West Bengal News LIVE Updates: প্রার্থী না হওয়ায় অর্জুন সিং বললেন, 'দল একবারও যদি আমাকে বলত আমি আসতাম না'
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
ব্রিগেডের 'জনসভা' থেকে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। শুধু এখানেই নয়, চমক রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকাতেও। হুগলিতে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্য়ায়। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বিষ্ণুপুরে লড়াই প্রাক্তন স্বামী-স্ত্রী সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের।
মাত্র ১০ দিনেই বদলে গেল ছবিটা। গ্রেফতারির দিন যে ঔদ্ধত্য চোখে পড়েছিল, রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশের সময় শেখ শাহজাহানের আচরণে তার সিকি ভাগও দেখা গেল না। এদিন, শেখ শাহজাহানকে ৪ দিনের CBI হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।
ভোটের আগে চরমে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ। এজেন্সিকে নিয়ে ভোট লুঠের চেষ্টা করছে বিজেপি। ব্রিগেডের জনগর্জন সভা থেকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ন্যাজাটের সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। যদিও, এরমধ্য়ে নকল লড়াই দেখছে সিপিএম।
অধীর চৌধুরীর গড় বহরমপুরে চমক দিল তৃণমূল। গুজরাতের বরোদার বাসিন্দা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি, অমিত শাহর পর দিদির প্রার্থীও আনছেন গুজরাত থেকে, কটাক্ষ করে বললেন অধীর চৌধুরী। ভবিষ্যতে হলিউড থেকে প্রার্থী আনা হবে, প্রতিক্রিয়া মহম্মদ সেলিমের। অন্যদিকে প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন প্রাক্তন কেকেআর তারকা ইউসুফ পাঠান।
বেলেঘাটার চাউলপট্টি রোডে আগুন। আগুনে পুড়ে ছাই একটি বাড়ি। আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভাতে লড়াই চালাচ্ছে
ব্যারাকপুরে পার্থ ভৌমিককে প্রার্থী করল তৃণমূল। অর্জুন সিংহকে দল টিকিট না দেওয়ায় ভাটপাড়া, দত্তপুকুরে বিক্ষোভ দেখালেন তাঁর অনুগামীরা।
তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই শুরু ক্ষোভ-বিক্ষোভ। প্রার্থী না হওয়ায়, অর্জুন সিং বলেন, দল একবারও যদি আমাকে বলত আমি আসতাম না। এটা একরকম ধোঁকা দেওয়া হয়েছে। এপ্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, নিশ্চিত ভাবে ও সম্মানজনক কিছু পাবে।
৪২টি লোকসভা কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করল তৃণমূল। চমক পরতে পরতে।
এদিন জনগর্জন সভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'এতদিন অনেক বিচার করেছো, হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়েছো। এবার মানুষ তোমার বিচার করবে। চেয়ারে বসে আগে কেউটে ছিল, এখন গোখরো হয়েছে'।
'যাঁদের কথার দাম নেই, তাঁদের আবার কীসের গ্যারান্টি। ভোট এলেই ১০০ টাকা গ্যাসের দাম কমানো হয়। ১০০ দিনের কাজ হল সংবিধানের গ্যারান্টি, মোদি কীসের গ্যারান্টি দিচ্ছেন? ৫৯ লক্ষ মানুষকে ১০০ দিনের কাজের টাকা দেয়নি মোদি সরকার। না দিয়েই বলছেন, খেয়ে ফেলেছে। আমাদের টাকা আমাদেরই দিচ্ছে না', জনগর্জন সভা থেকে কেন্দ্রকে দুষলেন মমতা
৪২ জন তৃণমূল প্রার্থীকে নিয়ে র্যাম্পে হাঁটব, জনগর্জন সভা থেকে জানালেন মমতা। প্রার্থীদের সঙ্গে সমর্থকদের পরিচয় করাবেন তৃণমূল নেত্রী।
তৃণমূলের প্রার্থী হতে পারেন এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী। হুগলিতে লকেটের বিরুদ্ধে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়? এবার আর ভোটে টিকিট নাও পেতে পারেন নুসরত জাহান
ব্রিগেডে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই জনতার উদ্দেশে প্রণাম। কখনও কখনও মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে দিলেন লড়াইয়ের বার্তা
তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনই রাজ্য়ের ৯টি সভা করবে সিপিএম। রাজ্য়ের বিভিন্ন জায়গায় মিছিল এবং অন্তত ৪০টি পথসভাও করা হবে। আর সোমবার সন্দেশখালি অভিযানের ডাক দিয়েছে সিপিএম।
এক গৃহবধুর হাত কেটে ফেলার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। বাসন্তী থানার শ্রীরামপুরের ঘটনা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন জরিনা মোল্লা নামে বছর ত্রিশের ওই গৃহবধূ। তাঁর বা হাত দেহ থেকে সম্পূর্ন আলাদা হয়ে গেছে। পায়ের শিরা কেটে দেওয়া হয়েছে ও পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শাজাহান মোল্লা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছিল। এক সপ্তাহ আগে দুজনের মধ্যে তালাক হয়ে যায়। এরপর রবিবার সকলে আচমকাই হামলা হয় জরিনা মোল্লার উপর।
ব্রিগেডের জনগর্জন সভা থেকেই তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ। ৪২টি আসনেরই প্রার্থীতালিকা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন আসনে তৃণমূলের কোন প্রার্থী? ঘোষণা করবেন তৃণমূল নেত্রী, সূত্র মারফৎ জানা গিয়েছে এমনটাই। প্রথমবার ব্রিগেডের সভা থেকে প্রার্থী ঘোষণা তৃণমূলের। ২ মার্চ প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করে বিজেপি
ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। তার আগে শ্যামবাজারে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। বাগবাজার এলাকাতেও টহল দেন জওয়ানরা। শ্যামবাজার থেকে আজ তৃণমূলের একটি বড় মিছিল রওনা দেবে ব্রিগেডের উদ্দেশে।
ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার আগেই সন্দেশখালি ইস্য়ুকে সামনে রেখে পথে নামল সিপিএম। শনিবার জলপাইগুড়ির রাজগঞ্জ ও দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সভা করে তারা। আজ তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনই রাজ্য়ের ৯টি সভা করবে সিপিএম। রাজ্য়ের বিভিন্ন জায়গায় মিছিল এবং অন্তত ৪০টি পথসভাও করা হবে। আর সোমবার সন্দেশখালি অভিযানের ডাক দিয়েছে সিপিএম।
সন্দেশখালিকাণ্ডের পর আজ সেখানে প্রথম সভা করবে বিজেপি। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালিতে সভা করবেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট থানা এলাকার দক্ষিণ আখরাতলায় এই সভার আয়োজন করেছে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা। লোকসভা ভোটে সন্দেশখালিকে ইস্যুকে হাতিয়ার করেই ভোটের ময়দানে ঝাঁপাতে চায় বিজেপি। তার সুর বেঁধে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিন সন্দেশখালিতে সভা করে তাই চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির।
সুপার সান ডে-তে আজ বঙ্গ রাজনীতির মেগা ডার্বি। গতকাল শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ সভা, আর আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। একই সঙ্গে হাইকোর্টের অনুমোদন নিয়ে সন্দেশখালিতেও সভা করবে বিজেপি। থাকবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। অন্যদিকে সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে সমাবেশ সিপিএমের।
তৃণমূলের ব্রিগেড সমাবেশের জন্য আজ কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ব্রিগেড-সহ মধ্য কলকাতাকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। তদারকিতে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার। ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি। লালবাজার সূত্রে খবর, আজ ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রাস্তায় থাকবে অতিরিক্ত পুলিশ। ভিড়ের চাপ এবং পরিস্থিতি বুঝে আমহার্স্ট স্ট্রিট, কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমান্ট স্ট্রিট পর্যন্ত স্ট্র্যান্ড রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ CIT রোড এবং বি কে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত রবীন্দ্র সরণিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে।
আজ ব্রিগেডে তৃণমূলের 'জনগর্জন' সভা। সম্ভাবত আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। গতকাল সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রথম তৃণমূলের ব্রিগেডের সভায় থাকছে র্যাম্প। মূল মঞ্চের পাশে থাকছে আরও ২টি মঞ্চ। মূল মঞ্চের সঙ্গে তৈরি হয়েছে ৩২০ ফুট লম্বা র্যাম্প। এর ডান ও বাঁ দিকে আরও দু-টি ছোট র্যাম্প থাকছে। বক্তব্য রাখার সময় হাঁটতে হাঁটতে ভিড়ের মাঝে চলে যেতে পারবেন নেতা-নেত্রীরা। মূল মঞ্চের ব্যাকগ্রাউন্ডে রয়েছে LED স্ক্রিন।
রায়গঞ্জ রেঞ্জের আইজি পদ ছাড়লেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। মেয়াদ শেষের আগেই স্বেচ্ছাবসর নিলেন আইপিএস অফিসার। শনিবারই তাঁর স্বেচ্ছাবসরের আর্জি গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা। এর আগেও একাধিক অফিসার পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিয়েছেন। তবে কি প্রসূন বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে যোগ দিচ্ছেন? প্রতিক্রিয়া জানতে তাঁকে ফোন করা হলেও ফোন তোলেননি, হোয়াটসঅ্যাপেরও জবাব দেননি।
শিলিগুড়ির সভা থেকে গোর্খাল্যান্ডের কথা মুখে না বললেও, পাহাড়বাসীর একাংশের এই দাবি পূরণে কেন্দ্র যে বদ্ধপরিকর তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, আমরা সমস্যা সমাধানের কাছকাছি রয়েছি। গোর্খাদের জন্য কেউ যদি উন্নয়ন করে সেটা আসলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।
এবার রাম নবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য় সরকার। শনিবার অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে আগামী ১৭ এপ্রিল, রাম নবমীর দিন সরকারি কর্মীদের জন্য় ছুটি ঘোষণা করা হল। এতদিন এ রাজ্যে রাম নবমীতে সরকারি কর্মীদের কোনও ছুটি থাকত না। এই প্রথম, এনআই অ্যাক্ট অনুসারে, রাম নবমীতে সরকারি ছুটি ঘোষণা করল নবান্ন। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের রাম নবমীর ছুটি ঘোষণার নেপথ্যে অনেকেই রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন। অতীতে রাম নবমীর মিছিলকে ঘিরে এ রাজ্যে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে। তা নিয়ে তুমুল রাজনৈতিক তরজায় জড়িয়েছে বিজেপি ও তৃণমূল। গত ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য পূর্ণ দিবস অথবা অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছিল। এ রাজ্যেও ছুটি ঘোষণার দাবি তুলেছিল বিজেপি। তবে সেই দাবিতে রাজ্য সরকার কর্ণপাত করেনি।
প্রেক্ষাপট
কলকাতা: ব্রিগেডের জনগর্জন (Jonogorjon Sabha) সভা থেকেই তৃণমূলের (TMC) প্রার্থীতালিকা প্রকাশ। ৪২টি আসনেরই প্রার্থীতালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -