West Bengal News LIVE: মরুশহরে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ! টিম ইন্ডিয়াকে 'অভিনন্দন' মমতা-শুভেন্দুর

West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 09 Mar 2025 11:29 PM
Mamata On ICC Champions Trophy 2025: টিম ইন্ডিয়াকে 'অভিনন্দন' মুখ্যমন্ত্রীর

মরুশহরে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ! টিম ইন্ডিয়াকে 'অভিনন্দন' মুখ্যমন্ত্রীর 

West Bengal News LIVE:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের অভিযোগে এবার পথে নামল বিজেপি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের অভিযোগে এবার পথে নামল বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রিন্স আনোয়ার শা রোড থেকে মিছিল। আদালতের অনুমতিতে মিছিল বিরোধী দলনেতার । যাদবপুরে অশান্তির জন্য বাম ও তৃণমূলকে নিশানা বিজেপির । ব্রাত্য বসু ও ওমপ্রকাশ মিশ্রর গ্রেফতারি দাবি বিজেপির। 

JU Protest: বিজেপির পাশাপাশি রবিবার যাদবপুরকাণ্ডে রাস্তায় নামল একাধিক পক্ষ

বিজেপির পাশাপাশি রবিবার যাদবপুরকাণ্ডে রাস্তায় নামল একাধিক পক্ষ। উঠল নৈরাজ্য সৃষ্টি, শিক্ষায় গৈরিকীকরণ এমনকী সেটিংয়ের অভিযোগও। আর জি কর মেডিক্যালের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের পাশাপাশি যাদবপুরকাণ্ড নিয়ে এদিন পথে নামে নাগরিক সমাজও। 

TMC Clash: অব্যাহত তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

অব্যাহত তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। কলুটোলায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ব্যাপক হাতাহাতির ছবি ভাইরাল। কলুটোলায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গ্রেফতার ৪

TMC Clash: অব্যাহত তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

অব্যাহত তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। কলুটোলায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ব্যাপক হাতাহাতির ছবি ভাইরাল। কলুটোলায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গ্রেফতার ৪

West Bengal News LIVE: বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে 'পিটিয়ে খুন', ৪ দিন পরও অধরা অভিযুক্তরা

বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে 'পিটিয়ে খুন', ৪ দিন পরও অধরা অভিযুক্তরা। বিজয়গড়ে গাড়ি পার্কিং নিয়ে অ্যাপ ক্যাব চালকের সঙ্গে ঝামেলা। 
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। পরে হাসপাতালে মৃত্যু অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনের। 

Belgharia Shootout Case: প্রায় ২২ ঘণ্টা, বেলঘরিয়ায় শ্যুটআউটে এখনও গ্রেফতারি শূন্য!

প্রায় ২২ ঘণ্টা, বেলঘরিয়ায় শ্যুটআউটে এখনও গ্রেফতারি শূন্য! গুলিবিদ্ধ INTTUC নেতা, মাঝে পড়ে আক্রান্ত বেলঘরিয়ার বাসিন্দা! দুষ্কৃতী হামলার মাঝে পড়ে গুলিবিদ্ধ ডাক্তার দেখাতে আসা যুবক । চা খেতে এসে খেতে হল গুলি! আতঙ্কে বেলঘরিয়ার সন্তু দাস

Purulia News: পুরুলিয়ার মানবাজারের ভিডিও ভাইরালে জোর বিতর্ক

চাকরির বিনিময়ে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল! পুরুলিয়ার মানবাজারের ভিডিও ভাইরালে জোর বিতর্ক। কাঠগড়ায় মানবাজার এলাকার তৃণমূল নেতা কিশোর মাহাতো । যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি কিশোর মাহাতোর। 

RG kar Case: আর জি কর কাণ্ডের ৭ মাস, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় পরিবার

আর জি কর কাণ্ডের ৭ মাস, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় পরিবার । চিঠি দিয়েও দেখা মেলেনি অমিত শাহের, মোদির হস্তক্ষেপ দাবি ।

Belgharia News: বেলঘরিয়ায় গুলিবিদ্ধ তৃণমূলনেতা

ভরসন্ধেয় বেলঘরিয়ায় শ্যুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল নেতা, পালাতে গিয়ে গুলিবিদ্ধ আরও ১, ভর্তি হাসপাতালে। বাইকে হেলমেট পরে এসে গুলি ৩ দুষকৃতীর। কী কারণে গুলি, তদন্তে পুলিশ।

JU Chaos: যাদবপুরকাণ্ড-ফের পথে নেমে প্রতিবাদ


আর জি কর মেডিক্যাল থেকে যাদবপুরকাণ্ড-ফের পথে নেমে প্রতিবাদ । অভয়া ধর্ষণ-খুনের ৭ মাস, যাদবপুরে মন্ত্রীর গাড়িতে পিষ্ট ছাত্র। হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত নাগরিক মঞ্চের মিছিল । ধর্মতলা থেকে আরেকটি মিছিল আসবে রবীন্দ্র সদনে। 

প্রেক্ষাপট

কলকাতা: আর জি কর মেডিক্যাল থেকে যাদবপুরকাণ্ড-ফের পথে নেমে প্রতিবাদ । হাজরা থেকে রবীন্দ্র সদন পর্যন্ত নাগরিক মঞ্চের মিছিল। বেলঘরিয়ায় গুলিবিদ্ধ তৃণমূলনেতা।  যাদবপুরকাণ্ডে হাইকোর্টের ভর্ৎসনার পর টনক নড়ল পুলিশের। FIR-এর প্রেক্ষিতে হাসপাতালে গিয়ে ইন্দ্রানুজের বয়ান রেকর্ড। ওমপ্রকাশের বাড়িতে পুলিশ।  যাদবপুরকাণ্ডে তলব পেয়ে থানায় সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। যাদবপুরকাণ্ডের প্রতিবাদে ফের পথে এসএফআই। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.