West Bengal News Live Updates: পুরীর মন্দিরের আদলে দিঘায় ২৫০ কোটি খরচে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।
কমিটিতে জায়গা পেয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। এমনকী, কমিটিতে আছেন ঘাটালের পার্শ্ববর্তী সমস্ত বিধানসভার শাসক-বিধায়কেরা। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির জন্য কমিটিতে ব্রাত্য ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। শুরু রাজনৈতিক তরজা।
এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে উঠল আবাস-দুর্নীতির অভিযোগ। যাকে হাতিয়ার করে রাজ্যের শাসক শিবিরকে বিঁধল বিজেপি। অনৈতিকভাবে কারও নাম বাংলার বাড়ি তালিকায় অন্তর্ভূক্ত হলে বাদ দেওয়া হবে। অস্বস্তির মুখে সাফাই শোনা গেল জেলা তৃণমূল নেতৃত্বের মুখে।
একজন রাজা হন, আরেক জন হন ‘কিংমেকার’। যাঁরা সবসময় ক্ষমতাবান। জ্যোতিপ্রিয় মল্লিক রাজা না হলেও রাজা তৈরির মতো ক্ষমতাবান। জামিন পেলে তদন্ত ভেস্তে দিতে পারেন। বিশেষ আদালতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের বিরোধিতা করে মন্তব্য করল ইডি। পরবর্তী শুনানি হবে ২১ ডিসেম্বর।
টিচার ইন চার্জের দায়িত্বকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বাঁধল মালদার বামনগোলার জগদলা হাইস্কুলে। বিদ্যালয় চত্বরের মধ্যেই শিক্ষকদের দুপক্ষের মধ্যে বাঁধল হাতাহাতি। ঝামেলার ভিডিও ভাইরাল হতেই অস্বস্তির মুখে স্কুল কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জেলার স্কুল পরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
নন্দীগ্রামে তৃণমূলের বুথ সভাপতির ভাইকে খুনের ঘটনায় গ্রেফতার ৩ বিজেপি কর্মী। প্রায় ৩০ জন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা রুজু করেছে পুলিশ। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে নন্দীগ্রাম থানায় ডেপুটেশন জমা দিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মুখে ফের মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির প্রসঙ্গ। বললেন বাবরি মসজিদ হবেই। পাশাপাশি তাঁর ঘোষণার পরই কেন বঙ্গীয় হিন্দু সেনার তরফে মুর্শিদাবাদে রামমন্দির নির্মাণের ঘোষণা হল, প্রশ্ন তুলেছেন তা নিয়েও। সিপিএম, কংগ্রেসের কটাক্ষ বাংলায় হিন্দু-মুসলিম এক হতে দিতে চায় না তৃণমূল।
পুরীর আদলে, দিঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। খরচ হয়েছে ২৫০ কোটি টাকা। আগামী বছরই মন্দিরের উদ্বোধন। ধুমধাম করে হবে রথযাত্রা। পুরীতে যেমন খাজা, দিঘায় তেমন থাকবে গজা, গুজিয়া, প্য়াঁড়া, জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। মন্দির চত্বরেই থাকছে ভোগ ঘর, ডালা ঘর। এদিকে দিঘায় মন্দির নির্মাণের তীব্র বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য় সরকারি টাকায় মন্দির নির্মাণ করা যায় না।
প্রেক্ষাপট
ইসকন ভক্ত হওয়ার মাসুল! মৌলবাদীদের হাত থেকে প্রাণে বাঁচতে, অসুস্থ মা-বাবা ফেলে, সীমান্ত পেরিয়ে এদেশে পালিয়ে এল নাবালিকা। আটক করে হোমে পাঠাল পুলিশ।
সীমান্ত পেরিয়ে ভারতে আত্মীয়র বাড়ি আসার পথে বিএসএফের হাতে আটক কিশোরী। ভয়ঙ্কর অত্যাচার চলছে, বাঁচান, আর্তি আত্মীয়দের।
বাংলাদেশকে হিন্দুশূন্য করার পরিকল্পনা, দাবি কার্তিক মহারাজের। ওপার থেকে পালিয়ে আসা নাবালিকার পাশে দাঁড়ানোর আশ্বাস।
ওপারে মৌলবাদীদের হামলা, প্রাণ বাঁচাতে এপারে আশ্রয়। জলপাইগুড়ির রাজগঞ্জে ধৃত হিন্দু যুবক।
বাংলাদেশ নিয়ে ফের কেন্দ্রের কোর্টে বল ঠেললেন মুখ্যমন্ত্রী।
বাংলাদেশে অশান্তির মধ্যেই দিঘায় জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে ইসকন। অক্ষয় তৃতীয়ায় মন্দিরের উদ্বোধন। মন্দির চত্বরে ব্যবসা করতে পারবেন সনাতনীরা, ঘোষণা মুখ্য়মন্ত্রীর।
পুরীর মন্দিরের আদলে দিঘায় ২৫০ কোটি খরচে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী।
বিদ্রোহ ভুলে সুর নরম সুখেন্দুশেখরের, কড়া অবস্থানে অনড় দল?
নন্দীগ্রামে তৃণমূলের বুথ সভাপতির ভাইকে খুনের ঘটনায় গ্রেফতার ৩ বিজেপি কর্মী। প্রায় ৩০ জন বিজেপি নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা, অভিযোগ শুভেন্দুর। নন্দীগ্রাম থানায় ডেপুটেশন।
জোটের নেতৃত্বে কে? সংঘাতের মধ্যেই ফের তৃণমূলের নিশানায় কংগ্রেস। আদানি-ঘুষকাণ্ডে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন কুণালের। বিজেপিকে বাঁচাতে চায় তৃণমূলই, পাল্টা কংগ্রেস।
রেশন দুর্নীতির কিংপিন জ্যোতিপ্রিয় মল্লিক। এখনও তিনি প্রভাবশালী, রাজা না হলেও রাজা তৈরির ক্ষমতা রাখেন। জামিনের বিরোধিতায় সওয়াল ইডির।
উপাচার্য নিয়োগ নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। ৪-৫ জন করে উপাচার্যের নামে সম্মতি দিচ্ছেন আচার্য। গোটা প্রক্রিয়ায় দেরি হচ্ছে, সরব শিক্ষামন্ত্রীর।
SBI-এর মামলায় সিবিআই-এর ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। তদন্তে রাজ্য অনুমতি দেবে না, এই অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। তদন্ত করতে চায় না বলে এজেন্সির কৌশল। মন্তব্য বিচারপতির।
জোড়াবাগানে বেআইনি নির্মাণ। উচ্ছেদ অভিযানে পুরসভা। রবীন্দ্র সরণির একাংশে বুলডোজার দিয়ে ভাঙা হল বেআইনি নির্মাণ।
ঠাকুরপুকুরে রাস্তার ধারে বস্তাবন্দি পচা গলা দেহ! জোকার ইসমাইল রোডে চাঞ্চল্য। কার দেহ, কারা ফেলল, ধোঁয়াশায় পুলিশ।
বড়তলায় শিশুকন্যা অপহরণ করে যৌন নির্যাতনের অভিযোগ। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের। মুখ্যসচিব ও ডিজির রিপোর্ট তলব।
ঝাড়খণ্ডের চাকুলিয়ায় বাঘ, আতঙ্কে ঝাড়গ্রাম। সিমলিপাল অভয়ারণ্য থেকে ঝাড়খণ্ডের জঙ্গলে ঢুকে পড়েছে রয়্যাল বেঙ্গল, অনুমান বন দফতরের।
ভর সন্ধেয় দুর্গাপুরে ন্যাপথলিন কারখানায় বিধ্বংসী আগুন। নিউ টাউনশিপ এলাকায় আতঙ্ক। ৩ শ্রমিক আহত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -