West Bengal News Live Updates: জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেত্রী মাম্পি দাস

WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 18 May 2024 11:27 PM
WB Live News Update:দেবের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়

ঘাটালের হিরোকে জিরো করব। ২৩ তারিখ এমন জিনিস আমি ছাড়ব, আর ঘর থেকে ওই দিন বেরোবে না। শনিবার পাঁচকুড়ির সভা থেকে দেবের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। পাল্টা জবাব দিয়েছেন দেব। পাশাপাশি, ভাইরাল অডিও বিতর্কেও এদিন হুঁশিয়ারির সুর শোনা গেছে দেবের গলায়। দেবকে পাল্টা আক্রমণে নেমেছেন হিরণও। 

West Bengal Live News:দক্ষিণ কলকাতা নয় ডায়মন্ড হারবারই তৃণমূলের দুর্জয় ঘাঁটি, দাবি অভিষেকের

দক্ষিণ কলকাতা নয় ডায়মন্ড হারবারই তৃণমূলের দুর্জয় ঘাঁটি, দাবি অভিষেকের। 'আগে দক্ষিণ কলকাতাকে তৃণমূলের দুর্জয় ঘাঁটি বলা হত। এখন বাংলায় তৃণমূলের এক নম্বর দুর্জয় ঘাঁটি ডায়মন্ড হারবার'

WB Live News Update: দিদি যদি আমাদের দুঃখটা দেখতেন, তাহলে দিদির সঙ্গেই থাকতাম : সন্দেশখালির BJP নেত্রী মাম্পি দাস

মাম্পি দাস বলেন, 'দেখুন সত্যের পথে চললে, কষ্ট আছে। কাঁটা-আগুন সবই আছে। কিন্তু সেগুলি সবই উপেক্ষা করে আমাদের সবাইকে সত্যের সঙ্গে চলতে হবে। আমরা এ রাজ্যে বসবাস করছি। এখানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম, আমরা সবাই জানতাম যে, দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) হয়তো জানতেন না। আমরা দিদিকে আহ্বান জানিয়েছিলাম। দিদি কেন আসেননি। দিদি যদি আসতেন, আমাদের দুঃখ-কষ্টটা দেখতেন, তাহলে দিদির সঙ্গেই থাকতাম। কিন্তু দিদি তা করেননি। নারী হয়ে নারীদের পাশে দাঁড়াননি। '

West Bengal Live News:ময়নায় গেল NIA

হাইকোর্টের নির্দেশে বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরের ময়নায় গেল এনআইএ। বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে যেখানে খুন করা হয়েছিল সেই ঘটনালস্থল পরিদর্শন করলেন এনআইএ আধিকারিকরা। নিহত বিজেপির বুথ সভাপতির স্ত্রী এবং দুই ছেলের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। 

WB Live News Update: এবার সন্দেশখালিতে কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ

এবার সন্দেশখালিতে কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ। গতকাল রাতে বেড়া ভেঙে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। সিবিআইয়ের কাছেও ইমেল করে অভিযোগ দায়ের। 

West Bengal Live News: অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিন চাইলেন জেলবন্দি জ্যোতিপ্রিয়

অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিন চাইলেন জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক। 'ওজন কমেছে জ্যোতিপ্রিয়র, কিডনির অবস্থাও ভাল নয়। একাধিক রোগে ভুগছেন জ্যোতিপ্রিয়, অন্তত এক মাসের জন্য তাঁকে ছাড়া হোক', ব্যাঙ্কশাল কোর্টে ইডি-র বিশেষ আদালতে আবেদন জ্যোতিপ্রিয়র আইনজীবীর।
'ইডি-র হাসপাতালে ওঁর চিকিৎসা হচ্ছে। আমরা মনে করি না বাইরে চিকিৎসার প্রয়োজন আছে', সওয়াল ইডি-র আইনজীবীর। আগামী সপ্তাহে রায় দেবেন বিচারক

WB Live News Update: সন্দেশখালিতে সিবিআই ক্যাম্পে অভিযোগের পাহাড়

সন্দেশখালিতে সিবিআই ক্যাম্পে অভিযোগের পাহাড়। হুমকি দিচ্ছে তৃণমূল, কোনও পদক্ষেপ করছে না পুলিশ। দ্বিতীয় দিনেও একের পর এক অভিযোগ সন্দেশখালির মহিলাদের। আইনি সাহায্য করতে পৌঁছে গেছেন বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

West Bengal Live News: ইন্ডিয়া জোট ইস্যুতে মমতার পাশে খাড়গে, কড়া বার্তা অধীরকে

ইন্ডিয়া জোট ইস্যুতে মমতার পাশে খাড়গে, কড়া বার্তা অধীরকে। খড়্গে বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় জোটের সঙ্গে আছেন, সেটা স্পষ্ট। অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্ত নেয় হাইকম্যান্ড। আমরা যে সিদ্ধান্ত নেব, সেটাই চূড়ান্ত হবে। আমাদের সিদ্ধান্ত না মানলে বেরিয়ে যেতে হবে।'

WB Live News Update:গণধর্ষণের চেষ্টার অভিযোগের ২ দিন কেটে গেলেও এখনও অধরা অভিযুক্তরা

গণধর্ষণের চেষ্টার অভিযোগের ২ দিন কেটে গেলেও এখনও অধরা অভিযুক্তরা। তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও তৃণমূল কর্মী সৈকত দাস এখনও অধরা। সিবিআই ক্যাম্পে এসে অভিযোগ করলেন অভিযোগকারিণী। 

West Bengal Live News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ জে পি নাড্ডার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ জে পি নাড্ডার। সন্দেশখালি ও সিএএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসৎ প্রশাসক বলে আক্রমণ। 'ভোটব্যাঙ্কের স্বার্থে দেশের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় আপোস করছেন', সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আক্রমণ বিজেপি সভাপতি নাড্ডার। 

WB Live News Update: হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালির বিজেপি নেত্রীর জেলমুক্তি

হাইকোর্টের নির্দেশে অবশেষে সন্দেশখালির বিজেপি নেত্রীর জেলমুক্তি। দমদম জেল থেকে ছাড়া পেলেন বিজেপি নেত্রী মাম্পি দাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ব না, জেল থেকে বেরিয়ে আক্রমণ মাম্পি দাসের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ সন্দেশখালির মাম্পি দাস। 'সন্দেশখালির অভিযোগ ভুয়ো নয়, আন্দোলনে কোনও রাজনীতি ছিল না', জেল থেকে বেরিয়ে বললেন সন্দেশখালির বিজেপি নেত্রী।

Jyotipriya Mallick: অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিন চাইলেন জেলবন্দি জ্যোতিপ্রিয়

অসুস্থতার কারণ দেখিয়ে ফের জামিন চাইলেন জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক। 'ওজন কমেছে জ্যোতিপ্রিয়র, কিডনির অবস্থাও ভাল নয়। একাধিক রোগে ভুগছেন জ্যোতিপ্রিয়, অন্তত এক মাসের জন্য তাঁকে ছাড়া হোক', ব্যাঙ্কশাল কোর্টে ইডি-র বিশেষ আদালতে আবেদন জ্যোতিপ্রিয়র আইনজীবীর।
'ইডি-র হাসপাতালে ওঁর চিকিৎসা হচ্ছে। আমরা মনে করি না বাইরে চিকিৎসার প্রয়োজন আছে', সওয়াল ইডি-র আইনজীবীর। আগামী সপ্তাহে রায় দেবেন বিচারক

Mamata Banerjee: ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনলে আয়কর, সিবিআই, ইডি-র অত্যাচার বন্ধ করে দেব: মমতা

বাঙালিরা বিজেপিকে চায় না। সন্দেশখালিতে বিজেপির কলঙ্কের কথা আজীবন সবার মনে থাকবে। ওখানে মহিলাদের জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে। সন্দেশখালিতে এরপর সাম্প্রদায়িক উস্কানি দেবে বিজেপি। ইন্ডিয়া জোটের সঙ্গে আছি। ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনলে আয়কর, সিবিআই, ইডি-র অত্যাচার বন্ধ করে দেব: মমতা বন্দ্যোপাধ্যায়। 


 

CV Ananda Bose: রাজভবনে কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগের তদন্তে এবার তলবের পথে লালবাজার

রাজভবনে কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগের তদন্তে এবার তলবের পথে লালবাজার। আজই রাজভবনের ৩ কর্মচারীকে নোটিস দিয়ে ডাকবে লালবাজার। আগামী সোম বা মঙ্গলবার এই ৩ কর্মচারীকে ডাকছে লালবাজার। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় অভিযুক্ত হিসেবেই এই তিনজনকে তলব করা হচ্ছে। ইতিমধ্যেই অভিযোগকারিণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। 

Sandeshkhali Situation: সন্দেশখালিতে সিবিআই ক্যাম্পে অভিযোগের পাহাড়

সন্দেশখালিতে সিবিআই ক্যাম্পে অভিযোগের পাহাড়। হুমকি দিচ্ছে তৃণমূল, কোনও পদক্ষেপ করছে না পুলিশ। দ্বিতীয় দিনেও একের পর এক অভিযোগ সন্দেশখালির মহিলাদের। আইনি সাহায্য করতে পৌঁছে গেছেন বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

JP Nadda: I.N.D.I.A জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ান বদলকে তীব্র কটাক্ষ জেপি  নাড্ডার

I.N.D.I.A জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ান বদলকে তীব্র কটাক্ষ জেপি  নাড্ডার। তৃণমূলনেত্রীর মানসিক স্থিরতা নিয়ে প্রশ্ন তুললেন। বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে জে পি নাড্ডার মন্তব্যে ফের বিজেপির নারীবিদ্বেষ সামনে চলে এল, পাল্টা আক্রমণ তৃণমূলের।


 

Kharge on Adhir: ইন্ডিয়া জোট ইস্যুতে মমতার পাশে খাড়গে, কড়া বার্তা অধীরকে

ইন্ডিয়া জোট ইস্যুতে মমতার পাশে খাড়গে, কড়া বার্তা অধীরকে। খড়্গে বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় জোটের সঙ্গে আছেন, সেটা স্পষ্ট। অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্ত নেয় হাইকম্যান্ড। আমরা যে সিদ্ধান্ত নেব, সেটাই চূড়ান্ত হবে। আমাদের সিদ্ধান্ত না মানলে বেরিয়ে যেতে হবে।'

Heatwave Alert: দুই বঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা

সপ্তাহান্তে ফের জ্বালাপোড়া গরম। তবে সোমবার স্বস্তি। পঞ্চম দফা ভোটের দিন বৃষ্টি হবে রাজ্যজুড়ে। আজ উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কাল থেকে বদলাবে আবহাওয়া। রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোম ও মঙ্গলবার রাজ্যজুড়েই বৃষ্টি হবে। এর মধ্যেই আগামী বৃহস্পতিবার দক্ষিণ- পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।  
শক্তি বাড়িয়ে এটি গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম।


 

Sandeshkhali Case: হাইকোর্টের নির্দেশের পর আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাস

হাইকোর্টের নির্দেশের পর আজ জেল থেকে ছাড়া পাচ্ছেন সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাস। দলের তরফে জানানো হয়েছে, জামিন সংক্রান্ত নথি দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বসিরহাট মহকুমা আদালতে যাবে। আদালত থেকে সেই নথি ফের দমদম জেলে ফেরত এলে মাম্পিকে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। ভাইরাল ভিডিও-য় সন্দেশখালির এক মহিলা দাবি করেন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের সামনে তাঁর শাশুড়িকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। পরে, সেই সাদা কাগজে ধর্ষণ, গালিগালাজ করা এবং পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার মতো মিথ্যা অভিযোগ করা হয়। মহিলা দাবি করেন, এই ঘটনার পিছনে হাত রয়েছে সন্দেশখালির আন্দোলনকারী মাম্পি দাস। তার প্রেক্ষিতেই গ্রেফতার হন বিজেপি নেত্রী। গতকাল তাঁর জেল-মুক্তির নির্দেশ হাইকোর্ট।


