WB News Live Updates: SSKM-এ দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড 'অনন্য', বেসরকারি হাসপাতালকেও টেক্কা দেব, জানালেন মুখ্যমন্ত্রী

West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 16 Sep 2025 04:21 PM

প্রেক্ষাপট

যাদবপুরের ক্যাম্পাসে ছাত্রীর রহস্যমৃত্যু। পরিবারের অভিযোগের পরেই খুনের মামলায় FIR...তদন্তে লালবাজারের গোয়েন্দারা। ৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ। (Jadavpur University News)দুর্ঘটনা নয়, খুনের অভিযোগ পরিবারের। লালবাজারের পর যাদবপুর থানায় মৃত ছাত্রীর পরিবার। বৈঠকে...More

Mamata Banerjee: SSKM-এ দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড 'অনন্য', বেসরকারি হাসপাতালকেও টেক্কা দেব, জানালেন মুখ্যমন্ত্রী

SSKM-এ দ্বিতীয় উডবার্ন ব্লকের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। দ্বিতীয় উডবার্ন ব্লকে জনসাধারণের জন্য 'অনন্য' ওয়ার্ড। SSKM-এ ১৩১টি কেবিনের দ্বিতীয় উডবার্ন ব্লক। 'বেসরকারি হাসপাতালকে টেক্কা দেবে SSKM-এর দ্বিতীয় উডবার্ন ব্লক', জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।