West Bengal News Live Updates: ভারত-বাংলাদেশ সীমান্তের অদূরে চার-চারটি বাঙ্কার, ভিতরে মিলল প্রচুর নিষিদ্ধ কাফ সিরাপের বোতল

WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 25 Jan 2025 03:02 PM

প্রেক্ষাপট

আমৃত্যু কারাদণ্ড নয়, রাজ্য সরকারের পর সঞ্জয়ের ফাঁসি চায় CBI-ও। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ। সোমবার মামলার শুনানি। রাজ্যের পথে হেঁটে পরিবারকে না জানিয়েই কি হাইকোর্টে সিবিআই? কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা...More

WB News Live: সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে একের পর এক বাঙ্কার, কীভাবে নজর এড়িয়ে তৈরি হল?

সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে একের পর এক বাঙ্কার। নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্তের কাছে ৪টি বাঙ্কারের হদিশ। ভারত-বাংলাদেশ সীমান্তের ৩ কিমি দূরে পর পর বাঙ্কার। কৃষ্ণগঞ্জে আমাবাগানের মধ্যে মাটির নীচে, ঘরের ভিতর বাঙ্কার। মাটির তলায় বাঙ্কারের মধ্যে লোহার কন্টেনার। বাঙ্কারের ভিতরে নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিলের রাশি রাশি বোতল। শুধুই কি নিষিদ্ধ কাফ সিরাপ রাখতে মাটির তলায় বাঙ্কার? না কি অনুপ্রবেশকারীদের বাঙ্কারে লুকিয়ে রাখা হত? বাঙ্কারে কি শুধুই কাফ সিরাপ থাকত? নাকি অস্ত্রও রাখা হত? প্রজাতন্ত্র দিবসের আগে ঘনীভূত বাঙ্কার-রহস্য। কলেজের সামনে আমবাগানে মাটির তলায় কীভাবে বাঙ্কার? কীভাবে নজর এড়িয়ে তৈরি হল একের পর এক বাঙ্কার? ওপার থেকে এপারে লাগাতার উস্কানির মধ্যে কোথায় নজরদারি?