত। আদ্রা ডিভিশনের তরফে ১১টি প্যাসেঞ্জার ও মেল এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে। ৬টি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ৭টি প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। অবরোধে চরম হয়রানির শিকার যাত্রীরা।
গ্রেফতারির পর এক দিন পার। এখনও উপাচার্য পদে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। তাঁর পদত্যাগের দাবিতে গতকাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল বিজেপির যুব মোর্চা। সব মিলিয়ে সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতারি নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
RTI’তে সামনে আসা, কৃষক আত্মহত্যার পরিসংখ্যান নিয়ে, এখনও অব্যাহত তরজা। এ নিয়ে এ বার তৃণমূলকে আক্রমণ করলেন, এ রাজ্যে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। সুর চড়িয়ে পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দলও।
পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে পথে নামল বামেরা। ছাত্রনেতার মৃত্যু, দুর্নীতি, বেকারত্ব-সহ নানা ইস্যুতে ধর্মতলায় SFI-DYFI-এর ইনসাফ সভা। ভিড়ের চাপে সরল মঞ্চ। পঞ্চায়েত ভোটে লড়াই হবে সমানে-সমানে, চ্যালেঞ্জ মীনাক্ষীর।পুলিশকে হুঁশিয়ারি সেলিমের। সমালোচনা তৃণমূলের।
নিয়োগ দুর্নীতিতে পার্থ-অর্পিতা-সহ ৮ জনের বিরুদ্ধে দেওয়া ইডির চার্জশিটে পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের উল্লেখ। নিয়োগকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জড়িত থাকার প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে চার্জশিটের ছত্রে ছত্রে মানিক ভট্টাচার্যের যোগসূত্রের কথা উল্লেখ করেছে ইডি। বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বেসরকারি কলেজ থেকে টাকা তোলা,হুমকি দেওয়া, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের উল্লেখ ছাড়া নদিয়ার টেটের মাস্টার শিট চেয়ে চেয়ারম্যানকে চাপ দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলে মেসেজ করেন। মানিকের বিরুদ্ধে পদক্ষেপ করার বদলে তাঁকেই অভিযোগ সম্বলিত মেসেজটি ফরোয়ার্ড করে দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মানিক-যোগ সম্পর্কে এমনই উল্লেখ করা হয়েছে চার্জশিটে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক ভট্টাচার্যকে ইতিমধ্যেই কয়েকদফায় জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
প্রেক্ষাপট
কলকাতা: মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। দত্তক নিতে নো অবজেকশন দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। চার্জশিটে বিস্ফোরক এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate)। জনপ্রতিনিধি হিসেবে চিঠির দাবি পার্থর।
একাধিক বার তাইল্যান্ড-গোয়া গিয়েছিলেন পার্থ-অর্পিতা। ঘনিষ্ঠের বয়ান উল্লেখ করে চার্জশিটে জানাল ইডি। সমস্ত খরচ পার্থই দিয়েছিলেন বলে দাবি।
সিবিআই হেফাজতে পার্থ। অর্পিতার এলআইসির দেড় কোটির প্রিমিয়াম দিতেন প্রাক্তন শিক্ষামন্ত্রীই, ইডির চার্জশিটে ফোন থেকেই তথ্য পাওয়ার দাবি।
ইডির চার্জশিট জুড়ে মানিক ভট্টাচার্য। দুর্নীতির অভিযোগে পার্থর কাছে পরপর এসএমএস। ছত্রে ছত্রে পার্থ-মানিক যোগসূত্র উল্লেখ করে দাবি ইডির।
মানিক যা তা ভাবে টাকা নিচ্ছে, কিছু করুন। পার্থর কাছে এসএমএসে পরপর অভিযোগ। শুধুই ফরোয়ার্ড করার দাবি পার্থর, চার্জশিটে জানাল ইডি।
টেট ইন্টারভিউয়ের ডকুমেন্ট শিটে সইয়ের জায়গা ফাঁকা। বারণ করেছেন প্রাথমিক পর্ষদ সভাপতি। পার্থর কাছেই এসেছিল অভিযোগ, দাবি ইডির চার্জশিটে।
জামিনের আর্জি খারিজ, সিবিআই হেফাজতেই সুবীরেশ। সব জানতেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, দুর্নীতিতে সরাসরি যুক্ত বলে কোর্টে সওয়াল।
নম্বর কারচুপিতে সক্রিয় ভূমিকা ছিল সুবীরেশের। নবম-দশম শ্রেণির শিক্ষক পদে নিয়োগ করা হত অযোগ্য প্রার্থীদের। কোর্টে দাবি সিবিআইয়ের।
ভারত সেবাশ্রমের জমিও জোর করে হাতিয়ে নিয়েছিলেন অনুব্রত? কেষ্টকন্যার সংস্থায় কীভাবে হস্তান্তর? জানতে শান্তিনিকেতনে গেল সিবিআই।
নিয়োগ দুর্নীতি থেকে কয়লা-গরুপাচার। দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা সেলিমের। (সেলিম- তৃণমূল মানে টাকা মারা কোম্পানি। কুণাল...বি টিম।
শিশুকে অপহরণ করে খুনের অভিযোগে রণক্ষেত্র শান্তিনিকেতন। প্রতিবেশীর বাড়ির ছাদে ২দিন পরে মিলল মৃতদেহ।
আড়াই বছর পর বৃহস্পতিবার খুলছে টালা ব্রিজ। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রথমে চলবে ছোট গাড়ি, পরে চালু হবে বড় গাড়ি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -