West Bengal News Live Updates: বিধাননগরে মিউটেশনের জন্য লাগবে না সার্ভিস চার্জ, নির্দেশ হাইকোর্টের

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 25 Jun 2024 11:44 PM
West Bengal News Live Updates: বিধাননগরে মিউটেশনের জন্য লাগবে না সার্ভিস চার্জ, নির্দেশ হাইকোর্টের

বিধাননগর পুরসভার অন্তর্গত এলাকায় জমি বা বাড়ি কিনলে আর মিউটেশনের সময় সার্ভিস চার্জ লাগবে না। মঙ্গলবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

WB News Live Updates: স্পিকার নির্বাচন নিয়ে কাটল জট, কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন তৃণমূলের

অবশেষে কাটল বিরোধী শিবিরে তৈরি হয় জট। বুধবার সংসদে স্পিকার নির্বাচনে কংগ্রেস প্রার্থী কে সুরেশকেই সমর্থন সিদ্ধান্ত নিল তৃণমূল।

West Bengal News Live Updates: হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত চালু লেডিস স্পেশাল বাস

হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত চালু হল লেডিস স্পেশাল বাস। মঙ্গলবার হাওড়ায় এই বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এবার থেকে প্রতিদিনই অফিস টাইমে হাওড়া থেকে ছাড়বে লেডিস স্পেশাল বাসটি।

WB News Live Updates: কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার ECL-এর প্রাক্তন জিএম সহ ৩

কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হল ECL-এর প্রাক্তন জিএম সহ ৩ জন। মঙ্গলবার নিজাম প্যালেসে জেরার পর তাদের গ্রেফতার করে সিবিআই।

West Bengal News Live Updates: রাজভবনের সামনে তৃণমূলের ধর্নার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি, প্রশ্ন কলকাতা হাইকোর্টের

রাজভবনের সামনে তৃণমূলের ধর্নার বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় রাজ্যের আইনজীবীকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার।

WB News Live Updates:ঘরছাড়াদের ঘরে ফেরাতে সন্দেশখালিতে প্রিয়ঙ্কা টিবরেওয়াল

ঘরছাড়াদের ঘরে ফেরাতে সন্দেশখালিতে গেলেন বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। মিনাখাঁ এবং ন্যাজাট থানাতেও যান তিনি। বিরোধীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ প্রিয়ঙ্কার। তবে, পুলিশের তরফে জানানো হয়েছে,  সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘরছাড়াদের ঘরে ফেরানোর কাজ চলছে। কোনও সমস্যা নেই বলেও দাবি পুলিশের।

West Bengal News Live Updates: NEET ও NET-এ দুর্নীতির অভিযোগ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিল কলকাতায়

NEET ও NET-এ দুর্নীতির অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে কলকাতার শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করল সিপিএমর ছাত্র সংগঠন ভারতীয় ছাত্র ফেডারেশন সহ চারটি বামপন্থী ছাত্র সংগঠন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মিছিলটি হয়।

WB News Live Updates: গঙ্গা জলচুক্তি পুনর্নবীকরণে একতরফা সিদ্ধান্তের অভিযোগ মমতার, খারিজ কেন্দ্রের 

 বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলচুক্তি পুনর্নবীকরণে একতরফা সিদ্ধান্তের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা খারিজ করে দিল কেন্দ্রীয় সরকার।  পশ্চিমবঙ্গ সরকার আগাগোড়াই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল বলে দাবি তাদের।

West Bengal News Live Updates: দার্জিলিং ও কালিম্পঙে প্রবল বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙে প্রবল বৃষ্টির পূ্র্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ওই দুটি জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

WB News Live Updates: খড়গপুরে শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

মঙ্গলবার দুপুরে খড়গপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে বাইকে করে এসে মুখে কাপড় বেঁধে হামলা চালাল দুষ্কৃতীরা। এর জেরে গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কর্মী।

West Bengal News Live Updates: বসিরহাটে ভোট বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা রেখা পাত্রর

অনিয়মের অভিযোগ জানিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট বাতিলের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র।

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পর ফুটপাথ দখলমুক্ত করতে রাজ্যজুড়ে অভিয়ান প্রশাসনের

সোমবার নবান্নের সভাঘরে বৈঠকের সময় ফুটপাথ ও রাস্তা দখল করে থাকা হকারদের সরানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বড় শহরে ফুটপাথ ও সরকারি জমি দখলমুক্ত করার অভিযান চালাচ্ছে প্রশাসন। 

West Bengal News Live Updates: বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

মঙ্গলবার দুপুরে কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়াল। বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে ফের আগুন লেগে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন।

WB News Live Updates: ফুটপাথ দখলমুক্ত করতে যৌথ অভিযানে কলকাতা পুলিশ এবং পুরসভা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই সক্রিয় হয়ে উঠেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেক্টর তিনে জবরদখল করে রাখা ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালায় পুলিশ এবং পুরসভা।

West Bengal News Live Updates: সংসদে স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব তৃণমূল

অতীতের ইতিহাস ভেঙে এবার প্রথম স্পিকার নির্বাচনে ভোটাভুটি হতে চলেছে সংসদে। তার আগেই স্পিকার নির্বাচন নিয়ে বিরোধী জটে জট তৈরি হল। কে সুরেশকে স্পিকার নির্বাচন করার সিদ্ধান্ত কংগ্রেস একা নিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

WB News Live Updates: ভরদুপুরে শ্যুটআউট তৃণমূল পার্টি অফিসের সামনে, উত্তেজনা খড়গপুরে

মঙ্গলবার দুপুরে শ্যুটআউটের ঘটনায় উত্তেজনা ছড়াল খড়গপুরে। সেখানে থাকা তৃণমূলের একটি পার্টি অফিসের সামনে আচমকা বাইকে করে এসে গুলি চালায় দুই দুষ্কৃতী। 

Kolkata News Live Updates: গড়িয়ায় কাউন্সিলরের অফিসে হামলার ঘটনায় আরও ৫ তৃণমূল কর্মী গ্রেফতার

গড়িয়ায় কাউন্সিলরের অফিসে হামলার ঘটনায় আরও ৫ তৃণমূল কর্মী গ্রেফতার। আজ গড়িয়া এলাকা থেকে এই ৫ জনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৪ জনের এফআইআরে রয়েছে। হামলার পর থেকেই বন্ধ থাকা গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের কার্যালয় আজ খোলা হল। 

CV Ananda Bose News Live Updates: উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের শপথ নিয়ে ফের বাড়ল জটিলতা

উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের শপথ নিয়ে ফের বাড়ল জটিলতা। ২৬ জুন জয়ী প্রার্থীদের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য প্রথমে চিঠি দেন রাজ্যপাল।সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াৎ হোসেন সরকার দুজনেই পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেন তাঁরা অধ্যক্ষের কাছেই শপথ নিতে ইচ্ছুক। আজ রাজভবন থেকে ফের চিঠি পাঠানো হয় দুই জয়ী প্রার্থীকে। ৩ পাতার দীর্ঘ চিঠিতে ফের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য অনুরোধ করা হয় দুজনকে। পাশাপাশি এই চিঠিতে জয়ী প্রার্থী শপথ না নিলে কী কী জটিলতা হতে পারে তারও বিস্তারিত উল্লেখ আছে। এই প্রসঙ্গে চিঠিতে সংবিধানের একাধিক ধারারও উল্লেখ আছে। চিঠিতে একথাও উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজভবনে শপথ নিয়েছেন। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল শপথ বাক্য কে পাঠ করাবেন তার কোনও উল্লেখ চিঠিতে নেই বলে তৃণমূল শিবিরের দাবি। শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে টানাপোড়েনের মধ্যে অধ্যক্ষের তরফে দেওয়া চিঠি রাজ্যপালের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার সামিল বলেও উল্লেখ করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজভবন প্রস্তুত আছে বলেও সূত্রের খবর। 

Kolkata News: যদুবাবুর বাজারেও চলল ফুটপাথ দখলমুক্ত করার কাজ

যদুবাবুর বাজারেও চলল ফুটপাথ দখলমুক্ত করার কাজ। পুরপ্রতিনিধিদের সঙ্গে দখলমুক্ত করার জন্য রাস্তায় নামে ভবানীপুর থানার পুলিশ।

Agnimitra Paul: কেশিয়াড়িতে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে পথ অবরোধ কর্মসূচিতে উত্তেজনা

কেশিয়াড়িতে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে পথ অবরোধ কর্মসূচিতে উত্তেজনা। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। অগ্নিমিত্রা পালকে অবরোধ কর্মসূচি থেকে উঠিয়ে দিল পুলিশ। এর আগে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রীকে হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। 
আগামী ৭ দিনের মধ্যে পুলিশ দোষীদের গ্রেফতার না করলে, বড়সড় আন্দোলন, হুঁশিয়ারি বিজেপির।

Howrah Shalimar Station: বেআইনি পার্কিং রুখতে শালিমার স্টেশন চত্বরে তৎপরতা

নবান্নে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে শালিমার স্টেশন চত্বরে জোরদার প্রশাসনিক তৎপরতা।  বেআইনি পার্কিং রুখতে কড়া নজরদারি পুলিশের। স্টেশন লাগোয়া এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর। ১৬ জুন রবিবার পার্কিংয়ের দখল নিয়ে ঝামেলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল শালিমার স্টেশন চত্বর। স্টেশনের বাইরে পার্কিংয়ের দখল নিয়ে সংঘর্ষ বাধে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে।একাধিক বাড়ি ভাঙচুর ও মহিলাদের মারধরের অভিযোগ ওঠে। পুলিশের লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। সোমবার নবান্নের বৈঠকে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এরপরেই তৎপর হয় প্রশসন। 

Howrah Shalimar Station: বেআইনি পার্কিং রুখতে শালিমার স্টেশন চত্বরে তৎপরতা

নবান্নে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে শালিমার স্টেশন চত্বরে জোরদার প্রশাসনিক তৎপরতা।  বেআইনি পার্কিং রুখতে কড়া নজরদারি পুলিশের। স্টেশন লাগোয়া এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর। ১৬ জুন রবিবার পার্কিংয়ের দখল নিয়ে ঝামেলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল শালিমার স্টেশন চত্বর। স্টেশনের বাইরে পার্কিংয়ের দখল নিয়ে সংঘর্ষ বাধে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে।একাধিক বাড়ি ভাঙচুর ও মহিলাদের মারধরের অভিযোগ ওঠে। পুলিশের লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। সোমবার নবান্নের বৈঠকে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এরপরেই তৎপর হয় প্রশসন। 

Priyanka Tibrewal News Live Updates: ঘরছাড়াদের জন্য মিনাখাঁ থানায় প্রিয়াঙ্কা টিবরেওয়াল

মঙ্গলবারের মধ্যে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এদিন, বসিরহাট সাংগঠনিক জেলায় বিজেপির সভাপতি তাপস ঘোষকে সঙ্গে নিয়ে মিনাখাঁ থানায় যান আইনজীবী ও বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ঘরছাড়া বিজেপি কর্মীদের দ্রুত ঘরে ফেরানোর আশ্বাস দিয়েছে মিনাখাঁ থানার পুলিশ। মিনাখাঁর পরে ন্যাজাট থানায় যান প্রিয়াঙ্কা।  

Priyanka Tibrewal News Live Updates: ঘরছাড়াদের জন্য মিনাখাঁ থানায় প্রিয়াঙ্কা টিবরেওয়াল

মঙ্গলবারের মধ্যে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়াদের ঘরে ফেরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এদিন, বসিরহাট সাংগঠনিক জেলায় বিজেপির সভাপতি তাপস ঘোষকে সঙ্গে নিয়ে মিনাখাঁ থানায় যান আইনজীবী ও বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ঘরছাড়া বিজেপি কর্মীদের দ্রুত ঘরে ফেরানোর আশ্বাস দিয়েছে মিনাখাঁ থানার পুলিশ। মিনাখাঁর পরে ন্যাজাট থানায় যান প্রিয়াঙ্কা।  

