West Bengal News Live Updates: এক বছর আগের মামলায় আর জি করকাণ্ডের ৪ প্রতিবাদী ডাক্তারকে তলব

West Bengal Weather Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Advertisement

ABP Ananda Last Updated: 03 Sep 2025 03:18 PM

প্রেক্ষাপট

গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহ। গতকাল রাতে ট্যাংরা এলাকা থেকে গ্রেফতার রাকেশ। আজ ধৃত বিজেপি নেতাকে আদালতে পেশ করা হবে। (Rakesh Singh)তৃণমূলের মঞ্চ খোলার ২৪ ঘণ্টার মধ্যেই সেনার সঙ্গে বেনজির সংঘাতে...More

Rakesh Singh Arrested: 'বাবা মহান কাজ করেছে, আমরা গর্বিত', বললেন ধৃত বিজেপি নেতা রাকেশ সিংহের মেয়ে

"আমরা জানি, বাবা মহান কাজ করেছে। আমরা ওঁকে নিয়ে গর্বিত। ন্যায়-অন্যায় আদালত ঠিক করবে", বললেন রাকেশ সিংহের মেয়ে। প্রদেশ কংগ্রেসের অফিসে ভাঙচুর চালানোয় গ্রেফতার বিজেপি নেতা।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.