West Bengal News LIVE Updates: রান্নার গ্যাসের দামের পর এবার কমল পেট্রোল ও ডিজেলের দাম

West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...

ABP Ananda Last Updated: 14 Mar 2024 11:05 PM
West Bengal News LIVE Updates: দ্রুত আরোগ্য কামনা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের

দ্রুত আরোগ্য কামনা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের। খবর শুনে উদ্বিগ্ন, দিদির দ্রুত আরোগ্য কামনা করি, ভগবান মঙ্গল করুন, এক্স হ্যান্ডেলে পোস্ট অরবিন্দ কেজরিওয়ালের। দ্রুত আরোগ্য কামনা এম কে স্টালিন, নবীন পট্টনায়েক, মেহবুবা মুফতির।

WB News LIVE Updates: এখনও অধরা আসন-রফা, ১৬ আসনে প্রার্থী ঘোষণা বামেদের

এখনও অধরা আসন-রফা। ১৬ আসনে প্রার্থী ঘোষণা বামেদের। তালিকায় তারুণ্যে জোর। দমদমে সুজন, যাদবপুরে সৃজন, শ্রীরামপুরে দীপ্সিতা, হাওড়ায় সব্যসাচী, তমলুকে সায়ন।  

West Bengal News LIVE Updates: রান্নার গ্যাসের দামের পর এবার কমল পেট্রোল ও ডিজেলের দাম

রান্নার গ্যাসের দামের পর এবার কমল পেট্রোল ও ডিজেলের দাম। লিটার প্রতি ২ টাকা করে কমল পেট্রোল ও ডিজেলের দাম, এএনআই সূত্রে খবর। 

WB News LIVE Updates: রাজ্যে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জোড়া সেমেস্টারে

রাজ্যে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জোড়া সেমেস্টারে। প্রথম সেমেস্টার হবে নভেম্বরে, দ্বিতীয়টি মার্চে। প্রথম সেমেস্টার হবে OMR শিটে, ইলেভেনের পরীক্ষা নেবে স্কুল। সেমেস্টারের স্বার্থে সিলেবাসের খোলনলচে বদলে গেল মাধ্যমিকের ৪৯ টি বিষয়ের। জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

West Bengal News LIVE Updates: দুর্ঘটনায় গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়, আনা হল SSKM হাসপাতালে

ফের দুর্ঘটনার কবলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর আহত হয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে আনা হল তাঁকে। গাড়িতে চেপে ফেরার সময় তিনি আহত হন বলে জানা যায় প্রথমে। আবার একটি সূত্রে দাবি করা হয়, গাড়ি বাড়িতে ঢোকার পরই দুর্ঘটনা ঘটে বলেও জানা গিয়েছে। হাঁটতে গিয়ে পড়ে যান। হাসপাতাল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে কপাল থেকে রক্ত পড়তে দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের লোকজন মমতাকে হাসপাতালে নিয়ে যান বলে খবর। তাঁর চিকিৎসা শুরু হয়েছে।

WB News LIVE Updates: দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ধূপ কারখানা পরিদর্শন করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ধূপ কারখানা পরিদর্শন করলেন ঘাটালের সাংসদ ও তৃণমূল প্রার্থী দেব। কারখানা চালু করতে সবরকমের প্রশাসনিক সাহায্য় ও চালু না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দিলেন তিনি। 

West Bengal News LIVE Updates: শেখ শাহজাহানের জামিনের আবেদন ফের খারিজ আদালতের

শেখ শাহজাহানের জামিনের আবেদন ফের খারিজ আদালতের। শেখ শাহজাহানকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ বসিরহাট মহকুমা আদালতের। জামিনের বিরোধিতা সিবিআইয়ের আইনজীবীর। 

