West Bengal News Live Updates: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে 'আঙুল বিতর্ক'

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 19 Jun 2025 03:06 PM

প্রেক্ষাপট

প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদি না অমিত শাহ? ফের আক্রমণে মমতা। মুখ্যমন্ত্রী যখন বাইরে যান, তখন রাজ্য চালান কে? মোদি-শাহ নিয়ে মমতার কটাক্ষে পাল্টা প্রশ্ন বিজেপির। এমার্জেন্সির ৫০ বছর উপলক্ষ্যে ২৫ জুন সংবিধান...More

WB News Live: পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া আজই শুরু হবে, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের

পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া আজই শুরু হবে, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের। কলকাতা হাইকোর্টের নির্দেশমতো ৬৬ টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে নিয়োগপ্রক্রিয়া, নির্দেশ আদালতের। ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে রাজ্য, তারপর বাকি নিয়ম মেনে চলবে নিয়োগ, নির্দেশ আদালতের। ৭৮ টি শূন্যপদে হবে নিয়োগ। ডিভিশন বেঞ্চের নির্দেশ না মানা নিয়ে একে অপরকে দোষারোপ করছে পুরসভা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, মন্তব্য আদালতের। আদালতের নির্দেশ অনুযায়ী ভার্চুয়ালি হাজিরা দেন কলকাতা পুরসভার কমিশনার, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান।