West Bengal News LIVE Updates: হালতুতে শিশুকে খুন করে আত্মঘাতী দম্পতি, গ্রেফতার লোন এজেন্ট চঞ্চল মুখোপাধ্যায়
WB News LIVE: রাজ্য থেকে জেলার সব খবরের লাইভ আপডেট দেখুন...
প্রেক্ষাপট
হালতুতে শিশুকে খুন করে আত্মঘাতী দম্পতি। দম্পতির মামা-মামি গ্রেফতারের পর এবার গ্রেফতার লোন এজেন্ট চঞ্চল মুখোপাধ্যায়। লোনের টাকা মেটানোর জন্য ধৃত অভিযুক্তর বিরুদ্ধে চাপ দেওযার অভিযোগ। দেওয়ালে সুইসাইডে নোটে লোন...More
তারাপীঠ মহাশ্মশানে অবৈধ নির্মাণের অভিযোগে বিজেপির প্রতিবাদ মিছিল। মিছিল ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
সেন্ট্রাল রেলওয়ের গ্রুপ সি-র পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। ঘটনার জেরে রেলের সমস্ত শাখার গ্রুপ সি-র পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। পরীক্ষা শুধুমাত্র হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে, সিদ্ধান্ত রেল মন্ত্রকের। মঙ্গলবার রেলের পরীক্ষায় দুর্নীতির মামলায় ২৬ জনকে গ্রেফতার করে সিবিআই। এরপরই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত রেল মন্ত্রকের
স্কুলের পাশে খেলার মাঠ। অভিযোগ, সেই খেলার মাঠ দখল করে আবর্জনা ফেলার জায়গা তৈরি করা চলছে। আর সেই কাজ করছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান! 'টিন দিয়ে ঘিরে জমি বিক্রি করতে চাইছেন পঞ্চায়েতের প্রধান', এই অভিযোগে উত্তপ্ত রাজারহাটের জ্য়াংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত
রাজগঞ্জে 'ভুতুড়ে ভোটার'-এর খোঁজ পেল তৃণমূল। ১৫০ ভুতুড়ে ভোটের তালিকা তৃণমূলের জেলা নেতৃত্বকে জমা দিলেন ব্লক সভাপতি। 'ভোটার তালিকায় এমন ব্যক্তির নাম রয়েছে, যে এলাকায় থাকেনই না। ওই ব্যক্তি থাকেন অসমে', আরও বেশ কয়েকজন ভুতুড়ে ভোটারের খোঁজ মিলেছে বলে দাবি তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের।
বিধায়কদের শপথ নিয়ে রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাত। আলোচনায় বসে সমাধানের পথ বার করার পরামর্শ দিল হাইকোর্ট। বিধায়কের শপথগ্রহণ নিয়ে রাজ্যপাল দায়ের করেছিলেন মামলা। বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের এই সংঘাত ভাল নয়। 'দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করতে হবে', এই মামলায় মুখ্যমন্ত্রীকেও যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, চায়ে পে চর্চায় সমস্যা নেই। রাজ্যপালের বিরুদ্ধে কোনও অসম্মানজনক কথা বলার ক্ষেত্রে অন্তর্বর্তী নির্দেশের সময়সীমা বাড়াল হাইকোর্ট। ৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানি
এবার দক্ষিণ ২৪ পরগনার সাগরে মৃত মানুষের নাম ভোটার তালিকায় রেখে দেওয়ার অভিযোগ। গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকায় মৃত ভোটারের নাম। তালিকায় ৩০ থেকে ৩৫ জন এমন ভোটার রয়েছেন, যাঁদের অধিকাংশই মৃত বা ভিনরাজ্যের ভোটার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভূতুড়ে ভোটারদের নিয়ে ব্লক ও জেলা প্রশাসনে নালিশ জানানো হয়েছে। তাঁদের দাবি, এ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েও কাজ হয়নি। বিজেপির অভিযোগ, প্রতিবার ভোটে এই ভূতুড়ে ভোটারদের কাজে লাগিয়েই তৃণমূল জয়ী হয়। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই ভোটার তালিকা সংশোধন করা হয়, দাবি তৃণমূলের।
যাদবপুরকাণ্ড নিয়ে দেবাংশু-সৃজন তরজা তুঙ্গে। 'আমি যে প্রশ্ন তুলেছিলাম, তার দেড় খানা প্রশ্নেরও উত্তর দিতে পারেননি সৃজন, পোস্ট দেবাংশুর। 'দেবাংশু বলেছেন সেদিন যাদবপুরে ২-১ জন বাদে কোনও বহিরাগত ছিল না। আমি গতকাল নাম ও ছবি দিয়ে ৫ টিএমসিপি কর্মীর পরিচয় প্রকাশ করেছি', যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এজিএমে তারা কী করছিল, তার উত্তর চাই দেবাংশুর কাছে, পাল্টা পোস্ট সৃজনের। 'ইন্দ্রানুজ গাড়ির তলায় পড়ে আছে বলে একটি ভিডিও ভাইরাল হয়েছে', আমি আগের দিনই একটি ভিডিও দেখিয়ে তৃণমূলের মিথ্যাচার খণ্ডন করেছি, দাবি সৃজনের।
ভুয়ো ভোটার ধরতে বাড়ি বাড়ি অভিযান আগেই শুরু হয়েছে। আজ এই নিয়েই বৈঠকে বসছে তৃণমূলের কোর কমিটি। তৃণমূল ভবনে বৈঠক, কোর কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৩৬ জন সদস্য। কমিটির চেয়ারম্যান সুব্রত বক্সী। ভুয়ো ভোটার ধরার অভিযানে কী কী তথ্য উঠে এসেছে, তা নিয়েই মূলত বৈঠকে আলোচনা হবে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধিদল। দলে থাকছেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস
হাইকোর্টের নির্দেশের পর ইন্দ্রানুজের অভিযোগের পরিপ্রেক্ষিতে FIR দায়ের পুলিশের। গতকাল FIR করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র। ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে FIR-এর নির্দেশ হাইকোর্টের। রাজ্যের কাছে ১২ মার্চের মধ্যে রিপোর্ট তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
ভরসন্ধেয় শক্তিগড়ে গুলি চলার অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, গতকাল দুপুরে ৫-৬ জন হিন্দিভাষী যুবক শক্তিগড়ের হিরাগাছি গ্রামে একটি ভাড়া নেয়। তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় শক্তিগড় থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে আগন্তুকদের পরিচয় জানতে চাইতেই ওই যুবকরা একটি গাড়িতে চড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের দিকে পালানোর চেষ্টা করে। রেল গেট বন্ধ থাকায় তাদের গাড়ি আটকে পড়ে। উল্টোদিকে পুলিশের গাড়ি দেখে দুষ্কৃতীরা গাড়ি ঘুরিয়ে পালানোর সময় ট্র্যাক্টর, বাইক ও টোটোকে ধাক্কা মারে। অভিযোগ, লোকজন জড়ো হয়ে যাওয়ায় শূন্যে গুলি ছুড়ে পালায় দুষ্কৃতীরা। পিছু ধাওয়া করেও তাদের নাগাল মেলেনি। গুলি চলেছে কি না, তা স্পষ্ট করেনি শক্তিগড় থানার পুলিশ।
দুই পাড়ার মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে পুলিশের সামনেই আক্রান্ত হলেন তৃণমূল কাউন্সিলর। গতকাল কেশবচন্দ্র সেন স্ট্রিটে দুই পাড়ার মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। একপক্ষের অভিযোগ, স্থানীয় কয়েকজন এলাকায় তোলাবাজি এবং অসামাজিক কাজ করছে। তার প্রতিবাদ করায় সকালে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায়। ঝামেলা মেটাতে সন্ধেয় কেশবচন্দ্র স্ট্রিটে ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও ৪ নম্বর বরোর চেয়ারপার্সন সাধনা বসু। অভিযোগ, পুলিশের সামনেই তাঁকে ধাক্কা মারা হয়। হাতে চোট পান তৃণমূল কাউন্সিলর। ঘটনাস্থল থেকে এক মহিলা-সহ ২ জনকে আটক করেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ।
বসন্তেই তীব্র দহনজ্বালা। কাল থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি ছুঁতে পারে বলে আবহাওয়া দফতরের অনুমান। জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রিতে। একদিকে দক্ষিণবঙ্গ গরমে পুড়বে, আরেক দিকে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
জীবন বাঁচানোর জন্য যে ওষুধের ওপরে প্রতিনিয়ত মানুষ ভরসা করে, সেই ওষুধ কি আদৌ রোগ সারাচ্ছে? এই প্রশ্নটা আবার উঠল কারণ, ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় নতুন করে ফেল করল আরও ১৩৪ টি ওষুধ। অর্থাৎ, ২৭৮ টি ওষুধ এই মুহূর্তে রয়েছে ড্রাগ কন্ট্রোলের কালো তালিকায়। যার মধ্যে রয়েছে একাধিক নামী ব্র্যান্ডের ওষুধও। যা নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ।
দমদমে গালিগালাজ করায় চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। তারপর সেই অভিযুক্তকেও পিটিয়ে মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে আর জি কর মেডিক্য়ালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আসানসোলের হস্তশিল্প মেলায় ভয়াবহ আগুন লাগে বুধবার দুপুরে। চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। দমকল দেরিতে আসায় আগুন ছড়িয়ে পড়ে বলে অভিযোগ ব্যবসায়ীদের। সরকারি মেলায় প্রাঙ্গণে কেন দমকল ছিল না, সেই প্রশ্নও তোলে তাঁরা। আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের রাজ্য সরকারের তরফে সব রকম সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি।
রাজ্যে আসছেন অমিত শাহ। বঙ্গ বিজেপি সূত্রে তেমনটাই খবর। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বঙ্গ বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য। সূত্রের খবর, বাংলার সংগঠনকে চাঙ্গা করতে অমিত শাহকে তিন দিনের জন্য বাংলায় আসতে অনুরোধ করেছেন তাঁরা। তাতে সম্মতি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে চলতি মাসেই রাজ্য সভাপতি নির্বাচিত করতে চায় বিজেপি। সূত্রের খবর, নতুন রাজ্য কমিটিকে নিয়ে বিধানসভা ভোটের রণকৌশল তৈরি করতে আমন্ত্রণ জানানো হয়েছে অমিত শাহকে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তরফে এখনও কোনও দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি।
পুলিশের গা ছাড়া মনোভাবেই বিপত্তি। মন্ত্রীকে কি সতর্ক করা হয়েছিল? মনে হচ্ছে গোয়েন্দা ব্যর্থতা। একপক্ষের বয়ানে অভিযোগ, অপরপক্ষের বয়ান কোথায়? যাদবপুরকাণ্ডে প্রশ্ন হাইকোর্টের।