WB News LIVE Updates: আজই দিল্লি যাচ্ছেন অর্জুন সিংহ, কাল যোগ দেবেন বিজেপিতে

ভোটের মুখে ফের ধাক্কা তৃণমূলে, তাপসের পর এবার অর্জুন সিংহ। আজই দিল্লি যাচ্ছেন অর্জুন সিংহ, কাল যোগ দেবেন বিজেপিতে। বিজেপিতেই যোগ দিচ্ছেন, জানিয়ে দিলেন অর্জুন সিংহ। 

West Bengal News LIVE Updates: বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণার পরই পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিংহ

বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণার পরই পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিংহ। 'নৈহাটিতে শেখ শাহজাহানের জমি আছে। শেখ শাহজাহানের সাঙ্গপাঙ্গদেরও বিঘের পর বিঘে জমি আছে। শিবু হাজরা, উত্তম হাজরাদেরও প্রচুর জমি রয়েছে নৈহাটিতে। নৈহাটির বিধায়কের সাহায্যেই জমি কিনেছে শেখ শাহজাহান বাহিনী। ইডির উপর হামলার পর শেখ শাহজাহানকে বাঁচাতে কাকে পাঠানো হয়েছিল, সবাই জানে। তদন্ত হলেই সব স্পষ্ট হয়ে যাবে', হুঙ্কার অর্জুন সিংহর। 

WB News LIVE Updates: ১৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা বামেদের, নতুন মুখ ১৪ জন

১৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা বামেদের। ১৬ জন প্রার্থীর মধ্যেই নতুন মুখ ১৪ জন। কোচবিহার - ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতীশ চন্দ্র রায় (নতুন)। জলপাইগুড়ি - সিপিএম - দেবনাথ বর্মন (নতুন)। বালুরঘাট - আরএসপি - জয়দেব সিদ্ধান্ত (নতুন)। কৃষ্ণনগর - সিপিএম - এস এম শাদি (নতুন)। দমদম - সিপিএম - সুজন চক্রবর্তী।
যাদবপুর - সিপিএম - সৃজন ভট্টাচার্য (নতুন)। 

West Bengal News LIVE Updates: লোকসভা নির্বাচনে ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আইএসএফ

লোকসভা নির্বাচনে ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আইএসএফ। জোট রাজনীতির স্বার্থ মেনেই সিদ্ধান্ত, জানাল আইএসএফ। ফুরফুরায় রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত। বারাসাত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী দিচ্ছে আইএসএফ। যাদবপুর কেন্দ্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের প্রার্থী হলে, প্রার্থী দেবে না আইএসএফ, সিদ্ধান্ত আইএসএফের রাজ্য কমিটির বৈঠকে। 

WB News LIVE Updates: উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার হবে ওএমআর শিটে

উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার হবে ওএমআর শিটে। কমন অ্যাডমিট কার্ডে থার্ড ও ফোর্থ সেমেস্টার হবে। সেমেস্টার সিস্টেম চালু হচ্ছে, আর টেস্ট পরীক্ষা হবে না
একাদশের পরীক্ষার দায়িত্ব স্কুলের। সেমেস্টারের স্বার্থে ১১ বছর পর বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের ৪৯টি বিষয়ের সিলেবাস। 

West Bengal News LIVE Updates: তৃণমূলে টিকিট না পেয়ে 'বিদ্রোহী' সুনীল মণ্ডল

তৃণমূলে টিকিট না পেয়ে 'বিদ্রোহী' সুনীল মণ্ডল। ফের স্বপন দেবনাথকে আক্রমণ সুনীল মণ্ডলের। 'স্বপন দেবনাথের একনায়কতন্ত্র মেনে নিতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে বিশ্বাস করেন, তাঁরাই সব থেকে বেশি ক্ষতি করেন। শুধু আমি নই, দলকে ভালবেসে যাঁরা কাজ করেন, তাঁরাও বঞ্চিত হয়েছেন', লোকসভার টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিলেন সুনীল মণ্ডল। 

WB News LIVE Updates: লোকসভা ভোটে ব্যারাকপুরে ফের চমক তৃণমূল কংগ্রেসের

লোকসভা ভোটে ব্যারাকপুরে ফের চমক তৃণমূল কংগ্রেসের। পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্ট হলেন অর্জুন সিংহের ভাইপো সৌরভ সিংহ। 

West Bengal News LIVE Updates: ঘাটালে প্রচারে নামলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব

ঘাটালে প্রচারে নামলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। উপচে পড়া ভিড় ঠেলে, দলীয় পতাকা হাতে নিয়ে, কর্মীসমর্থকদের সঙ্গে এগিয়ে চললেন তৃণমূল প্রার্থী। 

WB News LIVE Updates: ঘাটালের দাসপুরের রসিকগঞ্জে আগুনে ভস্মীভূত ধূপের কারখানা, আজ ঘটনাস্থলে তৃণমূল প্রার্থী দেব

ঘাটালের দাসপুরের রসিকগঞ্জে আগুনে ভস্মীভূত ধূপের কারখানা, কর্মহীন বহু মানুষ। বুধবার এলাকায় যান ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আজ ঘটনাস্থলে গেলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। আজ ঘাটালে মিছিলের আগে কারখানা ঘুরে দেখলেন দেব। 

West Bengal News LIVE Updates: 'বঙ্গের বিজেপি নেতারাই টাকা আটকে রাখতে বলেছেন, বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত'

'বিজেপির বহিরাগত নেতারা বাংলা বিরোধী। বঙ্গের বিজেপি নেতারাই টাকা আটকে রাখতে বলেছেন। বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত। বাংলার মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র', ময়নাগুড়ি থেকে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

WB News LIVE Updates: ভোটের মুখে নন্দীগ্রাম আবেগে শান তৃণমূল ও বিজেপির

ভোটের মুখে নন্দীগ্রাম আবেগে শান তৃণমূল ও বিজেপির। নন্দীগ্রাম দিবস পালন তৃণমূল ও বিজেপির। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে আলাদা আলাদা কর্মসূচি। ২০০৭-এর ১৪ মার্চ, নন্দীগ্রামে পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৪ জনের। 

West Bengal News LIVE Updates: আজই প্রার্থীতালিকা প্রকাশ করবে বামফ্রন্ট

আজই প্রার্থীতালিকা প্রকাশ করবে বামফ্রন্ট। ১০ থেকে ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রকাশ করা হবে প্রথম প্রার্থীতালিকা। 

WB News LIVE Updates:কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ফের বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ফের বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

West Bengal News LIVE Updates:রেশনের কালো টাকা কি ঘুরপথে মাছের ব্যবসায় বিনিয়োগ?

রেশনের কালো টাকা কি ঘুরপথে মাছের ব্যবসায় বিনিয়োগ? মাছ আমদানি-রফতানির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা কি বিদেশে পাচার? তদন্তে এবার ইডির নজরে সন্দেশখালির একাধিক মাছ ব্যবসায়ী। দুর্নীতির যোগসূত্র খতিয়ে দেখতে এবার সন্দেশখালিতে হানা ইডির। 

WB News LIVE Updates:হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল শুরু করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি

হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল শুরু করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। হাওড়া রেল মিউজিয়াম থেকে শুরু মিছিল, যাবে নবান্ন বাসস্ট্যান্ড পর্যন্ত

West Bengal News LIVE Updates: 'তৃণমূলে অর্জুনের চ্যাপ্টার ক্লোজড', প্রতিক্রিয়া জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের।

তৃণমূলে অর্জুনের চ্যাপ্টার ক্লোজড। প্রতিক্রিয়া জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। ফের হলুদ ফাইল প্রকাশ্যে আনার হুঁশিয়ারি।

WB News LIVE Updates:বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণার পরই পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিংহ

বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণার পরই পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিংহ। 'নৈহাটিতে শেখ শাহজাহানের জমি আছে। শেখ শাহজাহানের সাঙ্গোপাঙ্গোদেরও বিঘের পর বিঘে জমি আছে। শিবু হাজরা, উত্তম সর্দারদেরও প্রচুর জমি রয়েছে নৈহাটিতে। নৈহাটির বিধায়কের সাহায্যেই জমি কিনেছে শেখ শাহজাহান বাহিনী। ইডির উপর হামলার পর শেখ শাহজাহানকে বাঁচাতে কাকে পাঠানো হয়েছিল, সবাই জানে।
তদন্ত হলেই সব স্পষ্ট হয়ে যাবে', হুঙ্কার অর্জুন সিংহর

West Bengal News LIVE Updates: রাজ্য কো-অর্ডিনেশন কমিটির মিছিল আটকাতে গিয়ে ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য সরকার

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির মিছিল আটকাতে গিয়ে ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেল রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে শর্তসাপেক্ষে মিছিলে অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মিষ্টি দই, আলুপোস্ত, লুচির মতো মিছিল- মিটিংও বঙ্গ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, এখানে সবাই জন্মগত। যোদ্ধা বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। পাশাপাশি, হাইকোর্টের নির্দেশ, এক লাইনে মিছিল করতে হবে। মিছিল শেষে কেবলমাত্র একজন বক্তৃতা করতে পারবেন। মিছিল যেন কোথাও দাঁড়িয়ে না যায়। আজই দুপুর ১টায় হাওড়া রেল মিউজিয়াম থেকে শুরু হয়ে নবান্ন বাসস্ট্যান্ডে শেষ হবে মিছিল। নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারী পুলিশি বাধার আশঙ্কা প্রকাশ করায় প্রধান বিচারপতি বলেন, পুলিশ কেন বাধা দেবে? আপনারা যদি মহার্ঘ ভাতা পান, তাহলে পুলিশও পাবে।

WB News LIVE Updates: জল্পনার অবসান, লোকসভা ভোটের আগে ফের বিজেপিতে যোগ দিলেন ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিং

জল্পনার অবসান। লোকসভা ভোটের আগে ফের বিজেপিতে যোগ দিলেন ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিং। দাবি করলেন, নৈহাটিতে পার্থ ভৌমিকের বিধানসভা এলাকায় শেখ শাহজাহান ও তাঁর সাঙ্গোপাঙ্গোদের বিঘার পর বিঘা জমি আছে। প্রশ্ন তুললেন, বিধায়কের ছত্রচ্ছায়া এটা কী সম্ভব? অর্জুনের অভিযোগ, পার্থ ভৌমিক পুরসভায় গিয়ে কর্মীদের ধমকাচ্ছেন, দল ছাড়লে কেস দেওয়ার ভয় দেখাচ্ছেন। অর্জুনের চ্যালেঞ্জ, তাঁর সঙ্গেই আরও এক বড় নেতা যোগ দিচ্ছেন বিজেপিতে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হাজার হাজার লোক গেরুয়া শিবিরে নাম লেখাবেন বলে দাবি করেছেন তৃণমূলত্যাগী অর্জুন। তিনি জানিয়েছেন, দিল্লি বা কলকাতা যে কোনও জায়গায় বিজেপিতে যোগদান করতে পারেন। তাঁর সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।

West Bengal News LIVE Updates: ভবানীপুরের ব্যবসায়ী খুনে জেরায় উঠে এসেছে নতুন তথ্য

