West Bengal News Live Updates: ১০ দফা দাবিতে 'জীবন বাজি', দুর্যোগ মাথায় নিয়েই অনশন
WB News Live Updates: সব জেলার সমস্ত খবরের প্রতি মুহুর্তের আপডেট পেতে চোখ রাখুন।
কৃষ্ণনগর ও পুরুলিয়ায় দুই তরুণীর দেহ উদ্ধার, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি সুকান্তর
ধর্মতলায় অনশনের ১২দিন, দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা
বাড়ি-ক্লাব থেকে মন্দির, বারোয়ারি থেকে ব্যক্তিগত, কোজাগরী লক্ষ্মীপুজোয় মাতল গোটা রাজ্য। দেখুন লেক কালীবাড়ি আর মুদিয়ালি ক্লাবের ছবি।
১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
আর জি কর-কাণ্ডের আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী?
১০ দফা দাবিতে 'জীবন বাজি', দুর্যোগ মাথায় নিয়েই অনশন
সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ ওঠা থামছেই না। এবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে শ্লীলতাহানি ও ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক সিভিক ভলান্টিয়ার ও এক ভিলেজ পুলিশকে। তিন দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কৃষ্ণনগরে ছাত্রীকে গণধর্ষণ-খুনের অভিযোগ। পুলিশে অনাস্থা, সিবিআই তদন্ত দাবি কৃষ্ণনগরের নিহত ছাত্রীর মায়ের।
কৃষ্ণনগরে পুলিশ সুপারের অফিসের খুব কাছ থেকে উদ্ধার হল তরুণীর আধপোড়া, অর্ধনগ্ন দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ তোলা হয়েছে পরিবারের তরফে। পরিবারের অভিযোগের ভিত্তিতে, তরুণীর প্রেমিক রাহুল বসুকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে প্রেমিকের বাবা-মাকেও।
ধর্মতলার ধর্নামঞ্চ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে টানা অনশনে অসুস্থ হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারপরেও অনড় জুনিয়র ডাক্তাররা। কলকাতা ও উত্তরবঙ্গ মিলিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন জুনিয়র ডাক্তার। উত্তরবঙ্গে প্রতীকী অনশনে বসেন ২ সিনিয়র চিকিৎসক।
দিল্লিতে বঙ্গ ভবনের কাছে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ।বঙ্গ ভবনের কাছে প্রতিবাদে দিল্লির বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা প্রতিবাদে দিল্লি এইমস, রামমনোহর লোহিয়া হাসপাতালের ৫০জন চিকিৎসক।
আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ভিডিও পোস্ট, চাকরিতে 'কোপ'। ব্যারাকপুর পুলিশে কর্মরত অস্থায়ী হোমগার্ডকে বসিয়ে দেওয়ার অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ বেলঘরিয়া থানার অস্থায়ী হোমগার্ড কাশীনাথ পাণ্ডা। ২১ অগাস্ট আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেন হোমগার্ড। কোনও কারণ না দেখিয়েই চাকরি থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ হোমগার্ডের। ১৮ অক্টোবর হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি।
গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর।
আর জি কর-কাণ্ডের আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী? 'আমাদের এই অদলীয় আন্দোলন একদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দখল করবে', চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবিতে হুঙ্কার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের।
কৃষ্ণনগর ও পুরুলিয়ায় দুই তরুণীর দেহ উদ্ধার, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি সুকান্ত মজুমদারের। 'লক্ষ্মীপুজোর দিন জোড়া হত্যাকাণ্ডের সাক্ষী বাংলা। রেড রোডের কার্নিভালে নাচতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী মহিলাদের রক্ষা করতে পারেন না, তাঁর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত', পোস্ট সুকান্ত মজুমদারের।
৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও শুরু হয়েছে অনশন। অসুস্থ হয়ে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন আলোক ভার্মা। গুরুতর অসুস্থ জুনিয়র ডাক্তার সৌভিক বন্দ্যোপাধ্যায়ও। পাশে দাঁড়াতে প্রতীকী অনশনে যোগ দিলেন ফেডারেশন অফ মেডিকেল অ্যাসোসিয়েশনের দুই সিনিয়র ডাক্তারও।
ধর্মতলায় অনশনের ১২দিন, দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। দুর্যোগ মাথায় নিয়েই চলছে অনশন। ভাঙছে শরীর, বাড়ছে মনের জোর। হাসপাতালে ৬জন, এই মুহূর্তে অনশনে ৮ জন জুনিয়র ডাক্তার। ধর্মতলা-উত্তরবঙ্গ মিলিয়ে অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৬জন অনশনকারী। ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। কবে সাড়া দেবে রাজ্য সরকার? কবে কাটবে অচলাবস্থা? উত্তর অধরা।
টাক পড়ে যাওয়া ব্যক্তিদের একত্রিত করে সম্বর্ধনা দিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। ক্যানিং পূর্ব বিধানসভার দুটি অঞ্চলের ১০০ জন টাক পড়া মানুষকে পাঞ্জাবি ও গোলাপ ফুল উপহার। 'যাঁদের মাথায় চুল নেই টাক পড়ে গেছে, তাদের বুদ্ধি বেশি। এঁদের বুদ্ধিজীবী হিসেবে সম্বর্ধনা দেওয়া হল', জানিয়েছেন সওকত মোল্লা। আগামী দিনে গোটা বিধানসভা জুড়ে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শাসক বিধায়ক।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবিতে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ বাম-কংগ্রেসের। দোষীদের দ্রুত গ্রেফতারির দাবি। নিহত তরুণীর পরিবারকে নিয়ে থানা থেকে বেরোনোর সময় উত্তেজনা। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ বাম-কংগ্রেসের।
ঝোঁকেনি শিরদাঁড়া, প্রতিবাদ আঁকড়েই পুরসভায় তপোব্রত রায়। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে গতকাল রেড রোডে আটক। প্রায় ৪ ঘণ্টা পর ময়দান থানা থেকে ছাড়তেই যান ধর্মতলার অনশনমঞ্চে। আজও 'উই ডিম্যান্ড জাস্টিস' লেখা ব্যাজ পরে গেলেন কলকাতা পুরসভায়। প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে তো অন্যায় কিছু করিনি: তপোব্রত রায়।
আর জি কর-এর জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার অনশনে বসলেন লখনউ-এর কিং জর্জ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। ৩৬ ঘণ্টার অনশন চলছে লখনউ-এর কিং জর্জ মেডিক্যাল কলেজে। অনশনে অংশ নিয়েছে কিং জর্জ মেডিক্যাল কলেজের ২ চিকিৎসক। অভয়াকাণ্ডের দোষীদের দ্রুত শাস্তির দাবিতে অনশনে বসেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের নিরাপত্তায় সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্টেরও দাবি তুলেছেন তাঁরা।
'কেন আটক করা হল তপোব্রতকে? দুঃখপ্রকাশ করতে হবে পুলিশকে। পুলিশ যাতে দুঃখপ্রকাশ করে, তার জন্য পদক্ষেপ করুক কলকাতা পুরসভা',
পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠকে বার্তা ডাক্তারদের। ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ দুঃখপ্রকাশ না করলে পরবর্তী পদক্ষেপের হুঁশিয়ারি।
দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আরও ৩ শতাংশ ডিএ বাড়াল কেন্দ্র। কেন্দ্র-রাজ্য ডিএ-র ফারাক বেড়ে ৩৯ শতাংশ।