Durgapur News Live Updates: সরকারি জমি দখলমুক্ত করতে টোল ফ্রি নম্বর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের

সোমবার নবান্নের বৈঠকে সরকারি জমি দখলমুক্ত করতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপরেই নড়েচড়ে বসেছে পশ্চিম বর্ধমানের জেলা প্রশাসন। সরকারি জমিকে দখল মুক্ত করতে টোল ফ্রি নম্বর চালু করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। যে কেউ এই নম্বর ফোন করে সরকারি জমি দখল সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। পাশপাশি সপকারি জমিতে গজিয়ে ওঠা একাধিক হোটেলেও হান দেয় পুলিশ। ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর মদ। সরকারি জমির ফেন্সিং কেটে একের পর এক ধাবা গজিয়ে উঠেছে বলে, খবর প্রশাসন সূত্রে।  অপরাধীদের রেয়াত করা হবে না বলে আশ্বাস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের। যদিও পুরোটাকে আই ওয়াশ বলে কটাক্ষ করেছে বিজেপি।

Kolkata News: আজ থেকে খুলে গেল দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিস মলের একাংশ

আজ থেকে খুলে গেল দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিস মলের একাংশ। বেসমেন্ট ও ৫ তলা থেকে ২০ তলা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে।  ১৪ তারিখ মলের একাংশে আগুন ধরে যাওয়ায় বিপত্তি ঘটে। বিল্ডিংয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। পরের দিন ঘটনাস্থল পরিদর্শনে যান দমকলের ডিজি। সুরক্ষার কথা মাথায় অনির্দিষ্ট কালের জন্য মল বন্ধ করে দেওয়া হয়। সেই বিল্ডিংয়ের একাংশ খুলে গেল মঙ্গলবার। 

Kolkata News: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এসএসকেএম চত্বর দখলমুক্ত করার কাজ শুরু

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এসএসকেএম চত্বর দখলমুক্ত করার কাজ শুরু। স্থানীয় কাউন্সিলারের নেতৃত্বে শুরু হল ৭১ নম্বর ওয়ার্ড দখলমুক্ত করার কাজ। 

Salt Lake News: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফুটপাথ দখলমুক্ত করতে সক্রিয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সক্রিয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। জবরদখল করে রাখা ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান। 

Asansol Inner Clash: আসানসোলের কুলটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে

আসানসোলের কুলটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এক যুবককে মারধরের অভিযোগ তৃণমূলেরই একাংশের। কাউন্সিলরের শাস্তির দাবিতে দলীয় পতাকা হাতে কুলটি থানায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের। কয়েকদিন আগে একটি ভাইরাল ভিডিওতে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের ছবি ধরা পড়ে। সেই ঘটনায় স্থানীয় কাউন্সিলর নাদিম আখতার জড়িত বলে দাবি করে তৃণমূলেরই একাংশ।

Patharpratima Crocodile Attack: বাবা ও ছেলে নদীতে কাঁকড়া ধরছিলেন, কুমির টেনে নিয়ে গেল ছেলেকে

বাবা ও ছেলে মিলে নদীতে কাঁকড়া ধরছিলেন। আচমকা কুমির এসে টেনে নিয়ে গেল ছেলেকে। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার জি- প্লটে গোবদিয়া নদীতে। খবর পেয়ে পুলিশ ও বনদপ্তর লঞ্চ নিয়ে নদীতে তল্লাশি শুরু করেছে।

Birbhum News Live Updates: রামপুরহাটে এক মহিলাকে ছেলেধরা সন্দেহে আটক করল গ্রামবাসীরা

এক মহিলাকে ছেলেধরা সন্দেহে আটক করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে  বীরভূম জেলার রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রামে। অভিযোগ,  সোমবার গ্রামে চার মহিলা ও একজন পুরুষকে ঘুরতে দেখেন গ্রামবাসীরা। তাঁরা গ্রামের বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘোরাফেরা করছিলেন বলে অভিযোগ। রাতে  একটি বাড়ির পিছনের দিকে চারজনকে দৌড়ে পালাতে দেখে তাদের তাড়া করেন গ্রামের লোকজনের। 

NEET 2024: রীতিমতো চুক্তি করে প্রশ্ন বিক্রি চলত?

নিটের প্রশ্নফাঁস কাণ্ডে তোলপাড় দেশ। এই মামলার মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়ার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে এল সিবিআইয়ের হাতে। রীতিমতো চুক্তি করে প্রশ্ন বিক্রির কারবার করত সে। পড়ুয়াদের সঙ্গে ৩০ থেকে ৪০ লক্ষ টাকায় ডিল ফিক্স হতো সঞ্জীবের। হাজার টাকার স্ট্যাম্প পেপারে তৈরি হত চুক্তিপত্র। সেখানে স্পষ্ট লেখা থাকত যাবতীয় শর্তাবলী। অ্যাডভান্স কত টাকা দিতে হবে, পরীক্ষার আগে কত টাকা দিতে হবে, ফল প্রকাশের পরে কতা টাকা দিতে হবে, সব লেখা থাকত সেই চুক্তিপত্রে। এরপর চাকরি পেলে কত টাকা দিতে হবে, চাকরি না পেলেই বা কী করনীয় সব কিছুর খুঁটি নাটি 

Paschim Bardhaman News Live: তালিবান উত্থানে অনুপ্রাণিত হয়েছিল পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গি!

আফগানিস্তানে তালিবান উত্থানে অনুপ্রাণিত হয়েছিল পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গি। ধৃত মহম্মদ হাবিবুল্লাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি এসটিএফ সূত্রে। 

Saumitra Khan News Live: বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিধাননগরের MP, MLA কোর্টের। ২০২৩ সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় হিংসা ছড়ানো, মারধর, শ্লীলতাহানি সহ এক ধারায় মামলা হয় সৌমিত্র খাঁর বিরুদ্ধে। তদন্ত করে চার্জশিটও পেশ করে পুলিশ। সৌমিত্রকে ৪ বার MP, MLA কোর্টে হাজিরা দিতে বলা হলেও প্রতিবার হাজিরা এড়িয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের উদ্ধারের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারছেন না বলে আদালতে জানিয়েছে তাঁর আইনজীবী। একাধিক বার হাজিরা এড়ানোর সৌমিত্রর ওপর ক্ষুব্ধ আদালত। 
৯ জুলাই ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা এড়ালে তাঁকে গ্রেফতারের নির্দেশ আদালতের। 

Malda Rupashree Scheme: কাটমানি দিতে না পারায় মেলেনি রূপশ্রী প্রকল্পের টাকা! মালদায় অভিযোগ

বিয়ের অতিক্রান্ত সাত মাস। কিন্তু কাটমানি দিতে না পারায় মেলেনি রূপশ্রী প্রকল্পের টাকা। ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বধূ। মালদার চাঁচল ২ নং ব্লকের জালাল পুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকার ঘটনা। ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুনের বিবাহ হয় গত বছর ডিসেম্বর মাসে। আনোয়ার দৃষ্টিশক্তিহীন। দিন আনে দিন খাওয়া পরিবার। ভেবেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকা পেলে মেয়ের বিয়ের খরচের জন্য অনেক সুবিধা হবে। বিয়ের দিন বাড়িতে এসেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। কিন্তু অভিযোগ, যারা এসেছিলেন তারা ১০ হাজার টাকা দাবি করেছে। কিন্তু দরিদ্র আনোয়ারের সেই টাকা দেওয়ার ক্ষমতা হয়নি। তাই বিয়ের সাত মাস হলেও তার মেয়ে রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। এই নিয়ে চাঁচল ২ ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। আপনার তখন তিনি নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

Doon Express: হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ

হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। ট্রেন যাত্রীদের একাংশের দাবি,  সোমবার বিহারের ওপর দিয়ে আসার সময় এস ৯ সংরক্ষিত কামরায় উঠে পড়ে ২ অজ্ঞাত পরিচয় ব্যক্তি। জোর করে সিটে বসার চেষ্টা করে। যাত্রীরা আপত্তি করতেই শুরু হয় বচসা। ট্রেন পরের স্টেশনে পৌঁছতেই আরও বেশ কয়েকজন এস ৯ সংরক্ষিত কামরায় উঠে পড়ে। শুরু হয় তাণ্ডব। একাধিক যাত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিহারের কুদরা স্টেশেন রেল পুলিশের কাছে অভিযোগ যাত্রীদের।


 

Murshidabad Weather Updates: আজ বৃষ্টিতে ভিজতে পারে মুর্শিদাবাদ, বজ্রবিদ্যুতের প্রকোপও

আজ বৃষ্টিতে ভিজতে পারে মুর্শিদাবাদ জেলা। সকালথেকে দফায় দফায় বৃষ্টি, গভীর রাতেও ঝঞ্ঝার আশঙ্কা। বজ্রবিদ্যুতের প্রকোপ থাকতে পারে।

Mamata Banerjee: প্রার্থী কে, তা না দেখেই দলের হয়ে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, বার্তা রথীনের

প্রার্থী কে, তা না দেখেই দলের হয়ে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। বাগদা উপনির্বাচনের আগে দলের নেতা-কর্মীদের এই বার্তা দিলেন, মন্ত্রী ও বাগদায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা, রথীন ঘোষ। বাগদায় তৃণমূলের পিছিয়ে পড়ার কারণ যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব, তাও কার্যত স্বীকার করলেন।

Mamata Banerjee: গঙ্গা জলচুক্তি নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার

২ দিন আগেই ১৯৯৬ সালের গঙ্গা জলচুক্তি পুনর্নবীকরণের আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই সিদ্ধান্তকে একতরফা বলে, প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ১৯৯৬ সালের গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যে দাবি করছেন তা সম্পূর্ণ ভুল। 

Mamata Banerjee: পুরসভা ভিত্তিক ভোটের ফল, জমিজখল, জলাশয় ভরাট নিয়ে অগ্নিশর্মা মমতা

লোকসভা ভোটের তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন শহুরে মানুষের একটা বড় অংশ। লোকসভার পুরসভা ভিত্তিক ফলাফলে অনেক পুর এলাকাতেই এগিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে সোমবার পুর প্রধান, মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্য়মন্ত্রীর অগ্নিশর্মা রূপ দেখা গেল। সরকারি জমি দখল থেকে বেআইনিভাবে জলাশয় ভরাট। নাম ধরে ধরে পুর প্রধান থেকে মন্ত্রী, আমলাদের ধমক দিলেন মুখ্য়মন্ত্রী।

Mamata Banerjee: সরকারি জমি জবরদখল, তোলাবাজি থেকে পরিষেবা, নাম করে নেতাদের হুঁশিয়ারি মমতার

'সল্টলেক আমার কাছে লজ্জা, রাজারহাটেও শুরু হয়েছে জবরদখল, সল্টলেকেও হচ্ছে। সুজিত বসু লোক বসাচ্ছে, কেন বাইরের লোক বসবে? ছবি দেখালে লজ্জা পাবেন, কত দিতে হয়েছে? কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা, কেন কাজ করে না সল্টলেকের কাউন্সিলররা? পুলিশের চোখে কিছুই পড়ে না', বৈঠক থেকে নাম করে নেতাদের হুঁশিয়ারি মমতার।

প্রেক্ষাপট

অবশেষে কাটল জট। আগামীকাল সংসদে স্পিকার নির্বাচনে কংগ্রেস প্রার্থী কে সুরেশকেই সমর্থনের সিদ্ধান্ত তৃণমূলের।


কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার ECL-এর প্রাক্তন জিএম সহ ৩। মঙ্গলবার নিজাম প্যালেসে জেরার পর তাদের গ্রেফতার করে সিবিআই।


রাজভবনের সামনে তৃণমূলের ধর্নার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি, প্রশ্ন কলকাতা হাইকোর্টের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার ভিত্তিতে এই মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা।


ভোটে জয়ের পরেও কাঁটা পুরসভা। সরকারি জমি জবরদখল, তোলাবাজি থেকে পরিষেবা। নবান্নের বৈঠকে নাম করে নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি। (Mamata Banerjee)

সল্টলেক-নিউটাউনে সরকারি জমি থেকে ফুটপাথ জবরদখল। প্রকাশ্যে সুজিত বসুকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। বললেন, 'সল্টলেকে সুজিত বসু লোক বসাচ্ছে, ছবি দেখালে লজ্জা পাবেন।' (Mamata Municipal Meeting)

গড়িয়াহাট থেকে হাতিবাগান-ফুটপাথ দখল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। দুর্নীতি নিয়ে নজরদারি কমিটি গঠনের ঘোষণা। বললেন, 'পুলিশ কী চোখে ঠুলি পরে বসে আছে?' (Kolkata News)

প্রশাসকের হাতে হাওড়া পুরসভা। সুযোগ নিয়ে অবাধে টাকা তুলছে বিধায়করা, ইঙ্গিত করে আক্রমণে মমতা। কোথাও কোনও হস্তক্ষেপ নেই, দাবি অরূপের।

পুর-পরিষেবা থেকে বেলাগাম দুর্নীতি। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। হাওড়া, হলদিয়া, রানাঘাটের মহকুমা শাসককে শোকজের নির্দেশ।
বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন। (TMC News)

 টেন্ডার নিয়ে বেলাগাম দুর্নীতি, এবার কেন্দ্রীয়ভাবে টেন্ডারের ঘোষণা মুখ্যমন্ত্রীর। দিঘা-হলদিয়া উন্নয়ন পরিষদ নিয়েও ক্ষুব্ধ। বললেন, 'আগে সব পরিষ্কার করব, তার পরে ভোটে যাব।'


বেআইনি নির্মাণ থেকে বেহাল পরিবেষা। পুর-এলাকা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ভোটে ধাক্কা খেয়ে স্বচ্ছ ভাবমূর্তি দেখানোর চেষ্টা, পাল্টা আক্রমণে বিরোধীরা।

৫ রাজ্যে ছড়াল নিট-কেলেঙ্কারির জাল। মহারাষ্ট্রের লাতুরে ২ শিক্ষক গ্রেফতার। গোধরাতেও গেল সিবিআই। মোদি-ধর্মেন্দ্র শপথ নিতেই উঠল স্লোগান। 

নেটের প্রশ্নফাঁস তদন্তে নেমেই এনডিএ শাসিত বিহারে আক্রান্ত সিবিআই। পরিচয়পত্র দেখিয়েও মেলেনি রেহাই। হামলার মুহূর্তের ছবি এবিপি আনন্দর হাতে।

নিট থেকে নেট-প্রশ্ন ফাঁসকে হাতিয়ার করে চাপ বাড়াচ্ছে বিরোধীরা।সংসদ ভবনের বাইরে বিরোধীদের বিক্ষোভ। গঠনমূলক বিরোধী দেখতে চান প্রধানমন্ত্রী।

নিটে দুর্নীতি। চাপ বাড়িয়ে মোদিকে চিঠি মমতার। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যত বিপন্ন। রাজ্যের হাতেই আগের মতো মেডিক্যালের প্রবেশিকা ফেরানোর সওয়াল।

তিস্তার জল নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা, অন্ধকারে রেখার অভিযোগে অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে চিঠি। প্রোটোকল মেনেই বৈঠক, পাল্টা বিজেপি।

 বন্ধ হয়ে গেল তারাতলায় ব্রিটানিয়ার শতাব্দী প্রাচীন বিস্কুট কারখানা। কাজ হারালেন বহু কর্মী। পণ্য পরিবহণে অসুবিধের কারণ দেখাল কর্তৃপক্ষ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.