ভবানীপুরের ব্যবসায়ী খুনে জেরায় উঠে এসেছে নতুন তথ্য। পুলিশের দাবি, উইকেট শুধু নয়, ব্যাট দিয়েও মারা হয়েছিল ব্যবসায়ীকে। খুনে ব্যবহৃত সেই ব্যাট পরে পাড়ার ছেলেদের বিলি করে দেয় ধৃত অনির্বাণ গুপ্ত। তদন্তকারীদের নজরে এবার অনির্বাণের এক বান্ধবী। পুলিশের দাবি, ওষুধ দেওয়ার নামে যে ৫০ লক্ষ টাকা ব্যবসায়ী ভাবিয়া লাখানির কাছ থেকে নেওয়া হয়েছিল, তার মধ্যে ২০ লক্ষ টাকা ঢুকেছিল অনির্বাণের বান্ধবীর অ্যাকাউন্টে। পুলিশ সূত্রে খবর, টাকা হাতাতে ভুয়ো মেল ID তৈরি করা হয়েছিল। সেই মেল থেকে অনির্বাণকে জানানো হয়, সব টাকা পেমেন্ট করা হয়ে গেছে। পাল্টা মেল করে ধন্যবাদও জানান অনির্বাণ। এছাড়া, ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ব্যবসায়ীর দেহ লুকিয়ে রাখার জন্য জলের ট্যাঙ্কের নীচে শুধু পাঁচিল গেঁথেই নিশ্চিন্ত হতে পারেননি অনির্বাণ। দুর্গন্ধ ঢাকতে ১০ ইঞ্চির গাঁথনি তৈরি করা হয়েছিল। 

WB News LIVE Updates: মহিলা কর্মী, সমর্থকদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুরে বিজেপির পতাকা লাগানোয় বাধা, প্রতিবাদ করায় মহিলা কর্মী, সমর্থকদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থকরা। বিষ্ণুপুরের আঁধারমানিক গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। মঙ্গলবার  বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হলেও, কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। এই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার মডেলকে কটাক্ষ করে এক্স হ্যান্ডলে গতকাল পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

West Bengal News LIVE Updates: গোসাবার বালি বাজারে মোটর ভ্যান উল্টে মৃত্যু হলো ঠাকুরদা ও নাতির

গোসাবার বালি বাজারে মোটর ভ্যান উল্টে মৃত্যু হলো ঠাকুরদা ও নাতির ঘটনাটি ঘটেছে বুধবার রাত রাত নয়টা নাগাদ।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত বালি ২নং গ্রাম পঞ্চায়েতের বালি বাজারের কাছে গতকাল রাতে স্থানীয় বাজার থেকে ব্যবসা করে  নিজেদের মোটর ভ্যানে করে বাড়ি ফেরার পথে মোটরভ্যান উল্টে পুকুরের মধ্যে পড়ে যায়  ঠাকুরদা ও নাতি।ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের।

WB News LIVE Updates: শেখ শাহজাহানের ভাই শেখ আলমগিরকে আজ সিবিআই তলব

শেখ শাহজাহানের ভাই শেখ আলমগিরকে আজ সিবিআই তলব। আলমগির সহ বেশ কয়েকজনকে আজ তলব করেছে সিবিআই। গতকাল সন্দেশখালিতে গিয়ে শেখ শাহজাহান-ঘনিষ্ঠদের বাড়িতে নোটিস দেয় সিবিআই। অন্যদিকে আজ ফের আদালতে পেশ করা হবে শেখ শাহজাহানকে। নিজাম প্যালেস থেকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে

West Bengal News LIVE Updates: বাতিলের পথে সব নিয়োগ?

স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অযোগ্য চাকরিপ্রাপকদের কী পরিণতি হবে? দু’টি বিকল্পের কথা জানাল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। প্রয়োজনে বাতিল করা হতে পারে সমপূর্ণ নিয়োগ, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি দেবাংশু বসাক।

WB News LIVE Updates: আজই প্রার্থীতালিকা প্রকাশ করবে বামফ্রন্ট

আজই প্রার্থীতালিকা প্রকাশ করবে বামফ্রন্ট। ১০ থেকে ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রকাশ করা হবে প্রথম প্রার্থীতালিকা। দমদম কেন্দ্রে সম্ভাব্য সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। যাদবপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সম্ভাব্য বাম প্রার্থী প্রতীক উর রহমান। শ্রীরামপুর কেন্দ্রের সম্ভাব্য সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর

West Bengal News LIVE Updates: বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলায় বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতি শনিবার ও মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরো একটু বাড়লো। সামান্য বাড়লো দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সঙ্গে পুবালি হাওয়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে। দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। 

WB News LIVE Updates: ব্যাট বল খেলে ব্যাট হাতে বিজেপিকে কুপোকাত করার হুঁশিয়ারি সুজাতার

প্রাক্তন স্বামী-স্ত্রীর লোকসভা নির্বাচন লড়াইয়ে জমজমাট বিষ্ণুপুর। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌমিত্র খাঁনের প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল। দুইদলের প্রার্থী পথ ঘোষণা হতেই প্রচারের ময়দানে নেমেছে দুজনে। এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল ইন্দাস বাজারে মিছিলের মধ্য দিয়ে ভোট প্রচার করলেন। কখনো তাকে দেখা গেল বাজারের মাঝখানে দোকানে চপ ভাজতে। কখনো শিশুদের কোলে নিয়ে ইন্দাস বাসীর কাছে ভোট চাইছেন। কখনো বা ফুটবলের শর্ট মেরে দাবী জানালেন খেলা হবে। পাশাপাশি ছোট্ট ছোট্ট খুদে শিশুদের সঙ্গে খেললেন ক্রিকেট। এত কিছুর পর হাতে ব্যাট ঘুরিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিতেও দেখা যায় সুজাতা মন্ডলকে। তিনি হাতে ব্যাট ঘুরিয়ে বলেন এভাবেই বিজেপিকে বিদায় করব। বিজেপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন যদি ওরা অস্ত্র দিয়ে আমাদের ভয় দেখায় জানবেন বাংলার ঘরে ঘরে মেয়েরা হাতে ব্যাট ধরবে এইভাবে ব্যাট ঘুরিয়ে বিজেপি হবে কুপোকাত।

West Bengal News LIVE Updates: পাথরপ্রতিমায় স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়লাভ করলেন আইএসএফ প্রার্থীরা

লোকসভা নির্বাচনের আবহাওয়ায় তৃণমূলের শক্তঘাঁটি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কোন প্রার্থী দিতে পারল না শাসক দল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫টি আসনে জয়লাভ করলেন আইএসএফ প্রার্থীরা। গতকাল পাথরপ্রতিমার দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের মতিলাল মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের নির্বাচন ছিল। এই নির্বাচনে আইএসএফ ছাড়া কোন দলের প্রার্থী ছিল না। এদিন মাদ্রাসার ১২৫ জন অভিভাবকের উপস্থিতিতে আইএসএফের পাঁচজন মনোনীত হন। প্রার্থী না দেওয়া প্রসঙ্গে পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা বলেন, সন্ত্রাসের কারণে ওই নির্বাচনে আমরা কোন প্রার্থী দিতে পারিনি।

WB News LIVE Updates: মনোকষ্টে ভুগছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র শান্তনু সেন

রাজ্যসভার সাংসদ হিসাবে দলের তরফে পুনর্মনোনীত না হওয়ার পর মেলেনি লোকসভার টিকিটও। মনোকষ্টে ভুগছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র শান্তনু সেন। লোকসভার প্রার্থী হতে না পেরে অসন্তোষ প্রকাশ করেও অবশ্য দলের প্রতি অনুগত থাকার কথাই শোনা গেল তৃণমূলের প্রাক্তন সাংসদের মুখে।

West Bengal News LIVE Updates: রেশন দুর্নীতির কালো টাকা কি ঘুরপথে মাছের ব্য়বসায় বিনিয়োগ করা হয়েছিল?

রেশন দুর্নীতির কালো টাকা কি ঘুরপথে মাছের ব্য়বসায় বিনিয়োগ করা হয়েছিল? মাছ আমদানি-রফতানির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা কি বিদেশে পাচার করা হয়েছে? এমনটাই অনুমান করছে ED। তাই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে সন্দেশখালি এলাকার মাছের ভেড়ি। মাছ ব্যবসার সঙ্গে রেশন দুর্নীতির যোগসূত্র খতিয়ে দেখতে এবার সন্দেশখালিতে হানা দিল ED। সাতসকালে রামপুর, ধামাখালিতে শুরু হয়েছে অভিযান। ধামাখালির আরশাদ মিঞা বাজারে শেখ শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ী রিন্টু মোল্লা এবং নির্মাণ ব্যবসায়ী আইনুল মোল্লা ও তাঁর আত্মীয় জামালউদ্দিন মোল্লার বাড়িতে চলছে তল্লাশি। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। রেশন দুর্নীতির তদন্তের পাশাপাশি, পুরনো একটি প্রতারণা মামলার FIR-এর ভিত্তিতে ECIR দায়ের করে ED। তার ভিত্তিতে কিছুদিন আগে হাওড়া ও বিরাটিতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। 

WB News LIVE Updates: তুঙ্গে CAA তরজা

লোকসভা ভোটের মুখে CAA চালু করেছে মোদি সরকার। আর তা নিয়ে আজ ফের মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, CAA-র সঙ্গে NRC সম্পর্কিত। যাকে ইচ্ছে বাদ দেবে, যাকে ইচ্ছে রাখবে, তারপর NRC-তে ঢুকবে। পাল্টা বিজেপির বক্তব্য, মিথ্যা কথা বলছেন। CAA কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। 

West Bengal News LIVE Updates: সাতসকালে অপারেশনে ইডি

সাতসকালে অপারেশনে ইডি। রেশন দুর্নীতি মামলায় ধামাখালির রামপুরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা ইডি-র। রেশন দুর্নীতির টাকা ঘুরপথে মাছ ব্যবসায় খেটেছে বলে অনুমান তদন্তকারীদের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাজার ঘিরল ইডি

WB News LIVE Updates: নরমে-গরমে বাবুন

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কড়া অবস্থানের পরও, হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে অবস্থানে অনড় মুখ্য়মন্ত্রীর ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়। দিল্লি থেকে কলকাতায় ফিরে সুর আরও চড়া করলেন তিনি। সেই সঙ্গে কুণাল ঘোষের প্রসঙ্গ টেনে ছুড়ে দিলেন প্রশ্ন।

West Bengal News LIVE Updates: চরমে লড়াই

বাংলায় প্রচারে এসে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্য়মন্ত্রী।

প্রেক্ষাপট

কলকাতা: ভোটের মুখে ফের ধাক্কা তৃণমূলে, তাপসের পর এবার অর্জুন সিংহ। বিজেপিতেই যোগ দিচ্ছেন, জানিয়ে দিলেন অর্জুন সিংহ। 'আমার সঙ্গেই আরও এক বড় নেতা যোগ দেবে বিজেপিতে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে হাজার হাজার লোক যোগ দেবে বিজেপিতে। দিল্লি বা কলকাতা, যে কোনও জায়গায় যোগদান করতে পারি'। 


রাজ্যের অন্যান্য খবরগুলি দেখতে থাকুন-


আজই প্রার্থীতালিকা প্রকাশ করবে বামফ্রন্ট। ১০ থেকে ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রকাশ করা হবে প্রথম প্রার্থীতালিকা। দমদম কেন্দ্রে সম্ভাব্য সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। যাদবপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। 


সাতসকালে অপারেশনে ইডি (ED)। রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় ধামাখালির রামপুরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা ইডি-র। রেশন দুর্নীতির টাকা ঘুরপথে মাছ ব্যবসায় খেটেছে বলে অনুমান তদন্তকারীদের। 


বাংলায় (West Bengal) প্রচারে এসে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে (Mamata Banerjee) বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্য়মন্ত্রী।


মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কড়া অবস্থানের পরও, হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে অবস্থানে অনড় মুখ্য়মন্ত্রীর ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়। দিল্লি থেকে কলকাতায় ফিরে সুর আরও চড়া করলেন তিনি। সেই সঙ্গে কুণাল ঘোষের প্রসঙ্গ টেনে ছুড়ে দিলেন প্রশ্ন। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.