১ জুলাই থেকে কার্যকর বর্ধিত ডিএ।
আর জি কর মেডিক্যালে দুর্নীতি, স্বাস্থ্য সচিবকে চিঠি সিবিআই-এর। 'দুর্নীতির মামলার তদন্তে উঠে এসেছে সুজাতা ঘোষ ও দেবাশিস সোমের নাম। হাসপাতালের সরঞ্জাম ক্রয় ও হাউস স্টাফ মনোনয়নে মিলেছে সুজাতা-দেবাশিসের ভূমিকা', স্বাস্থ্য দফতরের প্রধান সচিবকে লেখা সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার DIG-র চিঠিতে উল্লেখ। আর জি কর মেডিক্যালের সহযোগী অধ্যাপক সুজাতা ঘোষ। হাসপাতালের ফরেন্সিক বিভাগের ডেমোনস্ট্রেটর দেবাশিস সোম। আর্থিক দুর্নীতিতে অভিযুক্তরা এখনও স্বপদে বহাল আছেন। সুপ্রিম কোর্টে ৩০ সেপ্টেম্বরের শুনানিতে বলেছিলেন সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী। সিবিআই বা অন্য কেউ কোনও তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছিল রাজ্য।
পুলিশ আটক করলেও ঝোঁকেনি শিরদাঁড়া। তিনি কলকাতা পুরসভার মেডিক্যাল অফিসার তপোব্রত রায়। গতকাল রাতে থানা থেকে মুক্তি পেয়ে ছুটে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে। আজ গেলেন নিজের কর্মক্ষেত্র কলকাতা পুরসভায়। বুকে লাগানো ব্যাজে লেখা We Want Justice।
কৃষ্ণনগর ও পুরুলিয়ায় দুই তরুণীর দেহ উদ্ধার, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি সুকান্তর। 'লক্ষ্মীপুজোর দিন জোড়া হত্যাকাণ্ডের সাক্ষী বাংলা, রেড রোডের কার্নিভালে নাচতে ব্যস্ত মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী মহিলাদের রক্ষা করতে পারেন না, তাঁর ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, পোস্ট সুকান্ত মজুমদারের।
পুরুলিয়ার বরাবাজারে নদীর চর থেকে যুবতীর দেহ উদ্ধার। নদীর চরে পোঁতা ছিল যুবতীর দেহ। স্থানীয়রা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। নিহত যুবতীর পরিচয় মেলেনি।
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার কৃষ্ণনগরে ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ। লক্ষ্মীপুজোর দিন স্কুলছাত্রীর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ উদ্ধার। এসপি অফিস থেকে ৫০০ মিটার দূরে ছাত্রীর দেহ উদ্ধার। ধর্ষণের পর অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ, আটক প্রেমিক। গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল দ্বাদশ শ্রেণির ছাত্রী। প্রেমিকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত চেয়ে, কোতোয়ালি থানায় বিক্ষোভ বাম-কংগ্রেসের।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পরপর ৫ দিন সল্টলেকের বিকাশ ভবনের গুদামে তল্লাশি চালিয়ে CBI-এর হাতে এল চাঞ্চল্যকর নথি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বাজেয়াপ্ত নথিতে দেখা গেছে, এক সরকারি আমলার কাছে ২০১৪ সালের TET-এ অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ওই চাকরিপ্রার্থীরা যে পরীক্ষায় পাস করতে পারবেন না তা ভালমতোই জানতেন তৎকালীন শিক্ষামন্ত্রী। নথিতে কয়েকজন প্রভাবশালীর নামও মিলেছে বলে CBI-এর দাবি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকায় ৭৫২ জনের নাম ছিল। এর মধ্যে প্রাথমিকে চাকরি পান ৩১০ জন। বিকাশ ভবন থেকে উদ্ধার হওয়া নথি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম হাতিয়ার বলে CBI-এর দাবি।
