West Bengal News Live Updates: বাঙালি ছাড়া অক্সফোর্ড-হার্ভার্ড চলে না, তাই ট্রাম্প গুজরাতি তাড়ালেও, বাঙালি মেধাকে তাড়ানো যায় না: মমতা

West Bengal Weather Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 26 Aug 2025 03:03 PM

প্রেক্ষাপট

নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক। এসএসসি নবম-দশম দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশির পর গ্রেফতারি ঘিরে দিনভর নাটক। (SSC Case)২০২৩ সালের পুনরাবৃত্তি। মোবাইল লুকনোর চেষ্টা জীবনকৃষ্ণের। নর্দমা থেকে...More

RG Kar Protests: আর জি কর কাণ্ডে আন্দোলনকারী ২ চিকিৎসককে তলব পুলিশের

আর জি কর কাণ্ডে আন্দোলনকারী ২ চিকিৎসককে তলব পুলিশের। চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও মানস গুমটাকে তলব পুলিশের। ২ সেপ্টেম্বর সুবর্ণ গোস্বামীকে বউবাজার থানায় হাজিরার নির্দেশ। মানস গুমটাকে ৩ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ। গতবছর ৮ অক্টোবর মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা মিছিল। পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করায় মামলা। সেই মামলায় ২ চিকিৎসককে তলব পুলিশের। হাজিরা না দিলে নোটিসে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি।