West Bengal News Live Updates: ভারত-বাংলাদেশ সীমান্তের অদূরে চার-চারটি বাঙ্কার, ভিতরে মিলল প্রচুর নিষিদ্ধ কাফ সিরাপের বোতল
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে একের পর এক বাঙ্কার। নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্তের কাছে ৪টি বাঙ্কারের হদিশ। ভারত-বাংলাদেশ সীমান্তের ৩ কিমি দূরে পর পর বাঙ্কার। কৃষ্ণগঞ্জে আমাবাগানের মধ্যে মাটির নীচে, ঘরের ভিতর বাঙ্কার। মাটির তলায় বাঙ্কারের মধ্যে লোহার কন্টেনার। বাঙ্কারের ভিতরে নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিলের রাশি রাশি বোতল। শুধুই কি নিষিদ্ধ কাফ সিরাপ রাখতে মাটির তলায় বাঙ্কার? না কি অনুপ্রবেশকারীদের বাঙ্কারে লুকিয়ে রাখা হত? বাঙ্কারে কি শুধুই কাফ সিরাপ থাকত? নাকি অস্ত্রও রাখা হত? প্রজাতন্ত্র দিবসের আগে ঘনীভূত বাঙ্কার-রহস্য। কলেজের সামনে আমবাগানে মাটির তলায় কীভাবে বাঙ্কার? কীভাবে নজর এড়িয়ে তৈরি হল একের পর এক বাঙ্কার? ওপার থেকে এপারে লাগাতার উস্কানির মধ্যে কোথায় নজরদারি?
এবার দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে যুব তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা। গুলিবিদ্ধ দক্ষিণ রায়পুরের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি কৃষ্ণপদ মণ্ডল। আজ সকাল ১১টা নাগাদ রায়পুর স্কুল মোড়ে ৩ জন বাইকে করে এসে যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতাকে কলকাতার CMRI হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বছর চারেক আগে, ২০২১-এর ১৭ মে, যুব তৃণমূল নেতা কৃষ্ণপদ মণ্ডল গুলিবিদ্ধ হন। সেই সময় তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুলি চলে বলে অভিযোগ উঠলেও শাসকদল ব্যবসায়িক বিবাদের দাবি করে।
নদিয়া সীমান্তে বাঙ্কার রহস্যে BSF-এর বিবৃতি। অপারেশন চালিয়ে চোরাচালান চক্রের পর্দাফাঁস। ১ কোটি ৪০ লক্ষ টাকার ফেন্সিডিলের ৬২ হাজার বোতল উদ্ধার। গাছের নীচে ২টি ও ঘরের মেঝের নীচে ১টি স্টোরেজ ট্যাঙ্ক মিলেছে। বাঙ্কার রহস্যে বিবৃতি BSF-এর।
আর জি কর-কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী বদল। সঞ্জয়ের নতুন আইনজীবী যশ জালান। লিগাল এইড সার্ভিস সত্য সামনে আসতে দেয়নি। রাজ্য সরকার ও কলকাতার তৎকালীন CP সত্য সামনে আসতে দেননি। ওকালতানামাতেও সই করতে দেওয়া হয়নি, দাবি সঞ্জয়ের নতুন আইনজীবীর।
ফের কলকাতায় বহুতলের হেলে পড়ার ছবি এল সামনে। এক্সাইড মোড়ের কাছে চৌরঙ্গি রোডে আতঙ্ক। এখানে পুরনো বহুতল হেলে পড়েছে পাশের ভবনে। বিপজ্জনক ওই বাড়িতে আছেন আবাসিকরাও।
২৬ দিনের লড়াই শেষ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হল জলপাইগুড়ির প্রসূতি সান্ত্বনা রায় মাতব্বরের। ময়নাতদন্ত চেয়ে সুপারকে চিঠি দিল মৃতের পরিবার। তাদের অভিযোগ, হাসপাতাল পুলিশের কাছে যেতে বলে। এরপর শুরু হয় পুলিশি টালবাহানা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পুলিশ ফাঁড়ি থেকে পাঠানো হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। সেখানেও কাজ না হওয়ায় জলপাইগুড়ির পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে মৃত প্রসূতির পরিবার। ২৯ ডিসেম্বর জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে সন্তান প্রসবের পরেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। ২ জানুয়ারি তাঁকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। সেখানেই গতকাল প্রসূতির মৃত্যু হয়। মৃতের পরিবার আগেই স্যালাইন ও ইঞ্জেকশনের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে।
রাজ্যের সব মেডিক্যাল কলেজেগুলিতে চিকিৎসকদের ওপর নজরদারিতে বিশেষ উদ্যোগ। সিনিয়র শিক্ষক-চিকিৎসক থেকে জুনিয়র ডাক্তার, সকলের এক মাসের রোস্টার চাওয়া হল। এক মাসের ডিউটি রোস্টার চেয়ে পাঠাল স্বাস্থ্য দফতর। সোমবারের মধ্যেই তা জমা করার মৌখিক নির্দেশ স্বাস্থ্য দফতরের। চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে আচমকা পরিদর্শন করা হবে। আচমকা হাসপাতাল পরিদর্শনে যাবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। সার্জারির সময় সংশ্লিষ্ট সিনিয়র চিকিৎসক আছেন কিনা যাচাই করা হবে। সিনিয়র চিকিৎসকের উপস্থিতি যাচাই করতে প্রয়োজনে সিসিটিভি ফুটেজ দেখা হবে। হাজিরা না থাকলে বা কর্তব্যে ত্রুটি চিহ্নিত হলে প্রয়োজনে কড়া পদক্ষেপ।
প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। মালদার পর এবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নোদাখালি। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নোদাখালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। 'রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল'। ৩ বাইক আরোহী দুষ্কৃতী এসে গুলি চালায়, দাবি প্রত্যক্ষদর্শীদের। তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক, আনা হচ্ছে কলকাতায়।
প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের এক-দেড় কিলোমিটার দূরে টুঙ্গি সীমান্তে চার-চারটি বাঙ্কারের হদিশ। লোকজনের চোখে ধুলো দিতে আম বাগানের ভিতরে তৈরি হয়েছিল ঘর। মাটির ওপরে ঘর, মাটির নীচে চুপিসাড়ে তৈরি করা হয়েছিল বাঙ্কার। বাঙ্কারের ভিতরে মিলেছে নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিলের রাশি রাশি বোতল। মাজদিয়ার সুধীররঞ্জন লাহিড়ি কলেজের সামনে আম বাগানে BSF-পুলিশের মিলিত অভিযানে হদিশ বাঙ্কারের। প্রশ্ন উঠছে, শুধুমাত্র নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের জন্যেই কি বাঙ্কার তৈরি করা হয়েছিল? না কি এতগুলি বাঙ্কার তৈরির পিছনে ছিল অন্য রহস্য?
নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে হদিশ বাঙ্কারের। মাটি খুঁড়ে বাঙ্কার উদ্ধারের পর মিলল নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিলের রাশি রাশি বোতল। একটি অর্ধসমাপ্ত বাঙ্কারেরও হদিশ মিলেছে। মাজদিয়ায় কলেজের সামনে আম বাগানে অভিযান চালায় BSF। অনুমান, বাংলাদেশে পাচারের জন্য কাফ সিরাপগুলি মজুত করা হয়েছিল। সীমান্তে নজরদারি বাড়ায় গোপনে মাটি খুঁড়ে বাঙ্কার তৈরি করেছিল পাচারকারীরা।
মালদার কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। হায়দরাবাদ থেকে ধৃত আব্দুল আলিম ও জবিদুল মোমিন। খুনের সঙ্গে ২ জনেই প্রত্যক্ষভাবে যুক্ত ছিল বলে পুলিশের দাবি। ১৪ জানুয়ারি, কালিয়াচকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় তৃণমূল কর্মী আতাউল হককে। আক্রান্ত হন তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর ভাই, তৃণমূলের প্রাক্তন প্রধান। ওই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জাকির শেখ আগেই গ্রেফতার হয়েছে। এবার হায়দরাবাদ থেকে গ্রেফতার হল জাকিরের ছেলে আব্দুল আলিম-সহ ২ জন। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা।
বছরের শুরুতেই তৃণমূলের অন্দরে ক্যালেন্ডার নিয়ে তৈরি হল বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্যালেন্ডারে কার ছবি বড় করে থাকবে? এই নিয়েই যত বিতর্ক। আর এরপরই সামনে এল নতুন ক্যালেন্ডার। যাতে দেখা গেল, বদলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির আকার। আগে যা ছিল, হল ঠিক তার উল্টো।
বাঘাযতীন, বাগুইআটি, ট্যাংরা, বিধাননগর, তপসিয়ার পর এবার এন্টালি। যত দিন যাচ্ছে, হেলে পড়া বহুতলের তালিকা লম্বা হচ্ছে। এবার কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেনে হেলে পড়ল ৩টি বহুতল। স্থানীয়দের অভিযোগ, জলাভূমি বুজিয়ে বছর তিনেক আগে তৈরি হয় তিনের মধ্যে দুটি বহুতল। শুধু তাই নয়, একটি বহুতলের উপরে ৬ মাস আগে তৈরি হয় আরও ৩টি তলা। তিন-তিনটি বহুতল হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। প্রোমোটারদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই খুন হয়েছেন জোকার ডায়মন্ড পার্কের মহিলা। শ্বাসরোধ করে খুনের পর, মৃত্যু নিশ্চিত করতে কাটারির কোপ মারা হয় মহিলার গলায়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই তথ্য মিলেছে। রিপোর্টে উল্লেখ, ২৩ জানুয়ারি দেহ উদ্ধার হলেও, তার অন্তত ৪৮ ঘণ্টা আগে খুনের ঘটনা ঘটে ঘটনার পর থেকে হদিশ নেই বেহালা শীলপাড়ার বাসিন্দা ৩২ বছরের ছায়া সর্দারের স্বামীর। পুলিশ সূত্রে খবর, স্বামীর সঙ্গে বনিবনা ছিল না মহিলার। দম্পতি আলাদা থাকতেন, খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত, দাবি পুলিশের। খুনের জন্যই জোকার ডায়মন্ড পার্কে বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, অনুমান পুলিশের।
গোবলয়ের বাহুবলীদের শক্তি প্রদর্শনের ছবি বাংলায়। মালদার মানিকচকে ভিড়ের মধ্যে শূন্যে গুলি চালিয়ে সূচনা হল ভলিবল টুর্নামেন্টের। ভাইরাল হল ছবি, অস্ত্র বাজেয়াপ্ত করে অস্ত্র আইনে মামলা রুজু। ঘটনার ৩৬ ঘণ্টা পরেও নাগালের বাইরে অভিযুক্তরা।
আর জি কর-কাণ্ডে প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন নিহত চিকিৎসকের মা-বাবা। তাঁদের মেয়ের মৃত্যুর জন্য রাজ্য সরকারই পুরো দায়ী। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনও যুক্তি নেই, বললেন আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের বাবা। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। তারা বলছে, তৃণমূল বিরোধীদের মতো কথা বলছে নিহত চিকিৎসকের পরিবার।
রাজ্য সরকার এবং সিবিআই দু'পক্ষই যখন একদিকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, তখন এ বিষয়ে কোনও পক্ষই তাঁদের কিছু জানায়নি বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার।