জমি সিন্ডিকেটের দখল নিয়ে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রামে রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি। সকালেও রাস্তায় পড়ে আছে ২টি তাজা বোমা। স্থানীয়দের দাবি, একটি প্রোমোটিং সংস্থা আবাসন তৈরির জন্য অন্ডাল বিমানবন্দর সংলগ্ন এলাকায় জমি নিচ্ছে। এই জমি নেওয়াকে কেন্দ্র করে সিন্ডিকেটে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে। এক গোষ্ঠীর নেতা শেখ নফিজুল, আরেক গোষ্ঠীর নেতা শেখ মোবারক। গ্রামবাসীদের কাছ থেকে জমি নেওয়ার জন্য মধ্যস্থতা কে করবে, এই নিয়েই শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বলে স্থানীয়দের দাবি। বোমাবাজির দায় একে অপরের ঘাড়ে চাপিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র বহরমপুরের বাঞ্জেটিয়া। ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু। ট্রাকে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা।
অনশনের দ্বাদশ দিনে ধর্মতলার ধর্নাস্থলে রাখিবন্ধন। আন্দোলনে সংহতি জানিয়ে অনশনকারীদের হাতে রাখি বাঁধলেন গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের সদস্য, সদস্যারা। বঙ্গভঙ্গের প্রতিবাদে ১৯০৫ সালের ১৬ অক্টোবর রাখিবন্ধন উৎসব পালন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে অনশনকারী জুনিয়র ডাক্তারদের হাতে রাখি পরানোর জন্য এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ। এদিন ধর্নামঞ্চে যান শিক্ষাবিদ পবিত্র সরকার। আন্দোলনকারীদের ১০ দফা দাবি সঙ্গত বলে তিনি জানিয়েছেন।
ধর্মতলায় অনশনের আজ দ্বাদশী। প্রথম দিন থেকে স্নিগ্ধা হাজরা, অর্ণব মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরারা অনশন চালিয়ে যাচ্ছেন। ৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও শুরু হয়েছে অনশন। ধর্মতলা ও উত্তরবঙ্গ মিলিয়ে ৬ জন অনশনকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল ধর্মতলায় অনশনে যোগ দেন আরও ২ জন, রুমেলিকা কুমার ও স্পন্দন চৌধুরী। এই মুহূর্তে অনশন করছেন ৮ জন জুনিয়র ডাক্তার। প্রতিদিনই অনশনকারীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। সেই সমস্ত রিপোর্ট বলছে, প্রত্যেকেরই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দেখা দিয়েছে নানা সমস্যা। তবে জুনিয়র ডাক্তাররা অনশনে অনড়।রাজ্য সরকার-ডাক্তারদের এই অচলাবস্থা কবে কাটবে? উত্তর অধরা।
ফের চিকিৎসককে হেনস্থা। এবার পুরাতন মালদার মৌলপুর স্বাস্থ্য কেন্দ্র। জ্বরে আক্রান্ত শিশুকে মালদা মেডিক্যালে রেফার করায় ডাক্তারকে ধাক্কাধাক্কি, গালিগালাজের অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পরপর ৫ দিন সল্টলেকের বিকাশ ভবনের গুদামে তল্লাশি চালিয়ে CBI-এর হাতে এল চাঞ্চল্যকর নথি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বাজেয়াপ্ত নথিতে দেখা গেছে, এক সরকারি আমলার কাছে ২০১৪ সালের TET-এ অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ওই চাকরিপ্রার্থীরা যে পরীক্ষায় পাস করতে পারবেন না তা ভালমতোই জানতেন তৎকালীন শিক্ষামন্ত্রী। নথিতে কয়েকজন প্রভাবশালীর নামও মিলেছে বলে CBI-এর দাবি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকায় ৭৫২ জনের নাম ছিল। এর মধ্যে প্রাথমিকে চাকরি পান ৩১০ জন। বিকাশ ভবন থেকে উদ্ধার হওয়া নথি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম হাতিয়ার বলে CBI-এর দাবি।
কৃষ্ণনগরে পুজো মণ্ডপের সামনে, পুলিশ সুপারের অফিসের মাত্র ৫০০ মিটার দূরে অজ্ঞাতপরিচয় তরুণীর অর্ধদগ্ধ, বিবস্ত্র দেহ উদ্ধার হল। এই নিয়ে আজ সকালে রামকৃষ্ণ মিশন আশ্রম পাড়া এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রাতর্ভ্রমণকারীরাই প্রথমে ওই তরুণীর অর্ধদগ্ধ ও বিবস্ত্র দেহ রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন। পরে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, তরুণীকে অন্যত্র খুন করে প্রমাণ লোপাট করতেই দেহ এখানে এনে পুড়িয়ে দেওয়া হয়।
ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগে মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালে তুলকালাম। হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়-পরিজন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয়। পরিবারের দাবি, জ্বর নিয়ে আজ ভোরে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি হন মানিকচকের বড়বাগানের বাসিন্দা সফিকুল ইসলামকে। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভুল চিকিৎসার কারণের বছর ৩৫-এর ওই রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে ধুন্ধুমার বাধে। তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে কী কারণে মৃত্যু, জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।
জমি সিন্ডিকেটের দখল নিয়ে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রামে রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি। সকালেও রাস্তায় পড়ে আছে ২টি তাজা বোমা। স্থানীয়দের দাবি, একটি প্রোমোটিং সংস্থা আবাসন তৈরির জন্য অন্ডাল বিমানবন্দর সংলগ্ন এলাকায় জমি নিচ্ছে। এই জমি নেওয়াকে কেন্দ্র করে সিন্ডিকেটে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে। এক গোষ্ঠীর নেতা শেখ নফিজুল, আরেক গোষ্ঠীর নেতা শেখ মোবারক। গ্রামবাসীদের কাছ থেকে জমি নেওয়ার জন্য মধ্যস্থতা কে করবে, এই নিয়েই শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বলে স্থানীয়দের দাবি। বোমাবাজির দায় একে অপরের ঘাড়ে চাপিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ফের অশান্ত মুর্শিদাবাদের ডোমকল। মেহেদিপাড়ায় এক ব্যক্তির ছিন্নভিন্ন দেহ উদ্ধার হল। আজ সকালে স্থানীয়রা মাঠের মধ্যে ওই ব্যক্তির ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন। নিহত মোমিন শেখ জলঙ্গির ফরিদপুরের বাসিন্দা। নিহতের ছেলের দাবি, বাবা বোমা বাঁধার কাজ করতেন। স্থানীয়দের অনুমান, বোমা ফেটে মৃত্যু হতে পারে বছর ৪৮-এর ওই ব্যক্তির।
শুক্লা চতুর্দশীতে তারাপীঠে তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষ্যে শক্তির আরাধনা। দিনভর বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। তারা মায়ের আবির্ভাব তিথিতে মন্দিরে পুণ্যার্থীদের ভিড়। এদিন ভোরে মঙ্গলারতির পর শীতল ভোগ নিবেদন করে তারা মাকে গর্ভগৃহ থেকে এনে বিশ্রাম মঞ্চে বসানো হয়। সেখানে বিশেষ পুজো করে সন্ধেয় মা তারাকে নিয়ে যাওয়া হয় গর্ভগৃহে।সন্ধ্যারতির পর অন্নভোগ নিবেদন করা হয়। এদিন শ্মশানের দিকে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে বসেন তারা মা। কথিত আছে, তারা মায়ের বোন দেবী মৌলাক্ষী। এদিন দুই বোনের দেখা হয়। ঝাড়খণ্ডের মুলুটিতে মৌলাক্ষী মায়ের মন্দির পশ্চিমমুখী। তাই এদিন তারা মা পশ্চিমমুখী হয়ে বসেন। আবির্ভাব দিবসে কুণ্ড থেকে জল এনে মাকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। এর সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনি। কথিত আছে, পাল রাজত্বের সময় সওদাগর জয় দত্ত স্বপ্নে তারা মায়ের নির্দেশ পান, চতুর্দশীতে শ্মশানের শ্বেত শিমুল গাছের তলায় পঞ্চমুণ্ডির আসনের নিচে মায়ের শিলামূর্তি আছে। সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। সেই উপলক্ষ্যে প্রতি বছর এই দিনে তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়।