 

Sheikh Shahjahan: শেখ শাহজাহান মামলায় এবার ১০ জন ঠিকাদারকে তলব করল ED

শেখ শাহজাহান মামলায় এবার ১০ জন ঠিকাদারকে তলব করল ED। সরকারি প্রকল্পের টেন্ডার পাওয়া থেকে কীভাবে ঠিকাদার সিন্ডিকেট চালাতেন শেখ শাহজাহান, সেটাই জানার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি। ED সূত্রে দাবি, এই ঠিকাদারদের দিয়েই মনরেগা থেকে শুরু করে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের টেন্ডার পেতেন শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। ED সূত্রে খবর, প্রভাব খাটিয়ে টেন্ডার হাতানোর পর কারা কাজ পাবে, তার গোটা প্রক্রিয়া সামলাতেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর ও শিবু হাজরা। তাঁরাই ঠিকাদার বাছাই করতেন। এমন ১০ জন ঠিকাদারকে তলব করেছে ED। ২ জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ED সূত্রে দাবি, কত টাকার কাজ মিলত, সরকারি কাজ পেতে শেখ শাহজাহান ও তাঁর সিন্ডিকেটকে কত টাকা কমিশন দিতে হত, কীভাবে সেই টাকা লেনদেন হত, জানতে চান তদন্তকারীরা। শেখ শাহজাহান মামলায় এই ঠিকাদারদের বয়ানই এবার ED-র হাতিয়ার হতে চলেছেন। 


 

Suri News: বেআইনি মদ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে সিউড়ির খোসনাতোর গ্রামে তুলকালাম বাধল

বেআইনি মদ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে সিউড়ির খোসনাতোর গ্রামে তুলকালাম বাধল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রতিবাদ করায় গতকাল রাতে গন্ডগোল শুরু হয়। আবগারি দফতরের কর্মীরা পৌঁছনোর পর, তাঁদের সামনেই প্রতিবাদী মহিলাদের সঙ্গে বেআইনি মদ বিক্রেতাদের হাতাহাতি বেধে যায়। আহত হন আবগারি দফতরের এক কর্মী। সিউড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কাউকে গ্রেফতার করেনি। অন্যদিকে, বেআইনি মদ বিক্রেতার দাবি, তিনি বিজেপি করেন বলেই তৃণমূলের মদতে তাঁর বাড়িতে হামলা হয়েছে। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের।


 

Salar News: ভোটের পরেও বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি

ভোটের পরেও বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি। ভরতপুর বিধানসভার সালারে তৃণমূলের জেলা সম্পাদক মহম্মদ আজহারউদ্দিন ওরফে সিজারের বাড়ি লক্ষ্য করে আজ সকালে পরপর ৬টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে সালার থানার পুলিশ। বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় তৃণমূল জেলা সম্পাদক দায়ী করেছেন ভরতপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমান সুমনের অনুগামীদের। জেলা সম্পাদক কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলায় এ ধরনের দোষারোপ বলে পাল্টা আঙুল

Kolkata News: আনন্দপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুন নাকি আত্মহত্যা, ধন্দে পুলিশ

আনন্দপুরে গৃহবধূর রহস্যমৃত্যু। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে ধন্দে আনন্দপুর থানার পুলিশ। মৃতের নাম মনীষা বাগ। পুলিশ জানিয়েছে, মৃতের নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। গলায় দাগ রয়েছে।দেহের পাশে পড়েছিল গামছা। বাড়ির মালিক জানিয়েছেন, একমাস আগে দম্পতি পরিচয়ে ভাড়া নেন যুগল। কয়েকদিন ধরে ঘরে পাখা চলার আওয়াজ পেলেও কাউকে দেখা যাচ্ছিল না। গতকাল ডাকতে গিয়ে দেখেন, বিছানায় পড়ে আছে গৃহবধূর নিথর দেহ। ঘটনার পর থেকেই স্বামীর খোঁজ মিলছে না।


 

Habra News: বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের মুখে বুলডোজার চালানোর হুমকি

হাবড়ায় প্রচারে গিয়ে বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের মুখে বুলডোজার চালানোর হুমকি। পুকুর ভরাট করে বহুতল বানানোর অভিযোগ তুলে সরাসরি আক্রমণ করেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহাকে। জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তৃণমূলের পুর-চেয়ারম্যানেরও শ্রীঘরে ঠাঁই হবে বলে হুঁশিয়ারি দেন বারাসাতের বিজেপি প্রার্থী। গতকাল হাবড়ায় দলীয় প্রার্থীর মিছিলে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। হাবড়ায় তৃণমূলের জামানত জব্দ হবে বলেও ভবিষ্যদ্ববাণী করেন স্বপন মজুমদার। পুরসভার কথা না ভেবে সংসদীয় এলাকার জন্য কী উন্নয়ন করবেন, তা নিয়ে প্রচার করুন। দুর্নীতি-যোগ অস্বীকার করে বিজেপি প্রার্থীকে পাল্টা জবাব তৃণমূলের পুর-চেয়ারম্যানের।


 

Ghatal News: ভোটের আগে সবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি

ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটের আগে সবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। অভিযোগ, গতকাল রাতে দশক গ্রাম পঞ্চায়েতের কোলন্দা, রাউতরাবাড়ি, বিলকুয়া-সহ একাধিক এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে বাঁশ-লাঠি দিয়ে পেটানো হয়। রাস্তায় বিজেপি কর্মীদের দেখলেই মারধর করা হচ্ছে। চোখের সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার বলে অভিযোগ। প্রতিবাদে সকাল ৮টা থেকে সবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। থানার গেটে বিজেপির পতাকা লাগিয়ে দেন তাঁরা। অভিযুক্তরা গ্রেফতার না হলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। ভিত্তিহীন অভিযোগ, গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা, দাবি তৃণমূলের।


 

Kolkata News: পাটুলিতে ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ

ভোটের আগে পাটুলিতে ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে সিপিএমের একটি পথসভা ছিল। অভিযোগ, সভার আগে মাইকের তার খুলে দেন তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় সিপিএম কর্মী অভীক চৌধুরীকে মারধর করা হয় এবং এলাকায় থেকে সিপিএম করা যাবে না বলেও হুমকি দেওয়া হয়। পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত তৃণমূল কর্মী সুজয় মিত্র ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দিয়েছেন।


 

Moyna News: ময়নায় বিজেপির বুথ সভাপতি খুনের মামলায় নড়েচড়ে বসল এনআইএ

ময়নায় বিজেপির বুথ সভাপতি খুনের মামলায় নড়েচড়ে বসল এনআইএ। এর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছিল। বিজয় ভুঁইয়ার খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে পৌঁছে গিয়েছে এনআইএ টিম। এই মামলায় ৩৬ জনের নামে এফআইআর দায়ের হয়েছিল। এফআইআরে নাম থাকা অনেকেই তৃণমূল নেতা কর্মী। নিহত বিজয় ভুঁইয়ার স্ত্রী লক্ষ্মীর অভিযোগপত্রে ষড়যন্ত্রকারী হিসেবে নাম ছিল তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর। অভিযোগপত্রে নাম রয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইয়ের। এনআইএ তদন্তে নেমে সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে ।

Kaliachak News: মালদা দক্ষিণ লোকসভার কালিয়াচকে বোমা বিস্ফোরণ

ভোট মেটার পরেও বোমার ছড়াছড়ি। মালদা দক্ষিণ লোকসভার কালিয়াচকে বোমা বিস্ফোরণ। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। গতকাল সন্ধেয় কালিয়াচকের মডেল এলাকায় পরিত্যক্ত শৌচাগারের সেপটিক ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, সেপটিক ট্য়াঙ্কে দুটি জারে বোমা মজুত করা হয়েছিল। তার একটিতে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে যান কালিয়াচকের SDPO ও কালিয়াচক থানার IC-সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে।  
ভোটের আগে বোমা মজুত করা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে।


 

West Bengal Weather: পঞ্চম দফা ভোটের দিন বৃষ্টি হবে রাজ্য জুড়ে, কাল থেকেই হাওয়াবদল

সপ্তাহান্তে ফের জ্বালাপোড়া গরম। তবে সোমবার স্বস্তি। পঞ্চম দফা ভোটের দিন বৃষ্টি হবে রাজ্য জুড়ে। আজ উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কাল থেকে বদলাবে আবহাওয়া। রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোম ও মঙ্গলবার রাজ্যজুড়েই বৃষ্টি হবে। এর মধ্যেই আগামী বৃহস্পতিবার দক্ষিণ- পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।  শক্তি বাড়িয়ে এটি গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম।


 

Habra News: বিস্ফোরক বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, হাবড়ার পৌর প্রধানকে জেলে পোরার হুঁশিয়ারি

হাবড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে নির্বাচনী রোড শো আগেই বিস্ফোরক বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। সরাসরি নাম না করে আক্রমণ করলেন হাবরা পৌরসভার পৌরপ্রধানকে। বললেন প্রয়োজনে অবৈধভাবে পুকুর ভরাট করা বিল্ডিং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন অনৈতিক কাজের জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তার শাগরেদদেরও ঠাঁই হবে শ্রীঘরে।

Kalna News: সাতসকালে আগুন লাগল কালনা শহরে একটি বহুতলে

সাতসকালে আগুন লাগল কালনা শহরে একটি বহুতলে। আটকে পড়েন ২ জন। দেড়ঘণ্টায় চেষ্টায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ কালনা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পালিরবাজারে ওই বহুতলের নীচে জুতোর গুদামে আগুন লাগেে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওপরের তলায়। তিনতলায় থাকে বাড়ির মালিকের পরিবার। সেখানে ২ জন ঘুমোচ্ছিলেন। তাঁরা আটকে পড়েন। মই লাগিয়ে, গ্রিল ভেঙে তাঁদের উদ্ধার করেন দমকল কর্মীরা। দমকলের ৩টি ইঞ্জিন এখনও আগুন নেভানোর লড়াই চালাচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। 


 

Barasat News: দেগঙ্গায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ

ভোটের আগে বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে গোবিন্দপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি পরিতোষ মণ্ডলের বাড়ির খড়ের গাদায়
আগুন লাগে। বিজেপি নেতার দাবি, ওই এলাকায় বিজেপির প্রভাব রয়েছে। সেটা আটকাতেই ভোটের আগে তৃণমূল এই কাজ করেছে। প্রায় ৩ বিঘা জমির খড় পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


 

Howrah News: হাওড়া জগৎবল্লভপুরের বড়গাছিয়া পার্বতীপুরে পরচুল তৈরির কারখানায় আগুন

হাওড়া জগৎবল্লভপুরের বড়গাছিয়া পার্বতীপুরে পরচুল তৈরির কারখানায় আগুন। ঘটনাস্থলে দুটি দমকল ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জগৎবল্লভপুর থানার পুলিশ ও এলাকার মানুষ জানিয়েছেন, গোটা কারখানা কার্যত পুড়ে ছাই হয়ে যায়। আজ ভোরের দিকে এই আগুন লাগে। 

South 24 Parganas News: দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের গুরুদাসপুরে ভাইপোর হাতে খুন দুই পিসি

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের গুরুদাসপুরে ভাইপোর হাতে খুন দুই পিসি। খুনের ঘটনায় দুই মহিলার ভগ্নিপতিকেও গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। ধৃত সুব্রত প্রামাণিক ও মণিরথ আড়ি গুরুদাসপুরেরই বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পৈতৃক ৭ বিঘা জমি দখল করতেই এই খুন। ৬ বোন ও ৩ ভাইয়ের মধ্যে অবিবাহিত বিপাশা ও বাসন্তী প্রামাণিক পৈতৃক বাড়িতে থেকে চাষবাস করে সংসার চালাতেন। মাথা থেঁতলে, কুপিয়ে খুন করা হয় দুই বোনকে। পুলিশের দাবি, সম্পত্তি হাতাতে শ্যালক-পুত্র সুব্রতর সঙ্গে জোট বেঁধে দুই শ্যালিকাকে খুনের ছক কষেন ছোট বোনের স্বামী মণিরথ। 


 

Sheikh Shahjahan Live Updates: শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জমি, ভেড়ি-সহ ১৪ কোটি ২৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। শেখ শাহজাহান, তাঁর ভাই আলমগিরের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত। শিবু হাজরা-সহ আরও কয়েকজন শাহজাহান ঘনিষ্ঠের সম্পত্তি বাজেয়াপ্ত। বাজেয়াপ্ত ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৩ কোটি ৭৮ লক্ষ টাকা। সাড়ে ১০ কোটি মূল্যের ৫৫টি স্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করল ইডি। শেখ শাহজাহান ও তাঁর ভাই আলমগিরের ৩টি গাড়িও বাজেয়াপ্ত।

Sandeshkhali Live Updates: সন্দেশখালিতে গ্রেফতার হওয়া বিজেপি নেত্রীকে জেল থেকে মুক্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

সন্দেশখালিতে গ্রেফতার হওয়া বিজেপি নেত্রীকে জেল থেকে মুক্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মাম্পি দাসকে মুক্তির নির্দেশ দিয়ে রাজ্য সরকারকে বিচারপতি প্রশ্ন করলেন, এর পিছনে কার মাথা কাজ করেছে? নিম্ন আদালতের বিচারক , পুলিশ কেউ কি সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না?

প্রেক্ষাপট

সন্দেশখালির বিজেপি নেত্রীর গ্রেফতারি মামলায় ধাক্কা রাজ্য পুলিশের। ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন মাম্পি দাস। লঘু ধারায় মামলার নোটিসের টোপ দিয়ে কেন গ্রেফতার ? রাজ্যকে প্রশ্ন বিচারপতির। (Sandeshkhali Case)

মাম্পির বিরুদ্ধে দায়ের এফআইআরে জামিন অযোগ্য ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। জামিন যোগ্য ধারায় তদন্ত চলবে পুলিশ সুপারের নজরদারিতে। নির্দেশ হাইকোর্টের। (Sandeshkhali Situation)

আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না পুলিশ। নেপথ্যে কার মাথা ? কড়া প্রশ্নের মুখে রাজ্য। নিম্ন আদালতের বিচারক, পুলিশ, সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না ? প্রশ্ন হাইকোর্টের। (Calcutta HighCourt)

ভাইরাল ভিডিও নিয়ে এফআইআর খারিজের দাবি। হাইকোর্টে স্বস্তি বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের। আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়। মৌখিক নির্দেশ বিচারপতির। (Sandeshkhali Viral Video)


 শেখ শাহজাহান ও ঘনিষ্ঠদের জমি-ভেড়ি সহ ১৪ কোটি ২৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা, ৫৫টি স্থাবর সম্পত্তি ও ৩টি বাড়ি বাজেয়াপ্ত।

মমতাকে বেলাগাম আক্রমণ, কমিশনে চিঠি তৃণমূলের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ নির্বাচন কমিশনের। সোমবার বিকেলের মধ্যে তমলুকের বিজেপি প্রার্থীর জবাব তলব। (Abhijit Ganguly)

 রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইএর পুলিশের। অভিযোগকারিণীর গোপন জবানবন্দি ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এফআইআর। (CV Ananda Bose)

 কলকাতায় ফিরল করোনার আতঙ্ক। ৭ দিনে ৫ জন করোনা আক্রান্তের খবর। নতুন উপপ্রজাতি কেপি ডট টু'তে আক্রান্ত? স্পষ্ট হবে জিনোম সিকোয়েন্সিংয়ে। (COVID in Kolkata)

২ দিনে আরও চড়বে পারদ। শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। রবিবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা। সোমবার কলকাতা সহ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.