WB News Live Update: ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে অনিশ্চিত মোদি

West Bengal Latest News: জেলা থেকে শহর গুরুত্বপূর্ণ সব খবর এক ঝলকে।

ABP Ananda Last Updated: 19 Dec 2023 11:43 PM

প্রেক্ষাপট

ফের বিরোধী সাংসদদের সাসপেনশনের (Opposition MP Suspension) জেরে আজও উত্তাল সংসদ (Parliament Winter Session 2023)। তুমুল হইচই। আরও ৪৯ জন বিরোধী সাংসদ সাসপেন্ড। সব মিলিয়ে তিনদিনে সংসদ থেকে সাসপেন্ড ১৪১...More

WB News Live: কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক কলকাতা পুরসভাও


কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কেন্দ্রীয় সরকারের সতর্কবার্তার পরই আঁটঘাঁট বেঁধে নামল রাজ্য সরকার। মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্যসচিব। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক কলকাতা পুরসভাও।