বহরমপুরে জমি ব্যবসায়ীকে গুলি করে খুন। সকাল সাড়ে ৬টা নাগাদ বহরমপুরের রাধার ঘাট এলাকায় খুনের ঘটনা ঘটে। প্রাতর্ভ্রমণে যান জমি ব্যবসায়ী প্রদীপ দত্ত। অভিযোগ, বাড়ির কাছেই মোটরবাইকে চড়ে এসে দুই দুষ্কৃতী বছর পঞ্চাশের ব্যবসায়ীকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর পঞ্চাশের ব্যবসায়ীর। সাতসকালে খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক। ব্যবসায়িক বিবাদ নাকি, ব্যক্তিগত শত্রুতার জেরে খুন, খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ।
আনিস খানের রহস্য়মৃত্য়ু থেকে আর জি কর। রাজ্য়ের একাধিক ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছে, সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা। যার জেরে, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, বারবার সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে। গতকাল সেই একই প্রসঙ্গ ফের উঠল সুপ্রিম কোর্টে।
প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে আটক কলকাতা পুরসভার চিকিৎসক, চাপের মুখে মুক্তি। আন্দোলনকারীদের চাপের মুখে ময়দান থানা থেকে ছাড়া হল কলকাতা পুরসভার চিকিৎসককে। রেড রোডে পুজো কার্নিভালের মেডিক্যাল ক্যাম্পে ডিউটি করার সময়ই তপোব্রত রায়কে আটক করার অভিযোগ। থানা থেকে ছাড়া পেয়েই ধর্মতলার অনশন মঞ্চে কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়।
দুই প্রতিবেশীর বচসায় সোনারপুরের তালপুকুরে বিসর্জন চলাকালীন গুলি চলার অভিযোগ উঠল। হুগলির খানাকুলে পুজোর নিয়ন্ত্রণ ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে তুলকালাম বাধল। অন্যদিকে, দমদমে বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন বাইক ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে।
এবার আর জি করকাণ্ডের শুনানিতেও, সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। 'এটা একটা সুন্দর ব্যবস্থা,যেখানে, রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হচ্ছে!' সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে মঙ্গলবার এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন দেশের প্রধান বিচারপতি। পরের শুনানিতে রাজ্য সরকারের থেকে হলফনামাও তলব করা হয়েছে।
ধর্মতলার অনশনে যোগ দিলেন, আরও দুই জুনিয়র ডাক্তার। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যালে অসুস্থ হয়ে পড়লেন সৌভিক বন্দ্যোপাধ্যায় নামে এক অনশনকারী।
বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়কের গাড়ি আটকে নিরাপত্তারক্ষীকে অশ্রাব্য় গালিগালাজের অভিযোগ উঠল টাকির বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল বিধায়কের গাড়ির বনেটের উপর উঠে পড়েন বিজেপি কাউন্সিলরের মেয়ে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। ঘটনায় হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক।
আর জি কর-কাণ্ডে উত্তাল রাজ্য। দিকে দিকে চলছে প্রতিবাদ। তার মধ্যেই ঘোষণা হল বিধানসভা উপনির্বাচন। তেরোই নভেম্বর ভোট হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে পাঁচটা কেন্দ্রই ছিল তৃণমূলের দখলে। শুধুমাত্র মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। তৃণমূলের কাছে লড়াই, জেতা আসন ধরে রাখার। আর বিরোধীদের লক্ষ্য়, তৃণমূলকে ধাক্কা দেওয়ার। কী হবে, তা জানা যাবে তেইশে নভেম্বর, ভোটের ফলপ্রকাশের দিন।
মুর্শিদাবাদের সালারে তৃণমূল কর্মী খুনে প্রকাশ্য়ে এল তৃণমূলের দলীয় কোন্দল। সোমবার রাতে খুন হন তৃণমূল কর্মী আলাই শেখ। তাঁকে বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
প্রেক্ষাপট
হাইকোর্টে ফের জোর ধাক্কা রাজ্যের। রেড রোডে উৎসবের কার্নিভালের সময়ই, বিচারের দাবিতে রানি রাসমণি অ্যাভিনিউয়ে দ্রোহের কার্নিভাল। ধর্মতলায় মানববন্ধন।
পুলিশের জারি ১৬৩ নম্বর ধারা অসামঞ্জস্যপূর্ণ, মাত্রাতিরিক্ত, অযৌক্তিক। মৌলিক অধিকারে এধরনের নিয়ন্ত্রণ সৎ উদ্দেশ্যে হতে পারে না। কড়া মন্তব্য বিচারপতি রবি কৃষাণ কপূরের।
রাজ্যকে দেওয়া অসীম ক্ষমতার ব্যবহার করে দ্রোহের কার্নিভালের অনুমতি আটকানো যায় না। দমনপীড়নমূলক নীতি স্বেচ্ছাচারিতার রাস্তা খুলে দিতে পারে। মন্তব্য হাইকোর্টের।
খুলল শিকল, সরল লৌহকপাট। জয়ের শঙ্খধ্বনিতে দ্রোহের কার্নিভাল। যোগ দিলেন অপর্ণারা।
চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবিতে ফের রাজপথে জ্বলল মশাল। দলীয় পতাকা ছাড়াই পথে নামল বিজেপি। কলকাতা থেকে জেলা, প্রতিবাদের গর্জন।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে দ্রোহের কার্নিভালের সঙ্গেই জুনিয়র ডাক্তারদের মানববন্ধনে নাগরিক সমাজ। বাধার অভিয়োগে ডিসি সেন্ট্রালকে ঘিরে বিক্ষোভ, পুলিশকে গো-ব্যাক।
প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে পুজো কার্নিভালের মেডিক্যাল ক্যাম্পে। আটক কলকাতা পুরসভার ডাক্তার। আন্দোলনকারীদের চাপের মুখে থানা থেকে ছাড়া পেয়েই গেলেন অনশনমঞ্চে।
রেড রোডে উৎসবের কার্নিভাল, গেলেন না সৌরভ। সকালেই যান মুম্বই, ফিরবেন আজ। প্রাক্তন ভারত অধিনায়কের অনুপস্থিতি ঘিরে জল্পনা।
অনিকেত, আলোক, অনুষ্টুপ, পুলস্ত্য, তনয়ার পর অসুস্থ আরও এক অনশনকারী জুনিয়র চিকিৎসক। উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি সৌভিক বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় অনশনে আরও ২জন।
১০দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎকরা। বিধানসভায় আলোচনার দাবি শুভেন্দুর।
হাসপাতাল থেকে থানা, সিভিক ভলান্টিয়ারকে কাজে না লাগানো নিয়ে কী পদক্ষেপ? রাজ্য সরকারের হলফনামা তলব সুপ্রিম কোর্টের। সঞ্জয় রায়ের নিয়োগ নিয়েও উঠল প্রশ্ন।
রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ, এটা একটা সুন্দর ব্যবস্থা। আর জি কর মামলার শুনানিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির।
অমিল ওষুধ, চিকিৎসা পরিষেবা না মেলার অভিযোগ। ধুনধুমার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। সুপারের অফিসে তাণ্ডব, চেয়ার ছুড়লেন রোগীর আত্মীয়রা। কোথায় নিরাপত্তা? ফের উঠল প্রশ্ন।
২দিন পরেও হল না ফরাক্কায় নিহত নাবালিকার দেহের ময়নাতদন্ত। মর্গের সামনে পরিবারের বিক্ষোভ। যোগ দিলেন ডিওয়াইএফআই কর্মীরাও।
উত্তরে সিতাই, মাদারিহাট থেকে দক্ষিণে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা। ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ২৩ নভেম্বর ফলপ্রকাশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -