West Bengal News Live Updates: ছাদ দখল করে কোথায় কোথায় রুফ টপ রেস্তোরাঁয়, পুলিশের তালিকা তৈরি

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে। দেখুন জম্মু ও কাশ্মীর এবং পহেলগাঁওয়ের খবরের আপডেটও।

ABP Ananda Last Updated: 03 May 2025 11:58 PM

প্রেক্ষাপট

দুলাল খুনে ধৃত TMC নেতার কার্যালয়ে গুঁড়িয়ে দিল বুলডোজার। ধৃত TMC-র বহিষ্কৃত নেতার কার্যালয় গুড়িয়ে দিল রেল। বুলডোজার চলল তৃণমূলের বহিষ্কৃত নেতার ভাইয়ের ক্লাবেও। অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি দখল করা কার্যালয়ে...More

WB News Live: রহড়ার পাতুলিয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

রহড়ার পাতুলিয়ায় মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। বাড়ির সামনের গাছতলার নীচে উদ্ধার হয় সাগর চৌধুরীর মৃতদের। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।