ওয়াকঅফ সংশোধনী বিল নিয়ে বৈঠকে তুমুল বাগবিতণ্ডা। যৌথ সংসদীয় কমিটি থেকে সাসপেন্ড হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন বিরোধী সাংসদ। গণতন্ত্রের কন্ঠ রুদ্ধ করে দেওয়া হচ্ছে। সাসপেন্ড হওয়ার পর বললেন কল্যাণ। পাল্টা তাঁর বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ তুললেন JPC-র চেয়ারম্যান।
রাজ্য সরকারের প্রকল্পে দুর্নীতি, ঠিকাদারের থেকে কাটমানি, দলের নেতাকেই ভোটে হারানোয় মদতের মতো একাধিক অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুললেন তৃণমূলেরই পঞ্চায়েত উপপ্রধান। হাওড়ার আমতায় সামনে এসে পড়ল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পাল্টা আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক।
খারাপ আবহাওয়ার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে বিমান বাতিল করে দেওয়ার অভিযোগ। উত্তেজনা ছড়াল কলকাতা বিমানবন্দরে। স্পাইস জেটের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা। এবিষয়ে বেসরকারি উড়ান কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
কলকাতা মেডিক্য়ালে ভোগান্তির শিকার রোগীরা। বন্ধ রয়েছে হাসপাতালের এক্স রে সেন্টার। যার জেরে অন্য় হাসপাতালে যেতে হচ্ছে রোগীদের। অভিযোগ, তারপরও এক্স র-র জন্য় দাঁড়িয়ে থাকতে হচ্ছে ২-৩ ঘণ্টা। ফলে নাজেহাল অবস্থা রোগী এবং তাদের পরিবারের। এই মুহূর্তেই যে সমস্য়া মিটবে না একথা কার্যত স্বীকার করে নিয়েছেন কলকাতা মেডিক্য়াল কলেজের উপাধ্য়ক্ষ।
ফের বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক। মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে স্থানীয়দের। বন দফতরের সূত্রে দাবি, অতি দ্রুত স্থান পরিবর্তন করছে বাঘটি। চিন্তার বিষয় হল বাঘটির গলায় রেডিও কলার না থাকায় সমস্য়া হচ্ছে অবস্থান বুঝতে। অন্য়দিকে বাঁকুড়ার রানিবাঁধে এক জন্তুর পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে রহস্য়। কীসের পায়ের ছাপ তা খতিয়ে দেখছে বন দফতর।
প্রেক্ষাপট
আমৃত্যু কারাদণ্ড নয়, রাজ্য সরকারের পর সঞ্জয়ের ফাঁসি চায় CBI-ও। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ। সোমবার মামলার শুনানি।
রাজ্যের পথে হেঁটে পরিবারকে না জানিয়েই কি হাইকোর্টে সিবিআই? কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়েই প্রশ্ন পরিবারের।
না জানিয়েই রায় চ্যালেঞ্জ?
প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ অভয়ার বাবা-মার, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি।
আর জি কর ধর্ষণ-খুনে পুলিশের তদন্ত নিয়ে এবার প্রশ্ন শিয়ালদা কোর্টের বিচারকের। তদন্ত এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ IO. বেনজির ব্যবস্থা নিতে কমিশনারকে সুপারিশ।
আর জি কর-কাণ্ডের মধ্যেই প্রকাশ্যে মালদার আরেক সিভিক ভলান্টিয়ারের কীর্তি! বাড়িতে কেউ না থাকার সুযোগে বধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার।
সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য-সিবিআই-২ পক্ষই। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে কুলতলিকাণ্ডের দোষী। তড়িঘড়ি রায়ের অভিযোগ, সোমবার শুনানি।
প্রসূতি মৃত্যুতে অনিচ্ছাকৃত খুনের ধারায় FIR, ২ ডাক্তারকে সিআইডির জিজ্ঞাসাবাদ। মেদিনীপুর মেডিক্যালের বদলে অন্য জায়গায় থাকার অভিযোগে তলব।
মেদিনীপুরের পর স্যালাইনকাণ্ড কলকাতার রাজপথে শুভেন্দু। কলেজ স্কোয়ার থেকে মিছিল। প্রসূতির পরিবারকে নিয়ে গেলেন রাজভবনে।
স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে প্রতিবাদ মিছিলে তুলকালাম। মীনাক্ষী-সহ ১৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা।
দিদির মন্ত্রীদের চালচলন দেখলে থাকতে ইচ্ছে করে না। ফের বিস্ফোরক কল্যাণ, নিশানায় কারা?
অভিষেকের সেবাশ্রয়ের বাস্তবতা নিয়ে এবার প্রশ্ন খোদ বিধানসভার অধ্যক্ষের!
রাতারাতি বদলে গেল তৃণমূলের ক্যালেন্ডার, মমতা-অভিষেকের ছবির মাপই নেপথ্যে?
গোবলয়ের বাহুবলীদের আস্ফালন এবার বাংলায়! শূন্যে পরপর গুলি ছুড়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা! আমন্ত্রিত তৃণমূল নেতা থেকে পুলিশ।
ভিড়ে ঠাসা অনুষ্ঠানের উদ্বোধনে শূ্ন্যে গুলি! লাইসেন্স থাকার দাবি পুলিশের। বাজেয়াপ্ত বন্দুকও বাজেয়াপ্ত। খোঁজ নেই মানিকচকের সেই বন্দুকবাজদের।
শক্তি প্রদর্শনে মানিকচকের টিপটপ ক্লাবের অনুষ্ঠানে পরপর গুলি! বিতর্কের মুখে পরে এলাকায় যাওয়ার দাবি তৃণমূল নেতার।
বল ভেবে খেলতে গিয়ে বসিরহাটে বিস্ফোরণ, আহত ২ ছাত্র। পুলিশের ফায়ারিং ট্রেনিংয়ের পরে পড়ে থাকা শেল ঘিরে বিপত্তি। ১ ছাত্রকে আনা হল আর জি করে।
কলকাতা থেকে হাওড়া। আতঙ্ক বাড়িয়ে হেলে পড়া একের পর এক বহুতলের ছবি প্রকাশ্যে। কোথাও একের ঘাড়ে আরেক ফ্ল্যাট। কোথাও লোহার বিমের ঢাল!
বাঘাযতীনের পরে তপসিয়া। ফের বহুতলে আতঙ্ক। ট্যাংরায় হেলে পড়া বহুতলের কী ভবিষ্যত? তদন্ত রিপোর্টের অপেক্ষায় পুরসভা।
রডন স্ট্রিট-ময়রা স্ট্রিটের ক্রসিংয়ে ধস নেমে গভীর গর্ত। দিনে লোহার পাত, রাতে ব্যারিকেডের আড়াল। এখনও কোনও মেরামতির কাজই শুরু না হওয়ার অভিযোগ।
গাফিলতির অভিযোগে বর্ধমানের হাসপাতালে তুলকালাম। পুলিশ থেকে স্বাস্থ্যকর্মীদের মার। রেহাই পেলেন না চিকিৎসককেও। ৯জন গ্রেফতার।
প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অবসাদে শিশুকন্যাকে খুন করে আত্মহত্যার চেষ্টা মায়ের? পাশের ঘরে তাও কিছু টের পেলেন না বাবা? তদন্তে বর্ধমান থানার পুলিশ।
ওয়াকফ বিল নিয়ে ফের বিজেপি-তৃণমূল সংঘাত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ে পর এবার নিশিকান্ত দুবের সঙ্গে কল্যাণের বচসা। ১০ বিরোধী সাংসদ সাসপেন্ড।
সীমান্তে বাংলাদেশের উস্কানির মধ্যেই অনুপ্রবেশে হঠাৎ সক্রিয়তা। উত্তর ২৪ পরগনার হেমনগরে গ্রেফতার ৩ বাংলাদেশি। ত্রিপুরায় গ্রেফতার ৭।
পাচারের আগেই বিএসএফের অভিযান। নদিয়ার সীমান্তবর্তী মাজদিয়ায় কলেজের সামনে বাগান খুঁড়তেই থরে থরে বোতল বন্দি নিষিদ্ধ কাফ সিরাপের হদিশ!
রেল সেতুর মেরামতির জন্য বন্ধ বালি ব্রিজের একাংশ। অফিস টাইমে তুমুল যানজটে আজও যাত্রীদের ভোগান্তি।
ফের জঙ্গলমহলে বাঘের আতঙ্ক। বেলপাহাড়িতে মাইকে প্রচার বন দফতরের। জঙ্গলে না যাওয়ার আবেদন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -